এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

নবম শ্রেণী জীবন বিজ্ঞান – জীবন ও তার বৈচিত্র্য – জীবনের প্রধান/মূল বৈশিষ্ট্য – দু-একটি শব্দে উত্তর দাও

জীবন হলো একটি জটিল প্রক্রিয়া যা উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া এবং আরও অনেক ছোট ছোট জীবের দ্বারা পরিচালিত হয়। এই জীবগুলির প্রত্যেকেরই নিজস্ব অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা তাদেরকে জীবনে বেঁচে থাকতে এবং প্রজনন করতে দেয়।

নবম শ্রেণী জীবন বিজ্ঞান – জীবন ও তার বৈচিত্র্য – জীবনের প্রধানমূল বৈশিষ্ট্য

নবম শ্রেণীতে জীবন বিজ্ঞান পাঠে জীবনের বৈচিত্র্য এবং এর মৌলিক বৈশিষ্ট্যগুলি মনোনিবেশ করতে, শিক্ষার্থীদেরকে একটি দু-একটি শব্দে উত্তর দিতে উৎসাহিত করা হয়েছে। এই উত্তরে জীবনের প্রধান এবং মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উক্ত করতে ছাত্র-ছাত্রীদেরকে বৃদ্ধি এবং বৈজ্ঞানিক চিন্তা উন্নত করতে উৎসাহিত করা হয়েছে।

Contents Show

জীবের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার ক্ষমতাকে কী বলে?

গমন

চলন ও গমনের মধ্যে কোন্টি উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য?

চলন

উৎসেচক, মকরন্দ, দুগ্ধ প্রভৃতি পদার্থকে কী জাতীয় পদার্থ বলা হয়?

ক্ষরণ পদার্থ

জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে কী বলা হয়?

জীবনচক্র

জীবের বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দেওয়ার ধর্মকে কী বলে?

উত্তেজিতা

কোন্ যুগে পৃথিবীতে প্রথম জীবের আবির্ভাব হয়?

প্রোটেরোজোইক যুগে

পৃথিবীতে সর্বপ্রথম কোন প্রকার জীব সৃষ্টি হয়েছিল বলে অনুমান করা হয়?

নীলাভ-সবুজ শৈবাল

জৈব অভিব্যক্তিবাদের জনক কে?

অ্যারিস্টট্ল

কোয়াসারভেটে বংশগত বস্তু হিসেবে যে নিউক্লিক অ্যাসিডটি ছিল সেটির নাম লেখো।

নগ্ন রাইবোনিউক্লিক অ্যাসিড (নগ্ন RNA)

আদিকোশ বা প্রোটোসেল কোন কোন অংশের সমষ্টি?

প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড (RNA)

আদি পৃথিবীতে সৃষ্ট দুটি প্রোটোবায়োন্টের নাম লেখো।

কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ার

আধুনিক মানুষের উৎপত্তি কোন যুগে হয়?

সিনোজোইক যুগে

প্রাথমিক কোশের জেনেটিক বস্তু কী ছিল?

RNA

কোন্ প্রোক্যারিওট পৃথিবীতে মুক্ত গ্যাসীয় অক্সিজেনের আবির্ভাবের জন্য দায়ী?

সায়ানোব্যাকটেরিয়া

সবচেয়ে বেশি প্রজাতি কোন্ গোষ্ঠীর প্রাণীদের?

পতঙ্গ শ্রেণির প্রাণীদের (60,000)

ভারতে Biodiversity Act কবে চালু হয়?

1992 খ্রিস্টাব্দে

বিশ্ব জীববৈচিত্র্য দিবস রূপে কোন্ দিনটিকে পালন করা হয়?

29 ডিসেম্বর

পৃথিবীতে কোন্ গ্রীষ্মমণ্ডলীয় অরণ্যে সবথেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়?

আমাজনের বর্ষাঅরণ্যে

ভারতে আনুমানিক কত উদ্ভিদ প্রজাতি বর্তমান?

প্রায় 45,000

বর্তমানে পৃথিবীতে মেগাডাইভারসিটি দেশের সংখ্যা কত?

17টি

সবথেকে সমৃদ্ধ জীববৈচিত্র্যযুক্ত জলজ বাস্তুতন্ত্রের নাম লেখো।

প্রবাল দ্বীপ (Coral reef)

কোন্ বিজ্ঞানী স্বতঃস্ফূর্ত জীব সৃষ্টির মতবাদকে বাতিল করেন?

লুই পাস্তুর

জীবের নিজস্ব পরিবেশের জীববৈচিত্র্যের সংরক্ষণকে কী বলা হয়?

ইন-সিটু সংরক্ষণ

নবম শ্রেণীতে জীবন বিজ্ঞান পাঠে জীবনের বৈচিত্র্য এবং এর প্রধান মৌলিক বৈশিষ্ট্যগুলি একটি সংক্ষেপে প্রদান করতে, শিক্ষার্থীদেরকে দু-একটি শব্দে তাদের ধারণা প্রকাশ করতে উৎসাহিত করা হয়েছে। এই প্রয়াসে শিক্ষার্থীরা জীবনের গুরুত্বপূর্ণ মৌলিক বৈশিষ্ট্যগুলি উত্তর দেওয়ার সাথে সাথে বৈজ্ঞানিক মনোভাব ও চিন্তা উন্নত করতে সহায়ক হয়েছে।

এই অধ্যায়টি শিক্ষার্থীদের জীববিজ্ঞানের ভিত্তি স্থাপন করতে সহায়তা করে। এটি তাদের জীবের জটিল বিশ্ব সম্পর্কে আরও জানতে এবং আমাদের চারপাশের বিশ্বকে আরও ভালভাবে বুঝতে উত্সাহিত করে।

অবশেষে, আমরা বলতে পারি যে জীবন একটি অপরিহার্য সম্পদ যা আমাদের পৃথিবীকে সুন্দর করে তোলে। জীবের বৈচিত্র্য আমাদের গ্রহের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের এই বৈচিত্র্য রক্ষার জন্য সচেতন পদক্ষেপ নিতে হবে।

Share via:

মন্তব্য করুন