নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – সংবহন – টীকা

Souvick

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর অন্তর্গত ‘সংবহন’ অংশের গুরুত্বপূর্ণ টীকা নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

জৈবনিক প্রক্রিয়া-সংবহন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

হিমোগ্লোবিন সম্পর্কে টীকা লেখো।

হিমোগ্লোবিন হল হিম ও গ্লোবিন নামক প্রোটিন দ্বারা গঠিত লাল বর্ণের বিশেষ প্রকার ক্রোমোপ্রোটিন যা শ্বাসরঞ্জক হিসেবে কাজ করে। ইহা মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকায় এবং অমেরুদণ্ডী প্রাণীদের (কেঁচো, জোঁক) রক্তরসে দ্রবীভূত অবস্থায় থাকে।

হিমোগ্লোবিনের গঠন – হিমোগ্লোহিন একটি সংযুক্ত প্রোটিন (ক্রোমোপ্রোটিন)। এর প্রধান দুটি উপাদান হল – হিম বা আয়রন (4%) এবং গ্লোবিন বা হিস্টোন জাতীয় প্রোটিন (96%)। হিমোগ্লোবিনের প্রোটিন অংশ অর্থাৎ গ্লোবিন চারটি দীর্ঘ পলিপেপটাইড শৃঙ্খল দিয়ে গঠিত। এদের দুটি α-শৃঙ্খল যথা α1 ও α2 শৃঙ্খল এবং দুটি β শৃঙ্খল যথা β1 ও β2 নিয়ে গঠিত। α-শৃঙ্খলে 141টি অ্যামিনো অ্যাসিড এবং β শৃঙ্খলে 146টি অ্যামিনো অ্যাসিড থাকে। সুতরাং গ্লোবিনে মোট 574টি অ্যামিনো অ্যাসিডে থাকে। অপরপক্ষে হিম অংশ একটি পরফাইরিন, 4 অণু লোহা এবং 8 অণু সালফার নিয়ে গঠিত। একটি পরফাইরিন 4টি পাইরোল নিয়ে গঠিত।

পরিমাণ – প্রতি 100ml রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ 14.5 গ্রাম পুরুষদের ক্ষেত্রে। স্ত্রীলোকের ক্ষেত্রে 100ml রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ 12.5 গ্রাম – 13.5 গ্রাম।

হিমোগ্লোবিন সম্পর্কে টীকা লেখো।

হিমোগ্লোবিনের কাজ –

  1. শ্বাসবায়ু পরিবহণ –
    • রক্তের হিমোগ্লোবিন প্রশ্বাস বায়ু O2 এর সঙ্গে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন রূপে কোশে কোশে O2 পরিবহণ করে।
    • শ্বসনের ফলে উৎপন্ন CO2 হিমোগ্লোবিনের সহিত যুক্ত হয়ে কার্বমিনো যৌগ হিসেবে কোশ থেকে CO2 সংগ্রহ করে ফুসফুসে ফিরিয়ে আনে।
  2. বাফার হিসেবে – হিমোগ্লোবিন বাফার হিসেবে রক্তে অ্যাসিড ক্ষার ভারসাম্য বজায় রাখে।
  3. রঞ্জক পদার্থ সৃষ্টি – হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে বিলুরুবিন, বিলভার্ডিন তৈরি করে। এগুলি মলের বর্ণ সৃষ্টি করে।

আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর অন্তর্গত ‘সংবহন’ অংশের টীকা নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – টীকা

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – টীকা

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর