আজকের আলোচনার বিষয় হলো জলসম্পদের উৎস হিসেবে হ্রদ ও জলাশয়ের গুরুত্ব। দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রাকৃতিক পরিবেশ অধ্যায়ের “ভারতের জলসম্পদ” বিভাগে এই প্রশ্নটি বারবার দেখা যায়। পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সময়, এই বিষয়টি সম্পর্কে জানা অত্যন্ত জরুরি।
জলসম্পদের উৎস হিসেবে হ্রদ ও জলাশয়ের ভূমিকা লেখো।
ভারতে ভূপ্রাকৃতিক গঠনের বৈচিত্র্য এবং জলনির্গম ব্যবস্থার বৈশিষ্ট্য অনুযায়ী হ্রদ এবং জলাশয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে –
- হ্রদের জল পানীয় জলের প্রধান উৎস।
- হ্রদ এবং জলাশয় স্থানীয়ভাবে অতিরিক্ত জল ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ করে।
- ও এইসব জলাধারের জল শুষ্ক অঞ্চলে কৃষিতে সহায়তা করে।
- জলাশয়ে জল ধরে রাখলে ভৌমজলের ভান্ডার ভরে ওঠে।
- জলজ প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য সৃষ্টিতে সাহায্য করে।
- হ্রদে প্রচুর পরিমাণে মাছ জন্মায়। হ্রদ ও জলাশয় থেকে মৎস্য আহরণ করে অনেকেই জীবিকানির্বাহ করে।
আজকের আর্টিকেলে আমরা আলোচনা করেছি জলসম্পদের উৎস হিসেবে হ্রদ ও জলাশয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা। এই বিষয়টি দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি “ভারতের প্রাকৃতিক পরিবেশ” অধ্যায়ের “ভারতের জলসম্পদ” বিভাগের অন্তর্ভুক্ত।