এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর উপবিভাগ ‘উদ্ভিদ শারীরবিদ্যা’ -এর অন্তর্গত ‘জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহণ’ অংশের গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো
সমস্ত উদ্ভিদের সংবহনের মাধ্যম হল –
- কলারস
- খাদ্যরস
- হরমোন
- জল
উত্তর – 4. জল
ব্যাপনের ক্ষেত্রে প্রযোজ্য নয় –
- অর্ধভেদ্য পর্দা
- ঘনত্ব পার্থক্য
- পদার্থের যে-কোনো রূপ
- অণুর নিজস্ব গতিশক্তি
উত্তর – 1. অর্ধভেদ্য পর্দা
ATP ছাড়া বাহক অণু নির্ভর প্রক্রিয়াটি হল –
- ব্যাপন
- অভিস্রবণ
- সহায়ক ব্যাপন
- বাষ্পমোচন
উত্তর – 3. সহায়ক ব্যাপন
নিম্ন থেকে উচ্চ ঘনত্বে অণুগুলির পরিবহণ ঘটে –
- সক্রিয় পরিবহণে
- নিষ্ক্রিয় পরিবহণে
- উভয় ক্ষেত্রে
- সক্রিয় শোষণে
উত্তর – 4. সক্রিয় শোষণে
অর্ধভেদ্য পর্দার মাধ্যমে জলের ব্যাপনকে বলে –
- অভিস্রবণ
- প্রস্বেদন
- গাটেশন
- সহায়ক ব্যাপন
উত্তর – 1. অভিস্রবণ
অভিস্রবণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় একটি অপরিহার্য পদার্থ হল –
- অর্ধভেদ্য পর্দা
- ভেদ্য পর্দা
- প্রভেদক ভেদ্য পর্দা
- যে-কোনো পর্দা
উত্তর – 1. অর্ধভেদ্য পর্দা
কোশ থেকে জলের বহিষ্করণকে বলে –
- শোষণ
- ব্যাপন
- অন্তঃঅভিস্রবণ
- বহিঃঅভিস্রবণ
উত্তর – 4. বহিঃঅভিস্রবণ
নিষ্ক্রিয় শোষণে সাহায্য করে –
- চোষক চাপ
- ব্যাপন
- বিপাকীয় শক্তি
- অভিস্রবণ
উত্তর – 2. ব্যাপন
বাষ্পমোচন প্রভাবিত করে –
- শ্বসন
- রসের উৎস্রোত
- রেচন
- জনন
উত্তর – 2. রসের উৎস্রোত
বাষ্পমোচন টান সৃষ্টি হয় –
- কাণ্ডে
- মূলে
- পাতায়
- জাইলেম বাহিকার জলস্তম্ভে
উত্তর – 4. জাইলেম বাহিকার জলস্তম্ভে
প্রদত্ত কোন্ জোড়টি সঠিক? –
- রসের উৎস্রোত-জাইলেম কলা
- সালোকসংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা-গ্রাণা
- গ্লাইকোলাইসিস-মাইটোকনড্রিয়া
- অক্সিজেন পরিবহণ-WBC
উত্তর – 1. রসের উৎস্রোত-জাইলেম কলা
জাইলেমের মধ্যে দিয়ে মূল থেকে জলের পরিবহণের প্রকৃতি হল –
- ঊর্ধ্বমুখী
- নিম্নমুখী
- পার্শ্বমুখী
- উভমুখী
উত্তর – 1. ঊর্ধ্বমুখী
কোন্ কলার মাধ্যমে উদ্ভিদে নিম্নমুখী পরিবহণ ঘটে? –
- জাইলেম
- ফ্লোয়েম
- প্যারেনকাইমা
- কোলেনকাইমা
উত্তর – 2. ফ্লোয়েম
কোশরসে অভিস্রবণ চাপ বেশি হয় –
- জাঙ্গল উদ্ভিদ
- জলজ উদ্ভিদ
- মেসোফাইট উদ্ভিদ
- ভাসমান জলজ উদ্ভিদ-এ
উত্তর – 1. জাঙ্গল উদ্ভিদে
শূন্যস্থান পূরণ করো
বহিঃকোশীয় দ্রবণ ___ হলে কোশ থেকে জল বেরিয়ে যাবে।
উত্তর – বহিঃকোশীয় দ্রবণ অতিসারক হলে কোশ থেকে জল বেরিয়ে যাবে।
মূলরোম মাটি থেকে ___ জল শোষণ করে।
উত্তর – মূলরোম মাটি থেকে কৈশিক জল শোষণ করে।
মূলরোম দ্বারা শোষিত জল ও খনিজ লবণকে একত্রে ___ বলা হয়।
উত্তর – মূলরোম দ্বারা শোষিত জল ও খনিজ লবণকে একত্রে রস বা স্যাপ বলা হয়।
বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে পদার্থের অণুর কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়াকে বলে ___।
উত্তর – বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে পদার্থের অণুর কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়াকে বলে ব্যাপন।
অভিস্রবণের সময় অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে ___ অণু চলাচল করে।
উত্তর – অভিস্রবণের সময় অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে দ্রাবক অণু চলাচল করে।
___ প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে প্রায় 98% জল শোষণ করে।
উত্তর – নিষ্ক্রিয় জলশোষণ প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে প্রায় 98% জল শোষণ করে।
উদ্ভিদ দিনে রাতে সব সময়ই ___ প্রক্রিয়ায় জলশোষণ করতে পারে।
উত্তর – উদ্ভিদ দিনে রাতে সব সময়ই সক্রিয় জলশোষণ প্রক্রিয়ায় জলশোষণ করতে পারে।
বাষ্পমোচন টান উদ্ভিদদেহে ___ জলশোষণে সাহায্য করে।
উত্তর – বাষ্পমোচন টান উদ্ভিদদেহে নিষ্ক্রিয় জলশোষণে সাহায্য করে।
বিজ্ঞানী ডি ভ্রিস খাদ্য পরিবহণ সম্পর্কে ___ মতবাদ প্রকাশ করেন।
উত্তর – বিজ্ঞানী ডি ভ্রিস খাদ্য পরিবহণ সম্পর্কে প্রোটোপ্লাজমের আর্বতন/সাইক্লোসিস মতবাদ প্রকাশ করেন।
উদ্ভিদের খাদ্য পরিবহণ করে ___।
উত্তর – উদ্ভিদের খাদ্য পরিবহণ করে ফ্লোয়েম কলা।
ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্য পরিবহণে সাহায্য করে ___ প্রক্রিয়া।
উত্তর – ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্য পরিবহণে সাহায্য করে ব্যাপন প্রক্রিয়া।
ঠিক বা ভুল নির্বাচন করো
অভিস্রবণ প্রক্রিয়ায় প্রভেদক ভেদ্য পর্দার প্রয়োজন।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – অর্ধভেদ্য পর্দা
অভিস্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রে ঘটে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – দ্রবণের
সীভনলের মাধ্যমে রসের উৎস্রোত ঘটে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – জাইলেম বাহিকা
অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় কোশ থেকে জল বাইরে বেরিয়ে যায়।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – বহিঃঅভিস্রবণ
সক্রিয় পরিবহণে বাহক অণুর কোনো ভূমিকা থাকে না।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ভূমিকা থাকে
একটি উদ্ভিদকোশকে অতিসারক দ্রবণে রাখলে প্রোটোপ্লাজম সংকুচিত হবে।
উত্তর – ঠিক [✓]
পাতার মেসোফিল কলাকোশে জলের ঘাটতির জন্য বাষ্পমোচন টান তৈরি হয়।
উত্তর – ঠিক [✓]
ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের অণু বা আয়নগুলি বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ে।
উত্তর – ঠিক [✓]
সক্রিয় পরিবহণে লবণের আয়নগুলি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের অভিমুখে প্রবাহিত হয়।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে
সক্রিয় পরিবহণে ATP -এর প্রয়োজন হয়।
উত্তর – ঠিক [✓]
দু-একটি শব্দে উত্তর দাও
কোন্ অঙ্গের সাহায্যে উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে?
মূলরোম (মূল) অঙ্গের সাহায্যে উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে।
কোন্ পর্দা দিয়ে কেবলমাত্র দ্রাবক অণু চলাচল করতে পারে?
অর্ধভেদ্য পর্দা দিয়ে কেবলমাত্র দ্রাবক অণু চলাচল করতে পারে।
কোন্ প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে?
অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে।
কোন্ পদ্ধতিতে মূলের কর্টেক্স কোশের মধ্যে দিয়ে রসের পরিবহণ ঘটে?
কোশান্তর অভিস্রবণ পদ্ধতিতে মূলের কর্টেক্স কোশের মধ্যে দিয়ে রসের পরিবহণ ঘটে।
জলশোষণের ফলে মূলের কর্টেক্স কোশে রসস্ফীতিজনিত চাপকে কী বলে?
জলশোষণের ফলে মূলের কর্টেক্স কোশে রসস্ফীতিজনিত চাপকে মূলজ চাপ বলে।
কোন্ টানের প্রভাবে জাইলেম বাহিকার মধ্যে দিয়ে জলস্তম্ভ ঊর্ধ্বমুখে বাহিত হয়?
বাষ্পমোচন টানের প্রভাবে জাইলেম বাহিকার মধ্যে দিয়ে জলস্তম্ভ ঊর্ধ্বমুখে বাহিত হয়।
কোন্ পদ্ধতিতে কোশে রসস্ফীত অবস্থার সৃষ্টি হয়?
অন্তঃঅভিস্রবণ পদ্ধতিতে কোশে রসস্ফীত অবস্থার সৃষ্টি হয়।
কোন্ প্রকার শোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন?
সক্রিয় জলশোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন।
সক্রিয় পরিবহণের একটি উদাহরণ দাও।
সোডিয়াম – পটাশিয়াম ATP এজ পাম্প।
শক্তির ব্যবহার ছাড়া যে শোষণ প্রক্রিয়া ঘটে তাকে কী বলে?
শক্তির ব্যবহার ছাড়া যে শোষণ প্রক্রিয়া ঘটে তাকে নিষ্ক্রিয় শোষণ বলে।
কোশের কোশরস কোথায় থাকে?
কোশের কোশরস ভ্যাকুওলে থাকে।
মূলের কর্টেক্স অঞ্চলে কী ধরনের কোশ বর্তমান?
মূলের কর্টেক্স অঞ্চলে প্যারেনকাইমা ধরনের কোশ বর্তমান।
বীরুৎজাতীয় উদ্ভিদকে খাড়াভাবে থাকতে সাহায্য করে উদ্ভিদের কোন্ শারীরবৃত্তীয় প্রক্রিয়া?
বীরুৎজাতীয় উদ্ভিদকে খাড়াভাবে থাকতে সাহায্য করে উদ্ভিদের রসের উৎস্রোত শারীরবৃত্তীয় প্রক্রিয়া।
মূলজ চাপ নিয়ন্ত্রণকারী যন্ত্রটির নাম কী?
মূলজ চাপ নিয়ন্ত্রণকারী যন্ত্রটির নাম ম্যানোমিটার।
ফ্লোয়েমের কোন্ উপাদান খাদ্যরস পরিবহণে মুখ্য ভূমিকা পালন করে?
ফ্লোয়েমের সীভনল উপাদান খাদ্যরস পরিবহণে মুখ্য ভূমিকা পালন করে।
কৈশিক জল (Capillary water) কী?
যে জল একটি পাতলা স্তররূপে মাটির প্রতিটি কণার চারধারে সংলগ্ন অবস্থায় থাকে, তাকে কৈশিক জল বা ক্যাপিলারি ওয়াটার বলে।
কোন্ অবস্থায় ব্যাপন প্রক্রিয়া বন্ধ হয়?
যখন ব্যাপনে লিপ্ত দুটি ভিন্ন ঘনত্বের/গাঢ়ত্বের পদার্থ সম ঘনত্বে বা সম গাঢ়ত্বে পরিণত হয়, তখন ব্যাপন ক্রিয়া বন্ধ হয়।
জীবদেহের নিষ্ক্রিয় পরিবহণের দুটি উদাহরণ দাও?
জীবদেহের দুটি নিষ্ক্রিয় পরিবহণ হল ব্যাপন, অভিস্রবণ।
সমশক্তি টান (Cohesive Force) কী?
সমধর্মী দুটি অণুর পারস্পরিক টানকে সমশক্তি টান বলে।
আসঞ্জন টান (Adhesive Force) কী?
ভিন্নধর্মী দুটি অণুর পারস্পরিক টানকে আসঞ্জন টান বলে।
উদ্ভিদে রসের উৎস্রোত নিয়ন্ত্রণকারী বলগুলি কী কী?
