মাধ্যমিক জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ – জীববৈচিত্র্য এবং সংরক্ষণ – বিষয়সংক্ষেপ

Rohit

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ” অধ্যায়ের ‘জীববৈচিত্র্য এবং সংরক্ষণ‘ বিভাগের বিষয়সংক্ষেপ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

মাধ্যমিক জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ – জীববৈচিত্র্য এবং সংরক্ষণ – বিষয়সংক্ষেপ
সুন্দরবনের পরিবেশগত সমস্যা – বিষয়সংক্ষেপ

জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্যের হটস্পট, জীববৈচিত্র্যের হ্রাস ও সুন্দরবনের পরিবেশগত সমস্যা

বিষয়সংক্ষেপ

  • স্থল, জল বা বায়ুতে উপস্থিত জীবের প্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক বিভিন্নতাকে বলে জীববৈচিত্র্য। পৃথিবীতে অতিবৈচিত্র্যশালী একটি দেশ হল ভারত।
  • জীববৈচিত্র্য নানা কারণে গুরুত্বপূর্ণ। খাদ্য উৎপাদনে, ওষুধ তৈরিতে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা জরুরি। এ ছাড়াও বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় নানা প্রকারের জীব অত্যন্ত দরকারি। বৃষ্টিপাত বৃদ্ধি করা, জলবায়ু নিয়ন্ত্রণেও জীববৈচিত্র্য সাহায্য করে।
  • জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্বও উল্লেখযোগ্য। গৃহসামগ্রী ও আসবাব প্রস্তুতি, কাগজ তৈরি, আটা, রজন, মোম, সিল্ক, উল ও মুক্তোর জোগান দেয় জীববৈচিত্র্য।
  • চিত্রকলা, ভাস্কর্য, গীত-বাদ্য প্রভৃতি বিষয়েও জীববৈচিত্র্য মানুষকে নানা নান্দনিক সৃষ্টিকার্যে উদ্বুদ্ধ করেছে।
  • জীববৈচিত্র্যের প্রাচুর্য্যপূর্ণ স্থানগুলিকে বলে জীববৈচিত্র্যের হটস্পট। ভারতে চারটি গুরুত্বপূর্ণ হটস্পট রয়েছে। এগুলি হল পূর্ব হিমালয়, ইন্দো-বার্মা, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এবং সুন্দাল্যান্ড। প্রতিটি অঞ্চলে বিশেষ প্রাণী ও উদ্ভিদ দেখা যায়।
  • জীববৈচিত্র্য হ্রাস পেয়েছে নানা কারণে। জমি ব্যবহারের পরিবর্তন অর্থাৎ, শিল্প, গৃহ ও কৃষিতে জমির অতিরিক্ত ব্যবহার, শিকার, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন, দূষণ, জীববৈচিত্র্যের অতিব্যবহার, প্রাকৃতিক দুর্যোগ, বহিরাগত প্রজাতির প্রবেশে স্থানীয় প্রজাতির বিলোপ হল এর অন্যতম কারণ।
  • সুন্দরবনের নানা পরিবেশগত সমস্যা বর্তমানে নানাভাবে আমাদের জানান দিয়ে যাচ্ছে। লবণাম্বু উদ্ভিদগুলির বিনাশ, বন্যায় বা সমুদ্র উচ্ছ্বাসে (যেমন – আয়লা) চাষের জমি লবণাক্ত হয়ে যাওয়া, মিষ্টি জলের অভাব, বাসস্থানের বিনাশ, জলদূষণ, খাদ্য-খাদকের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া এবং সর্বোপরি সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধিতে দ্বীপ নিমজ্জিত হয়ে যাওয়ার ফলে এই অঞ্চলের বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে।

