মাধ্যমিক ইতিহাস – বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Rahul

আজকের আর্টিকেলে আমরা দশম শ্রেণীর ইতিহাস বইয়ের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” এর থেকে “অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন” আলোচনা করবো। এই প্রশ্নগুলো দশম শ্রেণির ইউনিট টেস্ট থেকে মাধ্যমিক পরীক্ষা এর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি চাকরি বা বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষাতেও কাজে লাগবে। এই অধ্যায় থেকে স্কুল পরীক্ষা থেকে শুরু করে মাধ্যমিক ও চাকরির পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে, তাই এই প্রশ্নোত্তরগুলো সবাইকে সাহায্য করবে। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ভাষায় লেখা হয়েছে, যাতে সবাই বুঝতে পারেন। পড়ার শেষে এই অধ্যায়ের মুখ্য বিষয়গুলো আপনার আয়ত্তে চলে আসবে এবং যেকোনো পরীক্ষায় আত্মবিশ্বাসের সঙ্গে লিখতে পারবেন।

মাধ্যমিক ইতিহাস - বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা - অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন
Contents Show

পূর্ণবাক্যে উত্তর দাও।

জাতীয় কংগ্রেসের আদিপর্ব কোন্ সময়কে বলা হয়?

1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে জাতীয় কংগ্রেসের আদিপর্ব বলা হয়।

গান্ধিজির নেতৃত্বে পরিচালিত প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি?

গান্ধিজির নেতৃত্বে পরিচালিত প্রথম সর্বভারতীয় আন্দোলন হল অসহযোগ আন্দোলন (1920-1922 খ্রিস্টাব্দ)।

গান্ধিজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন কখন হয়?

গান্ধিজির নেতৃত্বে 1930-1934 খ্রিস্টাব্দ সময়কালে আইন অমান্য আন্দোলন হয়।

জাতীয় কংগ্রেস কখন ভারত ছাড়ো আন্দোলন করেছিল?

জাতীয় কংগ্রেস 1942-1944 খ্রিস্টাব্দ সময়কালে ভারত ছাড়ো আন্দোলন করেছিল।

কোন্ বড়োলাট বাংলা বিভাজনের সিদ্ধান্ত কার্যকর করেছিলেন?

লর্ড কার্জন বাংলা বিভাজনের সিদ্ধান্ত কার্যকর করেছিলেন।

বাংলা বিভাজনের পরিকল্পনা কবে ঘোষিত হয়?

বাংলা বিভাজনের পরিকল্পনা 1905 খ্রিস্টাব্দের 16 জুলাই ঘোষিত হয়।

বাংলা বিভাজনের পরিকল্পনা কবে বাস্তবায়িত হয়?

বাংলা বিভাজনের পরিকল্পনা 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বাস্তবায়িত হয়।

কোন্ ঘটনার প্রতিবাদে স্বদেশি আন্দোলন শুরু হয়?

বঙ্গভঙ্গ ঘটনার প্রতিবাদে স্বদেশি আন্দোলন শুরু হয়।

আধুনিক ভারতের প্রথম গণ আন্দোলন কোনটি?

আধুনিক ভারতের প্রথম গণ আন্দোলন হল স্বদেশি আন্দোলন।

স্বদেশি আন্দোলনের অনুষঙ্গ আন্দোলনটির নাম কী?

স্বদেশি আন্দোলনের অনুষঙ্গ আন্দোলনটির নাম হল বয়কট আন্দোলন।

বয়কট আন্দোলনের অপর নাম কী?

বয়কট আন্দোলনের অপর নাম নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন।

নমঃশূদ্র কারা?

বাংলার প্রভাবশালী কৃষক সম্প্রদায় নমঃশূদ্র নামে পরিচিত ছিল।

গুরুচাঁদ ঠাকুর কে ছিলেন?

গুরুচাঁদ ঠাকুর ছিলেন বাংলার নমঃশূদ্র সম্প্রদায়ের নেতা।

স্বদেশি আন্দোলন সম্পর্কে গুরুচাঁদ ঠাকুরের অভিমত কী ছিল?

স্বদেশি আন্দোলন সম্পর্কে গুরুচাঁদ ঠাকুরের অভিমত ছিল – এই আন্দোলন হল উঁচুবর্ণের হিন্দু ভদ্রলোক শ্রেণির আন্দোলন এবং এতে সাধারণ কৃষক সম্প্রদায়ের কোনো উপকার হবে না।

চেনাব বসতি আইন কবে চালু হয়?

চেনাব বসতি আইন 1906 খ্রিস্টাব্দে চালু হয়।

চেনাব বসতি আইন প্রতিরোধ আন্দোলনে কারা নেতৃত্ব দেন?

চেনাব বসতি আইন প্রতিরোধ আন্দোলনে নেতৃত্ব দেন লালা লাজপত রায় ও অজিত সিং।

ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?

ভারতের রাজধানী 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।

কংগ্রেসের কোন্ অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব ওঠে?

1920 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে কংগ্রেস অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব ওঠে।

কংগ্রেসের কোন্ অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়?

1920 খ্রিস্টাব্দের ডিসেম্বরে কংগ্রেসের অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়।

কোথায় অসহযোগ আন্দোলনের সূচনা হয়?

বারদৌলি রায়তওয়ারি তালুকে অসহযোগ আন্দোলনের সূচনা হয়।

কবে এলাহাবাদে যুক্তপ্রদেশ কিষানসভা গড়ে ওঠে?

1918 খ্রিস্টাব্দে এলাহাবাদে ‘যুক্তপ্রদেশ কিষানসভা’ গড়ে ওঠে।

কার নেতৃত্বে এলাহাবাদে যুক্তপ্রদেশ কিষানসভা গড়ে ওঠে?

মদনমোহন মালব্যের নেতৃত্বে এলাহাবাদে যুক্তপ্রদেশ কিষানসভা গড়ে ওঠে।

বাবা রামচন্দ্র কে?

বাবা রামচন্দ্র ছিলেন মহারাষ্ট্রের এক ব্রাহ্মণ কৃষক নেতা, যাঁর নেতৃত্বে যুক্তপ্রদেশের কৃষকেরা সংগঠিত হয়েছিলেন।

অযোধ্যা কিষানসভা কোথায়, কবে গড়ে ওঠে?

অযোধ্যা কিষানসভা প্রতাপগড়ে 1920 খ্রিস্টাব্দে গড়ে ওঠে।

অযোধ্যা কিষাণসভা কে প্রতিষ্ঠা করেন?

অযোধ্যা কিষাণসভা প্রতিষ্ঠা করেন জওহরলাল নেহরু।

সংশোধিত অযোধ্যা আইন কেন পাস হয়?

অযোধ্যা কিষানসভার জঙ্গি আন্দোলন প্রতিরোধের উদ্দেশ্যে সংশোধিত অযোধ্যা আইন পাস হয়।

মেবারের বিজোলিয়া অঞ্চলের ভিল উপজাতিদের খাজনা বন্ধের আন্দোলনে কে নেতৃত্ব দেন?

মেবারের বিজোলিয়া অঞ্চলের ভিল উপজাতিদের খাজনা বন্ধের আন্দোলনে নেতৃত্ব দেন মোতিলাল তেজওয়াত।

বিজোলিয়া সত্যাগ্রহের ধাঁচে মারওয়াড় অঞ্চলের আন্দোলনে কে নেতৃত্ব দেন?

বিজোলিয়া সত্যাগ্রহের ধাঁচে মারওয়াড় অঞ্চলের আন্দোলনে নেতৃত্ব দেন জয়নারায়ণ ব্যাস।

কার নেতৃত্বে বিজোলিয়া সত্যাগ্রহ বন্ধ হয়?

মদনমোহন মালব্য -এর নেতৃত্বে বিজোলিয়া সত্যাগ্রহ বন্ধ হয়।

বিহারের দ্বারভাঙ্গায় চাষিরা কেন আন্দোলনে নেমেছিল?

প্রজাস্বত্ব আদায়ের জন্য বিহারের দ্বারভাঙ্গায় চাষিরা আন্দোলনে নেমেছিল।

কোন্ আন্দোলনের সময় দ্বারভাঙ্গায় আন্দোলন হয়েছিল?

অসহযোগ আন্দোলনের সময় দ্বারভাঙ্গায় আন্দোলন হয়েছিল।

বিহারের ভাগলপুরে চাষিরা কেন আন্দোলনে নেমেছিল?

নীলচাষের বিরোধিতা করার জন্য বিহারের ভাগলপুরে চাষিরা আন্দোলনে নেমেছিল।

দ্বারভাঙ্গা, ভাগলপুর প্রভৃতি স্থানে 1919-1920 খ্রিস্টাব্দের কৃষক আন্দোলনগুলিতে কে নেতৃত্ব দেন?

দ্বারভাঙ্গা, ভাগলপুর প্রভৃতি স্থানে 1919-1920 খ্রিস্টাব্দের কৃষক আন্দোলনগুলিতে নেতৃত্ব দেন স্বামী বিদ্যানন্দ।

মোপালা কারা?

দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের মুসলমান কৃষক সম্প্রদায় মোপালা নামে পরিচিত।

মালাবার অঞ্চলে হিন্দু জমিদার শ্রেণিকে কী বলা হত?

মালাবার অঞ্চলে হিন্দু জমিদার শ্রেণিকে জেনমি বলা হত।

মোপালারা কাদের বিরুদ্ধে বিদ্রোহ করে?

মোপালারা জেনমি এবং ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।

মোপালাদের নেতা কে ছিলেন?

মোপালাদের নেতা ছিলেন ইয়াকুব হাসান।

মোপালাদের ধর্মীয় নেতা কে ছিলেন?

মোপালাদের ধর্মীয় নেতা ছিলেন আলি মুসালিয়র।

অস্ত্রপ্রদেশের কোন অঞ্চলে রাম্পা বিদ্রোহ হয়?

অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা, গোদাবরী ও গুন্টুর জেলায় রাম্পা বিদ্রোহ হয়।

রাম্পা বিদ্রোহ কবে হয়েছিল?

1922 থেকে 1924 খ্রিস্টাব্দ সময়কালে রাম্পা বিদ্রোহ হয়েছিল।

রাম্পা বিদ্রোহে কোন্ কোন্ আদিবাসী সম্প্রদায় অংশ নিয়েছিল?

রাম্পা বিদ্রোহে সাঁওতাল, মুণ্ডা, ভিল, গোণ্ড প্রভৃতি আদিবাসী সম্প্রদায় অংশ নিয়েছিল।

রাম্পা বিদ্রোহ ব্যর্থ হয় কেন?

1924 খ্রিস্টাব্দের 6 মে বিদ্রোহের নেতা আল্লুরি সীতারাম রাজু ধরা পড়লে রাম্পা বিদ্রোহ ব্যর্থ হয়।

মেদিনীপুরের কাঁথি ও তমলুকে অহিংস-অসহযোগ আন্দোলনে কে নেতৃত্ব দেন?

মেদিনীপুরের কাঁথি ও তমলুকে অহিংস-অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন বীরেন্দ্রনাথ শাসমল।

কারা ইউনিয়ন বোর্ডবিরোধী আন্দোলন করেছিল?

কাঁথি ও তমলুকের কৃষকরা বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে ইউনিয়ন বোর্ডবিরোধী আন্দোলন করেছিল।

1929 খ্রিস্টাব্দে ভারতীয় কৃষকশ্রেণি কেন তীব্র আর্থিক সংকটের সম্মুখীন হয়?

বিশ্ব অর্থনৈতিক মহামন্দার কারণে 1929 খ্রিস্টাব্দে ভারতীয় কৃষকশ্রেণি তীব্র আর্থিক সংকটের সম্মুখীন হয়।

আইন অমান্য আন্দোলন করার প্রস্তাব কংগ্রেস কখন কোথায় নিয়েছিল?

কংগ্রেস 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে আইন অমান্য আন্দোলন করার প্রস্তাব নিয়েছিল।

কবে আইন অমান্য আন্দোলন শুরু হয়?

1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হয়।

কার নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হয়?

মহাত্মা গান্ধির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হয়।

কোন্ আইন অমান্য করে আইন অমান্য আন্দোলন শুরু হয়?

লবণ আইন অমান্য করে আইন অমান্য আন্দোলন শুরু হয়।

কোন্ কোন্ রাজ্যে আইন অমান্য আন্দোলনের ব্যাপক প্রভাব পড়েছিল?

যুক্তপ্রদেশ (উত্তরপ্রদেশ), মধ্যপ্রদেশ, বাংলা প্রভৃতি রাজ্যে আইন অমান্য আন্দোলনের ব্যাপক প্রভাব পড়েছিল।

আইন অমান্য আন্দোলনের সময় যুক্তপ্রদেশের কোথায় কোথায় খাজনা বন্ধের আন্দোলন শুরু হয়?

আইন অমান্য আন্দোলনের সময় যুক্তপ্রদেশের রায়বেরিলি, আগ্রা, বারাবাঁকি জেলায় খাজনা বন্ধের আন্দোলন শুরু হয়।

যুক্তপ্রদেশের জমিদারবিরোধী কৃষক আন্দোলনে কে নেতৃত্ব দেন?

যুক্তপ্রদেশের জমিদারবিরোধী কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন কালকাপ্রসাদ।

বিহার প্রাদেশিক কিষানসভা কবে প্রতিষ্ঠিত হয়?

বিহার প্রাদেশিক কিষানসভা 1929 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

বিহার প্রাদেশিক কিষানসভা কার উদ্যোগে গঠিত হয়?

বিহার প্রাদেশিক কিষানসভা স্বামী সহজানন্দের উদ্যোগে গঠিত হয়।

অন্ধ্র প্রাদেশিক রায়তসভা কবে গঠিত হয়?

অন্ধ্র প্রাদেশিক রায়তসভা 1928 খ্রিস্টাব্দে গঠিত হয়।

এন জি রঙ্গ কে?

এন জি রঙ্গ ছিলেন অন্ধ্র প্রাদেশিক রায়তসভার নেতা, যিনি আইন অমান্য আন্দোলনে অন্ধ্রপ্রদেশে কৃষকদের সংগঠিত করেন।

আইন অমান্য আন্দোলনের সময় বাংলার কৃষক আন্দোলনে কোন্ কোন্ সংগঠন নেতৃত্ব দিয়েছিল?

আইন অমান্য আন্দোলনের সময় বাংলার কৃষক আন্দোলনে বেঙ্গল ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি এবং কৃষক প্রজা পার্টি নেতৃত্ব দিয়েছিল।

বখস্ত আন্দোলন কোথায় শুরু হয়?

বখস্ত আন্দোলন বিহারে শুরু হয়।

বখস্ত আন্দোলন কবে শুরু হয়?

বখস্ত আন্দোলন 1930 খ্রিস্টাব্দে শুরু হয়।

বখস্ত আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো।

বখস্ত আন্দোলনের কয়েকজন নেতার নাম হল – করিয়ানন্দ শর্মা, যদুনন্দন শর্মা, রাহুল সাংকৃত্যায়ন প্রমুখ।

ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কোথায় কোথায় সক্রিয় ছিল?

ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি বাংলা, বোম্বাই, যুক্তপ্রদেশ ও পাঞ্জাবে সক্রিয় ছিল।

আইন অমান্য আন্দোলনের সময় গুজরাটের কোন্ কোন্ স্থানে খাজনা বন্ধের আন্দোলন তীব্র আকার ধারণ করে?

আইন অমান্য আন্দোলনের সময় গুজরাটের খেদা, সুরাট, বারদৌলি, ব্রোচ ইত্যাদি স্থানে খাজনা বন্ধের আন্দোলন তীব্র আকার ধারণ করে।

কোন্ কংগ্রেসি নেতা আইন অমান্য আন্দোলনকালে গুজরাটে কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন?

সর্দার বল্লভভাই প্যাটেল আইন অমান্য আন্দোলনকালে গুজরাটে কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন।

খোদা-ই-খিদমতগার দলটি কে তৈরি করেন?

খোদা-ই-খিদমতগার দলটি আব্দুল গফ্ফর খান তৈরি করেন।

গান্ধি গীতা কী?

গান্ধি গীতা হল অন্ধ্রপ্রদেশের গান্ধিবাদী নেতা বাল রামকৃষ্ণ বিরচিত তেলুগু ভাষার জাতীয়তাবাদী সংগীত।

বিহারে গয়া কিষানসভা কে প্রতিষ্ঠা করেন?

বিহারে গয়া কিষানসভা যদুনন্দন শর্মা প্রতিষ্ঠা করেন।

কৃষক সঙ্গম কোথায় গড়ে উঠেছিল?

কৃষক সঙ্গম গড়ে উঠেছিল কেরলে।

কেরলে কে কিষান সত্যাগ্রহ চালান?

কেরলে কেলাপ্পুন কিষান সত্যাগ্রহ চালান।

দ্বিতীয় গোলটেবিল বৈঠক (1931 খ্রিস্টাব্দ) -এর সময় ইংল্যান্ডের রাজা কে ছিলেন?

দ্বিতীয় গোলটেবিল বৈঠক (1931 খ্রিস্টাব্দ) -এর সময় ইংল্যান্ডের রাজা ছিলেন পঞ্চম জর্জ।

কংগ্রেসের কোন্ অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়?

1942 খ্রিস্টাব্দের 8 আগস্ট কংগ্রেসের বোম্বাই অধিবেশনে ‘ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়।

ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?

1942 খ্রিস্টাব্দের 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়।

তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে প্রতিষ্ঠিত হয়?

1942 খ্রিস্টাব্দের 17 ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়।

বিহারের কোথায় ভারত ছাড়ো আন্দোলনের সময় তীব্র জমিদার ও মহাজনবিরোধী আন্দোলন সংঘটিত হয়?

বিহারের সারণ জেলায় ভারত ছাড়ো আন্দোলনের সময় তীব্র জমিদার ও মহাজনবিরোধী আন্দোলন সংঘটিত হয়।

ভারত ছাড়ো আন্দোলনের জন্য উড়িষ্যার কোথায় রক্তবাহিনী গড়ে ওঠে?

ভারত ছাড়ো আন্দোলনের জন্য উড়িষ্যার কটকে রক্তবাহিনী গড়ে ওঠে।

ভারত ছাড়ো আন্দোলনের সময় উড়িষ্যার কোরাপুটে উপজাতীয় কৃষকদের কে নেতৃত্ব দেন?

ভারত ছাড়ো আন্দোলনের সময় উড়িষ্যার কোরাপুটে উপজাতীয় কৃষকদের নেতৃত্ব দেন লক্ষ্মণ নায়েক।

একা আন্দোলন কোথায় হয়েছিল?

একা আন্দোলন হয়েছিল যুক্তপ্রদেশে।

কবে একা আন্দোলন শুরু হয়?

1921 খ্রিস্টাব্দে একা আন্দোলন শুরু হয়।

একা আন্দোলনে কে নেতৃত্ব দেন?

একা আন্দোলনে নেতৃত্ব দেন মাদারি পাসি।

কোন্ আন্দোলনের সময় বারদৌলি সত্যাগ্রহ ঘটেছিল?

অসহযোগ আন্দোলনের সময় বারদৌলি সত্যাগ্রহ ঘটেছিল।

বারদৌলির কৃষক আন্দোলন কবে হয়?

1928 খ্রিস্টাব্দে বারদৌলির কৃষক আন্দোলন হয়।

বারদৌলি থেকে কোন্ পত্রিকা প্রকাশিত হত?

বারদৌলি থেকে সত্যাগ্রহ পত্রিকা প্রকাশিত হত।

বারদৌলি কৃষক আন্দোলনের নেতৃত্বে কে ছিলেন?

বারদৌলি কৃষক আন্দোলনের নেতৃত্বে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল।

কে সর্দার উপাধিতে ভূষিত হন?

বল্লভভাই প্যাটেল সর্দার উপাধিতে ভূষিত হন।

মণিবেন প্যাটেল কোন্ আন্দোলনে শামিল হন?

মণিবেন প্যাটেল বারদৌলি সত্যাগ্রহে শামিল হন।

বারদৌলি সত্যাগ্রহের সময় বোম্বাই -এর গভর্নর কে ছিলেন?

বারদৌলি সত্যাগ্রহের সময় বোম্বাই-এর গভর্নর ছিলেন উইলিংডন।

বিহারের চম্পারণ সত্যাগ্রহ কবে হয়?

1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণ সত্যাগ্রহ হয়।

চম্পারণ কৃষি আইন কবে পাস হয়?

চম্পারণ কৃষি আইন পাস হয় 1918 খ্রিস্টাব্দে।

গুজরাটের খেদা সত্যাগ্রহ কবে হয়?

1918 খ্রিস্টাব্দে গুজরাটের খেদা সত্যাগ্রহ হয়।

তেভাগা আন্দোলন কবে হয়?

1946 খ্রিস্টাব্দে তেভাগা আন্দোলন হয়।

ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?

1942 খ্রিস্টাব্দের 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়।

তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে প্রতিষ্ঠিত হয়?

1942 খ্রিস্টাব্দের 17 ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়।

বিহারের কোথায় ভারত ছাড়ো আন্দোলনের সময় তীব্র জমিদার ও মহাজনবিরোধী আন্দোলন সংঘটিত হয়?

বিহারের সারণ জেলায় ভারত ছাড়ো আন্দোলনের সময় তীব্র জমিদার ও মহাজনবিরোধী আন্দোলন সংঘটিত হয়।

ভারত ছাড়ো আন্দোলনের জন্য উড়িষ্যার কোথায় রক্তবাহিনী গড়ে ওঠে?

ভারত ছাড়ো আন্দোলনের জন্য উড়িষ্যার কটকে রক্তবাহিনী গড়ে ওঠে।

ভারত ছাড়ো আন্দোলনের সময় উড়িষ্যার কোরাপুটে উপজাতীয় কৃষকদের কে নেতৃত্ব দেন?

ভারত ছাড়ো আন্দোলনের সময় উড়িষ্যার কোরাপুটে উপজাতীয় কৃষকদের নেতৃত্ব দেন লক্ষ্মণ নায়েক।

একা আন্দোলন কোথায় হয়েছিল?

একা আন্দোলন হয়েছিল যুক্তপ্রদেশে।

কবে একা আন্দোলন শুরু হয়?

1921 খ্রিস্টাব্দে একা আন্দোলন শুরু হয়।

একা আন্দোলনে কে নেতৃত্ব দেন?

একা আন্দোলনে নেতৃত্ব দেন মাদারি পাসি।

কোন্ আন্দোলনের সময় বারদৌলি সত্যাগ্রহ ঘটেছিল?

অসহযোগ আন্দোলনের সময় বারদৌলি সত্যাগ্রহ ঘটেছিল।

বারদৌলির কৃষক আন্দোলন কবে হয়?

1928 খ্রিস্টাব্দে বারদৌলির কৃষক আন্দোলন হয়।

বারদৌলি থেকে কোন্ পত্রিকা প্রকাশিত হত?

বারদৌলি থেকে সত্যাগ্রহ পত্রিকা প্রকাশিত হত।

বারদৌলি কৃষক আন্দোলনের নেতৃত্বে কে ছিলেন?

বারদৌলি কৃষক আন্দোলনের নেতৃত্বে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল।

কে সর্দার উপাধিতে ভূষিত হন?

বল্লভভাই প্যাটেল সর্দার উপাধিতে ভূষিত হন।

মণিবেন প্যাটেল কোন্ আন্দোলনে শামিল হন?

মণিবেন প্যাটেল বারদৌলি সত্যাগ্রহে শামিল হন।

বারদৌলি সত্যাগ্রহের সময় বোম্বাই -এর গভর্নর কে ছিলেন?

বারদৌলি সত্যাগ্রহের সময় বোম্বাই -এর গভর্নর ছিলেন উইলিংডন।

বিহারের চম্পারণ সত্যাগ্রহ কবে হয়?

1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণ সত্যাগ্রহ হয়।

চম্পারণ কৃষি আইন কবে পাস হয়?

চম্পারণ কৃষি আইন পাস হয় 1918 খ্রিস্টাব্দে।

গুজরাটের খেদা সত্যাগ্রহ কবে হয়?

1918 খ্রিস্টাব্দে গুজরাটের খেদা সত্যাগ্রহ হয়।

তেভাগা আন্দোলন কবে হয়?

1946 খ্রিস্টাব্দে তেভাগা আন্দোলন হয়।

পুন্নাপ্রা-ভায়লার আন্দোলন কোথায় হয়েছিল?

পুন্নাপ্রা-ভায়লার আন্দোলন ত্রিবাঙ্কুরে হয়েছিল।

ভেট্টি প্রথা কোথায় প্রচলিত ছিল?

ভেট্টি প্রথা তেলেঙ্গানায় প্রচলিত ছিল।

তেলেঙ্গানা কৃষক বিদ্রোহ কবে হয়?

1946 খ্রিস্টাব্দে তেলেঙ্গানা কৃষক বিদ্রোহ হয়।

তেলেঙ্গানা আন্দোলনের একজন অন্যতম নেতার নাম লেখো।

তেলেঙ্গানা আন্দোলনের একজন নেতার নাম হল ইয়েলো রেড্ডি।

স্বদেশি যুগে বাংলায় সংঘটিত প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়?

স্বদেশি যুগে বাংলায় সংঘটিত প্রথম শ্রমিক ধর্মঘট হয় হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানিতে 1905 খ্রিস্টাব্দে।

স্বদেশি আন্দোলনের যুগে তামিলনাড়ুর তুতিকোরিনে শ্রমিক ধর্মঘটে কে নেতৃত্ব দেন?

স্বদেশি আন্দোলনের যুগে তামিলনাড়ুর তুতিকোরিনে শ্রমিক ধর্মঘটে নেতৃত্ব দেন চিদাম্বরম পিল্লাই।

স্বদেশি আন্দোলনের যুগে কে বাংলার শ্রমিকদের সংগঠিত করার চেষ্টা করেন?

স্বদেশি আন্দোলনের যুগে বাংলার শ্রমিকদের সংগঠিত করার চেষ্টা করেন অম্বিকাচরণ ব্যানার্জি।

বাংলার প্রথম প্রকৃত ট্রেড ইউনিয়ন কোনটি?

বাংলার প্রথম ‘প্রকৃত ট্রেড ইউনিয়ন’ হল প্রিন্টারস অ্যান্ড কম্পোজিটার্স লিগ।

জাতীয় কংগ্রেস কখন থেকে শ্রমিকশ্রেণিকে গুরুত্ব দিতে শুরু করে?

জাতীয় কংগ্রেস 1919 খ্রিস্টাব্দের অমৃতসর অধিবেশন থেকে শ্রমিকশ্রেণিকে গুরুত্ব দিতে শুরু করে।

নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (1920 খ্রিস্টাব্দ) কোথায় প্রতিষ্ঠিত হয়?

নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (1920 খ্রিস্টাব্দ) বোম্বাই-তে প্রতিষ্ঠিত হয়।

নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস -এর প্রথম সভাপতি কে ছিলেন?

নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস -এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়।

স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন?

স্বরাজ্য দলের সভাপতি ছিলেন মোতিলাল নেহরু।

অসহযোগ আন্দোলনের সময় বাংলার রেল ও স্টিমার পরিবহনের আন্দোলনে কে নেতৃত্ব দেন?

অসহযোগ আন্দোলনের সময় বাংলার রেল ও স্টিমার পরিবহনের আন্দোলনে কে নেতৃত্ব দেন?

অসহযোগ আন্দোলনের সময় রানিগঞ্জ ও ঝরিয়ায় কয়লাখনি ধর্মঘটে কারা নেতৃত্ব দেন?

অসহযোগ আন্দোলনের সময় রানিগঞ্জ ও ঝরিয়ায় কয়লাখনি ধর্মঘটে নেতৃত্ব দেন স্বামী বিশ্বানন্দ ও স্বামী দর্শনানন্দ।

অসহযোগ আন্দোলনের সময় আসামের চা বাগানের শ্রমিক আন্দোলনে কে সংগঠকের ভূমিকা নিয়েছিলেন?

অসহযোগ আন্দোলনের সময় আসামের চা বাগানের শ্রমিক আন্দোলনে সংগঠকের ভূমিকা নিয়েছিলেন গান্ধি মহারাজ।

কমিউনিস্টরা আইন অমান্য আন্দোলন থেকে দূরে সরে থেকেছিল কেন?

কমিউনিস্টরা তাদের অতি-বামপন্থী রাজনীতির কারণে আইন অমান্য আন্দোলন থেকে দূরে সরে থেকেছিল।

1942 খ্রিস্টাব্দে আহমেদাবাদে কোন্ সংগঠনের নেতৃত্বে শ্রমিক ধর্মঘট শুরু হয়?

1942 খ্রিস্টাব্দে আহমেদাবাদে মজদুর মহাজন সংঘ – এর নেতৃত্বে শ্রমিক ধর্মঘট শুরু হয়।

ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?

ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি 1927 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির বাংলা শাখার সম্পাদক কে ছিলেন?

ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির বাংলা শাখার সম্পাদক ছিলেন মুজফফর আহমেদ।

ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির পাঞ্জাব শাখার সম্পাদক কে ছিলেন?

ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির পাঞ্জাব শাখার সম্পাদক ছিলেন মোহন সিং যোশ।

ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির বোম্বাই শাখার সম্পাদক কে ছিলেন?

ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির বোম্বাই শাখার সম্পাদক ছিলেন এস এস মিরাজকর।

ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির যুক্তপ্রদেশ শাখার সম্পাদক কে ছিলেন?

ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির যুক্তপ্রদেশ শাখার সম্পাদক ছিলেন পি সি যোশি।

বাংলার ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রথমে কোন্ পত্রিকা প্রকাশ করে?

বাংলার ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রথমে লাঙল পত্রিকা প্রকাশ করে।

বাংলায় কবে ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির উদ্যোগে সর্বভারতীয় সম্মেলন হয়?

1928 খ্রিস্টাব্দে বাংলায় ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি-র উদ্যোগে সর্বভারতীয় সম্মেলন হয়।

তৃতীয় কমিউনিস্ট ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয়?

তৃতীয় কমিউনিস্ট ইন্টারন্যাশনাল 1919 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

রাশিয়ার তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?

রাশিয়ার তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি 1920 খ্রিস্টাব্দের 17 অক্টোবর প্রতিষ্ঠিত হয়।

তাসখন্দে কে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন?

তাসখন্দে মানবেন্দ্রনাথ রায় ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন।

সিঙ্গারাভেলু চেট্টিয়ার কে ছিলেন?

সিঙ্গারাভেলু চেট্টিয়ার ছিলেন মাদ্রাজের শ্রমিক নেতা।

হসরৎ মোহানি কে ছিলেন?

হসরৎ মোহানি ছিলেন ভারতের একজন কমিউনিস্ট নেতা।

ভারতে কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?

1925 খ্রিস্টাব্দে কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।

ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন?

ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক ছিলেন সচ্চিদানন্দ বিষ্ণুঘাটে।

বাংলা থেকে প্রকাশিত দুটি সাম্যবাদী পত্রিকার নাম লেখো।

বাংলা থেকে প্রকাশিত দুটি সাম্যবাদী পত্রিকার নাম হল লাঙল ও গণবাণী।

ভারতে প্রথম মে দিবস কবে, কোথায় পালিত হয়?

ভারতে 1923 খ্রিস্টাব্দের 1 মে মাদ্রাজে প্রথম মে দিবস পালিত হয়।

কার নেতৃত্বে ভারতে প্রথম মে দিবস পালিত হয়?

সিঙ্গারাভেলু চেট্টিয়ার -এর নেতৃত্বে ভারতে প্রথম মে দিবস পালিত হয়।

ভারতের কমিউনিস্ট পার্টি কবে থেকে কবে পর্যন্ত নিষিদ্ধ ছিল?

ভারতে কমিউনিস্ট পার্টি দ্বিতীয়বার 1934 থেকে 1942 খ্রিস্টাব্দ পর্যন্ত নিষিদ্ধ ছিল।

জাতীয় কংগ্রেসের মধ্যে বামপন্থী চিন্তাধারার অন্যতম নেতা কে ছিলেন?

জাতীয় কংগ্রেসের মধ্যে বামপন্থী চিন্তাধারার অন্যতম নেতা ছিলেন সুভাষচন্দ্র বসু।

কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি (CSP) কখন প্রতিষ্ঠিত হয়?

কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি (CSP) 1934 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ও সম্পাদক কে উত্তর ছিলেন?

কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ।

কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন?

কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আচার্য নরেন্দ্রদেব।

মানবেন্দ্রনাথ রায় কখন কংগ্রেসে যোগ দেন?

মানবেন্দ্রনাথ রায় 1930 খ্রিস্টাব্দে কংগ্রেসে যোগ দেন।

কে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন?

সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন।

ফরওয়ার্ড ব্লক কোন্ বছর প্রতিষ্ঠিত হয়?

ফরওয়ার্ড ব্লক 1939 খ্রিস্টাব্দের 3 মে প্রতিষ্ঠিত হয়।

র‍্যাডিকাল ডেমোক্র্যাটিক পার্টি কে প্রতিষ্ঠা করেন?

র‍্যাডিকাল ডেমোক্র্যাটিক পার্টি’ প্রতিষ্ঠা করেন মানবেন্দ্রনাথ রায়।

র‍্যাডিকাল ডেমোক্র্যাটিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?

র‍্যাডিকাল ডেমোক্র্যাটিক পার্টি 1940 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

ভারতের কোন্ রাজনৈতিক দল প্রথমে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সাম্রাজ্যবাদী যুদ্ধ বলেছিল?

ভারতের কমিউনিস্ট পার্টি প্রথমে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সাম্রাজ্যবাদী যুদ্ধ বলেছিল।

ঠাকুর পঞ্চানন বর্মার নেতৃত্বে রাজবংশী ও কোচ সম্প্রদায়ের আত্মানুসন্ধানের আন্দোলন শুরু হয় কেন?

স্বদেশি আন্দোলনের সময় নমঃশূদ্রের পাশাপাশি উত্তরবঙ্গে রাজবংশী ও কোচ জাতিও সামাজিক আন্দোলন শুরু করে। 1901 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে তফশিলি জাতিভুক্ত হওয়ায় তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল। ঠাকুর পঞ্চানন বর্মার নেতৃত্বে তারা আত্মানুসন্ধানের পথ গ্রহণ করে।

আইন অমান্য আন্দোলনের সময় যুক্তপ্রদেশের গ্রামে গ্রামে জাতীয়তাবাদের বার্তা পৌঁছে দিতে কোন মাধ্যম ব্যবহার করা হয়েছিল?

আইন অমান্য আন্দোলনের সময় যুক্তপ্রদেশের গ্রামে গ্রামে জাতীয়তাবাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হয় ম্যাজিক লণ্ঠন।

কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের সূচনা হয়?

1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের সূচনা হয়।

কত খ্রিস্টাব্দে বার্ন কোম্পানির শ্রমিকদের ধর্মঘটের সূচনা হয়?

1905 খ্রিস্টাব্দে বার্ন কোম্পানির শ্রমিকদের ধর্মঘটের সূচনা হয়।

কলকাতা বন্দরের জেটিতে কত খ্রিস্টাব্দে 400 শ্রমিকের ধর্মঘট শুরু?

কলকাতা বন্দরের জেটিতে 1906 খ্রিস্টাব্দে 400 শ্রমিকের ধর্মঘট শুরু।

রাওয়ালপিণ্ডিতে অস্ত্র ও রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কারখানার শ্রমিকদের কত খ্রিস্টাব্দে ধর্মঘট শুরু?

রাওয়ালপিণ্ডিতে অস্ত্র ও রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কারখানার শ্রমিকদের 1907 খ্রিস্টাব্দে ধর্মঘট শুরু।

চম্পারণ সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে হয়েছিল?

চম্পারণ সত্যাগ্রহ 1917 খ্রিস্টাব্দে হয়েছিল।

গান্ধিজির নেতৃত্বে আহমেদাবাদে শ্রমিক ধর্মঘট; খেদা সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে হয়েছিল?

গান্ধিজির নেতৃত্বে আহমেদাবাদে শ্রমিক ধর্মঘট; খেদা সত্যাগ্রহ 1918 খ্রিস্টাব্দে হয়েছিল।

তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে?

তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয় 1920 খ্রিস্টাব্দে।

AITUC গঠন হয় কত খ্রিস্টাব্দে?

AITUC গঠন হয় 1920 খ্রিস্টাব্দে।

কলকাতায় পোর্ট ট্রাস্ট অ্যাসোসিয়েশন গঠন হয় কত খ্রিস্টাব্দে?

কলকাতায় পোর্ট ট্রাস্ট অ্যাসোসিয়েশন গঠন হয় 1920-1921 খ্রিস্টাব্দে।

অসহযোগ আন্দোলনের সূচনা হয় কত খ্রিস্টাব্দে?

অসহযোগ আন্দোলনের সূচনা হয় 1921 খ্রিস্টাব্দে।

অরণ্য সত্যাগ্রহের সূচনা হয় কত খ্রিস্টাব্দে?

অরণ্য সত্যাগ্রহের সূচনা হয় 1930 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে।

কর্ণাটক টেক্সটাইল মিলের শ্রমিক ধর্মঘট কোন মাসে হয়েছিল?

কর্ণাটক টেক্সটাইল মিলের শ্রমিক ধর্মঘট অক্টোবর মাসে হয়েছিল।

বর্তমান সুভাষ ডকে 5000 শ্রমিকের ধর্মঘট কোন তারিখে হয়েছিল?

বর্তমান সুভাষ ডকে 5000 শ্রমিকের ধর্মঘট 14 ডিসেম্বর হয়েছিল।

কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে?

কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয় 1925 খ্রিস্টাব্দে।

বাংলায় ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠন হয় কত খ্রিস্টাব্দে?

বাংলায় ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠন হয় 1926-1927 খ্রিস্টাব্দে।

বারদৌলি সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে হয়েছিল?

বারদৌলি সত্যাগ্রহ 1928 খ্রিস্টাব্দে হয়েছিল।

সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়েছিল?

সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির সম্মেলন 1928 খ্রিস্টাব্দে হয়েছিল।

কত খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির উদ্যোগে বিভিন্ন জায়গায় শ্রমিকদের সংগঠিত করা হয়?

1928 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির উদ্যোগে বিভিন্ন জায়গায় শ্রমিকদের সংগঠিত করা হয়।

অন্ধ্র প্রাদেশিক রায়তসভা কত খ্রিস্টাব্দে গঠন হয়েছিল?

অন্ধ্র প্রাদেশিক রায়তসভা গঠন 1928 খ্রিস্টাব্দে গঠন হয়েছিল।

স্বাধীনতার জন্য ইন্ডিয়া লিগ কত খ্রিস্টাব্দে গঠন হয়েছিল?

স্বাধীনতার জন্য ইন্ডিয়া লিগ 1928 খ্রিস্টাব্দে গঠন হয়েছিল।

বিশ্ব অর্থনৈতিক মহামন্দা কত খ্রিস্টাব্দে হয়েছিল?

বিশ্ব অর্থনৈতিক মহামন্দা 1929 খ্রিস্টাব্দে হয়েছিল।

বিহার প্রাদেশিক কিষানসভা কত খ্রিস্টাব্দে গঠন হয়েছিল?

বিহার প্রাদেশিক কিষানসভা 1929 খ্রিস্টাব্দে গঠন হয়েছিল।

মিরাট ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?

মিরাট ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দের মার্চ মাসে শুরু হয়েছিল।

আইন অমান্য আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?

আইন অমান্য আন্দোলন 1930 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল।

বোম্বাইতে 20 হাজার শ্রমিকের ধর্মঘট কত খ্রিস্টাব্দে হয়েছিল?

বোম্বাইতে 20 হাজার শ্রমিকের ধর্মঘট 1930 খ্রিস্টাব্দে হয়েছিল।

মহারাষ্ট্র বস্ত্রশিল্প কারখানার শ্রমিক ধর্মঘট কত খ্রিস্টাব্দে হয়েছিল?

মহারাষ্ট্র বস্ত্রশিল্প কারখানার শ্রমিক ধর্মঘট 1930 খ্রিস্টাব্দে হয়েছিল।

বাংলার কতকগুলি জেলায় কৃষক আন্দোলনের সূচনা কত খ্রিস্টাব্দে হয়েছিল?

বাংলার কতকগুলি জেলায় কৃষক আন্দোলনের সূচনা 1931 খ্রিস্টাব্দে হয়েছিল।

যুক্তপ্রদেশে খাজনা বন্ধের আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল?

যুক্তপ্রদেশে খাজনা বন্ধের আন্দোলন 1931 খ্রিস্টাব্দে হয়েছিল।

উড়িষ্যার কৃষক সংঘের গঠন কত খ্রিস্টাব্দে হয়েছিল?

উড়িষ্যার কৃষক সংঘের গঠন 1931 খ্রিস্টাব্দে হয়েছিল।

গুন্টুর জেলায় মহাজনবিরোধী দাঙ্গা কত খ্রিস্টাব্দে হয়েছিল?

গুন্টুর জেলায় মহাজনবিরোধী দাঙ্গা 1931 খ্রিস্টাব্দে হয়েছিল।

কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে হয়েছিল?

কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রতিষ্ঠা 1934 খ্রিস্টাব্দে হয়েছিল।

কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কর্তৃক কমিউনিস্ট দলকে বে-আইনি বলে ঘোষণা করেছিল?

1934 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কর্তৃক কমিউনিস্ট দলকে বে-আইনি বলে ঘোষণা করেছিল।

নিখিল ভারত কিষানসভা কত খ্রিস্টাব্দে গঠন হয়েছিল?

নিখিল ভারত কিষানসভা 1936 খ্রিস্টাব্দে গঠন হয়েছিল।

ফরওয়ার্ড ব্লক কত খ্রিস্টাব্দে গঠন হয়েছিল?

ফরওয়ার্ড ব্লক 1939 খ্রিস্টাব্দে গঠন হয়েছিল।

র‍্যাডিকাল ডেমোক্র্যাটিক পার্টি কত খ্রিস্টাব্দে গঠন হয়েছিল?

র‍্যাডিকাল ডেমোক্র্যাটিক পার্টি 1940 খ্রিস্টাব্দে গঠন হয়েছিল।

বোম্বে গণবিক্ষোভে শ্রমিকদের যোগদান কত খ্রিস্টাব্দে?

বোম্বে গণবিক্ষোভে শ্রমিকদের যোগদান 1942 খ্রিস্টাব্দে।

আহমেদাবাদে বস্ত্রশিল্পের ধর্মঘট কত খ্রিস্টাব্দে হয়েছিল?

আহমেদাবাদে বস্ত্রশিল্পের ধর্মঘট 1942 খ্রিস্টাব্দে হয়েছিল।

ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল?

ভারত ছাড়ো আন্দোলন 1942 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল।

বাংলার মেদিনীপুরে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কত খ্রিস্টাব্দে হয়েছিল?

বাংলার মেদিনীপুরে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা 1942 খ্রিস্টাব্দে হয়েছিল।

তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন কত খ্রিস্টাব্দে হয়েছিল?

তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন 1942 খ্রিস্টাব্দে 29 সেপ্টেম্বর হয়েছিল।

কত খ্রিস্টাব্দে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে আন্দোলন জঙ্গি রূপ ধারণ করে?

1942 খ্রিস্টাব্দে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে আন্দোলন জঙ্গি রূপ ধারণ করে।

সাতারা প্রতি-সরকার কত খ্রিস্টাব্দে গঠন হয়েছিল?

সাতারা প্রতি-সরকার 1943 খ্রিস্টাব্দে গঠন হয়েছিল।

নৌবিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল?

নৌবিদ্রোহ 1946 খ্রিস্টাব্দে হয়েছিল।

ভারতের কোন্ রাজনৈতিক আন্দোলনে গান্ধীজি প্রথম সত্যাগ্রহের আদর্শ অনুসরণ করেন?

ভারতের বিহারের চম্পারণে (1917 খ্রিস্টাব্দ) রাজনৈতিক আন্দোলনে গান্ধীজি প্রথম সত্যাগ্রহের আদর্শ অনুসরণ করেন।

স্বদেশী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণির অনীহা ছিল কেন?

জাতীয় কংগ্রেসের জোতদার ও জমিদার ঘেঁষা নীতির কারণে।

মহাত্মা গান্ধিজির রাজনৈতিক গুরু কে ছিলেন?

মহাত্মা গান্ধিজির রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে।

ভারতে গান্ধিজির প্রথম অনশন সত্যাগ্রহ কোনটি?

ভারতে গান্ধিজির প্রথম অনশন সত্যাগ্রহ আমেদাবাদ সত্যাগ্রহ।

আমেদাবাদে বস্ত্রশিল্প ধর্মঘট কবে হয়?

আমেদাবাদে বস্ত্রশিল্প ধর্মঘট হয় 1917 খ্রিস্টাব্দে।

অ্যাসোসিয়েশন আমেদাবাদ টেক্সটাইল লেবার (1918 খ্রিস্টাব্দ) কে গঠন করেন?

অ্যাসোসিয়েশন আমেদাবাদ টেক্সটাইল লেবার (1918 খ্রিস্টাব্দ) গঠন করেন মহাত্মা গান্ধী এবং অনসূয়া সরবভাই। 

কৃষক প্রজা পার্টি (K.P.P)কবে প্রতিষ্ঠিত হয়?

কৃষক প্রজা পার্টি (K.P.P)প্রতিষ্ঠিত হয় 1929 খ্রিস্টাব্দে। 

‘Two leaves and a bud’ গ্রন্থটি কার লেখা?

‘Two leaves and a bud’ গ্রন্থটি মূলকরাজ আনন্দের লেখা। 

অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কার নেতৃত্বে কৃষক আন্দোলন শুরু হয়েছিল?

অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে বীরেন্দ্রনাথ শাসমল -এর নেতৃত্বে কৃষক আন্দোলন শুরু হয়েছিল। 

অসহযোগ আন্দোলন চলাকালীন মালাবার উপকূলে সংঘটিত কৃষক আন্দোলনটির নাম কী?

অসহযোগ আন্দোলন চলাকালীন মালাবার উপকূলে সংঘটিত কৃষক আন্দোলনটির নাম মোপলা বিদ্রোহ।

নিপীড়িত মানবাত্মার প্রতীক কাকে বলা হয়?

নিপীড়িত মানবাত্মার প্রতীক মহাত্মা গান্ধিকে বলা হয়।

বেট্টি প্রথা কী?

বেট্টি প্রথা হল তেলেঙ্গানায় প্রচলিত বাধ্যতামূলক কর।

নিখিল ভারত কিষাণসভা কবে গঠিত হয়?

নিখিল ভারত কিষাণসভা 1936 খ্রিস্টাব্দে গঠিত হয়।

নিখিল ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন?

নিখিল ভারত কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী।

নিখিল ভারত কিষাণ সভার প্রথম অধিবেশন কোথায় বসে?

নিখিল ভারত কিষাণ সভার প্রথম অধিবেশন লখনউ-তে বসে।

বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভার নেতৃত্বে পরিচালিত (1946 খ্রিস্টাব্দ) আন্দোলন কোনটি?

বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভার নেতৃত্বে পরিচালিত (1946 খ্রিস্টাব্দ) আন্দোলন তেভাগা আন্দোলন।

‘আধি নয়, তেভাগা চাই’ – কোন্ আন্দোলনের স্লোগান?

‘আধি নয়, তেভাগা চাই’ – তেভাগা আন্দোলনের (1946 খ্রিস্টাব্দ) স্লোগান।

কয়টি জেলা নিয়ে তেলেঙ্গানা গঠিত?

9টি জেলা নিয়ে তেলেঙ্গানা গঠিত।

তেলেঙ্গানা আন্দোলনের সময়সীমা লেখো।

তেলেঙ্গানা আন্দোলনের সময়সীমা হল 1946 খ্রিস্টাব্দ – 1951 খ্রিস্টাব্দ।।

পুন্নাপ্রা-ভায়লার গণসংগ্রামে কে নেতৃত্ব দেন?

পুন্নাপ্রা-ভায়লার গণসংগ্রামে নেতৃত্ব দেন জে. সি. জর্জ/টি. ভি. টমাস।

কোন্ আন্দোলনকে শ্রমিক আন্দোলনের দিক্‌ চিহ্ন সূচনাকাল বলা হয়?

বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনকে শ্রমিক আন্দোলনের দিক্‌ চিহ্ন সূচনাকাল বলা হয়।

স্বদেশী যুগে একজন শ্রমিকনেতার নাম লেখো।

স্বদেশী যুগে একজন শ্রমিকনেতার নাম হল ব্যারিস্টার অশ্বিনীকুমার বন্দ্যোপাধ্যায়।।

ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন সংগঠন কোনটি?

ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন সংগঠন হল মাদ্রাজ লেবার ইউনিয়ন (1918 খ্রিস্টাব্দ)।

AITUC-র পুরো নাম কী?

অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (All India Trade Union Congress)।

AITUC-র প্রথম অধিবেশন কবে হয়?

AITUC-র প্রথম অধিবেশন হয় 1920 খ্রিস্টাব্দে।

কত জন প্রতিনিধি AITUC-র প্রথম অধিবেশনে প্রতিনিধিত্ব করেছিল?

806 জন প্রতিনিধি AITUC-র প্রথম অধিবেশনে প্রতিনিধিত্ব করেছিল।

ভারতের কমিউনিস্ট পার্টি (1920 খ্রিস্টাব্দ) প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়?

ভারতের কমিউনিস্ট পার্টি (1920 খ্রিস্টাব্দ) প্রথম রাশিয়ার তাসখন্দে প্রতিষ্ঠিত হয়।

কলকাতায় শ্রমিক ও কৃষক পার্টি কী নামে পরিচিত ছিল?

কলকাতায় শ্রমিক ও কৃষক পার্টি ওয়ার্কার্স এ্যান্ড পেজেন্টস্ পার্টি নামে পরিচিত ছিল।

বেঙ্গল জুট ওয়ার্কার্স ইউনিয়নের সভানেত্রী কে ছিলেন?

বেঙ্গল জুট ওয়ার্কার্স ইউনিয়নের সভানেত্রী ছিলেন ডঃ প্রভাবতী দাশগুপ্ত।

বোল জুট ওয়ার্কার্স ইউনিয়নের সঙ্গে যুক্ত একজন কমিউনিস্ট নেতার নাম লেখো।

বোল জুট ওয়ার্কার্স ইউনিয়নের সঙ্গে যুক্ত একজন কমিউনিস্ট নেতার নাম হল আব্দুল মোমিন/বঙ্কিমচন্দ্র মুখার্জি।

কত খ্রিস্টাব্দে বোম্বাই-এ গিরনি-কামগার ইউনিয়ন গঠিত হয়?

1928 খ্রিস্টাব্দে বোম্বাই-এ গিরনি-কামগার ইউনিয়ন গঠিত হয়।

হুইটলি কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

হুইটলি কমিশন 1929 খ্রিস্টাব্দে গঠিত হয়।

কার আমলে শিল্পবিরোধ বিল ও জননিরাপত্তা বিল (1929 খ্রিস্টাব্দে) পাশ হয়?

লর্ড আরউইন -এর আমলে আমলে শিল্পবিরোধ বিল ও জননিরাপত্তা বিল (1929 খ্রিস্টাব্দে) পাশ হয়।

জন নিরাপত্তা বিলের মূল উদ্দেশ্য কি ছিল?

জন নিরাপত্তা বিলের মূল উদ্দেশ্য ছিল কমিউনিস্টদের দমন করা।

মীরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত একজন কমিউনিস্ট শ্রমিক নেতার নাম লেখো।

মীরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত একজন কমিউনিস্ট শ্রমিক নেতার নাম হল মুজফ্ফর আহমেদ।

মীরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম লেখো।

মীরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম হল বেন ব্রাডলি ও ফিলিপ স্প্রাট।

কোন্ দুজন কংগ্রেস নেতা কংগ্রেসের ভেতর বামপন্থী মতের জন্ম হয়?

জওহরলাল নেহরু ও সুভাষ চন্দ্র বসু দুজন কংগ্রেস নেতা কংগ্রেসের ভেতর বামপন্থী মতের জন্ম হয়।

মানবেন্দ্রনাথ রায় (এম. এন. রায়) এর আসল নাম কী?

মানবেন্দ্রনাথ রায় (এম. এন. রায়) এর আসল নাম হল নরেন্দ্রনাথ ভট্টাচার্য।

বঙ্গীয় প্রজাস্বত্ত্ব সংশোধন আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়?

বঙ্গীয় প্রজাস্বত্ত্ব সংশোধন আইন প্রবর্তিত হয় 1908 খ্রিস্টাব্দে।

‘আমরা ধন ও ধনিকের ধ্বংস চাই না, ধনিক ও শ্রমিকদের সম্পর্ক নিয়ন্ত্রণ করতে চাই’ — উক্তিটি কার?

‘আমরা ধন ও ধনিকের ধ্বংস চাই না, ধনিক ও শ্রমিকদের সম্পর্ক নিয়ন্ত্রণ করতে চাই’ — উক্তিটি মহাত্মা গান্ধির।

‘স্বাধীনতা বলতে শুধু রাজনৈতিক বন্দীদশা থেকে মুক্তি নয়, সম্পদের সমবণ্টনকেও বুঝায়’ — উক্তিটি কার?

‘স্বাধীনতা বলতে শুধু রাজনৈতিক বন্দীদশা থেকে মুক্তি নয়, সম্পদের সমবণ্টনকেও বুঝায়’ — উক্তিটি সুভাষচন্দ্র বসুর।

‘শ্রমিক শ্রেণির জন্য স্বরাজ অর্জনই হল আমাদের উদ্দেশ্য’ — উক্তিটি কার?

‘শ্রমিক শ্রেণির জন্য স্বরাজ অর্জনই হল আমাদের উদ্দেশ্য’ — উক্তিটি দেওয়ান চমনলাল -এর।

কংগ্রেসের ভেতর বামপন্থী মতাদর্শ অনুপ্রবেশের জ্বলন্ত নিদর্শন কোনটি?

1938 খ্রিস্টাব্দের কংগ্রেস হরিপুরা অধিবেশনের সুভাষ চন্দ্র বসুর সভাপতি নির্বাচন।

জাতীয় কংগ্রেসে বামপন্থী ভাবধারার মূল প্রবক্তা কে?

জাতীয় কংগ্রেসে বামপন্থী ভাবধারার মূল প্রবক্তা হলেন জওহরলাল নেহরু।

বাংলায় কৃষক প্রজাপার্টি কে প্রতিষ্ঠা করেন?

বাংলায় কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন এ. কে. ফজলুল হক।

‘নিজ খামারে ধান তোলো’ — স্লোগানটি কোন্ আন্দোলনের?

‘নিজ খামারে ধান তোলো’ — স্লোগানটি তেভাগা আন্দোলনের (1946 খ্রিস্টাব্দ)।

সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি – কে প্রতিষ্ঠা করেন?

সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি – প্রতিষ্ঠা করেন এম. এন. যোশী।

কোন্ দিনটিকে সর্বভারতীয় কিষাণসভা দিবস হিসেবে পালন করা হয়?

1 সেপ্টেম্বর, 1936 খ্রিস্টাব্দে দিনটিকে সর্বভারতীয় কিষাণসভা দিবস হিসেবে পালন করা হয়।

তেভাগা কথার অর্থ কী?

তেভাগা কথার অর্থ – উৎপন্ন ফসলের 2/3 অংশ কৃষকদের দিতে হবে।

ওয়ার্কার্স এ্যান্ড পেজেন্টস্ পার্টির সর্বভারতীয় সম্মেলন কবে, কোথায় শুরু হয়?

ওয়ার্কার্স এ্যান্ড পেজেন্টস্ পার্টির সর্বভারতীয় সম্মেলন 1928 খ্রিস্টাব্দে কলকাতায় শুরু হয়।

দু’জন ছাত্রনেতার নাম লেখো যাঁরা লক্ষ্ণৌ-এ সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন সম্মেলন যোগ দিয়েছিল?

দু’জন ছাত্রনেতার নাম হল এস. এ. ডাঙ্গে ও আর. এস. নিম্বকর, যাঁরা লক্ষ্ণৌ-এ সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন সম্মেলন যোগ দিয়েছিল?

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন

Rest Law Commission গঠিত হয়েছিল –

  1. 1870 খ্রিস্টাব্দে
  2. 1879 খ্রিস্টাব্দে
  3. 1885 খ্রিস্টাব্দে
  4. 1890 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1879 খ্রিস্টাব্দে

বাংলার নমঃশূদ্ররা ছিলেন মূলত –

  1. কারখানার শ্রমিক
  2. কৃষিজীবী
  3. কেরানি
  4. শিক্ষক

উত্তর – 2. কৃষিজীবী

বাংলা ভাগের সময় প্রথম বয়কট আন্দোলনের কথা প্রকাশিত হয় –

  1. সঞ্জীবনী পত্রিকায়
  2. বঙ্গদর্শন পত্রিকায়
  3. সমাচার দর্পণ পত্রিকায়
  4. বেঙ্গলি পত্রিকায়

উত্তর – 1. সঞ্জীবনী পত্রিকায়

বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 খ্রিস্টাব্দের –

  1. 1 অক্টোবর
  2. 16 অক্টোবর
  3. 23 অক্টোবর
  4. 30 অক্টোবর

উত্তর – 2. 16 অক্টোবর

বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিনে অরন্ধনের ডাক দেন –

  1. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  2. কৃষ্ণকুমার মিত্র
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. গান্ধিজি

উত্তর – 1. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

বয়কট আন্দোলনের ফলে হয়েছিল-অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত –

  1. বাংলার কৃষকশ্রেণি
  2. মধ্যবিত্ত শ্রেণি
  3. জমিদার শ্রেণি
  4. ছাত্রসমাজ

উত্তর – 1. বাংলার কৃষকশ্রেণি

গুজরাটের জমিদারশ্রেণি পরিচিত ছিল যে নামে, তা হল –

  1. সাহুকার
  2. পাতিদার
  3. তালুকদার
  4. জমিদার

উত্তর – 2. পাতিদার

বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন –

  1. বিহারে
  2. যুক্তপ্রদেশে
  3. রাজস্থানে
  4. মহারাষ্ট্রে

উত্তর – 2. যুক্তপ্রদেশে

অযোধ্যা অসহযোগ আন্দোলনে অংশগ্রহণকারী সর্বাধিক সক্রিয় কৃষকশ্রেণি হল-

  1. বারাইয়া
  2. কালি
  3. কুর্মি
  4. পরাজ

উত্তর – 3. কুর্মি

সংশোধিত অযোধ্যা আইন পাস হয় –

  1. 1920 খ্রিস্টাব্দে
  2. 1921 খ্রিস্টাব্দে
  3. 1922 খ্রিস্টাব্দে
  4. 1923 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1921 খ্রিস্টাব্দে

অসহযোগ আন্দোলনকালে বিহারের কৃষকদের একটি বড়ো অংশকে সংগঠিত করেছিলেন –

  1. বিজয় সিং পথিক
  2. স্বামী বিদ্যানন্দ
  3. সর্দার বল্লভভাই প্যাটেল
  4. সীতারাম রাজু

উত্তর – 2. স্বামী বিদ্যানন্দ

বিজোলিয়া সত্যাগ্রহ সংঘটিত হয়েছিল –

  1. মেবারে
  2. গুজরাটে
  3. বিহারে
  4. পুনাতে

উত্তর – 1. মেবারে

গান্ধিজির নেতৃত্বে ডান্ডি অভিযান শুরু হয়েছিল –

  1. 12 মার্চ 1930 খ্রিস্টাব্দে
  2. 15 মার্চ 1931 খ্রিস্টাব্দে
  3. 21 মার্চ 1932 খ্রিস্টাব্দে
  4. 29 মার্চ 1929 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 12 মার্চ 1930 খ্রিস্টাব্দে

আইন অমান্য আন্দোলনের সময় কৃষক আন্দোলনগুলির উপর সর্বাধিক প্রভাব পড়েছিল –

  1. কংগ্রেসের
  2. কমিউনিস্টদের
  3. জমিদারদের
  4. কারখানার মালিকদের

উত্তর – 2. কমিউনিস্টদের

মোপালা কৃষক বিদ্রোহ শুরু হয় –

  1. স্বদেশি আন্দোলনকালে
  2. অসহযোগ আন্দোলনকালে
  3. আইন অমান্য আন্দোলনকালে
  4. ভারত ছাড়ো আন্দোলনকালে

উত্তর – 2. অসহযোগ আন্দোলনকালে

রাম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় –

  1. মালাবার অঞ্চলে
  2. কোঙ্কণ উপকূলে
  3. উড়িষ্যায়
  4. গোদাবরী উপত্যকায়

উত্তর – 4. গোদাবরী উপত্যকায়

গুজরাটের ব্রোচ জেলার যে স্থানে আইন অমান্যের সময় খাজনা বন্ধের আন্দোলন হয়েছিল, সেটি হল –

  1. বারদৌলি
  2. খেদা
  3. জম্বুসার
  4. আহমেদাবাদ

উত্তর – 3. জম্বুসার

আইন অমান্য আন্দোলনের সময় জম্মুতে যে আন্দোলন তীব্র হয়ে ওঠে, তা হল-

  1. পাতিদারবিরোধী আন্দোলন
  2. জমিদারবিরোধী আন্দোলন
  3. সাহুকারবিরোধী আন্দোলন
  4. শিল্পশ্রমিকদের আন্দোলন

উত্তর – 3. সাহুকারবিরোধী আন্দোলন

আইন অমান্য আন্দোলনের সময় ত্রিচিনোপল্লির যে অঞ্চলে কিছুকালের জন্য ‘জনতার শাসন’ চালু হয়, তা হল –

  1. পুদুচেরি
  2. পুড়ুকেট্টা
  3. তিরুবনন্তপুরম
  4. কালিকট

উত্তর – 2. পুড়ুকেট্টা

সর্বভারতীয় কিষানসভা’ প্রতিষ্ঠিত হয় –

  1. 1920 খ্রিস্টাব্দে
  2. 1929 খ্রিস্টাব্দে
  3. 1925 খ্রিস্টাব্দে
  4. 1936 খ্রিস্টাব্দে

উত্তর – 4. 1936 খ্রিস্টাব্দে

সর্বভারতীয় কিষানসভার প্রথম সম্পাদক ছিলেন –

  1. যদুনন্দন শর্মা
  2. ইন্দুলাল যাজ্ঞিক
  3. মাদারি পাসি
  4. দেওনারায়ণ পাণ্ডে

উত্তর – 2. ইন্দুলাল যাজ্ঞিক

সর্বভারতীয় কিষানসভার প্রথম সভাপতি ছিলেন –

  1. এন জি রঙ্গ
  2. স্বামী সহজানন্দ
  3. বাবা রামচন্দ্র
  4. লালা লাজপত রায়

উত্তর – 2. স্বামী সহজানন্দ

উড়িষ্যায় কৃষক সংঘ গড়ে ওঠে –

  1. 1930 খ্রিস্টাব্দে
  2. 1931 খ্রিস্টাব্দে
  3. 1932 খ্রিস্টাব্দে
  4. 1934 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1931 খ্রিস্টাব্দে

ভারত ছাড়ো আন্দোলন বাংলার যে জেলায় বিশেষ জঙ্গিরূপ ধারণ করেছিল, তা হল –

  1. উত্তর 24 পরগনা
  2. হাওড়া
  3. হুগলি
  4. মেদিনীপুর

উত্তর – 4. মেদিনীপুর

ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষকদের উদ্যোগে ‘স্বরাজ পঞ্চায়েত’ গড়ে উঠেছিল –

  1. বাংলায়
  2. বিহারে
  3. পাঞ্জাবে
  4. উড়িষ্যায়

উত্তর – 4. উড়িষ্যায়

1942-1943 খ্রিস্টাব্দে ‘চাষি-মুলিয়া রাজ’ গড়ে ওঠে উড়িষ্যার-

  1. কোরাপুটে
  2. বেরহামপুরে
  3. বালেশ্বরে
  4. তালচের-এ

উত্তর – 4. তালচের-এ

একা আন্দোলন ঘটেছিল –

  1. বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের পর্যায়ে
  2. আইন অমান্য আন্দোলনের পর্যায়ে
  3. অহিংস-অসহযোগ আন্দোলনের পর্যায়ে
  4. ভারত ছাড়ো আন্দোলনের পর্যায়ে

উত্তর – 3. অহিংস-অসহযোগ আন্দোলনের পর্যায়ে

একা আন্দোলনের নেতা ছিলেন –

  1. মাদারি পাসি
  2. ড. আম্বেদকর
  3. মহাত্মা গান্ধি
  4. বাবা রামচন্দ্র

উত্তর – 1. মাদারি পাসি

‘একা’ আন্দোলনকে ‘সামাজিক দস্যুতা’ (Social Banditry) বলে চিহ্নিত করেছেন ঐতিহাসিক –

  1. অমলেশ ত্রিপাঠী
  2. এরিক হবসবম
  3. সুমিত সরকার
  4. শেখর বন্দ্যোপাধ্যায়

উত্তর – 2. এরিক হবসবম

‘হালি’ প্রথা প্রচলিত ছিল –

  1. খেদা
  2. বারদৌলিতে
  3. বীরভূমে
  4. আহমেদাবাদে

উত্তর – 2. বারদৌলিতে

বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল-

  1. বোম্বাই-এ
  2. পাঞ্জাবে
  3. মাদ্রাজে
  4. গুজরাটে

উত্তর – 4. গুজরাটে

বারদৌলিতে ভূমিরাজস্ব বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলেন –

  1. মহাত্মা গান্ধি
  2. বল্লভভাই প্যাটেল
  3. মাদারি পাসি
  4. সহজানন্দ সরস্বতী

উত্তর – 2. বল্লভভাই প্যাটেল

বারদৌলি সত্যাগ্রহ হয় –

  1. 1921 খ্রিস্টাব্দে
  2. 1926 খ্রিস্টাব্দে
  3. 1928 খ্রিস্টাব্দে
  4. 1930 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1928 খ্রিস্টাব্দে

বারদৌলি সত্যাগ্রহের মূল নিয়ন্ত্রণকারী ছিলেন স্বয়ং-

  1. নেতাজি
  2. গান্ধিজি
  3. রাজাজি
  4. স্বামীজি

উত্তর – 2. গান্ধিজি

গান্ধিজি বারদৌলি সত্যাগ্রহের প্রচারকার্য চালিয়েছিলেন যে দুটি পত্রিকায়, সেগুলি হল –

  1. ইয়ং ইন্ডিয়া ও নবজীবন
  2. হরিজন ও বন্দেমাতরম
  3. বেঙ্গলি ও বন্দেমাতরম
  4. মারাঠা ও কেশরী

উত্তর – 1. ইয়ং ইন্ডিয়া ও নবজীবন

বারদৌলি সত্যাগ্রহকে ‘a crucial demonstration of the road to Swaraj’ বলে মন্তব্য করেছেন –

  1. জুডিথ ব্রাউন
  2. এরিক হবসবম
  3. রোমা রোলাঁ
  4. শেখর বন্দ্যোপাধ্যায়

উত্তর – 1. জুডিথ ব্রাউন

বারদৌলি সত্যাগ্রহের সময় ‘সর্দার’ উপাধি পান –

  1. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  2. বল্লভভাই প্যাটেল
  3. গান্ধিজি
  4. রাজেন্দ্র প্রসাদ

উত্তর – 2. বল্লভভাই প্যাটেল

‘তিনকাঠিয়া প্রথা’ যে ফসলের সঙ্গে যুক্ত ছিল সেটি হল –

  1. নীল
  2. পাট
  3. আখ
  4. ধান

উত্তর – 1. নীল

তেভাগা আন্দোলন সংঘটিত হয়েছিল –

  1. হায়দরাবাদে
  2. যুক্তপ্রদেশে
  3. মাদ্রাজে
  4. বাংলায়

উত্তর – 4. বাংলায়

‘লাঙল যার জমি তার’ -এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার নাম হল –

  1. তেভাগা আন্দোলন
  2. তেলেঙ্গানা আন্দোলন
  3. ভারত ছাড়ো আন্দোলন
  4. আইন অমান্য আন্দোলন

উত্তর – 1. তেভাগা আন্দোলন

বাংলায় ‘কৃষক প্রজা পার্টি’ প্রতিষ্ঠা করেন –

  1. ফজলুল হক
  2. কাজী নজরুল ইসলাম
  3. চমনলাল
  4. বি পি ওয়াদিয়া

উত্তর – 1. ফজলুল হক

বঙ্গভঙ্গের প্রতিবাদে ইস্ট ইন্ডিয়া রেলওয়ের শ্রমিকরা সমবেত হয় –

  1. ইন্দুলাল যাজ্ঞিকের নেতৃত্বে
  2. চমনলালের নেতৃত্বে
  3. চিত্তরঞ্জন দাশের নেতৃত্বে
  4. বিপি ওয়াদিয়ার নেতৃত্বে

উত্তর – 3. চিত্তরঞ্জন দাশের নেতৃত্বে

লেবার স্বরাজ পার্টির নাম পরিবর্তন করে রাখা হয় –

  1. কংগ্রেস
  2. কিষান দল
  3. হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন
  4. ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি

উত্তর – 4. ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি

‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি’ যুক্ত ছিল –

  1. রাওলাট সত্যাগ্রহে
  2. অসহযোগ আন্দোলনে
  3. বারদৌলি সত্যাগ্রহে
  4. সাইমন কমিশনবিরোধী আন্দোলনে

উত্তর – 4. সাইমন কমিশনবিরোধী আন্দোলনে

সর্বভারতীয় ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি’-র সম্পাদক ছিলেন –

  1. আর এস নিম্বকার
  2. লালা লাজপত রায়
  3. থিরু ভিকা
  4. বাবা রামচন্দ্র

উত্তর – 1. আর এস নিম্বকার

গান্ধিজির নেতৃত্বে পরিচালিত প্রথম শ্রমিক আন্দোলন ছিল –

  1. আহমেদাবাদ মিলশ্রমিকদের আন্দোলন (1918 খ্রিস্টাব্দ)
  2. খেদা সত্যাগ্রহ (1918 খ্রিস্টাব্দ)
  3. আইন অমান্য আন্দোলন (1930-1934 খ্রিস্টাব্দ)
  4. শোলাপুরে সুতাকল শ্রমিক ধর্মঘট (1930 খ্রিস্টাব্দ)

উত্তর – 1. আহমেদাবাদ মিলশ্রমিকদের আন্দোলন (1918 খ্রিস্টাব্দ)

নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল –

  1. 1917 খ্রিস্টাব্দে
  2. 1920 খ্রিস্টাব্দে
  3. 1927 খ্রিস্টাব্দে
  4. 1929 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1920 খ্রিস্টাব্দে

নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC)-এর প্রাণপুরুষ ছিলেন –

  1. বাল গঙ্গাধর তিলক
  2. লালা লাজপত রায়
  3. চিদারম পিল্লাই
  4. দেওয়ান চমনলাল

উত্তর – 2. লালা লাজপত রায়

AITUC -এর প্রথম সম্পাদক ছিলেন –

  1. দেওয়ান চমনলাল
  2. স্বামী বিদ্যানন্দ
  3. লালা হরদয়াল
  4. লালা লাজপত রায়

উত্তর – 1. দেওয়ান চমনলাল

‘লাঙল’ পত্রিকার সম্পাদক ছিলেন –

  1. কাজী নজরুল ইসলাম
  2. মুজফ্ফ্ফর আহমেদ
  3. এস এ ডাঙ্গে
  4. আচার্য নরেন্দ্র দেব

উত্তর – 1. কাজী নজরুল ইসলাম

‘গণবাণী’ পত্রিকার সম্পাদক ছিলেন –

  1. কাজী নজরুল ইসলাম
  2. মুজফ্ফ্ফর আহমেদ
  3. আর এস নিম্বকার
  4. এস এ ডাঙ্গে

উত্তর – 2. মুজফ্ফ্ফর আহমেদ

কলকাতায় ‘পোর্ট ট্রাস্ট অ্যাসোসিয়েশন’ গড়ে ওঠে-

  1. 1919-1920 খ্রিস্টাব্দে
  2. 1920-1921 খ্রিস্টাব্দে
  3. 1921-1922 খ্রিস্টাব্দে
  4. 1922-1923 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1920-1921 খ্রিস্টাব্দে

মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠিত হয় –

  1. 1910 খ্রিস্টাব্দে
  2. 1918 খ্রিস্টাব্দে
  3. 1920 খ্রিস্টাব্দে
  4. 1921 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1918 খ্রিস্টাব্দে

মাদ্রাজ লেবার ইউনিয়নের প্রতিষ্ঠাতা ছিলেন-

  1. বি পি ওয়াদিয়া
  2. চমনলাল
  3. ফজলুল হক
  4. বাবা রামচন্দ্র

উত্তর – 1. বি পি ওয়াদিয়া

1922 খ্রিস্টাব্দে মাদ্রাজ শ্রমিক আন্দোলনের একজন নেতা ছিলেন –

  1. বাবা রামচন্দ্র
  2. লালা লাজপত রায়
  3. থিরু ভিকা
  4. দেওয়ান চমনলাল

উত্তর – 3. থিরু ভিকা

‘বোম্বাই মিলস অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন –

  1. বাল গঙ্গাধর তিলক
  2. নারায়ণ লোখাণ্ডে
  3. এম এন রায়
  4. চিপলংকার

উত্তর – 2. নারায়ণ লোখাণ্ডে

‘সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি’ প্রতিষ্ঠা করেছিলেন –

  1. এন এম যোশি
  2. পিসি যোশি
  3. মানবেন্দ্রনাথ রায়
  4. অচ্যুত পট্টবর্ধন

উত্তর – 1. এন এম যোশি

কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল –

  1. কলকাতায়
  2. দিল্লিতে
  3. বোম্বাইতে
  4. মাদ্রাজে

উত্তর – 3. বোম্বাইতে

মানবেন্দ্রনাথ রায়ের বিপ্লবী কর্মকাণ্ডে হাতেখড়ি যে দলের মাধ্যমে হয়েছিল, তা হল –

  1. অনুশীলন সমিতি
  2. যুগান্তর দল
  3. বেঙ্গল ভলান্টিয়ার্স দল
  4. কংগ্রেস

উত্তর – 2. যুগান্তর দল

মি. মার্টিন ছদ্মনাম ছিল –

  1. মানবেন্দ্রনাথ রায়ের
  2. বি পি ওয়াদিয়ার
  3. লালা লাজপত রায়ের
  4. এস এ ডাঙ্গের

উত্তর – 1. মানবেন্দ্রনাথ রায়ের

নরেন্দ্রনাথ ভট্টাচার্য ‘মানবেন্দ্রনাথ রায়’ ছদ্মনাম গ্রহণ করেন –

  1. রাশিয়ায়
  2. আমেরিকায়
  3. লন্ডনে
  4. চিনে

উত্তর – 2. আমেরিকায়

‘র‍্যাডিকাল হিউম্যানিজিম’ -এর প্রবক্তা ছিলেন –

  1. ফজলুল হক
  2. মানবেন্দ্রনাথ রায়
  3. বি পি ওয়াদিয়া
  4. গিরিজাশঙ্কর

উত্তর – 2. মানবেন্দ্রনাথ রায়

‘বলশেভিক ষড়যন্ত্র মামলা’ যে রাজ্যের কমিউনিস্টদের বিরুদ্ধে হয়েছিল তা হল –

  1. বিহার
  2. পাঞ্জাব
  3. বাংলা
  4. মহারাষ্ট্র

উত্তর – 3. বাংলা

1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল –

  1. 28 জন
  2. 33 জন
  3. 40 জন
  4. 50 জন

উত্তর – 2. 33 জন

ভারতের কমিউনিস্ট পার্টিকে কবে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়?

  1. 1920 খ্রিস্টাব্দে
  2. 1921 খ্রিস্টাব্দে
  3. 1929 খ্রিস্টাব্দে
  4. 1934 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1929 খ্রিস্টাব্দে

শূন্যস্থান পূরণ করো।

‘জাতীয় কংগ্রেসের আদিপর্ব’ ___ পর্ব নামে পরিচিত।

উত্তর – ‘জাতীয় কংগ্রেসের আদিপর্ব’ নরমপন্থী পর্ব নামে পরিচিত।

‘বঙ্গীয় প্রজাস্বত্ব আইন’ পাস হয় ___ খ্রিস্টাব্দে।

উত্তর – ‘বঙ্গীয় প্রজাস্বত্ব আইন’ পাস হয় 1885 খ্রিস্টাব্দে।

___ খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে ‘কৃষক ত্রাণ আইন’ পাস হয়।

উত্তর – 1879 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে ‘কৃষক ত্রাণ আইন’ পাস হয়।

‘বঙ্গভঙ্গ’ -এর সিদ্ধান্তকে ‘গভীর জাতীয় বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন ___।

উত্তর – ‘বঙ্গভঙ্গ’ -এর সিদ্ধান্তকে ‘গভীর জাতীয় বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

___ আন্দোলনে কৃষকদের অংশগ্রহণ ছিল নগণ্য।

উত্তর – স্বদেশি আন্দোলনে কৃষকদের অংশগ্রহণ ছিল নগণ্য।

‘ক্যানাল কলোনি আইন’ চালু করেন ___।

উত্তর – ‘ক্যানাল কলোনি আইন’ চালু করেন লর্ড মিন্টো

‘চেনাব বসতি আইন’ চালু হয়েছিল ___।

উত্তর – ‘চেনাব বসতি আইন’ চালু হয়েছিল পাঞ্জাবে

ভারতে গান্ধিজি পরিচালিত প্রথম সত্যাগ্রহ হল ___।

উত্তর – ভারতে গান্ধিজি পরিচালিত প্রথম সত্যাগ্রহ হল চম্পারণ সত্যাগ্রহ

গান্ধিজির রাজনৈতিক গুরু ছিলেন ___।

উত্তর – গান্ধিজির রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে

জাতীয় কংগ্রেস প্রথম স্বাধীনতা দিবস পালন করে ___।

উত্তর – জাতীয় কংগ্রেস প্রথম স্বাধীনতা দিবস পালন করে 1930 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি

অসহযোগ আন্দোলনের সময়কালে মেদিনীপুরে কৃষকদের কর বন্ধের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ___।

উত্তর – অসহযোগ আন্দোলনের সময়কালে মেদিনীপুরে কৃষকদের কর বন্ধের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বীরেন্দ্রনাথ শাসমল

‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন ___।

উত্তর – ‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল

গান্ধিজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন হয় ___ খ্রিস্টাব্দ সময়কালে।

উত্তর – গান্ধিজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন হয় 1930-1934 খ্রিস্টাব্দ সময়কালে।

আইন অমান্য আন্দোলনে বাংলার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল ___।

উত্তর – আইন অমান্য আন্দোলনে বাংলার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল মেদিনীপুর

রাম্পা বিদ্রোহ হয়েছিল ___।

উত্তর – রাম্পা বিদ্রোহ হয়েছিল অন্ধ্রপ্রদেশে

রাম্পা বিদ্রোহ হয়েছিল ___ খ্রিস্টাব্দ সময়কালে।

উত্তর – রাম্পা বিদ্রোহ হয়েছিল 1922-1924 খ্রিস্টাব্দ সময়কালে।

রাম্পা বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন ___।

উত্তর – রাম্পা বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন আল্লুরি সীতারাম রাজু

‘Peasant Movement in India’ গ্রন্থের রচয়িতা হলেন ___।

উত্তর – ‘Peasant Movement in India’ গ্রন্থের রচয়িতা হলেন ডি এন ধানাগারে

কংগ্রেস 1929 খ্রিস্টাব্দের ___ অধিবেশনে আইন অমান্য আন্দোলন করার প্রস্তাব গ্রহণ করেছিল।

উত্তর – কংগ্রেস 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে আইন অমান্য আন্দোলন করার প্রস্তাব গ্রহণ করেছিল।

অসহযোগ আন্দোলনকালে বিহারের কৃষকদের একটি বড়ো অংশকে সংগঠিত করেছিলেন ___।

উত্তর – অসহযোগ আন্দোলনকালে বিহারের কৃষকদের একটি বড়ো অংশকে সংগঠিত করেছিলেন স্বামী বিদ্যানন্দ

‘কুনবি’ বলা হয় ___ কৃষকদের।

উত্তর – ‘কুনবি’ বলা হয় গুজরাটের কৃষকদের।

বারদৌলি সত্যাগ্রহে গান্ধিজি ___ খ্রিস্টাব্দে সমর্থন জানিয়ে আন্দোলন পরিচালনার প্রতিশ্রুতি দেন।

উত্তর – বারদৌলি সত্যাগ্রহে গান্ধিজি 1928 খ্রিস্টাব্দে সমর্থন জানিয়ে আন্দোলন পরিচালনার প্রতিশ্রুতি দেন।

‘পাতিদার যুবক মণ্ডল’ গড়ে ওঠে ___ তালুকে।

উত্তর – ‘পাতিদার যুবক মণ্ডল’ গড়ে ওঠে গুজরাটের বারদৌলি তালুকে।

ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল তদন্ত কমিটি ___ আন্দোলনের প্রেক্ষিতে গড়ে ওঠে।

উত্তর – ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল তদন্ত কমিটি বারদৌলি আন্দোলনের প্রেক্ষিতে গড়ে ওঠে।

‘কালিপরাজ’ নামে কৃষকরা ___ -তে বসবাস করত।

উত্তর – ‘কালিপরাজ’ নামে কৃষকরা বারদৌলি -তে বসবাস করত।

‘কালিপরাজ’ কথার অর্থ হল ___।

উত্তর – ‘কালিপরাজ’ কথার অর্থ হল কালো মানুষ

‘উজালিপরাজ’ কথার অর্থ হল ___।

উত্তর – ‘উজালিপরাজ’ কথার অর্থ হল সাদা মানুষ

‘কালিপরাজ’-দের নাম পরিবর্তন করে ‘রানিপরাজ’ নামকরণ করেছিলেন ___।

উত্তর – ‘কালিপরাজ’-দের নাম পরিবর্তন করে ‘রানিপরাজ’ নামকরণ করেছিলেন গান্ধিজি

‘রানিপরাজ’ কথার অর্থ হল ___।

উত্তর – ‘রানিপরাজ’ কথার অর্থ হল অরণ্যের অধিবাসী

অন্ধ্রপ্রদেশে ‘জঙ্গল সত্যাগ্রহ’ হয় ___ খ্রিস্টাব্দে।

উত্তর – অন্ধ্রপ্রদেশে ‘জঙ্গল সত্যাগ্রহ’ হয় 1913 খ্রিস্টাব্দে।

ওড়িশায় ‘খোণ্ড বিদ্রোহ’ হয় ___ খ্রিস্টাব্দে।

উত্তর – ওড়িশায় ‘খোণ্ড বিদ্রোহ’ হয় 1914 খ্রিস্টাব্দে।

মণিপুরে ‘কুকি বিদ্রোহ’ হয় ___ খ্রিস্টাব্দে।

উত্তর – মণিপুরে ‘কুকি বিদ্রোহ’ হয় 1917 খ্রিস্টাব্দে।

‘তিনকাঠিয়া’ প্রথার অস্তিত্ব ছিল ___।

উত্তর – ‘তিনকাঠিয়া’ প্রথার অস্তিত্ব ছিল বিহারের চম্পারণে

তেভাগা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল ___।

উত্তর – তেভাগা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল কমিউনিস্ট পার্টি

তেভাগার ভাগচাষিদের দাবি মেনে নেওয়া হয়েছিল ___ খ্রিস্টাব্দে।

উত্তর – তেভাগার ভাগচাষিদের দাবি মেনে নেওয়া হয়েছিল 1949 খ্রিস্টাব্দে।

পুন্নাপ্রা-ভায়ালার গণসংগ্রাম হয়েছিল ___ খ্রিস্টাব্দে।

উত্তর – পুন্নাপ্রা-ভায়ালার গণসংগ্রাম হয়েছিল 1946 খ্রিস্টাব্দে।

তেভাগা আন্দোলনের একজন অন্যতমা নেত্রী ছিলেন ___।

উত্তর – তেভাগা আন্দোলনের একজন অন্যতমা নেত্রী ছিলেন বিমলা মণ্ডল

___ কমিশন ‘তেভাগা আন্দোলন’ -এর সঙ্গে যুক্ত।

উত্তর – ফ্লাউড কমিশন ‘তেভাগা আন্দোলন’ -এর সঙ্গে যুক্ত।

ভারতে প্রথম শ্রমিক ধর্মঘট হয় ___ খ্রিস্টাব্দে।

উত্তর – ভারতে প্রথম শ্রমিক ধর্মঘট হয় 1862 খ্রিস্টাব্দে।

‘শ্রমজীবী সমিতি’ গঠিত হয় ___ খ্রিস্টাব্দে।

উত্তর – ‘শ্রমজীবী সমিতি’ গঠিত হয় 1870 খ্রিস্টাব্দে।

‘বোম্বে মিল অ্যান্ড মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন’ গঠিত হয় ___ খ্রিস্টাব্দে।

উত্তর – ‘বোম্বে মিল অ্যান্ড মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন’ গঠিত হয় 1890 খ্রিস্টাব্দে।

বোম্বাই সুতাকলে ঐতিহাসিক ধর্মঘট পালন করে ___।

উত্তর – বোম্বাই সুতাকলে ঐতিহাসিক ধর্মঘট পালন করে গিরনি-কামগার ইউনিয়ন

ভারতের ‘প্রথম ফ্যাক্টরি আইন’ পাস হয় ___ খ্রিস্টাব্দে।

উত্তর – ভারতের ‘প্রথম ফ্যাক্টরি আইন’ পাস হয় 1891 খ্রিস্টাব্দে।

ভারতে ‘দ্বিতীয় ফ্যাক্টরি আইন’ পাস হয় ___ খ্রিস্টাব্দে।

উত্তর – ভারতে ‘দ্বিতীয় ফ্যাক্টরি আইন’ পাস হয় 1911 খ্রিস্টাব্দে।

1939 খ্রিস্টাব্দে ‘শিল্পবিরোধী বিল’ পাস হয়েছিল ___।

উত্তর – 1939 খ্রিস্টাব্দে ‘শিল্পবিরোধী বিল’ পাস হয়েছিল বোম্বাইতে

ভারতে প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন ___।

উত্তর – ভারতে প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন বি পি ওয়াদিয়া

রেলওয়ে মেনস ইউনিয়ন গঠিত হয় ___ খ্রিস্টাব্দে।

উত্তর – রেলওয়ে মেনস ইউনিয়ন গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে।

1908 খ্রিস্টাব্দে ___ -এর কারাবাসের সাজা ঘোষণার বিরুদ্ধে বোম্বাইতে শ্রমিকরা ধর্মঘট করেছিল।

উত্তর – 1908 খ্রিস্টাব্দে বাল গঙ্গাধর তিলক -এর কারাবাসের সাজা ঘোষণার বিরুদ্ধে বোম্বাইতে শ্রমিকরা ধর্মঘট করেছিল।

‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি’-র জন্য ___ আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে।

উত্তর – ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি’-র জন্য কমিউনিস্ট আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে।

সাইমন কমিশনবিরোধী আন্দোলনে শ্রমিকশ্রেণি যোগ দেয় ___ খ্রিস্টাব্দে।

উত্তর – সাইমন কমিশনবিরোধী আন্দোলনে শ্রমিকশ্রেণি যোগ দেয় 1929 খ্রিস্টাব্দে।

আইন অমান্য আন্দোলনে সর্বাধিক সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করে ___ থেকে।

উত্তর – আইন অমান্য আন্দোলনে সর্বাধিক সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করে শোলাপুর থেকে।

নরেন্দ্রনাথ ভট্টাচার্য ___ ‘মানবেন্দ্রনাথ’ ছদ্মনাম গ্রহণ করেন।

উত্তর – নরেন্দ্রনাথ ভট্টাচার্য আমেরিকায় ‘মানবেন্দ্রনাথ’ ছদ্মনাম গ্রহণ করেন।

‘India in Transition’ গ্রন্থের রচয়িতা হলেন ___।

উত্তর – ‘India in Transition’ গ্রন্থের রচয়িতা হলেন মানবেন্দ্রনাথ রায়

‘হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন ___।

উত্তর – ‘হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন এম এন রায়

‘ভারতীয় কমিউনিজম বলশেভিজম নয়’ – এই উক্তিটি করেন ___।

উত্তর – ‘ভারতীয় কমিউনিজম বলশেভিজম নয়’ – এই উক্তিটি করেন সিঙ্গারাভেলু চেট্টিয়ার

ভারতে প্রথম প্রকাশিত কমিউনিস্ট পত্রিকাটি হল ___।

উত্তর – ভারতে প্রথম প্রকাশিত কমিউনিস্ট পত্রিকাটি হল সোশ্যালিস্ট

1920 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে প্রকাশিত বামপন্থী পত্রিকার নাম ছিল ___।

উত্তর – 1920 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে প্রকাশিত বামপন্থী পত্রিকার নাম ছিল ক্রান্তি

1920 খ্রিস্টাব্দে উর্দুতে প্রকাশিত ভারতের বিখ্যাত বামপন্থী পত্রিকার নাম হল ___।

উত্তর – 1920 খ্রিস্টাব্দে উর্দুতে প্রকাশিত ভারতের বিখ্যাত বামপন্থী পত্রিকার নাম হল ইনকিলাব

রাশিয়ার তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি ___ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

উত্তর – রাশিয়ার তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলার সময়কালে ভারতের বড়োলাট ছিলেন ___।

উত্তর – 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলার সময়কালে ভারতের বড়োলাট ছিলেন লর্ড আরউইন

___ মামলার রায়ে ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল।

উত্তর – মিরাট ষড়যন্ত্র মামলার রায়ে ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল।

‘মিরাট ষড়যন্ত্র মামলা’-কে ‘জুডিসিয়াল স্ক্যান্ডাল’ বলে ঘোষণা করে ___।

উত্তর – ‘মিরাট ষড়যন্ত্র মামলা’-কে ‘জুডিসিয়াল স্ক্যান্ডাল’ বলে ঘোষণা করে ব্রিটিশ পার্লামেন্ট

ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো।

ক-স্তম্ভখ-স্তম্ভউত্তর
1. ক্রান্তিA. বাংলা1. B.
2. লাঙলB. মহারাষ্ট্র2. A.
3. ওয়ার্কারC. পাঞ্জাব3. D.
4. কীর্তি কিষানD. মাদ্রাজ4. C.
ক-স্তম্ভখ-স্তম্ভউত্তর
1. আল্লুরি সীতারাম রাজুA. একা আন্দোলন1. C.
2. মাদারি পাসিB. ভারতের কমিউনিস্ট পার্টি2. A.
3. মোতিলাল তেজওয়াতC. রাম্পা বিদ্রোহ3. D.
4. মানবেন্দ্রনাথ রায়D. বিজোলিয়া সত্যাগ্রহ4. B.

নীচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও।

‘গণবাণী’ পত্রিকাটির সম্পাদনা করেন মিরাজকর।

উত্তর – ভুল।

সঠিক উত্তর – ‘গণবাণী’ পত্রিকার সম্পাদনা করতেন মুজফ্ফর আহমেদ।

‘ধূমকেতু’ পত্রিকাটির সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম।

উত্তর – ঠিক।

ব্রিটিশ কমিউনিস্ট নেতা ছিলেন ফিলিপ স্প্র্যাট।

উত্তর – ঠিক।

সিঙ্গারাভেলু ‘লেবার কিষান পার্টি’ গঠন করেন 1923 খ্রিস্টাব্দে।

উত্তর – ঠিক।

‘গান্ধি বনাম লেনিন’ গ্রন্থটি লেখেন সুভাষচন্দ্র বসু।

উত্তর – ভুল।

সঠিক উত্তর – ‘গান্ধি বনাম লেনিন’ গ্রন্থটি লেখেন এস এ ডাঙ্গে।

‘Socialist’ পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন মুজফ্ফর আহমেদ।

উত্তর – ভুল।

সঠিক উত্তর – ‘Socialist’ পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন এস এ ডাঙ্গে।

মোপালা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল।

উত্তর – ভুল।

সঠিক উত্তর – মোপালা আন্দোলন একটি কৃষক আন্দোলন ছিল।

ইন্দ্রনারায়ণ দ্বিবেদী যুক্তপ্রদেশ কিষাণ সভার সঙ্গে যুক্ত ছিলেন।

উত্তর – ঠিক।

কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1925 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

উত্তর – ভুল।

সঠিক উত্তর – কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1934 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 

আহমেদাবাদে ‘Communist Party of India’ -এর প্রতিষ্ঠা হয়।

উত্তর – ভুল।

সঠিক উত্তর – কানপুরে ‘Communist Party of India’ -এর প্রতিষ্ঠা হয়।

সুভাষচন্দ্র বসু ত্রিপুরি কংগ্রেসে মহাত্মা গান্ধিকে পরাজিত করেন।

উত্তর – ভুল।

সঠিক উত্তর – সুভাষচন্দ্র বসু ত্রিপুরি কংগ্রেসে পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করেন।

সুভাষচন্দ্র বসু ‘ফরওয়ার্ড ব্লক’ গঠন করেন।

উত্তর – ঠিক।

লেবার স্বরাজ পার্টি বাংলায় গড়ে ওঠে।

উত্তর – ঠিক।

1925 খ্রিস্টাব্দে এম এন রায় মস্কোতে যান।

উত্তর – ভুল।

সঠিক উত্তর – 1920 খ্রিস্টাব্দে এম এন রায় মস্কোতে যান।

1939 খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায় ‘র‍্যাডিকাল ডেমোক্র্যাটিক পার্টি’ প্রতিষ্ঠা করেন।

উত্তর – ভুল।

সঠিক উত্তর – 1940 খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায় ‘র‍্যাডিকাল ডেমোক্র্যাটিক পার্টি’ প্রতিষ্ঠা করেন।

নীচের বিবৃতিগুলির সঙ্গে তার নীচের কোন্ ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও।

বিবৃতি: বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে শ্রমিক-কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি।

ব্যাখ্যা 1: শ্রমিক-কৃষকরা এই আন্দোলনের বিরোধী ছিল।
ব্যাখ্যা 2: ব্রিটিশ সরকার শ্রমিক-কৃষকদের আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
ব্যাখ্যা 3: বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণির আন্দোলন।

উত্তর – ব্যাখ্যা 3: বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণির আন্দোলন।

বিবৃতি: গান্ধিজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি।

ব্যাখ্যা 1: গান্ধিজি ছিলেন জমিদার শ্রেণির প্রতিনিধি।
ব্যাখ্যা 2: গান্ধিজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন।
ব্যাখ্যা 3: গান্ধিজি শ্রেণিসংগ্রামের পরিবর্তে শ্রেণি সমন্বয়ে বিশ্বাসী ছিলেন।

উত্তর – ব্যাখ্যা 3: গান্ধিজি শ্রেণিসংগ্রামের পরিবর্তে শ্রেণি সমন্বয়ে বিশ্বাসী ছিলেন।

বিবৃতি: ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।

ব্যাখ্যা 1: এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।
ব্যাখ্যা 2: এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা।
ব্যাখ্যা 3: এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।

উত্তর – ব্যাখ্যা 3: এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।


আজকের আর্টিকেলে আমরা দশম শ্রেণির ইতিহাস বইয়ের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” এর “অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন” থেকে পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো দশম শ্রেণির মাধ্যমিক পরীক্ষা, এমনকি চাকরি বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও উপযোগী। কারণ, এই অধ্যায়ের প্রশ্ন প্রায়ই বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

আশা করি, এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা হলেও সাহায্য করবে। যদি কোনো প্রশ্ন, মতামত বা সাহায্যের প্রয়োজন হয়, নিচে কমেন্ট করে জানাতে পারেন কিংবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন—আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি সর্বদা প্রস্তুত।

ধন্যবাদ সবাইকে।

Please Share This Article

Related Posts

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীসমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীসমাজের সীমাবদ্ধতা কী?

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের অংশগ্রহণ ও সীমাবদ্ধতা লেখো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বাংলার ছাত্র সমাজ কীরূপ ভূমিকা পালন করেছিল?

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বাংলার ছাত্র সমাজ কীরূপ ভূমিকা পালন করেছিল?

পরিবেশের ওপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব সংক্ষেপে লেখো।

পরিবেশের ওপর বর্জ্য পদার্থের প্রভাব লেখো।

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের অংশগ্রহণ ও সীমাবদ্ধতা লেখো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বাংলার ছাত্র সমাজ কীরূপ ভূমিকা পালন করেছিল?

পরিবেশের ওপর বর্জ্য পদার্থের প্রভাব লেখো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

অ্যান্টি-সার্কুলার সোসাইটি সম্পর্কে টীকা লেখো।