আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের পঞ্চম পাঠের তৃতীয় অধ্যায়, ‘আমরা’ -এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তর নির্বাচন করো
‘আমরা’ কবিতার কবি হলেন –
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সত্যেন্দ্রনাথ দত্ত
- নজরুল ইসলাম
- সুমন চট্টোপাধ্যায়
উত্তর – 2. সত্যেন্দ্রনাথ দত্ত
‘আমরা’ কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত? –
- তীর্থসলিল
- কুহু ও কেকা
- ফুলের ফসল
- বেলা শেষের গান
উত্তর – 2. কুহু ও কেকা
আমরা বাঙালি বাস করি সেই তীর্থে –
- শরৎবঙ্গে
- পশ্চিমবঙ্গে
- বরদবঙ্গে
- ভারতবর্ষে
উত্তর – 3. বরদবঙ্গে
‘বাম হাতে যার কমলার ফুল,’ – এখানে কার কথা বলা হয়েছে? –
- বঙ্গদেশ
- দেবী সরস্বতী
- দুর্গা
- দেশমাতৃকা
উত্তর – 1. বঙ্গদেশ
‘ভালে কাঞ্চন-শৃঙ্গ-মুকুট,’ – ‘ভালে’ শব্দের অর্থ কী? –
- ভালো
- তপন
- মাথা
- কপাল
উত্তর – 4. কপাল
বঙ্গভূমির কপালে আছে –
- কাঞ্চন-শৃঙ্গ-মুকুট
- কাঞ্চন মুকুট
- কাঞ্চন-মুকুট-শৃঙ্গ
- কনক ধান
উত্তর – 1. কাঞ্চন-শৃঙ্গ-মুকুট
বঙ্গভূমির কোল ভরা আছে –
- মোটা ধানে
- নদীতে
- পাহাড়পর্বতে
- কনক ধানে
উত্তর – 4. কনক ধানে
বঙ্গভূমির বুক ভরা আছে –
- ভালোবাসায়
- আবেগে
- স্নেহে
- দরদে
উত্তর – 3. স্নেহে
বঙ্গভূমির চরণে আছে –
- পদ্ম
- বেল
- অতসী
- অপরাজিতা
উত্তর – 1. পদ্ম
‘আমরা’ কবিতায় যে কয়টি ফুলের উল্লেখ আছে –
- পদ্ম, অপরাজিতা, জুই
- বেল, পদ্ম, জুই
- পদ্ম, অপরাজিতা, গন্ধরাজ
- পদ্ম, অতসী, অপরাজিতা
উত্তর – 4. পদ্ম, অতসী, অপরাজিতা
শত তরঙ্গের মাধ্যমে কে বন্দনা গান গায়? –
- নদী
- সূর্যের আলো
- সাগর
- বায়ু
উত্তর – 3. সাগর
আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত –
- বরদবঙ্গে
- ভূমি বঙ্গে
- পশ্চিমবঙ্গে
- রঙ্গে
উত্তর – 2. ভূমি বঙ্গে
আমরা যুদ্ধ করে বেঁচে আছি –
- মানুষের সঙ্গে
- বাঘের সঙ্গে
- সিংহের সঙ্গে
- মনের সঙ্গে
উত্তর – 2. বাঘের সঙ্গে
‘আমরা হেলায় নাগেরে খেলাই,’ – ‘নাগ’ শব্দের অর্থ কী? –
- পর্বত
- নর্তকী
- অধিবাসী
- সাপ
উত্তর – 4. সাপ
আমাদের সেনারা যুদ্ধ করছে –
- যুদ্ধক্ষেত্রে
- কাশ্মীরে
- সীমান্ত পারে
- সজ্জিত চতুরঙ্গে
উত্তর – 4. সজ্জিত চতুরঙ্গে
‘দশানন জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে’ – ‘দশানন’ কে? –
- রাজা দশরথ
- রাজা হরিশচন্দ্র
- রাবণ
- ইন্দ্রজিৎ
উত্তর – 3. রাবণ
রামচন্দ্রের প্রপিতামহ হলেন –
- মহারাজ ইন্দ্র
- মহারাজ জনক
- মহারাজ রঘু
- মহারাজ দশরথ
উত্তর – 3. মহারাজ রঘু
‘আমাদের ছেলে ___ লঙ্কা করিছে জয়।’ –
- জয়সিংহ
- ভীমসিংহ
- কীর্তিসিংহ
- বিজয় সিংহ
উত্তর – 4. বিজয় সিংহ
‘সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়।’ – সিংহল বলতে বোঝায় –
- লাক্ষাদ্বীপ
- লঙ্কাদ্বীপ
- ব্রহ্মদেশ
- আন্দামান দ্বীপ
উত্তর – 2. লঙ্কাদ্বীপ
‘একহাতে মোরা মগেরে রুখেছি,’ – ‘মগেরে’ বলতে বোঝায় –
- আরাকানের জলদস্যু
- আরবের জলদস্যু
- ইংরেজ
- মোগল
উত্তর – 1. আরাকানের জলদস্যু
‘একহাতে মোরা মগেরে রুখেছি,’ অন্য হাতে –
- ফরাসিদের
- মোগলদের
- ইংরেজদের
- ওলন্দাজদের
উত্তর – 2. মোগলদের
‘চাঁদ-প্রতাপের হুকুমে’ কাকে হঠতে হয়েছে? –
- মোগলদের
- দিল্লিনাথকে
- পাঠানদের
- গুপ্তদের
উত্তর – 2. দিল্লিনাথকে
‘জ্ঞানের নিধান আদিবিদ্বান্’ – আদিবিদ্বান্ কে? –
- গৌতম
- কপিলমুনি
- মহাবীর
- পতঞ্জলি
উত্তর – 2. কপিলমুনি
সাংখ্যদর্শনের প্রতিষ্ঠাতা –
- গৌতম
- পার্শ্বনাথ
- কপিল
- নানক
উত্তর – 3. কপিল
‘এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে-।’ –
- সোনার হার
- রূপার হার
- হীরক-হার
- নকল হার
উত্তর – 3. হীরক-হার
গিরি তুষার ভয়ংকর পথ অতিক্রম করেছিল –
- সতীশ দীপঙ্কর
- অতীশ দীপঙ্কর
- অতীশ দাস
- অতীশ গোস্বামী
উত্তর – 2. অতীশ দীপঙ্কর
বাঙালির ছেলে দেশে ফিরে এসেছিল –
- যশের মুকুট পরে
- কান্ত কোমল পদে
- ব্যর্থ মনোরথে
- পরাজিত হয়ে
উত্তর – 1. যশের মুকুট পরে
‘আমরা’ কবিতায় ‘বাংলার রবি’ বলতে বোঝায় –
- রবীন্দ্রনাথ ঠাকুরকে
- জয়দেবকে
- কাজী নজরুল ইসলামকে
- প্রেমেন্দ্র মিত্রকে
উত্তর – 1. রবীন্দ্রনাথ ঠাকুরকে
‘স্থপতি মোদের স্থাপনা করেছে-,’ –
- কীর্তি
- দেবালয়
- রাজপ্রাসাদ
- বরভূধরের ভিত্তি
উত্তর – 4. বরভূধরের ভিত্তি
‘মোদেরি প্রাচীন কীর্তি’ – প্রাচীন কীর্তিটি কী? –
- স্মৃতিস্তম্ভ
- তাজমহল
- ‘বরভূধরের’ ভিত্তি ও শ্যাম-কম্বোজে ‘ওঙ্কার-ধাম’
- রাজপ্রাসাদ
উত্তর – 3. ‘বরভূধরের’ ভিত্তি ও শ্যাম-কম্বোজে ‘ওঙ্কার-ধাম’
‘যাদের নাম অবিনশ্বর’ তারা হলেন-
- কবির ও নানক
- বিবেকানন্দ ও রামকৃষ্ণদেব
- বিটপাল ও ধীমান
- অজন্তা ও ইলোরা
উত্তর – 3. বিটপাল ও ধীমান
‘আমাদের পট অক্ষয় করে রেখেছে ___।’ –
- ইলোরায়
- গায়করা
- অজন্তায়
- কবি-লেখকেরা
উত্তর – 3. অজন্তায়
আমরা মনের দ্বার খুলে দিই –
- প্রেম-ভালোবাসায়
- কীর্তন আর বাউলের গানে
