আজকের আর্টিকেলে আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের ষষ্ট অধ্যায় “তাপ” এর “জলের ব্যতিক্রান্ত প্রসারণ” থেকে সহজ ও সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর শেয়ার করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণির ইউনিট টেস্ট থেকে বার্ষিক পরীক্ষা এর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি চাকরি বা বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষাতেও কাজে লাগবে। এই অধ্যায় থেকে স্কুল পরীক্ষা থেকে শুরু করে চাকরির পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে, তাই এই প্রশ্নোত্তরগুলো সবাইকে সাহায্য করবে। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ভাষায় লেখা হয়েছে, যাতে সবাই বুঝতে পারেন। পড়ার শেষে এই অধ্যায়ের মুখ্য বিষয়গুলো আপনার আয়ত্তে চলে আসবে এবং যেকোনো পরীক্ষায় আত্মবিশ্বাসের সঙ্গে লিখতে পারবেন।

জ্ঞানমূলক প্রশ্নোত্তর
জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কী বোঝায়?
জলের ব্যতিক্রান্ত প্রসারণ (Anomalous expansion of water) –
সাধারণত কোনো তরলকে উত্তপ্ত করলে তার আয়তন বাড়ে ও ঘনত্ব কমে। কিন্তু জলের ক্ষেত্রে 0°C – 4°C উষ্ণতার পাল্লায় এই সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায়। কিছু পরিমাণ জলের উষ্ণতা 0°C থেকে বাড়ালে জলের আয়তন 4°C পর্যন্ত কমতে থাকে এবং 4°C উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন হয়। এরপর উষ্ণতা আরও বৃদ্ধি করলে অন্যান্য তরলের মতোই জলের আয়তন বাড়ে।
আবার, কিছু পরিমাণ গরম জলকে ধীরে ধীরে ঠান্ডা করলে অন্যান্য তরলের মতো জলের আয়তন কমতে থাকে যতক্ষণ পর্যন্ত না উষ্ণতা 4°C -এ পৌঁছোয়। কিন্তু 4°C থেকে 0°C পর্যন্ত ঠান্ডা করলে জলের আয়তন না কমে বৃদ্ধি পায়।
সুতরাং, 0°C থেকে 4°C পর্যন্ত উষ্ণতার ব্যবধানে জলের আয়তন প্রসারণ অন্যান্য তরলের থেকে ভিন্ন। একে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে।
আয়তন-উষ্ণতা লেখচিত্রের উল্লেখ করে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বর্ণনা করো।
জলের ব্যতিক্রান্ত প্রসারণের আয়তন-উষ্ণতা লেখটি নিম্নরূপ –

লেখচিত্র থেকে বোঝা যায়, 0°C থেকে 4°C পর্যন্ত উষ্ণতা বাড়ালে জলের আয়তন কমে এবং 4°C উষ্ণতার পরে উষ্ণতা বাড়ালে জলের আয়তন অন্যান্য তরলের মতোই বাড়ে। তাই বলা যায়, 4°C উষ্ণতায় জলের আয়তন সবচেয়ে কম এবং ঘনত্ব সবচেয়ে বেশি।
লেখচিত্র দ্বারা দেখাও, জলের উষ্ণতা পরিবর্তনের সঙ্গে ঘনত্ব কীভাবে পরিবর্তিত হয়?
জলের উষ্ণতা পরিবর্তনের সঙ্গে ঘনত্বের পরিবর্তন নীচের লেখচিত্রে দেখানো হল –

লেখচিত্র থেকে বোঝা যায় 0°C থেকে 4°C পর্যন্ত উষ্ণতা বাড়ালে জলের ঘনত্ব ক্রমশ বাড়ে এবং 4°C -এর পর উষ্ণতা বাড়ালে জলের ঘনত্ব কমে। অর্থাৎ, ব্যতিক্রান্ত প্রসারণের জন্য 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়।
জলজ জীবের বা সামুদ্রিক জীবের ওপর জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব আলোচনা করো।
অথবা, শীতপ্রধান দেশে পরিবেশের উষ্ণতা 0°C -এর নীচে নেমে গেলেও পুকুরের জীবেরা কীভাবে বেঁচে থাকে?
জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্যই শীতপ্রধান দেশে খুব ঠান্ডার দিনেও জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে। শীতপ্রধান দেশে যখন বায়ুর উষ্ণতা 0°C -এর নীচে নেমে যায়, তখন জলাশয়ের উপরিতলের জল ঠান্ডা ও ভারী হয়ে নীচে নেমে যায় এবং তলদেশের অপেক্ষাকৃত গরম ও হালকা জল ওপরে উঠে আসে। এই পরিচলনের জন্য জলাশয়ের নীচের দিকের জলের উষ্ণতা ক্রমশ কমতে কমতে 4°C হয়। যেহেতু 4°C -এ জলের ঘনত্ব সবচেয়ে বেশি, তাই নীচের জল 4°C উষ্ণতায় পৌঁছোলে তা আর ওপরে ওঠে না। আবার ওপরের জলের উষ্ণতা 4°C -এর কম হলেই জল হালকা হয়ে যায়। তাই, এই জল আর নীচে নামে না এবং জলের উপরিস্তরের উষ্ণতা ক্রমশ কমে একসময় জমে বরফ হয়ে যায়। বরফস্তরের ঠিক নীচের জলের উষ্ণতা 0°C হয় এবং আরও নীচে নামলে উষ্ণতা বেড়ে 4°C হয়। বরফ তাপের কুপরিবাহী বলে বরফস্তরের নীচের অংশের জলের সঙ্গে বাইরের ঠান্ডা বায়ুর তাপের আদানপ্রদান খুব কম হয়। তাই ওপরের ভাসমান বরফের স্তর খুব ধীরে ধীরে পুরু হলেও জলাশয়ের সমস্ত জল কখনোই বরফ হয় না। এই কারণে, মাছ এবং অন্যান্য জলচর প্রাণীরা শীতপ্রধান দেশে প্রচণ্ড শীতের দিনেও বেঁচে থাকতে পারে।

