নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর উপবিভাগ ‘উদ্ভিদ শারীরবিদ্যা’ -এর অন্তর্গত বাষ্পমোচন’ অংশের গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী
Contents Show

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো

উদ্ভিদের বায়ব অংশের মাধ্যমে জলীয়বাষ্প নির্গমনকে বলে –

  1. ট্রান্সপিরেশন
  2. গাটেশন
  3. রেসপিরেশন
  4. ইভাপোরেশন

উত্তর – 1. ট্রান্সপিরেশন

বাষ্পমোচন একটি –

  1. ভৌত প্রক্রিয়া
  2. রাসায়নিক প্রক্রিয়া
  3. শারীরবৃত্তীয় প্রক্রিয়া
  4. বাষ্পীভবন প্রক্রিয়া

উত্তর – 3. শারীরবৃত্তীয় প্রক্রিয়া

কোন প্রকার বাষ্পমোচনে উদ্ভিদদেহ থেকে অধিকাংশ জল অপসারিত হয়? –

  1. কিউটিকিউলার বাষ্পমোচন
  2. পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন
  3. লেন্টিসেলীয় বাষ্পমোচন
  4. উপরের কোনোটিই নয়

উত্তর – 2. পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন

বাষ্পমোচন ঘটে –

  1. রাতের বেলায়
  2. দিনের বেলায়
  3. সন্ধ্যে বেলায়
  4. কোনোটিই নয়

উত্তর – 2. দিনের বেলায়

আলোক বৃদ্ধি পেলে বাষ্পমোচন –

  1. একই থাকে
  2. কমে যায়
  3. বেড়ে যায়
  4. বন্ধ হয়ে যায়

উত্তর – 3. বেড়ে যায়

বাষ্পমোচন সংক্রান্ত সঠিক বক্তব্যটি নিরূপণ করো –

  1. বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেলে বাষ্পমোচনের হার হ্রাস পায়
  2. বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়
  3. আলোর তীব্রতা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার হ্রাস পায়
  4. পরিবেশের তাপমাত্রা হ্রাস পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়

উত্তর – 2. বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়

বাষ্পমোচন বেশি হয় –

  1. গ্রীষ্মকালে
  2. শীতকালে
  3. বর্ষাকালে
  4. শরৎকালে

উত্তর – 1. গ্রীষ্মকালে

বায়ুমণ্ডলে CO₂ ঘনত্ব বৃদ্ধি পেলে –

  1. পত্ররন্ধ্র দ্রুত খুলে যায়
  2. পত্ররন্ধ্র আংশিক বন্ধ হয়ে যায়
  3. পত্ররন্ধ্র সম্পূর্ণ বন্ধ হয়ে যায়
  4. পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়াতে কোনো প্রভাব পড়ে না

উত্তর – 2. পত্ররন্ধ্র আংশিক বন্ধ হয়ে যায়

বাষ্পমোচনের হার হ্রাস পায় –

  1. বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে
  2. পরিবেশের উয়তা বৃদ্ধি পেলে
  3. কিউটিকলের পুরুত্ব বৃদ্ধি পেলে
  4. বায়ুর আর্দ্রতা কম হলে

উত্তর – 3. কিউটিকলের পুরুত্ব বৃদ্ধি পেলে

পত্ররন্ধ্র উন্মুক্ত ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে –

  1. রক্ষীকোশের সংখ্যা
  2. বায়ুমণ্ডলের CO₂ ঘনত্ব
  3. বায়ুমণ্ডলের O₂ ঘনত্ব
  4. রক্ষীকোশের রসস্ফীতি

উত্তর – 4. রক্ষীকোশের রসস্ফীতি

বীরুৎজাতীয় উদ্ভিদ নেতিয়ে পড়ে –

  1. সালোকসংশ্লেষ -এর জন্য
  2. শ্বসন -এর জন্য
  3. বাষ্পমোচন -এর জন্য
  4. জলশোষণ -এর জন্য

