আজকের আর্টিকেলে আমরা দশম শ্রেণীর ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” এর থেকে “অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর” আলোচনা করবো। এই প্রশ্নগুলো দশম শ্রেণির ইউনিট টেস্ট থেকে মাধ্যমিক পরীক্ষা এর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি চাকরি বা বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষাতেও কাজে লাগবে। এই অধ্যায় থেকে স্কুল পরীক্ষা থেকে শুরু করে মাধ্যমিক ও চাকরির পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে, তাই এই প্রশ্নোত্তরগুলো সবাইকে সাহায্য করবে। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ভাষায় লেখা হয়েছে, যাতে সবাই বুঝতে পারেন। পড়ার শেষে এই অধ্যায়ের মুখ্য বিষয়গুলো আপনার আয়ত্তে চলে আসবে এবং যেকোনো পরীক্ষায় আত্মবিশ্বাসের সঙ্গে লিখতে পারবেন।

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ শুরু হয় পলাশির যুদ্ধের –
- 100 বছর পরে
- 200 বছর পরে
- 300 বছর পরে
- 400 বছর পরে
উত্তর – 1. 100 বছর পরে
‘সিপাহি বিদ্রোহ’ কবিতাটি রচনা করেন –
- সুকান্ত ভট্টাচার্য
- নরহরি কবিরাজ
- ভি ডি সাভারকর
- রমেশচন্দ্র মজুমদার
উত্তর – 1. সুকান্ত ভট্টাচার্য
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সর্বপ্রথম শুরু হয় –
- বহরমপুরে
- মিরাটে
- কানপুরে
- লখনউতে
উত্তর – 1. বহরমপুরে
ব্যারাকপুর সেনাছাউনিতে বিদ্রোহ করেন –
- কিংসফোর্ড
- মঙ্গল পাণ্ডে
- বকৎ খান
- তাঁতিয়া তোপি
উত্তর – 2. মঙ্গল পাণ্ডে
মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় –
- 1857 খ্রিস্টাব্দে
- 1858 খ্রিস্টাব্দে
- 1859 খ্রিস্টাব্দে
- 1860 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1857 খ্রিস্টাব্দে
‘হিন্দুস্তানের সম্রাট’ বলে ঘোষিত হন –
- দ্বিতীয় বাহাদুর শাহ
- নানাসাহেব
- হজরত মহল
- লক্ষ্মীবাঈ
উত্তর – 1. দ্বিতীয় বাহাদুর শাহ
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে যোগ দেয়নি –
- বিহার
- উত্তরপ্রদেশ
- মধ্যপ্রদেশ
- পাঞ্জাব
উত্তর – 4. পাঞ্জাব
1857 খ্রিস্টাব্দের ঘটনাকে ‘সিপাহি বিদ্রোহ’ বলেছেন –
- চার্লস রেকস
- নর্টন
- রমেশচন্দ্র মজুমদার
- সাভারকর
উত্তর – 1. চার্লস রেকস
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ’ বলেছিলেন –
- রমেশচন্দ্র মজুমদার
- সুরেন্দ্রনাথ সেন
- বিনায়ক দামোদর সাভারকর
- দাদাভাই নৌরজি
উত্তর – 3. বিনায়ক দামোদর সাভারকর
কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে বলেছেন –
- সেনা বিদ্রোহ
- সামন্ত বিদ্রোহ
- অভিজাত বিদ্রোহ
- জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ
উত্তর – 4. জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ
‘Eighteen Fifty Seven’ গ্রন্থটির রচয়িতা –
- রমেশচন্দ্র মজুমদার
- তারাচাঁদ
- সুরেন্দ্রনাথ সেন
- শশীভূষণ চৌধুরী
উত্তর – 3. সুরেন্দ্রনাথ সেন
‘দ্য গ্রেট রিবেলিয়ান’ গ্রন্থটি রচনা করেন –
- রজনীপাম দত্ত
- তালমিজ খালদুন
- পিসি যোশি
- চার্লস রেকস
উত্তর – 2. তালমিজ খালদুন
‘1857 ও বাংলাদেশ’ গ্রন্থটি রচনা করেন –
- সুকুমার মিত্র
- দীনবন্ধু মিত্র
- তারকনাথ পালিত
- রাধারমণ মিত্র
উত্তর – 1. সুকুমার মিত্র
ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে –
- 1857 খ্রিস্টাব্দে
- 1858 খ্রিস্টাব্দে
- 19 19 খ্রিস্টাব্দে
- 1947 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1858 খ্রিস্টাব্দে
মহারানির ঘোষণাপত্র (1858 খ্রিঃ) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় –
- 1 জানুয়ারি
- 26 জানুয়ারি
- 2 অক্টোবর
- 1 নভেম্বর
উত্তর – 4. 1 নভেম্বর
মহারানির ঘোষণাপত্র (1858 খ্রিঃ) অনুযায়ী ভারতের ‘রাজপ্রতিনিধি’ হিসেবে প্রথম নিযুক্ত হন –
- লর্ড ডালহৌসি
- লর্ড ক্যানিং
- লর্ড বেন্টিঙ্ক
- লর্ড মাউন্টব্যাটেন
উত্তর – 2. লর্ড ক্যানিং
‘ভাইসরয়’ কথার অর্থ হল –
- রাজপ্রতিনিধি
- রাজদূত
- রাজ্যপাল
- প্রধানমন্ত্রী
উত্তর – 1. রাজপ্রতিনিধি
ব্রিটিশ ভারতে মোট প্রেন্সিডেন্সির সংখ্যা ছিল –
- 1টি
- 2টি
- 3টি
- 4টি
উত্তর – 3. 3টি
‘সভাসমিতির যুগ’ হিসেবে পরিচিত –
- অষ্টাদশ শতক
- ঊনবিংশ শতক
- বিংশ শতক
- একবিংশ শতক
উত্তর – 2. ঊনবিংশ শতক
ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল –
- ভারতসভা
- ভারতীয় জাতীয় কংগ্রেস
- বঙ্গভাষা প্রকাশিকা সভা
- ল্যান্ড হোল্ডার্স সোসাইটি
উত্তর – 3. বঙ্গভাষা প্রকাশিকা সভা
বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় –
- 1828 খ্রিস্টাব্দে
- 1829 খ্রিস্টাব্দে
- 1836 খ্রিস্টাব্দে
- 1856 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1836 খ্রিস্টাব্দে
জমিদার সভা প্রতিষ্ঠিত হয় –
- 1830 খ্রিস্টাব্দে
- 1836 খ্রিস্টাব্দে
- 1837 খ্রিস্টাব্দে
- 1838 খ্রিস্টাব্দে
উত্তর – 4. 1838 খ্রিস্টাব্দে
জমিদার সভার সভাপতি ছিলেন –
- রাজা রামমোহন রায়
- রাজা রাধাকান্ত দেব
- বিদ্যাসাগর
- সুরেন্দ্রনাথ ব্যানার্জি
উত্তর – 2. রাজা রাধাকান্ত দেব
দ্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয় –
- 1836 খ্রিস্টাব্দে
- 1838 খ্রিস্টাব্দে
- 1843 খ্রিস্টাব্দে
- 1851 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1843 খ্রিস্টাব্দে
ভারতসভার প্রথম সভাপতি ছিলেন –
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- আনন্দমোহন বসু
- রেভা. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
- শিবনাথ শাস্ত্রী
উত্তর – 3. রেভা. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
ভারতসভার প্রাণপুরুষ বলা হয় –
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
- রাজা রাধাকান্ত দেবকে
- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে
- প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে
উত্তর – 1. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন –
- কেশবচন্দ্র সেন
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- হরিশচন্দ্র মুখোপাধ্যায়
- গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তর – 2. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
‘বেঙ্গলি’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন –
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- রাজা রাধাকান্ত দেব
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর – 1. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
‘Surrender Not’ বলা হত –
- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
- দাদাভাই নৌরজিকে
- গোপালকৃষ্ণ গোখলেকে
উত্তর – 2. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
ফেডারেশন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন –
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- আনন্দমোহন বসু
- জগদীশচন্দ্র বসু
- সুভাষচন্দ্র বসু
উত্তর – 2. আনন্দমোহন বসু
‘পুনা সার্বজনিক সভা’ প্রতিষ্ঠিত হয় –
- 1850 খ্রিস্টাব্দে
- 1860 খ্রিস্টাব্দে
- 1867 খ্রিস্টাব্দে
- 1880 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1867 খ্রিস্টাব্দে
‘পুনা সার্বজনিক সভা’ প্রতিষ্ঠা করেন –
- রামকৃষ্ণ ভাণ্ডারকর
- মহাদেব গোবিন্দ রানাডে
- ঈশ্বরচন্দ্র গুপ্ত
- দাদাভাই নৌরজি
উত্তর – 2. মহাদেব গোবিন্দ রানাডে
হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয় –
- 1848 খ্রিস্টাব্দে
- 1867 খ্রিস্টাব্দে
- 1976 খ্রিস্টাব্দে
- 1886 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1867 খ্রিস্টাব্দে
হিন্দুমেলার প্রতিষ্ঠাতা ছিলেন –
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- নবগোপাল মিত্র
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- স্বামী বিবেকানন্দ
উত্তর – 2. নবগোপাল মিত্র
‘জাতীয়তাবাদের গীতা’ বলা হয় –
- নীলদর্পণকে
- আনন্দমঠকে
- গোরাকে
- বর্তমান ভারতকে
উত্তর – 2. আনন্দমঠকে
‘আনন্দমঠ’ গ্রন্থের রচয়িতা হলেন –
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- কাজী নজরুল ইসলাম
উত্তর – 1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
‘বন্দেমাতরম’ সংগীতটি আছে –
- গোরা উপন্যাসে
- আনন্দমঠ উপন্যাসে
- বর্তমান ভারত গ্রন্থে
- পথের দাবী উপন্যাসে
উত্তর – 2. আনন্দমঠ উপন্যাসে
‘বন্দেমাতরম’ সংগীতটি রচিত হয় –
- 1870 খ্রিস্টাব্দে
- 1872 খ্রিস্টাব্দে
- 1875 খ্রিস্টাব্দে
- 1876 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1875 খ্রিস্টাব্দে
দেশকে ‘মা’ বলে কল্পনা করা হয়েছে –
- পথের দাবী উপন্যাসে
- আনন্দমঠ উপন্যাসে
- গোরা উপন্যাসে
- বর্তমান ভারত গ্রন্থে
উত্তর – 2. আনন্দমঠ উপন্যাসে
রুশোর ‘Social Contract’ -এর সঙ্গে তুলনা করা হয়েছে –
- বর্তমান ভারত গ্রন্থের
- গোরা উপন্যাসের
- আনন্দমঠ উপন্যাসের
- নীলদর্পণ নাটকের
উত্তর – 3. আনন্দমঠ উপন্যাসের
‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন –
- অক্ষয় কুমার দত্ত
- রাজনারায়ণ বসু
- স্বামী বিবেকানন্দ
- রমেশচন্দ্র মজুমদার
উত্তর – 3. স্বামী বিবেকানন্দ
‘বর্তমান ভারত’ প্রথম প্রকাশিত হয় –
- উদ্বোধন পত্রিকায়
- সঞ্জীবনী পত্রিকায়
- অমৃতবাজার পত্রিকায়
- বেঙ্গলি পত্রিকায়
উত্তর – 1. উদ্বোধন পত্রিকায়
‘বর্তমান ভারত’ গ্রন্থের আকারে প্রকাশিত হয় –
- 1882 খ্রিস্টাব্দে
- 1890 খ্রিস্টাব্দে
- 1905 খ্রিস্টাব্দে
- 1910 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1905 খ্রিস্টাব্দে
‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন –
- অবনীন্দ্রনাথ ঠাকুর
- রবীন্দ্রনাথ ঠাকুর
- নন্দলাল বসু
- গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তর – 1. অবনীন্দ্রনাথ ঠাকুর
‘বঙ্গমাতা’ চিত্রের চিত্রকর হলেন –
- অবনীন্দ্রনাথ ঠাকুর
- যামিনী রায়
- গগনেন্দ্রনাথ ঠাকুর
- রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর – 1. অবনীন্দ্রনাথ ঠাকুর
‘বঙ্গমাতা’ চিত্রটি অঙ্কিত হয় –
- 1806 খ্রিস্টাব্দে
- 1872 খ্রিস্টাব্দে
- 1900 খ্রিস্টাব্দে
- 1902 খ্রিস্টাব্দে
উত্তর – 4. 1902 খ্রিস্টাব্দে
এখানে আলাদা গোত্রের উপাদানটি হল –
- ভারতমাতা
- গোরা
- আনন্দমঠ
- বর্তমান ভারত
উত্তর – 1. ভারতমাতা
গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন –
- সংগীত শিল্পী
- নাট্যকার
- কবি
- ব্যঙ্গ চিত্রশিল্পী
উত্তর – 4.ব্যঙ্গ চিত্রশিল্পী
‘বিরূপ বজ্র’ ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন –
- নন্দলাল বসু
- অবনীন্দ্রনাথ ঠাকুর
- রবীন্দ্রনাথ ঠাকুর
- গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তর – 4. গগনেন্দ্রনাথ ঠাকুর
শূন্যস্থান পূরণ করো
মঙ্গল পাণ্ডে ___ সৈনিক ছিলেন।
উত্তর – মঙ্গল পাণ্ডে বেঙ্গল আর্মির সৈনিক ছিলেন।
ইংরেজ অফিসার ___ কে মঙ্গল পাণ্ডে গুলি করেন।
উত্তর – ইংরেজ অফিসার মেজর হিউসন কে মঙ্গল পাণ্ডে গুলি করেন।
অযোধ্যায় 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের নেতৃত্ব দেন ___।
উত্তর – অযোধ্যায় 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের নেতৃত্ব দেন হজরত মহল।
গোবিন্দ ধুন্দুপন্থ পরিচিত ছিলেন ___ নামে।
উত্তর – গোবিন্দ ধুন্দুপন্থ পরিচিত ছিলেন নানাসাহেব নামে।
‘ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেনডেন্স’ গ্রন্থের লেখক হলেন ___।
উত্তর – ‘ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেনডেন্স’ গ্রন্থের লেখক হলেন ভি ডি সাভারকর।
‘1857 in Our History’ প্রবন্ধটি লেখেন ___।
উত্তর – ‘1857 in Our History’ প্রবন্ধটি লেখেন পিসি যোশি।
18957 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘নৈরাজ্যবাদী’ বলে ব্যাখ্যা করেছেন ___।
উত্তর – 18957 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘নৈরাজ্যবাদী’ বলে ব্যাখ্যা করেছেন রাজনারায়ণ বসু।
‘ভারত সম্রাজ্ঞী’ উপাধি প্রদান করা হয় ___।
উত্তর – ‘ভারত সম্রাজ্ঞী’ উপাধি প্রদান করা হয় রানি ভিক্টোরিয়াকে।
মহারানি ভিক্টোরিয়া ‘ভারত সম্রাজ্ঞী’ উপাধি পান ___ খ্রিস্টাব্দে।
উত্তর – মহারানি ভিক্টোরিয়া ‘ভারত সম্রাজ্ঞী’ উপাধি পান 1858 খ্রিস্টাব্দে।
‘The Last Mughal, The Fall of a Dynasty, 1857’ গ্রন্থের রচয়িতা হলেন ___।
উত্তর – ‘The Last Mughal, The Fall of a Dynasty, 1857’ গ্রন্থের রচয়িতা হলেন উইলিয়ম ডালরিম্পল।
‘সংবাদ ভাস্কর’ পত্রিকার সম্পাদক ছিলেন ___।
উত্তর – ‘সংবাদ ভাস্কর’ পত্রিকার সম্পাদক ছিলেন গৌরীশঙ্কর তর্কবাগীশ।
মহারানির ঘোষণাপত্র জারি করা হয় ___ এক দরবারে।
উত্তর – মহারানির ঘোষণাপত্র জারি করা হয় এলাহাবাদের এক দরবারে।
মহারানির ঘোষণাপত্রকে ‘ঐতিহাসিক ধাপ্পাবাজি’ বলেছেন ঐতিহাসিক ___।
উত্তর – মহারানির ঘোষণাপত্রকে ‘ঐতিহাসিক ধাপ্পাবাজি’ বলেছেন ঐতিহাসিক বিপানচন্দ্র।
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন ___।
উত্তর – 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন ভাইসরয়।
ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ___।
উত্তর – ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ব্রানসন।
‘মহাজন সভা’ ___ -এ গড়ে ওঠে।
উত্তর – ‘মহাজন সভা’ মাদ্রাজ -এ গড়ে ওঠে।
ভারতসভা প্রতিষ্ঠিত হয় ___ খ্রিস্টাব্দে।
উত্তর – ভারতসভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে।
সর্বভারতীয় জাতীয় সম্মেলন (1883 খ্রিঃ) অনুষ্ঠিত হয় ___ উদ্যোগে।
উত্তর – সর্বভারতীয় জাতীয় সম্মেলন (1883 খ্রিঃ) অনুষ্ঠিত হয় ভারতসভার উদ্যোগে।
ভারতসভার ‘প্রাণপুরুষ’ বলা হয় ___ -কে।
উত্তর – ভারতসভার ‘প্রাণপুরুষ’ বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কে।
স্বদেশি আন্দোলনের সময় ‘জাতীয় ভাণ্ডার’ গড়ে তোলে ___।
উত্তর – স্বদেশি আন্দোলনের সময় ‘জাতীয় ভাণ্ডার’ গড়ে তোলে ভারতসভা।
‘ভারতসভা’-র মুখপত্র ছিল ___ পত্রিকা।
উত্তর – ‘ভারতসভা’-র মুখপত্র ছিল দ্য বেঙ্গলি পত্রিকা।
ইলবার্ট বিল পাস হয় ___ খ্রিস্টাব্দে।
উত্তর – ইলবার্ট বিল পাস হয় 1883 খ্রিস্টাব্দে।
‘অস্ত্র আইন’ পাস হয় ___ আমলে।
উত্তর – ‘অস্ত্র আইন’ পাস হয় লর্ড লিটনের আমলে।
‘অস্ত্র আইন’ প্রত্যাহার করেন ___।
উত্তর – ‘অস্ত্র আইন’ প্রত্যাহার করেন লর্ড রিপন।
‘রাষ্ট্রগুরু’ নামে পরিচিত হলেন ___।
উত্তর – ‘রাষ্ট্রগুরু’ নামে পরিচিত হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
‘বাংলার মুকুটহীন রাজা’ নামে পরিচিত ছিলেন ___।
উত্তর – ‘বাংলার মুকুটহীন রাজা’ নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
‘হিন্দুমেলার উপহার’ কবিতাটি রচনা করেছিলেন ___।
উত্তর – ‘হিন্দুমেলার উপহার’ কবিতাটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
‘হিন্দুমেলা’-র অপর নাম ছিল ___।
উত্তর – ‘হিন্দুমেলা’-র অপর নাম ছিল চৈত্রমেলা।
রাজনারায়ণ বসু ___ উদ্যোগে যুক্ত ছিলেন।
উত্তর – রাজনারায়ণ বসু হিন্দুমেলার উদ্যোগে যুক্ত ছিলেন।
‘পদ্মিনী উপাখ্যান’ গ্রন্থের রচয়িতা ছিলেন ___।
উত্তর – ‘পদ্মিনী উপাখ্যান’ গ্রন্থের রচয়িতা ছিলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
‘উদ্বোধন’ পত্রিকা প্রকাশিত হয় ___ খ্রিস্টাব্দে।
উত্তর – ‘উদ্বোধন’ পত্রিকা প্রকাশিত হয় 1899 খ্রিস্টাব্দে।
‘বর্তমান ভারত’ গ্রন্থটির লেখক ছিলেন ___।
উত্তর – ‘বর্তমান ভারত’ গ্রন্থটির লেখক ছিলেন স্বামী বিবেকানন্দ।
‘উদ্বোধন’ ও ‘প্রবুদ্ধ ভারত’ নামে দুটি পত্রিকা প্রকাশ করেন ___।
উত্তর – ‘উদ্বোধন’ ও ‘প্রবুদ্ধ ভারত’ নামে দুটি পত্রিকা প্রকাশ করেন স্বামী বিবেকানন্দ।
‘সত্যানন্দ’ চরিত্রটি আছে ___ উপন্যাসে।
উত্তর – ‘সত্যানন্দ’ চরিত্রটি আছে আনন্দমঠ উপন্যাসে।
‘বন্দেমাতরম’ গানটিতে সুরারোপ করেছেন ___।
উত্তর – ‘বন্দেমাতরম’ গানটিতে সুরারোপ করেছেন যদুভট্ট।
___ এবং ___ আন্দোলনের পটভূমিতে ‘গোরা’ উপন্যাসটি রচিত।
উত্তর – বঙ্গভঙ্গ এবং স্বদেশি আন্দোলনের পটভূমিতে ‘গোরা’ উপন্যাসটি রচিত।
‘গোরা’ উপন্যাসে ___ ___ বাঙালিদের পরিচয় লিপিবদ্ধ হয়েছে।
উত্তর – ‘গোরা’ উপন্যাসে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের পরিচয় লিপিবদ্ধ হয়েছে।
‘নব্যবঙ্গ চিত্রকলার জনক’ বলা হয়, ___ -কে।
উত্তর – ‘নব্যবঙ্গ চিত্রকলার জনক’ বলা হয়, অবনীন্দ্রনাথ ঠাকুর-কে।
আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ বা কার্টুন চিত্রের জনক হলেন ___।
উত্তর – আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ বা কার্টুন চিত্রের জনক হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর।
‘খল ব্রাহ্মণ’ চিত্রটি অঙ্কন করেছেন ___।
উত্তর – ‘খল ব্রাহ্মণ’ চিত্রটি অঙ্কন করেছেন গগনেন্দ্রনাথ ঠাকুর।
আধনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল ___ পত্রিকায়।
উত্তর – আধনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অমৃতবাজার পত্রিকায়।
ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো
ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
A. ভারতসভা | 1. 1867 খ্রিস্টাব্দ | A. → 2. |
B. বঙ্গভাষা প্রকাশিকা সভা | 2. 1876 খ্রিস্টাব্দ | B. → 3 |
C. হিন্দুমেলা | 3. 1836 খ্রিস্টাব্দ | C. → 1. |
D. জমিদার সভা | 4. 1838 খ্রিস্টাব্দ | D. → 4. |
ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
A. আনন্দমঠ | 1. স্বামী বিবেকানন্দ | A. → 2. |
B. গোরা | 2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | B. → 3 |
C. বর্তমান ভারত | 3. রবীন্দ্রনাথ ঠাকুর | C. → 1. |
D. ভারতমাতা | 4. অবনীন্দ্রনাথ ঠাকুর | D. → 4. |
পূর্ণবাক্যে উত্তর দাও।
এনফিল্ড রাইফেল ব্যবহারের আগে ভারতীয় সেনারা কী ধরনের বন্দুক ব্যবহার করত?
এনফিল্ড রাইফেল ব্যবহারের আগে ভারতীয় সেনারা ব্রাউন বেস গাদাবন্দুক ব্যবহার করত।
সিপাহি বিদ্রোহের সূচনা হয় কত খ্রিস্টাব্দে?
সিপাহি বিদ্রোহের সূচনা হয় 1857 খ্রিস্টাব্দে।
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় ভারতের বড়োলাট বা গভর্নর জেনারেল কে ছিলেন?
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় ভারতের বড়োলাট বা গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
ব্যারাকপুর সেনাছাউনিতে কবে বিদ্রোহ ঘটে?
ব্যারাকপুর সেনাছাউনিতে 1857 খ্রিস্টাব্দের 29 মার্চ বিদ্রোহ ঘটে।
ব্যারাকপুরে বিদ্রোহের সূচনা করেন কে?
ব্যারাকপুরে বিদ্রোহের সূচনা করেন মঙ্গল পাণ্ডে।
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন?
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন মঙ্গল পাণ্ডে।
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ প্রকৃতপক্ষে কোথায় শুরু হয়?
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ প্রকৃতপক্ষে মিরাটে শুরু হয়।
মিরাটে কবে বিদ্রোহ শুরু হয়?
মিরাটে 1857 খ্রিস্টাব্দের 10 মে বিদ্রোহ শুরু হয়।
এনফিল্ড রাইফেলের কার্তুজের খোলসটিতে কী লাগানো থাকত?
এনফিল্ড রাইফেলের কার্তুজের খোলসটিতে গোরু ও শূকরের চর্বি লাগানো থাকত।
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় বিদ্রোহীরা কবে দিল্লি দখল করে?
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় বিদ্রোহীরা 1857 খ্রিস্টাব্দের 11 মে দিল্লি দখল করে।
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় ‘হিন্দুস্তানের সম্রাট’ বলে কে ঘোষিত হন?
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় ‘হিন্দুস্তানের সম্রাট’ বলে ঘোষিত হন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ।
দিল্লির শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।
লক্ষ্মীবাঈ কোন্ রাজ্যের রানি ছিলেন?
লক্ষ্মীবাঈ ঝাঁসি রাজ্যের রানি ছিলেন।
নানাসাহেব কে ছিলেন?
নানাসাহেব ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাও -এর দত্তকপুত্র এবং 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের একজন অন্যতম নেতা।
তাঁতিয়া তোপি কে ছিলেন?
তাঁয়া তোপি ছিলেন সাহেতবের সেনাপতি।
তাঁতিয়া তোপি-র আসল নাম কী?
তাঁতিয়া তোপি-র আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি।
বেগম হজরত মহল কে ছিলেন?
বেগম হজরত মহল ছিলেন অযোধ্যার নবাবের বেগম এবং 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের একজন অন্যতম নেত্রী।
কুনওয়ার সিং কে ছিলেন?
কুনওয়ার সিং ছিলেন বিহারের জগদীশপুরের জমিদার এবং 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের একজন অন্যতম নেতা।
উত্তর-পূর্ব ভারতের আসাম থেকে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর-পূর্ব ভারতের আসাম থেকে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন মণিরাম দেওয়ান।
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কোথায় গণবিদ্রোহে পরিণত হয়?
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ অযোধ্যায় গণবিদ্রোহে পরিণত হয়।
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় কে হিন্দু-মুসলিম ঐক্যের উপর জোর দিয়েছিলেন?
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় দ্বিতীয় বাহাদুর শাহ হিন্দু-মুসলিম ঐক্যের উপর জোর দিয়েছিলেন।
কোন্ ইংরেজ লখনউ পুনর্দখল করেন?
স্যার কলিন ক্যাম্পবেল লখনউ পুনর্দখল করেন।
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ দমিত হয় কবে?
1858 খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যে সমগ্র ভারতে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ দমিত হয়।
একজন ব্রিটিশ সেনাপতির নাম লেখো যিনি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন?
হ্যাভলক 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়?
শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়।
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘সিপাহি বিদ্রোহ’ বলেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম লেখো।
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘সিপাহি বিদ্রোহ’ বলেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম হল – জন লরেন্স এবং চার্লস রেক্স।
ডিসরেলি কে ছিলেন?
ডিসরেলি ছিলেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময়কালে ইংল্যান্ডের টোরি পার্টির নেতা।
কে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম ‘জাতীয় বিদ্রোহ’ বলেছেন?
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ডিসরেলি প্রথম ‘জাতীয় বিদ্রোহ’ বলেছেন।
কে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলেছেন?
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে বিনায়ক দামোদর সাভারকর ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলেছেন।
‘The Sepoy Mutiny and the Revolt of 1857’ -গ্রন্থটির লেখক কে?
‘The Sepoy Mutiny and the Revolt of 1857’ -গ্রন্থটির লেখক হলেন ডঃ রমেশচন্দ্র মজুমদার।
কোন্ কোন্ ঐতিহাসিক 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে ‘সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া’ বলেছেন?
রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন, পি সি যোশি প্রমুখ ঐতিহাসিকরা 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে ‘সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া’ বলেছেন।
কোন্ ঐতিহাসিক 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্তশ্রেণির ‘মৃত্যুকালীন শেষ করুণ আর্তনাদ’ বলেছেন?
ডঃ রমেশচন্দ্র মজুমদার 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্ত শ্রেণির ‘মৃত্যুকালীন শেষ করুণ আর্তনাদ’ বলেছেন।
‘ডিসকভারি অফ ইন্ডিয়া’ গ্রন্থটি কার লেখা?
‘ডিসকভারি অফ ইন্ডিয়া’ গ্রন্থটি জওহরলাল নেহরুর লেখা।
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সম্পর্কে শশীভূষণ চৌধুরীর বিখ্যাত গ্রন্থের নাম কী?
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সম্পর্কে শশীভূষণ চৌধুরীর বিখ্যাত গ্রন্থের নাম হল – ‘সিভিল রিবেলিয়ান ইন দ্য ইন্ডিয়ান মিউটিনিস’।
‘হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া’ কার লেখা?
‘হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া’ শৈলেন্দ্রনাথ সেনের লেখা।
‘ইন্ডিয়ান আনরেস্ট’ গ্রন্থের রচয়িতা কে?
‘ইন্ডিয়ান আনরেস্ট’ গ্রন্থের রচয়িতা হলেন ভ্যালেন্টাইন চিরল।
কোন্ পত্রিকায় বিদ্রোহীদের ব্যঙ্গ করে ইংরেজ রাজত্বকে স্বাগত জানানো হয়েছিল?
সংবাদ প্রভাকর পত্রিকায় বিদ্রোহীদের ব্যঙ্গ করে ইংরেজ রাজত্বকে স্বাগত জানানো হয়েছিল।
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় কয়েকজন বিশিষ্ট বাঙালির নাম লেখো।
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় কয়েকজন বিশিষ্ট বাঙালির নাম হল – কিশোরীচাঁদ মিত্র, হরিশচন্দ্র মুখার্জি, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রাজা রাধাকান্ত দেব প্রমুখ।
বাংলাদেশের কোন্ কোন্ রাজনৈতিক প্রতিষ্ঠান 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের বিরোধিতা করে?
ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ও মহামেডান অ্যাসোসিয়েশন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের বিরোধিতা করে।
দুটি পত্রিকার নাম লেখো যেখানে বিদ্রোহী সিপাহিদের সাফল্য কামনা করা হয়েছিল?
সমাচার সুধাবর্ষণ ও হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় বিদ্রোহী সিপাহিদের সাফল্য কামনা করা হয়েছিল।
কোন্ আইন দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে?
1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে।
মহারানির ঘোষণাপত্র কবে জারি করা হয়?
1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানির ঘোষণাপত্র জারি করা হয়।
মহারানির ঘোষণাপত্র কে পাঠ করেন?
মহারানির ঘোষণাপত্র পাঠ করেন লর্ড ক্যানিং।
ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
উনিশ শতককে ‘সভাসমিতির যুগ’ কে বলেছেন?
উনিশ শতককে ‘সভাসমিতির যুগ’ বলেছেন ঐতিহাসিক অনিল শীল।
উনিশ শতকে ভারতের কোথায় কোথায় রাজনৈতিক সভাসমিতি গড়ে ওঠে?
উনিশ শতকে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে রাজনৈতিক সভাসমিতি গড়ে ওঠে।
ভারতে রাজনৈতিক চিন্তার পথিকৃৎ কে ছিলেন?
ভারতে রাজনৈতিক চিন্তার পথিকৃৎ ছিলেন রাজা রামমোহন রায়।
বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয়?
1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়।
কারা বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেন?
প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর ও কালীনাথ রায়চৌধুরী বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেন।
বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন কবে হয়?
1836 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন হয়।
বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন গৌরীশঙ্কর তর্কবাগীশ।
কারা ইংরেজ শাসনকে ‘ঐশ্বরিক দান’ বলে মনে করেন?
জমিদার ও শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি ইংরেজ শাসনকে ‘ঐশ্বরিক দান’ বলে মনে করেন।
জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়?
1838 খ্রিস্টাব্দে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।
জমিদার সভা কারা প্রতিষ্ঠা করেন?
রাজা রাধাকান্ত দেব, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ও প্রসন্নকুমার ঠাকুর জমিদার সভা প্রতিষ্ঠা করেন।
জমিদার সভার নামকরণের কী কারণ ছিল?
জমিদার সভার কার্যনির্বাহক সমিতির সকল সদস্যই ছিলেন জমিদার, তাই এই সভার নাম জমিদার সভা।
জমিদার সভার সভাপতি কে ছিলেন?
জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব।
জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন?
জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন প্রসন্নকুমার ঠাকুর।
জমিদার সভার প্রাণপুরুষ কে ছিলেন?
জমিদার সভার প্রাণপুরুষ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
জমিদার সভা প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য কী ছিল?
জমিদার সভা প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য ছিল জমিদার এবং ধনীশ্রেণির স্বার্থরক্ষা করা।
ব্রিটিশ-ইন্ডিয়া সোসাইটি (1839 খ্রিঃ) কে প্রতিষ্ঠা করেন?
ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি (1839 খ্রিঃ) প্রতিষ্ঠা করেন উইলিয়ম অ্যাডাম।
ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক কে ছিলেন?
ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।
‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা কোন্ সংগঠনের মুখপত্র হিসেবে পরিচিত ছিল?
‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্র হিসেবে পরিচিত ছিল।
ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়?
1876 খ্রিস্টাব্দের 26 জুলাই ভারতসভা প্রতিষ্ঠিত হয়।
ভারতসভা কোথায় প্রতিষ্ঠিত হয়?
কলকাতার অ্যালবার্ট হলে ভারতসভা প্রতিষ্ঠিত হয়।
ভারতসভার একজন প্রতিষ্ঠাতার নাম লেখো।
ভারতসভার একজন প্রতিষ্ঠাতার নাম হল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
‘ইন্ডিয়া লিগ’ কে প্রতিষ্ঠা করেন?
‘ইন্ডিয়া লিগ’ প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ।
ভারতসভার প্রথম সভাপতি কে ছিলেন?
ভারতসভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়।
ভারতসভার প্রথম সম্পাদক কে ছিলেন?
ভারতসভার প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু।
ভারতসভার শাখা কোথায় ছিল?
কলকাতা ছাড়াও এলাহাবাদ, মিরাট, লখনউ ও লাহোরে ভারতসভার শাখা ছিল।
ভারতসভায় কোন্ শ্রেণির মানুষ প্রতিনিধিত্ব করত?
ভারতসভায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির মানুষ প্রতিনিধিত্ব করত।
ভারতসভার উদ্দেশ্য কী ছিল?
ভারতসভার উদ্দেশ্য ছিল- জনমত গঠন করা, ঐক্য ও মৈত্রী গড়ে তোলা এবং রাজনৈতিক আন্দোলনে সাধারণ মানুষকে শামিল করা।
ভারতসভা কোন্ কোন্ বিষয়ে আন্দোলন করে?
আই সি এস পরীক্ষার বয়সসীমা হ্রাস, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, ইলবার্ট বিল ইত্যাদি বিষয়ে ভারতসভা আন্দোলন করে।
‘নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন’ কত খ্রিস্টাব্দে জারি করা হয়?
‘নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন’ 1876 খ্রিস্টাব্দে জারি করা হয়।
দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে চালু হয়?
দেশীয় ভাষায় সংবাদপত্র আইন 1878 খ্রিস্টাব্দে চালু হয়।
ভারতসভার কোন্ নেতা আসামের চা শ্রমিকদের বিষয়ে লিখেছিলেন?
ভারতসভার নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় আসামের চা শ্রমিকদের বিষয়ে লিখেছিলেন।
‘এ নেশন ইন মেকিং’ -কার আত্মজীবনী?
‘এ নেশন ইন মেকিং’ -সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী।
হিন্দুমেলা কবে প্রতিষ্ঠিত হয়?
1867 খ্রিস্টাব্দে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়।
হিন্দুমেলার প্রতিষ্ঠাতা কারা ছিলেন?
নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু এবং গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন হিন্দুমেলার প্রতিষ্ঠাতা।
হিন্দুমেলার প্রথম অধিবেশন বসেছিল কবে?
হিন্দুমেলার প্রথম অধিবেশন বসেছিল 1867 খ্রিস্টাব্দের চৈত্রসংক্রান্তিতে।
হিন্দুমেলার প্রথম সম্পাদক কে ছিলেন?
হিন্দুমেলার প্রথম সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর।
হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
হিন্দুদের ঐক্যবদ্ধ করা এবং আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলাই ছিল হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য।
‘মিলে সব ভারত সন্তান’ গানটি কে রচনা করেন?
‘মিলে সব ভারত সন্তান’ গানটি সত্যেন্দ্রনাথ ঠাকুর রচনা করেন।
হিন্দুমেলার অবদান কী ছিল?
হিন্দুমেলার অবদান ছিল – দেশাত্মবোধ জাগিয়ে তোলা, ভাষাচর্চা ও শিল্পকর্মে উৎসাহ দান, হিন্দুদের ঐক্যবদ্ধ করা ইত্যাদি।
‘ন্যাশনাল পেপার’ কী?
হিন্দুমেলার বিষয়বস্তু নিয়ে লেখা পত্রিকাটি হল ন্যাশনাল পেপার।
‘ন্যাশনাল পেপার’ -এর প্রকাশক কে ছিলেন?
‘ন্যাশনাল পেপার’ -এর প্রকাশক ছিলেন নবগোপাল মিত্র।
ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন।
হিন্দুমেলা কত দিন চালু ছিল?
হিন্দুমেলা প্রায় 14 বছর (1867-1880 খ্রিঃ) চালু ছিল।
পভারটি অ্যান্ড আন-ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া’ গ্রন্থটি কার লেখা?
‘পভারটি অ্যান্ড আন-ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া’ গ্রন্থটি দাদাভাই নৌরজির লেখা।
ইউরোপের রাষ্ট্রদর্শন ভারতের কোন্ শ্রেণিকে প্রভাবিত করে?
ইউরোপের রাষ্ট্রদর্শন ভারতের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণিকে প্রভাবিত করে।
কোন্ কোন্ পণ্ডিত ভারতের অতীত সমৃদ্ধির কথা প্রচার করেন?
উইলিয়ম জোনস, ম্যাক্সমুলার, ভাণ্ডারকর প্রমুখ পণ্ডিত ভারতের অতীত সমৃদ্ধির কথা প্রচার করেন।
জাতীয়তাবোধ বিকাশে কোন্ কোন্ পত্রিকার অবদান ছিল?
জাতীয়তাবোধ বিকাশে সম্বাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী, অমৃতবাজার পত্রিকা ইত্যাদির অবদান ছিল।
‘আনন্দমঠ’ কে রচনা করেন?
‘আনন্দমঠ’ গ্রন্থের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
‘আনন্দমঠ’ কবে প্রকাশিত হয়?
‘আনন্দমঠ’ 1882 খ্রিস্টাব্দের 15 ডিসেম্বর প্রকাশিত হয়।
‘বন্দেমাতরম’ সংগীতের রচয়িতা কে?
‘বন্দেমাতরম’ সংগীতের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বঙ্কিমচন্দ্র কবে ‘বন্দেমাতরম’ সংগীত রচনা করেন?
বঙ্কিমচন্দ্র 1875 খ্রিস্টাব্দে ‘বন্দেমাতরম’ সংগীত রচনা করেন।
কে ‘বন্দেমাতরম’ সংগীতের ইংরেজি অনুবাদ করেন?
শ্রী অরবিন্দ ঘোষ ‘বন্দেমাতরম’ সংগীতের ইংরেজি অনুবাদ করেন।
‘আনন্দমঠ’ উপন্যাসটি কোন্ পটভূমিতে রচিত?
বাংলাদেশে ছিয়াত্তরের মন্বন্তরের (1176 বঙ্গাব্দ) পটভূমিতে ‘আনন্দমঠ’ রচিত।
‘আনন্দমঠ’ উপন্যাসে কোন্ বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়?
‘আনন্দমঠ’ উপন্যাসে সন্ন্যাসী-ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়।
1896 খ্রিস্টাব্দের কংগ্রেসের কলকাতা অধিবেশনে ‘বন্দেমাতরম’ গানটি কে গেয়ে শোনান?
1896 খ্রিস্টাব্দের কংগ্রেসের কলকাতা অধিবেশনে ‘বন্দেমাতরম’ গানটি রবীন্দ্রনাথ ঠাকুর গেয়ে শোনান।
‘বর্তমান ভারত’ গ্রন্থটি কার রচনা?
‘বর্তমান ভারত’ গ্রন্থটি স্বামী বিবেকানন্দের রচনা।
বিবেকানন্দ ‘বর্তমান ভারত’ গ্রন্থে দেশ গঠনের জন্য কাদের প্রতি আহ্বান জানিয়েছেন?
বিবেকানন্দ ‘বর্তমান ভারত’ গ্রন্থে দেশ গঠনের জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
‘ভারতীয় জাতীয়তাবাদের জনক’ কাকে বলা হয়?
স্বামী বিবেকানন্দকে ‘ভারতীয় জাতীয়তাবাদের জনক’ বলা হয়।
“মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলিপ্রদত্ত” -এটি কার উক্তি?
“মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলিপ্রদত্ত’ -এটি স্বামী বিবেকানন্দের উক্তি।
কে স্বামী বিবেকানন্দকে ‘ভারতীয় জাতীয়তাবাদের জনক’ বলেছেন?
আর জি প্রধান স্বামী বিবেকানন্দকে ‘ভারতীয় জাতীয়তাবাদের জনক’ বলেছেন।
‘গোরা’ উপন্যাসটি কে রচনা করেন?
‘গোরা’ উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রথম কবে ‘গোরা’ উপন্যাস প্রকাশিত হয়?
প্রথম 1910 খ্রিস্টাব্দে ‘গোরা’ উপন্যাস প্রকাশিত হয়।
‘গোরা’ উপন্যাসের মূল চরিত্র কোনটি?
‘গোরা’ উপন্যাসের মূল চরিত্র হল আইরিশ যুবক গোরা।
‘গোরা’ উপন্যাসটি কোন্ পটভূমিতে রচিত?
বঙ্গভঙ্গ এবং স্বদেশি আন্দোলনের পটভূমিতে ‘গোরা’ উপন্যাসটি রচিত।
‘গোরা’ উপন্যাসে কোন্ সামাজিক শ্রেণির পরিচয় চিত্রিত হয়েছে?
‘গোরা’ উপন্যাসে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের পরিচয় চিত্রিত হয়েছে।
‘ভারতমাতা’ চিত্রটি কোন্ ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত?
‘ভারতমাতা’ চিত্রটি বঙ্গভঙ্গ ও স্বদেশি আন্দোলনের পটভূমিকায় অঙ্কিত।
একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম করো।
একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম হল গগনেন্দ্রনাথ ঠাকুর।
চিত্রকলার ইতিহাসে ‘আধুনিকতার পথিকৃৎ’ কাকে বলা হয়?
চিত্রকলার ইতিহাসে ‘আধুনিকতার পথিকৃৎ’ বলা হয় গগনেন্দ্রনাথ ঠাকুরকে।
‘Indian Society of Oriental Art’ -কে প্রতিষ্ঠা করেন?
‘Indian Society of Oriental Art’ প্রতিষ্ঠা করেন গগনেন্দ্রনাথ ঠাকুর।
বিখ্যাত ব্যঙ্গচিত্র গ্রন্থ ‘রিফর্ম স্ক্রিম্স’ কার রচনা?
বিখ্যাত ব্যঙ্গচিত্র গ্রন্থ ‘রিফর্ম স্ক্রিম্স’ গগনেন্দ্রনাথ ঠাকুরের রচনা।
গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির উদ্দেশ্য কী ছিল?
গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক শাসন সম্বন্ধে সমাজচেতনা সৃষ্টি করা।
বঙ্গভাষা প্রকাশিকা সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
জমিদার সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
জমিদার সভা 1838 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
উইলিয়ম অ্যাডাম কর্তৃক লন্ডনে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উইলিয়ম অ্যাডাম কর্তৃক লন্ডনে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1839 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
মিরাটে প্রকৃত অর্থে 1857 খ্রিস্টাব্দের কত মে বিদ্রোহের সূচনা হয়?
মিরাটে প্রকৃত অর্থে 1857 খ্রিস্টাব্দের 10 মে বিদ্রোহের সূচনা হয়।
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কোন মাসে দমিত হয়?
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ জুলাই মাসে দমিত হয়।
মহারানির ঘোষণাপত্র কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
মহারানির ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর প্রকাশিত হয়।
মহারানি ভারতের শাসনভার কত খ্রিস্টাব্দে গ্রহণ করেন?
মহারানি ভারতের শাসনভার 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর গ্রহণ করেন।
কত খ্রিস্টাব্দে হিন্দুমেলা সংগঠিত হয়?
1867 খ্রিস্টাব্দে হিন্দুমেলা সংগঠিত হয়।
ভারতসভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
ভারতসভা 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
কত খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এবং অস্ত্র আইন পাস হয়?
1878 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এবং অস্ত্র আইন পাস হয়।
‘আনন্দমঠ’ উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
‘আনন্দমঠ’ উপন্যাসটি 1882 খ্রিস্টাব্দের 15 ডিসেম্বর প্রকাশিত হয়।
অবনীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ‘বঙ্গমাতা’ চিত্রটি আঁকেন?
অবনীন্দ্রনাথ ঠাকুর 1902 খ্রিস্টাব্দে ‘বঙ্গমাতা’ চিত্রটি আঁকেন।
কত খ্রিস্টাব্দে ‘বর্তমান ভারত’ গ্রন্থ আকারে প্রকাশিত হয়?
1905 খ্রিস্টাব্দে ‘বর্তমান ভারত’ গ্রন্থ আকারে প্রকাশিত হয়।
অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘বঙ্গমাতা’ চিত্রটি কত খ্রিস্টাব্দে ‘ভারতমাতা’ রূপে বিখ্যাত হয়?
অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘বঙ্গমাতা’ চিত্রটি 1905 খ্রিস্টাব্দে ‘ভারতমাতা’ রূপে বিখ্যাত হয়।
‘গোরা’ উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
‘গোরা’ উপন্যাসটি 1910 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
ব্রিটিশ-ইন্ডিয়া সোসাইটি গড়ে ওঠার উদ্দেশ্য কী ছিল?
ব্রিটিশ-ইন্ডিয়া সোসাইটি গড়ে ওঠার উদ্দেশ্য ছিল-ভারতবাসীর মঙ্গলের জন্য ভারত বিষয়ক যথাযথ তথ্য সাধারণ ইংরেজদের কাছে তুলে ধরা।
‘আনন্দমঠ’ উপন্যাসের পটভূমি উল্লেখ করো।
‘আনন্দমঠ’ উপন্যাসে প্রকাশ পেয়েছে অষ্টাদশ শতকের শেষ দিকে বাংলার এক সংকটময় সময়ের ছবি। এই উপন্যাসের পটভূমি হল ছিয়াত্তরের মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহের ঘটনা।
সিপাহি বিদ্রোহ কথাটি প্রথম কে ব্যবহার করেন?
ভারত সচিব আর্ল স্ট্যানলি।
সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
লর্ড ক্যানিং।
সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন?
মঙ্গল পান্ডে।
প্রথম কোথায় সিপাহি বিদ্রোহ আত্মপ্রকাশ করে?
ব্যারাকপুরে।
ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
লর্ড ক্যানিং (পরবর্তীতে প্রথম ভাইসরয় হিসাবে দায়িত্ব পালন করেন)।
কাকে বিদ্রোহীরা হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করে?
দ্বিতীয় বাহাদুর শাহকে।
ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন?
দ্বিতীয় বাহাদুর শাহ।
কে প্রথম সিপাহি বিদ্রোহ শুরু করে?
মঙ্গল পান্ডে।
সিপাহি বিদ্রোহে অংশগ্রহণ করার অপরাধে দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়?
রেঙ্গুনে (বর্তমান ইয়াঙ্গুন)।
নির্বাসনকালে দ্বিতীয় বাহাদুর শাহের বয়স কত ছিল?
87 বছর (জন্ম 1775, নির্বাসন 1858; 83 বছর হিসাব করা যায়, তবে কিছু সূত্রে 82 উল্লেখ আছে)।
মোগল সম্রাট বাহাদুর শাহ কোথায় শেষ নিশ্বাস ত্যাগ করেন?
রেঙ্গুনে।
মহারানির ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়?
1 নভেম্বর, 1858 খ্রিস্টাব্দে।
কত খ্রিস্টাব্দে কোম্পানির শাসনের অবসান ঘটে?
1858 খ্রিস্টাব্দে।
কোন্ আইন বলে কোম্পানির শাসনের অবসান ঘটে?
Government of India Act 1858 (An Act for the Better Government of India)।
কত খ্রিস্টাব্দে দ্বিতীয় বাহাদুর শাহের মৃত্যু হয়?
1862 খ্রিস্টাব্দে (7 নভেম্বর)।
ভাইসরয় কথার অর্থ কী?
রাজ প্রতিনিধি।
ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
লর্ড ক্যানিং।
কবে বোর্ড অব কন্ট্রোলের অবসান ঘটে?
1858 খ্রিস্টাব্দে।
ভারতে ভাইসরয়ের শাসন কবে থেকে শুরু হয়?
1858 খ্রিস্টাব্দে।
ভারত সচিবের সদর দপ্তর কোথায় অবস্থিত?
লন্ডনে।
ভারত সচিবের দপ্তরের নাম কী ছিল?
ইন্ডিয়া হাউজ।
মহাবিদ্রোহের একজন নেতার নাম লেখো।
তাঁতিয়া টোপী।
মহাবিদ্রোহ দমন করেছিল এমন একজন ব্রিটিশ সেনাপতির নাম লেখো।
হ্যাভলক।
বিদ্রোহে বাঙালি গ্রন্থটি কার লেখা?
দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।
বিদেশের ঠাকুরের সঙ্গে স্বদেশের কুকুরের তুলনা করেছেন কে?
কবি ঈশ্বর গুপ্ত।
কুকুর ও ভারতীয় প্রবেশ নিষেধ – কোথায় লেখা থাকত?
ইউরোপীয় ক্লাবগুলিতে।
The revolt of 1857 swept the Indian sky clear of many clouds — উক্তিটি কার?
ঐতিহাসিক স্যার লেপেল গ্রিফিন-এর।
মহাবিদ্রোহের পর ভারতের গভর্নর জেনারেলকে কী নামে অভিহিত করা হয়?
ভাইসরয়।
মহাবিদ্রোহ ছিল ক্ষয়িষ্ণু অভিজাত তন্ত্র ও মৃত প্রায় সামন্তশ্রেণির মৃত্যুকালীন আর্তনাদ — উক্তিটি কার?
ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার-এর।
কে মহারানির ঘোষণাপত্রকে রাজনৈতিক (Political Bluff) বলেছেন?
ঐতিহাসিক বিপান চন্দ্র।
ঊনবিংশ শতককে কে সভাসমিতির যুগ বলেছেন?
ডঃ অনিল শীল।
বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে গড়ে ওঠে?
1836 খ্রিস্টাব্দে।
জমিদার সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
1838 খ্রিস্টাব্দে।
ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি (1839 খ্রিস্টাব্দ) কে প্রতিষ্ঠা করেন?
উইলিয়াম অ্যাডাম।
ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সম্পাদক ও সভাপতি কে ছিলেন?
সভাপতি: রাধাকান্ত দেব, সম্পাদক: দ্বারকানাথ ঠাকুর।
ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন-এর মুখপাত্র ছিল কোনটি?
হিন্দু পেট্রিয়ট।
হিন্দুমেলা কে প্রতিষ্ঠা করেন?
নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসু।
কত খ্রিস্টাব্দে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয়?
1867 খ্রিস্টাব্দে।
ইন্ডিয়ান লিগ কে গঠন করেন?
শিশির কুমার ঘোষ।
কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ গঠিত হয়?
1875 খ্রিস্টাব্দে।
ভারতসভার প্রাণপুরুষ কে ছিলেন?
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
কত খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়?
1876 খ্রিস্টাব্দে (26 জুলাই)।
A Nation in Making (নির্মীয়মান জাতি) গ্রন্থখানি কার লেখা?
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
ভারত সভার উদ্যোগে জাতীয় সম্মেলন কবে আয়োজন করা হয়েছিল?
1883 খ্রিস্টাব্দে।
কলকাতায় অনুষ্ঠিত জাতীয় সম্মেলনের সভাপতিত্ব কে করেন?
রামতনু লাহিড়ি।
কোন্ রাজনৈতিক সংস্থা ইলবার্ট বিলের সমর্থনে আন্দোলন করেছিল?
ভারত সভা।
Judicial disqualification based on race distinction — এই বৈষম্য কে দূর করার চেষ্টা করেন?
লর্ড রিপন।
আত্মরক্ষা কমিটি কারা গঠন করে?
ইউরোপীয়রা (ইলবার্ট বিলের বিরোধীরা)।
নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে জারি হয়?
1876 খ্রিস্টাব্দে।
নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কার আমলে জারি হয়?
লর্ড লিটনের আমলে।
লর্ড রিপনের আইন সদস্যের নাম কী?
সি. পি. ইলবার্ট।
থিওসোফিক্যাল সোসাইটি কারা গঠন করেন?
কর্নেল অলকট ও ম্যাডাম ব্লাভটস্কি।
দেশীয় মুদ্রণ আইন (Vernacular Press Act) কত খ্রিস্টাব্দে জারি হয়?
1878 খ্রিস্টাব্দে।
কার আমলে Vernacular Press Act পাশ হয়?
লর্ড লিটনের আমলে।
Vernacular Press Act কে তুলে দেন?
লর্ড রিপন।
সত্যশোধক সমাজ কে গঠন করেন?
জ্যোতিরাও ফুলে।
উনিশ শতকে ভারতে সভাসমিতি গঠনের চরম পর্যায়ে কোন্ প্রতিষ্ঠান গঠিত হয়?
ভারতীয় জাতীয় কংগ্রেস।
কত সালে Indian Council Act পাশ হয়?
1861 খ্রিস্টাব্দে।
পরাধীন ভারতে জাতীয় সংগীত কোনটি?
বন্দেমাতরম্।
আনন্দমঠ উপন্যাসটি কার লেখা?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বন্দেমাতরম সংগীতটি কোন্ উপন্যাস থেকে নেওয়া হয়েছে?
আনন্দমঠ।
বর্তমান ভারত কার লেখা?
স্বামী বিবেকানন্দ।
প্রাচ্য ও পাশ্চাত্য কার লেখা?
স্বামী বিবেকানন্দ।
গোরা উপন্যাস কবে প্রকাশিত হয়?
1910 খ্রিস্টাব্দে।
গোরা উপন্যাসটি কার লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর।
গোরা নিজেকে কী মনে করত?
আইরিশ।
কে বঙ্কিমচন্দ্রকে ভারতীয় জাতীয়তাবাদের গুরু বলেছেন?
অরবিন্দ ঘোষ।
আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়?
রাজা রামমোহন রায়।
ওঠো, জাগো, নিজের প্রাপ্য বুঝে নাও — উক্তিটি কার?
স্বামী বিবেকানন্দ।
ভারত সভার সদস্য ছিলেন এমন একজন রাজনৈতিক নেতার নাম লেখো।
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
পুনা সার্বজনিক সভা (1867) কার নেতৃত্বে গড়ে ওঠে?
গোপালহরি দেশমুখ।
কোন্ ভারতীয় নেতাকে ICS থেকে বহিষ্কার করা হয়?
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?
অ্যালান অক্টাভিয়ান হিউম।
কত খ্রিস্টাব্দে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?
1885 খ্রিস্টাব্দে।
জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (Womesh Chunder Bonnerjee)।
নীচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও।
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
1858 খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে।
উত্তর – ঠিক।
কার্ল মার্কসের মতে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল সিপাহি বিদ্রোহ।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – কার্ল মার্কসের মতে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল জাতীয় বিদ্রোহ।
শিক্ষিত বাঙালি সমাজ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে সহায়তা করেছিল।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – শিক্ষিত বাঙালি সমাজ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের বিরোধিতা করেছিল।
‘বঙ্গভাষা প্রকাশিকা’ সভা প্রতিষ্ঠিত হয় 1837 খ্রিস্টাব্দে।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় 1836 খ্রিস্টাব্দে।
‘বঙ্গভাষা প্রকাশিকা’ সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয়।
উত্তর – ঠিক।
জমিদার সভা প্রতিষ্ঠিত হয় 1838 খ্রিস্টাব্দে।
উত্তর – ঠিক।
জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রামমোহন রায়।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব।
ভারতসভা প্রতিষ্ঠিত হয় 1875 খ্রিস্টাব্দে।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – ভারতসভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে।
ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – ভারতসভা ইলবার্ট বিলকে সমর্থন করেছিল।
হিন্দুমেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র।
উত্তর – ঠিক।
‘আনন্দমঠ’ গ্রন্থে দেশভাগের মর্মস্পর্শী বর্ণনা আছে।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – ‘আনন্দমঠ’ গ্রন্থে 76 -এর মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে।
বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’ ও রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গোরা’ জাতীয়তাবোধের বিকাশ ঘটিয়েছে।
উত্তর – ঠিক।
‘গোরা’ উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – ‘গোরা’ উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেননি।
‘ভারতমাতা’ চিত্রের চিত্রকর ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর।
উত্তর – ঠিক।
নীচের বিবৃতিগুলির সঙ্গে তার নীচের কোন্ ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও।
বিবৃতি: উনিশ শতকে ভারতে বিভিন্ন সভাসমিতি গড়ে উঠেছিল।
ব্যাখ্যা 1: ভারতীয়রা ইংরেজদের সাহায্য করবে বলে।
ব্যাখ্যা 2: ভারতীয়রা নিজেদের সুযোগসুবিধা আদায় করবে বলে।
ব্যাখ্যা 3: ভারতীয়রা বোঝে নিজেদের দাবিদাওয়া আদায়ের একমাত্র উপায় সভাসমিতির মধ্য দিয়ে রাজনৈতিক আন্দোলন করা।
উত্তর – ব্যাখ্যা 3: ভারতীয়রা বোঝে নিজেদের দাবিদাওয়া আদায়ের একমাত্র উপায় সভাসমিতির মধ্য দিয়ে রাজনৈতিক আন্দোলন করা।
বিবৃতি: স্বামী বিবেকানন্দ ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন।
ব্যাখ্যা 1: তাঁর উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা।
ব্যাখ্যা 2: তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দুধর্ম প্রচার করা।
ব্যাখ্যা 3: তাঁর উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা।
উত্তর – ব্যাখ্যা 3: তাঁর উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা।
বিবৃতি: রবীন্দ্রনাথ ঠাকুর ‘গোরা’ উপন্যাস লিখেছিলেন।
ব্যাখ্যা 1: পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করার জন্য।
ব্যাখ্যা 2: ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য।
ব্যাখ্যা 3: সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য।
উত্তর – ব্যাখ্যা 3: সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য।
আজকের আর্টিকেলে আমরা দশম শ্রেণির ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” এর “অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর” থেকে পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো দশম শ্রেণির মাধ্যমিক পরীক্ষা, এমনকি চাকরি বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও উপযোগী। কারণ, এই অধ্যায়ের প্রশ্ন প্রায়ই বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
আশা করি, এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা হলেও সাহায্য করবে। যদি কোনো প্রশ্ন, মতামত বা সাহায্যের প্রয়োজন হয়, নিচে কমেন্ট করে জানাতে পারেন কিংবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন—আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি সর্বদা প্রস্তুত।
ধন্যবাদ সবাইকে।
মন্তব্য করুন