মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যাক্তি ও অভিযোজন – বেঁচে থাকার কৌশল – অভিযোজন – অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Rahul

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) দ্বারা পরিচালিত মাধ্যমিক পরীক্ষার জীবন বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় হল অভিব্যক্তি ও অভিযোজন। এই অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Table of Contents

এই নিবন্ধে, আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি সংগ্রহ করেছি। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে।

অভিব্যাক্তি ও অভিযোজন – বেঁচে থাকার কৌশল – অভিযোজন (2)

ক্যাকটাস-এর কাঁটাগুলি কী ধরনের অঙ্গ?

ক্যাকটাস-এর কাঁটাগুলি প্রকৃতপক্ষে রূপান্তরিত পাতা।

ক্যাকটাস কী জাতীয় উদ্ভিদ?

ক্যাকটাস একপ্রকার জাঙ্গল উদ্ভিদ।

ক্যাকটাস-জাতীয় উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে কেন?

বাষ্পমোচনের হার কমানোর জন্য ক্যাকটাস-জাতীয় উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে।

ক্যাকটাস-জাতীয় উদ্ভিদের পাতার কাঁটায় রূপান্তর কী জাতীয় অভিযোজন?

ক্যাকটাস-জাতীয় উদ্ভিদের পাতার কাঁটায় রূপান্তর অঙ্গসংস্থানগত অভিযোজন।

কোন্ গাছে পর্ণকাণ্ড দেখা যায়?

ক্যাকটাস-জাতীয় ফণীমনসা গাছে পর্ণকাণ্ড দেখা যায়।

ক্যাকটাস-জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে পাতার সংখ্যা হ্রাস পাওয়া কী জাতীয় অভিযোজন?

ক্যাকটাস-জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে পাতার সংখ্যা হ্রাস পাওয়া অঙ্গসংস্থানগত অভিযোজন।

ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় বলে গাছের কোন্ অংশটি সালোকসংশ্লেষ ঘটায়?

ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় বলে ওই গাছের কাণ্ড সবুজ এবং চ্যাপটা হয়ে সালোকসংশ্লেষ ঘটায়।

ক্যাকটাসের কোন্ অংশটি জল শোষণের জন্য বেশি বিস্তৃত হয়?

ক্যাকটাসের মূল জল শোষণের জন্য বেশি বিস্তৃত হয়।

কোনো কান্ড সালোকসংশ্লেষের জন্য প্রসারিত হয়ে ফলকের মতো দেখতে হলে তাকে কী?

কোনো কান্ড সালোকসংশ্লেষের জন্য প্রসারিত হয়ে ফলকের মতো দেখতে হলে, তাকে পর্ণকান্ড বলে।

পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য জীবদেহের পরিবর্তনকে কী বলে?

পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য জীবদেহের পরিবর্তনকে অভিযোজন বলে।

যে পরিবেশে জীবের উৎপত্তি হয়েছে সেই পরিবেশের সাথে অভিযোজনকে কী বলে?

যে পরিবেশে জীবের উৎপত্তি হয়েছে সেই পরিবেশের সাথে অভিযোজনকে মুখ্য অভিযোজন বলে।

প্রাথমিক পরিবেশ থেকে ভিন্ন পরিবেশে জীবের অভিযোজনকে কী প্রকার অভিযোজন বলে?

প্রাথমিক পরিবেশ থেকে ভিন্ন পরিবেশে জীবের অভিযোজনকে গৌণ অভিযোজন বলে।

পরিবেশের সঙ্গে জীবের মানিয়ে নেওয়ার ধর্মকে কী বলে?

পরিবেশের সঙ্গে জীবের মানিয়ে নেওয়ার ধর্মকে অভিযোজন বলে।

দুটি ভিন্ন পরিবেশে বাস করবার জন্য জীবের মধ্যে উভয় পরিবেশের উপযোগী অভিযোজন ঘটলে তাকে কী বলে?

দুটি ভিন্ন পরিবেশে বাস করবার জন্য জীবের মধ্যে উভয় পরিবেশের উপযোগী অভিযোজন ঘটলে তাকে দ্বি- অভিযোজন বলে।

কোন্ বিজ্ঞানী মৌমাছির ওপর গবেষণা করে মৌমাছির ভাষা আবিষ্কার করেন?

বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ মৌমাছির ওপর গবেষণা করে মৌমাছির ভাষা আবিষ্কার করেন।

কোন্ আচরণ-বিজ্ঞানী সর্বপ্রথম বন্য শিম্পাঞ্জিদের আচার-আচরণ সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষা করেন?

আচরণ-বিজ্ঞানী জেন গুডাল সর্বপ্রথম বন্য শিম্পাঞ্জিদের আচার-আচরণ সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষা করেন।

পায়রার ফুসফুসের সঙ্গে কতগুলি বায়ুথলি থাকে?

পায়রার ফুসফুসের সঙ্গে নয়টি বায়ুথলি থাকে।

কোন্ মাছের পটকা নেই?

হাওর মাছের পটকা নেই।

লবণাম্বু উদ্ভিদ বা সুন্দরী গাছের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো।

লবণাম্বু উদ্ভিদ বা সুন্দরী গাছের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য হল শ্বাসমূলের উপস্থিতি।

কোন উদ্ভিদে শ্বাসমূল বা নিউম্যাটোফোর থাকে?

সুন্দরী, গরান ইত্যাদি লবণাম্বু উদ্ভিদে শ্বাসমূল বা নিউম্যাটোফোর থাকে।

একটি মুখ্য জলজ অভিযোজনকারী প্রাণীর নাম লেখো।

একটি মুখ্য জলজ অভিযোজনকারী প্রাণীর নাম হল মাছ।

একটি গৌণ জলজ অভিযোজনকারী প্রাণীর নাম লেখো।

একটি গৌণ জলজ অভিযোজনকারী প্রাণীর নাম তিমি।

কোন্ পাখনার সাহায্যে মাছ দিক পরিবর্তন করে?

পুচ্ছ পাখনার সাহায্যে মাছ দিক পরিবর্তন করে।

একটি জলজ স্তন্যপায়ীর নাম উল্লেখ করো।

একটি জলজ স্তন্যপায়ীর নাম হল তিমি।

একটি মুখ্য খেচর অভিযোজনকারী প্রাণীর নাম লেখো।

একটি মুখ্য খেচর অভিযোজনকারী প্রাণীর নাম পায়রা।

একটি গৌণ খেচর অভিযোজনকারী প্রাণীর নাম লেখো।

একটি গৌণ খেচর অভিযোজনকারী প্রাণীর নাম বাদুড়।

পায়রার কটি যুগ্ম ও কটি একক বায়ুথলি আছে?

পায়রার 4টি যুগ্ম এবং 1টি একক বায়ুথলি আছে।

কোন্ প্রাণী ত্বকের সাহায্যে জলশোষণ করে?

মরুবাসী প্রাণী মোলোক হরিডাস ত্বকের সাহয্যে জলশোষণ করে।

একটি মরুবাসী স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো?

একটি মরুবাসী স্তন্যপায়ী প্রাণীর নাম হল উট।

উইঢিপিতে কাঠি ঢুকিয়ে উইপোকা বের করে কোন্ প্রাণীরা খায়?

উইটিপিতে কাঠি ঢুকিয়ে উইপোকা বের করে খায় শিম্পাঞ্জিরা।

কোন্ বন্যপ্রাণী পরজীবী দ্বারা আক্রান্ত হলে ওষধি গাছের পাতা খায়?

শিম্পাঞ্জি পরজীবী দ্বারা আক্রান্ত হলে ওযধি গাছের পাতা খায়।

মৌমাছির আচরণে কোন্ রাসায়নিক পদার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

মৌমাছির আচরণে ফেরোমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

50-75m দূরত্বের খাদ্যের উৎস শনাক্ত করার জন্য মৌমাছিরা কোন্ প্রকার নৃত্য পরিবেশন করে।

50-75m দূরত্বের খাদ্যের উৎস শনাক্ত করার জন্য মৌমাছিরা চক্রাকার নৃত্য বা রাউন্ড ডান্স পরিবেশন করে।

50-75m-এর অধিক দূরত্বের খাদ্যের উৎস শনাক্ত করার জন্য মৌমাছিরা কোন্ প্রকার নৃত্য পরিবেশন করে?

50-75m-এর অধিক দূরত্বের খাদ্যের উৎস শনাক্ত করার জন্য মৌমাছিরা ওয়াল নৃত্য পরিবেশন করে।

ওয়াগ্ল কথার অর্থ কী?

