Class 9 – English – All About a Dog – ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ

আজকে আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ইংরেজির দ্বিতীয় অধ্যায় All About a Dog – এর ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করবো। এই বঙ্গানুবাদ ও ইংরেজি উচ্চারণ তোমাদের All About a Dog গল্পটি সম্পর্কে জানতে ও বুঝতে সাহায্য করবে। এই অধ্যায় নবম শ্রেণীর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই অধ্যায়ের প্রশ্নগুলি নবম শ্রেণীর পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

Class-9 – English Reference – All About a Dog

All About a Dog এর ইংরেজি উচ্চারণ

আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস। ইট ওয়াজ আ বিটার্লি কোল্ড নাইট, অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক আ নাইফ। দ্য বাস স্টপড অ্যান্ড টু উইমেন অ্যান্ড আ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিলড দ্য ভ্যাকান্ট প্লেসেস। দ্য ইয়াঙ্গার ওম্যান ক্যারিড আ লিটল পেকিনিজ ডগ। দ্য কনডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি-আইড ডগ। আই সা ট্রাবল কামিং আপ। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কনডাক্টর হ্যাড বিন ওয়েটিং, অ্যান্ড হি ইনটেনডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড আ জেনারাল গ্রিভান্স অ্যাবাউট এভ্রিথিং। হি সিমড টু হ্যাভ আ পার্টিকুলার গ্রিভান্স এগেইনস্ট প্যাসেন্জারস হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস হোয়াইল হি শিভারড অ্যাট দ্য ডোর।

ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট হি সেড।

আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, সেড দ্য ওম্যান। শি হ্যাড এভিডেন্টলি এক্সপেকটেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই।

ইউ মাস্ট টেক দ্য ডগ আউট দ্যাটস মাই অর্ডার। আই উড্‌নট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ আ ওয়েদার। ইট উড কিল মি। সেড দ্য ওম্যান। সার্টেনলি নট, সেড হার লেডি কম্প্যানিয়ন, ইউ’ভ গট আ কাফ অ্যাজ ইট ইজ। ইট’স ননসেন্স, সেড হার মেল কম্প্যানিয়ন।

দ্য কনডাক্টর পুলড দ্য বেল, অ্যান্ড দ্য বাস স্টপড। দিস বাস ডাজন্ট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েইটেড। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ। হি হ্যাড দ্য লা অন হিজ সাইড। এভ্রিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। দে টকড ইন রেইজড ভয়েসেস –

শেমফুল

কল দ্য পুলিস! লেট’স অল রিপোর্ট হিম! লেট’স মেক হিম গিভ আওয়ার ফেয়ার্স ব্যাক! ইয়েস, দ্যাট’স ইট; লেট’স মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক!

দ্য লিটল অ্যানিমাল স্যাট ব্লিংকিং অ্যাট দ্য ডিম লাইটস, আনকনশাস অফ দ্য ট্রাবল হি হ্যাড কজড।

দ্য কনডাক্টর কেম টু দ্য ডোর। সাম প্যাসেন্জারস ডিমান্ডেড, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক – ইউভ এনগেজড টু ক্যারি আস – ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট। নো ফেয়ার্স – ব্যাক, সেড দ্য কনডাক্টর।

টু অর থ্রি প্যাসেন্জারস গট আউট অ্যান্ড ডিস্যাপিয়ারড ইনটু দ্য নাইট। দ্য কনডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ আ টক উইথ হিম। অ্যানাদার বাস, দ্য লাস্ট অন দ্য রোড, ওয়েন্ট বাই। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য শাউটস অফ দ্য প্যাসেন্জারস টু স্টপ। আ পুলিসম্যান স্ট্রলড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর। দ্য প্যাসেন্জারস বাস্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্টস অ্যান্ড অ্যাপিলস। ওয়েল, হি’স গট হিজ রুলস, ইউ নো, হি সেড জেনিয়ালি। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট। দেয়ার হি ওয়াজ জয়নড বাই টু অর মোর কনস্টেবলস।

স্টিল দ্য লিটল ডগ ব্লিংকড অ্যাট দ্য লাইটস অ্যান্ড দ্য কনডাক্টর ওয়াকড টু অ্যান্ড ফ্রো লাইক আ ক্যাপটেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। আ ওম্যান প্যাসেন্জার’স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল, থ্রেটনিং দ্য বাস। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট। শি এক্সপ্রেসড হার অ্যাংগার টু দ্য থ্রি পুলিসমেন হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা। দেন শি কেম ব্যাক, কলড হার কম্প্যানিয়ন অ্যান্ড ভ্যানিশড। দ্য বাস ওয়াজ এম্পটিং।

আই’ল গো টু দ্য টপ, সেড দ্য ইয়ং লেডি উইথ দ্য ডগ, অ্যাট লাস্ট। ইউ’ল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড।

হোয়েন শি হ্যাড ডিস্যাপিয়ারড আপ দ্য স্টেয়ারস, দ্য কনডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুলড দ্য বেল। দ্য বাস ওয়েন্ট অন। হি স্টুড ট্রায়ামফ্যান্ট, হোয়াইল হিজ কনডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেন্জারস।

দেন দ্য বাস ডেভেলপড এনজিন ট্রাবল অ্যান্ড দ্য কনডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার। ইট ওয়াজ আ লং জব। মিনহোয়াইল, দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি-এন্টারড দ্য বাস। হোয়েন দ্য এনজিন ওয়াজ পুট রাইট, দ্য কনডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুলড দ্য বেল। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল-রোপ এগেইন। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, দ্য কনডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, অ্যান্ড দ্য বাস স্টপড। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স এগেইন। দ্য কনডাক্টর ওয়াকড দ্য পেভমেন্ট, দ্য লিটল ডগ ব্লিংকড অ্যাট দ্য লাইটস, দ্য লেডি এগেইন ডিক্লেয়ারড দ্যাট শি উড নট গো টু দ্য টপ, অ্যান্ড ফাইনালি ওয়েন্ট।

দ্য বাস ওয়াজ সুন এম্পটি, অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেন্জার লেফট বিহাইন্ড। আই’ভ গট মাই রুলস, দ্য কনডাক্টর সেড টু মি। হি হ্যাড উওন হিজ ভিক্টরি, বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি।

রুলস, আই সেড, আর নেসেসারি থিংস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস লাইক দ্য রুল অফ দ্য রোড, হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব। বাট সাম আর অনলি রুলস ফর গাইডেন্স, লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস। ইউ ক্যান ইউজ ইয়োর কমন সেন্স হিয়ার। দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, নট ইন দ্য লেটার ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেন্জারস। ইউ হ্যাভ কেপট দ্য রুল, বাট ব্রোকেন ইটস স্পিরিট। ইউ শুড মাইন্ড ইয়োর রুলস উইথ আ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার।

হি টুক ইট ভেরি ওয়েল, অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস হি সেড গুড নাইট কোয়াইট অ্যামায়াবলি।

All About a Dog এর বঙ্গানুবাদ

আমি একটি বাসে সফর করছিলাম। সেটি ছিল একটি কনকনে ঠান্ডা রাত। এমনকি বাসের শেষ প্রান্তেও পূর্বের বাতাস ছুরির মতো কেটে বসে যাচ্ছিল। বাসটি থামল আর দুজন মহিলা আর একজন পুরুষ একসঙ্গে ভেতরে ঢুকলেন আর খালি জায়গাগুলিতে বসলেন। কমবয়সি মহিলাটির সঙ্গে ছিল একটি পেকিনিজ কুকুর। কন্ডাকটর ঢুকল ও তাঁদের কাছ থেকে ভাড়া নিল। তারপর তার চোখ পড়ল কুতকুতে চোখওয়ালা কুকুরটির ওপর। আমি বুঝতে পারলাম ঝামেলা আসন্ন। এটাই ছিল সেই সুযোগ যার জন্য কন্ডাকটরটি অপেক্ষা করছিল, এবং সে সেই সুযোগের সদ্ব্যবহার করতে চাইল। আমি তাকে লক্ষ করেছিলাম, ও সেই ধরনের মানুষ যাদের সব ব্যাপারে একটি সাধারণ ভাসা ভাসা আক্রোশ থাকে। তাকে দেখে মনে হয়েছিল তার একটি বিশেষ অভিযোগ ছিল যাত্রীদের বিরুদ্ধে কারণ তারা বাসে এসে বসছিল যখন কিনা তাকে দরজার কাছে শীতে কাঁপতে হচ্ছিল।

