আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় পাঠের দ্বিতীয় অধ্যায়, ‘নব নব সৃষ্টি’ -এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তর নির্বাচন করো
‘সংস্কৃত ভাষা’ –
- পরনির্ভরশীল
- আত্মনির্ভরশীল
- ভাষানির্ভরশীল
- শব্দনির্ভরশীল
উত্তর – 2. আত্মনির্ভরশীল
“বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে” সংস্কৃত ভাষা কী করে?
- ভাষা ধার করে
- ভাষা সৃষ্টি করে
- আপন ভাণ্ডারে অনুসন্ধান করে
- ধাতু রচনা করে
উত্তর – 3. আপন ভাণ্ডারে অনুসন্ধান করে
‘সংস্কৃত’ একটি –
- স্বয়ংসম্পূর্ণ ভাষা
- বিদেশি ভাষা
- আরবি ভাষা
- ফারসি ভাষা
উত্তর – 1. স্বয়ংসম্পূর্ণ ভাষা
প্রাচীন যুগের ভাষা হল –
- রাশিয়ান
- হিন্দি
- ইংরেজি
- হিব্রু
উত্তর – 4. হিব্রু
আত্মনির্ভরশীল ভাষা হল –
- বাংলা
- হিব্রু
- হিন্দি
- ইংরেজি
উত্তর – 2. হিব্রু
‘আত্মনির্ভরশীল’ কথাটির অর্থ হল –
- আত্মার উপর নির্ভরশীল
- নিজের উপর নির্ভরশীল
- লোকের উপর নির্ভরশীল
- পরমাত্মার উপর নির্ভরশীল
উত্তর – 2. নিজের উপর নির্ভরশীল
‘আইন-আদালত’ শব্দটি এসেছে –
- ফরাসি থেকে
- আরবি থেকে
- বাংলা থেকে
- হিন্দি থেকে
উত্তর – 2. আরবি থেকে
‘খাজনা-খারিজ’ শব্দটি এসেছে কোন্ ভাষার শব্দ থেকে? –
- আরবি
- বাংলা
- হিন্দি
- ফারসি
উত্তর – 4. ফারসি
‘ইংরেজি’ ভাষা –
- মিশ্র ভাষা
- আত্মনির্ভরশীল
- আত্মনির্ভরশীল নয়
- পূর্বোক্ত কোনোটিই নয়
উত্তর – 3. আত্মনির্ভরশীল নয়
“এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে,” – বিদেশি বস্তু দুটি কী? –
- চেয়ার-টেবিল
- আইন-আদালত
- আলু-কপি ও বিলিতি ওষুধ
- মাছ-ভাত
উত্তর – 3. আলু-কপি ও বিলিতি ওষুধ
“বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন,” – তারা কী করতে চেয়েছে? –
- নতুন সাহিত্য সৃষ্টি করতে
- পুরাতন সাহিত্য বর্জন করতে
- বিদেশি ভাষা গ্রহণ করতে
- হিন্দি থেকে আরবি, ফারসি শব্দ তাড়িয়ে দিতে
উত্তর – 4. হিন্দি থেকে আরবি, ফারসি শব্দ তাড়িয়ে দিতে
“আব্রু দিয়ে, ইজজৎ দিয়ে, ইমান দিয়ে …” – এটির লেখক হলেন –
- রবীন্দ্রনাথ ঠাকুর
- নজরুল ইসলাম
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- সৈয়দ মুজতবা আলী
উত্তর – 1. রবীন্দ্রনাথ ঠাকুর
‘শহিদ’ শব্দটি বাংলায় ঢোকান –
- রবীন্দ্রনাথ ঠাকুর
- নজরুল ইসলাম
- যতীন্দ্রনাথ সেনগুপ্ত
- জীবনানন্দ দাশ
উত্তর – 2. নজরুল ইসলাম
বিদ্যাসাগর আরবি-ফারসি শব্দ ব্যবহার করেন –
- সাধু রচনায়
- অসাধু রচনায়
- চলিত রীতিতে
- অনুবাদ সাহিত্যে
উত্তর – 2. অসাধু রচনায়
আরবি-ফারসি শব্দের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করাকে ‘আহাম্মুখী’ বলে মনে করতেন কে? –
- বিদ্যাসাগর
- হরপ্রসাদ শাস্ত্রী
- বঙ্কিমচন্দ্র
- হুতোম পেঁচা
উত্তর – 2. হরপ্রসাদ শাস্ত্রী
হিন্দির ‘বঙ্কিম’ বলা হয় –
- রবীন্দ্রনাথকে
- বঙ্কিমকে
- বিদ্যাসাগরকে
- প্রেমচন্দ্রকে
উত্তর – 4. প্রেমচন্দ্রকে
শংকরদর্শনের ভাষা কেমন? –
- ইংরেজিবহুল
- সংস্কৃতবহুল
- আরবিবহুল
- ফারসিবহুল
উত্তর – 2. সংস্কৃতবহুল
মোগলাই রেস্তোরাঁর ভাষা কেমন? –
- সংস্কৃত-ঘেঁষা
- হুতোম-ঘেঁষা
- আরবি-ঘেঁষা
- উর্দু-ঘেঁষা
উত্তর – 2. হুতোম-ঘেঁষা
বাংলা ভাষায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে সেগুলি হল –
- আরবি
- ফারসি
- ইংরেজি
- পূর্বোক্ত সবগুলিই
উত্তর – 4. পূর্বোক্ত সবগুলিই
“… সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে”। কারণ –
- সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে
- সংস্কৃত প্রাচীন ভাষা বলে
- সংস্কৃত আকর্ষণীয় ছিল বলে
- সংস্কৃত ভালো ভাষা বলে
উত্তর – 1. সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে
“… আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না” কারণ –
- বাংলায় এখনও বহু সংস্কৃত শব্দের প্রয়োজন
- সংস্কৃত বাংলা ভাষার সৃষ্টিকর্তা বলে
- সংস্কৃত ভাষা জানা প্রয়োজন বলে
- ইংরেজি শব্দ ভুলতে চাই বলে
উত্তর – 1. বাংলায় এখনও বহু সংস্কৃত শব্দের প্রয়োজন
“… প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই।” – কোথা থেকে আমরা তা চাই? –
- সংস্কৃত থেকে
- ফরাসি থেকে
- ইংরেজি থেকে
- আরবি থেকে
উত্তর – 3. ইংরেজি থেকে
“এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নূতন শব্দ বাংলাতে ঢুকবে না।” – ভাষা দুটি কী? –
- সংস্কৃত-হিন্দি
- আরবি-ফারসি
- ইংরেজি-ফরাসি
- আরবি-উর্দু
উত্তর – 2. আরবি-ফারসি
“… আরবি-ফার্সি চর্চা যাবো যাবো করছে।” – কোথা থেকে তারা যাব যাব করছে? –
- পশ্চিমবাংলা থেকে
- ভারত থেকে
- এশিয়া থেকে
- নেপাল থেকে
উত্তর – 1. পশ্চিমবাংলা থেকে
‘চণ্ডী’ কী? –
- চণ্ডী সংহিতা
- চণ্ডীমঙ্গল কাব্য
- চণ্ডী শাস্ত্র
- পূর্বোক্ত কোনোটিই নয়
উত্তর – 2. চণ্ডীমঙ্গল কাব্য
‘হুতোম’ আসলে কী? –
- একধরনের পেঁচা
- একটি জাতি
- একটি সাহিত্য পত্রিকা
- সাহিত্য গ্রন্থ
উত্তর – 4. সাহিত্য গ্রন্থ
‘মক্তব’ হল –
- হিন্দুদের পাঠশালা
- মুসলমানদের পাঠশালা
- ইংরেজদের পাঠশালা
- বৌদ্ধদের পাঠশালা
উত্তর – 2. মুসলমানদের পাঠশালা
“উর্দু সাহিত্যের মূল সুর …” কার সঙ্গে বাঁধা? –
- আরবির সঙ্গে
- ফারসির সঙ্গে
- হিন্দির সঙ্গে
