নবম শ্রেণী গণিত – উৎপাদকে বিশ্লেষণ – কষে দেখি 8.3

Rahul

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) নবম শ্রেণির গণিত পাঠ্যবইয়ের অষ্টম অধ্যায় হলো ‘উৎপাদকে বিশ্লেষণ’। এই পোস্টে ‘কষে দেখি – 8.3‘-এর সমস্ত প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে। আশাকরি, এই নোটসগুলো তোমাদের গণিত পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে।

নবম শ্রেণী – গণিত – উৎপাদকে বিশ্লেষণ – কষে দেখি 8.3

নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি।

1. \(t^9 – 512\)

সমাধান –

\(t^9 – 512\)

= \( (t^3)^3 – (8)^3\)

= \( (t^3 – 8)\{(t^3)^2 + 8t^3 +(8)^2\}\) [যেহেতু, \((a^3-b^3) =(a-b)(a^2+ab+b^2)\)]

= \( \{t^3 -(2)^3\}(t^6 +8t^3+64)\)

= \( (t-2)\{t^2 +2t +(2)^2 \}(t^6 +8t^3+64)\)

= \( (t-2)(t^2 +2t +4) (t^6+8t^3+64)\)

2. \(729p^6-q^6\)

সমাধান –

\(729p^6-q^6\)

= \( (9p^2)^3 -(q^2)^3\)

= \( (9p^2-q^2) \{(9p^2)^2 +9p^2 .q^2 +(q^2)^2\}\)

= \( \{(3p)^2 -(q)^2\}\{(9p^2)^2 +18p^2 .q^2 +(q^2)^2 -9p^2q^2\}\) [যেহেতু, \((a^3-b^3) =(a-b)(a^2+ab+b^2)\)]

= \( (3p+q)(3p-q) \{(9p^2+q^2)^2 -(3pq)^2\}\) [যেহেতু, \((a^2-b^2) =(a+b)(a-b)\)]

= \( (3p+q) (3p-q) (9p^2+q^2 +3pq)(9p^2+q^2 -3pq)\)

= \( (3p+q) (3p-q) (9p^2+3pq+q^2)(9p^2-3pq+q^2)\)

3. \(8(p-3)^3+343\)

সমাধান –

\(8(p-3)^3+343\)

= \( \{2(p-3)\}^3 +(7)^3\)

= \( \{2(p-3)+7\}\{[2(p-3)]^2 – 2(p-3).7 +(7)^2 \}\) [যেহেতু, \((a^3+b^3) =(a+b)(a^2-ab+b^2)\)]

= \( (2p-6+7)\{4(p-3)^2 -14(p-3) +49\}\)

= \( (2p+1)\{4(p^2-6p+ 9) -14p +42 +49 \}\)

= \( (2p+1)(4p^2 -24p+36 -14p +42 +49)\)

= \( (2p+1)(4p^2 -38p +127)\)

4. \(\frac{1}{8a^3} + \frac{8}{b^3}\)

সমাধান –

\(\frac{1}{8a^3} + \frac{8}{b^3}\)

= \( \left(\frac{1}{2a}\right)^3 + \left(\frac{2}{b}\right)^3\)

= \( \left(\frac{1}{2a} + \frac{2}{b}\right) \left\{\left(\frac{1}{2a}\right)^2 – \frac{1}{2a} \times \frac{2}{b} + \left(\frac{2}{b}\right)^2\right\}\) [যেহেতু, \((a^3+b^3) =(a+b)(a^2-ab+b^2)\)]

= \( \left(\frac{1}{2a} + \frac{2}{b}\right) \left(\frac{1}{4a^2} – \frac{1}{ab} + \frac{4}{b^2}\right)\)

5. \((2a^3-b^3)^3-b^9\)

সমাধান –

\((2a^3-b^3)^3-b^9\)

= \( (2a^3-b^3)^3 – (b^3)^3\)

= \( (2a^3-b^3 -b^3) \{(2a^3-b^3)^2 +(2a^3-b^3)b^3 +(b^3)^2\}\) [যেহেতু, \((a^3-b^3) =(a-b)(a^2+ab+b^2)\)]

= \( (2a^3-2b^3) \{(2a^3)^2 – 2(2a^3)(b^3)+(b^3)^2 +2a^3b^3 -b^6 +b^6\}\)

= \( (2a^3-2b^3)(4a^6-2a^3b^3 +b^6)\)