জলের ব্যতিক্রান্ত প্রসারণ সংক্রান্ত হোপের পরীক্ষা ব্যাখ্যা করো।
জলের ব্যতিক্রান্ত প্রসারণ সংক্রান্ত হোপের পরীক্ষা
1805 সালে বিজ্ঞানী থমাস চার্লস হোপ প্রথম জলের ব্যতিক্রান্ত প্রসারণ একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন।

পরীক্ষা –
AB একটি লম্বা ধাতব চোঙ নেওয়া হয় যার উপরে এবং নীচে দুটি ছিদ্রের মধ্যে দিয়ে দুটি থার্মোমিটার ঢোকানো আছে। চোঙের মাঝামাঝি অংশ ঘিরে একটি পাত্র J -এর মধ্যে বরফ ও লবণের একটি হিমমিশ্রণ রাখা আছে। হিমমিশ্রণের উষ্ণতা -15°C থেকে -20°C -এর মধ্যে থাকে। এবার AB চোঙের মধ্যে বিশুদ্ধ জল (10°C) দিয়ে ভরতি করা হয়।
পর্যবেক্ষণ –
প্রথমে T1 ও T2 থার্মোমিটার উভয়েই একই উষ্ণতা নির্দেশ করে। কিছুক্ষণের মধ্যেই T1 থার্মোমিটারের পাঠ কমে 0°C হয়, কিন্তু T2 থার্মোমিটারের পাঠ কমে 4°C হয়। আরো কিছু পরে জলের ওপর ছোটো ছোটো বরফের টুকরো ভাসতে দেখা যায়। কিন্তু T1 ও T2 থার্মোমিটার যথাক্রমে 0°C এবং 4°C উষ্ণতাই নির্দেশ করে।
ব্যাখ্যা –

হিমমিশ্রের সংস্পর্শে এসে AB চোঙের মধ্যভাগে জল ক্রমশ ঠান্ডা ও ভারী হয়ে নীচে নামে। ফলে নীচের জলের উষ্ণতা ক্রমশ কমতে থাকে। এভাবে কমতে কমতে নীচের জলের উষ্ণতা 4°C হলেই তা সবচেয়ে ভারী হয় ও চোঙের নীচের অংশেই থেকে যায়। তাই T2 থার্মোমিটার 4°C উষ্ণতা দেখায়। উষ্ণতা 4°C অপেক্ষা কমলে জল ক্রমশ হালকা হয়। ফলে নীচের দিকে নামে না। আবার ওপরেও উঠে না। কারণ ওপরের অংশের জল উষ্ণ ও লঘুতর। তাই এই জল হিমমিশ্রের সংস্পর্শে ক্রমশ ঠান্ডা হয়ে বরফ হয় ও ওপরে ওঠে। এতে চোঙের উপরের অংশের জল দ্রুত 0°C -এ পৌঁছোয়। তাই T1 থার্মোমিটার 0°C উষ্ণতা দেখায়। এই পরীক্ষায় জলের ব্যতিক্রান্ত প্রসারণ প্রমাণিত হয়।
বোধমূলক প্রশ্নোত্তর
একটি বিকার 4°C উষ্ণতার জল দ্বারা কানায় কানায় পূর্ণ আছে। উষ্ণতা কমালে বা বাড়ালে কী হবে? যুক্তিসহ উত্তর দাও।
যেহেতু বিকারটি 4°C উষ্ণতার জল দ্বারা কানায় কানায় পূর্ণ, অতএব উষ্ণতা বাড়ালে বা কমালে জলের আয়তন বাড়বে। কারণ, 4°C উষ্ণতায় জলের আয়তন সবচেয়ে কম। ফলে বিকার থেকে জল উপচে পড়বে।
পারদ ও জল উভয়কে 0°C থেকে গরম করতে থাকলে এদের কী পার্থক্য দেখা যাবে?
0°C থেকে তাপমাত্রা ক্রমশ বাড়াতে থাকায় পারদের আয়তন ক্রমশ বাড়তে থাকে। কিন্তু জলকে 0°C থেকে উত্তপ্ত করতে থাকলে জলের আয়তন ক্রমশ কমে এবং 4°C -এ জলের আয়তন সবচেয়ে কম হয়। 4°C -এর পর উষ্ণতা বাড়ালে জলের আয়তন পারদের মতো ক্রমশ বাড়তে থাকে।
একটি হ্রদের ওপর বরফ জমে আছে। ওপরের বায়ুর উষ্ণতা -6°C। বরফের ঠিক নীচে জলের উষ্ণতা এবং হ্রদের তলদেশে সর্বোচ্চ উষ্ণতা কত হতে পারে?
বরফের ঠিক নীচে জলের উষ্ণতা 0°C। কারণ – এই জল বরফের সংস্পর্শে আছে। হ্রদের তলদেশে সর্বোচ্চ উষ্ণতা 4°C হতে পারে। কারণ – 4°C -এ জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় বলে জল সবচেয়ে ভারী হয় ও হ্রদের একদম তলদেশ দখল করে থাকে।

ডিপ ফ্রিজে শাকসবজি রাখলে তা নষ্ট হয়ে যায় কেন?
ডিপ ফ্রিজের উষ্ণতা 0°C হয়। কারণ – এই স্থানেই জল বরফে পরিণত হয়। ওখানে শাকসবজি রাখলে শাকসবজির কোশমধ্যস্থ জলের উষ্ণতা 4°C -এর নীচে নামলে কোশের জলের আয়তন বাড়তে থাকে। ফলে, তা কোশের দেয়ালে প্রচণ্ড বল প্রয়োগ করে কোশকে ফাটিয়ে দেয়।
শীতপ্রধান দেশে জলের পাইপ প্রায়ই ফেটে যায় কেন?
শীতপ্রধান দেশে জল সরবরাহের পাইপে আবদ্ধ জলের মধ্যে কিছু পরিমাণ দ্রবীভূত বাতাসও থাকে। পাইপ মধ্যস্থ জলের উষ্ণতা হ্রাস পেয়ে 4°C -এর নীচে নামলে জলের আয়তন (ব্যতিক্রান্ত প্রসারণের জন্য) বাড়ে। ফলে পাইপের উপর চাপ বেড়ে যায় যা সহ্য করতে ব্যর্থ হলে পাইপ ফেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। জল জমে বরফ হলে দ্রবীভূত বাতাস অপসারিত হলেও জল জমে সৃষ্ট বরফের বর্ধিত আয়তন কমানো সম্ভব হয় না। তাই আয়তনে প্রসারিত হতে চেয়ে বরফ পাইপের দেয়ালে প্রচণ্ড চাপ দিয়ে তা ফাটিয়ে দেয়।
গরম জল সরবরাহের পাইপ ঠান্ডা জল সরবরাহকারী পাইপের তুলনায় বেশি ফেটে যায় কেন?
