কৃষিকাজের জন্য ভারতে জলসেচের প্রয়োজন হয় কেন?

Rahul

আজকের আর্টিকেলে, আমরা ভারতের কৃষিকাজের জন্য জলসেচের অপরিহার্যতার উপর আলোকপাত করব। এই বিষয়টি দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে “ভারতের প্রাকৃতিক পরিবেশ” অধ্যায়ের “ভারতের জলসম্পদ” অংশে।

কৃষিকাজের জন্য ভারতে জলসেচের প্রয়োজন হয় কেন?

কৃষিকাজের জন্য ভারতে জলসেচের প্রয়োজন হয় কেন?

জলসেচ হল এমন এক ব্যবস্থা যার মাধ্যমে, বৃষ্টিপাত অনিশ্চিত বা অনিয়মিত হলেও, কৃষিক্ষেত্রে সারাবছর নিয়মিতভাবে ও প্রয়োজনমতো জল সরবরাহ করে ফসল উৎপাদন করা সম্ভব হয়। ভারতে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হলেও জলাভাব ভারতীয় কৃষির একটি প্রধান সমস্যা। এর কারণ –

  • মৌসুমি বৃষ্টিপাত অত্যন্ত অনিয়মিত এবং অনিশ্চিত। তাই কখনও অনাবৃষ্টি, আবার কখনও অতিবৃষ্টি কৃষি উৎপাদনে সমস্যার সৃষ্টি করে।
  • ভারতে মৌসুমি বৃষ্টিপাতের আঞ্চলিক বণ্টন সর্বত্র সমান নয়। যেমন – উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলেও রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাত, দাক্ষিণাত্যের মধ্যভাগ প্রভৃতি এলাকায় অর্থাৎ দেশের প্রায় এক-তৃতীয়াংশ স্থানে স্বল্প-বৃষ্টিপাতজনিত কারণে কৃষিকাজ ভীষণভাবে ব্যাহত হয়।
  • দেশের বেশির ভাগ জায়গায় শীতকালে বৃষ্টিপাত হয় না বলে গম, ডাল, তৈলবীজ প্রভৃতি রবিশস্য বা শীতকালীন ফসল চাষের জন্য জলসেচ অপরিহার্য।
  • ভারতে অধিকাংশ বৃষ্টিপাত হয় বর্ষাকালের মাত্র চার মাসে (জুন-সেপ্টেম্বর)। সুতরাং, একই জমিতে বছরে দুই-তিন বার ফসল উৎপাদনের জন্য অর্থাৎ বহুফসলি জমির পরিমাণ বাড়াতে জলসেচ ব্যবস্থার প্রয়োজন হয়।
  • লোহিত মৃত্তিকা এবং ল্যাটেরাইট মৃত্তিকার জলধারণক্ষমতা কম বলে জলসেচ ভিন্ন ওইসব মাটিতে ফসল উৎপাদনে উন্নতি সম্ভব নয়। উচ্চফলনশীল শস্য চাষের জন্য নিয়ন্ত্রিত ও পর্যাপ্ত জল সরবরাহের প্রয়োজন হয়, যা একমাত্র জলসেচের মাধ্যমেই করা যায়।

এই পোস্টে আমরা আলোচনা করেছি যে ভারতে কৃষিকাজের জন্য খালের মাধ্যমে জলসেচ কেন প্রয়োজন। বৃষ্টিপাতের উপর নির্ভরতা কমানো, খরা প্রতিরোধ, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং জমির উর্বরতা বৃদ্ধি সহ খাল ব্যবস্থার অনেক সুবিধা রয়েছে। টেকসই জল ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য খালগুলি যথাযথভাবে পরিচালনা করা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আরও জানতে এবং ভারতের জলসম্পদের ভবিষ্যৎ উন্নত করতে আপনি কী করতে পারেন তা অন্বেষণ করতে আমরা আপনাকে উৎসাহিত করি।

Please Share This Article

Related Posts

প্লাটিনাম তড়িদ্দ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণ করলে কী ঘটে তা ক্যাথোড ও অ্যানোডে বিক্রিয়াসমূহ লেখো।

প্লাটিনাম তড়িদ্দ্বারে কপার সালফেটের দ্রবণ তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কী বিক্রিয়া ঘটে?

কপার তড়িদ্দ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎবিশ্লেষণ করলে কী ঘটনা ঘটবে তা ব্যাখ্যা করো। অথবা, কপার তড়িদ্দ্বার ব্যবহার করে কপার সালফেটের (CuSO₄) জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোডে কী বিক্রিয়া হয় লেখো এবং অ্যানোডে কী বিক্রিয়া হয় লেখো।

কপার তড়িদ্দ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎবিশ্লেষণ করলে কী ঘটনা ঘটবে?

গলিত খাদ্য লবণের তড়িৎবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো।

গলিত খাদ্য লবণের তড়িৎবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো।

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

প্লাটিনাম তড়িদ্দ্বারে কপার সালফেটের দ্রবণ তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কী বিক্রিয়া ঘটে?

কপার তড়িদ্দ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎবিশ্লেষণ করলে কী ঘটনা ঘটবে?

গলিত খাদ্য লবণের তড়িৎবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো।

Pt ক্যাথোড ও গ্রাফাইট অ্যানোডে গলিত AlCl₃-এর তড়িদ্বিশ্লেষণে কী ঘটে? ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়া লেখো।

তড়িৎবিশ্লেষণের আয়নীয় উদাহরণসহ ব্যাখ্যা দাও।