মাধ্যমিক ভূগোল – ভারতের প্রাকৃতিক পরিবেশ – ভারতের জলসম্পদ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Rahul

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়, ভারতের প্রাকৃতিক পরিবেশের ‘ভারতের জলসম্পদ‘ এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই ধরনের প্রশ্নগুলি মাধ্যমিক এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

মাধ্যমিক ভূগোল - ভারতের প্রাকৃতিক পরিবেশ - ভারতের জলসম্পদ - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

গঙ্গার প্রধান উপনদী কোনটি?

গঙ্গার প্রধান উপনদী হল যমুনা।

ভাগীরথী এবং অলকনন্দার মিলিত প্রবাহের নাম কী?

ভাগীরথী এবং অলকনন্দার মিলিত প্রবাহের নাম গঙ্গা।

দুটি পূর্ববাহিনী নদীর নাম লেখো।

দুটি পূর্ববাহিনী নদীর নাম হলো গোদাবরী ও কৃষ্ণা।

দারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কী?

দারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ।

ভাকরা এবং নাঙ্গাল কোন্ নদীর ওপর দেওয়া বাঁধ?

ভাকরা এবং নাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর ওপর নির্মিত।

গঙ্গার বাম তীরের একটি নদীর নাম লেখো।

গঙ্গার বাম তীরের একটি নদীর নাম গোমতী।

দক্ষিণ ভারতের একটি পবিত্র নদী কোনটি?

দক্ষিণ ভারতের একটি পবিত্র নদী হল কাবেরী।

ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?

ভারতের উচ্চতম জলপ্রপাত হল যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত।

কোন অংশে ব্রহ্মপুত্রের নাম সাংপো?

তিব্বতে ব্রহ্মপুত্রের নাম সাংপো।

কাবেরী নদীর ওপর অবস্থিত একটি জলপ্রপাতের নাম করো।

কাবেরী নদীর ওপর অবস্থিত একটি জলপ্রপাতের নাম শিবসমুদ্রম।।

দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়?

দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী নদীকে বলা হয়।

তাপ্তী নদীর মোহানায় অবস্থিত শহরটির নাম কী?

তাপ্তী নদীর মোহানায় অবস্থিত শহরটির নাম সুরাত।

ব্রহ্মপুত্র বাংলাদেশে কী নামে প্রবাহিত হয়?

ব্রহ্মপুত্র বাংলাদেশে যমুনা নামে প্রবাহিত হয়।

গঙ্গা কোথায় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে?

গঙ্গা রাজমহল পাহাড়ের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে।

যমুনার একটি উপনদীর নাম করো।

যমুনার একটি উপনদীর নাম টোনস।

ব্রহ্মপুত্র নদীর নাম যমুনা হয়েছে কোথা থেকে?

ধুবড়ি থেকে ব্রহ্মপুত্র নদীর নাম যমুনা হয়েছে।

নর্মদা নদীর উৎসস্থল কোথায়?

নর্মদা নদীর উৎসস্থল অমরকণ্টক পাহাড়ে।

নর্মদা নদীটি কোন কোন পর্বতের গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে?

নর্মদা নদীটি সাতপুরা ও বিন্ধ্য পর্বতের গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে।

একটি স্বাদুজলের হ্রদের নাম করো।

একটি স্বাদুজলের হ্রদের নাম ডাল হ্রদ।

ভারতের কোন অঞ্চলে নিত্যবহ খালের সাহায্যে জলসেচ করা হয়?

ভারতের উত্তর অঞ্চলে নিত্যবহ খালের সাহায্যে জলসেচ করা হয়।

ইডেন খাল কোন রাজ্যে অবস্থিত?

ইডেন খাল পশ্চিমবঙ্গে অবস্থিত।

পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ সেচবাঁধের নাম লেখো।

পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ সেচবাঁধের নাম হিরাকুঁদ বাঁধ।

যেসব খাল থেকে সারাবছর জলসেচ করা যায় তাকে কী বলে?

যেসব খাল থেকে সারাবছর জলসেচ করা যায় তাকে নিত্যবহ খাল বলে।

সেচসেবিত কৃষিজমির পরিমাণ কোন রাজ্যে সর্বাধিক?

সেচসেবিত কৃষিজমির পরিমাণ পাঞ্জাবে সর্বাধিক।

কৃষ্ণা নদীর ওপর নির্মিত বহুমুখী নদী পরিকল্পনার নাম কী?

কৃষ্ণা নদীর ওপর নির্মিত বহুমুখী নদী পরিকল্পনার নাম নাগার্জুন সাগর।

বৃষ্টির জল সংরক্ষণ করলে সর্বাধিক সুবিধা কী হবে?

বৃষ্টির জল সংরক্ষণ করলে ভূগর্ভস্থ জলের সঞ্চয় বাড়বে।

মণিপুরের পবিত্র হ্রদের নাম কী?

মণিপুরের পবিত্র হ্রদের নাম লোকটাক হ্রদ।

নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কী?

নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম ধুঁয়াধার।

আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়ের ‘ভারতের প্রাকৃতিক পরিবেশ’ এর ভারতের জলসম্পদ বিভাগ নিয়ে আলোচনা করেছি। এই অংশের কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর মাধ্যমিক পরীক্ষার জন্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় প্রায়ই আসে। আশা করি, এই আর্টিকেলটি আপনার জন্য উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, তাহলে টেলিগ্রামের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের এটি কাজে লাগবে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.1

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – প্রয়োগ