এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

মাধ্যমিক ভৌতবিজ্ঞান – আলো – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘আলো’ থেকে কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো পরীক্ষায় প্রায়শই আসে। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য সহায়ক হবে।

Table of Contents

মাধ্যমিক ভৌতবিজ্ঞান – আলো – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য ƒ হলে বক্রতা ব্যাসার্ধ হবে –

(A) 2f

(B) f

(C) 3f

(D) \(\frac f2\)

উত্তর – (A) 2f

একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 cm হলে ফোকাস দৈর্ঘ্য –

(A) 20 cm
(B) 15 cm
(C) 10 cm
(D) 40 cm

উত্তর – (C) 10 cm

অবতল দর্পণের মেরু ও মুখ্য ফোকাসের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে –

(A) সৎ, বিবর্ধিত
(B) অসৎ, খর্বকায়
(C) সৎ, খর্বকায়
(D) অসৎ, বিবর্ধিত

উত্তর – (D) অসৎ, বিবর্ধিত

অবতল দর্পণের বক্রতা কেন্দ্র থেকে দূরে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে –

(A) সৎ, বিবর্ধিত
(B) অসৎ, খর্বকায়
(C) সৎ, খর্বকায়
(D) অসৎ, বিবর্ধিত

উত্তর – (C) সৎ, খর্বকায়

অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে –

(A) সৎ, সমান সাইজের
(B) অসৎ, খর্বকায়
(C) সৎ, খর্বকায়
(D) অসৎ, বিবর্ধিত

উত্তর – (A) সৎ, সমান সাইজের

অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব হবে-

(A) সৎ, বিবর্ধিত
(B) অসৎ, খর্বকায়
(C) সৎ, খর্বকায়
(D) অসৎ, বিবর্ধিত

উত্তর – (A) সৎ, বিবর্ধিত

উত্তল দর্পণের সামনে কোনো বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্ব হবে-

(A) অসৎ, বিবর্ধিত
(B) অসৎ, খর্বকায়
(C) অসৎ, সমান সাইজের
(D) সৎ, খর্বকায়

উত্তর – (B) অসৎ, খর্বকায়

গাড়ির ভিউফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয় –

(A) অবতল দর্পণ
(B) সমতল দর্পণ
(C) উত্তল দর্পণ
(D) কোনোটিই নয়

উত্তর – (C) উত্তল দর্পণ

গোলীয় দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষ বলতে বোঝায় –

(A) 10° অপেক্ষা কম
(B) 5° অপেক্ষা কম
(C) 15° অপেক্ষা কম
(D) 20° অপেক্ষা কম

উত্তর – (A) 10° অপেক্ষা কম

5.1 নং চিত্রে উপাক্ষীয় রশ্মি হল –

উপাক্ষীয় রশ্মি-দশম শ্রেণী – ভৌতবিজ্ঞান – আলো

(A) AB
(B) CD
(C) EF
(D) AB, CD, EF

উত্তর – (A) AB

অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত রশ্মি প্রতিফলনের পর –

(A) বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায়
(B) বক্রতা কেন্দ্র থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়
(C) মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়
(D) মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়

উত্তর – (C) মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়

উত্তল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত রশ্মি প্রতিফলনের পর –

(A) বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায়
(B) বক্রতা কেন্দ্র থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়
(C) মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়
(D) মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়

উত্তর – (D) মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়

অবতল দর্পণের মুখ্য ফোকাসগামী রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর –

(A) একই পথে ফিরে যায়
(B) প্রধান অক্ষের সমান্তরালভাবে যায়
(C) বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায়
(D) বক্রতা কেন্দ্র থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়

উত্তর – (B) প্রধান অক্ষের সমান্তরালভাবে যায়

উত্তল দর্পণের মুখ্য ফোকাসের দিকে পরিচালিত রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর –

(A) একই পথে ফিরে যায়
(B) প্রধান অক্ষের সমান্তরালভাবে যায়
(C) বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায়
(D) বক্রতা কেন্দ্র থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়

উত্তর – (B) প্রধান অক্ষের সমান্তরালভাবে যায়

অবতল দর্পণের বক্রতা কেন্দ্রগামী রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর –

(A) একই পথে ফিরে যায়
(B) প্রধান অক্ষের সমান্তরালভাবে যায়
(C) বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায়
(D) বক্রতা কেন্দ্র থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়

উত্তর – (A) একই পথে ফিরে যায়

উত্তল দর্পণের বক্রতা কেন্দ্রের দিকে পরিচালিত রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর –

(A) একই পথে ফিরে যায়
(B) প্রধান অক্ষের সমান্তরালভাবে যায়
(C) বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায়
(D) বক্রতা কেন্দ্র থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়

উত্তর – (A) একই পথে ফিরে যায়

বায়ু থেকে কোনো স্বচ্ছ তরলে আলোর প্রতিসরণে আপতন কোণ 60° ও প্রতিসরণ কোণ 45° হলে চ্যুতিকোণ –

(A) 10°
(B) 30°
(C) 15°
(D) 20°

উত্তর – (C) 15°

আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে –

(A) আলোর গতিবেগ
(B) তরঙ্গদৈর্ঘ্য
(C) কম্পাঙ্ক
(D) কোনোটিই নয়

উত্তর – (C) কম্পাঙ্ক

প্রিজমে আপতন কোণ বাড়াতে থাকলে চ্যুতিকোণ –

(A) বাড়ে
(B) কমে
(C) প্রথমে কমে, পরে বাড়ে
(D) প্রথমে বাড়ে, পরে কমে

উত্তর – (C) প্রথমে কমে, পরে বাড়ে

লেন্সের মুখ্য ফোকাস –

(A) একটি
(B) দুটি
(C) তিনটি
(D) চারটি

উত্তর – (B) দুটি

উত্তল লেন্স কোনো বস্তুর বিবর্ধিত সদ্বিম্ব গঠন করে, যখন বস্তু –

(A) f-এর কম দূরত্বে থাকে
(B) f-এর বেশি কিন্তু 2f-এর কম দূরত্বে থাকে
(C) 2f দূরত্বে থাকে
(D) 2f-এর বেশি দূরত্বে থাকে

