মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবনের প্রবহমানতা – সপুষ্পক উদ্ভিদের যৌন জনন – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Rahul

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” অধ্যায়ের ‘সপুষ্পক উদ্ভিদের যৌন জনন‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

সপুষ্পক উদ্ভিদের যৌন জনন – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সপুষ্পক উদ্ভিদের যৌন জনন – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
Contents Show

সঠিক উত্তরটি নির্বাচন করো

জননের জন্য পরিবর্তিত, সীমিত বৃদ্ধিসম্পন্ন এবং ফল ও বীজ সৃষ্টিকারী বিটপকে বলে –

  1. সম্পূর্ণ ফুল
  2. ফুল
  3. বিটপ
  4. ফল

উত্তর – 2. ফুল

ফুল হল একপ্রকার রূপান্তরিত –

  1. পুষ্পবিন্যাস
  2. বিটপ
  3. মূল
  4. পাতা

উত্তর – 2. বিটপ

একটি সম্পূর্ণ ফুলের স্তবক সংখ্যা হল –

  1. 3টি
  2. 4টি
  3. 5টি
  4. 6টি

উত্তর – 2. 4টি

যেসব ফুলের পুষ্পাক্ষের ওপর বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক এই চারটি স্তবক সাজানো থাকে, তাকে বলে –

  1. সমাঙ্গ ফুল
  2. সম্পূর্ণ ফুল
  3. পুষ্পবিন্যাস
  4. অসম্পূর্ণ ফুল

উত্তর – 2. সম্পূর্ণ ফুল

ফুলের সর্বাপেক্ষা বাইরের স্তবক হল –

  1. বৃতি
  2. পুষ্পাক্ষ
  3. দলমণ্ডল
  4. পুংস্তবক

উত্তর – 1. বৃতি

ফুলে বৃতি ও দলমণ্ডল না থাকলে, তাকে বলে –

  1. একলিঙ্গ পুষ্প
  2. উভলিঙ্গ পুষ্প
  3. নগ্ন পুষ্প
  4. আদর্শ পুষ্প

উত্তর – 3. নগ্ন পুষ্প

কোনো পুষ্পে বৃতি ও পাপড়ি এই দুই স্তবকের পরিবর্তে একটি স্তবক থাকলে, তাকে বলে –

  1. পুষ্পাক্ষ
  2. পুষ্পপুট
  3. নগ্ন পুষ্প
  4. পুষ্পপত্র

উত্তর – 2. পুষ্পপুট

পুংস্তবক এবং স্ত্রীস্তবক জননে সক্রিয় অংশগ্রহণ করে, তাই এদের বলা হয় –

  1. সাহায্যকারী স্তবক
  2. আনুষঙ্গিক স্তবক
  3. অপরিহার্য স্তবক
  4. অপ্রয়োজনীয় স্তবক

উত্তর – 3. অপরিহার্য স্তবক

পুংস্তবক ও স্ত্রীস্তবকের মধ্যে যে কোনো একটি অনুপস্থিত থাকলে, সেই ফুলকে বলে –

  1. অনাবর্ত ফুল
  2. একলিঙ্গ ফুল
  3. উভলিঙ্গ ফুল
  4. সমাঙ্গ ফুল

উত্তর – 2. একলিঙ্গ ফুল

পুংস্তবক ও স্ত্রীস্তবক উভয়ই উপস্থিত থাকলে, সেই ফুলকে বলে –

  1. একলিঙ্গ ফুল
  2. উভলিঙ্গ ফুল
  3. বহুপ্রতিসম ফুল
  4. সমাঙ্গ ফুল

উত্তর – 2. উভলিঙ্গ ফুল

নীচের যেটি সমাঙ্গ পুষ্প, সেটি হল –

  1. মটর
  2. ধুতরো
  3. অপরাজিতা
  4. বক

উত্তর – 2. ধুতরো

একটি অসমাঙ্গ ও উভলিঙ্গ ফুল হল –

  1. অপরাজিতা
  2. কুমড়ো
  3. ধুতরো
  4. জবা

উত্তর – 1. অপরাজিতা

একটি অসম্পূর্ণ, সমাঙ্গ, একলিঙ্গ ফুল হল –

  1. জবা
  2. ধুতরো
  3. কুমড়ো
  4. অপরাজিতা

উত্তর – 3. কুমড়ো

মটর ফুল হল –

  1. উভলিঙ্গ
  2. একলিঙ্গ
  3. অসম্পূর্ণ ফুল
  4. কোনোটিই নয়

উত্তর – 1. উভলিঙ্গ

একই উদ্ভিদে পুংপুষ্প, স্ত্রীপুষ্প এবং উভলিঙ্গ পুষ্প জন্মালে, তাকে বলে –

  1. সহবাসী উদ্ভিদ
  2. মিশ্রবাসী উদ্ভিদ
  3. প্রবাসী উদ্ভিদ
  4. ভিন্নবাসী উদ্ভিদ

উত্তর – 2. মিশ্রবাসী উদ্ভিদ

একই প্রজাতির কোনো উদ্ভিদের একটিতে পুংপুষ্প এবং অপর একটি উদ্ভিদে স্ত্রীপুষ্প জন্মালে, তাকে বলে –

  1. সহবাসী
  2. উভলিঙ্গ
  3. ভিন্নবাসী
  4. একপ্রতিসম

উত্তর – 3. ভিন্নবাসী

নীচের যেটি পুংকেশর চক্র বা পুংস্তবকের অংশ নয়, সেটি হল –

  1. পরাগধানী
  2. পুংদণ্ড
  3. ডিম্বক
  4. পরাগ

উত্তর – 3. ডিম্বক

নীচের যেটি স্ত্রীস্তবকের বা গর্ভকেশর চক্রের অংশ নয়, সেটি হল –

  1. গর্ভমুণ্ড
  2. গর্ভদণ্ড
  3. পরাগ
  4. ডিম্বক

উত্তর – 3. পরাগ

জবা ফুলের গর্ভমুণ্ডের সংখ্যা –

  1. 2টি
  2. 3টি
  3. 5টি
  4. অসংখ্য

উত্তর – 3. 5টি

পরাগযোগ বলতে বোঝায় –

  1. ডিম্বকের মধ্যে পরাগনালীর বৃদ্ধি
  2. পতঙ্গের বিভিন্ন ফুলে বসা
  3. পরাগরেণুর অঙ্কুরণ
  4. পরাগধানী থেকে গর্ভমুণ্ডে পরাগরেণুর স্থানান্তরণ

উত্তর – 4. পরাগধানী থেকে গর্ভমুণ্ডে পরাগরেণুর স্থানান্তরণ

কোন্ উদ্ভিদে স্বপরাগযোগ লক্ষ করা যায়?

