নবম শ্রেণী গণিত – রাশিবিজ্ঞান – কষে দেখি 11.1

Rahul

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) দশম শ্রেণির গণিত পাঠ্যবইয়ের একাদশ অধ্যায় হলো ‘রাশিবিজ্ঞান’। এই পোস্টে ‘কষে দেখি – 11.1‘-এর সমস্ত প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে। আশাকরি, এই নোটসগুলো তোমাদের গণিত পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে।

নবম শ্রেণী গণিত রাশিবিজ্ঞান কষে দেখি 11.1
Contents Show

1. পাড়ায় 40 টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য নীচে লিখেছি।

1, 2, 6, 5, 1, 5, 1, 3, 2, 6, 2, 3, 4, 2, 0,, 4, 4, 3, 2, 2, 0, 0, 1, 2, 2, 4, 3, 2, 1, 0, 5, 1, 2, 4, 3, 4, 1, 6, 2, 2

আমি উপরের তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি যার শ্রেণিগুলি হল – 0-2, 2-4, —- ইত্যাদি। এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে (i) শ্রেণী অন্তর (ii) শ্রেণি দৈর্ঘ্য (iii) শ্রেণি পরিসংখ্যা (iv) শ্রেণি সীমা বলতে কী বুঝি লিখি।

সমাধান –

পরিসংখ্যা বিভাজন ছকটি হল –

শ্রেণি
অন্তর
ট্যালিমার্কশ্রেণি
পরিসংখ্যা
শ্রেণি সীমাশ্রেণি
দৈর্ঘ্য
নিম্নউচ্চ
0-2 |||| |||| |11022
2-4 |||| |||| |||| ||17242
4-6 |||| ||||9462
6-8 |||3682

(i) এক্ষেত্রে বৃস্তিত প্রসার আছে এরকম চলের মানগুলিকে কত গুলি শ্রেণি বা বিভাগে ভাগ করা হয়েছে। এরকম প্রতিটি শ্রেণিকে শ্রেণি অন্তর বলা হয়।
(ii) কোনো শ্রেণির সীমানা দ্বয়ের অন্তর হল ওই শ্রেণির শ্রেণি দৈর্ঘ্য। এক্ষেত্রে শ্রেণি দৈর্ঘ্য হল 2।
(iii) কোনো শ্রেণির অন্তর্গত মানগুলির সংখ্যাকে শ্রেণিটির শ্রেণিপরিসংখ্যা বলা হয়।
(iv) কোনো শ্রেণির চলের প্রান্তস্থ মানদ্বয়কে শ্রেণি সীমা বলা হয়।

2. স্কুলের এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নীচে প্রদত্ত হলঃ

34, 27, 45, 21, 30, 40, 11, 47,, 01, 15, 03, 40, 12, 47, 48, 18, 30, 24, 25, 28, 32, 31, 25, 22, 27, 41, 12, 13, 02, 44, 43, 07, 09, 49, 13, 19, 32, 39, 24, 03

1 -10, 11-20, ——, 41-50 শ্রেণিগুলি নিয়ে নম্বরগুলি একটি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করি।

সমাধান – পরিসংখ্যা বিভাজন ছকটি হল-

শ্রেণিশ্রেণি
পরিসংখ্যা
শ্রেণি সীমাশ্রেণি সীমানাশ্রেণি
মধ্যমান
শ্রেণি
দৈর্ঘ্য
পরিসংখ্যা
ঘনত্ব
নিম্নউচ্চনিম্নউচ্চ
1-10061100.510.55.5100.6
11-2008112010.520.515.5100.8
21-3011213020.530.525.5101.1
31-4007314030.540.535.5100.7
41-5008415040.550.545.5100.8
মোট40

3. একটি ঝুড়িতে কতগুলি কমলালেবু রাখা আছে। এই ঝুড়ি থেকে লক্ষ্যহীনভাবে 40 টি কমলালেবু নিয়ে তাদের ওজন গ্রামে লিখে রাখলাম।

45, 35, 30, 55, 70, 100, 80, 110, 80, 75, 85, 70, 75, 85, 90, 75, 90, 30, 55, 45, 40, 65, 60, 50, 40, 100, 65, 60, 40, 100, 75, 110, 30, 45, 84, 70, 80, 95, 85, 70

এবার আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি।

সমাধান –

প্রসার = (110 – 30) = 80 গ্রাম

যদি প্রাপ্ত তথ্যকে 8 টি বিভাগে ভাগ করা হয়, তবে শ্রেণি দৈর্ঘ্য হয় 80/8 = 10

∴ শ্রেণিগুলি হবে – 30-40, 40-50, 50-60, 60-70, 70-80, 80-90, 90-100, 100-110

ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি হল –

শ্রেণিট্যালি
মার্ক
শ্রেণি
পরিসংখ্যা
ক্রমযৌগিক
পরিসংখ্যা
(ক্ষুদ্রতর
সূচক )
30-40 ||||44
40-50 |||| |610
50-60 |||313
60-70 ||||417
70-80 |||| |||825
80-90 |||| ||732
90-100 |||335
100-110 |||338
110-120 ||240
মোট40