উত্তর – 3. বাষ্পমোচন -এর জন্য

উদ্ভিদদেহের তাপমাত্রা কমিয়ে দেয় –

  1. সালোকসংশ্লেষ পদ্ধতি
  2. শ্বসন পদ্ধতি
  3. বাষ্পমোচন পদ্ধতি
  4. রেচন পদ্ধতি

উত্তর – 3. বাষ্পমোচন পদ্ধতি

নিমজ্জিত পত্ররন্ধ্র বর্তমান –

  1. করবী
  2. নারকেল
  3. আম
  4. ধান

উত্তর – 1. করবী

সবথেকে বেশি বাষ্পমোচন ঘটে –

  1. জলরন্দ্র -এর মাধ্যমে
  2. পত্ররন্ধ্র -এর মাধ্যমে
  3. লেন্টিসেল -এর মাধ্যমে
  4. কিউটিকল -এর মাধ্যমে

উত্তর – 2. পত্ররন্ধ্র -এর মাধ্যমে

সব থেকে বেশি বাষ্পমোচন করে –

  1. পাতা
  2. কাণ্ড
  3. ফুলের পাপড়ি
  4. মূল

উত্তর – 1. পাতা

পাতায় নিবেশিত পত্ররন্ধ্র থাকলে বাষ্পমোচনের হার কীরূপ হয়? –

  1. কমে যায়
  2. বেড়ে যায়
  3. একই থাকে
  4. বন্ধ

উত্তর – 1. কমে যায়

হাইডাথোড (Hydathods) কোন্ উদ্ভিদে থাকে? –

  1. বেগুন
  2. টম্যাটো
  3. লংকা
  4. পেয়ারা

উত্তর – 2. টম্যাটো

পত্ররন্ধ্রে রক্ষীকোশের রসস্ফীতি চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে –

  1. Fe
  2. B
  3. K
  4. Mg

উত্তর – 3. K

নিম্নলিখিত কোনটি রক্ষীকোশে থাকে? –

  1. মাইটোকনড্রিয়া
  2. নিউক্লিয়াস
  3. ভ্যাকুওল
  4. ক্লোরোপ্লাস্ট

উত্তর – 4. ক্লোরোপ্লাস্ট

লেন্টিসেলীয় বাষ্পমোচন ঘটে –

  1. কেবলমাত্র বীরুৎজাতীয় উদ্ভিদ
  2. গুল্ম ও বৃক্ষজাতীয় উদ্ভিদে
  3. সমস্ত উদ্ভিদে
  4. কেবলমাত্র পাতায়