- বাংলার সঙ্গে
উত্তর – 2. ফারসির সঙ্গে
“হিন্দি গদ্যের উপরও বাইরের যে প্রভাব পড়েছে” – কার প্রভাব পড়েছে? –
- সংস্কৃতের
- ফারসির
- আরবির
- পাঞ্জাবির
উত্তর – 2. ফারসির
আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে জন্ম হয়েছিল কোন্ ভাষার? –
- হিন্দি
- নবীন ফারসির
- শুদ্ধ আরবি
- শুদ্ধ ফারসির
উত্তর – 2. নবীন ফারসির
ভারতবর্ষে আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছিল –
- হিন্দি সাহিত্য
- সংস্কৃত সাহিত্য
- সিন্ধি উর্দু ও কাশ্মীরি সাহিত্য
- বাংলা সাহিত্য
উত্তর – 3. সিন্ধি উর্দু ও কাশ্মীরি সাহিত্য
উর্দু কবি হলেন –
- ইকবাল
- আবুল ফজল
- ময়নুল হক
- গোলাম আলী
উত্তর – 1. ইকবাল
মুজতবা আলীর মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হল –
- গীতাঞ্জলি
- শাক্ত সাহিত্য
- অনুবাদ সাহিত্য
- পদাবলি কীর্তন
উত্তর – 4. পদাবলি কীর্তন
কোন্ সাহিত্যের প্রাণ ও দেহ খাঁটি বাঙালি? –
- আধুনিক সাহিত্যের
- পদাবলি সাহিত্যের
- রবীন্দ্র সাহিত্যের
- মঙ্গলকাব্যের
উত্তর – 2. পদাবলি সাহিত্যের
মহাভারতের কৃষ্ণ বাংলায় কী রূপে পরিচিত হয়? –
- কানুরূপে
- নিতাইরূপে
- চৈতন্যরূপে
- বিষ্ণুরূপে
উত্তর – 1. কানুরূপে
শ্রীমতী রাধা পরিণত হন –
- বাংলার বধূতে
- বাংলার মা-তে
- সেবিকা-তে
- খাঁটি বাঙালি মেয়েতে
উত্তর – 4. খাঁটি বাঙালি মেয়েতে
ভাটিয়ালি কী? –
- ধর্ম
- দর্শন
- গান
- গল্প
উত্তর – 3. গান
বাউল আসলে কী? –
- একটি গ্রন্থ
- একটি ধর্মসম্প্রদায়
- একজন কবি
- একজন রাজা
উত্তর – 2. একটি ধর্মসম্প্রদায়
বাঙালির চরিত্রে কী বিদ্যমান?
- ভালোবাসা
- বিদ্রোহ
- ঘৃণা
- হিংসা
উত্তর – 2. বিদ্রোহ
“… তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে” – কী গ্রহণ করতে চেয়েছে? –
- রাজনীতি
- ধর্ম
- সাহিত্য
- সত্য-শিব-সুন্দর
উত্তর – 4. সত্য-শিব-সুন্দর
“… এর দোহাই দিয়ে যে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।” – কীসের দোহাই -এর কথা এখানে বলা হয়েছে? –
- সাহিত্যের দোহাই
- আরবি-ফারসি ভাষার দোহাই
- ‘গতানুগতিক পন্থা’, ‘প্রাচীন ঐতিহ্যের’ দোহাই
- কাশ্মীরি সাহিত্যের দোহাই
উত্তর – 3. ‘গতানুগতিক পন্থা’, ‘প্রাচীন ঐতিহ্যের’ দোহাই
ধর্ম বদলালেই জাতির কী বদলায় না? –
- ভাষা
- সাহিত্য
- চরিত্র
- সত্য
উত্তর – 3. চরিত্র
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সৈয়দ মুজতবা আলীর দুটি উল্লেখ্য রচনার নাম লেখো।
সৈয়দ মুজতবা আলীর দুটি উল্লেখ্য রচনা হল ‘দেশে-বিদেশে’ এবং ‘চাচা কাহিনী’।
‘নব নব সৃষ্টি’ কথাটির অর্থ কী?
‘নব নব সৃষ্টি’ কথাটির অর্থ হল নতুন নতুন সৃজন বা নতুন নতুন নির্মাণ।
আত্মনির্ভরশীল ভাষা কোনটি?
‘নব নব সৃষ্টি’ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন।
বিদেশি শব্দ গ্রহণ করা সত্ত্বেও সংস্কৃত ভাষাকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলব কেন?
সংস্কৃত ভাষায় গৃহীত বিদেশি শব্দের পরিমাণ এতই মুষ্টিমেয় যে, স্বয়ংসম্পূর্ণ ভাষা হিসেবে সংস্কৃতকে মেনে নিতে কারোর আপত্তি হয় না।
কয়েকটি স্বয়ংসম্পূর্ণ ভাষার নাম লেখো।
সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা, আরবিসহ প্রাচীন যুগের প্রায় সব ভাষাই স্বয়ংসম্পূর্ণ ভাষা।
আত্মনির্ভরশীল নয় এমন দুটি ভাষার নাম লেখো।
বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল ভাষা নয়।
বাংলা ভাষা কোন্ কোন্ ভাষা থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছে?
বাংলা ভাষা সংস্কৃত, আরবি, ফারসি, ইংরেজি ও ইংরেজি মারফত অন্যান্য ভাষা থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছে।
বাংলা ভাষায় প্রচুর ইউরোপীয় শব্দ প্রবেশ করছে কেন?
ইংরেজি ভাষার ব্যাপক ব্যবহারে বাংলা ভাষায় প্রচুর ইউরোপীয় শব্দ প্রবেশ করেছে।
হিন্দি ভাষার সাহিত্যিকরা কী চেষ্টা করছেন?
হিন্দি ভাষার সাহিত্যিকরা হিন্দি থেকে আরবি, ফারসি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেবার চেষ্টা করছেন।
লেখক রবীন্দ্রনাথ ও নজরুলের বিদেশি ভাষা ব্যবহারের কী উদাহরণ দিয়েছেন?
লেখক সৈয়দ মুজতবা আলী বলেছেন রবীন্দ্রনাথ তাঁর রচনায় – আব্রু, ইজজৎ, ইমান শব্দগুলি ব্যবহার করেছেন। এ ছাড়া নজরুল ব্যবহার করেছেন – ইনকিলাব, শহিদ বিদেশি শব্দ।
বিদ্যাসাগর কোন্ রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন?
সৈয়দ মুজতবা আলী বলেছেন বিদ্যাসাগর বেনামিতে লেখা অসাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন।
বিদ্যাসাগরের বেনামি রচনাগুলির নাম লেখো।
বিদ্যাসাগর ‘কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য’ এবং ‘কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য’ ছদ্মনামে বা বেনামে রচনা করেন – ‘অতি অল্প হইল’ (1873 খ্রিস্টাব্দ), ‘আবার অতি অল্প হইল’ (1873 খ্রিস্টাব্দ), ব্রজবিলাস’ (1884 খ্রিস্টাব্দ) ইত্যাদি।
‘আলাল’ ও ‘হুতোম’ কী?
‘আলাল’ ও ‘হুতোম’ বাংলা গদ্যের আদিপর্বের দুটি বিখ্যাত রচনা। ‘আলাল’ হল টেকচাঁদ ঠাকুর তথা প্যারীচাঁদ মিত্রের লেখা ‘আলালের ঘরের দুলাল’ এবং ‘হুতোম’ হল হুতোম প্যাঁচা তথা কালীপ্রসন্ন সিংহ রচিত ‘হুতোম প্যাঁচার নক্শা’। এই দুটি নক্শা জাতীয় রচনা।
আলাল ও হুতোমের রচয়িতা কারা?
‘আলালের ঘরের দুলাল’ (1858 খ্রিস্টাব্দ) গ্রন্থের রচয়িতা প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে লেখেন) এবং হুতোম প্যাঁচা তথা কালীপ্রসন্ন সিংহের লেখা ‘হুতোম প্যাঁচার নক্শা’ কালীপ্রসন্ন সিংহের রচনা।
বঙ্কিম কে?
বাংলা উপন্যাসের জনক ও অবিস্মরণীয় গদ্য-প্রবন্ধ রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (1838-1894 খ্রিস্টাব্দ)।
হিন্দি সাহিত্যের ‘বঙ্কিমচন্দ্র’ কাকে বলা হয়েছে?
প্রেমচন্দ্রকে হিন্দি সাহিত্যের ‘বঙ্কিমচন্দ্র’ বলা হয়েছে।
রচনার ভাষা লেখকের মতানুযায়ী কীসের ওপর নির্ভরশীল?
লেখক সৈয়দ মুজতবা আলীর মতানুযায়ী রচনার ভাষা রচনার বিষয়বস্তুর উপর নির্ভরশীল।
শংকরদর্শন কী?
বাঙালি নৈয়ায়িক শংকর তর্কবাগীশ রচিত দর্শনসূত্র ও ব্যাখ্যাই শংকরদর্শন বলে পরিচিত।
বসুমতী কী?
বাংলা ভাষায় সুপ্রচলিত দৈনিক সংবাদপত্রের নাম ‘দৈনিক বসুমতী’। লেখক এখানে প্রচলিত ‘বসুমতী’ নামটিই ব্যবহার করেছেন।
‘বাঁকা চোখে’ বলতে কী বোঝানো হয়েছে?
‘বাঁকা চোখে’ জনপ্রিয় বাংলা দৈনিক সংবাদপত্র। এটি ‘দৈনিক বসুমতীর’ একটি বিশেষ বিভাগের নাম।
বাংলা ভাষায় কোন্ কোন্ বিদেশি শব্দ মুখ্যত প্রবেশ করেছে?
বাংলা ভাষায় মুখ্যত ইংরেজি, আরবি ও ফারসি শব্দ প্রবেশ করেছে।
লেখক কোন্ কোন্ বিদেশি শব্দের অনুপ্রবেশ নিয়ে চিন্তা করতে নিষেধ করেছেন?
বাংলা ভাষায় পোর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দের খুব কম অনুপ্রবেশ হয়েছে। তাই লেখক এদের নিয়ে চিন্তা করতে নিষেধ করেছেন।
সংস্কৃত শব্দ বাংলা ভাষায় আসার কারণ কী?
সংস্কৃত চর্চা বাংলাদেশে প্রবলভাবে থাকার দরুনই সংস্কৃত শব্দ বাংলা ভাষায় স্বাভাবিকভাবে চলে এসেছে।
সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে কী হবে বলে লেখক অভিমত দিয়েছেন?
সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব বলে লেখক যুক্তি ও মতামত দিয়েছেন।
‘চণ্ডী’ বলতে কী বোঝানো হয়েছে?
‘চণ্ডী’ বলতে দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচারক ‘চণ্ডীমঙ্গল কাব্য’-কে বোঝানো হয়েছে।
বর্তমানে ছাত্রছাত্রীদের পুরোনো বাংলা রচনা পড়বার কারণ কী?
বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যতালিকায় পুরোনো বাংলা সাহিত্য থাকায় ছাত্রছাত্রীদের তা পাঠ করতে হয়।
বর্তমানে কীসের খতেন কাম্য মনে করেছেন লেখক?
বর্তমানে বাংলা ভাষায় জীবস্মৃত শব্দগুলির খতেন কাম্য বলে মনে করেছেন সৈয়দ মুজতবা আলী।
ভারতীয় আর্যরা কীসের সৌন্দর্যে মুগ্ধ?
ভারতীয় আর্যরা ইরানি আর্য সাহিত্য বা ফারসির সৌন্দর্যে মুগ্ধ ও অভিভূত।
ফারসি ভাষার প্রভাব কোন্ কোন্ ভারতীয় ভাষার সাহিত্যে মুখ্য?
ফারসি ভাষার প্রভাব ভারতীয় উর্দু ও হিন্দি ভাষার সাহিত্যে মুখ্য হয়েছে।
কোন্ কোন্ ভাষার সংঘর্ষে নবীন ফারসি ভাষা জন্ম নেয়?
ইরানীয় আর্য ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফারসি ভাষার জন্ম হয়।
ইরানীয় আর্য ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে ভারতে কোন্ কোন্ সাহিত্যের সৃষ্টি হয়?
ইরানীয় আর্য ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে ভারতে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়েছিল।
ইকবাল কে?
উর্দু ভাষার প্রখ্যাত কবি ও চিন্তাবিদ হলেন ইকবাল।
লেখকের মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যকীর্তি কোনটি?
লেখকের মতে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যকীর্তি পদাবলি সাহিত্য ও কীর্তন গানগুলি।
মহাভারতের শ্রীকৃষ্ণ ও রাধা বাঙালির কাছে কী রূপ ধারণ করেছে?
মহাভারতের কৃষ্ণ বাংলার কানু এবং রাধা খাঁটি বাঙালি মেয়ে হিসেবে বাঙালির কাছে গৃহীত হয়েছে।
লেখকের মতে রাধা কাদের সঙ্গে একই রূপে প্রকাশিত?
লেখক সৈয়দ মুজতবা আলীর মতে ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত, মুরশিদিয়ার আশিক ও পদাবলির শ্রীরাধা একই চরিত্র।
ভাটিয়ালি কী?
ভাটিয়ালি বাংলার নিজস্ব লোকসংগীত। ভাটার স্রোতে নৌকা ছেড়ে মাঝিদের কণ্ঠনিঃসৃত লোকগান ভাটিয়ালি।
বাউল কী?
বাউল এক বিশিষ্ট সাধক সম্প্রদায়।
কোন্ কোন্ ভাষা থেকে নতুন শব্দ আর বাংলা ভাষায় আসবে না?
লেখকের মতে আরবি ও ফারসি ভাষা থেকে নিত্যনতুন শব্দ আর বাংলা ভাষায় প্রবেশ করবে না।
নব নব সৃষ্টি রচনাংশে কোন্ কোন্ ভাষাকে লেখক সৈয়দ মুজতবা আলী বলেছেন আত্মনির্ভরশীল?
নব নব সৃষ্টি রচনাংশে লেখক প্রাচীন যুগের হিব্রু, গ্রিক, আবেস্তা, সংস্কৃত এবং আরবি ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন।
নতুন চিন্তা বা অনুভূতি বোঝানোর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা কী করে?
নতুন চিন্তা বা অনুভূতি বোঝাতে সংস্কৃত তার নিজের ভাণ্ডারেই কোনো ধাতু বা শব্দের সামান্য পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ তৈরির চেষ্টা করে।
পাঠান-মোগল যুগে আরবি ও ফারসি থেকে শব্দ গ্রহণ করতে হয়েছিল কেন?
পাঠান-মোগল যুগে আইন-আদালত, খাজনা-খারিজ নতুন করে দেখা দেওয়ায় আরবি-ফারসি ভাষা থেকে শব্দ গ্রহণ করতে হয়।
নব নব সৃষ্টি রচনাংশে লেখক রান্নাঘর থেকে কী কী তাড়ানো মুশকিল বলেছেন?
নব নব সৃষ্টি রচনাংশে রান্নাঘর থেকে আলু-কপি এ জাতীয় বিদেশি সবজি তাড়ানো মুশকিল বলেছেন লেখক।
নূতন আমদানিও বন্ধ করা যাবে না। — কী আমদানি বন্ধ করা যাবে না?
লেখক বলেছেন বিদেশি দ্রব্যের ব্যবহারের মতো বিদেশি শব্দও মাতৃভাষায় থাকবে এবং তাদের আসা বন্ধ করা যাবে না।
রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন — রবীন্দ্রনাথের কী লেখার কথা বলেছেন সৈয়দ মুজতবা আলী?
বাংলা ভাষায় আরবি-ফারসি শব্দ খুব স্বচ্ছন্দে ব্যবহার করে রবীন্দ্রনাথ লিখেছেন, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে প্রভৃতি।
বিদ্যাসাগর আরবি-ফারসি শব্দ কোথায় ব্যবহার করতেন?
বিদ্যাসাগর তাঁর ছদ্মনামে লেখা রচনায় প্রচুর আরবি-ফারসি শব্দ ব্যবহার করতেন।
নব নব সৃষ্টি রচনাংশে ব্যবহৃত আলাল ও হুতোম কাদের লেখা, কী কী গ্রন্থ?
আলাল হল আলালের ঘরের দুলাল, লেখক প্যারীচাঁদ মিত্র। হুতোম হল হুতোম প্যাঁচার নক্শা, লেখক কালীপ্রসন্ন সিংহ।
হিন্দি ভাষাসাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়?
হিন্দি ভাষাসাহিত্যের বঙ্কিম বলা হয় বিখ্যাত সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদকে।
বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার মধ্যে কোন্ কোন্ ভাষা প্রধান বলেছেন লেখক?
বাংলায় যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে, তার মধ্যে আরবি, ফারসি এবং ইংরেজি অন্যতম।
সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। — কোন্ বিষয়ে দুশ্চিন্তা করা নিষ্প্রয়োজন?
পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ ইত্যাদি শব্দ বাংলা ভাষায় এত কম এসেছে যে, তাদের নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বলে লেখক মনে করেছেন।
যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি। — যতদিন কী থাকার কথা বলেছেন লেখক?
বাংলাদেশে যতদিন সংস্কৃত ভাষার চর্চা চলবে, ততদিন বাংলা ভাষায় সংস্কৃত শব্দের প্রবেশও চলতে থাকবে।
স্কুল-কলেজ থেকে যে আমরা সংস্কৃতচর্চা উঠিয়ে দিতে চাই না তার অন্যতম প্রধান কারণ কী বলেছেন লেখক?
বাংলা অনেকাংশেই সংস্কৃত ভাষার ওপর নির্ভরশীল, তাই শিক্ষাক্ষেত্রেও সংস্কৃত ভাষার চর্চা বন্ধ করা হয়নি।
ইরানে আর্য-ইরানি ভাষা ও সেমিতি-আরবি ভাষার সংঘর্ষে ভারতবর্ষে কী হয়েছিল?
ইরানে আর্য-ইরানি ভাষা ও সেমিতি-আরবি ভাষার সংঘর্ষে ভারতবর্ষে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়।
ভারতবর্ষীয় এ তিন ভাষা ফার্সির মতো নব নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্যসৃষ্টি করতে পারল না। — ভারতবর্ষের এ তিন ভাষা কী কী?
ভারতবর্ষীয় এ তিন ভাষা বলতে সিন্ধি, উর্দু এবং কাশ্মীরি ভাষাকে বোঝানো হয়েছে।
ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। — লেখক কেন এরকম বলেছেন?
বাঙালি হিন্দুরা সত্য-শিব-সুন্দরের প্রতিষ্ঠায় যারা বাধা দেয়, তাদের বিরোধী। বাঙালি মুসলমানরাও একই কাজ করে। তাই লেখক আলোচ্য মন্তব্যটি করেছেন।
আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় পাঠের দ্বিতীয় অধ্যায়, ‘নব নব সৃষ্টি’ -এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।
মন্তব্য করুন