- স্নেহ-ভালোবাসায়
- দেখা ও চেনায়
উত্তর – 2. কীর্তন আর বাউলের গানে
মন্বন্তরে আমরা মরিনি কিন্তু বসবাস করি –
- দুঃখ নিয়ে
- ইংরেজদের সঙ্গে
- আনন্দের সঙ্গে
- মহামারি নিয়ে
উত্তর – 4. মহামারি নিয়ে
মন্বন্তরে আমরা মরিনি কারণ –
- মনের জোর ছিল
- প্রচুর টাকা ছিল
- বিধির আশিস ছিল
- ইংরেজরা ছিল
উত্তর – 2. বিধির আশিস ছিল
‘বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে …’ বিধির আশিসে কীভাবে বেঁচে গিয়েছি? –
- জয়টীকা ধারণ করে
- মঙ্গলঘট আরাধনায়
- অমৃতের টিকা পরে
- মৃত্যুভয়কে উপেক্ষা করে
উত্তর – 3. অমৃতের টিকা পরে
দেবতাদের আমরা জানি –
- ঈশ্বর বলে
- যমরাজ বলে
- আত্মীয় বলে
- বন্ধু বলে
উত্তর – 3. আত্মীয় বলে
‘দেবতারে মোরা আত্মীয় জানি’, তাই আকাশে –
- নক্ষত্র দেখি
- প্রদীপ জ্বালি
- পাখি দেখি
- মেঘ দেখি
উত্তর – 2. প্রদীপ জ্বালি
‘আমাদেরি এই কুটিরে দেখেছি মানুষের ___।’ –
- ব্যবহার
- ভালোবাসা
- আশীর্বাদ
- ঠাকুরালি
উত্তর – 4. ঠাকুরালি
‘ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ___’ –
- কায়া
- মায়া
- দয়া
- ছায়া
উত্তর – 4. ছায়া
‘ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া,’ – ‘বিশ্বভূপ’ কথার অর্থ হল –
- সারাবিশ্ব
- বিশ্বময়
- বিশ্বভূমি
- বিশ্বের বিভিন্ন স্থান
উত্তর – 3. বিশ্বভূমি
‘বাঙালির হিয়া অমিয় মথিয়া …’ – কে ‘কায়া’ ধরেছেন? –
- কবির
- নানক
- নিমাই
- বিবেকানন্দ
উত্তর – 3. নিমাই
‘বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে-‘ –
- ছায়া
- মায়া
- দয়া
- কায়া
উত্তর – 4. কায়া
‘বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে ___,’ –
- দেশময়
- বিশ্বময়
- জগৎময়
- বাঙালিময়
উত্তর – 3. জগৎময়
‘… বিবেকের বাণী ছুটেছে জগৎময়,’ – ‘বিবেকের বাণী’ বলতে বোঝানো হয়েছে –
- আত্মকথা
- স্মৃতিকথা
- নীতিকথা
- বিবেকানন্দের কথা
উত্তর – 4. বিবেকানন্দের কথা
বাঙালির ছেলে সমন্বয় ঘটাবে –
- সাপে-নেউলে
- ব্যাঘ্রে-মৃগে
- ব্যাঘ্রে-বৃষভে
- ব্যাঘ্রে-মহিষে
উত্তর – 3. ব্যাঘ্রে-বৃষভে
বাঙালি সাধক জড়ের সাড়া পেয়েছে –
- একনিষ্ঠ সাধনায়
- বৈজ্ঞানিক গবেষণায়
- পরীক্ষায়
- তপের প্রভাবে
উত্তর – 4. তপের প্রভাবে
কবি আমাদের নবীন সাধনাকে কোন্ সাধনার থেকে বেশি বলে মনে করেন? –
- ঈশ্বর-সাধনা
- তন্ত্র-সাধনা
- শব-সাধনা
- গুরু-সাধনা
উত্তর – 3. শব-সাধনা
বাঙালি বিষম ধাতুর –
- কথা বলেছে
- মিলন ঘটিয়েছে