জীববৈচিত্র্যের সংরক্ষণ

বিষয়সংক্ষেপ

  • সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য জীববৈচিত্র্যের সংরক্ষণ জরুরি। এটি দুইপ্রকার – ইন-সিটু সংরক্ষণ এবং এক্স-সিটু সংরক্ষণ।
  • কোনো জীবকে স্থানীয়ভাবে তার বাসস্থানে সংরক্ষণই হল ইন-সিটু সংরক্ষণ। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল ও বায়োস্ফিয়ার রিজার্ভ হল এর উদাহরণ।
  • কোনো বিপন্ন জীবকে তার স্বাভাবিক বাসস্থান থেকে সরিয়ে কৃত্রিম উপায়ে প্রতিরক্ষাদান ও সংরক্ষণ পদ্ধতিকে বলে এক্স-সিটু সংরক্ষণ। যেমন – চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন প্রভৃতি।
  • ক্রায়োসংরক্ষণ হল একটি বিশেষ এক্স-সিটু সংরক্ষণ পদ্ধতি। তরল নাইট্রোজেন ব্যবহার করে −196°C তাপমাত্রায় প্রাণীর শুক্রাণু ও ডিম্বাণু, উদ্ভিদের বীজ ও পরাগরেণু ইত্যাদি সংরক্ষণ করা হয়ে থাকে।

জীববৈচিত্র্যের সংরক্ষণে JFM ও PBR -এর ভূমিকা, ভারতের কিছু বিপন্ন প্রজাতি এবং তাদের সংরক্ষণ

বিষয়সংক্ষেপ

  • জীববৈচিত্র্য সংরক্ষণে নানা সংস্থা বিভিন্ন সময়ে উদ্যোগ নিয়েছে। এদের মধ্যে JFM সবচেয়ে উল্লেখযোগ্য।
  • JFM -এর পুরো কথাটি হল জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এটি ভারত সরকার পরিচালিত একটি সংস্থা। 1997 সালে পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলার আরাবারি অরণ্যে শালের জঙ্গল পুনরুদ্ধারে এটি সাফল্য লাভ করে। স্থানীয় মানুষ এই বন পরিচালনে অংশ নেয়।
  • PBR -এর পুরো নাম পিপলস বায়োডাইভারসিটি রেজিস্টার। জীববৈচিত্র্য আইন, 2002 অনুসারে তৈরি করা একটি নথি হল PBR। স্থানীয় জীববৈচিত্র্যের এটি তথ্যভান্ডার বিশেষ যাতে কোনো স্থানের জীববৈচিত্র্য, তাদের বাসস্থান, জীবসম্পদের ব্যবহার, জীবসম্পদ-সংক্রান্ত স্থানীয় পরম্পরাগত বিশ্বাস-সংক্রান্ত তথ্য ইত্যাদি মজুত থাকে।
  • ভারতে কতকগুলি প্রাণী, যেমন – বাঘ, গন্ডার, সিংহ, কুমির ও রেড পান্ডা সংরক্ষণে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ -এ বাঘ সংরক্ষণ, মানস ন্যাশনাল পার্কে গন্ডার, গির অরণ্যে এশীয় সিংহ, ভিতরকণিকা অভয়ারণ্যে কুমির ও বার্সি অভয়ারণ্যে রেড পান্ডা সংরক্ষণ করা হয়ে থাকে।

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ” অধ্যায়ের ‘জীববৈচিত্র্য এবং সংরক্ষণ‘ বিভাগের বিষয়সংক্ষেপ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

পরিবেশ এবং মানব জনসমষ্টি – বিষয়সংক্ষেপ

মাধ্যমিক জীবন বিজ্ঞান – পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ – পরিবেশ এবং মানব জনসমষ্টি – বিষয়সংক্ষেপ

পরিবেশদূষন - বিষয়সংক্ষেপ

মাধ্যমিক জীবন বিজ্ঞান – পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ – পরিবেশদূষন – বিষয়সংক্ষেপ

জে. ভি. পি. কমিটি কী বিষয়ে গঠিত হয়েছিল? জে. ভি. পি. কমিটি সম্পর্কে লেখো।

জে. ভি. পি. কমিটি সম্পর্কে টিকা লেখো।

About The Author

Rohit

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মাধ্যমিক জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ – জীববৈচিত্র্য এবং সংরক্ষণ – বিষয়সংক্ষেপ

মাধ্যমিক জীবন বিজ্ঞান – পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ – পরিবেশ এবং মানব জনসমষ্টি – বিষয়সংক্ষেপ

মাধ্যমিক জীবন বিজ্ঞান – পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ – পরিবেশদূষন – বিষয়সংক্ষেপ

জে. ভি. পি. কমিটি সম্পর্কে টিকা লেখো।

মাধ্যমিক জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ – নাইট্রোজেন চক্র – বিষয়সংক্ষেপ