উদ্ভিদের রসের উৎস্রোত নিয়ন্ত্রণকারী বলগুলি হল-জাইলেমের ক্যাপিলারি বল, মূলজ চাপ, বাষ্পমোচন টান, সমসংযোগ বল, অসমসংযোগ বল।
মূলরোম দ্বারা শোষিত জল কোন্ কোন্ পথে জাইলেম বাহিকায় পৌঁছায়?
মূলরোম দ্বারা শোষিত জল মূলের কর্টেক্স অংশ থেকে তিনটি উপায়ে জাইলেম বাহিকায় পৌঁছায় – অ্যাপোপ্লাস্ট পথ, সিমপ্লাস্ট পথ, ভ্যাকুওলার পথ।
উদ্ভিদের ঊর্ধ্বমুখী সংবহনে কোন্ বিজ্ঞানীদের মতবাদকে মেনে নেওয়া হয়েছে?
উদ্ভিদের ঊর্ধ্বমুখী সংবহনের ক্ষেত্রে বিজ্ঞানী ডিক্সন ও জলির মতবাদ সর্বজন গ্রাহ্য হয়েছে।
কোন্ বিজ্ঞানী রসের উৎস্রোত ব্যাখ্যায় ‘সমসংযোগ-অসমসংযোগ বল – বাষ্পমোচন টান মতবাদ’ উপস্থাপন করেন?
বিজ্ঞানী ডিক্সন ও জলি (1894) এই মতবাদ উপস্থাপন করেন।
কোন্ বিজ্ঞানী খাদ্যরস পরিবহণ ব্যাখ্যায় ‘সামগ্রিক প্রবাহ তত্ত্ব’ উপস্থাপন করেন?
বিজ্ঞানী মুনচ্ (1930) এই তত্ত্বের প্রবক্তা।
সীভনলের মধ্যে দিয়ে কোন্ শর্করা পরিবাহিত হয়?
সীভনলের মধ্যে দিয়ে সুক্রোজ, গ্লুকোনিক অ্যাসিড প্রভৃতি পরিবাহিত হয়।
সক্রিয় পরিবহণ কত প্রকার?
পরিবহণের ধর্ম অনুযায়ী সক্রিয় পরিবহণ দু-প্রকার। যথা – একক পরিবহণ এবং সহ পরিবহণ।
একক পরিবহণ বা ইউনিপোর্ট কাকে বলে?
একক পরিবহণ (Uniport) – যে সক্রিয় প্রক্রিয়ায় সজীব কোশপর্দার বাহক প্রোটিনের সাহায্যে দ্রাবের একই ধরনের অণু কোশপর্দার মধ্যে দিয়ে কেবলমাত্র একটি অভিমুখে পরিবাহিত হয়, তাকে একক পরিবহণ বা ইউনিপোর্ট বলে।
সহপরিবহণ বা কো-ট্রান্সপোর্ট কাকে বলে?
সহপরিবহণ (Co-transport) – যে সক্রিয় পরিবহণ পদ্ধতিতে সজীব কোশপর্দায় উপস্থিত বাহক প্রোটিনের সাহায্যে দুটি ভিন্ন প্রকৃতির অণু বা আয়ন কোশপর্দার মধ্যে দিয়ে একসঙ্গে পরিবাহিত হয়, তাকে সহ-পরিবহণ বা কো-ট্রান্সপোর্ট বলে।
সিমপ্লাস্ট কাকে বলে?
অনেকগুলি উদ্ভিদ কোশের পাশাপাশি অবস্থানের ফলে কোশগুলির প্লাজমোডেসমাটার মধ্যে দিয়ে যে সাইটোপ্লাজমীয় পথে মূলরোম দ্বারা শোষিত জল ও খনিজ লবণ পরিবাহিত হয়, তাকে সিমপ্লাস্ট বলে।
অ্যাপোপ্লাস্ট কী?

উদ্ভিদ কোশগুলির মৃত কোশ প্রাচীরগুলির মধ্যে যে সূক্ষ্ম, ভেদ্য ও অবিচ্ছিন্ন পথের মাধ্যমে মূলরোম দ্বারা শোষিত জল ও খনিজ লবণ পরিবাহিত হয়, তাকে অ্যাপোপ্লাস্ট বলে।
সংবহনকলাবিহীন উদ্ভিদের নাম লেখো।
মসজাতীয় উদ্ভিদ (যেমন – রিকসিয়া, ফিউনারিয়া প্রভৃতি)।
ফার্ন (যেমন – মারসিলিয়া, ড্রায়োপটেরিস প্রভৃতি)।
সংবহনকলাবিহীন উদ্ভিদে কীভাবে জল ও খাদ্যের পরিবহণ ঘটে?