  1. পেঁপে
  2. লাউ
  3. শিম
  4. তাল

উত্তর – 3. শিম

কোনটি স্বপরাগী উদ্ভিদ?

  1. তাল
  2. সন্ধ্যামালতী
  3. লাউ
  4. পেঁপে

উত্তর – 2. সন্ধ্যামালতী

একই উদ্ভিদের একই ফুলের মধ্যে পরাগযোগকে বলে –

  1. অটোগ্যামি
  2. গেইটোনোগ্যামি
  3. হেটেরোগ্যামি
  4. কোনোটিই নয়

উত্তর – 1. অটোগ্যামি

একই উদ্ভিদের দুটি ভিন্ন পুষ্পের মধ্যে স্বপরাগযোগ ঘটলে, তাকে বলে –

  1. হোমোগ্যামি
  2. ক্লিস্টোগ্যামি
  3. গেইটোনোগ্যামি
  4. জেনোগ্যামি

উত্তর – 3. গেইটোনোগ্যামি

একই প্রজাতিভুক্ত দুটি উদ্ভিদের ফুলের মধ্যে ইতর পরাগযোগ ঘটলে, তাকে বলে –

  1. হোমোগ্যামি
  2. গেইটোনোগ্যামি
  3. জেনোগ্যামি
  4. ক্লিস্টোগ্যামি

উত্তর – 3. জেনোগ্যামি

কোনো ফুলের পরাগধানী থেকে উৎপন্ন পরাগ একই প্রজাতির অন্য গাছে উৎপন্ন ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়ে পরাগযোগ ঘটালে, তাকে বলে –

  1. ইতর পরাগযোগ
  2. হোমোগ্যামি
  3. ক্লিস্টোগ্যামি
  4. গেইটোনোগ্যামি

উত্তর – 1. ইতর পরাগযোগ

কোন্ পরাগযোগের ফলে অপত্য উদ্ভিদে প্রকরণের সম্ভাবনা থাকে?

  1. ইতর পরাগযোগ
  2. স্বপরাগযোগ
  3. 1 ও 2 উভয়ই
  4. কোনোটিই নয়

উত্তর – 1. ইতর পরাগযোগ

নীচের কোন্ উদ্ভিদটি সবচেয়ে উন্নত বলে তুমি মনে কর?

  1. স্বপরাগযোগী উদ্ভিদ
  2. ইতর পরাগযোগী উদ্ভিদ
  3. একই সঙ্গে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগে সক্ষম উদ্ভিদ
  4. কোনোটিই নয়

উত্তর – 3. একই সঙ্গে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগে সক্ষম উদ্ভিদ

নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য নয়?

  1. এটি কেবলমাত্র একলিঙ্গ ফুলেই ঘটে
  2. এখানে বাহকের প্রয়োজনীয়তা একেবারেই নেই
  3. কোনো ক্ষেত্রে পুরুষ ফুল আগে আবার কখনও স্ত্রী ফুল আগে পরিণত হয়
  4. অপত্য উদ্ভিদের প্রকরণ সৃষ্টি হয়

উত্তর – 2. এখানে বাহকের প্রয়োজনীয়তা একেবারেই নেই

মধুগ্রন্থি কোন্ পরাগযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়?

  1. এন্টোমোফিলি
  2. অরনিথোফিলি
  3. হাইড্রোফিলিও
  4. 1 ও 2 উভয়ই

উত্তর – 4. 1 ও 2 উভয়ই

অ্যানিমোফিলির ক্ষেত্রে যার দ্বারা পরাগযোগ ঘটে, তা হল –

  1. জল
  2. পতঙ্গ
  3. বাতাস
  4. পোকা

উত্তর – 3. বাতাস

বায়ুপরাগী পুষ্প হল —

  1. ধান
  2. পাতাশ্যাওলা
  3. আম
  4. শিমুল

উত্তর – 1. ধান

প্রদত্ত কোন্ বাক্যটি সঠিক?

  1. পতঙ্গরা, পাতাঝাঁঝি ও পাতাশ্যাওলা উদ্ভিদের পরাগযোগে সহায়তা করে
  2. গোলাপ ও আম উদ্ভিদের পরাগযোগে সহায়তা করে
  3. পাখি, জল, শিমুল ও পলাশ উদ্ভিদের পরাগযোগে সহায়তা করে
  4. বায়ু, ধান ও ভুট্টা উদ্ভিদের পরাগযোগে সহায়তা করে

উত্তর – 4. বায়ু, ধান ও ভুট্টা উদ্ভিদের পরাগযোগে সহায়তা করে

ধান গাছের ফুলে কোন্ বৈশিষ্ট্যটি অনুপস্থিত?

  1. গন্ধহীন
  2. মসৃণ পরাগযোগ
  3. শাখান্বিত গর্ভমুণ্ড
  4. মকরন্দযুক্ত

উত্তর – 4. মকরন্দযুক্ত

নীচের কোনটি বায়ুপরাগী ফুলের একটি বৈশিষ্ট্য?

  1. ফুলগুলি উজ্জ্বল বর্ণের হয়
  2. ফুলগুলি সুমিষ্ট গন্ধযুক্ত হয়
  3. ফুলে মকরন্দ থাকে
  4. ফুলগুলি আকারে ক্ষুদ্র হয়