উত্তর – 2. গুল্ম ও বৃক্ষজাতীয় উদ্ভিদে

বাষ্পমোচনের কাজ নয় –

  1. উদ্ভিদদেহ শীতল রাখা
  2. জলশোষণ
  3. খনিজ লবণ বর্জন
  4. জলীয়বাষ্প নির্গমন

উত্তর – 3. খনিজ লবণ বর্জন

বাষ্পমোচনের হারকে প্রভাবিত করে না –

  1. আলোক
  2. আর্দ্রতা
  3. বায়ুপ্রবাহ
  4. গাছের বয়স

উত্তর – 4. গাছের বয়স

বাষ্পমোচনে নির্গত জলীয়বাষ্পে থাকে –

  1. খনিজ আয়ন
  2. লবণ
  3. বিশুদ্ধ জল
  4. দ্রবীভূত পুষ্টি পদার্থ

উত্তর – 3. বিশুদ্ধ জল

শূন্যস্থান পূরণ করো

বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় বাতাসে ___ হ্রাস পেলে।

উত্তর – বাষ্পমোচনের হার বৃদ্ধি পায় বাতাসে জলীয়বাষ্প হ্রাস পেলে।

বাষ্পমোচন প্রক্রিয়ায় প্রয়োজনীয় একটি অন্তঃপ্রভাবক হল ___।

উত্তর – বাষ্পমোচন প্রক্রিয়ায় প্রয়োজনীয় একটি অন্তঃপ্রভাবক হল পত্রফলকের গঠন

বাষ্পমোচন প্রক্রিয়ায় প্রয়োজনীয় একটি বহিঃপ্রভাবক হল ___।

উত্তর – বাষ্পমোচন প্রক্রিয়ায় প্রয়োজনীয় একটি বহিঃপ্রভাবক হল আর্দ্রতা

80-90 ভাগ বাষ্পমোচন ঘটে ___ মাধ্যমে।

উত্তর – 80-90 ভাগ বাষ্পমোচন ঘটে পত্ররন্ধ্রের মাধ্যমে।

কাণ্ডে উপস্থিত ___ -এর মাধ্যমে বাষ্পমোচন ঘটে।

উত্তর – কাণ্ডে উপস্থিত লেন্টিসেল -এর মাধ্যমে বাষ্পমোচন ঘটে।

উদ্ভিদের মোট বাষ্পমোচনের প্রায় 0.1% ঘটে ___ -এর মাধ্যমে।

উত্তর – উদ্ভিদের মোট বাষ্পমোচনের প্রায় 0.1% ঘটে লেন্টিসেল -এর মাধ্যমে।

বিষমপৃষ্ঠ পাতার ___ তলে বেশিসংখ্যায় পত্ররন্ধ্র থাকে।

উত্তর – বিষমপৃষ্ঠ পাতার নীচের তলে বেশিসংখ্যায় পত্ররন্ধ্র থাকে।

___ -এর মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণের নির্গমন ঘটে।

উত্তর – জলরন্ধ্র -এর মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণের নির্গমন ঘটে।

দ্বিবীজপত্রী পাতার রক্ষীকোশের আকার হয় ___ মতো।

উত্তর – দ্বিবীজপত্রী পাতার রক্ষীকোশের আকার হয় বৃক্কের মতো।

একবীজপত্রী পাতার রক্ষীকোশ ___ আকৃতিযুক্ত হয়।

উত্তর – একবীজপত্রী পাতার রক্ষীকোশ ডাম্বেল আকৃতিযুক্ত হয়।

গাটেশান পদ্ধতিতে জল ___ আকারে নির্গত হয়।

উত্তর – গাটেশান পদ্ধতিতে জল তরল আকারে নির্গত হয়।

শোষণ অপেক্ষা বাষ্পমোচনের হার বেশি হলে উদ্ভিদদেহের ___ ঘটে।

উত্তর – শোষণ অপেক্ষা বাষ্পমোচনের হার বেশি হলে উদ্ভিদদেহের অবনমন ঘটে।

ঠিক বা ভুল নির্বাচন করো

যে জৈবিক প্রক্রিয়ায় প্রয়োজনের অতিরিক্ত জল উদ্ভিদদেহ থেকে বাষ্পাকারে নির্গত হয়, তাকে বাষ্পমোচন বলে।

উত্তর – ঠিক [✓]

জলের বাষ্পাকারে নির্গমনকে বাষ্পমোচন বলে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – বাষ্পীভবন

বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া।

উত্তর – ঠিক [✓]

বাষ্পমোচন উদ্ভিদদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।

উত্তর – ঠিক [✓]

পত্ররন্ধ্র দিন-রাত সবসময় খোলা থাকে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – লেন্টিসেল

রসের উৎস্রোত বাষ্পীভবন দ্বারা নিয়ন্ত্রিত হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – বাষ্পমোচন

সমাঙ্কপৃষ্ঠ পাতার দুটো তলেই পত্ররন্ধ্র থাকায়, এদের বাষ্পমোচনের হার বেশি হয়।

উত্তর – ঠিক [✓]

বিষমপৃষ্ঠীয় পাতার নিম্নত্বকে পত্ররন্ধ্র থাকে।

উত্তর – ঠিক [✓]

দু-একটি শব্দে উত্তর দাও

উদ্ভিদদেহের প্রয়োজন অতিরিক্ত জল কোন্ পদ্ধতিতে বাষ্পাকারে নির্গত হয়?

উদ্ভিদদেহের প্রয়োজন অতিরিক্ত জল বাষ্পমোচন পদ্ধতিতে বাষ্পাকারে নির্গত হয়।

বাষ্পমোচন উদ্ভিদের কোথায় ঘটে?