“কুকুরটিকে বাইরে নিয়ে যেতেই হবে আপনাকে,” সে বলল।

“আমি নিশ্চিতভাবে ওরকম কিছু করবই না। আপনি আমার নাম আর ঠিকানা লিখে নিতে পারেন,” মহিলাটি বললেন। তিনি স্পষ্টতই চ্যালেঞ্জটি প্রত্যাশা করেছিলেন এবং উত্তরটি জানতেন।

“কুকুরটিকে বাইরে নিয়ে যেতেই হবে আপনাকে, এটি আমার আদেশ।”

“আমি এরকম আবহাওয়ায় বাসের মাথায় বসে যেতে পারব না। এই ঠান্ডা আমাকে মেরে ফেলবে,” মহিলাটি বললেন।

“অবশ্যই নয়,” বললেন তাঁর মহিলা সঙ্গিনী। “তোমার এমনিতেই কাশি লেগেই রয়েছে।”

“এসবের কোনো মানে হয় না,” তাঁর পুরুষ সঙ্গী বললেন।

কন্ডাকটর ঘন্টী টানল আর বাসটি থামল। “এই বাস চলবে না যতক্ষণ না এই কুকুরটিকে বের করা হচ্ছে।” সে ফুটপাথে নেমে অপেক্ষা করতে লাগল। সেটি ছিল তার বিজয়ের মুহূর্ত। আইন ছিল তার পক্ষে। বাসের মধ্যে সবাই ছিল মহিলা ও তাঁর কুকুরের পক্ষে। তারা উঁচু গলায় কথা বলছিল –

“লজ্জাজনক।” “পুলিশ ডাকো।” “সবাই মিলে ওর বিরুদ্ধে নালিশ জানাই চলো।” “চলো ওকে বাধ্য করি আমাদের ভাড়া ফেরত দিতে।” “হ্যাঁ, ঠিক কথা ও আমাদের ভাড়া ফেরত দিক।”

ছোট্ট প্রাণীটা বসে নিষ্প্রভ আলোগুলির দিকে তাকিয়ে চোখ পিটপিট করছিল, সে জানেও না সে কী ঝামেলাটাই না পাকিয়েছে।

কন্ডাকটর দরজার কাছে এল। কয়েকজন যাত্রী দাবি জানাল, “আমাদের ভাড়াগুলো ফেরত দিন – আপনি আমাদের নিয়ে যেতে চুক্তিবদ্ধ – আপনি আমাদের এখানে সারারাত ফেলে রাখতে পারেন না!” “কোনো ভাড়া ফেরত হবে না,” বলল কন্ডাকটর।

দু-তিন জন যাত্রী নেমে গেল আর রাতের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কন্ডাকটর ফুটপাথের ওপর ঘুরে দাঁড়িয়ে বাসচালকের কাছে গেল তার সঙ্গে আলোচনা করতে। আর একটি বাস, রাস্তার সর্বশেষ, পার হয়ে গেল। যাত্রীদের চিৎকারে সেটির থামতে কোনো আগ্রহ আছে বলে মনে হল না। একজন পুলিশ ধীরেসুস্থে এগিয়ে এসে দরজায় উকি দিল। যাত্রীরা তাদের ক্রুদ্ধ প্রতিবাদ আর আবেদনে ফেটে পড়ল। “কী আর করা যাবে, ও তো আইন মেনেই চলছে, বুঝলেন কিনা,” সে অমায়িকভাবে বলল। তারপর সে চলে গেল রাস্তার কয়েক গজ দূরে গিয়ে দাঁড়ানোর জন্য। সেখানে আরও দু-জন কনস্টেবল তার সঙ্গে যোগ দিল।

তখনও ছোট্ট কুকুরটি আলোর দিকে তাকিয়ে চোখ পিটপিট করছিল আর কন্ডাকটর এদিক ওদিক পায়চারি করছিল জয়ের মুহূর্তের একজন দলপতির মতো। একজন মহিলা যাত্রীর গলা তীব্র হাওয়ার শন্ শন্ শব্দকে ছাপিয়ে গেল, কন্ডাকটরকে হুমকি দিতে দিতে। কিন্তু সে ছিল রাতটির মতোই ঠান্ডা আর ফুটপাথের মতো নিরেট। তিনি সেই তিনজন পুলিশের কাছে তাঁর ক্ষোভ উগরে দিলেন যারা রাস্তায় অদূরে দাঁড়িয়ে নাটকটি দেখছিল। তারপর তিনি ফিরে এলেন, তাঁর সঙ্গীকে ডাকলেন, এবং অদৃশ্য হয়ে গেলেন। বাসটি খালি হয়ে যাচ্ছিল।