কোশপ্রাচীরের প্লাজমোডেসমাটার মাধ্যমে।
মূলরোম মাটি থেকে খনিজ লবণ কীরূপে শোষণ করে এবং কেন?
মাটিতে জলের মধ্যে খনিজ লবণ বিশ্লিষ্ট হয় বা ভেঙে যায় এবং ক্যাটায়ন (K+) ও অ্যানায়ন (A-) গঠন করে। তাই মূলরোম, এই সমস্ত খনিজ লবণকে আয়নরূপে শোষণ করে।
কোন্ বিজ্ঞানী প্রথম ব্যাপন পর্যবেক্ষণ করেন?
বিজ্ঞানী রবার্ট ব্রাউন প্রথম ব্যাপন পর্যবেক্ষণ করেন।
সহায়ক ব্যাপন (Facilitated Diffusion) কাকে বলে?
যে নিষ্ক্রিয় পরিবহণ পদ্ধতিতে কোশপর্দার প্রোটিন বাহকের সাহায্যে পদার্থের অণু বা আয়নের স্বতঃস্ফূর্তভাবে বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে সঞ্চারণ ঘটে, তাকে সহায়ক ব্যাপন বা ফ্যাসিলিটেটেড ডিফিউশন বলে।
ঘনত্ব নতিমাত্রা (Concentration Gradient) কী?
কোশপর্দার দুপাশের দু-প্রকার পদার্থ বা দ্রবণের ঘনত্ব পার্থক্যকে ঘনত্ব নতিমাত্রা বা কনসেনট্রেশন গ্রেডিয়েন্ট বলে।
বামদিকের সঙ্গে ডানদিক মিল করো
| বামদিক | ডানদিক | উত্তর |
| 1. জলের অণুগুলির মধ্যে আকর্ষণ বল | i. বাষ্পমোচন টান | 1 → (iv) |
| 2. পাতায় জলীয়বাষ্প নির্গমনের জন্য সৃষ্ট টান | ii. অর্ধভেদ্য পর্দা | 2 → (i) |
| 3. ATP ও বাহক নির্ভর পরিবহণ | iii. অ্যাপোপ্লাস্ট | 3 → (ii) |
| 4. জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ | iv. সমসংযোগ বল | 4 → (v) |
| 5. কাবর্ন ডাইঅক্সাইড ও জল | v. সক্রিয় পরিবহণ | 5 → (vi) |
| 6. মৃত কোশপ্রাচীরের মধ্যে দিয়ে জলের পরিবহণ পথ | vi. রস বা স্যাপ | 6 → (iii) |
| vii. সিমপ্লাস্ট |
বেমানান শব্দটি খুঁজে বার করো –
| প্রশ্ন | উত্তর | কারণ |
| মেসোফিল কলা, মাইটোকনড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গ্রাণা | মাইটোকনড্রিয়া | বাকীগুলি সালোকসংশ্লেষের সংঘটন স্থল। |
| গ্লুকোজ, NADP, CO2, ATP | CO2 | বাকীগুলি সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন হয়। |
| নাইট্রোজেন, ফসফরাস, ক্যালশিয়াম, বোরন | বোরন | এগুলির মধ্যে বোরন হল স্বল্পমাত্রিক মৌলিক উপাদান। |
| জলরন্ধ্র, পত্ররন্ধ্র, লেন্টিসেল, কিউটিকল | জলরন্ধ্র | বাকীগুলি দিয়ে জল বাষ্পাকারে নির্গত হয়। |
| ট্র্যাকিয়া, অসমসংযোগ বল, মূলজ চাপ, সীভনল | সীভনল | বাকীগুলি রসের উৎস্রোতের সঙ্গে সম্পর্কিত। |
এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর উপবিভাগ ‘উদ্ভিদ শারীরবিদ্যা’ -এর অন্তর্গত ‘জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহণ’ অংশের অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।





মন্তব্য করুন