বাষ্পমোচন উদ্ভিদের বায়ব অংশে ঘটে।

উদ্ভিদদেহে বাষ্পমোচন প্রধানত কখন ঘটে?

উদ্ভিদদেহে বাষ্পমোচন প্রধানত দিনেরবেলায় ঘটে।

বাষ্পমোচনের প্রধান স্থান কোনটি?

বাষ্পমোচনের প্রধান স্থান পাতা।

কোন প্রকার বাষ্পমোচন দ্বারা উদ্ভিদ 90 ভাগ জল বাষ্পাকারে নির্গত করে?

পত্ররন্ধ্রীয় প্রকার বাষ্পমোচন দ্বারা উদ্ভিদ 90 ভাগ জল বাষ্পাকারে নির্গত করে।

কোন্ কলায় বাষ্পমোচন ঘটে?

স্পঞ্জি মেসোফিল কলায় বাষ্পমোচন ঘটে।

কোন্ ধরনের উদ্ভিদে পত্ররন্ধ্র অনুপস্থিত?

জলে নিমজ্জিত (হাইড্রিলা, ভ্যালিসনেরিয়া) ধরনের উদ্ভিদে পত্ররন্ধ্র অনুপস্থিত।

দ্বিবীজপত্রী পাতার কোন্ তলে পত্ররন্ধ্র বেশি থাকে?

দ্বিবীজপত্রী পাতার নীচের তলে পত্ররন্ধ্র বেশি থাকে।

সমাঙ্কপৃষ্ঠ পাতার কোন্ তলে পত্ররন্ধ্র উপস্থিত থাকে?

সমাঙ্কপৃষ্ঠ পাতার উভয় তলে পত্ররন্ধ্র উপস্থিত থাকে।

কোন্ কোশ দ্বারা পত্ররন্ধ্র বেষ্টিত থাকে?

রক্ষীকোশ কোশ দ্বারা পত্ররন্ধ্র বেষ্টিত থাকে।

পত্ররন্ধ্র কখন উন্মুক্ত হয়?

পত্ররন্ধ্র যখন রক্ষীকোশে রসস্ফীতি ঘটে উন্মুক্ত হয়।

তাপমাত্রা কীভাবে বাষ্পমোচনকে প্রভাবিত করে?

তাপমাত্রা বাড়লে বাষ্পমোচন হার বাড়ে।

বায়ুর আর্দ্রতা কীভাবে বাষ্পমোচনকে প্রভাবিত করে?

বায়ুর আর্দ্রতা বাড়লে বাষ্পমোচনের হার হ্রাস পায়।

বাষ্পমোচন হার কম করার জন্য ফণীমনসার পাতা কীসে রূপান্তরিত হয়?

বাষ্পমোচন হার কম করার জন্য ফণীমনসার পাতা কাঁটায় রূপান্তরিত হয়।

রক্ষীকোশ রসশিথিল অবস্থায় থাকলে পত্ররন্ধ্রের কী অবস্থা হয়?

রক্ষীকোশ রসশিথিল অবস্থায় থাকলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়।

দুটি উদ্ভিদের নাম লেখো যেখানে রাত্রিবেলা পত্ররন্দ্রীয় বাষ্পমোচন ঘটে?

পাথরকুচি ও ঘৃতকুমারী।

লেন্টিকিউলার বাষ্পমোচন কখন ঘটে?

লেন্টিকিউলার বাষ্পমোচন সমস্ত দিনরাত ঘটে।

কোন্ জাতীয় উদ্ভিদে লেন্টিসেলীয় বাষ্পমোচন ঘটে?

বৃক্ষজাতীয় জাতীয় উদ্ভিদে লেন্টিসেলীয় বাষ্পমোচন ঘটে।

অতিরিক্ত বাষ্পমোচনের ফলে উদ্ভিদঅঙ্গের কী অবস্থা ঘটে?

অতিরিক্ত বাষ্পমোচনের ফলে উদ্ভিদঅঙ্গের অবনমন ঘটে।

কোন্ প্রক্রিয়াকে ‘সালোকসংশ্লেষের জন্য ব্যয়িত অর্থ’ বলা হয়?