উত্তর – (B) f-এর বেশি কিন্তু 2f-এর কম দূরত্বে থাকে

কোনো উত্তল লেন্সে বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্বের মান যথাক্রমে 10 cm ও 20 cm হলে রৈখিক বিবর্ধন –

(A) \(\frac12\)

(B) 2

(C) \(\frac14\)

(D) 4

উত্তর – (B) 2

চোখের যে অংশ সর্বাধিক স্পষ্ট দর্শনের অনুভূতি জাগায় তা হল –

(A) ফোভিয়া সেন্ট্রালিস
(B) অন্ধ বিন্দু
(C) ভিট্রিয়াস হিউমার
(D) আইরিস

উত্তর – (A) ফোভিয়া সেন্ট্রালিস

সুস্থ চোখের নিকট বিন্দুর দূরত্ব প্রায় –

(A) 20 cm
(B) 25 cm
(C) 30 cm
(D) 50 cm

উত্তর – (B) 25 cm

লাল, নীল, সবুজ ও হলুদ আলোর মধ্যে কোনটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি?

(A) লাল
(B) নীল
(C) সবুজ
(D) হলুদ

উত্তর – (B) নীল

লাল, নীল, সবুজ ও হলুদ আলোর মধ্যে কোনটির প্রতিসরাঙ্ক সবচেয়ে কম?

(A) লাল
(B) নীল
(C) সবুজ
(D) হলুদ

উত্তর – (A) লাল

সাধারণভাবে প্রতিসরাঙ্ক বলতে কোন্ বর্ণের আলোর জন্য বোঝায়?

(A) লাল
(B) নীল
(C) সবুজ
(D) হলুদ

উত্তর – (D) হলুদ

নীল কাচের ওপর লাল কাচ রেখে ওপর থেকে দেখলে নীল কাচকে কোন্ রঙের মনে হবে?

(A) নীল
(B) লাল
(C) হলুদ
(D) কালো

উত্তর – (D) কালো

আলোর প্রতিসরণে আপতন কোণের মান কত হলে \(\frac{\sin i}{\sin r}={}_1\mu_2\) সমীকরণটি প্রযোজ্য হয় না?

(A) 90°
(B) 60°
(C) 45°
(D) 0°

উত্তর – (D) 0°

ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণে আপতন কোণ 30° ও প্রতিসরণ কোণ 45° হলে চ্যুতিকোণ –

(A) 10°
(B) 15°
(C) 20°
(D) 30°

উত্তর – (B) 15°

কোনো আলোকরশ্মি বায়ু থেকে কোনো তরলের উপরিতলে 45° কোণে আপতিত হল এবং প্রতিসরণ কোণ হল 30°। ওই তরলের প্রতিসরাঙ্ক –

(A) 2

(B) \(\sqrt2\)

(C) \(1+\sqrt2\)

(D) \(\sqrt2-1\)

উত্তর – (B) \(\sqrt2\)

প্রিজমের কয়টি নির্দিষ্ট অবস্থানের জন্য চ্যুতিকোণ ন্যূনতম হয়?

(A) 2
(B) 3
(C) 1
(D) বলা সম্ভব নয়

উত্তর – (C) 1

প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থানে নীচের কোনটি সত্য?

(A) i1 > i2
(B) r1 > r2
(C) A ≠ 2r1
(D) i1 = i2

উত্তর – (D) i1 = i2

প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থানে নীচের কোনটি সত্য নয়?

(A) i1 = i2
(B) r1 = r2
(C) A = 2r1
(D) i1 = i2

উত্তর – (D) i1 = i2

কোন্ বর্ণের আলোর জন্য প্রিজমের চ্যুতি সর্বোচ্চ?

(A) লাল
(B) হলুদ
(C) সবুজ
(D) বেগুনি

উত্তর – (D) বেগুনি

কোন্ বর্ণের আলোর জন্য প্রিজমের চ্যুতি সর্বনিম্ন?

(A) লাল
(B) হলুদ
(C) সবুজ
(D) বেগুনি

উত্তর – (A) লাল

একটি প্রিজমের i-δ লেখচিত্রটি হল –

প্রিজমের-i-δ-লেখচিত্র-ভৌতবিজ্ঞান

উত্তর –

প্রিজমের-i-δ-লেখচিত্র-ভৌতবিজ্ঞান

তাপমাত্রা বৃদ্ধি পেলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক –

(A) বৃদ্ধি পায়
(B) হ্রাস পায়
(C) প্রথমে বাড়ে, পরে কমে
(D) প্রথমে কমে, পরে বাড়ে

উত্তর – (B) হ্রাস পায়

A প্রতিসারক কোণবিশিষ্ট কোনো প্রিজমে আপতন কোণ i1, নির্গমন কোণ i2 হলে চ্যুতিকোণ হয় δ। ওই একই প্রিজমে আপতন কোণ i2 হলে চ্যুতিকোণ হবে –

(A) \(\frac\delta2\)

(B) \(\frac\delta3\)

(C) δ

(D) 2δ

উত্তর – (C) δ

60° প্রতিসারক কোণবিশিষ্ট একটি প্রিজমে প্রথম প্রতিসারক তলে আলোর প্রতিসরণে প্রতিসরণ কোণ 25° হলে দ্বিতীয় প্রতিসারক তলে আপতন কোণের মান হল –

(A) 35°
(B) 40°
(C) 25°
(D) 15°

উত্তর – (A) 35°

গোলীয় দর্পণের মুখ্য ফোকাস –

(A) একটি
(B) দুটি
(C) তিনটি
(C) চারটি

উত্তর – (A) একটি

অবতলোত্তল লেন্সের –

(A) উত্তল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ অবতল পৃষ্ঠের তুলনায় কম
(B) উত্তল ও অবতল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ সমান
(C) উত্তল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ অবতল পৃষ্ঠের তুলনায় বেশি
(D) একটি পৃষ্ঠ উত্তল ও অপরটি সমতল

উত্তর – (A) উত্তল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ অবতল পৃষ্ঠের তুলনায় কম

উত্তলাবতল লেন্সের –

(A) উত্তল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ অবতল পৃষ্ঠের তুলনায় কম
(B) উত্তল ও অবতল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ সমান
(C) উত্তল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ অবতল পৃষ্ঠের তুলনায় বেশি
(D) একটি পৃষ্ঠ অবতল ও অপরটি সমতল

উত্তর – (C) উত্তল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ অবতল পৃষ্ঠের তুলনায় বেশি

