গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা কীরূপে করবে? বর্জ্য নিয়ন্ত্রণে স্ক্রাবার যন্ত্রের ভূমিকা কীরূপ?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা কীরূপে করবে? বর্জ্য নিয়ন্ত্রণে স্ক্রাবার যন্ত্রের ভূমিকা কীরূপ?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা কীরূপে করবে? বর্জ্য নিয়ন্ত্রণে স্ক্রাবার যন্ত্রের ভূমিকা কীরূপ?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা কীরূপে করবে
গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা কীরূপে করবে

গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা কীরূপে করবে?

অথবা, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী?

গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা –

গ্যাসীয় বর্জ্য সৃষ্টি হয় মূলত মনুষ্যজনিত ক্রিয়াকর্মের ফলে। বিভিন্ন শিল্প কারখানা ও যানবাহন গ্যাসীয় বর্জ্যের প্রধান উৎস। প্রধান গ্যাসীয় বর্জ্যগুলি হল – অ্যারোসল, CO2, CH4, CFC, CO, NOX, SOX ইত্যাদি। সবুজ উদ্ভিদ ও প্রযুক্তির সাহায্য নিয়ে এদের নিয়ন্ত্রণ করা সম্ভব। যেমন –

  • দহন কাজে ব্যবহার করার পূর্বে কয়লা বা খনিজ তেল থেকে সালফার অপসারণ করা।
  • গ্যাসীয় জ্বালানির ক্ষেত্রে জ্বালানিতে উপস্থিত SO2 -কে মুক্ত করার পর ব্যবহার করা।
  • যানবাহন থেকে নির্গত গ্যাসকে বায়ুমণ্ডলে ছাড়ার আগে Pt (প্ল্যাটিনাম) অণুঘটকের সাহায্যে ক্যাটালাইটিক কনভার্টারের মধ্য দিয়ে পাঠিয়ে দূষক NOx -কে বিজারিত করে N2 -তে পরিণত করা। এ ছাড়া যানবাহন থেকে নির্গত গ্যাস বাতাসে মেশানোর পূর্বে আধুনিক ফিলটার ব্যবহার করে সূক্ষ্ম সুক্ষ্ম কার্বন কণাকে দূর করা হয়।
  • জলে দ্রবীভূত গ্যাসীয় দূষক পদার্থগুলিকে জল সিঞ্চন (Scrubber) দ্বারা দ্রবীভূত করা।
  • শিল্প কারখানা থেকে নির্গত ভাসমান কণা (Particulate matter) সমুহকে মুক্ত করা জন্য স্থিরতড়িৎ অধঃক্ষেপক (Electrostatic Precipitator) ব্যবহার করার মাধ্যমে শিল্প কারখানা থেকে নির্গত ভাসমান কণা মুক্ত করা হয়।
  • শোষক বা ফিলটার দ্বারা ক্ষতিকারক গ্যাসকে দূর করে বিভিন্ন শিল্পে ব্যবহৃত বায়ুকে দূষণমুক্ত করা যায়।
  • ওয়েট স্ক্রাবার যন্ত্রে শোষণের মাধ্যমে SO2, H2S, Cl2, NH3 ইত্যাদি গ্যাস দূরীকরণ করা হয়।
  • যানবাহন থেকে হাইড্রোকার্বন গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণ করা যায় সিসা বর্জিত তরল জ্বালানি ব্যবহারের মাধ্যমে।
  • ধোঁয়া নিয়ন্ত্রণ করা সম্ভব ধোঁয়া নিয়ন্ত্রক যন্ত্র স্থাপনের বা ব্যবহারের মাধ্যমে। যেমন – ধোঁয়াহীন চুল্লি (Smokeless burner), সোলার কুকার ও বায়োগ্যাস ব্যবহারের মাধ্যমে।
  • সবুজায়ন ঘটিয়ে পরিবেশে CO2 -এর মাত্রা কমানো ও O2 -এর মাত্রা বাড়ানো সম্ভব।
  • বায়ু পরিস্রুতকরণের বিভিন্ন যন্ত্র যেমন Gravity settlers, Cyclone separators, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, ওয়েট কালেক্টর স্থাপন ও ব্যবহারের মাধ্যমে দূষিত বা বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণ সম্ভব।
বর্জ্য নিয়ন্ত্রণে স্ক্রাবার পদ্ধতি
বর্জ্য নিয়ন্ত্রণে স্ক্রাবার পদ্ধতি