গরম জল সরবরাহের পাইপের জলে দ্রবীভূত বাতাসের পরিমাণ ঠান্ডা জল সরবরাহকারী পাইপ অপেক্ষা কম হয়। তাই প্রথমটিই বেশি ফাটতে দেখা যায়।
জলের ব্যতিক্রান্ত প্রসারণের কারণ কী?
আমরা জানি, জল জমে বরফে পরিণত হলে তার আয়তন বাড়ে। 0°C উষ্ণতার বরফে তাপ প্রয়োগ করা হলে তা জলে পরিণত হয় এবং তার আয়তন কমতে থাকে। কারণ – বরফের মধ্যে উপস্থিত জল অণুগুলির মধ্যে যে H-বন্ধন থাকে সেগুলি তাপ প্রয়োগের ফলে ভেঙে যাওয়ায় জলের অণুগুলি কাছাকাছি চলে আসে এবং অনুগুচ্ছ তৈরি করে। ফলে, আয়তন কমার সঙ্গে সঙ্গে ঘনত্বও বাড়তে থাকে। যখন উষ্ণতা 4°C হয় তখন বরফ মধ্যস্থ সমস্ত H-বন্ধন ভেঙে যায়, আয়তন সর্বনিম্ন ও ঘনত্ব সর্বোচ্চ হয়। এরপর যখন উষ্ণতা আরো বাড়ানো হয় অর্থাৎ, উষ্ণতা 4°C -এর থেকে বৃদ্ধি পায় তখন জলের অণুগুলির গতিশক্তি বাড়তে থাকে এবং আয়তনও ধীরে ধীরে বাড়তে থাকে ও ঘনত্ব কমে। তাপ প্রয়োগে 0°C থেকে 4°C উষ্ণতা পর্যন্ত জলের আয়তন হ্রাস পাওয়ার ঘটনাই হল জলের ব্যতিক্রান্ত প্রসারণ।

0°C থেকে 10°C পর্যন্ত উষ্ণতা মাপার জন্য থার্মোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করা যায় না কেন?
উষ্ণতার পরিবর্তনের সঙ্গে পারদের আয়তন পরিবর্তন নিয়মানুগ ও একমুখী হওয়ায় উষ্ণতামাপক পদার্থ হিসেবে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়।
কিন্তু উষ্ণতা পরিবর্তন সাপেক্ষে জলের আয়তন পরিবর্তন নিয়মানুগ হলেও একমুখী নয়। ব্যতিক্রান্ত প্রসারণের জন্য জলের ক্ষেত্রে 0°C – 4°C পাল্লায় উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি না পেয়ে হ্রাস পায় এবং 4°C -এ তা সর্বনিম্ন হয়। 4°C -এর উপরে অন্যান্য তরলের মতো উষ্ণতা বাড়লে জলেরও আয়তন বাড়ে।
এ ছাড়াও দেখা যায় যে, 0°C ও 10°C উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ জলের আয়তন প্রায় সমান। সুতরাং জল থার্মোমিটার 0°C উষ্ণতায় যে পাঠ দেয় তা 10°C উষ্ণতায় প্রদর্শিত পাঠের সমান হবে। বলা বাহুল্য যে, এর ফলে প্রাপ্ত পাঠ নির্ভুল হবে না। তাই, এক্ষেত্রে পারদের পরিবর্তে জল ব্যবহার করা যায় না।
নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো
SI -তে তাপমাত্রার একক হল –
- °C
- cd
- K
- mol
উত্তর – 3. K
1 জুল = কত ক্যালোরি? –
- 4.2
- 2.4
- 0.42
- 0.24
উত্তর – 4. 0.24
1 BTU = কত ক্যালোরি? –
- 4.2 ক্যালোরি
- 1.8 ক্যালোরি
- 453.6 ক্যালোরি
- 252 ক্যালোরি
উত্তর – 4. 252 ক্যালোরি
দুটি বস্তু তাপীয় সাম্যে থাকবে যদি তাদের –
- তাপ
- উষ্ণতা
- তাপগ্রাহিতা
- আপেক্ষিক তাপ সমান হয়
উত্তর – 2. উষ্ণতা
আপেক্ষিক তাপের SI এককটি হল –
- J⋅kg-1⋅K-1
- J-1⋅kg⋅K-1
- J⋅g-1⋅K-1
- J⋅kg⋅K-1
উত্তর – 1. J⋅kg-1⋅K-1
SI -তে জলের আপেক্ষিক তাপের মান –
- 4200 J⋅kg-1⋅K-1
- 2100 J⋅kg-1⋅K-1
- 6300 J⋅kg-1⋅K-1
- 4500 J⋅kg-1⋅K-1
উত্তর – 1. 4200 J⋅kg-1⋅K-1
CGS পদ্ধতিতে সিসার আপেক্ষিক তাপ 0.03 cal⋅g-1⋅°C-1 হলে SI -তে সিসার আপেক্ষিক তাপ হবে –
- 1260 J⋅kg-1⋅K-1
- 252 J⋅kg-1⋅K-1
- 126 J⋅kg-1⋅K-1
- 12.6 J⋅kg-1⋅K-1
উত্তর – 3. 126 J⋅kg-1⋅K-1
সেঁক দেওয়ার বোতলে জল ব্যবহারের কারণ –
- জলের স্ফুটনাঙ্ক কম
- জল সহজপ্রাপ্য
- জলের আপেক্ষিক তাপ সর্বোচ্চ
- জলের ব্যতিক্রান্ত প্রসারণ ধর্ম বর্তমান
উত্তর – 3. জলের আপেক্ষিক তাপ সর্বোচ্চ
1 g বস্তুর উষ্ণতা 1°C বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে বলা হয় উপাদানের –
- আপেক্ষিক তাপ
- ঘনত্ব
- আপেক্ষিক আর্দ্রতা
- লীনতাপ
উত্তর – 3. আপেক্ষিক তাপ
যে যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয়, তার নাম –
- ক্যালোরিমিটার
- থার্মোমিটার
- ব্যারোমিটার
- গ্যালভানোমিটার
উত্তর – 1. ক্যালোরিমিটার
তামার আপেক্ষিক তাপ 0.1 cal⋅g-1⋅°C-1 হলে, 0.4 kg ভরের তামার ক্যালোরিমিটারের জলসম হবে –
- 40 গ্রাম
- 4000 গ্রাম
- 200 গ্রাম
- 4 গ্রাম
উত্তর – 1. 40 গ্রাম
গৃহীত বা বর্জিত তাপের গণনায় অপ্রয়োজনীয় রাশিটি হল –
- ভর
- ঘনত্ব
- আপেক্ষিক তাপ
- তাপমাত্রা পরিবর্তন
উত্তর – 2. ঘনত্ব
সমান ভরের দুটি তরল A ও B -তে সমান তাপ দেওয়া হল। B -এর আপেক্ষিক তাপ A -এর দ্বিগুণ। A ও B -এর তাপমাত্রা বৃদ্ধির অনুপাত হল –
- 1 : 1
- 1 : 2
- 2 : 1
- 4 : 1
উত্তর – 3. 2 : 1
ক্যালোরিমিতিক তরলের প্রয়োজনীয় গুণ –
- উচ্চ স্ফুটনাঙ্ক
- রাসায়নিকভাবে সক্রিয়
- উচ্চ আপেক্ষিক তাপ
- নিম্ন আপেক্ষিক তাপ
উত্তর – 4. নিম্ন আপেক্ষিক তাপ
ক্যালোরিমিতির মূলনীতি প্রযোজ্য হবে না যদি –
- বস্তু দুটি ভালোভাবে না মেশে
- কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয়
- যদি উপাদান দুটির আপেক্ষিক তাপের তারতম্য খুব বেশি হয়
- যদি উপাদান দুটির মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে
উত্তর – 4. যদি উপাদান দুটির মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে
কার্য ও তাপের সম্পর্কটি হল –
- W = H
- W ∞ H2
- W = JH
- H = JW
উত্তর – 3. W = JH
1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে –
- 4.2 × 107 জুল কার্য করতে হয়
- 4.2 আর্গ কার্য করতে হয়
- 4.2 জুল কার্য করতে হয়
- 4.2 × 105 আর্গ কার্য করতে হয়
উত্তর – 3. 4.2 জুল কার্য করতে হয়
420 জুল কার্য তাপে রূপান্তরিত হলে উৎপন্ন তাপের পরিমাণ হবে –
- 420 ক্যালোরি
- 42 ক্যালোরি
- 100 ক্যালোরি
- 10 ক্যালোরি
উত্তর – 3. 100 ক্যালোরি
CGS পদ্ধতিতে J -এর মান –
- 1
- 4.2 জুল/ক্যালোরি
- 4.2 × 107 আর্গ/ক্যালোরি
- 0
উত্তর – 3. 4.2 × 107 আর্গ/ক্যালোরি
পদার্থের অবস্থান্তরের সময় তাপমাত্রা –
- বাড়ে
- কমে
- বাড়ে বা কমে
- অপরিবর্তিত থাকে
উত্তর – 4. অপরিবর্তিত থাকে
জলের বাষ্পায়ন হয় –
- 0°C -এ
- 15°C -এ
- শুধুমাত্র 100°C -এ
- 0°C থেকে 100°C পর্যন্ত যে-কোনো উষ্ণতায়
উত্তর – 4. 0°C থেকে 100°C পর্যন্ত যে-কোনো উষ্ণতায়
বিশুদ্ধ কেলাসাকার পদার্থের ক্ষেত্রে –
- গলনাঙ্ক হিমাঙ্ক
- গলনাঙ্ক = হিমাঙ্ক
- গলনাঙ্ক > হিমাঙ্ক
- সবগুলিই হতে পারে
উত্তর – 3. গলনাঙ্ক = হিমাঙ্ক
ফুটন্ত জল স্টিমে পরিণত হচ্ছে। এই অবস্থায় জলের আপেক্ষিক তাপ –
- শূন্য
- অসীম
- এক
- এক অপেক্ষা কম
উত্তর – 2. অসীম
স্পর্শ করে বেশি ঠান্ডা মনে হবে –
- 0°C উষ্ণতার জল
- 0°C উষ্ণতার বরফ
- বরফ ও জলের মিশ্রণ
- বরফ ও নুনের মিশ্রণ
উত্তর – 4. বরফ ও নুনের মিশ্রণ
0°C উষ্ণতায় 2 গ্রাম বরফকে গলাতে যে পরিমাণ তাপ লাগে তা হল –
- 80 ক্যালোরি
- 160 ক্যালোরি
- 240 ক্যালোরি
- 320 ক্যালোরি
উত্তর – 2. 160 ক্যালোরি
0°C তাপমাত্রায় 1 গ্রাম বরফে 60 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা হবে –
- 0°C
- 0°C -এর থেকে কম
- 0°C থেকে বেশি
- আপেক্ষিক তাপ না জানলে তাপমাত্রা বলা অসম্ভব
উত্তর – 1. 0°C
পরীক্ষাগারে হিটারের সাহায্যে কিছু পরিমাণ জলকে 0°C থেকে 100°C -এ তুলতে 10 মিনিট, ওই জলকে বাষ্পীভূত করতে আরো 55 মিনিট সময় লাগে। বাষ্পীভবনের লীনতাপ হিসাব করে পাওয়া যায় –
- 520 cal/g
- 540 cal/g
- 550 cal/g
- 580 cal/g
উত্তর – 3. 550 cal/g
নীচের লেখচিত্রটি থেকে বলো, কঠিনটির গলনাঙ্ক হল –

- 20°C
- 35°C
- 50°C
- কোনোটিই নয়
উত্তর – 2. 35°C
লীনতাপ থার্মোমিটারের তাপমাত্রার পাঠ –
- কমিয়ে দেয়
- বাড়িয়ে দেয়
- একই রাখে
- কোনোটিই নয়
উত্তর – 3. একই রাখে
বাষ্পীভবনের সময় লীনতাপের কাজ হল –
- পদার্থের অণুগুলির কেলাসিত সজ্জা ভেঙে দেওয়া
- পদার্থের অণুগুলির কেলাসিত সজ্জা গঠন করা
- পদার্থের অণুগুলির দূরত্ব বৃদ্ধি করা
- পদার্থের অণুগুলির দূরত্ব হ্রাস করা
উত্তর – 3. পদার্থে অণুগুলির দূরত্ব বৃদ্ধি করা
গলনের সময় লীনতাপের কাজ হল –
- পদার্থের অণুগুলির কেলাসিত সজ্জা ভেঙে দেওয়া
- পদার্থের অণুগুলির কেলাসিত সজ্জা গঠন করা
- পদার্থের অণুগুলির দূরত্ব বৃদ্ধি করা
- পদার্থের অণুগুলির দূরত্ব হ্রাস করা
উত্তর – 1. পদার্থের অণুগুলির কেলাসিত সজ্জা ভেঙে দেওয়া
কোনো স্থানের শিশিরাঙ্কের মান 15°C। ওই স্থানের বায়ু t°C তাপমাত্রায় তার মধ্যে উপস্থিত জলীয়বাষ্পের দ্বারা সম্পৃক্ত হয়। তাহলে –
- t > 15
- t < 15
- t = 15
- এদের কোনোটিই নয়
উত্তর – 3. t = 15
নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ নির্দেশক ভৌতরাশিটি হল –