সমতলোত্তল লেন্সের আলোককেন্দ্র –

(A) প্রধান অক্ষ ও সমতল পৃষ্ঠের ছেদবিন্দুতে অবস্থিত
(B) প্রধান অক্ষের ওপর, লেন্সের বাইরে, সমতল পৃষ্ঠের কাছে অবস্থিত
(C) প্রধান অক্ষ ও উত্তল পৃষ্ঠের ছেদবিন্দুতে অবস্থিত
(D) প্রধান অক্ষের ওপর, লেন্সের বাইরে, উত্তল পৃষ্ঠের কাছে অবস্থিত

উত্তর – (C) প্রধান অক্ষ ও উত্তল পৃষ্ঠের ছেদবিন্দুতে অবস্থিত

উত্তল লেন্স কোনো বস্তুর বিবর্ধিত অসদবিম্ব গঠন করে যখন বস্তু দূরত্ব –

(A) f-এর সমান
(B) 2f-এর সমান
(C) f-এর কম
(D) 2f-এর বেশি

উত্তর – (C) f-এর কম

উত্তল লেন্স কোনো বস্তুর খর্বকায় সদবিম্ব গঠন করে যখন বস্তু দূরত্ব –

(A) f-এর বেশি, 2f-এর কম
(B) f-এর কম
(C) 2f-এর সমান
(D) 2f-এর বেশি

উত্তর – (D) 2f-এর বেশি

উত্তল লেন্স কোনো বস্তুর সমান সাইজের সদবিম্ব গঠন করে যখন বস্তু দূরত্ব –

(A) f-এর কম
(B) 2f-এর সমান
(C) 2f-এর বেশি
(D) f-এর বেশি, 2f-এর কম

উত্তর – (B) 2f-এর সমান

উত্তল লেন্স তার সামনে থাকা কোনো বস্তুর যখন অসদবিম্ব গঠন করে তখন বিবর্ধন (m) –

(A) m > 1
(B) m < 1
(C) m = 1
(D) m ≤ 1

উত্তর – (A) m > 1

অবতল লেন্স তার সামনে থাকা কোনো বস্তুর – 

(A) সর্বদা বিবর্ধিত অসদবিম্ব গঠন করে
(B) সর্বদা খর্বকায় অসদবিম্ব গঠন করে
(C) সর্বদা সমান সাইজের অসদবিম্ব গঠন করে
(D) বিবর্ধিত সদবিম্ব গঠন করে

উত্তর – (B) সর্বদা খর্বকায় অসদবিম্ব গঠন করে

কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ভর করে –

(A) শুধুমাত্র আপতিত আলোর বর্ণের ওপর
(B) শুধুমাত্র পারিপার্শ্বিক মাধ্যম সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কের ওপর
(C) শুধুমাত্র লেন্সের দুই গোলীয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধের ওপর
(D) (A), (B) ও (C) সবকটির ওপর

উত্তর – (D) (A), (B) ও (C) সবকটির ওপর

উত্তল লেন্সের সামনে বস্তু f-এর বেশি কিন্তু 2f-এর কম দূরত্বে থাকলে প্রতিবিম্ব দূরত্ব হবে –

(A) অপর পাশে f-এর কম দূরত্বে
(B) অপর পাশে 2f-এর বেশি দূরত্বে
(C) বস্তুর দিকে f-এর বেশি দূরত্বে
(D) অপর পাশে 2f দূরত্বে

উত্তর – (B) অপর পাশে 2f-এর বেশি দূরত্বে

উত্তল লেন্সের সামনে বস্তু 2f-এর বেশি দূরত্বে থাকলে প্রতিবিম্ব দূরত্ব হবে –

(A) অপর পাশে 2f-এর বেশি দূরত্বে
(B) অপর পাশে f-এর বেশি কিন্তু 2f-এর কম দূরত্বে
(C) বস্তুর দিকে f-এর বেশি দূরত্বে
(D) অপর পাশে 2f দূরত্বে

উত্তর – (B) অপর পাশে f-এর বেশি কিন্তু 2f-এর কম দূরত্বে

উত্তল লেন্সের সামনে f-এর কম দূরত্বে বস্তু থাকলে প্রতিবিম্ব দূরত্বের মান –

(A) সর্বদা বস্তু দূরত্বের থেকে কম হয়
(B) বস্তু দূরত্বের কম বা বেশি হতে পারে
(C) সর্বদা বস্তু দূরত্বের চেয়ে বেশি হয়
(D) বস্তু দূরত্বের সমান বা কম হয়

উত্তর – (C) সর্বদা বস্তু দূরত্বের চেয়ে বেশি হয়

অবতল লেন্সের সামনে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব দূরত্ব –

(A) সর্বদা বস্তু দূরত্বের চেয়ে বেশি হবে
(B) সর্বদা বস্তু দূরত্বের চেয়ে কম হবে
(C) বস্তু দূরত্বের বেশি বা সমান হবে
(D) বস্তু দূরত্বের সমান বা কম হবে

উত্তর – (B) সর্বদা বস্তু দূরত্বের চেয়ে কম হবে

সরল ক্যামেরায় আলোকনিরুদ্ধ বাক্সের ভিতরের রং –

(A) সাদা
(B) লাল
(C) হলুদ
(D) কালো

উত্তর – (D) কালো

সরল ক্যামেরায় ডায়াফ্রাম হল লেন্সের পিছনে –

(A) ত্রিভুজাকৃতি ছিদ্র
(B) আয়তাকার ছিদ্র
(C) বর্গাকার ছিদ্র
(D) বৃত্তাকার ছিদ্র

উত্তর – (D) বৃত্তাকার ছিদ্র

চোখের কর্নিয়ার প্রতিসরাঙ্ক প্রায়-

(A) 1
(B) 1.2
(C) 1.33
(D) 1.5

উত্তর – (C) 1.33

চক্ষু লেন্সের প্রতিসরাঙ্ক প্রায় –

(A) 1.1
(B) 1.2
(C) 1.33
(D) 1.45

উত্তর – (D) 1.45

চক্ষু নার্ভগুলি রেটিনার যে অংশে যুক্ত তা হল –

(A) পীত বিন্দু
(B) শ্বেতমণ্ডল
(C) অন্ধ বিন্দু
(D) কর্নিয়া

উত্তর – (C) অন্ধ বিন্দু

দীর্ঘ দৃষ্টি ত্রুটিসম্পন্ন ব্যক্তি ব্যবহার করেন উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের –

(A) উত্তল লেন্সযুক্ত চশমা
(B) অবতল লেন্সযুক্ত চশমা
(C) বেলনাকার চশমা
(D) টরিক লেন্স

উত্তর – (A) উত্তল লেন্সযুক্ত চশমা

হ্রস্ব দৃষ্টি ত্রুটিসম্পন্ন ব্যক্তি ব্যবহার করেন উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের –

(A) উত্তল লেন্সযুক্ত চশমা
(B) অবতল লেন্সযুক্ত চশমা
(C) বেলনাকার চশমা
(D) টরিক লেন্স

উত্তর – (B) অবতল লেন্সযুক্ত চশমা

সাদা আলোর প্রিজমের মধ্য দিয়ে বিচ্ছুরণ হলে পর্দায় সবার ওপরে দেখা যায় –

(A) বেগুনি বর্ণ
(B) লাল বর্ণ
(C) হলুদ বর্ণ
(D) সবুজ বর্ণ

উত্তর – (B) লাল বর্ণ

সাদা আলোর প্রিজমের মধ্য দিয়ে বিচ্ছুরণ হলে পর্দায় সবার নীচে দেখা যায়

(A) বেগুনি বর্ণ
(B) নীল বর্ণ
(C) লাল বর্ণ
(D) কমলা বর্ণ

উত্তর – (A) বেগুনি বর্ণ

আলোর তরঙ্গদৈর্ঘ্য λ এবং কম্পাঙ্ক v হলে শূন্যস্থানে আলোর বেগ (c) –

(A) \(c=\frac v\lambda\)

(B) \(c=\frac\lambda v\)

(C) c = vλ

(D) \(c=\sqrt{v\lambda}\)

উত্তর – (C) c = vλ

6000Å তরঙ্গদৈর্ঘ্যের কোনো আলোকরশ্মি জলে \(\left(\mu_w=\frac43\right)\) প্রবেশ করলে তরঙ্গদৈর্ঘ্য হবে –

(A) 4000Å
(B) 4500Å
(C) 6000Å
(D) 8000Å

উত্তর – (B) 4500Å

\(1.6\times10^{14}Hz\) কম্পাঙ্কের কোনো আলোকরশ্মি জলে \(\left(\mu_w=\frac43\right)\) প্রবেশ করলে তরঙ্গদৈর্ঘ্য হবে –

(A) 1.2 × 1014 Hz
(B) 1.6 × 1014 Hz
(C) 2.3 × 1014 Hz
(D) 1.5 × 1014 Hz

উত্তর – (B) 1.6 × 1014 Hz

নীচের তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে কোনটির তরঙ্গদৈর্ঘ্য বেশি?

(A) অতিবেগুনি রশ্মি
(B) দৃশ্যমান আলো
(C) মাইক্রোতরঙ্গ
(D) X-রশ্মি

উত্তর – (C) মাইক্রোতরঙ্গ

নীচের তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে কোনটির শক্তি সবচেয়ে বেশি?

(A) রেডিয়ো তরঙ্গ
(B) মাইক্রোতরঙ্গ
(C) অবলোহিত তরঙ্গ
(D) দৃশ্যমান আলো

উত্তর – (D) দৃশ্যমান আলো

বিক্ষেপিত আলোর তীব্রতা (I) ও তরঙ্গদৈর্ঘ্যের (λ) মধ্যে সম্পর্ক হল-

(A) I ∝ λ

(B) \(I\propto\frac1{\lambda^2}\)

(C) I ∝ λ4

(D) \(I\propto\frac1{\lambda^4}\)

উত্তর – (D) \(I\propto\frac1{\lambda^4}\)

নীচের আলোগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম?

(A) বেগুনি
(B) নীল
(C) হলুদ
(D) সবুজ

উত্তর – (C) হলুদ

নীচের আলোগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে বেশি?

(A) সবুজ
(B) হলুদ
(C) কমলা
(D) লাল

উত্তর – (A) সবুজ

শূন্যস্থান পূরণ করো

Here are your questions formatted as h3:

1. চকচকে চামচের অবতল পৃষ্ঠ _____ দর্পণের ন্যায় আচরণ করে।

উত্তর – চকচকে চামচের অবতল পৃষ্ঠ অবতল দর্পণের ন্যায় আচরণ করে।

2. চকচকে চামচের উত্তল পৃষ্ঠ _____ দর্পণের ন্যায় আচরণ করে।

উত্তর – চকচকে চামচের উত্তল পৃষ্ঠ উত্তল দর্পণের ন্যায় আচরণ করে।

3. গোলীয় দর্পণে সদবিম্ব দর্পণের _____ গঠিত হয়।

উত্তর – গোলীয় দর্পণে সদবিম্ব দর্পণের সামনে গঠিত হয়।

4. গোলীয় দর্পণে অসদবিম্ব দর্পণের _____ গঠিত হয়।

উত্তর – গোলীয় দর্পণে অসদবিম্ব দর্পণের পিছনে গঠিত হয়।

5. গোলীয় দর্পণের সামনে থাকা কোনো বস্তুর _____ অবশীর্ষ হয়।

উত্তর – গোলীয় দর্পণের সামনে থাকা কোনো বস্তুর সদবিম্ব অবশীর্ষ হয়।

6. গোলীয় দর্পণের সামনে থাকা কোনো বস্তুর _____ সমশীর্ষ হয়।

উত্তর – গোলীয় দর্পণের সামনে থাকা কোনো বস্তুর অসদবিম্ব সমশীর্ষ হয়।

7. গোলীয় দর্পণে বস্তু ও তার প্রতিবিম্ব সর্বদা ফোকাসের _____ পার্শ্বে থাকে।

উত্তর – গোলীয় দর্পণে বস্তু ও তার প্রতিবিম্ব সর্বদা ফোকাসের একই পার্শ্বে থাকে।

8. গোলীয় দর্পণের _____ ফোকাস একটি স্থির বিন্দু।

উত্তর – গোলীয় দর্পণের মুখ্য ফোকাস একটি স্থির বিন্দু।

9. কোনো গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ, ফোকাস দূরত্বের _____।

উত্তর – কোনো গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ, ফোকাস দূরত্বের দ্বিগুণ

10. উত্তল দর্পণ ও অবতল দর্পণের মধ্যে _____ দর্পণ অভিসারী।

উত্তর – উত্তল দর্পণ ও অবতল দর্পণের মধ্যে অবতল দর্পণ অভিসারী।

11. উত্তল দর্পণ ও অবতল দর্পণের মধ্যে _____ দর্পণ অপসারী।

উত্তর – উত্তল দর্পণ ও অবতল দর্পণের মধ্যে উত্তল দর্পণ অপসারী।

12. জলে তির্যকভাবে ডোবানো একটি পেনসিলকে ওপর থেকে দেখলে বাঁকা লাগে আলোর _____ জন্য।

উত্তর – জলে তির্যকভাবে ডোবানো একটি পেনসিলকে ওপর থেকে দেখলে বাঁকা লাগে আলোর প্রতিসরণের জন্য।

13. জল থেকে কাচে প্রবেশ করলে আলোর বেগ _____ যায়।

উত্তর – জল থেকে কাচে প্রবেশ করলে আলোর বেগ কমে যায়।

14. লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আপতন কোণ প্রতিসরণ কোণের তুলনায় _____ হয়।

উত্তর – লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আপতন কোণ প্রতিসরণ কোণের তুলনায় বড়ো হয়।

15. ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে আপতন কোণ প্রতিসরণ কোণের তুলনায় _____ হয়।

উত্তর – ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে আপতন কোণ প্রতিসরণ কোণের তুলনায় ছোটো হয়।

16. দুই মাধ্যমের বিভেদতলে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিসৃত রশ্মির অভিমুখের _____।

উত্তর – দুই মাধ্যমের বিভেদতলে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিসৃত রশ্মির অভিমুখের পরিবর্তন হয় না

17. চোখের _____ স্নায়ুকোশ দ্বারা নির্মিত।

উত্তর – চোখের রেটিনা স্নায়ুকোশ দ্বারা নির্মিত।

18. রেটিনার অন্ধ বিন্দুতে প্রতিবিম্ব _____।

উত্তর – রেটিনার অন্ধ বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয় না

19. _____ -এর কেন্দ্রে থাকে তারারন্দ্র।

উত্তর – আইরিস -এর কেন্দ্রে থাকে তারারন্দ্র।

20. _____ ব্যক্তির নিকট বিন্দু স্বাভাবিকের চেয়ে দূরে অবস্থিত।

উত্তর – দীর্ঘ দৃষ্টিসম্পন্ন ব্যক্তির নিকট বিন্দু স্বাভাবিকের চেয়ে দূরে অবস্থিত।

21. _____ ব্যক্তির দূর বিন্দু স্বাভাবিকের চেয়ে নিকটে অবস্থিত।

উত্তর – হ্রস্ব দৃষ্টিসম্পন্ন ব্যক্তির দূর বিন্দু স্বাভাবিকের চেয়ে নিকটে অবস্থিত।

22. প্রিজম বর্ণ সৃষ্টি _____।

উত্তর – প্রিজম বর্ণ সৃষ্টি করে না

23. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হলুদ আলোর চেয়ে লাল আলোর জন্য _____।

উত্তর – কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হলুদ আলোর চেয়ে লাল আলোর জন্য কম

24. সবুজ পাতায় সূর্যালোক আপতিত হলে _____ আলো ব্যতীত সব আলো পাতা শোষণ করে।

উত্তর – সবুজ পাতায় সূর্যালোক আপতিত হলে সবুজ আলো ব্যতীত সব আলো পাতা শোষণ করে।

25. একটি উত্তল লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য _____।

উত্তর – একটি উত্তল লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়।

26. X-রশ্মির চেয়ে γ-রশ্মির শক্তি _____।

উত্তর – X-রশ্মির চেয়ে γ-রশ্মির শক্তি বেশি

27. রেডিয়ো তরঙ্গের তুলনায় মাইক্রোতরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য _____।

উত্তর – রেডিয়ো তরঙ্গের তুলনায় মাইক্রোতরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য কম

28. কেলাসিত পদার্থের গঠন জানার জন্য ব্যবহৃত হয় _____ রশ্মি।

উত্তর – কেলাসিত পদার্থের গঠন জানার জন্য ব্যবহৃত হয় X-রশ্মি

29. রেডিয়ো থেরাপিতে ক্যানসার কোশ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয় _____ রশ্মি।

উত্তর – রেডিয়ো থেরাপিতে ক্যানসার কোশ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয় γ-রশ্মি

30. চাঁদে সূর্যালোকের বিক্ষেপণ _____।

উত্তর – চাঁদে সূর্যালোকের বিক্ষেপণ হয় না

31. কম তরঙ্গদৈর্ঘ্যের আলোর বিক্ষেপণ _____ হয়।

উত্তর – কম তরঙ্গদৈর্ঘ্যের আলোর বিক্ষেপণ বেশি হয়।

32. বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলোর বিক্ষেপণ _____ হয়।

উত্তর – বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলোর বিক্ষেপণ কম হয়।

33. কোনো মাধ্যমে আলোর বেগ 1.5 × 10^8 m/s হলে প্রতিসরাঙ্ক _____ ।

উত্তর – কোনো মাধ্যমে আলোর বেগ 1.5 × 10^8 m/s হলে প্রতিসরাঙ্ক 2

34. অবতল লেন্স সর্বদা কোনো বস্তুর _____ অসদ্বিম্ব গঠন করে।

উত্তর – অবতল লেন্স সর্বদা কোনো বস্তুর খর্বকায় অসদবিম্ব গঠন করে।

35. ক্যামেরার অভিলক্ষ্য হিসেবে ব্যবহৃত হয় _____ লেন্স।

উত্তর – ক্যামেরার অভিলক্ষ্য হিসেবে ব্যবহৃত হয় উত্তল লেন্স।

দু – একটি শব্দে উত্তর

প্রতিফলক টেলিস্কোপে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?

প্রতিফলক টেলিস্কোপে অবতল দর্পণ ব্যবহৃত হয়।

সমতল, অবতল ও উত্তল দর্পণের মধ্যে কোনটির দৃষ্টিক্ষেত্র সবচেয়ে বেশি?

উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র সবচেয়ে বেশি।

একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত?

একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম।

একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 cm; জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য কত হবে?

জলে নিমজ্জিত করলেও ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে, তাই জলে নিমজ্জিত অবস্থায় অবতল দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে 10 cm।

মোটরগাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়?

মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়।

উত্তল দর্পণ কি সদ বিম্ব গঠন করতে পারে?

উত্তল দর্পণ অসৎ বস্তুর ক্ষেত্রে সদ বিম্ব গঠন করে যখন অসৎ বস্তু দূরত্ব ফোকাস দূরত্ব অপেক্ষা কম হয়।

দন্ত চিকিৎসকের দর্পণ কী প্রকৃতির?

দন্ত চিকিৎসকের দর্পণের প্রকৃতি হল অবতল।

গোলীয় দর্পণের গৌণ ফোকাস কি একটি স্থির বিন্দু?

গোলীয় দর্পণের গৌণ ফোকাস একটি স্থির বিন্দু নয়, ফোকাস তলে অবস্থিত যে-কোনো একটি বিন্দু।

অবতল দর্পণ কখন একটি বস্তুর অসদ্‌বিম্ব গঠন করে?

কোনো বস্তু অবতল দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে থাকলে বস্তুর অসদ্‌বিম্ব গঠন করে।

অবতল দর্পণ কখন একটি বস্তুর সদবিম্ব গঠন করে?

কোনো বস্তু অবতল দর্পণের ফোকাস থেকে দূরে থাকলে বা বস্তু দূরত্ব ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি হলে সদবিম্ব গঠিত হয়।

কোনো অবতল দর্পণের সামনে একটি বস্তু 2f অপেক্ষা বেশি দূরত্বে থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?

প্রতিবিম্ব অবতল দর্পণের সামনে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে গঠিত হবে।

কোনো অবতল দর্পণের সামনে বক্রতা কেন্দ্রে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?

প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই গঠিত হবে।

কোনো অবতল দর্পণের সামনে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?

প্রতিবিম্ব দর্পণের সামনে বক্রতা কেন্দ্র থেকে দূরে বা 2f – এর বেশি দূরত্বে পঠিত হবে।

অবতল দর্পণ যখন তার সামনে থাকা কোনো বস্তুর অসদবিম্ব গঠন করে তা বিবর্ধিত না খর্বকায় হয়?

অবতল দর্পণ যখন তার সামনে থাকা কোনো বস্তুর অসদবিম্ব গঠন করে তা বিবর্ধিত হয়।

উত্তল দর্পণ তার সামনে থাকা বস্তুর কী ধরনের প্রতিবিম্ব গঠন করে সৎ না অসৎ?

উত্তল দর্পণ তার সামনে থাকা কোনো বস্তুর সর্বদা অসদবিম্ব গঠন করে।

উত্তল দর্পণ তার সামনে থাকা বস্তুর যে অসদবিম্ব গঠন করে তা খর্বকায় না বিবর্ধিত?

উত্তল দর্পণ তার সামনে থাকা কোনো বস্তুর যে অসদ্বিম্ব গঠন করে তা খর্বকায়।

ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ বলতে কী বোঝ?

গোলীয় দর্পণের কৌণিক উন্মেষ 10° বা তার কম হলে তাকে ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণ বলা হয়।

অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে না পিছনে অবস্থিত?

অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে অবস্থিত।

উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে না পিছনে অবস্থিত?

উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের পিছনে অবস্থিত।

অবতল দর্পণের মুখ্য ফোকাস প্রতিফলক তলের সামনে না পিছনে অবস্থিত?

অবতল দর্পণের মুখ্য ফোকাস প্রতিফলক তলের সামনে অবস্থিত।

উত্তল দর্পণের মুখ্য ফোকাস প্রতিফলক তলের সামনে না পিছনে অবস্থিত?

উত্তল দর্পণের মুখ্য ফোকাস প্রতিফলক তলের পিছনে অবস্থিত।

কোনো গোলীয় দর্পণের পরিসীমা কী প্রকৃতির?

কোনো গোলীয় দর্পণের পরিসীমা বৃত্তাকার।

কোনো গোলীয় দর্পণের পরিসীমার ব্যাসকে কী বলে?

কোনো গোলীয় দর্পণের পরিসীমার ব্যাসকে রৈখিক উন্মেষ বলা হয়।

কোনো অবতল দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছ আপতিত হলে, প্রতিফলিত রশ্মিগুচ্ছ কীরূপ হয়?

কোনো অবতল দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছও অভিসারী হয়।

কোনো অবতল দর্পণে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে, প্রতিফলিত রশ্মিগুচ্ছ কীরূপ হয়?

কোনো অবতল দর্পণে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ অভিসারী হয়।

কোনো উত্তল দর্পণে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ কীরূপ হয়?

কোনো উত্তল দর্পণে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ অপসারী হয়।

স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কোন্ ধরনের দর্পণ ব্যবহার করা হয়?

স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়।

একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা বস্তুর প্রতিবিম্ব বিবর্ধিত না খর্বকায়?

বস্তুর প্রতিবিম্ব বিবর্ধিত বা খর্বকায় কোনোটিই নয়, সমান সাইজের।

সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত?

সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য অসীম।

অবতল দর্পণে গঠিত কোনো বস্তুর অসদবিম্বের কি পার্শ্ব পরিবর্তন হয়?

হ্যাঁ, অবতল দর্পণে গঠিত কোনো বস্তুর অসবিম্বের পার্শ্ব পরিবর্তন হয়।

কোনো গোলীয় দর্পণে বস্তু ও দর্পণের অবস্থান অপরিবর্তিত রেখে সমগ্র ব্যবস্থাটিকে জলে নিমজ্জিত করলে প্রতিবিম্বের অবস্থানের পরিবর্তন হবে কি?

না, প্রতিবিম্বের অবস্থান অপরিবর্তিত থাকবে।

সোলার কুকারে কোন্ ধরনের দর্পণ ব্যবহৃত হয়?

সোলার কুকারে অবতল দর্পণ ব্যবহৃত হয়।

A ও B দুটি মাধ্যমে আলোর বেগ যথাক্রমে 2 x 108 m/s এবং 2.25 × 108 m/s ; কোনটি লঘুতর মাধ্যম?

A ও B – এর মধ্যে B মাধ্যমে আলোর বেগ বেশি, তাই B হল লঘুতর মাধ্যম।

x ও y দুটি মাধ্যমে আলোর বেগ যথাক্রমে 1.5 x 108 m/s এবং 1.9 × 108 m/s ; কোটি ঘনতর মাধ্যম?

x ও y – এর মধ্যে x মাধ্যমে আলোর বেগ কম, তাই x হল ঘনতর মাধ্যম।

A মাধ্যমে আলোর বেগ 2.5 × 108 m/s ; B হল A – এর সাপেক্ষে লঘুতর মাধ্যম। তাহলে B মাধ্যমে আলোর বেগ কত?

B মাধ্যমে আলোর বেগ V হলে, V > 2.5 x 108 m/s

একটি আলোকরশ্মি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলে অভিলম্বের দিকে বেঁকে যায়। এখান থেকে কী বোঝা যায়?

এখান থেকে বোঝা যায় প্রথম মাধ্যম হল লঘুতর মাধ্যম ও দ্বিতীয় মাধ্যম হল ঘনতর মাধ্যম।

একটি আলোকরশ্মি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করলে অভিলম্ব থেকে দূরের দিকে সরে যায়। এখান থেকে কী বোঝা যায়?

এখান থেকে বোঝা যায় প্রথম মাধ্যম হল ঘনতর মাধ্যম ও দ্বিতীয় মাধ্যম হল লঘুতর মাধ্যম।

কোনো আলোকরশ্মির প্রতিসরণে আপতন কোণ 60° ও প্রতিসরণ কোণ 45° হলে চ্যুতিকোণ কত?

চ্যুতিকোণ = (60°-45°) = 15°

দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে লাল ও নীল বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্ক যথাক্রমে, μrμb হলে কোনটির মান বেশি?

এখানে μb > μr

আলোকরশ্মির প্রতিসরণে আপতন কোণ 0° হলে প্রতিসরণ কোণের মান কত?

আলোকরশ্মির প্রতিসরণে আপতন কোণ 0° হলে প্রতিসরণ কোণও হয় 0°

আয়তাকার কাচের স্ল্যাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে আপতিত রশ্মি ও নির্গম রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত?

এক্ষেত্রে চ্যুতিকোণ 0°

আয়তাকার কাচের স্ল্যাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে আপতিত রশ্মি ও নির্গম রশ্মি কি একই সরলরেখায় থাকে?

না, নির্গম রশ্মির পার্শ্বসরণ হয়।

প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থান কাকে বলে?

প্রিজমকে যে অবস্থানে রাখলে চ্যুতিকোণ ন্যূনতম হয় তাকে প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থান বলা হয়।

প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ কীসের ওপর নির্ভরশীল?

প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ দুটি বিষয়ের ওপর নির্ভরশীল –
1. পারিপার্শ্বিক মাধ্যম সাপেক্ষে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক
2. আপতিত আলোর বর্ণ।

প্রিজমের ভূমির সমান্তরালভাবে আপতিত রশ্মি নির্গত হওয়ার পর কোন দিকে বেঁকে যায়-ভূমির দিকে না শীর্ষকোণের দিকে?

প্রিজমের ভূমির সমান্তরালভাবে আপতিত রশ্মি নির্গত হওয়ার পর ভূমির দিকে বেঁকে যায়।

পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কের চেয়ে বেশি হলে প্রিজমের ভূমির সমান্তরালভাবে আপতিত রশ্মি নির্গত হওয়ার পর কোনদিকে বেঁকে যায়-ভূমির দিকে না শীর্ষকোণের দিকে?

এক্ষেত্রে প্রিজম থেকে নির্গত রশ্মি শীর্ষকোণের দিকে বেঁকে যায়।

কোন্ লেন্স অভিসারী।

উত্তল লেন্স অভিসারী।

কোন্ লেন্স অপসারী?

অবতল লেন্স অপসারী।

কোন্ লেন্সের আলোককেন্দ্র, প্রধান অক্ষ ও উত্তল পৃষ্ঠের ছেদবিন্দুতে অবস্থিত?

একটি সমতলোত্তল লেন্সের আলোককেন্দ্র, প্রধান অক্ষ ও উত্তল পৃষ্ঠের ছেদবিন্দুতে অবস্থিত।

একটি সমতলাবতল লেন্সের আলোককেন্দ্র কোথায় অবস্থিত?

একটি সমতলাবতল লেন্সের আলোককেন্দ্র, প্রধান অক্ষ ও অবতল পৃষ্ঠের ছেদবিন্দুতে অবস্থিত।

কোনো লেন্সের আলোককেন্দ্র কি লেন্সের বাইরে হতে পারে?

হ্যাঁ, কোনো লেন্সের আলোককেন্দ্র লেন্সের বাইরে হতে পারে। উদাহরণ – অবতলোত্তল লেন্স, উত্তলাবতল লেন্স।

কোনো অবতলোত্তল লেন্সের আলোককেন্দ্র কোথায় অবস্থিত?

কোনো অবতলোত্তল লেন্সের আলোককেন্দ্র প্রধান অক্ষের ওপর, লেন্সের বাইরে, উত্তল পৃষ্ঠের কাছে অবস্থিত।

কোনো উত্তলাবতল লেন্সের আলোককেন্দ্র কোথায় অবস্থিত?

কোনো উত্তলাবতল লেন্সের আলোককেন্দ্র প্রধান অক্ষের ওপর, লেন্সের বাইরে, অবতল পৃষ্ঠের কাছে অবস্থিত।

বিবর্ধক কাচ হিসেবে কোন্ ধরনের লেন্স ব্যবহৃত হয়?

বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্স ব্যবহার করা হয়।

একটি লেন্সের পিছনে আঙুল রেখে উলটো দিক দিয়ে দেখলে আঙুলটা ছোটো দেখায়। লেন্সটি কী প্রকৃতির?

লেন্সটি অবতল প্রকৃতির।

একটি লেন্সের পিছনে আঙুল রেখে উলটো দিক দিয়ে দেখলে আঙুলটা বড়ো দেখায়। লেন্সটি কী প্রকৃতির?

লেন্সটি উত্তল প্রকৃতির।

10 cm ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সের সাহায্যে বইয়ের ছোটো ছোটো লেখাগুলোকে পড়ার জন্য লেন্সটিকে কোথায় রাখতে হবে?

লেন্সটিকে বইয়ের 10 cm – এর কম দূরত্বে রাখতে হবে।

ক্যামেরায় বস্তুর সদবিম্ব না অসদ্‌বিম্ব গঠিত হয়?

