মাধ্যমিক ভূগোল – ভারতের অর্থনৈতিক পরিবেশ – ভারতের জনসংখ্যা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের ষষ্ঠ অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের জনসংখ্যা” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

মাধ্যমিক ভূগোল - ভারতের অর্থনৈতিক পরিবেশ - ভারতের জনসংখ্যা - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

সঠিক উত্তরটি নির্বাচন করো। 

ভারতের নবীনতম রাজ্যটি হল –

  1. উত্তরাখণ্ড
  2. তেলেঙ্গানা
  3. ছত্তিশগড়
  4. গোয়া

উত্তর – 2. তেলেঙ্গানা

পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে –

  1. 1010 জন
  2. 1025 জন
  3. 1029 জন
  4. 1050 জন

উত্তর – 3. 1029 জন

জনবসতির ঘনত্ব অনুসারে কেরলের স্থান রাজ্যগুলির মধ্যে –

  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ

উত্তর – 3. তৃতীয়

আয়তনে রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য হলেও মোট জনসংখ্যার বিচারে এটির স্থান –

  1. ষষ্ঠ
  2. সপ্তম
  3. অষ্টম
  4. নবম

উত্তর – 3. অষ্টম

ভারতে সর্বশেষ জনগণনা করা হয়েছে –

  1. 2005 সালে
  2. 2010 সালে
  3. 2011 সালে
  4. 2014 সালে

উত্তর – 3. 2011 সালে

ভারতে আবার জনগণনা করা হবে –

  1. 2010 সালে
  2. 2011 সালে
  3. 2021 সালে
  4. 2024 সালে

উত্তর – 3. 2021 সালে

ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল হল –

  1. দিল্লি
  2. আন্দামান ও নিকোবর
  3. দাদরা ও নগর হাভেলি
  4. পুদুচেরি

উত্তর – 1. দিল্লি

জনসংখ্যার ভৌগোলিক বণ্টনের সূচক হল –

  1. জন্মহার
  2. জনঘনত্ব
  3. মৃত্যুহার
  4. মোট জনসংখ্যা

উত্তর – 2. জনঘনত্ব

ভারতে বাস করে পৃথিবীর মোট জনসংখ্যার –

  1. 16%
  2. 17.5%
  3. 18%
  4. 20.5%

উত্তর – 2. 17.5%

ভারতের মোট জনসংখ্যার মধ্যে পুরুষ জনসংখ্যা হল –

  1. 62.37 কোটি
  2. 60 কোটি
  3. 65 কোটি
  4. 70.25 কোটি

উত্তর – 1. 62.37 কোটি

ভারতের মোট জনসংখ্যার মধ্যে মহিলা জনসংখ্যা হল –

  1. 62.37 কোটি
  2. 60 কোটি
  3. 58.65 কোটি
  4. 55.55 কোটি

উত্তর – 3. 58.65 কোটি

ভারতে প্রতি হাজার পুরুষ জনসংখ্যায় মহিলার সংখ্যা –

  1. 900 জন
  2. 930 জন
  3. 940 জন
  4. 950 জন

উত্তর – 3. 940 জন

যে রাজ্যে প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা সবচেয়ে বেশি –

  1. পশ্চিমবঙ্গ
  2. হরিয়ানা
  3. কেরল
  4. উত্তরপ্রদেশ

উত্তর – 3. কেরল

কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যেখানে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা সবচেয়ে বেশি –