ওয়াগ্ল কথার অর্থ আন্দোলন বা কম্পন

কোন্ বিজ্ঞানী মৌনৃত্যের রীতিনীতির ব্যাখ্যা প্রদান করেন?

জার্মান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ মৌনৃত্যের রীতিনীতির ব্যাখ্যা প্রদান করেন।

মৌনৃত্যের রীতিনীতি ব্যাখ্যা করার জন্য কোন সালে কার্ল ভন ফ্রিশ নোবেল পুরস্কার লাভ করেন?

মৌনৃত্যের রীতিনীতি ব্যাখ্যা করার জন্য 1973 সালে কার্ল ভন ফ্রিশ নোবেল পুরস্কার লাভ করেন।

মৌমাছির ওয়াগ্ল নৃত্যের গতিপথ কেমন হয়?

মৌমাছির ওয়াগ্ল নৃত্যের গতিপথ ইংরাজি সংখ্যা ‘৪’ আকৃতির হয়।

ওয়াগ্ল নৃত্যের সাহায্যে স্কাউট বা বার্তাবহ কর্মী মৌমাছিরা কীসের দিক নির্দেশ করতে পারে?

ওয়াগ্ল নৃত্যের সাহায্যে স্কাউট বা বার্তাবহ কর্মী মৌমাছিরা খাবারের বা মকরন্দের উৎসের দিক নির্দেশ করতে পারে।

অধিমূল দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও।

অধিমূল দেখা যায় এমন এক উদ্ভিদের উদাহরণ হল সুন্দরী।

মাছের দেহের কোথায় পটকা অবস্থিত?

মাছের পটকা দেহে উদরগহ্বরের ওপরের দিকে পৌষ্টিকনালী ও বৃক্কের মধ্যবর্তী স্থানে অবস্থিত।

গাঢ় মূত্র ত্যাগের মাধ্যমে দেহে জল নির্গমনের পরিমাণ কমায় কোন্ প্রাণী?

গাঢ় বা হাইপারটনিক মূত্র ত্যাগের মাধ্যমে দেহে জল নির্গমনের পরিমাণ কমায় এমন একটি প্রাণী হল উট।

উটের RBC-এর আকৃতি ডিম্বাকার হওয়ার সুবিধা কী?

উটের RBC ডিম্বাকৃতি হওয়ার ফলে জলহীন অবস্থাতেও সরু রক্তবাহের মধ্য দিয়ে সহজে চলাচল করতে পারে।

শিম্পাঞ্জির বাদামের খোলা ভাঙার ক্ষেত্রে ব্যবহৃত হাতুড়ি ও নেহাই-এর মধ্যে নেহাইটি কী?

শিম্পাঞ্জির বাদামের খোলা ভাঙার ক্ষেত্রে ব্যবহৃত হাতুড়ি ও নেহাই এর নেহাই হল শক্ত পাথরের পাটাতন বিশেষ।

ঠেসমূল দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও।

ঠেসমূল দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ হল সুন্দরী।

মাধ্যমিক জীবন বিজ্ঞানে অভিব্যাক্তি ও অভিযোজনের অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি শিক্ষার্থীদের জীবের অভিযোজন সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে সাহায্য করে। এই জ্ঞান শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে আরও ভালভাবে বুঝতে এবং তাদের চারপাশের বিশ্বের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে।

JOIN US ON WHATSAPP

JOIN US ON TELEGRAM

Please Share This Article

About The Author

Related Posts

মাধ্যমিক - ভূগোল - বারিমন্ডল - জোয়ার ভাটা - রচনাধর্মী প্রশ্ন উত্তর

মাধ্যমিক – ভূগোল – বারিমন্ডল – জোয়ার ভাটা – রচনাধর্মী প্রশ্ন উত্তর

Class 10 English – The Passing Away of Bapu – About Author and Story

Class 10 English – The Passing Away of Bapu – About Author and Story

The Passing Away of Bapu

Class 10 English – The Passing Away of Bapu – Question and Answer

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

Trending Now

Class 9 – English – A Day in The Zoo – Question and Answer

Class 9 – English Reference – Tom Loses a Tooth – Question and Answer

Class 9 – English Reference – The North Ship – Question and Answer

Class 9 – English – His First Flight – Question and Answer

Class 9 – English – A Shipwrecked Sailor – Question and Answer