বাষ্পমোচন প্রক্রিয়াকে ‘সালোকসংশ্লেষের জন্য ব্যয়িত অর্থ’ বলা হয়।

উদ্ভিদদেহ থেকে জলবিন্দুর নির্গমনকে কী বলে?

উদ্ভিদদেহ থেকে জলবিন্দুর নির্গমনকে নিঃস্রাবণ বলে।

কোনো পাতায় পত্ররন্ধ্রের সংখ্যা বাড়লে বাষ্পমোচনের গতি কী হবে?

কোনো পাতায় পত্ররন্ধ্রের সংখ্যা বাড়লে বাষ্পমোচনের গতি দ্রুত হবে।

কোন্ প্রক্রিয়ার দ্বারা উদ্ভিদদেহ শীতল থাকে?

বাষ্পমোচন প্রক্রিয়ার দ্বারা উদ্ভিদদেহ শীতল থাকে।

উদ্ভিদদেহের ক্ষতস্থান থেকে কোনো পদার্থের ক্ষরণকে কী বলে?

উদ্ভিদদেহের ক্ষতস্থান থেকে কোনো পদার্থের ক্ষরণকে চোয়ান বা ব্লিডিং বলে।

বাষ্পমোচন কাকে বলে?

যে শারীরবৃত্তীয় পদ্ধতিতে সবুজ উদ্ভিদ তার দেহস্থিত অতিরিক্ত জল বায়বীয় মাধ্যমে বাষ্পাকারে নির্গত করে, তাকে বাষ্পমোচন বলে।

কোন্ জৈবিক প্রক্রিয়াকে ‘প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি’ বলা হয়?

বাষ্পমোচন প্রক্রিয়াকে ‘প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি’ বলা হয়।

কোন্ বিজ্ঞানী বাষ্পমোচনকে ‘প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি’ বলেছেন?

বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে ‘প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি’ বলেছেন।

জলশোষণ অপেক্ষা বাষ্পমোচন বেশি হলে উদ্ভিদদেহে কী ঘটে?

জলশোষণ অপেক্ষা বাষ্পমোচন বেশি হলে উদ্ভিদদেহে জলের ঘাটতির কারণে উইলটিং (Wilting) বা অবনমন ঘটবে এবং গাছ নেতিয়ে পড়বে।

সাধারণত কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পত্ররন্ধ্র উন্মুক্ত হয়?

10°C-25°C তাপমাত্রায় পত্ররন্ধ্র উন্মুক্ত হয়।

পাইন গাছের পাতা বাষ্পমোচন কম করার জন্য কী রকম হয়েছে?

বাষ্পমোচন রোধ করার জন্য পাইনগাছের পাতা সূচাকৃতি ধারণ করে।

পত্ররন্ধ্র বেষ্টনকারী কোশদ্বয়ের নাম কী?

পত্ররন্ধ্র বেষ্টনকারী কোশদ্বয়ের নাম হল রক্ষীকোশ।

বাষ্পমোচনে রক্ষীকোশের ভূমিকা কী?

রক্ষীকোশ পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়াকে নিয়ন্ত্রণ করে যা বাষ্পমোচনের হারকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে।

উদ্ভিদদেহে সম্পূরক কোশের অবস্থান লেখো।

পত্ররন্ধ্রের রক্ষীকোশের চারপাশে রক্ষীকোশকে ঘিরে সম্পূরক কোশ অবস্থান করে।

রক্ষীকোশ কোথায় থাকে?

রক্ষীকোশ পত্ররন্ধ্রকে ঘিরে অবস্থান করে।

বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম কী?

বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম গ্যানং পোটোমিটার।

অ্যান্টিট্রান্সপিরেন্ট কী? উদাহরণ দাও।

যে সকল পদার্থ বাষ্পমোচন প্রক্রিয়াকে বাধা দেয়, তাদের অ্যান্টিট্রান্সপিরেন্ট পদার্থ বলে। যেমন – মোম, ভেসলিন।

পত্ররন্ধ্রের উন্মোচন এবং বন্ধ হওয়ার প্রক্রিয়া কোন্ আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়?