“আমি ওপরে যাব,” কুকুরটি যাঁর সঙ্গে ছিল সেই তরুণী অবশেষে বললেন। “তোমার নিউমোনিয়া হয়ে যাবে,” পুরুষটি বললেন।

যখন তিনি সিঁড়ির মাথায় অদৃশ্য হয়ে গেলেন, কন্ডাকটর ফিরে এল আর ঘন্টী টানল। বাস চলতে শুরু করল। সে বিজয়ীর মতো দাঁড়িয়ে রইল, আর তার মুখের ওপর যাত্রীরা তার আচরণের সমালোচনা করতে লাগল।

তারপর বাসটির ইঞ্জিনের বিপত্তি হল এবং কন্ডাকটর গেল বাসচালককে সাহায্য করতে। কাজটি বড়োসড়ো ছিল। ইতিমধ্যে কুকুরটিকে সঙ্গে নিয়ে মহিলা সিঁড়ি বেয়ে চুপিচুপি নেমে এসেছেন এবং আবার বাসে ঢুকেছেন। ইঞ্জিন ঠিক করা হয়ে গেলে কন্ডাকটর ফিরে এসে ঘন্টী টানল। তারপর তার চোখ পড়ল কুকুরটির ওপর, আর তার হাত আবার ঘন্টীর দড়ির দিকে গেল। বাসচালক ঘুরে তাকাল, কন্ডাকটর কুকুরটিকে আঙুল দিয়ে দেখাল, আর বাসটি থেমে গেল। পুরো লড়াইটি আরও একবার শুরু হল। কন্ডাকটর ফুটপাথে পায়চারি করল, ছোট্ট কুকুরটি আলোর দিকে চোখ পিটপিট করল, মহিলা আবার ঘোষণা করলেন যে তিনি ওপরে যাবেন না, এবং শেষমেশ গেলেন।

বাসটি অচিরেই খালি হয়ে গেল, আর আমি সর্বশেষ যাত্রী পড়ে রইলাম। “আমার কিছু নিয়মকানুন আছে,” কন্ডাকটর আমাকে বলল। সে জিতে গেছে, কিন্তু তাও তার মনে হয়েছে যে কারওর কাছে নিজেকে ঠিক বলে প্রমাণ করা উচিত।

“নিয়মকানুন,” আমি বললাম, “দরকারি জিনিস। কিছু আছে কঠোর নিয়ম, যেমন পথঘাটের নিয়ম, যা জীবন আর অঙ্গহানি সংক্রান্ত বিপদের ক্ষেত্রে ছাড়া কখনোই ভাঙা চলতে পারে না। কিন্তু কিছু কিছু নিয়ম শুধুমাত্র তোমাকে নির্দেশ দেওয়ার জন্য যেমন কুকুরদের ব্যাপারে ওই নিয়মটি। এখানে তুমি তোমার কান্ডজ্ঞান ব্যবহার করতে পার। ওদের পালন করার কথা আসল উদ্দেশ্যে, অক্ষরে অক্ষরে নয়, যাত্রীদের আরামের জন্য। তুমি নিয়মটিকে রক্ষা করেছ, কিন্তু ওটির আসল উদ্দেশ্য ক্ষুণ্ণ করেছ। তোমার উচিত তোমার নিয়মগুলিকে সঠিক অভিপ্রায় নিয়ে আর খোশমেজাজের সঙ্গে মেনে চলা।”

সে আমার কথা খুব ভালোভাবে গ্রহণ করল, আর যখন আমি বাস থেকে নামলাম সে “শুভরাত্রি” বলল বেশ অমায়িকভাবে।

আজকে আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ইংরেজির দ্বিতীয় অধ্যায় ‘All About a Dog’ এর ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায় নবম শ্রেণীর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর প্রশ্নগুলি পরীক্ষায় প্রায়ই আসে। এই বঙ্গানুবাদ ও ইংরেজি উচ্চারণ তোমাদের ‘All About a Dog’ গল্পটি সম্পর্কে জানতে ও বুঝতে সাহায্য করবে। আশা করি, এই আর্টিকেলটি তোমাদের জন্য খুবই উপকারী হয়েছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, নিচে আমাদের পোস্টটি তোমার প্রিয়জনের সাথে শেয়ার করো, যার এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন