নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জীববিদ্যা ও মানবকল্যাণ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় ‘জীববিদ্যা ও মানবকল্যাণ’ -এর গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

Contents Show

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো।

জীবের সংক্রমণ প্রতিহত করার ক্ষমতাকে বলে –

  1. প্যথোজেন
  2. ইমিউনোলজি
  3. অনাক্রম্যতা
  4. ভ্যাকসিনেসন

উত্তর – 3. অনাক্রম্যতা

অনাক্রম্যতা তন্ত্রের একক হল –

  1. এরিথ্রোসাইট
  2. থ্রম্বোসাইট
  3. লিম্ফোসাইট
  4. মনোসাইট

উত্তর – 3. লিম্ফোসাইট

দেহে অ্যান্টিবডি তৈরি হয় –

  1. অ্যান্টিজেন প্রবেশের ফলে
  2. হ্যাপটেন প্রবেশের ফলে
  3. ইন্টারফেরন প্রবেশের ফলে
  4. অ্যান্টিটক্সিন প্রবেশের ফলে

উত্তর – 1. অ্যান্টিজেন

অ্যান্টিজেনের প্রকৃতি –

  1. সর্বদা গ্লাইকোলিপিডধর্মী
  2. সর্বদা পলিস্যাকারাইডধর্মী
  3. সর্বদা প্রোটিনধর্মী
  4. সর্বদা গ্লাইকোপ্রোটিন বা স্টেরয়েডধর্মী

উত্তর – 3. সর্বদা প্রোটিনধর্মী

অ্যান্টিবডি যে তন্ত্রের সঙ্গে যুক্ত তা হল –

  1. অনাক্রম্যতন্ত্র
  2. পরিপাকতন্ত্র
  3. শ্বাসতন্ত্র
  4. সংবহনতন্ত্র

উত্তর – 1. অনাক্রম্যতন্ত্র

সব অ্যান্টিবডিই –

  1. অ্যালবুমিন
  2. আলফা গ্লোবিউলিন
  3. গ্লোবিউলিন
  4. ডেল্টা গ্লোবিউলিন

উত্তর – 3. গ্লোবিউলিন

ইমিউনোগ্লোবিউলিন কয়প্রকার? –

  1. 2 প্রকার
  2. 3 প্রকার
  3. 4 প্রকার
  4. 5 প্রকার

উত্তর – 4. 5 প্রকার

অ্যান্টিসিরাম-এ থাকে –

  1. অ্যান্টিজেন
  2. অ্যান্টিবডি
  3. WBC
  4. BP

উত্তর – 2. অ্যান্টিবডি

অ্যালার্জি বিক্রিয়ার জন্য দায়ী –

  1. IgA
  2. IgG
  3. IgM
  4. IgE

উত্তর – 3. IgM

কলোস্ট্রাম বা মাতৃদুগ্ধে যে অ্যান্টিবডি বেশি করে থাকে সেটি হল –

  1. IgA
  2. IgD
  3. IgG
  4. IgM

উত্তর – 1. IgA

অ্যান্টিবডি উৎপাদনকারী কোশ হল –

  1. ফাইব্রোব্লাস্ট
  2. মাস্ট কোশ
  3. প্লাজমা কোশ
  4. হিস্টিওসাইট কোশ

উত্তর – 3. প্লাজমা কোশ

ঘাম, অশ্রু ও লালায় উপস্থিত ইমিউনোগ্লোবিউলিনটি হল –

  1. IgA
  2. IgD
  3. IgG
  4. IgE

উত্তর – 1. IgA

অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হল –

  1. প্রোটিন
  2. গ্লাইকোপ্রোটিন
  3. কার্বোহাইড্রেট
  4. লিপিড

উত্তর – 2. গ্লাইকোপ্রোটিন

নীচের কোন্ তথ্যগুলি সঠিক? –

  1. IgM নামক অ্যান্টিবডি B লিম্ফোসাইট থেকে তৈরি হয়
  2. IgM নামক অ্যান্টিবডি রক্তরসে থাকে
  3. a-অ্যান্টিবডি প্রকৃতপক্ষে IgM প্রকৃতির হয়
  4. সবকটি

উত্তর – 4. সবকটি

অ্যান্টিজেন যুক্ত হয় অ্যান্টিবডির –

  1. এপিটোপ অংশে
  2. ভ্যালেন্স অংশে
  3. ধ্রুবক অংশে
  4. প্যারাটোপ অংশে

উত্তর – 4. প্যারাটোপ অংশে

অ্যান্টিবডি উৎপন্ন করে –

  1. T-লিম্ফোসাইট
  2. নিউট্রোফিল
  3. B-লিম্ফোসাইট
  4. মনোসাইট কোশ

উত্তর – 3. B-লিম্ফোসাইট

রক্তের কোন্ অ্যান্টিবডি পেন্টামার? –

  1. IgA
  2. IgM
  3. IgE
  4. IgG

উত্তর – 2. IgM

অ্যান্টিবডির যে অংশ অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয় –

  1. V
  2. C
  3. H
  4. CH-1 রিজিয়ন

উত্তর – 1. V

সিরামে ___ ইমিউনোগ্লোবিউলিন থাকে বেশি পরিমাণে –

  1. IgA
  2. IgD
  3. IgG
  4. IgM

উত্তর – 4. IgM

অ্যান্টিবডির ‘L’ শৃঙ্খলে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কত? –

  1. 100টি
  2. 200টি
  3. 400টি
  4. 300টি

উত্তর – 2. 200টি

ভ্যাকসিনেশন বা টিকাকরণ প্রদান হল প্রাকৃতিক –

  1. অনাক্রম্যতা
  2. সক্রিয় অনাক্রম্যতা
  3. নিষ্ক্রিয় অনাক্রম্যতা
  4. সবকটি

উত্তর – 2. সক্রিয় অনাক্রম্যতা

সহজাত অনাক্রম্যতার সঙ্গে যুক্ত হল –

  1. T-lymphocyte
  2. যকৃতের কুফার কোশ
  3. গবলেট কোশ
  4. B-lymphocyte

উত্তর – 4. B-lymphocyte

প্রদাহ সৃষ্টি করে অনাক্রম্যতা সৃষ্টি করে –

  1. লাইসোজাইম
  2. ব্রাডিকাইনিন
  3. হিস্টামিন
  4. হেপারিন

উত্তর – 3. হিস্টামিন

রসনির্ভর অনাক্রম্যতার জন্য দায়ী –

  1. T-lymphocyte
  2. NK কোশ
  3. CD কোশ
  4. প্লাজমা কোশ

উত্তর – 4. প্লাজমা কোশ

T লিম্ফোসাইট ‘T’ কথাটি কাকে সূচিত করে? –

  1. থাইমাস
  2. থাইরয়েড
  3. থ্যালামাস
  4. টনসিল

উত্তর – 1. থাইমাস

ভ্যাকসিন প্রথম কোন্ রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল? –

  1. হাম
  2. জলবসন্ত
  3. যক্ষ্মা
  4. গুটিবসন্ত

উত্তর – 4. গুটিবসন্ত

বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন –

  1. পাস্তুর
  2. জেনার
  3. লিন্ডেম্যান
  4. হার্ভে

উত্তর – 2. জেনার

টক্সয়েড থেকে প্রস্তুত টিকা হল –

  1. হাম
  2. পোলিয়ো
  3. টিটেনাস
  4. যক্ষ্মা

উত্তর – 3. টিটেনাস

টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় না –

  1. কলেরা
  2. যক্ষ্মা
  3. হাম
  4. ম্যালেরিয়া

উত্তর – 4. ম্যালেরিয়া

ভাইরাল ভ্যাকসিন দ্বারা প্রতিরোধ করা যায় –

  1. যক্ষ্মা
  2. হাম
  3. ডিপথেরিয়া
  4. নিউমোনিয়া

উত্তর – 2. হাম

জাতীয় টিকাকরণ কর্মসূচিতে জন্মের সময় শিশুকে যে সকল রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দেওয়া হয় তার একটি হল –

  1. পোলিয়ো
  2. টাইফয়েড
  3. AIDS
  4. হেপাটাইটিস

উত্তর – 1. পোলিয়ো

পোলিয়ো রোগের প্রতিষেধক –

  1. TT
  2. DPT
  3. OPV
  4. MMR

উত্তর – 3. OPV

পোলিয়ো ভ্যাকসিন (সক টাইপ) টিকা প্রস্তুত করা হয় কী থেকে? –

  1. সজীব কিন্তু নিষ্ক্রিয় ভাইরাসের থেকে
  2. সজীব কিন্তু নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া থেকে
  3. মৃত ভাইরাস থেকে
  4. মৃত ব্যাকটেরিয়া থেকে

উত্তর – 1. সজীব কিন্তু নিষ্ক্রিয় ভাইরাসের থেকে

হুপিং কাশির ভ্যাকসিনটি হল –

  1. BCG
  2. OPV
  3. DPT
  4. MMR

উত্তর – 3. DPT

যক্ষ্মা রোগে কোন্ ভ্যাকসিন দেওয়া হয়? –

  1. TT
  2. BCG
  3. HBV
  4. DPT

উত্তর – 2. BCG

নীচের কোন্ টিকাটি প্রশমিত পূর্ণ জীবাণু টিকা –

  1. DPT
  2. BCG
  3. হেপাটাইটিস B
  4. জলাতঙ্কের টিকা

উত্তর – 4. জলাতঙ্কের টিকা

জন্মের পরেই মানবশিশুকে যে টিকা দেওয়া উচিত তা হল –

  1. DPT
  2. BCG
  3. TT
  4. TABC

উত্তর – 2. BCG

মাম্পস রোগের জীবাণু আক্রমণ করে –

  1. প্যারোটিড গ্রন্থিতে
  2. সাবম্যান্ডিবুলার গ্রন্থিতে
  3. সাবলিঙ্গুয়াল গ্রন্থিতে
  4. সবকটিতেই

উত্তর – 1. প্যারোটিড গ্রন্থিতে

ডায়ারিয়া একটি –

  1. প্রোটোজোয়া
  2. ব্যাকটেরিয়া
  3. ছত্রাক
  4. ভাইরাস ঘটিত রোগ

উত্তর – 2. ব্যাকটেরিয়া

ম্যালেরিয়া রোগের সংক্রমণকারী জীব হল –

  1. ক্লসট্রিডিয়াম টিট্যানি
  2. ভিব্রিও কলেরি
  3. রাইনোভাইরাস
  4. প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স

উত্তর – 4. প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স

ম্যালেরিয়া একটি ___ ঘটিত রোগ –

  1. ভাইরাস
  2. ছত্রাক
  3. ব্যাকটেরিয়া
  4. আদ্যপ্রাণী

উত্তর – 4. আদ্যপ্রাণী 

ম্যালিগন্যান্ট রোগ সৃষ্টিকারী অণুজীবটি হল –

  1. প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স
  2. প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম
  3. প্লাসমোডিয়াম ম্যালেরি
  4. প্লাসমোডিয়াম ওভেল

উত্তর – 2. প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম

লোহিত রক্তকণিকা ধ্বংস করে –

  1. ফাইলেরিয়া -এর রোগজীবাণু
  2. নিউমোনিয়া -এর রোগজীবাণু
  3. ডিপথেরিয়া -এর রোগজীবাণু
  4. ম্যালেরিয়া -এর রোগজীবাণু

উত্তর – 4. ম্যালেরিয়া -এর রোগজীবাণু

ডিপথেরিয়া একটি –

  1. আদ্যপ্রাণীঘটিত
  2. ব্যাকটেরিয়াঘটিত
  3. ভাইরাস ঘটিত
  4. ছত্রাক ঘটিত রোগ

উত্তর – 2. ব্যাকটেরিয়াঘটিত

নিউমোনিয়া হল একপ্রকার –

  1. ভাইরাসঘটিত রোগ
  2. ছত্রাকঘটিত রোগ
  3. ব্যাকটেরিয়াঘটিত রোগ
  4. প্রোটোজোয়া ঘটিত রোগ

উত্তর – 3. ব্যাকটেরিয়াঘটিত রোগ

কোন্ রোগে ফুসফুস আক্রান্ত হয়? –

  1. ডেঙ্গু
  2. হেপাটাইটিস
  3. টিটেনাস
  4. নিউমোনিয়া

উত্তর – 4. নিউমোনিয়া

আমার আক্রমণে মানুষের টনসিল ফুলে গলা ব্যাথা হয়, খাবার গিলতে কষ্ট হয়। আমি যে রোগ সৃষ্টি করি তার নাম হল –

  1. টিটেনাস
  2. ডিপথেরিয়া
  3. ম্যালেরিয়া
  4. হেপাটাইটিস

উত্তর – 2. ডিপথেরিয়া

‘Lock-jaw’ লক্ষণ কোন্ রোগে দেখা যায়? –

  1. ম্যালেরিয়া
  2. ডিপথেরিয়া
  3. কালাজ্বর
  4. টিটেনাস

উত্তর – 4. টিটেনাস

‘Lock-jaw’ রোগ হয় –

  1. ব্যাকটেরিয়া দ্বারা
  2. ভাইরাস দ্বারা
  3. ছত্রাক দ্বারা
  4. আদ্যপ্রাণী দ্বারা

উত্তর – 1. ব্যাকটেরিয়া দ্বারা

ব্রেকবোন রোগ হল –

  1. ডেঙ্গু
  2. হুপিং কাশি
  3. রিকেট
  4. নিউমোনিয়া

উত্তর – 1. ডেঙ্গু

স্ত্রী এডিস মশা দ্বারা বাহিত রোগ কোনটি? –

  1. ম্যালেরিয়া
  2. হেপাটাইটিস
  3. যক্ষ্মা
  4. ডেঙ্গু

উত্তর – 4. ডেঙ্গু

ELISA Rapid টেস্টে কোন্ রোগটিকে শনাক্ত করা সম্ভব? –

  1. ডিপথেরিয়া
  2. টিটেনাস
  3. ডেঙ্গু
  4. AIDS

উত্তর – 3. ডেঙ্গু

প্লেটলেট বা থ্রম্বোসাইটের সংখ্যা কমে যায় –

  1. ম্যালেরিয়াতে
  2. যক্ষ্মাতে
  3. ডেঙ্গুতে
  4. ডিপথেরিয়াতে

উত্তর – 3. ডেঙ্গুতে

কোনটি ভাইরাসঘটিত রোগ? –

  1. ম্যালেরিয়া
  2. ডায়ারিয়া
  3. ডিপথেরিয়া
  4. হেপাটাইটিস

উত্তর – 4. হেপাটাইটিস

রক্ত সঞ্চারণের সময় সংক্রামিত হতে পারে এমন রোগ হল –

  1. হেপাটাইটিস
  2. কলেরা
  3. টাইফয়েড
  4. পোলিয়ো

উত্তর – 1. হেপাটাইটিস

নীচের কোন্ রোগ দুটির সংক্রমণ ভেক্টর দ্বারা ঘটে না? –

  1. নিউমোনিয়া, হেপাটাইটিস B
  2. ম্যালেরিয়া, ফাইলেরিয়া
  3. ডেঙ্গি, ম্যালেরিয়া
  4. ডেঙ্গি, কালাজ্বর

উত্তর – 1. নিউমোনিয়া, হেপাটাইটিস B

যে অপকারী ভাইরাস দূষিত জলের মাধ্যমে সংক্রামিত হয় তা হল –

  1. HIV
  2. হাম ভাইরাস
  3. ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
  4. হেপাটাইটিস-A ভাইরাস

উত্তর – 4. হেপাটাইটিস A-ভাইরাস

রক্তের মাধ্যমে সংক্রামিত হয় এমন একটি ভাইরাস ঘটিত রোগ হল –

  1. AIDS
  2. পোলিয়ো
  3. কলেরা
  4. যক্ষ্মা

উত্তর – 1. AIDS

রক্তের মাধ্যমে বাহিত হয় না –

  1. AIDS রোগটি
  2. হেপাটাইটিস রোগটি
  3. ম্যালেরিয়া রোগটি
  4. ইনফ্লুয়েঞ্জা রোগটি

উত্তর – 4. ইনফ্লুয়েঞ্জা রোগটি

প্রদত্ত উল্লিখিত কোন্ রোগ হলে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায়? –

  1. ডিপথেরিয়া
  2. AIDS
  3. ডায়ারিয়া
  4. ম্যালেরিয়া

উত্তর – 2. AIDS

HIV কোশকে নষ্ট করে –

  1. RBC
  2. নিউট্রোফিল
  3. লিম্ফোসাইট
  4. ইওসিনোফিল

উত্তর – 3. লিম্ফোসাইট

Wash programme শুরু হয়েছিল যে সংস্থার দ্বারা তা হল –

  1. UNICEF
  2. UNESCO
  3. UV
  4. USA

উত্তর – 1. UNICEF

জিওলিন ব্যবহার করা হয় –

  1. কাপড় ধৌতকরণে
  2. হাত ধোয়াতে
  3. জল শোধনে
  4. হাসপাতালের চারপাশে

উত্তর – 3. জল শোধনে

হেলিকোভারপা আর্মিগেরা নামক পতঙ্গের লার্ভা দমনে ব্যবহৃত হয় –

  1. TMV
  2. NPV
  3. BMV
  4. CMV

উত্তর – 2. NPV

শিম্ব গোত্রীয় উদ্ভিদরা রাইজোবিয়াম দ্বারা যে মৌল সংগ্রহ করে –

  1. কার্বন
  2. হাইড্রোজেন
  3. অক্সিজেন
  4. নাইট্রোজেন

উত্তর – 4. নাইট্রোজেন

কোনটি অণুজীব হিসেবে ব্যবহৃত হয়? –

  1. ছত্রাক
  2. নীলাভ-সবুজ শৈবাল
  3. ব্যাকটেরিয়া
  4. সবকটি

উত্তর – 4. সবকটি

ধান চাষে অণুজীব সার হিসেবে ব্যবহার করা হয় –

  1. অ্যানাবিনা
  2. অ্যাজোলি
  3. রোডোস্পাইরিলাম
  4. রাইবোজিয়াম

উত্তর – 1. অ্যানাবিনা

কোনটি অণুজীব সার নয়? –

  1. ব্যাকটেরিয়া
  2. সায়ানোব্যাকটেরিয়া
  3. সাইকাস
  4. মাইকোরাইজা

উত্তর – 3. সাইকাস

নস্টক হল একপ্রকার –

  1. প্রোটোজোয়া
  2. ভাইরাস
  3. ছত্রাক
  4. সায়ানোব্যাকটেরিয়া

উত্তর – 4. সায়ানোব্যাকটেরিয়া

অণুজীব সাররূপে ব্যবহৃত হয় –

  1. রাইজোবিয়াম
  2. প্লাসমোডিয়াম
  3. কেঁচো
  4. কম্পোস্ট সার

উত্তর – 1. রাইজোবিয়াম

VAM যে ধরনের জীব তা হল –

  1. এন্ডোমাইকোরাইজা
  2. সায়ানোব্যাকটেকিয়া
  3. এক্টোমাইকোরাইজা
  4. ভাইরাস

উত্তর – 3. এন্ডোমাইকোরাইজা

পাইনগাছে ভেসিকুলার আর্বাসকুলার মাইকোরাইজা (VAM) গঠন করে –

  1. রাইজোপাস
  2. মিউকর
  3. গ্লোমাস
  4. অ্যাগারিকাস

উত্তর – 3. গ্লোমাস

এক্টোমাইকোরাইজা থাকে –

  1. অর্কিড মূলে
  2. পাইন মূলে
  3. ধানগাছের মূলে
  4. ছোলাগাছের মূলে

উত্তর – 2. পাইন মূলে

শূন্যস্থান পূরণ করো।

যে প্রকার অনাক্রম্যতা জন্মসূত্রে পাওয়া যায়, তাকে ___ অনাক্রম্যতা বলে।

উত্তর – যে প্রকার অনাক্রম্যতা জন্মসূত্রে পাওয়া যায়, তাকে সহজাত অনাক্রম্যতা বলে।

বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে ___ সৃষ্টি হয়।

উত্তর – বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয়।

রসভিত্তিক অনাক্রম্যতা সৃষ্টি করে ___।

উত্তর – রসভিত্তিক অনাক্রম্যতা সৃষ্টি করে B-লিম্ফোসাইট

___ উৎসেচক বাহ্যিক অনাক্রম্যতা দান করে।

উত্তর – লাইসোজাইম উৎসেচক বাহ্যিক অনাক্রম্যতা দান করে।

শ্বেত রক্তকণিকা ___ পদ্ধতিতে রোগজীবাণু ধ্বংস করে।

উত্তর – শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগজীবাণু ধ্বংস করে।

অ্যান্টিজেনের প্রভাবে ___ ব্লাস্ট কোশে পরিণত হয়।

উত্তর – অ্যান্টিজেনের প্রভাবে B-লিম্ফোসাইট কোশ ব্লাস্ট কোশে পরিণত হয়।

কোশভিত্তিক অনাক্রম্যতা গঠনে সাহায্যকারী শ্বেত রক্তকণিকা হল ___।

উত্তর – কোশভিত্তিক অনাক্রম্যতা গঠনে সাহায্যকারী শ্বেত রক্তকণিকা হল T-লিম্ফোসাইট

অ্যান্টিভেনাস ___ সমৃদ্ধ হয়।

উত্তর – অ্যান্টিভেনাস অ্যান্টিবডি সমৃদ্ধ হয়।

অ্যান্টিবডি ___ আকৃতির।

উত্তর – অ্যান্টিবডি Y আকৃতির।

স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে অবস্থিত ___ অ্যান্টিজেন হল এন্ডোজেনাস অ্যান্টিজেন।

উত্তর – স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন অ্যান্টিজেন হল এন্ডোজেনাস অ্যান্টিজেন।

___ রোগের আক্রমণ থেকে প্রতিকার পাওয়ার জন্য DPT টিকা নেওয়া হয়।

উত্তর – ডিপথেরিয়া, হুপিংকাশি, টিটেনাস রোগের আক্রমণ থেকে প্রতিকার পাওয়ার জন্য DPT টিকা নেওয়া হয়।

ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম ___।

উত্তর – ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি

ORS পান করতে হয় ___ রোগে।

উত্তর – ORS পান করতে ডায়ারিয়া রোগে।

ডায়ারিয়া ___ বাহিত রোগ।

উত্তর – ডায়ারিয়া জল বাহিত রোগ।

BCG টিকাকরণ দ্বারা ___ রোগ প্রতিরোধ করা হয়।

উত্তর – BCG টিকাকরণ দ্বারা যক্ষ্মা রোগ প্রতিরোধ করা হয়।

পেশির খিঁচুনি ও যন্ত্রণাদায়ক পেশি সংকোচন ___ রোগের উপসর্গ।

উত্তর – পেশির খিঁচুনি ও যন্ত্রণাদায়ক পেশি সংকোচন টিটেনাস রোগের উপসর্গ।

HIV ___ রোগের ভাইরাস।

উত্তর – HIV AIDS রোগের ভাইরাস।

পতঙ্গের জৈবিক নিয়ন্ত্রণে ___ ভাইরাস ব্যবহৃত হয়।

উত্তর – পতঙ্গের জৈবিক নিয়ন্ত্রণে নিউক্লিওপলিহেড্রোসিস ভাইরাস ব্যবহৃত হয়।

অ্যানাবিনা একপ্রকার মিথোজীবী ___।

উত্তর – অ্যানাবিনা একপ্রকার মিথোজীবী সায়ানোব্যাকটেরিয়া

শিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে ___ ব্যাকটেরিয়া থাকে।

উত্তর – শিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে।

পেনিসিলিন এক প্রকার ___।

উত্তর – পেনিসিলিন এক প্রকার অ্যান্টিবায়োটিক

দেহের ক্ষতস্থান ধৌতকরণে ব্যবহৃত মৃদু (mild) রাসায়নিক পদার্থটি হল ___।

উত্তর – দেহের ক্ষতস্থান ধৌতকরণে ব্যবহৃত মৃদু (mild) রাসায়নিক পদার্থটি হল অ্যান্টিসেপটিক

ঠিক বা ভুল নির্বাচন করো।

রোগজীবাণু বা জীবাণু উপাংশ বা টক্সিন হল একপ্রকার অ্যান্টিবডি।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – অ্যান্টিজেন

মায়ের দেহ থেকে গর্ভস্থ ভ্রূণ সহজাত অনাক্রম্যতা পায়।

উত্তর – ঠিক [✓]

অ্যান্টিবডি লালারসে উপস্থিত থাকে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – রক্তরসে

প্রকৃতপক্ষে ইমিউনোগ্লোবিউলিন হল রাসায়নিকভাবে শর্কর

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – প্রোটিন

প্রতিটি অ্যান্টিজেনে 4টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – অ্যান্টিবডিতে

ভ্যাকসিন কথাটি ল্যাটিন শব্দ ‘Vacca’ থেকে এসেছে।

উত্তর – ঠিক [✓]

ভ্যাকসিন হল একপ্রকারের অ্যান্টিবডি।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – জীবাণুর দুর্বল কালচার

BCG হল ডিপথেরিয়া রোগের ভ্যাকসিন।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – যক্ষ্মা

যক্ষ্মা রোগের জীবাণুটি এক ধরনের ভাইরাস।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ব্যাকটেরিয়া

এইডস একটি ভাইরাসঘটিত রোগ।

উত্তর – ঠিক [✓]

কলেরা জলবাহিত রোগ।

উত্তর – ঠিক [✓]

হাড়ভাঙা জ্বর একপ্রকার ভাইরাসঘটিত রোগ।

উত্তর – ঠিক [✓]

MMR ভ্যাকসিনটি মাম্পস, রুবেলা ও মিজেলস -এর বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে।

উত্তর – ঠিক [✓]

হেপাটাইটিস B যকৃতে ক্যানসার সৃষ্টি করে।

উত্তর – ঠিক [✓]

সাবান একপ্রকার অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – অ্যান্টিসেপটিক

জৈবিক নিয়ন্ত্রণের জন্য তেলাপিয়া ব্যবহার করা হয়।

উত্তর – ঠিক [✓]

অণুজীব সার জমিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে।

উত্তর – ঠিক [✓]

অ্যাজোটোব্যাকটর একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া।

উত্তর – ঠিক [✓]

দু-একটি শব্দে উত্তর দাও।

অনাক্রম্যতা সংক্রান্ত পঠনপাঠনকে কী বলে?