বর্জ্য নিয়ন্ত্রণে স্ক্রাবার যন্ত্রের ভূমিকা কীরূপ?

বর্জ্য নিয়ন্ত্রণে স্ক্রাবারের ভূমিকা –

বায়ুদূষণ নিয়ন্ত্রণের একটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন যন্ত্র হল স্ক্রাবার। বস্তুকণা জলে সিক্ত হলে ভারী হয় এবং অধঃক্ষিপ্ত হয়। বস্তুকণার এই ধর্মের কথা মাথায় রেখে কারখানা থেকে নির্গত বর্জ্যকণা মিশ্রিত দূষিত গ্যাসকে স্ক্রাবার যন্ত্রের মধ্য দিয়ে চালনা করা হয়। যন্ত্রের ভিতরে থাকা তরল পদার্থের সংস্পর্শে গ্যাসের বর্জ্যকণাসমূহ ভারী হয়ে পাত্রের তলদেশে অধঃক্ষিপ্ত হয়। এই পদ্ধতিতে ভাসমান বর্জ্য বস্তুকণার 75-99% থিতিয়ে পড়ে। বস্তুকণা ছাড়া SO2, NO2 প্রভৃতি গ্যাসকে দূরীভূত করা সম্ভব এই যন্ত্রের সাহায্যে। যন্ত্রে থাকা Slurry বা অর্ধতরল পদার্থ বা শুকনো বিকারক (Reagent) বায়ুতে থাকা Acid-gas -কে সম্পূর্ণরূপে শোধন করে। এ ছাড়া এই যন্ত্রের সাহায্যে নির্গমিত উষ্ণবায়ুর তাপমুক্ত করা সম্ভব। Wet scrubber যন্ত্রের সুবিধাগুলি হল –

  • উচ্চ তাপমাত্রায় ও উচ্চ আর্দ্রতায় কাজ করতে সক্ষম।
  • জ্বালানি দহনে ফ্লুগ্যাসকে (Fluegas) শীতল করা যায়।
  • বর্জ্য গ্যাস ও ভাসমান কণাসমূহের অপসারণ করে।
  • ক্ষয়কারী (corrosive) গ্যাসগুলিকে প্রশমিত করে।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

গ্যাসীয় বর্জ্য কী? এর প্রধান উৎসগুলি কী কী?

গ্যাসীয় বর্জ্য হল বায়ুমণ্ডলে নির্গত বিভিন্ন ক্ষতিকর গ্যাস ও কণা, যা পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর প্রধান উৎসগুলি হলো –
1. শিল্পকারখানা (তাপবিদ্যুৎ কেন্দ্র, রাসায়নিক শিল্প, সিমেন্ট ফ্যাক্টরি)।
2. যানবাহন (ডিজেল ও পেট্রোল ইঞ্জিন)।
3. কৃষিকাজ (জৈবসার পচন থেকে মিথেন নির্গমন)।
4. গৃহস্থালি দহন (কাঠ, কয়লা পোড়ানো)।

গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের প্রধান উপায়গুলি কী কী?

গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের কয়েকটি প্রধান পদ্ধতি হলো –
1. ক্যাটালিটিক কনভার্টার – যানবাহনে ব্যবহার করে NOx, CO, HC গ্যাস কমিয়ে N₂ ও CO₂ -তে রূপান্তর।
2. স্ক্রাবার (Wet Scrubber) – SO₂, H₂S, Cl₂, NH₃ -এর মতো গ্যাস জল বা রাসায়নিক দ্রবণে শোষণ করে।
3. ইলেক্ট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর (ESP) – ধোঁয়া ও ভাসমান কণা (PM) তড়িৎক্ষেত্রের মাধ্যমে সংগ্রহ।
4. সবুজায়ন (Afforestation) – গাছ CO₂ শোষণ করে O₂ বৃদ্ধি করে।
5. জ্বালানির প্রাক-শোধন – কয়লা ও তেলে থাকা সালফার দহনের আগে দূর করা।

স্ক্রাবার যন্ত্র কীভাবে কাজ করে? এর সুবিধাগুলো কী?

কাজের পদ্ধতি – স্ক্রাবারে দূষিত গ্যাসকে একটি তরল (জল বা রাসায়নিক দ্রবণ) দিয়ে ধৌত করা হয়, যাতে ক্ষতিকর গ্যাস (SO₂, NO₂) ও কণাগুলো দ্রবীভূত বা অধঃক্ষিপ্ত হয়।

সুবিধা –
1. উচ্চ তাপমাত্রায় কার্যকর।
2. অম্লীয় গ্যাস (SO₂, HCl) প্রশমিত করে।
3. ধোঁয়া ও ভাসমান কণা (PM) 75-99% পর্যন্ত দূর করে।
4. ফ্লু গ্যাস শীতল করতে সাহায্য করে।

গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনায় সবুজ প্রযুক্তির ভূমিকা কী?

1. সৌরশক্তি ও বায়ুশক্তি – জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে CO₂ নির্গমন হ্রাস।
2. বায়োগ্যাস – জৈব বর্জ্য থেকে মিথেন সংগ্রহ করে জ্বালানি হিসেবে ব্যবহার।
3. সিসামুক্ত পেট্রোল/ডিজেল – যানবাহনের HC নির্গমন কমায়।

গ্যাসীয় দূষণ নিয়ন্ত্রণে সরকারি নীতির গুরুত্ব কী?

1. নির্গমন মান (Emission Standards) – শিল্প ও যানবাহনের জন্য সর্বোচ্চ গ্যাস নির্গমন সীমা নির্ধারণ।
2. পরিবেশ বান্ধব প্রযুক্তিতে ভর্তুকি – স্ক্রাবার, ESP -এর মতো যন্ত্র স্থাপনে আর্থিক সহায়তা।
3. সচেতনতা কর্মসূচি – গণপরিবহন, বৃক্ষরোপণ ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি।

গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনায় ব্যক্তিগত ভূমিকা কী হতে পারে?

1. গণপরিবহন বা সাইকেল ব্যবহার করে যানবাহনের দূষণ কমানো।
2. ধোঁয়াহীন চুল্লি (স্মোকলেস চুল্লি) বা সৌরচুল্লি ব্যবহার।
3. বর্জ্য পোড়ানো এড়িয়ে পুনর্ব্যবহারযোগ্য পদ্ধতি অনুসরণ।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা কীরূপে করবে? বর্জ্য নিয়ন্ত্রণে স্ক্রাবার যন্ত্রের ভূমিকা কীরূপ?” নিয়ে আলোচনা করেছি। এই “গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা কীরূপে করবে? বর্জ্য নিয়ন্ত্রণে স্ক্রাবার যন্ত্রের ভূমিকা কীরূপ?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ বলতে কী বোঝো

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র বলতে কী বোঝো

ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র কী? ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

কোনো প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতিকোণ(δ) = i1+i2−A

তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা – প্রবন্ধ রচনা

একটি গ্রামের ভ্রমণের অভিজ্ঞতা – প্রবন্ধ রচনা

অরণ্য ভ্রমণের অভিজ্ঞতা – প্রবন্ধ রচনা

র‍্যাগিং ও ছাত্রসমাজ – প্রবন্ধ রচনা