= \( 2(a^3-b^3) (4a^6-2a^3b^3+b^6)\)

= \( 2(a-b)(a^2+ab+b^2) (4a^6 -2a^3b^3+b^6)\) [যেহেতু, \((a^3-b^3) =(a-b)(a^2+ab+b^2)\)]

6. \(AR^3-Ar^3+AR^2h -Ar^2h\)

সমাধান –

\(AR^3-Ar^3+AR^2h -Ar^2h\)

= \( A(R^3-r^3)+Ah(R^2-r^2)\)

= \( A(R-r)(R^2+Rr +r^2) +Ah(R+r)(R-r)\) [যেহেতু, \((a^3-b^3) =(a-b)(a^2+ab+b^2)\) এবং \((a^2-b^2) =(a+b)(a-b)\)]

= \( A(R-r) (R^2+Rr+r^2+Rh+rh)\)

7. \(a^3+3a^2b+3ab^2+b^3 -8\)

সমাধান –

\(a^3+3a^2b+3ab^2+b^3 -8\)

= \( (a+b)^3 -(2)^3\)

= \( (a+b-2)\{(a+b)^2 +(a+b)2 +(2)^2\}\) [যেহেতু, \((a^3-b^3) =(a-b)(a^2+ab+b^2)\)]

= \( (a+b-2)(a^2+2ab+b^2+2a+2b+4)\)

8. \(32x^4-500x\)

সমাধান –

\(32x^4-500x\)

= \( 4x(8x^3-125)\)

= \( 4x \{(2x)^3 -(5)^3\}\)

= \( 4x (2x-5)\{(2x)^2 +(2x)5 +(5)^2\}\) [যেহেতু, \((a^3-b^3) =(a-b)(a^2+ab+b^2)\)]

= \( 4x(2x-5) (4x^2+10x +25)\)

9. \(8a^3 -b^3-4ax+2bx\)

সমাধান –

\(8a^3 -b^3-4ax+2bx\)

= \( (2a)^3 -(b)^3 -2x(2a-b)\)

= \( (2a-b) \{(2a)^2 +(2a)(b) +(b)^2\} -2x(2a-b)\) [যেহেতু, \((a^3-b^3) =(a-b)(a^2+ab+b^2)\)]

= \( (2a-b) (4a^2+2ab+b^2) -2x(2a-b)\)

= \( (2a-b) (4a^2 +2ab+b^2-2x)\)

10. \(x^3-6x^2+12x-35\)

সমাধান –

\(x^3-6x^2+12x-35\)

= \( x^3-6x^2+12x- 8 -27\)

= \( x^3 -3.x^2.2+3.x.(2)^2- (2)^3 -(3)^3\)

= \( (x-2)^3 -(3)^3\)

= \( (x-2-3)\{(x-2)^2 +3(x-2) +(3)^2\}\) [যেহেতু, \((a^3-b^3) =(a-b)(a^2+ab+b^2)\)]

= \( (x-5)(x^2-4x+4+3x-6 +9)\)

= \( (x-5)(x^2 -x +7)\)


এই আর্টিকেলে নবম শ্রেণির গণিতের ‘উৎপাদকে বিশ্লেষণ’ অধ্যায়ের ‘কষে দেখি – 8.3’-এর সমস্ত গাণিতিক সমস্যার সমাধান তুলে ধরা হয়েছে। আশা করি, এই পোস্টটি আপনাদের বা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।

কোনো প্রশ্ন, মতামত বা সাহায্যের প্রয়োজন হলে নিচে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত – কষে দেখি 19

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত – কষে দেখি 19

নবম শ্রেণী গণিত - বৃত্তের ক্ষেত্রফল - কষে দেখি 18

নবম শ্রেণী গণিত – বৃত্তের ক্ষেত্রফল – কষে দেখি 18

নবম শ্রেণী গণিত - সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য - কষে দেখি 17

নবম শ্রেণী গণিত – সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য – কষে দেখি 17

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত – কষে দেখি 19

নবম শ্রেণী গণিত – বৃত্তের ক্ষেত্রফল – কষে দেখি 18

নবম শ্রেণী গণিত – সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য – কষে দেখি 17

নবম শ্রেণী গণিত – বৃত্তের পরিধি – কষে দেখি 16

নবম শ্রেণী – গণিত – ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল – কষে দেখি 15.3