উত্তর – 4. ফুলগুলি আকারে ক্ষুদ্র হয়

জলপরাগী পুষ্প হল –

  1. আখ
  2. পাতাঝাঁঝি
  3. আম
  4. শিমুল

উত্তর – 2. পাতাঝাঁঝি

নীচের যেটির পরাগযোগে জলের প্রয়োজন হয় না, তা হল –

  1. পাতাঝাঁঝি
  2. ভুট্টা
  3. সেলাজিনেল্লা
  4. পাতাশ্যাওলা

উত্তর – 2. ভুট্টা

কীটপতঙ্গের সাহায্যে পরাগযোগকে বলে –

  1. অরনিথোফিলি
  2. ম্যালাকোফিলি
  3. অ্যানথ্রোপোফিলি
  4. এন্টোমোফিলি

উত্তর – 4. এন্টোমোফিলি

পতঙ্গপরাগী পুষ্প হল –

  1. ভুট্টা
  2. ঝাঁঝি
  3. আম
  4. শিমুল

উত্তর – 3. আম

পলাশ, শিমুল, মাদার প্রভৃতি উদ্ভিদ হল –

  1. বায়ুপরাগী
  2. পক্ষীপরাগী
  3. জলপরাগী
  4. পতঙ্গপরাগী

উত্তর – 2. পক্ষীপরাগী

পিঁপড়ে মাধ্যমে পরাগযোগ ঘটে যে উদ্ভিদে –

  1. পাতা শ্যাওলা
  2. শিমুল
  3. পলাশ
  4. আম

উত্তর – 4. আম

পাখির সাহায্যে পরাগযোগকে বলে –

  1. এন্টোমোফিলি
  2. অরনিথোফিলি
  3. সাইকোফিলি
  4. অ্যানথ্রোপোফিলি

উত্তর – 2. অরনিথোফিলি

শামুকের দ্বারা পরাগযোগকে বলে –

  1. অ্যানিমোফিলি
  2. এন্টোমোফিলি
  3. হাইড্রোফিলি
  4. ম্যালাকোফিলি

উত্তর – 4. ম্যালাকোফিলি

সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি আবিষ্কার করেন –

  1. নাওয়াসিন
  2. মহেশ্বরী
  3. ক্যামেরারিয়াস
  4. স্ট্রাসবার্জার

উত্তর – 4. স্ট্রাসবার্জার

পরাগরেণু সৃষ্টি হয় –

  1. গর্ভমুণ্ডে
  2. পুংকেশরে
  3. গর্ভকেশরে
  4. পরাগধানীতে

উত্তর – 4. পরাগধানীতে

ভ্রুণস্থলী যার অন্তর্গত, তা হল –

  1. পরাগধানী
  2. পরাগনালী
  3. ডিম্বক
  4. সবকটি

উত্তর – 3. ডিম্বক

নীচের যেটি থেকে সপুষ্পক উদ্ভিদের ভ্রুণস্থলী তৈরি হয়, তা হল –

  1. ভ্রুণ
  2. মেগাস্পোর
  3. জাইগোট
  4. নিউসেলাস

উত্তর – 2. মেগাস্পোর

ডিম্বকে সবচেয়ে বড়ো কোশটি হল –

  1. প্রতিপাদ কোশ
  2. কেন্দ্রীয় কোশ
  3. মেগাস্পোর মাতৃকোশ
  4. সহকারী কোশ

উত্তর – 2. কেন্দ্রীয় কোশ

পোলার নিউক্লিয়াসের অবস্থান –

  1. পরাগনালীতে
  2. ভ্রুণস্থলীতে
  3. পুষ্পাক্ষতে
  4. ডিম্বাণুতে

উত্তর – 2. ভ্রুণস্থলীতে

ডিম্বকনাভির ওপরে যে সূক্ষ্ম ছিদ্র থাকে, তার নাম –

  1. পত্ররন্ধ্র
  2. ডিম্বকরন্ধ্র
  3. ভ্রুণাক্ষ
  4. পর্ব

উত্তর – 2. ডিম্বকরন্ধ্র

পরাগনালী ডিম্বকে প্রবেশ করার সময় কটি পুংগ্যামেট থাকে?

  1. একটি
  2. দুটি
  3. তিনটি
  4. চারটি

উত্তর – 2. দুটি

যদি পরাগনালী ডিম্বকরন্ধ্র পথে ডিম্বকে প্রবেশ করে, তাহলে তাকে বলে –

  1. মেসোগ্যামি
  2. পোরোগ্যামি
  3. চ্যালাজোগ্যামি
  4. কোনোটিই নয়

উত্তর – 2. পোরোগ্যামি

পরাগনালী যদি ডিম্বকত্বক ভেদ করে ভ্রুণস্থলীতে পৌঁছোয়, তাহলে তাকে বলে –

  1. মেসোগ্যামি
  2. পোরোগ্যামি
  3. চ্যালাজোগ্যামি
  4. কোনোটিই নয়

উত্তর – 1. মেসোগ্যামি

দ্বিনিষেক দেখা যায় –

  1. গুপ্তবীজী উদ্ভিদে
  2. ব্যক্তবীজী উদ্ভিদে
  3. ব্রায়োফাইটাতে
  4. টেরিডোফাইটাতে

উত্তর – 1. গুপ্তবীজী উদ্ভিদে

সপুষ্পক উদ্ভিদের মূলের ক্রোমোজোম সংখ্যা 32 হলে, এর গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা হবে –

  1. 8
  2. 16
  3. 24
  4. 32

উত্তর – 2. 16

ভ্রুণাণু বা জাইগোটের ক্রোমোজোম সংখ্যা –

  1. n
  2. 2n
  3. 3n
  4. 4n

উত্তর – 2. 2n

সস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হল –

  1. n
  2. 2n
  3. 3n
  4. 4n

উত্তর – 3. 3n

একটি রেণুমাতৃকোশে ক্রোমোজোম সংখ্যা 12 হলে, ওই উদ্ভিদের সস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হবে –

  1. 12
  2. 36
  3. 6
  4. 18

উত্তর – 4. 18

একটি সপুষ্পক উদ্ভিদের পাতার কোশের ক্রোমোজোম সংখ্যা 24টি। এর নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হল –

  1. 12টি
  2. 24টি
  3. 36টি
  4. 48টি

উত্তর – 2. 24টি

নীচের কোন্ অংশটির ভিতরে নিষেক সম্পন্ন হয়?