- আবিষ্কার করেছে
- সন্ধান পেয়েছে
উত্তর – 2. মিলন ঘটিয়েছে
‘বাঙালি কবি গাহিছে জগতে’ –
- স্বাধীনতার গান
- পল্লিবাংলার গান
- মহামিলনের গান
- মহাআনন্দের গান
উত্তর – 3. মহামিলনের গান
‘বিধাতার কাজ সাধিবে বাঙালি ___I’ –
- ধাতার আশীর্বাদে
- বিধাতার আশীর্বাদে
- নিজ কর্মগুণে
- প্রেরণার আশীর্বাদে
উত্তর – 4. ধাতার আশীর্বাদে
‘বিধাতার কাজ সাধিবে বাঙালি ধাতার আশীর্বাদে।’ – ‘ধাতা’ শব্দের অর্থ –
- ধরিত্রী
- ঈশ্বর
- বোকামি
- ধারণ কর্তা
উত্তর – 2. ঈশ্বর
কার মুখের প্রশ্ন বাঙালিরা কেড়ে নিয়েছে? –
- শত্রুর
- মিত্রের
- বেতালের
- অত্যাচারীর
উত্তর – 3. বেতালের
‘জবাব দিয়েছি জগতের আগে’ –
- ভাবনা ও ভয় ছেড়ে
- ইচ্ছা ও আবেগ ছেড়ে
- প্রেম-ভালোবাসা নিয়ে
- ভয় ও ভালোবাসা নিয়ে
উত্তর – 1. ভাবনা ও ভয় ছেড়ে
সাগরের হাওয়া নিয়ে গম্ভীরা কখন সময় কাটায়? –
- নিশিতে
- প্রভাতে
- সন্ধ্যায়
- দিনে
উত্তর – 1. নিশিতে
‘শ্মশানের বুকে আমরা রোপণ করেছি ___,’ –
- তুলসী গাছ
- পঞ্চবটী
- মন্দির
- স্মৃতিস্তম্ভ
উত্তর – 2. পঞ্চবটী
‘তাহারি ছায়ায় আমরা মিলাব জগতের শতকোটি।’ – এখানে ‘তাহারি’ বলতে বোঝানো হয়েছে –
- মন্দির
- মসজিদ
- শ্মশান
- পঞ্চবটী
উত্তর – 4. পঞ্চবটী
‘মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে,’ – ‘শতদল’ শব্দের অর্থ হল –
- গোলাপফুল
- পদ্মফুল
- গাঁদাফুল
- জবাফুল
উত্তর – 2. পদ্মফুল
‘… আমাদেরি করতলে;’ – কবিতায় ‘করতলে’ কী অর্থে ব্যবহৃত হয়েছে –
- হাতের মধ্যে
- নাগালের মধ্যে
- সামনে
- কিছু দূরে
উত্তর – 1. হাতের মধ্যে
আমাদের করতলের মধ্যে ভবিষ্যতের কী লুকানো রয়েছে? –
- ব্যর্থতা
- সাফল্য
- অমরতা
- সম্পদ
উত্তর – 3. অমরতা
বাঙালির গৌরব কার আশীর্বাদে ভরে উঠবে? –
- ঈশ্বরের
- সর্বশক্তিমানের
- বিধাতার
- দেশমাতৃকার
উত্তর – 4. বিধাতার
কীভাবে ভুবন বাঙালির গৌরবে ভরে উঠবে? –
- বুদ্ধির দ্বারা
- তপস্যার দ্বারা
- আন্দোলনের দ্বারা
- প্রতিভার দ্বারা
উত্তর – 4. প্রতিভার দ্বারা
‘মিলনের মহামন্ত্রে মানবে ___ করি ধীরে।’ –
- দীক্ষিত
- সম্মানিত
- পরাজিত
- বঞ্চিত
উত্তর – 1. দীক্ষিত
‘মুক্ত হইব দেব-ঋণে মোরা ___ তীরে।’ –
- মুক্তবেণীর
- যুক্তবেণীর
- সাগরের
- পঞ্চবটীর
উত্তর – 1. মুক্তবেণীর
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
কবি সত্যেন্দ্রনাথের জন্ম ও মৃত্যু কাল উল্লেখ করো।
