একটি অলৌকিক অভিজ্ঞতা – প্রবন্ধ রচনা

Rahul

আজকের এই আর্টিকেলে আমরা ‘একটি অলৌকিক অভিজ্ঞতা’ প্রবন্ধ রচনাটি নিয়ে আলোচনা করব। মাধ্যমিক বা স্কুল পরীক্ষায় এই রচনাটি প্রায়ই আসে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা। একবার ভালোভাবে আয়ত্ত করলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি—যেকোনো ক্লাসের পরীক্ষাতেই তোমরা এই রচনার প্রশ্নের উত্তর সহজেই লিখতে পারবে।

একটি অলৌকিক অভিজ্ঞতা - প্রবন্ধ রচনা

একটি অলৌকিক অভিজ্ঞতা – প্রবন্ধ রচনা

ভূমিকা –

ছোটোবেলা থেকেই কোনোদিন ভূতপ্রেতে আমার বিশ্বাস ছিল না। যদিও নানাসময় নানা অলৌকিক ঘটনা লোকমুখে শুনেছি কিন্তু কোনোদিনই মন থেকে এসব বিশ্বাস করিনি। এই সব কিছুই ছিল আমার কাছে আজগুবি গল্পের মতো, যার কোনো মাথামুণ্ডু নেই। কিন্তু আমার এই বিশ্বাস, অর্থাৎ অলৌকিক ঘটনা বলে কিছু হয় না, ভূতপ্রেতের কোনো অস্তিত্ব নেই এই ধারণাটা ভেঙেছিল নিজের সঙ্গে হওয়া একটি ঘটনার পর থেকে। আজও আমি সেই ঘটনার বা আমার সেই অভিজ্ঞতার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। যুক্তিযুক্ত কোনো উত্তরও খুঁজে পাইনি।

কোথায় হয়েছিল –

ঘটনাটা ঘটেছিল ঠিক দু-বছর আগে এক শীতের রাতে। আমি তখন ক্লাস এইটে পড়ি। আমরা তিন বন্ধু তালডাঙা বলে একটা জায়গায় প্রাইভেট টিউশন পড়তে যেতাম। বাড়ি থেকে বেরিয়ে বাসে করে কুড়ি মিনিট লাগত সেই জায়গায় পৌঁছোতে। বাস থেকে নেমে দশ মিনিটের হাঁটা পথ পেরিয়ে আমরা স্যারের বাড়ি পৌঁছোতাম। যাওয়ার পথে একটা ভাঙাচোরা মন্দির দেখতে পেতাম। সেই মন্দিরের আশেপাশে কোনো জনবসতি ছিল না। এই মন্দির নিয়ে নানা আজগুবি গল্প প্রচলিত ছিল। ওই মন্দিরের রাস্তা দিয়ে বিশেষ কেউ যাতায়াতও করত না। কিন্তু খুব কম সময়ে বড়ো রাস্তায় পৌঁছোনো যেত বলে ওই মন্দিরের রাস্তাই ছিল আমাদের একমাত্র ভরসা।

কী হয়েছিল –

এইরকমই একদিন পড়ে ফিরছি, হঠাৎ মনে হল কেউ আমার নাম ধরে ডাকছে। সেদিন আমি একাই ছিলাম, আমার সঙ্গে কেউ ছিল না। প্রথমে ভাবলাম আমি ভুল শুনেছি। তাই থেমে গিয়েও আবার হাঁটা শুরু করলাম। কিন্তু আবার শুনতে পেলাম সেই ডাক। মনে হল মন্দিরের বন্ধ দরজার ভেতর থেকে কেউ চিৎকার করে বলছে তাকে বাঁচাতে, সে সেখানে অনেকদিন ধরে বন্দি। কিন্তু এইসময় ওই জায়গায় কারও থাকার কথা নয়। কারণ ওই মন্দিরের দূরদূরান্তে কোনো জনবসতি নেই আর এই রাস্তা দিয়ে কেউ আসেও না। মনের মধ্যে সাহস সঞ্চয় করে সেই ডাক অনুসরণ করে আমি এগিয়ে গেলাম। যে দরজার ভেতর থেকে আওয়াজ আসছিল অর্থাৎ যে দরজাটায় ধাক্কা দিয়ে কেউ ডাকছিল, সেটা তালাবন্ধ না থাকায়, আমার হাতের সামান্য একটু ধাক্কাতেই তা খুলে গেল। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, দরজা খুলে ভেতরে কাউকে দেখতে পেলাম না। এই ঘটনায় আমি প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড় লাগালাম। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। ফলে চিৎকার করার ক্ষমতাটুকুও আমার ছিল না। কোনোমতে দৌড়ে বড়ো রাস্তায় পৌঁছোতে মনের সাহস কিছুটা ফিরে এল।

প্রতিক্রিয়া –

বাড়িতে ফিরে আসার পর আমার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটা সকলকে বললাম। কিন্তু কেউই সেটা বিশ্বাস করল না। সেই দিনের সেই অভিজ্ঞতার সাক্ষী ছিলাম কেবল আমি নিজে। সেই চিৎকার যেন আজও আমি শুনতে পাই। আর সেই দিনের সেই ঘটনাটা ভেবে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। অদ্ভুত এক অনুভূতি হয়, যেটা কাউকে বলে বোঝানো যায় না। সেই দিনের সেই অলৌকিক অভিজ্ঞতা হয়তো সারাজীবন আমার সঙ্গী হয়ে থাকবে।


আজকের এই আর্টিকেলে আমরা ‘একটি অলৌকিক অভিজ্ঞতা’ প্রবন্ধ রচনাটি নিয়ে আলোচনা করেছি। মাধ্যমিক বা স্কুল পরীক্ষায় ‘একটি অলৌকিক অভিজ্ঞতা’ রচনাটি প্রায়ই আসে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

একটি অচল পয়সার আত্মকথা – প্রবন্ধ রচনা

একটি অচল পয়সার আত্মকথা – প্রবন্ধ রচনা

একটি প্রাচীন বটগাছের আত্মকথা – প্রবন্ধ রচনা

একটি প্রাচীন বটগাছের আত্মকথা – প্রবন্ধ রচনা

একটি মেলা দেখার অভিজ্ঞতা – প্রবন্ধ রচনা

একটি মেলা দেখার অভিজ্ঞতা – প্রবন্ধ রচনা

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

প্রতিসরণ কোণ কাকে বলে? কাচফলকে প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না কেন?

একটি প্রিজমের i-δ লেখচিত্র আঁকো, যেখানে i হল আপতন কোণ ও δ হল চ্যুতিকোণ।

উত্তল লেন্স এবং অবতল লেন্স কয়প্রকার ও কী কী?

আলোকের বিক্ষেপণ কাকে বলে? র‍্যালের বিক্ষেপণ সূত্রটি লেখো।

রেখাচিত্রের সাহায্যে লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের নিয়মাবলি গুলি লেখো।