4. মিতালি ও মহিদুল গ্রামের 45 টি বাড়ির এই মাসের ইলেক্ট্রিক বিলের টাকার পরিমাণ নীচে লিখল।

116, 127, 100, 82, 80, 101, 91, 65, 95, 89, 75, 92, 129, 78, 87, 101, 65, 52, 59, 65, 95, 108, 115, 121, 128, 63, 76, 130, 116, 108, 118, 61, 129, 127, 91, 130, 125, 101, 116, 105, 92, 75, 98, 65, 110

আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি।

সমাধান –

প্রসার = 130 – 52 = 78

যদি প্রাপ্ত তথ্যকে 8 টি বিভাগে ভাগ করা হয়, তবে শ্রেণি দৈর্ঘ্য হয় 78/8 = 9.75 ≈ 10

শ্রেণিগুলি হবে – 50-60, 60-70, 70-80, 80-90, 90-100, 100-110, 110-120, 120-130

পরিসংখ্যা বিভাজন তালিকাটি হল –

শ্রেণিট্যালি
মার্ক
শ্রেণি
পরিসংখ্যা
50-60 ||2
60-70 |||| |6
70-80 ||||4
80-90 ||||4
90-100 |||| ||7
100-110 |||| ||7
110-120 |||| |6
120-130 |||| ||7
130-140 ||2
মোট45

5. মারিয়া একটি হাসপাতালের 300 জন রোগীর বয়স নীচের ছকে লিখল।

বয়স (বছরে)10-2020-3030-4040-5050-6060-70
রোগীর সংখ্যা804050704020

আমি উপরের তথ্যের বৃহত্তর –সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি।

সমাধান –

বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা –

শ্রেণি সীমানা বয়স (বছর)বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা
70 অথবা 70 –এর বেশি0
60 অথবা 60 –এর বেশি20
50 অথবা 50 –এর বেশি20 + 40 = 60
40 অথবা 40 –এর বেশি60 + 70 = 130
30 অথবা 30 –এর বেশি130 + 50 = 180
20 অথবা 20 –এর বেশি180 + 40 = 220
10 অথবা 10 –এর বেশি220 + 80 = 300

6. নীচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি।

শ্রেণি10 –এর কম20 –এর কম30–এর কম40 –এর কম50 –এর কম60 –এর কম
ছাত্র ছাত্রীর সংখ্যা172229375060
শ্রেণিশ্রেণি
পরিসংখ্যা
শ্রেণি সীমাশ্রেণি সীমানাশ্রেণি
মধ্যমান
শ্রেণি
দৈর্ঘ্য
পরিসংখ্যা
ঘনত্ব
নিম্নউচ্চনিম্নউচ্চ
0-10170100105101.7
10-2022-17 =51020102015100.5
20-3029-22= 72030203025100.7
30-4037-29=83040304035100.8
40-5050-37=134050405045101.3
50-6060-50=105060506055101.0
মোট60

7. নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি।

প্রাপ্ত নম্বরছাত্রছাত্রীর সংখ্যা
60 –এর বেশি0
50 –এর বেশি16
40 –এর বেশি40
30 –এর বেশি75
20 –এর বেশি87
10 –এর বেশি92
0–এর বেশি100

সমাধান –

শ্রেণিশ্রেণি
পরিসংখ্যা
শ্রেণি সীমাশ্রেণি সীমানাশ্রেণি
মধ্যমান
শ্রেণি
দৈর্ঘ্য
পরিসংখ্যা
ঘনত্ব
নিম্নউচ্চনিম্নউচ্চ
0-10100-92=80100105100.8
10-2092-87 = 51020102015100.5
20-3087-75=122030203025101.2
30-4075-40=353040304035103.5
40-5040-16=244050405045102.4
50-6016 -0 =165060506055101.6
মোট100

8. বহু বিকল্পীয় প্রশ্ন (M.C.Q.)

(i) নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন করে?

(a) দন্ডলেখ
(b) কাঁচা তথ্য
(c) ক্রমযৌগিক পরিসংখ্যা
(d) পরিসংখ্যা বিভাজন

Ans – (a) দন্ডলেখ

(ii) 12, 25, 15, 18, 17, 20, 22, 26, 6, 16, 11, 8, 19, 10, 30, 20, 32 তথ্যের প্রসার

(a) 10
(b) 15
(c) 18
(d) 26

Ans – (d) \(32 – 6 = 26\)

(iii) 1-5, 5-10 শ্রেণির শ্রেণি দৈর্ঘ্য

(a) 4
(b) 5
(c) 18
(d) 26

Ans – (b) \(5.5 – 0.5 = 5\)

(iv) একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণির মধ্যবিন্দু যথাক্রমে 15, 20, 25, 30 …….। যে শ্রেণির মধ্যবিন্দু 20 সেটি হল –

(a) 12.5-17.5
(b) 17.5-22.5
(c) 18.5-21.5
(d) 19.5-20.5

Ans – (b) \(17.5-22.5\)

(v) একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণির মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণির শ্রেণি দৈর্ঘ্য 6; শ্রেণিটির নিম্নসীমা

(a) 6
(b) 7
(c) 8
(d) 12

Ans – (b) \(10 – \frac{6}{2} = 10 – 3 = 7\)

9. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন

(a) একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণির মধ্যবিন্দু m এবং উচ্চশ্রেণি সীমানা u হলে নিম্নশ্রেণি সীমানাটি কত তা নির্ণয় করি।

সমাধান –

ধরি, নিম্নশ্রেণি সীমানাটি হল x

∴ \(\frac{u+x}{2} = m\)

বা, \(u + x = 2m\)

বা, \(x = 2m – u\)

∴ নিম্নশ্রেণি সীমানাটি হল \((2m-u)\)।

(b) একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণির মধ্যবিন্দু 42 এবং শ্রেণি দৈর্ঘ্য 10 হলে শ্রেণিটির উচ্চ সীমা ও নিম্ন সীমা কত তা লিখি।

সমাধান –

ধরি, উচ্চশ্রেণি সীমানা = u এবং নিম্ন শ্রেণি সীমানা = v

বা, \(u + v = 84\) —(i)

এবং \(u – v = 10\) —(ii)

(i) ও (ii) নং সমীকরণ যোগ করে পাই,

\(u + v + u – v = 84 + 10\)

বা, \(2u = 94\)

বা, \(u = \frac{94}{2}\)

বা, \(u = 47\)

(i) নং সমীকরণ থেকে পাই,

\(v = 84 – u\)

বা, \(v = 84 – 47\)

বা, \(v = 37\)

∴ শ্রেণিটির উচ্চশ্রেণি সীমানা 47 এবং নিম্নশ্রেণি সীমানা 37।

(c) উপরের পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রথম শ্রেণির পরিসংখ্যা ঘনত্ব কত?

সমাধান –

প্রথম শ্রেণির নিম্নসীমানা 69.5

প্রথম শ্রেণির উচ্চসীমানা 74.5

শ্রেণি দৈর্ঘ্য \((74.5 – 69.5) = 5\)

∴ প্রথম শ্রেণির পরিসংখ্যা ঘনত্ব \(= \frac{3}{5} = 0.6\)

(d) (c) প্রশ্নের শেষ শ্রেণির আপেক্ষিক পরিসংখ্যা কত তা লিখি।

সমাধান –

বিভাজনটির মোট পরিসংখ্যা = 20

∴ শেষ শ্রেণিটির আপেক্ষিক পরিসংখ্যা \(= \frac{8}{20} = 0.4\)

(e) নীচের উদাহরণগুলিতে কোনগুলি গুণ এবং কোনগুলি চল নির্দেশ করে লিখি।

(i) পরিবারের জনসংখ্যা
(ii) দৈনন্দিন তাপমাত্রা
(iii) শিক্ষাগত মান
(iv) মাসিক আয়
(v) মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড

সমাধান –

গুণগুলি হল – (iii) শিক্ষাগত মান, (v) মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড

চলগুলি হল – (i) পরিবারের জনসংখ্যা, (ii) দৈনন্দিন তাপমাত্রা, (iv) মাসিক আয়।


এই আর্টিকেলে নবম শ্রেণির গণিতের ‘রাশিবিজ্ঞান‘ অধ্যায়ের ‘কষে দেখি – 11.1’-এর সমস্ত গাণিতিক সমস্যার সমাধান তুলে ধরা হয়েছে। আশা করি, এই পোস্টটি আপনাদের বা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।

কোনো প্রশ্ন, মতামত বা সাহায্যের প্রয়োজন হলে নিচে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

নবম শ্রেণী গণিত – লগারিদম – কষে দেখি 21

নবম শ্রেণী গণিত – লগারিদম – কষে দেখি 21

নবম শ্রেণী গণিত - স্থানাঙ্ক জ্যামিতি : ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল - কষে দেখি 20

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল – কষে দেখি 20

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত – কষে দেখি 19

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত – কষে দেখি 19

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী গণিত – লগারিদম – কষে দেখি 21

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল – কষে দেখি 20

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত – কষে দেখি 19

নবম শ্রেণী গণিত – বৃত্তের ক্ষেত্রফল – কষে দেখি 18

নবম শ্রেণী গণিত – সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য – কষে দেখি 17