কবি সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম হয় বাংলার 30 মাঘ, 1288 বঙ্গাব্দে (12 ফেব্রুয়ারি, 1882 খ্রিস্টাব্দ) এবং জীবনাবসান ঘটে 10 ই আষাঢ়, 1329 বঙ্গাব্দে (25 জুন, 1922 খ্রিস্টাব্দ)।
কবি সত্যেন্দ্রনাথ দত্তের পিতা ও মাতার নাম লেখো।
কবি সত্যেন্দ্রনাথ দত্তের পিতার নাম রজনীনাথ দত্ত এবং মাতার নাম মহামায়া দেবী।
সত্যেন্দ্রনাথ দত্ত কোন্ প্রথিতযশা সাহিত্যিকের আত্মীয়?
সত্যেন্দ্রনাথ দত্ত বিশিষ্ট গদ্যলেখক এবং ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক অক্ষয়কুমার দত্তের পৌত্র।
সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ হল ‘সবিতা’ (1900 খ্রিস্টাব্দ)।
কবি সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম কবিতা কোথায় প্রকাশ পায়?
কবি সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম কবিতা ‘হিতৈষী’ পত্রিকায় প্রকাশ পায়।
সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।
সত্যেন্দ্রনাথ দত্তের দুটি কাব্যগ্রন্থ হল ‘ফুলের ফসল’ এবং ‘বেণু ও বীণা’।
সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুর পরে প্রকাশিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।
সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুর পরে প্রকাশিত দুটি কাব্যগ্রন্থের নাম হল – ‘বেলা শেষের গান’ ও ‘বিদায় আরতি’।
সত্যেন্দ্রনাথ দত্তকে কী আখ্যা দেওয়া হয়েছিল?
সত্যেন্দ্রনাথ দত্তকে ‘ছন্দের জাদুকর’ আখ্যা দেওয়া হয়েছিল।
পাঠ্য কবিতাটি কোন্ মূলগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
পাঠ্য কবিতাটি ‘কুহু ও কেকা’ নামক মূলগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
পাঠ্য কবিতাটি প্রকৃতিগতভাবে কী জাতীয় রচনা?
পাঠ্য কবিতাটি প্রকৃতিগতভাবে একটি স্বদেশপ্রেমমূলক রচনা।
পাঠ্য কবিতায় কবি কী সম্পর্কে প্রবল আশাবাদী?
পাঠ্য কবিতায় কবি বাঙালির ভবিষ্যৎ সম্পর্কে প্রবল আশাবাদী।
‘মুক্তবেণীর গঙ্গা’ কী করে?
মুক্তবেণীর গঙ্গা বঙ্গভূমিকে আনন্দের সঙ্গে মুক্তি বিতরণ করে।
বঙ্গদেশের বাম ও ডান হাতে কী আছে বলে কবিতায় বলা হয়েছে?
কবিতায় বলা হয়েছে বঙ্গদেশের বাম হাতে কমলার ফুল এবং ডান হাতে মধুক-মালা আছে বলে।
‘ভালে কাঞ্চন-শৃঙ্গ-মুকুট’ -এর অর্থ কী?
আলোচ্য পঙক্তিটির অর্থ হল – বঙ্গদেশের কপালে অর্থাৎ শীর্ষে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি মুকুটের মতো অবস্থান করছে।
‘কাঞ্চন-শৃঙ্গ’ বলার কারণ কী?
