এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

জৈব ভঙ্গুর বর্জ্য কী? জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য

আজকে আমরা আমাদের আর্টিকেলে দেখবো যে জৈব ভঙ্গুর বর্জ্য কী? জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য এই প্রশ্ন দশম শ্রেণীর পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় বজ্র ব্যাবস্থাপনার প্রশ্ন। জৈব ভঙ্গুর বর্জ্য কী? জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য – আপনি পরীক্ষার জন্য তৈরী করে গেলে আপনি লিখে আস্তে পারবেন।

জৈব ভঙ্গুর হল এমন এক ধরনের বর্জ্য যা যে-কোনো জীব দ্বারা (মূলত আণুবীক্ষণিক) বিশ্লেষিত হয় এবং অতি সহজেই মাটিতে মিশে যায়। শাকসবজির খোসা, পাতা, শুকনো ফুল, বাড়ির বাগানের লতা-পাতা, ডাল, ডাবের খোলা, পুরোনো কাগজ, বইখাতা প্রভৃতি হল জৈব ভঙ্গুর

এইসব বর্জ্যকে অর্থাৎ জটিল জৈব পদার্থকে সরল যৌগে পরিণত করার জন্য হাজার হাজার প্রজাতির ব্যাকটেরিয়া, ছত্রাক, অমেরুদণ্ডী প্রাণী রয়েছে। এই সকল প্রাণীরা এই জৈব ভঙ্গুর পদার্থগুলিকে বিশ্লেষিত করে মাটিতে মিশিয়ে দেয়, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়।

জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য

জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্যগুলি হল —

বিষয়জৈব ভঙ্গুর বর্জ্যজৈব অভঙ্গুর বর্জ্য
ধারণাযেসব বর্জ্য জীবাণু, ব্যাকটেরিয়া প্রভৃতি দ্বারা সহজে বিয়ােজিত হয় সেইসব বর্জ্যকে বলে জৈব ভঙ্গুর বর্জ। যেমন—শুকনাে ফুল, বাড়ির বাগানের লতাপাতা, শাকসবজির খােসা, বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ প্রভৃতি।যেসব বর্জ্য বিয়ােজক দ্বারা সহজে বিশ্লেষিত হয় না, হয়, সেইসব বর্জ্যকে বলে জৈব অভঙ্গুর বর্জ্য। যেমন– স্প্রে ক্যান, প্লাস্টিক, কাচ, ধাতব টুকরাে প্রভৃতি।
স্থায়িত্বএগুলি খুব সহজে প্রকৃতিতে মিশে যায়।এই ধরনের বর্জ্য প্রকৃতিতে সহজে মিশে যেতে পারে না।
শ্রেণি-বিভাগজৈব ভঙ্গুর বর্জ্য সাধারণভাবে একপ্রকারই হয়।এটি বিভিন্ন ধরনের হয়, যথা—বিষাক্ত বর্জ্য, পুনচক্রী বর্জ্য, কঠিন বর্জ্য প্রভৃতি।
প্রভাবএগুলি পরিবেশের পক্ষে প্রতি-কুল নয় বা পরিবেশমিত্র বর্জ্য।এই বর্জ্যগুলি পরিবেশ প্রতিকূল বা পরিবেশের শত্রু।

আরও পড়ুন – পৌরসভার বর্জ্য সম্পর্কে ধারণা

জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য বোঝা গুরুত্বপূর্ণ। জৈব ভঙ্গুর বর্জ্য পরিবেশের জন্য ক্ষতিকর নয়, তবে জৈব অভঙ্গুর বর্জ্য পরিবেশের জন্য ক্ষতিকর। আমাদের উচিত জৈব অভঙ্গুর বর্জ্যের ব্যবহার কমিয়ে পরিবেশকে রক্ষা করা।

Share via:

মন্তব্য করুন