অনাক্রম্যতা সংক্রান্ত পঠনপাঠনকে অনাক্রম্যতা বিদ্যা বলে।

অ্যান্টিজেন যে ক্ষমতাবলে অ্যান্টিবডি উৎপাদনে উদ্দীপনা জোগায় তাকে কী বলে?

অ্যান্টিজেন যে ক্ষমতাবলে অ্যান্টিবডি উৎপাদনে উদ্দীপনা জোগায় তাকে অ্যান্টিজেনেসিটি বলে।

অ্যান্টিজেন নিষ্ক্রিয়কারী প্রোটিনধর্মী পদার্থকে কী বলা হয়?

অ্যান্টিজেন নিষ্ক্রিয়কারী প্রোটিনধর্মী পদার্থকে অ্যান্টিবডি বলা হয়।

অ্যান্টিবডি কোন্ প্রোটিন শ্রেণির অন্তর্গত?

অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন (Ig) প্রোটিন শ্রেণির অন্তর্গত।

অ্যান্টিজেনের যে অংশের সঙ্গে অ্যান্টিবডি যুক্ত হয় সেই অংশকে কী বলে?

অ্যান্টিজেনের যে অংশের সঙ্গে অ্যান্টিবডি যুক্ত হয় সেই অংশকে এপিটোপ বলে।

কোন্ প্রকার অ্যান্টিবডির গঠন ডাইমার প্রকৃতির হয়?

IgA অ্যান্টিবডির গঠন ডাইমার প্রকৃতির হয়।

কোন্ প্রকার অ্যান্টিবডি ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সক্ষম?

IgG অ্যান্টিবডি ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সক্ষম।

অ্যান্টিবডির চেন দুটি কী দিয়ে সংলগ্ন থাকে?

অ্যান্টিবডির চেন দুটি ডাই সালফাইড বন্ধনী দিয়ে সংলগ্ন থাকে।

প্রাথমিক অনাক্রম্য সাড়ায় কোন্ প্রকার অ্যান্টিবডি সৃষ্টি হয়?

প্রাথমিক অনাক্রম্য সাড়ায় IgG অ্যান্টিবডি সৃষ্টি হয়।

ভ্রূণের দেহে প্রথম সংশ্লেষিত অ্যান্টিবডির নাম লেখো।

ভ্রূণের দেহে প্রথম সংশ্লেষিত অ্যান্টিবডির নাম হল IgG।

Immunology -এর জনক কে?

Immunology -এর জনক হলেন এডওয়ার্ড জেনার।

অনাক্রম্যতায় অংশ নেয় এমন একটি উৎসেচকের উদাহরণ দাও।

অনাক্রম্যতায় অংশ নেয় এমন একটি উৎসেচকের উদাহরণ হল লাইসোজাইম।

ভাইরাস আক্রান্ত কোশ থেকে ভাইরাস প্রতিরোধী যে পদার্থ ক্ষরিত হয় তাকে কী বলে?

ভাইরাস আক্রান্ত কোশ থেকে ভাইরাস প্রতিরোধী যে পদার্থ ক্ষরিত হয় তাকে ইন্টারফেরন বলে।

অ্যান্টিবডিযুক্ত সিরামকে কী বলে?

অ্যান্টিবডিযুক্ত সিরামকে অ্যান্টিসিরাম বলে।

কোন্ কোশ সক্রিয়ভাবে অ্যান্টিবডি উৎপাদন করে?

প্লাজমা কোশ সক্রিয়ভাবে অ্যান্টিবডি উৎপাদন করে।

নবজাতকের দেহ থেকে থাইমাস গ্রন্থির অপসারণ ঘটালে কোন্ কোশের উৎপাদন ব্যাহত হবে?

নবজাতকের দেহ থেকে থাইমাস গ্রন্থির অপসারণ ঘটালে T-লিম্ফোসাইট কোশের উৎপাদন ব্যাহত হবে।

একটি মিশ্র টিকার উদাহরণ দাও।

একটি মিশ্র টিকার উদাহরণ হল DPT (ডিপথেরিয়া, পারটুসিস ও টিটেনাস)।

একটি মৌখিক টিকা বা Oral Vaccine-এর নাম লেখো।

একটি মৌখিক টিকা বা Oral Vaccine -এর নাম হল OPV (মৌখিক পোলিও টিকা)।

টিউবারকিউলোসিস রোগের টিকার নাম লেখো।

টিউবারকিউলোসিস রোগের টিকার নাম হল BCG টিকা।

যক্ষ্মা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লেখো।

যক্ষ্মা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম হল মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস (Mycobacterium tuberculosis)।

মানবদেহে ফুসফুস আক্রমণকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো।

মানবদেহে ফুসফুস আক্রমণকারী একটি ব্যাকটেরিয়ার নাম হল ডিপ্লোকক্কাস নিউমোনি (Diplococcus pneumoniae)।

নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লেখো।

নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম ডিপ্লোকক্কাস নিউমোনি (Diplococcus pneumoniae)।

টিটেনাস সংক্রমণকারী জীবাণুর নাম লেখো।

টিটেনাস সংক্রমণকারী জীবাণুর নাম টিটেনাস সংক্রমণকারী জীবাণুর নাম হল ক্লসট্রিডিয়াম টিট্যানি (Clostridium tetani)।

সায়ানোসিস (ত্বকের রং নীল) কোন্ রোগের উপসর্গ?

সায়ানোসিস (ত্বকের রং নীল) ডিপথেরিয়া রোগের উপসর্গ।

ডিপথেরিয়া ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য নিউট্রোফিল কোন্ পদার্থ ক্ষরণ করে?

ডিপথেরিয়া ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য নিউট্রোফিল সাইটোকাইনস্ পদার্থ ক্ষরণ করে।

ম্যালেরিয়া রোগজীবাণুর কোন্ দশাটি মানুষের দেহে সংক্রামিত হয়?

ম্যালেরিয়া রোগজীবাণুর স্পোরোজয়েট দশাটি মানুষের দেহে সংক্রামিত হয়।

ম্যালেরিয়া বাহকের বিজ্ঞানসম্মত নাম লেখো।

ম্যালেরিয়া বাহকের বিজ্ঞানসম্মত নাম হল অ্যানোফিলিস মিনিমাস (Anopheles minimus)।

আমাশয় রোগসৃষ্টিকারী পরজীবীটির নাম কী?

আমাশয় রোগসৃষ্টিকারী পরজীবীটির নাম হল এন্টামিবা হিস্টোলাইটিকা (Entamoeba histolytica)।

ডায়ারিয়া রোগের জীবাণুর নাম কী?

ডায়ারিয়া রোগের জীবাণুর নাম হল এন্টামিবা হিস্টোলাইটিকা (Entamoeba histolytica)।

গলার মধ্যে টনসিলের পাশে সাদা সরের মতো দাগ হওয়া ও গলা ব্যথা হওয়া কোন্ রোগের লক্ষণ?

গলার মধ্যে টনসিলের পাশে সাদা সরের মতো দাগ হওয়া ও গলা ব্যথা হওয়া ডিপথেরিয়া রোগের লক্ষণ।

ম্যালেরিয়া রোগের জন্য দায়ী অণুজীবটির প্রকৃতি কী?

ম্যালেরিয়া রোগের জন্য দায়ী অণুজীবটির প্রকৃতি হল আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া।

কোন্ দিন বিশ্ব AIDS দিবস হিসেবে পালিত হয়?

1st ডিসেম্বর বিশ্ব AIDS দিবস হিসেবে পালিত হয়।

টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় এমন দুটি রোগের নাম করো।

টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় এমন দুটি রোগের নাম হল পোলিয়ো, যক্ষ্মা।

একটি জীবিত সংক্রমণক্ষমতাবিহীন ভ্যাকসিনের নাম লেখো।

একটি জীবিত সংক্রমণক্ষমতাবিহীন ভ্যাকসিনের নাম হল OPV।

কোন্ টিকা কোশের অংশ থেকে তৈরি হয়?

নিউমোকক্কাল ভ্যাকসিন বা হেপাটাইটিস-B টিকা কোশের অংশ থেকে তৈরি হয়।

কোন্ ভ্যাকসিন হেপাটাইটিস-B রোগ সংক্রমণ থেকে রক্ষা করে?

HBV ভ্যাকসিন হেপাটাইটিস-B রোগ সংক্রমণ থেকে রক্ষা করে।

HBV কী?

HBV হল হেপাটাইটিস B ভাইরাস।

HAV দ্বারা কী বোঝানো হয়?

HAV দ্বারা হেপাটাইটিস A ভাইরাস বোঝানো হয়।

ডেঙ্গি বা Break bone fever রোগের জীবাণুর নাম কী?

ডেঙ্গি বা Break bone fever রোগের জীবাণুর নাম হল ফ্ল্যাভিভাইরাস।

কলেরা রোগের জীবাণুর নাম কী?

কলেরা রোগের জীবাণুর নাম হল ভিব্রিও কলেরি (Vibrio cholarae) (ভাইরাস)।

ডেঙ্গু জ্বরের বাহকের বিজ্ঞানসম্মত নাম লেখো।

ডেঙ্গু জ্বরের বাহকের বিজ্ঞানসম্মত নাম হল এডিস ইজিপ্টি (Aedes aegypti)।

টিকাকরণের মাধ্যমে পৃথিবী থেকে নির্মূল হয়েছে এমন একটি রোগের নাম লেখো।

টিকাকরণের মাধ্যমে পৃথিবী থেকে নির্মূল হয়েছে এমন একটি রোগের নাম হল পোলিয়ো, জলবসন্ত।

চর্মশিল্পে ট্যানিং-এ কোন্ অণুজীবটি ব্যবহৃত হয় লেখো।

চর্মশিল্পে ট্যানিং-এ স্ট্রেপটোমাইসিস অণুজীবটি ব্যবহৃত হয়।

যে জীব থেকে Bt টক্সিন উৎপন্ন হয় তার নাম লেখো।

যে জীব থেকে Bt টক্সিন উৎপন্ন হয় তার নাম হল ব্যাসিলাস থুরিনজিয়েনসিস (Bacillus thuringiensis)।

একটি অ্যান্টিবায়োটিকের উদাহরণ দাও।

একটি অ্যান্টিবায়োটিকের উদাহরণ হল স্ট্রেপটোমাইসিন।

ক্ষতিকর পতঙ্গ ধ্বংসকারী ছত্রাকের নাম লেখো।

ক্ষতিকর পতঙ্গ ধ্বংসকারী ছত্রাকের নাম হল বিউভারিয়া বাসিয়ানা (Beauveria bassiana)।

কোন্ ব্যাকটেরিয়া পতঙ্গের জৈবিক দমনে ব্যবহৃত হয়?

ব্যাসিলাস থুরিনজিয়েনসিস (Bacillus thuringiensis) ব্যাকটেরিয়া পতঙ্গের জৈবিক দমনে ব্যবহৃত হয়।

পানীয় জল পরিশোধনে ব্যবহৃত দুটি জীবাণুনাশকের নাম লেখো।

পানীয় জল পরিশোধনে ব্যবহৃত দুটি জীবাণুনাশকের নাম হল জিওলিন ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট।

কোন্ ব্যাকটেরিয়া প্রয়োগে জাপানি বিট্ল দমন করা যায়?

ব্যাসিলাস পপিলি ((Bacillus popillae) ব্যাকটেরিয়া প্রয়োগে জাপানি বিট্ল দমন করা যায়।

শুঁটি জাতীয় উদ্ভিদ চাষ মৃত্তিকাতে কোন্ মৌল সংবন্ধন ঘটায়?

শুঁটি জাতীয় উদ্ভিদ চাষ মৃত্তিকাতে নাইট্রোজেন মৌল সংবন্ধন ঘটায়।

জীবজ সার হিসেবে ব্যবহৃত একটি নীলাভ-সবুজ শৈবালের নাম লেখো।

জীবজ সার হিসেবে ব্যবহৃত একটি নীলাভ-সবুজ শৈবালের নাম হল অ্যানাবিনা (Anabaena sp.)।

নাইট্রোজেন সংবন্ধনে অংশগ্রহণকারী একটি মুক্তজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো।

নাইট্রোজেন সংবন্ধনে অংশগ্রহণকারী একটি মুক্তজীবী ব্যাকটেরিয়ার নাম হল অ্যাজোটোব্যাকটর (Azotobacter sp.)।

HIV মানবদেহের কোন্ কোশকে ধ্বংস করে?

HIV মানবদেহের হেল্পার T-লিম্ফোসাইট কোশকে ধ্বংস করে।

HIV -এর পুরো নাম কী?

HIV -এর পুরো নাম হল হিউম্যান ইমিউনো ভাইরাস (Human Immuno Virus)।

রক্তদানের মাধ্যমে সংক্রামিত যকৃতের একটি রোগের নাম লেখো।

রক্তদানের মাধ্যমে সংক্রামিত যকৃতের একটি রোগের নাম হল হেপাটাইটিস।

রক্তে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কোথায় থাকে?

অ্যান্টিজেন লোহিত রক্তকণিকার প্লাজমা পর্দায় এবং অ্যান্টিবডি রক্তরসে অবস্থান করে।অ্যান্টিজেন লোহিত রক্তকণিকার প্লাজমা পর্দায় এবং অ্যান্টিবডি রক্তরসে অবস্থান করে।

অ্যান্টিবডির অণুতে কতগুলি পলিপেপটাইড শৃঙ্খল থাকে?