‘কাঞ্চন’ শব্দের আভিধানিক অর্থ বহুমূল্য ধাতু সোনা। প্রভাত – রশ্মিতে তুষারাচ্ছন্ন পর্বত সোনার মতো দেখায়। আবার কবিতায় বঙ্গদেশের ভৌগোলিক অবস্থান সূত্রে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের কথা বলা হয়। অতএব এখানে এই দ্বৈতার্থেই ‘কাঞ্চন-শৃঙ্গ’ ব্যবহৃত।
‘কনক ধান্য’ বলতে কবি কী বুঝিয়েছেন?
পাকা ধানের রং সোনার মতো। ‘সোনা’ বিশেষণার্থে শ্রেষ্ঠ আর ধানও বঙ্গদেশের শ্রেষ্ঠ ফসল। তাই ‘কনক ধান্য’ বলা হয়েছে।
পাঠ্য কবিতায় কী কী ফুলের নাম পাওয়া যায়?
পাঠ্য কবিতায় পদ্ম, অতসী, অপরাজিতা ফুলের নাম পাওয়া যায়।
চতুরঙ্গ কী?
গজারোহী, অশ্বারোহী, রথারোহী ও পদাতিক এই চার প্রকার সৈন্য নিয়ে গঠিত সৈন্যদলকে চতুরঙ্গ (চতুঃ + অঙ্গ) বলে।
‘সিংহল’ নামটি হওয়ার কারণ কী?
প্রাচীন লঙ্কাদেশের নাম সিংহল। সুযোগ্য বঙ্গসন্তান বিজয়সিংহ লঙ্কা জয় করায় তার নামানুসারে লঙ্কা ‘সিংহল’ নামে পরিচিত।
‘মগ’ বলতে কাদের বোঝায়?
ব্রহ্মদেশ বা আরাকান অধিবাসীদের মগ বলে। মগেরা এ দেশে জলদস্যুরূপে এসেছিল।
মোগল কারা?
মধ্য এশিয়ার ইসলামধর্মীয় মোঙ্গলজাতির বংশধর মোগলরা। এরা ষোড়শ থেকে উনবিংশ শতাব্দী পর্যন্ত ভারতবর্ষ শাসন করেছিল।
চাঁদ-প্রতাপের সম্পূর্ণ নাম লেখো।
চাঁদ ও প্রতাপের সম্পূর্ণ নাম ছিল যথাক্রমে চাঁদ রায় ও প্রতাপাদিত্য। এঁরা বঙ্গের দুই প্রাচীন বিখ্যাত ভূঁইয়া ছিলেন।
কপিল সাঙ্খ্যকার বলতে কী বোঝানো হয়েছে?
কপিল সাঙ্খ্যকার বলতে ‘সাংখ্যদর্শন’ -এর রচয়িতা কপিল মুনিকে বোঝানো হয়েছে।
অতীশ কে? তাঁর সম্পূর্ণ নাম কী?
বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলেন অতীশ দীপঙ্কর। তিনি ছিলেন নালন্দা মহাবিহার তথা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ।
তাঁর সম্পূর্ণ নাম অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান।
পক্ষধর কে?
মধ্যযুগে মিথিলার একজন দর্শনশাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন পক্ষধর মিশ্র।
‘কান্ত কোমল পদ’ কী?
কবি জয়দেব তাঁর ‘গীতগোবিন্দম্’ কাব্যে পদাবলীর সৌন্দর্য ও মনোহর রূপ বোঝাতে ‘মধুরকোমলকান্ত’ ব্যবহার করেছেন। আলোচ্য কবিতায় সত্যেন্দ্রনাথ দত্ত জয়দেবের পদাবলীর প্রসঙ্গে উদ্ধৃত শব্দবন্ধটি বলেছেন।
জয়দেব কোন্ ভাষায় কাব্যরচনা করতেন?
জয়দেব সংস্কৃত ভাষায় কাব্যরচনা করতেন।
জয়দেবের কাব্যটির নাম ও বিষয় কী?