  1. গর্ভমুণ্ড
  2. ডিম্বাণু
  3. পরাগধানী
  4. ভ্রুণস্থলী

উত্তর – 4. ভ্রুণস্থলী

নিষেকের পর ফুলের ডিম্বাশয় গঠন করে –

  1. ফল
  2. বীজ
  3. বীজত্বক
  4. সস্য

উত্তর – 1. ফল

শিশু উদ্ভিদকে খাদ্য সরবরাহ করে –

  1. বীজপত্র
  2. জল
  3. মাটি
  4. বাতাস

উত্তর – 1. বীজপত্র

নিষিক্ত ডিম্বাণু পরিবর্তিত হয়ে গঠন করে –

  1. ভ্রুণ
  2. বীজ
  3. ডিম্বক
  4. ফল

উত্তর – 1. ভ্রুণ

নিষেকের পর ডিম্বক থেকে উৎপন্ন হয় –

  1. ফল
  2. বীজ
  3. ডিম্বাশয়
  4. রেণু

উত্তর – 2. বীজ

ডিম্বকত্বক পরিবর্তিত হয়ে গঠন করে –

  1. বীজত্বক
  2. ফলত্বক
  3. সস্য
  4. ফল

উত্তর – 1. বীজত্বক

শূন্যস্থান পূরণ করো

ফুলকে উদ্ভিদের ___ অঙ্গ বলে।

উত্তর – ফুলকে উদ্ভিদের জনন অঙ্গ বলে।

ফুলকে গাছের শাখাপ্রশাখার সঙ্গে যুক্ত রাখে ___।

উত্তর – ফুলকে গাছের শাখাপ্রশাখার সঙ্গে যুক্ত রাখে পুষ্পবৃন্ত

বৃতি ও দলমণ্ডল হল ফুলের ___ স্তবক।

উত্তর – বৃতি ও দলমণ্ডল হল ফুলের সাহায্যকারী স্তবক।

পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র হল ফুলের ___ স্তবক।

উত্তর – পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র হল ফুলের জনন স্তবক।

বৃতির পাতার মতো অংশকে ___ বলে।

উত্তর – বৃতির পাতার মতো অংশকে বৃত্যংশ বলে।

দলমণ্ডলের প্রতিটি অংশগুলিকে ___ বলে।

উত্তর – দলমণ্ডলের প্রতিটি অংশগুলিকে দলাংশ বলে।

পুংস্তবকের নীচের দিকের দণ্ডাকার অংশকে ___ বলে।

উত্তর – পুংস্তবকের নীচের দিকের দণ্ডাকার অংশকে পুংদণ্ড বলে।

পুংদণ্ডের মাথায় অবস্থিত অংশকে ___ বলে।

উত্তর – পুংদণ্ডের মাথায় অবস্থিত অংশকে পরাগধানী বলে।

দুটি পরাগধানীর মাঝে অবস্থিত প্যারেনকাইমা কোশ দিয়ে তৈরি অংশকে ___ বলে।

উত্তর – দুটি পরাগধানীর মাঝে অবস্থিত প্যারেনকাইমা কোশ দিয়ে তৈরি অংশকে যোজক বলে।

পরাগরেণু বিভাজিত হয়ে ___ গঠন করে।

উত্তর – পরাগরেণু বিভাজিত হয়ে পুংগ্যামেট গঠন করে।

স্ত্রীস্তবকের প্রতিটি একক অংশকে ___ বলে।

উত্তর – স্ত্রীস্তবকের প্রতিটি একক অংশকে গর্ভপত্র বলে।

গর্ভদণ্ডের মাথায় সামান্য স্ফীত অংশকে ___ বলে।

উত্তর – গর্ভদণ্ডের মাথায় সামান্য স্ফীত অংশকে গর্ভমুণ্ড বলে।

পরাগরেণু ফুলের ___ স্থাপিত হয়।

উত্তর – পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে স্থাপিত হয়।

একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগকে ___ বলে।

উত্তর – একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগকে গেইটোনোগ্যামি বলে।

একলিঙ্গ ফুলের স্বপরাগযোগ ঘটে যদি উদ্ভিদটি ___ হয়।

উত্তর – একলিঙ্গ ফুলের স্বপরাগযোগ ঘটে যদি উদ্ভিদটি সহবাসী হয়।

___ পরাগযোগে পরাগরেণুর স্থানান্তকরণের জন্য বাহকের প্রয়োজন আবশ্যিক।

উত্তর – ইতর পরাগযোগে পরাগরেণুর স্থানান্তকরণের জন্য বাহকের প্রয়োজন আবশ্যিক।

জেনোগ্যামি ___ পরাগযোগের অন্তর্গত।

উত্তর – জেনোগ্যামি ইতর পরাগযোগের অন্তর্গত।

বাদুড়ের দ্বারা পরাগযোগকে ___ বলা হয়।

উত্তর – বাদুড়ের দ্বারা পরাগযোগকে কাইরোপটেরোফিলি বলা হয়।

বৈশিষ্ট্যের বিশুদ্ধতা বজায় থাকে ___ পরাগযোগে।

উত্তর – বৈশিষ্ট্যের বিশুদ্ধতা বজায় থাকে স্ব পরাগযোগে।

দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনে ডিপ্লয়েড ___ গঠিত হয়।

উত্তর – দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনে ডিপ্লয়েড জাইগোট গঠিত হয়।

পরাগনালী ডিম্বকরন্ধ্র পথে ডিম্বকে প্রবেশ করলে, তাকে ___ বলে।

উত্তর – পরাগনালী ডিম্বকরন্ধ্র পথে ডিম্বকে প্রবেশ করলে, তাকে পোরোগ্যামি বলে।

পরাগনালী ডিম্বকমূল পথে প্রবেশ করলে, তাকে ___ বলে।

উত্তর – পরাগনালী ডিম্বকমূল পথে প্রবেশ করলে, তাকে চ্যালাজোগ্যামি বলে।

সপুষ্পক উদ্ভিদের সক্রিয় ___ কোশ থেকে ভ্রুনস্থলী গঠিত হয়।

উত্তর – সপুষ্পক উদ্ভিদের সক্রিয় স্ত্রীরেণু কোশ থেকে ভ্রুনস্থলী গঠিত হয়।

সক্রিয় স্ত্রীরেণু মাইটোসিস পদ্ধতিতে ___ নিউক্লিয়াসযুক্ত ভ্রুনস্থলী গঠন করে।

উত্তর – সক্রিয় স্ত্রীরেণু মাইটোসিস পদ্ধতিতে 8টি নিউক্লিয়াসযুক্ত ভূণস্থলী গঠন করে।

সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের ডিম্বাশয়ে ডিম্বাণুর দু-পাশে_কোশ থাকে।

উত্তর – সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের ডিম্বাশয়ে ডিম্বাণুর দু-পাশে সহকারী কোশ থাকে।

দুটি পোলার নিউক্লিয়াস (n) ভ্রুণস্থলীতে মিলিত হয়ে ___ নিউক্লিয়াস (2n) তৈরি করে।

উত্তর – দুটি পোলার নিউক্লিয়াস (n) ভ্রুণস্থলীতে মিলিত হয়ে নির্ণীত নিউক্লিয়াস (2n) তৈরি করে।

পুং-জননকোশ ও স্ত্রী-জননকোশের মিলনকে ___ বলে।

উত্তর – পুং-জননকোশ ও স্ত্রী-জননকোশের মিলনকে নিষেক বলে।

নিষিক্ত নির্ণীত নিউক্লিয়াস থেকে ___ গঠিত হয়।

উত্তর – নিষিক্ত নির্ণীত নিউক্লিয়াস থেকে সস্য গঠিত হয়।

বীজপত্র, ভ্রুণমুকুল ও ভ্রূণমূল থেকে ___ গঠিত হয়।

উত্তর – বীজপত্র, ভ্রুণমুকুল ও ভ্রূণমূল থেকে ভ্রুণ গঠিত হয়।

ডিম্বক নিষেকের পর ক্রমশ বৃদ্ধি পেয়ে ___ সৃষ্টি করে।

উত্তর – ডিম্বক নিষেকের পর ক্রমশ বৃদ্ধি পেয়ে বীজ সৃষ্টি করে।

___ মধ্যে ভবিষ্যতের গাছ বা ভ্রুণ অবস্থান করে।

উত্তর – বীজের মধ্যে ভবিষ্যতের গাছ বা ভ্রুণ অবস্থান করে।

ভ্রূণমূল থেকে ___ গঠিত হয়।

উত্তর – ভ্রূণমূল থেকে মূলতন্ত্র গঠিত হয়।

ভ্রূণমুকুল থেকে ___ গঠিত হয়।

উত্তর – ভ্রূণমুকুল থেকে বিটপ গঠিত হয়।

সত্য/মিথ্যা নির্বাচন করো

ফুলের সাহায্যকারী স্তবক হল বৃতি ও দলমণ্ডল।

উত্তর – সত্য [সূত্র – এই স্তবকগুলি জননে সাহায্য করে না, কেবল প্রতিরক্ষা দেয় ও সালোকসংশ্লেষ করে।]

পরাগরেণুতে উৎপন্ন পুংগ্যামেট হ্যাপ্লয়েড প্রকৃতির হয়।

উত্তর – সত্য [সূত্র – মিয়োসিস পদ্ধতিতে পুংগ্যামেট তৈরি হয়।]

ডিম্বাশয়ের মধ্যে এক বা একাধিক ডিম্বক থাকে।

উত্তর – সত্য [সূত্র – ডিম্বক পরিবর্তিত হয়ে বীজ সৃষ্টি হয়।]

পুংধানীর মধ্যে পরাগরেণু থাকে।

উত্তর – সত্য [সূত্র – পুংধানী বিদীর্ণ হলে পরাগরেণু ছড়িয়ে পড়ে।]

সপুষ্পক উদ্ভিদের স্ত্রী-স্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে।

উত্তর – মিথ্যা [সূত্র – স্ত্রী-স্তবকে অর্থাৎ, গর্ভকেশরের গর্ভমুণ্ড থেকে ক্ষরিত আঠালো রসে পরাগরেণুগুলি আটকে যায়। কোনো কোনো ক্ষেত্রে গর্ভমুণ্ড রোমশ হওয়ায় তা পরাগরেণু সংগ্রহে সাহায্য করে।]

একই উদ্ভিদের দুটি পৃথক ফুলের স্বপরাগযোগকে অটোগ্যামি বলে।

উত্তর – মিথ্যা [সূত্র – একই উদ্ভিদের দুটি পৃথক ফুলের স্বপরাগযোগকে গেইটোনোগ্যামি বলে, একই উদ্ভিদের একটি ফুলেই স্বপরাগযোগকে অটোগ্যামি বলে।]

স্বপরাগযোগে বাহক আবশ্যক।

উত্তর – মিথ্যা [সূত্র – একই ফুলে তা ঘটে বলে স্বপরাগযোগে বাহকের প্রয়োজন হয় না।]

ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয় না।

উত্তর – মিথ্যা [সূত্র – ইতর পরাগযোগে বাহক প্রয়োজনীয়। দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে দূরত্ব থাকে বলে বায়ু, জল প্রভৃতি বাহক দরকার হয়।]

ইতর পরাগযোগের মাধ্যমে উৎপন্ন উদ্ভিদে বিশুদ্ধতা বজায় থাকে।

উত্তর – মিথ্যা [সূত্র – দুটি উদ্ভিদের জিনগত বিভিন্নতা একত্রিত হয় বলে উৎপন্ন উদ্ভিদে বিশুদ্ধতা বজায় থাকে না।]

জাইগোট হ্যাপ্লয়েড প্রকৃতির হয়।

উত্তর – মিথ্যা [সূত্র – জাইগোট ডিপ্লয়েড (2n) প্রকৃতির হয়।]

নির্ণীত নিউক্লিয়াস হল 3n।

উত্তর – মিথ্যা [সূত্র – দুটি হ্যাপ্লয়েড (n) মেরু বা পোলার নিউক্লিয়াস মিলিত হয়ে একটি ডিপ্লয়েড (2n) নির্ণীত বা ডেফিনিটিভ নিউক্লিয়াস তৈরি করে।]

নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়।

উত্তর – সত্য [সূত্র – বীজ সাধারণত ফলের মধ্যে লুক্কায়িত থাকে।]

পরাগরেণুর প্রাচীরের দুটি স্তর কী কী এবং এদের মধ্যে কোনটি পরাগনালিকা গঠনে অংশগ্রহণ করে?

পরাগরেণুর প্রাচীর দুটি স্তরে বিভক্ত, যথা – রেণু-বহিত্বক বা এক্সাইন ও রেণু-অন্তত্ত্বক ইনটাইন। এদের মধ্যে ইনটাইনটিই পরাগনালিকা গঠনে অংশগ্রহণ করে।

র‍্যাফ্লেসিয়া পৃথিবীর বৃহত্তম ফুল। এটি পচা মাংসের মতো গন্ধ ছড়ায় কেন? এই গন্ধের পরিবেশগত গুরুত্ব কী?

র‍্যাফ্লেসিয়া হল পৃথিবীর বৃহত্তম ফুল। এটি ফুটলে পচা মাংসের মতো গন্ধ ছড়ায়, যার দ্বারা ক্যারিয়ন মাছি আকৃষ্ট হয় ও পরাগযোগ ঘটায়।

1898 খ্রিস্টাব্দে Lilium martagon এবং Fritillaria tenella উদ্ভিদে প্রথম দ্বি-নিষেক পদ্ধতি পর্যবেক্ষণ করেন কোন বিজ্ঞানী?