  1. দমন ও দিউ
  2. দিল্লি
  3. লাক্ষা দ্বীপ
  4. পুদুচেরি

উত্তর – 4. পুদুচেরি

ভারতে অপ্রাপ্তবয়স্ক (0-14 বছর) জনসংখ্যা –

  1. 35.58 কোটি
  2. 40.22 কোটি
  3. 40.15 কোটি
  4. 41.25 কোটি

উত্তর – 1. 35.58 কোটি

ভারতে প্রাপ্তবয়স্ক জনসংখ্যা (15-64 বছর) –

  1. 6.20 কোটি
  2. 36.04 কোটি
  3. 78.78 কোটি
  4. 55.88 কোটি

উত্তর – 3. 78.78 কোটি

মহানগর (Metropolis) -এর লোকসংখ্যা হল –

  1. 1 লক্ষের বেশি
  2. 5 হাজার
  3. 10 হাজার
  4. 10 লক্ষের বেশি

উত্তর – 4. 10 লক্ষের বেশি

সর্বশেষ আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা প্রায় –

  1. 121 কোটি
  2. 112 কোটি
  3. 211 কোটি
  4. 102 কোটি

উত্তর – 1. 121 কোটি

ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ গৌণ ক্ষেত্রে নিযুক্ত –

  1. 34%
  2. 43%
  3. 24%
  4. 10%

উত্তর – 3. 24%

কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সাক্ষর জনসংখ্যার হার সর্বাপেক্ষা বেশি দেখা যায় –

  1. দাদরা ও নগর হাভেলিতে
  2. লাক্ষাদ্বীপে
  3. আন্দামান ও নিকোবরে
  4. দমন ও দিউতে

উত্তর – 1. লাক্ষাদ্বীপে

ভারতে প্রথম জনগণনা করা হয় –

  1. 1871 সালে
  2. 1872 সালে
  3. 1881 সালে
  4. 1891 সালে

উত্তর – 2. 1872 সালে

2011 সালের জনসংখ্যার গণনা ভারতের –

  1. 10 তম জনগণনা
  2. 12 তম জনগণনা
  3. 14 তম জনগণনা
  4. 15 তম জনগণনা

উত্তর – 4. 15 তম জনগণনা

পৃথিবীর মধ্যে যে দেশের জনঘনত্ব সবচেয়ে বেশি –

  1. ভারত
  2. বাংলাদেশ
  3. চিন
  4. জাপান

উত্তর – 2. বাংলাদেশ

2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল –

  1. কেরল
  2. বিহার
  3. পশ্চিমবঙ্গ
  4. উত্তরপ্রদেশ

উত্তর – 2. বিহার

শূন্যস্থান পূরণ করো।

অরুণাচল প্রদেশে প্রতি বর্গকিলোমিটারে গড়ে মাত্র ___ জন লোক বসবাস করে। 

উত্তর – অরুণাচল প্রদেশে প্রতি বর্গকিলোমিটারে গড়ে মাত্র 17 জন লোক বসবাস করে।

মোট জনসংখ্যা অনুসারে বর্তমান বিশ্বে ভারতের স্থান ___।

উত্তর – মোট জনসংখ্যা অনুসারে বর্তমান বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়

ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির একটি কারণ হল উচ্চ ___।

উত্তর – ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির একটি কারণ হল উচ্চ জন্মহার

ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য ___।

উত্তর – ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য মহারাষ্ট্র

ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে জনঘনত্ব সবচেয়ে কম ___ প্রদেশে।

উত্তর – ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে জনঘনত্ব সবচেয়ে কম অরুণাচল প্রদেশে।

আদমশুমারি কথার অর্থ ___।

উত্তর – আদমশুমারি কথার অর্থ জনগণনা

জনসংখ্যা বৃদ্ধির হার রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি ___।

উত্তর – জনসংখ্যা বৃদ্ধির হার রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি মেঘালয়

ভারতের মোট জনসংখ্যার ___ শতাংশ অপ্রাপ্তবয়স্ক জনসংখ্যা।

উত্তর – ভারতের মোট জনসংখ্যার 29.04 শতাংশ অপ্রাপ্তবয়স্ক জনসংখ্যা।

ভারতের গড় সাক্ষরতার হার ___ শতাংশ।

উত্তর – ভারতের গড় সাক্ষরতার হার 74.04 শতাংশ।

পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার ___।

উত্তর – পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 77.08%

আগ্রা হল একটি ___ শহরের উদাহরণ।

উত্তর – আগ্রা হল একটি ঐতিহাসিক শহরের উদাহরণ।

___ -কে ভারতের ‘কমলালেবুর শহর’ বলে।

উত্তর – নাগপুর -কে ভারতের ‘কমলালেবুর শহর’ বলে।

ভারতীয়দের প্রত্যাশিত আয়ুষ্কাল ___ বছর।

উত্তর – ভারতীয়দের প্রত্যাশিত আয়ুষ্কাল 68.4 বছর।

বর্তমান ভারতে শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ___ জন।

উত্তর – বর্তমান ভারতে শিশু মৃত্যুর হার প্রতি হাজারে 44 জন।

ভারতের জনসংখ্যার দ্রুতবৃদ্ধি হয় ___ সালের মধ্যে।

উত্তর – ভারতের জনসংখ্যার দ্রুতবৃদ্ধি হয় 1951-1981 সালের মধ্যে।

___ সাল নাগাদ ভারত পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশে পরিণত হবে।

উত্তর – 2050 সাল নাগাদ ভারত পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশে পরিণত হবে।

বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে তা হল ___।

উত্তর – বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে তা হল ধারণযোগ্য উন্নয়ন

বুদ্ধগয়া, পুরী প্রভৃতি শহরগুলি ___ কারণে সৃষ্টি হয়েছে।

উত্তর – বুদ্ধগয়া, পুরী প্রভৃতি শহরগুলি ধর্মীয় কারণে সৃষ্টি হয়েছে।

2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে মোট মহানগরের সংখ্যা ___।

উত্তর – 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে মোট মহানগরের সংখ্যা 53টি

পৃথিবীর যে দেশে জনঘনত্ব সবচেয়ে কম ___।

উত্তর – পৃথিবীর যে দেশে জনঘনত্ব সবচেয়ে কম অস্ট্রেলিয়া

2011 সালের জনগণনা অনুসারে ভারতে নারী-পুরুষের অনুপাত ___।

উত্তর – 2011 সালের জনগণনা অনুসারে ভারতে নারী-পুরুষের অনুপাত 940

নীচের বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ লেখো।

ভারতের রাজ্যগুলির মধ্যে রাজস্থানের জনঘনত্ব সর্বনিম্ন।

উত্তর – অশুদ্ধ

তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য।

উত্তর – শুদ্ধ

কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লির জনঘনত্ব সর্বাধিক।

উত্তর – শুদ্ধ

2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে 382 জন।

উত্তর – শুদ্ধ

ভারতের দ্বিতীয় সর্বাধিক ঘনবসতিপূর্ণ রাজ্য বিহার।

উত্তর – অশুদ্ধ

সর্বশেষ জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যা প্রায় 121 কোটি 2 লক্ষ।

উত্তর – শুদ্ধ

বর্তমানে বিশ্বে প্রায় প্রতি 6 জনের মধ্যে 1 জন ভারতীয়।

উত্তর – শুদ্ধ

ভারতের 29টি রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশের জনঘনত্ব সবচেয়ে বেশি।

উত্তর – অশুদ্ধ

ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ।

উত্তর – শুদ্ধ

2011 খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতবর্ষের মোট জনসংখ্যার 40 শতাংশ শহরে বাস করে।

উত্তর – অশুদ্ধ

বেকারত্ব ভারতের জনবিস্ফোরণের একটি প্রধান ফল।

উত্তর – শুদ্ধ

ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার (2001-2011 -এর মধ্যে) 1.76%।

উত্তর – শুদ্ধ

পৃথিবীর মোট স্থলভাগের মাত্র 3 শতাংশ ভারতে রয়েছে।

উত্তর – অশুদ্ধ

স্বাধীনতার সময় ভারতের মাত্র 14 শতাংশ মানুষ সাক্ষর ছিলেন।

উত্তর – শুদ্ধ

পরিব্রাজন মানুষের একটি সহজাত প্রবৃত্তি।

উত্তর – শুদ্ধ

1901-1931 সাল পর্যন্ত সময় জনসংখ্যা দ্রুত বেড়েছে।

উত্তর – অশুদ্ধ

দিল্লি ভারতের সর্বাপেক্ষা জনঘনত্বযুক্ত অঞ্চল।

উত্তর – শুদ্ধ

ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ।

উত্তর – অশুদ্ধ

ভারতে কর্মে নিযুক্ত জনসংখ্যা প্রায় 73 কোটি।

উত্তর – অশুদ্ধ

প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা বিচারে সবচেয়ে কম দমন দিউ এ।

উত্তর – শুদ্ধ

ভারতে প্রতি বছর যে পরিমাণ জনসংখ্যা বাড়ে তা আমেরিকা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার সমান।

উত্তর – অশুদ্ধ

মানবউন্নয়ন রিপোর্টে মানুষের সবচেয়ে ভালো অবস্থা রয়েছে আইসল্যান্ডে।

উত্তর – শুদ্ধ

কর্মে নিযুক্ত মানুষ তারাই যারা বছরে 183 দিন কাজ করে।

উত্তর – শুদ্ধ

শহরের জনসংখ্যা কমপক্ষে প্রতি বর্গকিমিতে 400 জন হওয়া দরকার।

উত্তর – শুদ্ধ

ভারতের রাজ্যগুলির মধ্যে মোট জনসংখ্যায় উত্তরপ্রদেশের স্থান প্রথম হলেও জনঘনত্বে রাজ্যটির স্থান চতুর্থ।

উত্তর – শুদ্ধ

স্তম্ভ মেলাও।

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
A. সর্বশেষ আদমশুমারির সময় ভারতের জনঘনত্ব1. 17 জন/বর্গকিমিA. → 4.
B. সর্বশেষ আদমশুমারির সময় পশ্চিমবঙ্গের জনঘনত্ব2. 1102 জন/বর্গকিমিB. → 5.
C. সর্বশেষ আদমশুমারির সময় বিহারের জনঘনত্ব3. 859 জন/বর্গকিমিC. → 2.
D. সর্বশেষ আদমশুমারির সময় কেরলের জনঘনত্ব4. 382 জন/বর্গকিমিD. → 3.
E. সর্বশেষ আদমশুমারির সময় অরুণাচলের জনঘনত্ব5. 1029 জন/বর্গকিমিE. → 1.

একটি বা দুটি শব্দে উত্তর দাও।

ভারতে কত বছর অন্তর জনগণনা করা হয়?

ভারতে 10 বছর অন্তর জনগণনা করা হয়।

সর্বশেষ জনগণনা অনুযায়ী ভারতের মোট লোকসংখ্যা কত?

সর্বশেষ জনগণনা অনুযায়ী ভারতের মোট লোকসংখ্যা 1210193422 জন।

ভারতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত?

ভারতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 1.76%।

ভারতের কোন্ রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি?

ভারতের উত্তরপ্রদেশ (199581477 জন) রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি।

ভারতের কোন্ রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম?

ভারতের সিকিম (607688 জন) রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম।

ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?

ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হল দিল্লি (11297 জন/বর্গকিমি)।

সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কয়টি?

সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা 2.53টি।

ভারতের সবচেয়ে কম জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?

ভারতের সবচেয়ে কম জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (46 জন/বর্গকিমি)।

কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোথাকার জনসংখ্যা সবচেয়ে বেশি?

কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লির (1.68 কোটি) জনসংখ্যা সবচেয়ে বেশি।

কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোথাকার জনসংখ্যা সবচেয়ে কম?

কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লাক্ষাদ্বীপের (64 হাজার 429 জন) জনসংখ্যা সবচেয়ে কম।

বর্তমানে ভারতের কত শতাংশ মানুষ শহরে বাস করে?

বর্তমানে ভারতের 31.16% শতাংশ মানুষ শহরে বাস করে।

ভারতে সাক্ষরতার হার কত?

ভারতে সাক্ষরতার হার 74.04%।

বর্তমানে কত মানুষ শহরে বাস করে?

বর্তমানে 37.72 কোটি মানুষ শহরে বাস করে।

পশ্চিমবঙ্গের একটি মেগাসিটির নাম কী?

পশ্চিমবঙ্গের একটি মেগাসিটির নাম হল কলকাতা।

হলদিয়াতে মানুষের বসবাসের মূল ভিত্তি কী?

হলদিয়াতে মানুষের বসবাসের মূল ভিত্তি হল হলদিয়া বন্দর।

পুরীতে কী কারণে জনসমাগম হয়েছে?

পুরীতে ধর্মীয় কারণে জনসমাগম হয়েছে।


আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের ষষ্ঠ অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের জনসংখ্যা” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক (দশম শ্রেণী) পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Categories -
Please Share This Article

Related Posts

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Geography Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Geography Suggestion 2026 Wbbse – শুদ্ধ ও অশুদ্ধ

Madhyamik Geography MCQ Suggestion 2026 Wbbse

Madhyamik History Suggestion 2026 Wbbse (Marks 4)

Madhyamik History Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন (2 Marks)