মাধ্যমিক জীবন বিজ্ঞান-জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় – প্রাণীদেহে সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন – পার্থক্য – রচনাধর্মী প্রশ্নোত্তর

জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। জীবের দেহে বিভিন্ন শারীরিক ও জৈবরাসায়নিক প্রক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ ও সমন্বয় করে জীবটিকে বেঁচে থাকা, বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করে। নিয়ন্ত্রণ ও সমন্বয়ের মাধ্যমে জীবগুলি পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং তাদের অস্তিত্ব রক্ষা করতে পারে।

Table of Contents

জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় – প্রাণীদেহে সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন – পার্থক্য

হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো।

হরমোন হল শরীরে সংশ্লিষ্ট রক্তক্ষয়ক গ্রন্থি যা নানান কাজ সম্পাদনে সাহায্য করে। উৎসেচক হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রাণীদের শরীরে পরিবর্তন ঘটে।

হরমোন ও উৎসেচকের পার্থক্য

বিষয়হরমোনউৎসেচক
1. ক্ষরণস্থলঅন্তঃক্ষরা গ্রন্থি বা বিশেষ কোশগুচ্ছ।সাধারণত বহিঃক্ষরা গ্রন্থি।
2. রাসায়নিক প্রকৃতিপ্রোটিন, স্টেরয়েড, গ্লাইকোপ্রোটিন, পলিপেপটাইড প্রভৃতি দ্বারা গঠিত।উৎসেচক সর্বদাই প্রোটিনধর্মী।
3. ক্রিয়াস্থলের অবস্থানসাধারণত উৎসস্থল থেকে দূরে ক্রিয়া করে।উৎসস্থল অথবা দূরবর্তী কোনো স্থানে ক্রিয়া করে।
4. পুনর্ব্যবহার যোগ্যতানেই।আছে।
5. পরিমাণঅপেক্ষাকৃত কম পরিমাণে ব্যবহৃত হয়।অপেক্ষাকৃত বেশি পরিমাণে লাগে। একটি নির্দিষ্ট মান পর্যন্ত পরিমাণ বৃদ্ধিতে কাজের হার বাড়ে।
6. কাজকোশের বিশেষ জৈবরাসায়নিক ক্রিয়াকে প্রভাবিত করে, শারীরবৃত্তীয় ক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে।প্রায় সমস্ত জৈবরাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, মূলত প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করে।

হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের মধ্যে সাদৃশ্য এবং পার্থক্যগুলি উল্লেখ করো।

হরমোন শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে এবং স্নায়ুতন্ত্র প্রাণীদের সম্পূর্ণ শরীরকে নিয়ন্ত্রণ করে।

হরমোন ও স্নায়ুতন্ত্রের সাদৃশ্য

হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের মধ্যে একটি সাদৃশ্য হল, উভয়ই প্রাণীদেহে সমন্বয়সাধনের কাজ করে। হরমোন রাসায়নিক ও স্নায়ু ভৌত সমন্বয়কারী হিসেবে কাজ করে।

হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য

বিষয়হরমোননার্ভতন্ত্র বা স্নায়ুতন্ত্র
1. কাজের গতি মন্থর।দ্রুত।
2. কাজের স্থায়িত্বস্থায়ী।অস্থায়ী।
3. কাজের শেষে পরিণতি বিনষ্ট হয়।বিনষ্ট হয়।বিনষ্ট হয় না।
4. প্রভাবাধীন জীবগোষ্ঠীউদ্ভিদ ও প্রাণী উভয়েই।কেবল প্রাণীগোষ্ঠী।
5. বস্তুগত প্রকৃতিরাসায়নিক বস্তু।বিভিন্ন প্রকার কোশীয় উপাদানে গঠিত তত্ত্ব।

অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো। উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য লেখো।

অন্তঃক্ষরা গ্রন্থি হল পিনিয়াল গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি হল থাইমাস গ্রন্থি।

অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি ও বহিঃক্ষরা বা সনাল গ্রন্থির পার্থক্য

বিষয়অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থিবহিঃক্ষরা বা সনাল গ্রন্থি
1. নালীর উপস্থিতি বা অনুপস্থিতিঅনুপস্থিত।উপস্থিত।
2. কাজের স্থানসাধারণত উৎসস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী কোনো স্থানে কার্যকর হয়। এর কাজের পরিধি ব্যাপক। তবে কখনো কখনো উৎপত্তিস্থলেও কার্যকারী হয়।ক্ষরণনালী দ্বারা বাহিত হয়ে গ্রন্থির বাইরে বেরিয়ে আসে এবং উৎপত্তিস্থলেই কার্যকারী হয়। এরা দেহের সীমিত স্থানে কাজ করে থাকে।
3. নিঃসরণ বস্তুহরমোন।উৎসেচক, ঘর্ম, তেল, লালারস ইত্যাদি।
4. নিঃসরণ বস্তুর নির্গমন প্রক্রিয়াব্যাপন প্রক্রিয়ায় সরাসরি রক্তে মেশে।নির্গম নালীপথে সরাসরি ক্রিয়াস্থলে পৌঁছোয়।
 5. উদাহরণথাইরয়েড গ্রন্থি।অশ্র গ্রন্থি।

উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য

বিষয়উদ্ভিদ হরমোনপ্রাণী হরমোন
1. উৎসমূল ও বিটপের অগ্রস্থ ভাজক কলা, বীজপত্র ইত্যাদিঅনাল গ্রন্থিসমূহ।
2. পরিবহণ কৌশলকোশান্তর ব্যাপন, ফ্লোয়েম কলার মাধ্যমে পরিবহণ।রক্ত ও লসিকা তন্ত্র মাধ্যমে পরিবহণ।
3. ক্রিয়াস্থলগত প্রকৃতিসাধারণত স্থানীয় হরমোন প্রকৃতির।স্থানীয় ও দূরবর্তী উভয়স্থলেই সক্রিয়।
4. রাসায়নিক প্রকৃতি নাইট্রোজেনঘটিত বা নাইট্রোজেনবিহীন জৈব যৌগ।প্রোটিন, বহুশর্করা বা স্টেরয়েডধর্মী।

পার্থক্য দেখাও থাইরক্সিন, ইনসুলিন ও অ্যাড্রেনালিন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন (TSH) ও থাইরক্সিন, ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন।

থাইরক্সিন, ইনসুলিন ও অ্যাড্রেনালিন-এর পার্থক্য

বিষয়থাইরক্সিনইনসুলিনঅ্যাড্রেনালিন
1. উৎসথাইরয়েড গ্রন্থি।অগ্নাশয় গ্রন্থির আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যান্স বিটা কোশ।অ্যাড্রেনাল গ্রন্থির মেডালা।
2. বিপাকে ভূমিকাসার্বিক বিপাক।কার্বোহাইড্রেট বিপাক।কার্বোহাইড্রেট বিপাক।
 3. গ্লুকোজের পরিমাণরক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়।রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়।রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়।
4. আপৎকালীন ভূমিকা নেই।নেই।আছে।

থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ও থাইরক্সিন-এর পার্থক্য

বিষয়থাইরয়েড স্টিমুলেটিং হরমোনথাইরক্সিন
1. ক্ষরণস্থলপিটুইটারির অগ্রখণ্ডক।থাইরয়েড গ্রন্থি।
2. রাসায়নিক প্রকৃতিগ্লাইকোপ্রোটিন।আয়োডিনযুক্ত।
3. কাজথাইরয়েডের স্বাভাবিক সক্রিয়তা রক্ষা করে।দেহের বিপাক নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের বৃদ্ধি ও বিকাশ ঘটায়।

ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন-এর পার্থক্য

বিষয়ইস্ট্রোজেনটেস্টোস্টেরন
1. প্রকৃতিস্ত্রীদেহের যৌন হরমোন।পুরুষদেহের যৌন হরমোন।
2. ক্ষরণস্থলডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল।শুক্রাশয়ের লেডিগ-এর কোশ।
3. কাজপ্রাথমিক ও গৌণ স্ত্রী-জননাঙ্গ ও স্ত্রী যৌন বৈশিষ্ট্যাবলির স্বাভাবিক বিকাশ নিয়ন্ত্রণ করে।প্রাথমিক ও গৌণ পুংজননাঙ্গ ও পুং যৌন বৈশিষ্ট্যাবলির স্বাভাবিক বিকাশ নিয়ন্ত্রণ করে।

অ্যাড্রেনালিন ও নর-অ্যাড্রেনালিনের মধ্যে তুলনা করো। টেস্টোস্টেরন ও প্রোজেস্টেরনের পার্থক্য লেখো।

অ্যাড্রেনালিন এবং নর-অ্যাড্রেনালিন দুটি হরমোন যারা সম্প্রসারণের মাধ্যমে স্বাস্থ্য ও মন নিয়ন্ত্রণ করে।

অ্যাড্রেনালিন ও নর-অ্যাড্রেনালিন-এর তুলনা

বিষয়অ্যাড্রেনালিননর-অ্যাড্রেনালিন
1. হূৎপিণ্ডের ওপর প্রভাব
A. হৃৎস্পন্দন
B. রক্তচাপ (BP)
1. সিস্টোলিক চাপ (SP)
2. ডায়াস্টোলিক চাপ (DP)
C. হার্দ-উৎপাদ
নর-অ্যাড্রেনালিনের তুলনায় বেশি বৃদ্ধি করে।

বৃদ্ধি করে।
পরিবর্তন দেখা যায় না।

বৃদ্ধি করে।
অ্যাড্রেনালিনের তুলনায় স্বল্প বৃদ্ধি করে।

বৃদ্ধি করে।
বৃদ্ধি করে।

কোনো পরিবর্তন দেখা যায় না।
2. বিপাকের ওপর প্রভাব
A. রক্তে শর্করার মাত্রা 
B. মুক্ত ফ্যাটি অ্যাসিড নিঃসরণ

বৃদ্ধি করে।
বৃদ্ধি করে।

বৃদ্ধি করে।
বৃদ্ধি করে।
3. রক্তনালীর ওপর প্রভাবঅধিকাংশ ধমনির প্রাচীরগাত্রের পেশির সংকোচনের মাত্রা বৃদ্ধি করলেও কিছুকিছু ক্ষেত্রে (হৃৎপিণ্ড, অস্থিলগ্ন পেশি ও যকৃতে রক্ত সরবরাহকারী) ধমনির প্রাচীরগাত্রের পেশির প্রসারণে সহায়তা করে।সকল রক্তবাহের প্রাচীরগাত্রের মসৃণ পেশির সংকোচনে সহায়তা করে।
4. শ্বাসকার্যের ওপর প্রভাবউদ্দীপ্ত করে।উদ্দীপ্ত করে।
5. ইওসিনোফিলের সংখ্যার ওপর প্রভাবসংখ্যা বৃদ্ধি করতে সহায়তা করে।কোনো প্রভাব দেখা যায় না।

টেস্টোস্টেরন ও প্রোজেস্টেরন-এর পার্থক্য

বিষয়টেস্টোস্টেরনপ্রোজেস্টেরন
1. ক্ষরণস্থলশুক্রাশয়ের লেডিগ-এর আন্তরকোশ।ডিম্বাশয়ের করপাস লিউটিয়াম বা পীতগ্রন্থি।
2. কাজপুং যৌনাঙ্গ গঠন ও পুরুষসুলভ গৌণ-যৌন বৈশিষ্ট্যের প্রকাশ।গর্ভাবস্থায় জরায়ুর বৃদ্ধি, অমরার গঠন ও প্রসবে সহায়তা করে।
3. প্রধান কাজশুক্রাণু উৎপাদনে সহায়তা করে।গর্ভাবস্থায় ডিম্বাণু উৎপাদন বন্ধ করে।

হরমোন ও নিউরোট্রান্সমিটার উভয়ই জীবদেহে রাসায়নিক সমন্বয়ের জন্য গুরুত্বপূর্ণ। এই দুটি পদার্থের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে যা জীবদেহে তাদের কার্যকারিতাকে প্রভাবিত করে।

Share via:

মন্তব্য করুন