বিজ্ঞানী নাওয়াসচিন, 1898 খ্রিস্টাব্দে Lilium martagon এবং Fritillaria tenella উদ্ভিদে প্রথম দ্বি-নিষেক পদ্ধতি পর্যবেক্ষণ করেন।

সাইফোনোগ্যামি বলতে কী বোঝায়? সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার সাথে এর সম্পর্ক কী?

সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াকে সাইফোনোগ্যামি বলে। কারণ, এক্ষেত্রে পুংগ্যামেট দুটি নিজেরা চলনে অক্ষম হলেও পরাগনালিকা দ্বারা স্ত্রীগ্যামেটের কাছে উপস্থিত হয়।

স্তম্ভ মেলাও

স্তম্ভ মেলাও – 1

বামস্তম্ভডানস্তম্ভ
1. শিমুলA. পুষ্পবৃন্ত
2. পাতাঝাঁঝিB. পক্ষীপরাগী ফুল
3. পাপড়িC. ফুলের জনন স্তবক
4. পুংকেশর চক্রD. বায়ুপরাগী ফুল
5. ধানE. পতঙ্গপরাগী ফুল
6. আমF. দলমণ্ডলের অংশ
G. জলপরাগী ফুল

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. শিমুলB. পক্ষীপরাগী ফুল
2. পাতাঝাঁঝিG. জলপরাগী ফুল
3. পাপড়িF. দলমণ্ডলের অংশ
4. পুংকেশর চক্রC. ফুলের জনন স্তবক
5. ধানD. বায়ুপরাগী ফুল
6. আমE. পতঙ্গপরাগী ফুল

স্তম্ভ মেলাও – 2

বামস্তম্ভডানস্তম্ভ
1. পরাগরেণুA. গুপ্তবীজী উদ্ভিদ
2. দ্বিনিষেকB. গ্যামেট গঠন
3. ফুলC. অটোগ্যামি
4. গ্যামেটোজেনেসিসD. জেনোগ্যামি
5. গর্ভপত্রE. পরাগধানী
6. স্বপরাগযোগের প্রকারF. স্ত্রীস্তবকের একক
G. পরিবর্তিত বিটপ

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. পরাগরেণুE. পরাগধানী
2. দ্বিনিষেকA. গুপ্তবীজী উদ্ভিদ
3. ফুলG. পরিবর্তিত বিটপ
4. গ্যামেটোজেনেসিসB. গ্যামেট গঠন
5. গর্ভপত্রF. স্ত্রীস্তবকের একক
6. স্বপরাগযোগের প্রকারC. অটোগ্যামি

স্তম্ভ মেলাও – 3

বামস্তম্ভডানস্তম্ভ
1. কুমড়ো ফুলA. অসম্পূর্ণ ফুল
2. সূর্যমুখীB. বিষম ফুল
3. জবাC. বৃতি ও দলমণ্ডলবিহীন ফুল
4. কচু ফুলD. আদর্শ ফুল
5. নগ্ন ফুলE. পুষ্পপুট
6. রজনিগন্ধাF. পুষ্পবিন্যাস
G. ক্লীব ফুল

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. কুমড়ো ফুলA. অসম্পূর্ণ ফুল
2. সূর্যমুখীF. পুষ্পবিন্যাস
3. জবাD. আদর্শ ফুল
4. কচু ফুলG. ক্লীব ফুল
5. নগ্ন ফুলC. বৃতি ও দলমণ্ডলবিহীন ফুল
6. রজনিগন্ধাE. পুষ্পপুট

স্তম্ভ মেলাও – 4

বামস্তম্ভডানস্তম্ভ
1. নির্ণীত নিউক্লিয়াসA. পুংলিঙ্গধরের প্রথম কোশ
2. পরাগরেণুB. 3n
3. সস্য নিউক্লিয়াসC. মূলতন্ত্র
4. জাইগোটD. নিষিক্ত ডিম্বাণু
5. ভ্রূণমূলE. বিটপতন্ত্র
6. ভ্রূণমুকুলF. 2n
G. বীজ বহিস্ত্বক

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. নির্ণীত নিউক্লিয়াসF. 2n
2. পরাগরেণুA. পুংলিঙ্গধরের প্রথম কোশ
3. সস্য নিউক্লিয়াসB. 3n
4. জাইগোটD. নিষিক্ত ডিম্বাণু
5. ভ্রূণমূলC. মূলতন্ত্র
6. ভ্রূণমুকুলE. বিটপতন্ত্র

বিসদৃশ শব্দটি বেছে লেখো

প্রশ্নউত্তর ও উত্তর-সূত্র
বৃতি, পুংকেশর, গর্ভকেশর, মূল।মূল। [সূত্র – বাকিগুলি জনন অঙ্গের অংশসমূহ।]
জবাফুল, মটর ফুল, কুমড়ো ফুল, অপরাজিতা ফুল।কুমড়ো ফুল। [সূত্র – কুমড়ো ফুল ছাড়া বাকিগুলি সম্পূর্ণ ফুল।]
ডিম্বাশয়, গর্ভদণ্ড, পুংদণ্ড, গর্ভমুণ্ড।পুংদণ্ড। [সূত্র – পুংদণ্ড ছাড়া বাকিগুলি স্ত্রীস্তবকের অংশ।]
পরাগরেণু, ডিম্বাণু, নিষেক, গ্রাফটিং।গ্রাফটিং। [সূত্র – বাকিগুলি যৌন জননের উপাদান বা সেই সংক্রান্ত ঘটনা।]
স্বপরাগযোগ, ইতর পরাগযোগ, গেইটোনোগ্যামি, অটোগ্যামি।ইতর পরাগযোগ। [সূত্র – বাকিগুলি স্বপরাগযোগ ও তার প্রকারভেদ।]
সহকারী কোশ, নির্ণীত নিউক্লিয়াস, প্রতিপাদ কোশ, নালিকা নিউক্লিয়াস।নালিকা নিউক্লিয়াস। [সূত্র – এটি পুংজনন অঙ্গের অংশ। বাকিগুলি ভ্রুণস্থলী, তথা স্ত্রীজনন অঙ্গের অংশ।]
পোরোগ্যামি, চ্যালাজোগ্যামি, মেসোগ্যামি, আইসোগ্যামি।আইসোগ্যামি। [সূত্র – আইসোগ্যামি ছাড়া বাকিগুলি নিষেকের সঙ্গে সম্পর্কযুক্ত।]
প্রতিপাদ কোশ, সহকারী কোশ, নির্ণীত নিউক্লিয়াস, কোরক।কোরক। [সূত্র – বাকিগুলি উদ্ভিদের ডিম্বকের সঙ্গে সম্পর্কিত।]
ইতর পরাগযোগ, বাহক, নতুন বৈশিষ্ট্য, স্বপরাগযোগ।স্বপরাগযোগ। [সূত্র – বাহক ও নতুন বৈশিষ্ট্য ইতর পরাগযোগের ক্ষেত্রে প্রযোজ্য।]
বাহকের প্রয়োজনীয়তা, একই উদ্ভিদে পরাগযোগ, অপত্যে বৈচিত্র্য সৃষ্টি, দুটি উদ্ভিদে পরাগযোগ।একই উদ্ভিদে পরাগযোগ। [সূত্র – বাকিগুলি ইতর পরাগযোগের বৈশিষ্ট্যসমূহ।]

নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

গোলাপ ফুল : সবৃন্তক : : রজনিগন্ধা : ___।

উত্তর – অবৃন্তক।

ধুতরো ফুল : উভলিঙ্গ : : কুমড়ো ফুল : ___।

উত্তর – একলিঙ্গ।

পরাগধানী : পুংস্তবক : : ডিম্বক : ___।

উত্তর – স্ত্রীস্তবক।

পটল : ইতর পরাগযোগ : : শিম : ___।

উত্তর – স্বপরাগযোগ।

ক্ষুদ্র, গন্ধহীন ফুল : বায়ুপরাগী উদ্ভিদ : : বৃহৎ উজ্জ্বল বর্ণযুক্ত ফুল : ___।

উত্তর – পতঙ্গপরাগী উদ্ভিদ।

ডিম্বাণু : n : : প্রতিপাদ কোশ : ___।

উত্তর – n।

নির্ণীত নিউক্লিয়াস : 2n : : নালিকা নিউক্লিয়াস : ___।

উত্তর – n।

পোরোগ্যামি : ডিম্বকরন্ধ্র : : মেসোগ্যামি : ___।

উত্তর – ডিম্বকত্বক।

ডিম্বাশয় : ফল : : ডিম্বাণু : ___।

উত্তর – ভ্রুণ।

ডিম্বক : বীজ : : ডিম্বাশয় প্রাচীর : ___।

উত্তর – ফলত্বক।

নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

প্রশ্নউত্তর ও উত্তর-সূত্র
মটর ফুল, ধুতরো ফুল, জবা ফুল, সম্পূর্ণ ফুল।সম্পূর্ণ ফুল। [সূত্র – সম্পূর্ণ ফুলের তিনটি উদাহরণ উল্লেখ করা হয়েছে।]
অসম্পূর্ণ ফুল, একলিঙ্গ ফুল, ক্লীব ফুল, নগ্নফুল।অসম্পূর্ণ ফুল। [সূত্র – বাকি সবগুলি বিভিন্ন ধরনের অসম্পূর্ণ ফুল।]
কুমড়ো ফুল, বনতুলসী ফুল, অসম্পূর্ণ ফুল, পেঁপে ফুল।অসম্পূর্ণ ফুল। [সূত্র – অসম্পূর্ণ ফুলের তিনটি উদাহরণ উল্লেখ করা হয়েছে।]
পুংকেশর গর্ভকেশর, পুষ্পস্তবক, বৃতি।পুষ্পস্তবক। [সূত্র – ফুলের নানাপ্রকার স্তবকের কথা উল্লেখ করা হয়েছে।]
স্বপরাগযোগ, সন্ধ্যামালতী, শিম, টম্যাটো।স্বপরাগযোগ। [সূত্র – স্বপরাগযোগ দেখা যায় এমন তিনটি উদ্ভিদের উদাহরণ দেওয়া হয়েছে।]

দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও

উদ্ভিদের জনন অঙ্গ কোনটি?

উদ্ভিদের জনন অঙ্গ ফুল।

বিটপের কোন্ অংশ থেকে ফুল উৎপন্ন হয়?

বিটপের অন্তর্গত পুষ্পমুকুল থেকে ফুল উৎপন্ন হয়।

বৃন্তের শীর্ষে পুষ্পস্তবকগুলি যে অংশে সাজানো থাকে তাকে কী বলে?

বৃন্তের শীর্ষে পুষ্পস্তবকগুলি যে অংশে সাজানো থাকে তাকে পুষ্পাক্ষ বলে।

সম্পূর্ণ ফুলে কতগুলি স্তবক থাকে?

সম্পূর্ণ ফুলে চারটি স্তবক থাকে।

কোন্ প্রকার ফুলকে বহুপ্রতিসম ফুল বলা হয়?

সমাঙ্গ ফুলকে বহুপ্রতিসম ফুল বলা হয়।

বৃত্যংশ কী?

সাধারণত বৃতি কতকগুলি সবুজ পাতার মতো অংশ দ্বারা গঠিত। এই সবুজ অংশ বা একককে বৃত্যংশ বা সেপাল বলে।

উপবৃতি কী?

কোনো কোনো ফুলে বৃতির নীচে সবুজ বর্ণের পাতার মতো অংশ থাকে, তাদের উপবৃতি বা এপিক্যালিক্স বলে।

দলমণ্ডল কাকে বলে?

পাপড়ি বা দলাংশ দ্বারা গঠিত ফুলের বৃতির ভিতরের দিকে থাকা রঙিন বা সাদা দ্বিতীয় স্তবককে দলমণ্ডল বা করোলা বলে।

দলমণ্ডলের প্রত্যেকটি অংশকে কী বলে?

দলমণ্ডলের প্রত্যেকটি অংশকে দলাংশ বা পাপড়ি বলে।

পুংদণ্ড ও পরাগধানী নিয়ে গঠিত পুংস্তবকের প্রতিটি অংশকে কী বলে?

পুংদণ্ড ও পরাগধানী নিয়ে গঠিত পুংস্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে।

ফুলের পুংজননকোশ কোন্ অংশ থেকে উৎপন্ন হয়?

ফুলের পুংজননকোশ পরাগরেণু থেকে উৎপন্ন হয়।

পাতাঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পুংপুষ্পে কতগুলি পুংকেশর থাকে?

পাতাঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পুংপুষ্পে 30-40টি পুংকেশর থাকে।

ফুলের প্রতিটি গর্ভপত্রের কয়টি অংশ থাকে?

