খাদ্যফসল ও বাগিচা ফসল বলতে কী বোঝো? খাদ্যফসল ও বাগিচা ফসলের পার্থক্য

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “খাদ্যফসল ও বাগিচা ফসল বলতে কী বোঝো? খাদ্যফসল ও বাগিচা ফসলের পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

খাদ্য ফসল ও বাগিচা ফসল বলতে কী বোঝো
খাদ্য ফসল ও বাগিচা ফসল বলতে কী বোঝো

খাদ্যফসল – খাদ্য রূপে ব্যবহার করার জন্য উৎপাদিত ফসল কে খাদ্যফসল বলে। উদাহরণ – ধান, গম, ভুট্টা, মিলেট প্রভৃতি।

বাগিচা ফসল – পৃথিবীর ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলগুলিতে মূলত মাঝারি বা বড়ো বাগানে বাণিজ্যের উদ্দেশ্যে যে ফসল চাষ করা হয় তাকে বাগিচা ফসল বলে। যেমন – চা, কফি, রবার, কলা প্রভৃতি বাগিচা ফসল। বাগিচা ফসল মূলত আধুনিক কৃষিপদ্ধতিতে চাষ করা হয়। উদাহরণ – চা, কফি, রবার প্রভৃতি।

খাদ্যফসল ও বাগিচা ফসলের পার্থক্য লেখো।

খাদ্যফসল ও বাগিচা ফসলের মধ্যে পার্থক্য –

বিষয়খাদ্যফসলবাগিচা ফসল
ধারণাখাদ্যফসল খাদ্যের চাহিদা মেটানোর উদ্দেশ্যে চাষ করা হয়।বাগিচা ফসল বাগান তৈরি করে বাজারে বিক্রির উদ্দেশ্যে চাষ করা হয়।
কৃষি ব্যবস্থাজীবিকাসত্তাভিত্তিক কৃষি ব্যবস্থায় খাদ্যফসল চাষ করা হয়।বাগিচা কৃষি মূলত বাণিজ্যিক হারে চাষ করা হয়।
জমির আকৃতিখাদ্যফসল চাষের ক্ষেত্রে জমির আয়তন ছোটো বা মাঝারি হয়।বাগিচা ফসল চাষ -এর জমি বৃহদায়তন হয়।
উৎপন্ন ফসলবছরে একবার রোপণ করে একবার ফসল উৎপন্ন হয়।একবার রোপণ করে বহু বছর ফসল পাওয়া যায়।
আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগখাদ্য ফসল উৎপাদনে আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগ কম হয়।বাগিচা কৃষিতে আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগ হয়।
মূলধনখাদ্যফসল চাষের জন্য মূলধন বিনিয়োগের প্রয়োজন তেমন হয় না।বাগিচা কৃষিতে প্রাথমিক পর্যায়ে প্রচুর মূলধনের প্রয়োজন হয়।
উদাহরণধান, গম, জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি।চা, কফি, রবার প্রভৃতি।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

খাদ্যফসল কাকে বলে?

খাদ্য হিসেবে ব্যবহারের জন্য উৎপাদিত ফসলকে খাদ্যফসল বলে। যেমন — ধান, গম, ভুট্টা, জোয়ার, বাজরা ইত্যাদি।

বাগিচা ফসল কাকে বলে?

বাণিজ্যিক উদ্দেশ্যে বড় বা মাঝারি আকারের বাগানে চাষ করা ফসলকে বাগিচা ফসল বলে। যেমন — চা, কফি, রবার, কলা ইত্যাদি।

খাদ্যফসলের বৈশিষ্ট্য কী?

খাদ্যফসলের বৈশিষ্ট্য হলো –
1. খাদ্য হিসেবে ব্যবহার হয়।
2. উৎপাদন পদ্ধতি সহজ ও প্রাচীন।
3. চাহিদা বেশি থাকায় দাম তুলনামূলক কম।

বাগিচা ফসলের বৈশিষ্ট্য কী?

বাগিচা ফসলের বৈশিষ্ট্য হলো –
1. বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ হয়।
2. আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করা হয়।
3. একবার রোপণ করলে বহু বছর ফসল পাওয়া যায়।

খাদ্যফসল ও বাগিচা ফসলের উদাহরণ দাও।

খাদ্যফসল ও বাগিচা ফসলের উদাহরণ হলো – খাদ্যফসল – ধান, গম, ভুট্টা, জোয়ার, বাজরা। বাগিচা ফসল – চা, কফি, রবার, কলা, আখ।

বাগিচা ফসল মূলত কোথায় চাষ করা হয়?

বাগিচা ফসল প্রধানত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে (যেমন — ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ব্রাজিল) চাষ করা হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “খাদ্যফসল ও বাগিচা ফসল বলতে কী বোঝো? খাদ্যফসল ও বাগিচা ফসলের পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ বলতে কী বোঝো

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র বলতে কী বোঝো

ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র কী? ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

আলোর বিক্ষেপণ কাকে বলে? দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন?

আলোর বিচ্ছুরণ ও আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের মধ্যে পার্থক্য

আলোক কেন্দ্র কাকে বলে? আলোক কেন্দ্রের বৈশিষ্ট্য ও গুরুত্ব

উত্তল লেন্স ও অবতল লেন্স কাকে বলে? উত্তল লেন্স ও অবতল লেন্সের মধ্যে পার্থক্য

একটি অচল পয়সার আত্মকথা – প্রবন্ধ রচনা