- আর্দ্রতা
- শিশিরাঙ্ক
- উষ্ণতা
- জলসম
উত্তর – 1. আর্দ্রতা
শিশির জমার পক্ষে উপযোগী নয় কোনটি? –
- স্থির বায়ু
- মেঘমুক্ত পরিষ্কার আকাশ
- বায়ুমণ্ডলের জলীয়বাষ্পের আধিক্য
- মেঘলা আকাশ
উত্তর – 4. মেঘলা আকাশ
ঘরের তাপমাত্রা শিশিরাঙ্কের সমান হলে, আপেক্ষিক আর্দ্রতার মান হবে –
- 100%
- 0%
- 70%
- 85%
উত্তর – 1. 100%
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত হলে জামাকাপড় শুকানোর সম্ভাবনা থাকে না? –
- 0%
- 50%
- 90%
- 100%
উত্তর – 4. 100%
কোনো বন্ধ ঘরে জল স্প্রে করলে শিশিরাঙ্ক –
- বাড়ে
- কমে
- একই থাকে
- নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
উত্তর – 1. বাড়ে
সম্পূর্ণ শুষ্ক বায়ুর শিশিরাঙ্ক –
- 0°C
- 10°C
- বায়ুর তাপমাত্রা সমান
- এক্ষেত্রে শিশিরাঙ্কের অস্তিত্ব থাকে না
উত্তর – 4. এক্ষেত্রে শিশিরাঙ্কের অস্তিত্ব থাকে না
বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80% থেকে কমে 60% হলে –
- আরাম অনুভূত হয়
- ঘামজনিত অস্বস্তি বেড়ে যায়
- গরম বেশি লাগে
- উষ্ণতা 80°C থেকে 60°C হয়
উত্তর – 1. আরাম অনুভূত হয়
শিশির পড়ে সাধারণত –
- গ্রীষ্মকালে
- বর্ষাকালে
- শীতকালে
- শরৎকালে
উত্তর – 3. শীতকালে
ঘরের উষ্ণতা বাড়লে শিশিরাঙ্ক –
- কমে
- বাড়ে
- একই থাকে
- নির্দিষ্ট করে বলা সম্ভব নয়
উত্তর – 3. একই থাকে
শিশিরাঙ্ক বলতে একটি নির্দিষ্ট –
- উষ্ণতাকে বোঝায়
- আর্দ্রতাকে বোঝায়
- ঘনত্বকে বোঝায়
- আপেক্ষিক আর্দ্রতাকে বোঝায়
উত্তর – 1. উষ্ণতাকে বোঝায়
বায়ুস্তরের উষ্ণতা যার নীচে নেমে গেলে কুয়াশা পড়ে –
- হিমাঙ্ক
- শিশিরাঙ্ক
- গলনাঙ্ক
- এদের কোনোটিই নয়
উত্তর – 2. শিশিরাঙ্ক
স্ফুটনাঙ্কে তরলের উপরিস্থ বাষ্পের সম্পৃক্ত বাষ্পচাপ –
- বাহ্যিক চাপের সমান
- বাহ্যিক চাপ অপেক্ষা বেশি
- বাহ্যিক চাপ অপেক্ষা কম
- ঘরের উষ্ণতায় সম্পৃক্ত বাষ্পচাপের সমান
উত্তর – 2. বাহ্যিক চাপের সমান
উষ্ণতা বাড়লে তরলের সঙ্গে সাম্যে থাকা সম্পৃক্ত বাষ্পের ঘনত্ব –
- বাড়ে
- কমে
- কিছু বাষ্পের ক্ষেত্রে কমে
- কিছু বাষ্পের ক্ষেত্রে বাড়ে, কিছু বাষ্পের ক্ষেত্রে কমে
উত্তর – 1. বাড়ে
স্থির উষ্ণতায় একটি সম্পৃক্ত বাষ্পের আয়তন অর্ধেক করা হল। এর ফলে –
- ওর চাপ দ্বিগুণ হয়, ভর অর্ধেক হয়
- ওর চাপ ও ভর উভয়ই অর্ধেক হয়
- ওর চাপ দ্বিগুণ হয়, ভর স্থির থাকে
- ওর চাপ স্থির থাকে, ভর অর্ধেক হয়
উত্তর – 4. ওর চাপ স্থির থাকে, ভর অর্ধেক হয়
জল 100°C উষ্ণতায় ফুটলে সম্পৃক্ত বাষ্পচাপ –
- 0.720 m পারদ
- 0.760 m পারদ
- 0.740 m পারদ
- 0.780 m পারদ
উত্তর – 2. 0.760 m পারদ
ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় –
- পারদের
- কেরোসিনের
- জলের
- গ্লিসারিনের
উত্তর – 3. জলের
কোন্ উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? –
- 0°C
- 2°C
- 4°C
- 10°C
উত্তর – 3. 4°C
0°C থেকে 4°C তাপমাত্রার মধ্যে জলের আয়তন –
- বাড়ে
- কমে
- একই থাকে
- নির্দিষ্ট করে বলা সম্ভব নয়
উত্তর – 2. কমে
ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় কোন্ উষ্ণতা পাল্লার মধ্যে –
- 4°C থেকে 8°C
- 0°C থেকে -10°C
- 0°C থেকে 4°C
- 0°C থেকে -2°C
উত্তর – 3. 0°C থেকে 4°C
জলের ব্যতিক্রান্ত প্রসারণ সংক্রান্ত পরীক্ষাটি করেন –
- বিজ্ঞানী চার্লস
- বিজ্ঞানী জুল
- বিজ্ঞানী হোপ
- বিজ্ঞানী নিউটন
উত্তর – 3. বিজ্ঞানী হোপ
জলের উষ্ণতা 0°C থেকে 4°C পর্যন্ত বৃদ্ধি করলে –
- ঘনত্ব হ্রাস পায়
- ঘনত্ব বৃদ্ধি পায়
- আয়তন বৃদ্ধি পায়
- আয়তন ও ঘনত্ব হ্রাস পায়
উত্তর – 2. ঘনত্ব বৃদ্ধি পায়
নীচে জলের ব্যতিক্রান্ত প্রসারণের লেখচিত্র দেওয়া হল। লেখচিত্র অনুসারে A এবং B বিন্দু দুটি নির্দেশ করে যথাক্রমে –

- 0°C এবং 1 g/cm3
- যথাক্রমে 4°C এবং 1 cm3
- যথাক্রমে 1 cm3 এবং 4°C
- যথাক্রমে 4°C এবং 1 g/cm3
উত্তর – 4. যথাক্রমে 4°C এবং 1 g/cm3
শীতপ্রধান দেশের জলাশয়ের ওপর জমে যাওয়া বরফের স্তরের ঠিক নীচের জলের উষ্ণতা –
- 0°C
- 4°C
- -4°C
- কোনোটিই নয়
উত্তর – 1. 0°C
4°C উষ্ণতায় জলের ব্যতিক্রান্ত প্রসারণ না ঘটলে –
- লেক, নদীর সমস্ত জল জমে বরফ হয়ে যেত
- জলের ওপরের স্তর বরফ এবং নীচে জলের উষ্ণতা 1°C থেকে 4°C-এর মধ্যে থাকত
- জলের উপরিতল 4°C উষ্ণতায় থাকত ও নীচের জল বরফ হয়ে যেত
- ওপরের কোনোটিই হত না
উত্তর – 1. লেক, নদীর সমস্ত জল জমে বরফ হয়ে যেত
শূন্যস্থান পূরণ করো
তাপ একটি ___ রাশি।
উত্তর – তাপ একটি স্কেলার রাশি।
তাপ কারণ হলে ___ তার ফল।
উত্তর – তাপ কারণ হলে উষ্ণতা তার ফল।
10°C ও 40°C তাপমাত্রায় সমভরের দুটি তরল পদার্থ মিশ্রিত করলে মিশ্রণের তাপমাত্রা হয় 15°C, তরল দুটির আপেক্ষিক তাপের অনুপাত হল ___।
উত্তর – 10°C ও 40°C তাপমাত্রায় সমভরের দুটি তরল পদার্থ মিশ্রিত করলে মিশ্রণের তাপমাত্রা হয় 15°C, তরল দুটির আপেক্ষিক তাপের অনুপাত হল 5 : 1।
ক্যালোরিমিটার সাধারণত ___ তৈরি হয়।
উত্তর – ক্যালোরিমিটার সাধারণত তামার তৈরি হয়।
SI -তে জলসম-এর একক ___।
উত্তর – SI -তে জলসম-এর একক কিলোগ্রাম।
___ cal তাপ উৎপন্ন করার জন্য 8.4 J কার্য করতে হয়।
উত্তর – 2 cal তাপ উৎপন্ন করার জন্য 8.4 J কার্য করতে হয়।
তাপমাত্রা বৃদ্ধিতে বাষ্পায়নের হার ___।
উত্তর – তাপমাত্রা বৃদ্ধিতে বাষ্পায়নের হার বাড়ে।
1 kg জলকে 100°C -এ রেখে 1 kg স্টিমে পরিণত করতে ___ J তাপ লাগবে।
উত্তর – 1 kg জলকে 100°C -এ রেখে 1 kg স্টিমে পরিণত করতে 2260 × 103 J তাপ লাগবে।
0°C উষ্ণতায় 10 g বরফকে ওই উষ্ণতায় 10 g জলে পরিণত করতে ___ পরিমাণ তাপ লাগবে।
উত্তর – 0°C উষ্ণতায় 10 g বরফকে ওই উষ্ণতায় 10 g জলে পরিণত করতে 800 cal পরিমাণ তাপ লাগবে।
লীনতাপের মাত্রীয় সংকেত হল ___।
উত্তর – লীনতাপের মাত্রীয় সংকেত হল M0L2T-2।
একটি বদ্ধ ঘরে জল ছিটালে ঘরের স্থির আপেক্ষিক আর্দ্রতা ___ যায়।
উত্তর – একটি বদ্ধ ঘরে জল ছিটালে ঘরের স্থির আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়।
শিশিরাঙ্কে বায়ু ___ হয়ে পড়ে।
উত্তর – শিশিরাঙ্কে বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে।
1782 – 1783 খ্রিস্টাব্দে ___ এবং ___ পৃথিবীর সর্বপ্রথম ক্যালোরিমিটার ব্যবহার করেছিলেন।
উত্তর – 1782 – 1783 খ্রিস্টাব্দে অ্যানটোনি ল্যাভয়সিয়র এবং পিয়ার সিমন ল্যাপলাস পৃথিবীর সর্বপ্রথম ক্যালোরিমিটার ব্যবহার করেছিলেন।
বিকীর্ণ তাপের উৎকৃষ্ট ব্যবহার হল প্যাশিও হিটার (Patio heater), যা পোস্টের শীর্ষে ___ গ্যাস দ্বারা উজ্জ্বল শিখায় জ্বলে।
উত্তর – বিকীর্ণ তাপের উৎকৃষ্ট ব্যবহার হল প্যাশিও হিটার (Patio heater), যা পোস্টের শীর্ষে প্রোপেন বা বিউটেন গ্যাস দ্বারা উজ্জ্বল শিখায় জ্বলে।
ঠিক বা ভুল নির্বাচন করো
একই উষ্ণতায় 1 গ্রাম লোহা এবং 1 গ্রাম তামা একই পরিমাণ তাপ ধারণ করে।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – আপেক্ষিক তাপ পৃথক হওয়ায় আলাদা তাপ ধারণ করে।
গরম জল কথাটা ঠিক কিন্তু গরম অণু কথাটা একেবারেই ঠিক নয়।
উত্তর – ঠিক।
ক্যালোরিমিতির মূলনীতি শক্তি সংরক্ষণ সূত্রকে প্রকাশ করে।
উত্তর – ঠিক।
SI -তে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক একটি বিশুদ্ধ সংখ্যা ও তার মান 1।
উত্তর – ঠিক।
কোনো পদার্থের গলন অপেক্ষা বাষ্পীভবনের সময় অপেক্ষাকৃত বেশি কার্য করতে হয়।
উত্তর – ঠিক।
সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প উভয়ই গ্যাস সূত্রগুলি মেনে চলে।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – কেবলমাত্র অসম্পৃক্ত বাষ্প মেনে চলে।
সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপকে জলীয় টান বলে।
উত্তর – ঠিক।
হাইড্রোজেন বন্ধনীর সাহায্যে অণুগুচ্ছ তৈরি করতে পারার ক্ষমতাই জলের ব্যতিক্রান্ত প্রসারণের কারণ।
উত্তর – ঠিক।
যে-কোনো উষ্ণতার পাল্লাতেই জল ব্যতিক্রমী প্রসারণজনিত ধর্ম প্রদর্শন করে।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – শুধুমাত্র 0°C – 4°C।
শীতপ্রধান দেশে জলাশয়ের জল সর্বদা ওপর দিক থেকে জমে বরফ হয়।
উত্তর – ঠিক।
দু-একটি শব্দে উত্তর দাও
কোন্ ভৌতরাশি তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে?
তাপমাত্রা ভৌতরাশি তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে।
SI -তে তাপগ্রাহিতার একক কী?
SI -তে তাপগ্রাহিতার একক হল জুল/কেলভিন।
কোন্ তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?
জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি।
তামার আপেক্ষিক তাপ 0.09 cal⋅g-1⋅°C-1 হলে, SI -তে এর মান কত?
তামার আপেক্ষিক তাপ 0.09 cal⋅g-1⋅°C-1 হলে, SI -তে এর মান 378 J⋅kg-1⋅K-1।
H = msθ সম্পর্কটিতে ‘ms’ রাশিটি কী নির্দেশ করে?
H = msθ সম্পর্কটিতে ‘ms’ রাশিটি তাপগ্রাহিতা নির্দেশ করে।
1 ক্যালোরি ও 1 জুল তাপের মধ্যে কোনটি বেশি?
1 ক্যালোরি ও 1 জুল তাপের মধ্যে 1 ক্যালোরি বেশি।
কার্য ও তাপের অনুপাতকে কী বলা হয়?
কার্য ও তাপের অনুপাতকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়।
SI -তে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত?
SI -তে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান 1।
লীনতাপের CGS একক কী?
লীনতাপের CGS একক হল cal/g।
বরফ গলনের লীনতাপ SI -তে কত?
বরফ গলনের লীনতাপ SI -তে 3.36 × 105 J/kg।
1 kg বরফ গলাতে কত ক্যালোরি তাপ লাগবে?
1 kg বরফ গলাতে 8 × 104 ক্যালোরি তাপ লাগবে।
কোন্ উষ্ণতার নীচে শিশির পড়ে?
শিশিরাঙ্কের উষ্ণতার নীচে শিশির পড়ে।
শিশিরাঙ্কের মান 0°C অপেক্ষা কম হওয়া সম্ভব কি?
শিশিরাঙ্কের মান 0°C অপেক্ষা কম হওয়া সম্ভব না।
27°C তাপমাত্রার মান কেলভিন স্কেলে কত?
27°C তাপমাত্রার মান কেলভিন স্কেলে 300K।
0°C থেকে 4°C পর্যন্ত জলের প্রসারণকে কী বলে?
0°C থেকে 4°C পর্যন্ত জলের প্রসারণকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে।
4°C উষ্ণতার 100 গ্রাম জলের উষ্ণতা 1°C হলে সেটি আয়তনে বাড়বে না কমবে?
4°C উষ্ণতার 100 গ্রাম জলের উষ্ণতা 1°C হলে সেটি আয়তনে বাড়বে।
শীতপ্রধান দেশে সামুদ্রিক প্রাণীদের জীবনধারনের জন্য জলের কোন্ ধর্ম দায়ী?
শীতপ্রধান দেশে সামুদ্রিক প্রাণীদের জীবনধারনের জন্য জলের জলের ব্যাতিক্রান্ত প্রসারণ ধর্ম দায়ী।
কখন লীনতাপের আদান-প্রদান ঘটে?
পদার্থের অবস্থার পরিবর্তনের সময় লীনতাপের আদান-প্রদান ঘটে।
0°C -এর বরফ ও 0°C জলের মধ্যে কোনটি বেশি ঠান্ডা?
0°C -এর বরফ ও 0°C জলের মধ্যে 0°C -এর বরফ বেশি ঠান্ডা।
তাপের সুপরিবাহী একটি তরলের নাম লেখো।
তাপের সুপরিবাহী একটি তরলের নাম হল পারদ।
কী পরিমাণ যান্ত্রিক শক্তি সম্পূর্ণভাবে তাপে পরিণত হলে 1 cal তাপ উৎপন্ন হয়?
4.2 × 107 আর্গ পরিমাণ যান্ত্রিক শক্তি সম্পূর্ণভাবে তাপে পরিণত হলে 1 cal তাপ উৎপন্ন হয়।
For High-Types
সমভরের দুটি বস্তুকে অভিন্ন অবস্থায় সুষম হারে উত্তপ্ত করা হচ্ছে। দু-ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন নীচের লেখচিত্রে দেখানো হল। ওদের গলনাঙ্ক কত? ওদের লীনতাপের অনুপাত নির্ণয় করো।

লেখচিত্র থেকে দেখা যাচ্ছে, \(2\) মিনিট থেকে \(6\) মিনিট সময় পর্যন্ত \(I\) নং বস্তুর উষ্ণতা \(60^\circ C\) -এ স্থির। তাই \(I\) বস্তুর গলনাঙ্ক \(60^\circ C\)।
আবার, \(4\) মিনিট থেকে \(6.5\) মিনিট সময় পর্যন্ত \(II\) নং বস্তুর উষ্ণতা \(40^\circ C\) -এ স্থির। তাই \(II\) বস্তুর গলনাঙ্ক \(40^\circ C\)।
\(I\) নং বস্তুর ক্ষেত্রে লীনতাপ, \(L_1=\frac{H_1}{m_1}\)
\(II\) নং বস্তুর ক্ষেত্রে লীনতাপ, \(L_2=\frac{H_2}{m_2}\)
[\(H_1\rightarrow1\) নং বস্তুতে প্রদত্ত তাপ, \(H_2\rightarrow2\) নং বস্তুতে প্রদত্ত তাপ, \(m_1=m_2=\) বস্তু দুটির ভর]
∴ \(L_1:L_2=\frac{H_1}{m_1}:\frac{H_2}{m_2}\)
বা, \(L_1:L_2=H_1:H_2\)
বা, \(L_1:L_2=\left(6-2\right):\left(6.5-4\right)\)
বা, \(L_1:L_2=4:2.5\)
বা, \(L_1:L_2=8:5\)
∴ বস্তু দুটির লীনতাপের অনুপাত = \(8:5\)।
সর্বোচ্চ 200°C উষ্ণতা মাপতে সক্ষম এমন একটি থার্মোমিটারের সাহায্যে একটি চুল্লির উষ্ণতা (500°C বা তার বেশি) কীভাবে পরিমাপ করবে?
ক্যালোরিমিতির মূলনীতি ব্যবহার করে চুল্লির উষ্ণতা পরিমাপ করা সম্ভব। চুল্লির ভিতর থেকে সংগৃহীত অর্থাৎ, চুল্লির সমান উষ্ণতাসম্পন্ন কোনো পদার্থখণ্ডকে ঘরের উষ্ণতায় রাখা জলে ফেলা হলে ওই পদার্থখণ্ড দ্বারা বর্জিত তাপ পাত্রসহ জলের উষ্ণতা বৃদ্ধি করে। তাপীয় সাম্যে পদার্থখণ্ড কর্তৃক বর্জিত তাপ, পাত্রসহ জল কর্তৃক শোষিত তাপের সমান হয়। জলের পরিমাণ উপযুক্তভাবে নিয়ন্ত্রণ করে পাত্রসহ জলের উষ্ণতা বৃদ্ধি থার্মোমিটারের উষ্ণতার পাল্লার মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব। সুতরাং, অন্যান্য সকল তথ্য, যেমন – বস্তুখণ্ড, পাত্র, জল ইত্যাদির ভর, বস্তুর আপেক্ষিক তাপ, জলের প্রাথমিক উষ্ণতা জানা থাকলে সাম্য উষ্ণতা থার্মোমিটার দিয়ে মেপে এবং গৃহীত তাপ = বর্জিত তাপ – এই সম্পর্ক ব্যবহার করে চুল্লির প্রাথমিক উষ্ণতা নির্ণয় করা যাবে।
কোনো মহাকাশচারী 20°C উষ্ণতার জল ফ্লাস্কে করে চাঁদের পৃষ্ঠে নিয়ে গেলেন। চন্দ্রপৃষ্ঠে ফ্লাস্ক থেকে ওই জল একটি গ্লাসে ঢাললে তিনি কী লক্ষ করবেন?
অথবা, এক গ্লাস জল চাঁদের পৃষ্ঠে খোলা অবস্থায় রেখে দেওয়া হল। কী ঘটবে?
চাঁদে বায়ুমণ্ডল না থাকায় সেখানে বায়ুচাপ শূন্য। বায়ুশূন্য স্থানে জলের স্ফুটনাঙ্ক তার স্বাভাবিক স্ফুটনাঙ্ক অপেক্ষা অনেক কম। তাই, মহাকাশচারীরা গ্লাসে জল ঢালার সময় জলের ওপর চাপ শুধুমাত্র 20°C উষ্ণতায় জলীয় বাষ্পচাপের সমান হয়, যা অতি নগণ্য। এই উপেক্ষণীয় চাপে জল দ্রুত ফুটে বাষ্পে পরিণত হতে শুরু করে এবং বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ গ্লাসের জল থেকেই সংগ্রহ করে। ফলে, গ্লাসের অবশিষ্ট জলের উষ্ণতা দ্রুত কমবে এবং একসময় তা বরফে পরিণত হবে।
10°C উষ্ণতার ঘরে একজন মানুষ প্রবেশ করার কিছুক্ষণ পর তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হবে কি?
তাপীয় সাম্য কথাটির অর্থ হল – দুটি বস্তুর মধ্যে তাপের প্রবাহ বন্ধ হওয়া অর্থাৎ, দুটি বস্তু তাপীয় সাম্যে আছে বললে বুঝতে হবে বস্তু দুটির মধ্যে আর কোনো তাপের প্রবাহ হচ্ছে না কারণ – তাদের উষ্ণতা সমান হয়ে গেছে। এখন 10°C উষ্ণতার ঘরে একজন মানুষ প্রবেশ করলে মানবদেহের উষ্ণতা (37°C) যেহেতু ঘরের উষ্ণতার চেয়ে বেশি তাই তাপের প্রবাহ শুরু হবে। কিন্তু ঘর ও মানবদেহের উষ্ণতা কখনো সমান হবে না কারণ, মানুষের দেহে অবিরাম বিপাক ক্রিয়া চলতে থাকে এবং তাপশক্তি উৎপন্ন হয়। ফলে, মানবদেহের উষ্ণতা (37°C) বজায় থাকে। তাই তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হবে না।
Class 9 Physical Science – Notes for All Chapters
Chapter Name | Tropics |
---|---|
পরিমাপ | পরিমাপ ও একক বিভিন্ন মাপের একক মাত্রা পরিমাপ |
বল ও গতি | স্থিতি ও গতি গতির সমীকরণ নিউটনের প্রথম গতিসূত্র নিউটনের দ্বিতীয় গতি সূত্র নিউটনের তৃতীয় গতিসূত্র বিভিন্ন ধরণের বল রৈখিক ভরবেগ রৈখিক ভরবেগ সংরক্ষণ |
পদার্থ : গঠন ও ধর্ম | তরল ও বায়ুর চাপ আর্কিমিডিসের নীতি পৃষ্ঠটান সান্দ্রতা বার্নোলির নীতি স্থিতিস্থাপকতা |
পদার্থ : পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ | পরমাণুর গঠন মোলের ধারণা দ্রবণ অ্যাসিড, ক্ষার, লবণ মিশ্রণের উপাদানের পৃথকীকরণ জল |
শক্তির ক্রিয়া , কার্য, ক্ষমতা | শক্তির ক্রিয়া , কার্য, ক্ষমতা |
তাপ | ক্যালোরিমিতি কার্য ও তাপের তুল্যতা লীনতাপ সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প জলের ব্যতিক্রান্ত প্রসারণ |
শব্দ | শব্দের উৎস : কম্পন শব্দের বিস্তার : তরঙ্গ শব্দের কয়েকটি ধর্ম শব্দের বৈশিষ্ট্য মানুষের কান ও শব্দ শোনার কৌশল শব্দদূষণ |
আজকের আর্টিকেলে আমরা নবম শ্রেণির ভৌতবিজ্ঞান বইয়ের ষষ্ট অধ্যায় “তাপ” এর “জলের ব্যতিক্রান্ত প্রসারণ” থেকে পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা, এমনকি চাকরি বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও উপযোগী। কারণ, এই অধ্যায়ের প্রশ্ন প্রায়ই বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
আশা করি, এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা হলেও সাহায্য করবে। যদি কোনো প্রশ্ন, মতামত বা সাহায্যের প্রয়োজন হয়, নিচে কমেন্ট করে জানাতে পারেন কিংবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন—আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি সর্বদা প্রস্তুত।
ধন্যবাদ সবাইকে।
মন্তব্য করুন