অ্যান্টিবডির অণুতে মোট চারটি পলিপেপটাইড শৃঙ্খল থাকে, দুটি হালকা শৃঙ্খল ও দুটি ভারী শৃঙ্খল।

প্যারাটোপ কী?

প্রতিটি অ্যান্টিবডির দুপাশে দুটি প্রসারিত বাহুর অগ্রভাগে ভেরিয়েবল অঞ্চল অবস্থান করে, যার সাহায্যে এরা অ্যান্টিজেনের এপিটোপের সঙ্গে যুক্ত হয়। এই অঞ্চলটিকে প্যারাটোপ বলে।

হ্যাপটেন কী?

কম আণবিক ওজনযুক্ত যে সকল উপাদানের অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করার ক্ষমতা বর্তমান, তাদের হ্যাপটেন বলে।

ইন্টারফেরনের কাজ কী?

এটি ভাইরাস আক্রান্ত কোশ থেকে নির্গত হয়ে নিকটবর্তী কোশে ভাইরাল প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে।

T-lymphocyte -এর উৎপত্তিস্থল ও পরিণতিস্থল কোথায়?

উৎপত্তিস্থল অস্থিমজ্জা এবং পরিণতির স্থল থাইমাস গ্রন্থি।

তৃতীয় জনু টিকা কাকে বলে?

এটি বিশেষ প্রকার DNA দ্বারা গঠিত ভ্যাকসিন, যা দেহের নির্দিষ্ট কোশে প্রবেশ করালে ওই কোশ থেকে নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবডি উৎপন্ন হয়।

প্রাইমারি ইমিউনো রেসপন্স কী?

বহিরাগত জীবাণু জীবদেহে প্রবেশ করলে ম্যাক্রোফাজ কোশ তাদের গ্রাস করে, হেল্পার T কোশ, সাইটোটক্সিক T কোশ ও B লিম্ফোসাইটকে উদ্দীপিত করে জীবাণুকে ধ্বংস করে। একে প্রাইমারি ইমিউনো রেসপন্স বলে।

B-লিম্ফোসাইট কোথায় পরিণতি লাভ করে?

পাখিদের ক্ষেত্রে ফেব্রিসিয়াস বারসা গ্রন্থিতে এবং স্তন্যপায়ী প্রাণীদের ভ্রূণের যকৃৎ ও প্লীহাতে পরিণতি লাভ করে।

মেমরি কোশের কাজ কী?

দেহে কোনো অ্যান্টিজেনের পুনঃপ্রবেশ ঘটলে B মেমরি কোশ অ্যান্টিবডি উৎপাদনের জন্য নতুন প্লাজমা কোশ উৎপন্ন করে এবং T-মেমরি কোশ নতুন T-কোশ উৎপন্ন করে।

সংযুক্ত টিকা কাকে বলে?

যে প্রকৃতির টিকা প্রদানের মাধ্যমে দুই বা ততোধিক নির্দিষ্ট রোগের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী অনাক্রম্যতা গড়ে তোলা হয়, তাকে সংযুক্ত টিকা (Combined Vaccine) বলে। যেমন – ডিপথেরিয়া, পারটুসিস এবং টিটেনাস রোগের বিরুদ্ধে অনাক্রম্যতার সৃষ্টির জন্য DPT সংযুক্ত টিকা ব্যবহার করা হয়।

BCG-র সম্পূর্ণ নাম কী?

ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন (Bacillus Calmette Guerin)।

PPI -এর পুরো নাম লেখো।

Pulse Polio Immunization (পালস্ পোলিয়ো ইমিউনাইজেশন)।

MMR -এর পুরো নাম কী?

MMR মিজেলস্, মাম্পস, রুবেলা (Measles, Mumps, Rubella)।

UNICEF -এর পুরো কথাটি কী?

UNICEF – United Nations Children’s Emergency Fund.

টিটেনাস কী?

টিটেনাস – শরীরের কোনো ক্ষতস্থান দিয়ে Clostridium tetani নামক ব্যাকটেরিয়া রক্তে প্রবেশ করলে, দেহের বিভিন্ন জায়গার পেশির সর্বাধিক সংকোচন ঘটে আর প্রসারিত হয় না। এই অবস্থায় বুক, পেট, ঘাড়, চিবুক লক হয়ে যায়। এই অবস্থাকে টিটেনাস বা টিট্যানি বলে।

‘TT’ কী?

‘TT’ হল টিটেনাস টক্সয়েড, টিটেনাস রোগের টিকা। টিটেনাস রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার টক্সয়েড দ্বারা এই টিকা প্রস্তুত করা হয়।

ফেব্রাইল পেরক্সিজোম কী?

ম্যালেরিয়ার তাৎক্ষণিক রোগলক্ষণগুলিকে একত্রে ফেব্রাইল পেরক্সিজোম বলে।

প্যাথোজেন কী?

যে-সকল জীবগুলি আমাদের দেহে রোগ সৃষ্টি করে, তাদের প্যাথোজেন বলে।

ভেক্টর কাকে বলে?

যে-সকল জীবগুলি কোনো রোগের প্যাথোজেনকে বা প্যাথোজেনের কোনো দশাকে তাদের দেহের অভ্যন্তরে বিকশিত হতে দেয় এবং সংক্রামিত ব্যক্তিদেহ থেকে সুস্থ ব্যক্তিতে প্যাথোজেনের বিস্তার ঘটায়, তাদের ভেক্টর বলে।

গৌণ পোষক বলতে কী বোঝো?

যে প্রাণীর দেহে কোনো পরজীবী তাদের জীবনচক্রের অযৌন জনন দশা অতিবাহিত করে, তাদের গৌণ পোষক বলে।

AVS -এর পুরো নাম লেখো।

AVS -এর পুরো নাম – Anti venom serum।

AIDS -এর পুরো নাম লেখো।

AIDS -এর পুরো নাম – Acquired immuno deficiency syndrome।

AIDS রোগীকে কী দেখে চিনবে?

একটানা জ্বর, রক্তাল্পতা, রাত্রিকালীন ঘাম উৎপন্ন হওয়া, ঠোঁটের কোণে, মুখে ও জিভে সাদা দাগ সৃষ্টি হওয়া প্রভৃতি AIDS রোগের লক্ষণ।

ধৌতকরণে ব্যবহৃত দুটি জীবাণুনাশকের নাম লেখো।

মারকিউরোক্রোম, বোরিক অ্যাসিড, আয়োডিন।

দুটি Pest -এর উদাহরণ দাও।

দুটি Pest -এর উদাহরণ – মাজরাপোকা (Scirpophaga incertulus), গন্ধীপোকা (Leptocorisa acuta)।।

গ্র্যানুলোসিস ভাইরাসকে কোন্ কীটনাশক তৈরিতে ব্যবহার করা হয়?

