এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

কমলের স্বর অদ্ভুত করুণ একটা আবেদনের মতো শোনাল। – কমল কী বলেছিল? তার স্বরকে ‘করুণ আবেদনের মতো’ বলার কারণ কী?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক বাংলা বইয়ের সহায়ক পাঠকোনি” থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব – “কমলের স্বর অদ্ভুত করুণ একটা আবেদনের মতো শোনাল।”কমল কী বলেছিল? তার স্বরকে ‘করুণ আবেদনের মতো’ বলার কারণ কী? এই প্রশ্নটি মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বিষয়টির গভীরে গিয়ে বিশ্লেষণ করা হবে।

কমলের স্বর অদ্ভুত করুণ একটা আবেদনের মতো শোনাল। - কমল কী বলেছিল? তার স্বরকে 'করুণ আবেদনের মতো' বলার কারণ কী?

“কমলের স্বর অদ্ভুত করুণ একটা আবেদনের মতো শোনাল।” – কমল কী বলেছিল? তার স্বরকে ‘করুণ আবেদনের মতো’ বলার কারণ কী?

কমলের বক্তব্য – কমল দরিদ্র, অসুস্থ অথচ এই দারিত্র্যের মধ্য থেকেও সে স্বপ্ন দেখে তার বোন কনকচাঁপা একদিন বিশ্বসেরা সাঁতারু হয়ে উঠবে। তার এই স্বপ্নকে সে বোনের মধ্যেও চারিয়ে দিতে চায়। কোনিকে উদ্বুদ্ধ করতে সে বলে ওঠে – “ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছু নেই। ইন্ডিয়া রেকর্ড ভাঙতে হবে তোকে। তারপর এশিয়ান, তারপর অলিম্পিক। পারবি না?” তার শেষের কথাগুলো করুণ আবেদন হয়ে ওঠে।

করুণ আবেদনের মতো বলার কারণ –

  • দিকহারা নাবিক – কমল যেন সংসার-সমুদ্রে দিকহারা নাবিক। তার বাবার মৃত্যু হয়েছে টিবি রোগে। কমল নিজেও শরীরের ভেতরে রোগ পুষে রেখেছে। মাসে মাত্র দেড়শো টাকা তার রোজগার। সংসারের অবস্থা নুন আনতে পান্তা ফুরায়।
  • স্বপ্নভঙ্গের হাহাকার – একসময় কমলও স্বপ্ন দেখত বড়ো সাঁতারু হবার। অলিম্পিকে যাবার সাধ তারও ছিল। কিন্তু বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব এসে পড়ে তার ওপর। টাকার অভাবে সে সাঁতার ছেড়ে দিতে বাধ্য হয়। তাই তার মধ্যেও লুকিয়ে আছে স্বপ্নভঙ্গের হাহাকার।
  • অপূর্ণ স্বপ্ন পূর্ণ হওয়ার সম্ভবনা – কোনি যদি সত্যিই বড়ো সাঁতারু হতে পারে, তবে কমলের অপূর্ণ স্বপ্ন কিছুটা পূরণ হবে। কমল জানে, সুযোগ পেলে, দু-বেলা দু-মুঠো ঠিকমতো খেতে পেলে কোনি ঠিকই অনেক দূর এগোতে পারবে। কিন্তু সে বুঝে গেছে সংসারে তারও মেয়াদ আর বেশিদিন নেই। তার মৃত্যু হলে সংসারটা জলে ভেসে যাবে, স্বপ্নভঙ্গ হবে কোনিরও। এই কারণেই কোনিকে বড়ো সাঁতারু হতে বলার সময় তার স্বর করুণ আবেদনের মতো শুনিয়েছে।

আরও পড়ুন, ক্লাবই সুইমার তৈরি করে, ওরা করে মোড়লি — কাকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে? এর তাৎপর্য বিশ্লেষণ করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক বাংলা বইয়ের ‘কোনি সহায়ক পাঠ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন “কমলের স্বর অদ্ভুত করুণ একটা আবেদনের মতো শোনাল।” – কমল কী বলেছিল? তার স্বরকে ‘করুণ আবেদনের মতো’ বলার কারণ বিশদভাবে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, এই নিবন্ধটি আপনার পড়াশোনায় সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও কোনো বিষয়ে সাহায্যের প্রয়োজন হয়, নির্দ্বিধায় টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই তথ্যের উপকার নিতে পারে। ধন্যবাদ!

Share via:

মন্তব্য করুন