ফুলের প্রতিটি গর্ভপত্রে তিনটি অংশ থাকে, যথা – গর্ভমুণ্ড, গর্ভদণ্ড ও গর্ভাশয় বা ডিম্বাশয়।

ডিম্বাশয়ের সঙ্গে যুক্ত যে সরু দণ্ডটি গর্ভমুণ্ডকে ধারণ করে তাকে কী বলে?

ডিম্বাশয়ের সঙ্গে যুক্ত যে সরু দণ্ডটি গর্ভমুণ্ডকে ধারণ করে তাকে গর্ভদণ্ড বা স্টাইল বলে।

গর্ভপত্রের মধ্যে ডিম্বক কোথায় থাকে?

গর্ভপত্রের মধ্যে ডিম্বক ডিম্বাশয়ে থাকে।

একটি ক্লীব পুষ্পের উদাহরণ দাও।

একটি ক্লীব পুষ্পের উদাহরণ কচু ফুল।

অটোগ্যামি কী?

একই জীবের দুটি গ্যামেটের মিলন বা স্বনিষেককে অটোগ্যামি বলে। উদ্ভিদের স্বপরাগযোগ হল অটোগ্যামির উদাহরণ।

পরাগযোগের অজৈব বাহকের নাম লেখো।

পরাগযোগের অজৈব বাহকের নাম বায়ু এবং জল।

পরাগযোগের দুটি জৈব বাহকের নাম লেখো।

পরাগযোগের দুটি জৈব বাহকের নাম পতঙ্গ ও পাখি।

একটি বায়ুপরাগী বা অ্যানিমোফিলাস উদ্ভিদের সাধারণ নাম ও বিজ্ঞানসম্মত নাম লেখো।

একটি বায়ুপরাগী উদ্ভিদের সাধারণ নাম হল ধান এবং বিজ্ঞানসম্মত নাম হল Oryza sativa (ওরাইজা স্যাটাইভা)।

গম ও নারকেল গাছের পরাগযোগের বাহকের নাম লেখো।

গম ও নারকেল গাছের পরাগযোগের বাহকের নাম বায়ু।

একটি জলপরাগী বা হাইড্রোফিলাস উদ্ভিদের সাধারণ নাম ও বিজ্ঞানসম্মত নাম লেখো।

একটি জলপরাগী উদ্ভিদের সাধারণ নাম হল পাতাঝাঁঝি এবং বিজ্ঞানসম্মত নাম Hydrilla verticillata (হাইড্রিলা ভার্টিসিলাটা)।

একটি পতঙ্গপরাগী বা এন্টোমোফিলাস উদ্ভিদের সাধারণ নাম ও বিজ্ঞানসম্মত নাম লেখো।

একটি পতঙ্গপরাগী উদ্ভিদের সাধারণ নাম হল আম এবং বিজ্ঞানসম্মত নাম Mangifera indica (ম্যাঙ্গিফেরা ইন্ডিকা)।

জুফিলি কাকে বলে?

কোনো প্রাণী দ্বারা পরাগযোগ ঘটলে সেই পরাগযোগকে জুফিলি বলে। যেমন – শিমুলের পরাগযোগ।

একটি পক্ষীপরাগী বা অরনিথোফিলাস উদ্ভিদের সাধারণ নাম ও বিজ্ঞানসম্মত নাম লেখো।

একটি পক্ষীপরাগী বা অরনিথোফিলাস উদ্ভিদের সাধারণ নাম হল শিমুল ও বিজ্ঞানসম্মত নাম হল Bombax ceiba (বমব্যাক্স সিবা)।

রেণু মাতৃকোশ কোন্ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে পরাগরেণু গঠন করে?

রেণু মাতৃকোশ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে পরাগরেণু গঠন করে।

পুংলিঙ্গধরের প্রথম কোশের নাম কী?

পুংলিঙ্গধরের প্রথম কোশের নাম পরাগরেণু।

পরাগধানীতে অবস্থিত পরাগরেণুর হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে কী কী উৎপন্ন করে?

জেনেরেটিভ বা জনন নিউক্লিয়াস ও একটি নালিকা নিউক্লিয়াস।

পুংজননকোশ এবং স্ত্রীজননকোশের মিলনকে কী বলে?

পুংজননকোশ এবং স্ত্রীজননকোশের মিলনকে নিষেক বা ফার্টিলাইজেশন বলে।

নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত?

নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 2n।

কোনো ভ্রূণস্থলীর প্রতিপাদ কোশে ক্রোমোজোম সংখ্যা n হলে নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত?

কোনো ভ্রূণস্থলীর প্রতিপাদ কোশে ক্রোমোজোম সংখ্যা n হলে নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা 2n।

সস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত?

সস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 3n।

নিষেকের পরে সস্য নিউক্লিয়াস বিভাজিত হয়ে কীসে পরিণত হয়?

নিষেকের পরে সস্য নিউক্লিয়াস বিভাজিত হয়ে সস্যে পরিণত হয়।

জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কী উৎপন্ন করে?

জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ভ্রূণ বা এমব্রায়ো উৎপন্ন করে।

নিষেকের ফলে ডিম্বকত্বক কীসে পরিবর্তিত হয়?

নিষেকের ফলে ডিম্বকত্বক বীজত্বকে পরিবর্তিত হয়।

ফুলের কোন্ দুটি অংশ রূপান্তরিত হয়ে যথাক্রমে ফল ও বীজ সৃষ্টি হয়?

ফুলের ডিম্বাশয় ও ডিম্বক অংশ দুটি রূপান্তরিত হয়ে যথাক্রমে ফল ও বীজ সৃষ্টি করে।

ভ্রূণাক্ষ কী?

ভ্রূণের যে দণ্ডাকার অংশ থেকে ভ্রূণমূল ও ভ্রূণমুকুল গঠিত হয়, তাকে ভ্রুণাক্ষ বলে।

পরাগনালিকা কী?

পরাগরেণু গর্ভমুণ্ডে আবদ্ধ হওয়ার পর তা অঙ্কুরিত হয়ে সৃষ্ট যে নলাকার গঠন দ্বারা পুংগ্যামেট ডিম্বকের মধ্যে পৌঁছোয় তাকে পরাগনালিকা বলে।


আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” অধ্যায়ের ‘সপুষ্পক উদ্ভিদের যৌন জনন‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Bengali Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Bengali Suggestion 2026 – অতিসংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Bengali MCQ Suggestion 2026

Madhyamik Geography Suggestion 2026

Madhyamik Geography Suggestion 2026 – Map Pointing