পত্ররন্ধ্রের উন্মোচন এবং বন্ধ হওয়ার প্রক্রিয়া পটাশিয়াম আয়ন (K+) দ্বারা নিয়ন্ত্রিত হয়।

কোনো উদ্ভিদের সমস্ত পাতা ঝরে গেলে কোন্ শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি ব্যাহত হবে?

কোনো উদ্ভিদের সমস্ত পাতা ঝরে গেলে বাষ্পমোচন প্রক্রিয়াটি ব্যাহত হবে।

বাষ্পমোচন অনুপাত কাকে বলে?

উদ্ভিদদেহে বাষ্পমোচনকালে নির্গত যে পরিমাণ জলীয়বাষ্প 1 gm শুষ্ক ওজন বাড়াতে সাহায্য করে, তার অনুপাতকে বাষ্পমোচন অনুপাত বলে।

কোন্ বিজ্ঞানী প্রথম লক্ষ করেন পত্ররন্ধ্র উন্মুক্ত হওয়ার সঙ্গে রক্ষীকোশের রসস্ফীতি যুক্ত থাকে?

বিজ্ঞানী সোয়েনডেনার (Schwendener, 1881)।

বাষ্পমোচন ফ্লাক্স কী?

একক সময়ে একক ক্ষেত্রফল থেকে যে পরিমাণ জল বাষ্পীভূত হয়, তাকে বাষ্পমোচন ফ্লাক্স বলে।

পোরোমিটার কী?

পত্ররন্ধ্রের আপেক্ষিক আয়তন পরিমাপক যন্ত্রকে পোরোমিটার বলে।

নিঃস্রাবণের গুরুত্ব কী?

কিছু কিছু বীরৎ জাতীয় উদ্ভিদ যে পরিমাণ জল শোষণ করে তার তুলনায় বাষ্পমোচন হার কম হওয়ায় নিঃস্রাবণ প্রক্রিয়ায় অতিরিক্ত কিছু পরিমাণ জল ত্যাগ করে। এছাড়া কিছু কিছু উদ্ভিদ নিঃস্রাবণ প্রক্রিয়ায় রেচন পদার্থ ত্যাগ করে।

বাকল বাষ্পমোচন কী?

উদ্ভিদদেহে কাষ্ঠল কাণ্ডের বাকলের মাধ্যমে বাষ্পমোচন ঘটলে, তাকে বাকল বাষ্পমোচন বা Bark transpiration বলে। বাকলের বহির্ভাগে কর্ক উপস্থিত থাকে, যা সাধারণত জলনিরোধী হলেও সারাদিনে প্রায় 0.5% বাষ্পমোচন এই প্রক্রিয়ায় ঘটে।

বাষ্পমোচন কীভাবে দ্রাবের ঘনত্বের ওপর নির্ভরশীল?

কোশীয় দ্রবণে দ্রাবের ঘনত্ব যত বেশি হয় বাষ্পমোচন হার তত কম হয়। অর্থাৎ, বাষ্পমোচন দ্রাবের ঘনত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত।

বামদিকের সঙ্গে ডানদিক মিল করো

বামদিকডানদিকউত্তর
1. পত্ররন্ধ্রi. গাটেশন1. → (iv)
2. উদ্ভিদের কাষ্ঠল কাণ্ডের বাকলii. ঘৃতকুমারী2. → (v)
3. স্কোটোঅ্যাকটিভ বাষ্পমোচনiii. আমগাছ3. → (ii)
4. ফটোঅ্যাকটিভ বাষ্পমোচনiv. রক্ষীকোশ4. → (iii)
5. হাইডাথোডv. লেন্টিসেল5. → (i)
vi. বাষ্পীভবন

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর উপবিভাগ ‘উদ্ভিদ শারীরবিদ্যা’ -এর অন্তর্গত ‘বাষ্পমোচন’ অংশের অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – খনিজ পুষ্টি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর