এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় – প্রাণীদেহে সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন – অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। জীবের দেহে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সমন্বয় না থাকলে জীবের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় হল জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায় থেকে বিভিন্ন ধরনের অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্ন ও উত্তরগুলি মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রাণীদেহে সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন
Contents Show

মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় – প্রাণীদেহে সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন – অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রথম আবিষ্কৃত হরমোনটির নাম কী?

প্রথম আবিষ্কৃত হরমোনটির নাম সিক্রেটিন

পিটুইটারির অগ্র খণ্ডককে কী বলে?

পিটুইটারির অগ্র খণ্ডককে অ্যাডেনোহাইপোফাইসিস বলে।

পিটুইটারি পশ্চাৎ খণ্ডককে কী বলে?

পিটুইটারির পশ্চাৎ খণ্ডককে নিউরোহাইপোফাইসিস বলে


মানবদেহের অধিকাংশ স্থানে পাওয়া যায় এমন একটি হরমোনের নাম লেখো।

মানবদেহের অধিকাংশ স্থানে পাওয়া যায় এমন একটি হরমোনের নাম হল প্রোস্টাগ্ল্যানডিন

কোন্ ধরনের গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়? 

অনাল গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়।

একটি হরমোনের নাম লেখো যা অ্যাড্রেনাল গ্রন্থিকে উত্তেজিত করে।

অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন (ACTH) অ্যাড্রেনাল গ্রন্থিকে উত্তেজিত করে।

ACTH-এর পুরো নাম কী? 

ACTH-এর পুরো নাম হল অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন

ICSH-এর পুরো নাম কী?

ICSH-এর পুরো নাম হল ইনটারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন

STH-এর সম্পূর্ণ নাম কী?

STH-এর সম্পূর্ণ নাম হল সোমাটোট্রপিক হরমোন

FSH-এর সম্পূর্ণ নাম কী?

FSH-এর সম্পূর্ণ নাম হল ফলিকল স্টিমুলেটিং হরমোন

LH-এর সম্পূর্ণ নাম কী?

LH-এর সম্পূর্ণ নাম হল লিউটিনাইজিং হরমোন।

MSH-এর সম্পূর্ণ নাম কী?

MSH-এর সম্পূর্ণ নাম হল মেলানোসাইট (সেল) স্টিমুলেটিং হরমোন।

GH-এর সম্পূর্ণ নাম কী?

GH-এর সম্পূর্ণ নাম হল গ্রোথ হরমোন।

GTH-এর সম্পূর্ণ নাম কী?

GTH-এর সম্পূর্ণ নাম হল গোনাডোট্রপিক হরমোন।

TSH-এর সম্পূর্ণ নাম কী?

TSH-এর সম্পূর্ণ নাম হল থাইরয়েড স্টিমুলেটিং হরমোন।

কোন্ গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে?

পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে।

পিটুইটারি গ্রন্থি নিঃসৃত দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কী?

পিটুইটারি গ্রন্থি নিঃসৃত দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম প্রোল্যাকটিন।

গোনাডোট্রপিক হরমোন কোথা থেকে ক্ষরিত হয়?

গোনাডোট্রপিক হরমোন মস্তিষ্কে অবস্থিত পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়।

অগ্ন্যাশয় ছাড়া অপর একটি মিশ্র গ্রন্থির নাম লেখো। 

বহুকোশী প্রাণীদেহে উপস্থিত অগ্ন্যাশয় ছাড়া অপরঅগ্ন্যাশয় ছাড়া অপর একটি মিশ্র গ্রন্থির নাম হল শুক্রাশয়।

কোন্ গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি বলে?

অ্যাড্রেনাল গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি বলে।

অ্যাড্রেনাল গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি কেন বলে?

অ্যাড্রেনাল গ্রন্থি বৃক্কের ওপরে অবস্থিত বলে একে সুপ্রারেনাল গ্রন্থি বলে।

শুক্রাশয় থেকে কোন্ হরমোন নিঃসৃত হয়? 

শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয়।

ডিম্বাশয় থেকে কোন্ কোন্ হরমোন নিঃসৃত হয়?

ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ও রিল্যাক্সিন হরমোন নিঃসৃত হয়।

প্রোটিনধর্মী হরমোনের একটি উদাহরণ দাও।

ইনসুলিন একটি প্রোটিনধর্মী হরমোন।

কোন্ হরমোনের প্রভাবে রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ হ্রাস পায়?

ইনসুলিন হরমোনের প্রভাবে রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ হ্রাস পায়।

কোন্ অবস্থায় মূত্রের সঙ্গে শর্করা রেচিত হয়? 

প্রতি 100 ml রক্তে শর্করার পরিমাণ 180 mg-এর বেশি হলে মূত্রের সঙ্গে শর্করা রেচিত হয়- (গ্লাইকোসুরিয়া)।

বৃক্কিয় নালিকার ওপর প্রভাব আছে এমন একটি হরমোনর নাম লেখো।

বৃক্কিয় নালিকার ওপর প্রভাব আছে এমন একটি হরমোন হল অ্যান্টি-ডাইইউরেটিক হরমোন (ADH)।

GTH-এর অন্তর্গত দুটি হরমোনের নাম লেখো।

GTH-এর অন্তর্গত দুটি হরমোন হল FSH (ফলিক্‌ল স্টিমুলেটিং হরমোন) এবং প্রোল্যাকটিন

কোন্ বিজ্ঞানী ইনসুলিন আবিষ্কার করেন? 

বিজ্ঞানী ব্যানটিং ও বেস্ট ইনসুলিন আবিষ্কার করেন।

ইনসুলিনের অভাবে মানবদেহে কী রোগ হয়? 

ইনসুলিনের অভাবে মানবদেহে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয়।

স্ত্রীদেহের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লেখো।

স্ত্রীদেহের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম ইস্ট্রোজেন

কোন্ হরমোনকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলে?

অ্যাড্রেনালিন হরমোনকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলে।

অ্যাড্রেনালিন কোন্ গ্রন্থি থেকে ক্ষরিত হয়? 

অ্যাড্রেনাল গ্রন্থির মেডালা অংশ থেকে অ্যাড্রেনালিন ক্ষরিত হয়।

অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় অবস্থিত?

অ্যাড্রেনাল গ্রন্থি বৃক্কের ওপর অবস্থিত।

এমন একটি হরমোনের নাম লেখো নিউরোট্রান্সমিটার হিসেবেও কাজ করে।

নর-অ্যাড্রেনালিন হল এমন একটি হরমোন নিউরোট্রান্সমিটার হিসেবেও কাজ করে।

ব্যাঙাচিকে পূর্ণাঙ্গ ব্যাং-এ রূপান্তরিত হতে কোন্ হরমোন সাহায্য করে?

থাইরক্সিন হরমোন ব্যাঙাচিকে পূর্ণাঙ্গ ব্যাং-এ রূপান্তরিত হতে সাহায্য করে।

কোন্ হরমোনের প্রভাবে BMR বাড়ে?

থাইরক্সিনের প্রভাবে BMR বাড়ে।

থাইরক্সিনের অপর নাম কী?

থাইরক্সিন হরমোনের অপর নাম হল T4 বা টেট্রা- আয়োডোথাইরোনিন।

শরীরে আয়োডিনের অভাবে যে গ্রন্থিটির স্বাভাবিক কাজ ব্যাহত হয় তার নাম উল্লেখ করো। 

শরীরে আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক কাজ ব্যাহত হয়।

মানবদেহের কোন্ গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়?

মানবদেহের থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়।

কোন্ হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে?

থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে।

শৈশবে কোন্ হরমোনের অভাবে ক্রেটিনিজম হয়?

শৈশবে থাইরক্সিনের অভাবে ক্রেটিনিজম হয়।

আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত?

আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যান্স অগ্ন্যাশয়ে অবস্থিত।

কোন্ হরমোন ইনসুলিনের বিপরীত ক্রিয়া করে?

গ্লুকাগন হরমোন ইনসুলিনের বিপরীত ক্রিয়া করে।

রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়াকে কী বলে?

রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়াকে হাইপোগ্লাইসেমিয়া বলে।

রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে কী বলে?

রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে হাইপার-গ্লাইসেমিয়া বলে।

মূত্রের সাথে গ্লুকোজ নির্গত হলে তাকে কী বলে?

মুত্রের সাথে গ্লুকোজ নির্গত হলে সেই অবস্থাকে গ্লাইকোসুরিয়া বলে।

ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়?

অগ্ন্যাশয় গ্রন্থির আইলেট্স অফ ল্যাঙ্গারহ্যান্স নামক অন্তঃক্ষরা কোশগুচ্ছের বিটা (β) -কোশ থেকে ইনসুলিন নিঃসৃত হয়।

গ্লুকাগন কোথা থেকে নিঃসৃত হয়?

অগ্ন্যাশয়ের আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যান্স-এর অন্তঃক্ষরা কোশগুচ্ছের আলফা (α) কোশ থেকে গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়।

অ্যান্টিডায়াবেটোজেনিক হরমোনটির নাম কী?

ইনসুলিন হল অ্যান্টিডায়াবেটোজেনিক হরমোন।

কোন্ হরমোনের অভাবে বহুমূত্র রোগ হয়?

অ্যান্টি-ডাইইউরেটিক হরমোন বা ADH-এর অভাবে বহুমূত্র (ডায়াবেটিস ইনসিপিডাস) রোগ হয়।

কোন্ হরমোন হূৎস্পন্দন বাড়ায়?

অ্যাড্রেনালিন হরমোন হৃৎস্পন্দন বাড়ায়।

এমন একটি গ্রন্থির নাম লেখো যা মানুষের মাথার খুলির মধ্যে অবস্থান করে?

পিটুইটারি গ্রন্থি মানুষের মাথার খুলি বা করোটির মধ্যে অবস্থান করে।

মানবদেহের ক্ষুদ্রতম অনাল গ্রন্থিটির নাম কী?

মানবদেহের ক্ষুদ্রতম অনাল গ্রন্থিটির নাম হল পিনিয়াল গ্রন্থি।

গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার পদ্ধতিকে কী বলে?

গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার পদ্ধতিকে গ্লাইকোজেনেসিস বলে।

কোন্ হরমোন গ্লাইকোজেনেসিসে সাহায্য করে?

ইনসুলিন হরমোন গ্লাইকোজেনেসিসে সাহায্য করে।

গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে কী বলে?

গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে গ্লাইকোজেনোলাইসিস বলে।

কোন্ হরমোন গ্লাইকোজেনোলাইসিসে সাহায্য করে?

গ্লুকাগন হরমোন গ্লাইকোজেনোলাইসিসে সাহায্য করে।

কোন্ হরমোনের কম ক্ষরণে গলগণ্ড রোগ হয়?

থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে গলগণ্ড রোগ হয়।

কোন্ রোগে পলিডিপসিয়া দেখা যায়?

ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগে পলিডিপসিয়া দেখা যায়।

বহিঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত একটি পদার্থের নাম লেখো।

বহিঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত একটি পদার্থ হল সিরাম

কোন্ হরমোনের অপর নাম অ্যান্ড্রোজেন?

টেস্টোস্টেরনের অপর নাম অ্যাড্রোজেন।

বামনত্ব রোগে পরিণত দশায় দেহের উচ্চতা কত হয়?

বামনত্ব রোগে পরিণত দশায় দেহের উচ্চতা 3 ফুট মতো হয়।

প্রোটিনধর্মী হরমোনের একটি উদাহরণ দাও।

ইনসুলিন একটি প্রোটিনধর্মী হরমোন।

জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। জীবের দেহে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সমন্বয় ও ভারসাম্য বজায় রাখার জন্য নিয়ন্ত্রণ ও সমন্বয়ের প্রয়োজন। হরমোন হল রাসায়নিক সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ উপায়। প্রাণীদেহে বিভিন্ন গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় এবং সেগুলি রক্তের মাধ্যমে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। হরমোনগুলি বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে এবং জীবের দেহে সমন্বয় বজায় রাখতে সাহায্য করে।

এই অধ্যায়ে প্রাণীদেহে হরমোনের সাড়া এবং রাসায়নিক সমন্বয়ের ক্ষেত্রে বিভিন্ন প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নোত্তরগুলি মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এই অধ্যায় থেকে আমরা নিম্নলিখিত বিষয়গুলি শিখেছি –

  • হরমোন কী?
  • হরমোনের প্রকারভেদ
  • হরমোনের উৎস
  • হরমোনের কাজ
  • হরমোনের প্রভাব
  • হরমোনের অভাবের ফলে যেসব রোগ হয়

এই অধ্যায়ের বিষয়গুলি ভালোভাবে বুঝে নিলে শিক্ষার্থীরা মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে।

Share via:

মন্তব্য করুন