জয়দেবের কাব্যটির নাম ‘গীতগোবিন্দম্’। এটি কৃষ্ণলীলাবিষয়ক কাব্য।
বরভূধর কোথায় অবস্থিত?
বরভূধর বর্তমান ইন্দোনেশিয়ার মধ্য জাভায় ম্যাগেলাং -এর কাছে অবস্থিত।
‘ওঙ্কার-ধাম’ কী?
‘ওঙ্কার-ধাম’ শব্দের অর্থ নগরমন্দির। এটি ‘শ্যাম-কম্বোজে’ বর্তমানে কম্বোডিয়ায় অবস্থিত।
প্রাচীনবঙ্গের দুজন ভাস্করের নাম লেখো।
প্রাচীনবঙ্গের দুজন অবিস্মরণীয় ভাস্কর হলেন ধীমান ও বিটপাল।
বিটপাল ও ধীমানের পরিচয় দাও।
পালযুগের দুজন বিশিষ্ট শিল্পী ধীমান ও তার পুত্র বিটপাল বরেন্দ্রীয় অধিবাসী এবং স্থপতি ছিলেন।
অজন্তা গুহা কোথায় অবস্থিত?
অজন্তা গুহা মধ্যপ্রদেশে অবস্থিত।
অজন্তা গৃহা কোন্ বিষয়ক চিত্রমালায় শোভিত?
অজন্তা গুহা বুদ্ধজীবন বিষয়ক বিভিন্ন চিত্রমালায় শোভিত।
কীর্তন কী?
কৃষ্ণলীলাবিষয়ক সংগীতকে ‘কীর্তন’ বলে। বঙ্গদেশে প্রধানত বৈষ্ণব ধর্মাবলী মানুষদের কাছে কীর্তন গান খুবই জনপ্রিয়।
বাউলগান কী?
চৈতন্য সম্প্রদায়ের এক বিশেষ শাখা বাউলদের নিজস্ব সাধনসংগীতই বাউলগান বলে পরিচিত।
বাউলগানকে বিশ্বখ্যাত করার নেপথ্যে কার বিশিষ্ট ভূমিকা আছে?
বাউলগানকে বিশ্বখ্যাত করার নেপথ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশিষ্ট ভূমিকা আছে।
বঙ্গদেশের দুটি কুখ্যাত মন্বন্তরের সময়কাল উল্লেখ করো।
বঙ্গদেশে দুটি কুখ্যাত মন্বন্তরের প্রথমটি হয়েছিল 1176 বঙ্গাব্দে তথা 1770 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয়টি হয়েছিল 1350 বঙ্গাব্দে, ইংরেজির 1943 খ্রিস্টাব্দে।
বিধি কে?
বিধি অথাৎ বিধাতাপুরুষ। তিনি এ মহাজগতের নির্মাতা বা সৃষ্টিকর্তা। হিন্দুপুরাণ মতে তিনি ভাগ্যের দেবতা।
আকাশপ্রদীপ জ্বালা হয় কেন?
গৃহস্থের কল্যাণ ও মঙ্গল কামনায় পূর্বপুরুষকে পথ দেখাতে আকাশপ্রদীপ জ্বালা হয়।
‘ঠাকুরালি’ শব্দার্থ ব্যাখ্যা করো।
ঠাকুর + আলি = ঠাকুরালি শব্দের অর্থ মানুষের ঠাকুর বা দেবতার মতো কাজকর্ম।
‘অমিয় মথিয়া’ বলতে কী বোঝায়?
‘অমিয় মথিয়া’ অর্থাৎ অমৃত মন্থন যা দেবতা ও অসুর সংক্রান্ত এক সুপ্রসিদ্ধ পৌরাণিক ঘটনা।
নিমাই কে? তিনি কবে জন্মগ্রহণ করেন?
নিমাই বৈষ্ণবধর্মের প্রবর্তক শ্রীচৈতন্যদেব।
তিনি ষোড়শ শতকে জন্মগ্রহণ করেন।
চৈতন্যের পিতৃদত্ত নাম কী ছিল?