ক্যামেরায় বস্তুর সদবিম্ব গঠিত হয়।

ক্যামেরায় কীসের সাহায্যে আলোক সম্পাতকাল নিয়ন্ত্রণ করা হয়?

ক্যামেরায় শাটারের সাহায্যে আলোক সম্পাতকাল নিয়ন্ত্রণ করা হয়।

ক্যামেরায় কীসের সাহায্যে আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়?

ক্যামেরায় ডায়াফ্রামের সাহায্যে আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়।

চোখের লেন্স ও রেটিনার মধ্যবর্তী অংশে কী থাকে?

চোখের লেন্স ও রেটিনার মধ্যবর্তী অংশে থাকে ভিট্রিয়াস হিউমার।

যে ছিদ্রের মধ্য দিয়ে চোখে আলো প্রবেশ করে তাকে কী বলে?

তারারন্ধ্রের মধ্য দিয়ে চোখে আলো প্রবেশ করে।

চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়?

চোখের রেটিনায় কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়।

চোখের রেটিনার সঙ্গে কোন্ স্নায়ু যুক্ত থাকে?

চোখের রেটিনার সঙ্গে অপটিক স্নায়ু যুক্ত থাকে।

কত তরঙ্গদৈর্ঘ্যের আলো চোখে দর্শনের অনুভূতি জাগায়?

4000 Å থেকে 8000 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো চোখে দর্শনের অনুভূতি জাগায়।

চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে তাকে কী বলে?

চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে তাকে ছানি পড়া বলে।

মানুষের চোখ করোটির কোন্ গহ্বরে থাকে?

মানুষের চোখ করোটির অক্ষিকোটরে থাকে।

রেটিনার মূল কাজ কী?

রেটিনার মূল কাজ হল বস্তুর প্রতিবিম্ব গঠন করা।

রেটিনার কোন অংশে আলোক সংবেদনশীল কোনো কোশ থাকে না?

অন্ধ বিন্দুতে আলোক সংবেদনশীল কোনো কোশ থাকে না।

রেটিনার যে কোশ বর্ণের অনুভূতি জাগায় তার নাম কী?

রেটিনার কোন কোশ বর্ণের অনুভূতি জাগায়।

দূরের বস্তু দেখার সময় সিলিয়ারি পেশির কীরূপ পরিবর্তন হয়?

দূরের বস্তু দেখার সময় সিলিয়ারি পেশি প্রসারিত হয়।

কাছের বস্তু দেখার সময় সিলিয়ারি পেশির কীরূপ পরিবর্তন হয়?

কাছের বস্তু দেখার সময় সিলিয়ারি পেশি সংকুচিত হয়।

দূরের বস্তু দেখার সময় সাসপেন্সরি লিগামেন্টের কীরূপ পরিবর্তন হয়?

দূরের বস্তু দেখার সময় সাসপেন্সরি লিগামেন্টের সংকোচন হয়।

কাছের বস্তু দেখার সময় সাসপেন্সরি লিগামেন্টের কীরূপ পরিবর্তন হয়?

কাছের বস্তু দেখার সময় সাসপেন্সরি লিগামেন্টের প্রসারণ হয়।

দূরের বস্তু দেখার সময় চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি না কম হয়?

দূরের বস্তু দেখার সময় চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি হয়।

কাছের বস্তু দেখার সময় চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি না কম হয়?

কাছের বস্তু দেখার সময় চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য কম হয়।

শূন্যস্থানে লাল ও নীল বর্ণের বেগ একই না আলাদা?

শূন্যস্থানে সব বর্ণের আলোই একই বেগে যায়।

প্রিজমের একটি প্রতিসারক তলে সাদা আলো আপতিত হলে কোন্ বর্ণের আলোর প্রতিসরণ কোণ সবচেয়ে বেশি হবে?

লাল আলোর প্রতিসরণ কোণ সবচেয়ে বেশি হবে।

প্রিজমের একটি প্রতিসারক তলে সাদা আলো আপতিত হলে কোন্ বর্ণের আলোর প্রতিসরণ কোণ সবচেয়ে কম হবে?

বেগুনি আলোর প্রতিসরণ কোণ সবচেয়ে কম হবে।

শূন্যস্থানে আলোর বেগ কত?

শূন্যস্থানে আলোর বেগ 3 × 108 m/s

তড়িৎচুম্বকীয় বর্ণালির কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম (বা কম্পাঙ্ক সবচেয়ে বেশি)?

তড়িৎচুম্বকীয় বর্ণালির রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম (বা কম্পাঙ্ক সবচেয়ে বেশি)।

তড়িৎচুম্বকীয় বর্ণালির কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি (বা কম্পাঙ্ক সবচেয়ে কম)?

তড়িৎচুম্বকীয় বর্ণালির রেডিয়ো তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি (বা কম্পাঙ্ক সবচেয়ে কম)।

দিনের বেলায় আকাশ নীল দেখায় আলোর কোন্ ধর্মের জন্য?

দিনের বেলায় আকাশ নীল দেখায় আলোর বিক্ষেপণের জন্য।

দৃশ্যমান আলোর মধ্যে কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি?

দৃশ্যমান আলোর মধ্যে বেগুনি বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি।

দৃশ্যমান আলোর মধ্যে কোন্ আলোর বিক্ষেপণ সবচেয়ে কম?

দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম।

বিপদ সংকেত হিসেবে কোন্ বর্ণের আলো ব্যবহৃত হয়?

বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহৃত হয়।

একটি লাল কাচের মধ্য দিয়ে সূর্যকে দেখলে কেমন দেখাবে?

একটি লাল কাচের মধ্য দিয়ে সূর্যকে দেখলে লাল দেখাবে।

মৌলিক বর্ণ কোন্‌গুলি?

লাল, সবুজ ও নীল হল মৌলিক বর্ণ।


আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘আলো’ থেকে কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষা এবং চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রায়শই এগুলো পরীক্ষায় আসে। আশা করি, এই আর্টিকেলটি আপনার জন্য উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, অনুগ্রহ করে টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করুন; আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া, এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যারা এটি উপকারী মনে করতে পারেন। ধন্যবাদ!

Share via:

মন্তব্য করুন