চৈতন্যের পিতৃদত্ত নাম ছিল বিশ্বম্ভর।
চৈতন্যের সর্বোপরি গুরুত্ব কোথায়?
বিচ্ছিন্ন বঙ্গসমাজকে ঐক্যবদ্ধ করেন চৈতন্যদেব। তাই ষোড়শ শতককে ‘চৈতন্য রেনেসাঁ’ বলা হয়।
বিবেকানন্দর প্রকৃত নাম কী?
বিবেকানন্দর প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত।
বিবেকানন্দ কার শিষ্য ছিলেন?
বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের শিষ্য ছিলেন।
বিবেকানন্দের কয়েকটি রচনার নাম লেখো।
বিবেকানন্দের উল্লেখ্য রচনা ‘জ্ঞানযোগ’, ‘ভক্তিযোগ, ‘কর্মযোগ’, ‘প্রাচ্য ও পাশ্চাত্য’, ‘পরিব্রাজক’ ইত্যাদি।
পাঠ্য কবিতায় কোন্ কোন্ বাঙালি মহামানবকে স্মরণ করা হয়েছে?
পাঠ্য কবিতায় বাঙালি মহামানব চৈতন্যদেব ও বিবেকানন্দকে স্মরণ করা হয়েছে।
‘ব্যাঘ্রে-বৃষভে’ কথার অর্থ কী?
‘ব্যাঘ্রে-বৃষভে’ কথার অর্থ বাঘে-ষাঁড়ে বা বাঘে-গোরুতে। এই বাংলা প্রবচনটির অর্থ, বৈপরীত্যের মধ্যে ঐক্য।
জড়ের সাড়া কে পেয়েছিলেন?
জড়ের সাড়া অর্থাৎ জড় বলে পরিচিত উদ্ভিদের উত্তেজনায় সাড়া দেবার ক্ষমতা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু।
‘শব-সাধনা’ কী?
মৃতদেহ বা শবের উপর বসে তান্ত্রিকদের সাধনা করার বিশিষ্ট পদ্ধতিই হল ‘শব-সাধনা’।
রসায়ন কী?
দুই বা বহু পদার্থের পরস্পর সংযুক্ত হয়ে অন্য বস্তুতে পরিণত হওয়া সম্পর্কিত বিদ্যাই রসায়ন।
বাঙালির নব্য রসায়নকার কে?
সত্যেন্দ্রনাথ দত্তের ‘আমরা’ কবিতায় বাঙালির নব্য রসায়নকার বলতে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে বোঝানো হয়েছে।
‘গরমিল’ শব্দের অর্থ কী?
‘গরমিল’ শব্দের অর্থ হল অমিল।
পাঠ্য কবিতায় কোন্ কোন্ বাঙালি বিজ্ঞানীর পরোক্ষে উল্লেখ পাও?
পাঠ্য কবিতায় বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র রায়ের উল্লেখ পাওয়া যায়।
‘বাঙালির কবি’ বলতে কবি কার কথা বুঝিয়েছেন?
‘আমরা’ কবিতায় সত্যেন্দ্রনাথ দত্ত ‘বাঙালির কবি’ বলতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়েছেন।
পাঠ্য কবিতায় কোন্ কোন্ কবির নাম পাও?
পাঠ্য কবিতায় প্রত্যক্ষভাবে কবি জয়দেব এবং পরোক্ষে ‘বাঙালির কবি’ বলে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুরের নাম পাওয়া যায়।
‘বেতাল’ শব্দের অর্থ কী?
‘বেতাল’ বলতে তাল-লয়শূন্য বোঝালেও বিশেষার্থে ভূতে পাওয়া মৃতদেহকেও বেতাল বলা হয়।
পঞ্চবটী কোন্ কোন্ বৃক্ষের সমাহার?
পঞ্চবটী বট, অশ্বত্থ, বিল্ব, অশোক এবং আমলকী বৃক্ষের সমাহার।
আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের পঞ্চম পাঠের তৃতীয় অধ্যায়, ‘আমরা’ -এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।
মন্তব্য করুন