এটি আপেল, ন্যাসপাতি প্রভৃতির পেস্ট দমনে জৈব কীটনাশকরূপে ব্যবহার করা হয়।

জীবজসার হিসেবে দুটি সায়ানোব্যাকটেরিয়ার নাম লেখো।

অ্যানাবিনা (Anabaena sp.), নস্টক (Nostoc sp.) সায়ানোব্যাকটেরিয়া দুটি জীবসার হিসেবে ব্যবহৃত হয়।

নাইট্রোজেন সংবন্ধনকারী দুটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো।

নাইট্রোজেন সংবন্ধনকারী দুটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হল – 1. অ্যাজোটোব্যাকটর (Azotobacter sp.), 2. ক্লস্ট্রিডিয়াম (Clostridium sp.)।

কৃষিকাজে অ্যাজোলা চাষাবাদ কেন?

অ্যাজোলার দেহে অ্যানাবিনা নামক নীলাভ সবুজ শৈবাল অন্তঃকোশীয় মিথোজীবী রূপে অবস্থান করে এবং নাইট্রোজেন সংবন্ধন করে জমা করে নিজের দেহে। অ্যাজোলার পচনে তাদের দেহস্থিত কার্বন, নাইট্রোজেন মৌল মাটিতে যুক্ত হয়ে মাটির উর্বরতা সুষমভাবে বৃদ্ধি করে।

VAM -এর পুরো নাম লেখো।

ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা (Vesicular arbuscular mycorrhizae)।

VAM -এর একটি কাজ লেখো।

VAM সহাবস্থানকারী উদ্ভিদের ফসফেট, জিংক, সালফারের শোষণের হার বৃদ্ধি করা।

পাইন গাছের মূলে মাইকোরাইজা কী প্রকার গঠন সৃষ্টি করে?

মাইকোরাইজা পাইন গাছের মূলের জালকের মতো ম্যান্টল গঠন করে অবস্থান করে।

পাইন গাছের মূলে কোন্ ছত্রাক বাস করে?

অ্যামানিটা, বলিটাস প্রভৃতি ছত্রাক পাইন গাছের মূলে বাস করে।

মাইকোরাইজায় ছত্রাকের যে দুইরকম অবস্থান দেখা যায় তাদের নাম কী কী?

মাইকোরাইজায় ছত্রাকের যে দুইরকম অবস্থান দেখা যায় তাদের নাম – বহিঃমাইকোরাইজা ও অন্তঃমাইকোরাইজা।

টিকা ও সক্রিয় কৃত্রিম অনাক্রম্যতার মধ্যে সম্পর্ক নির্ধারণ করো।

টিকা প্রদানের মাধ্যমে দেহে নির্দিষ্ট রোগজীবাণুর (অ্যান্টিজেন) বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবডি গঠিত হয়। যা দেহে সক্রিয় কৃত্রিম অনাক্রম্যতা দান করে।

Ig ও দেহপ্রতিরক্ষা তন্ত্র্রের মধ্যে সম্পর্ক নির্ধারণ করো।

ইমিউনোগ্লোবিউলিন (Ig) বা অ্যান্টিবডি দেহে প্রবিষ্ট অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যান্টিজেনকে নিষ্ক্রিয় বা প্রশমিত বা ধ্বংস করে, এর ফলে দেহে রোগ সংক্রমণ ঘটে না। অর্থাৎ, ইমিউনোগ্লোবিউলিন দেহে প্রতিরক্ষা তন্ত্র গড়ে তোলে।

T-কোশ ও B-কোশের মধ্যে সম্পর্ক নির্ধারণ করো।

T-কোশ ও B-কোশ উভয়েই লিম্ফোসাইট কোশ যা দেহে প্রতিরক্ষা তন্ত্র গড়ে তোলে এবং দেহকে রোগজীবাণুর হাত থেকে রক্ষা করে দেহকে অনাক্রম্যতা দান করে।

HBV ও HIV এর মধ্যে সম্পর্ক নির্ধারণ করো।

HBV ও HIV উভয়েই ভাইরাস এবং মানবদেহে দেহতরলের মাধ্যমে রোগসংক্রমণ ঘটায়।

অ্যান্টিজেন ও ইমিউনোজেনের মধ্যে সাদৃশ্য লেখো।

অ্যান্টিজেন ও ইমিউনোজেনের মধ্যে সাদৃশ্য –
1. অ্যান্টিজেন ও ইমিউনোজেন উভয়েই হল বহিরাগত বিজাতীয় বস্তু যা অনাক্রম্যতা তন্ত্রকে উদ্দীপিত করে।
2. উভয়েই রসভিত্তিক ও কোশভিত্তিক অনাক্রম্যতার সৃষ্টি করে।

সাবান ও ডিটারজেন্টের মধ্যে সাদৃশ্য লেখো।

সাবান ও ডিটারজেন্টের মধ্যে সাদৃশ্য –
1. সাবান ও ডিটারজেন্ট দুটিই ক্ষারধর্মী বস্তু, ধৌতকরণে ব্যবহৃত হয়।
2. এদের জীবাণুনাশক ক্ষমতা থাকে না।

HAV ও HBV এর মধ্যে সাদৃশ্য লেখো।

HAV ও HBV এর মধ্যে সাদৃশ্য –
1. HAV ও HBV ভাইরাস দুটি যকৃতে সংক্রামণ ঘটায়।
2. সংক্রামিত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শে দেহতরলের মাধ্যমে ভাইরাস দুটি অন্য সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করে।

ক্ষতিকারক ক্ষমতাবিহীন সজীব ভাইরাসকে কী বলে?

অ্যাটেনুয়েটেড ভাইরাস (Attenuated virus)।

একটি অটোইমিউন রোগের নাম লেখো।

মায়েস্থেনিয়া গ্র্যাভিস।

অ্যাডজুভ্যান্ট (Adjuvant) কাকে বলে?

অনাক্রম্যতা সাড়ার তীব্রতা বাড়ানোর উদ্দেশ্যে যে পদার্থ অ্যান্টিজেনের সঙ্গে দেহে প্রবেশ করানো হয়, তাকে অ্যাডজুভ্যান্ট বলে।

ব্যাকটেরিওলাইসিন (Bacteriolysin) কী?

যে অ্যান্টিবডি ব্যাকটেরিয়া কোশকে ধ্বংস করতে সক্ষম, তাকে ব্যাকটেরিওলাইসিন বলে।

ল্যারিনজিয়াল ডিপথেরিয়া কাকে বলে?

স্বরযন্ত্র বা ল্যারিংক্স ডিপথেরিয়া জীবাণু দ্বারা আক্রান্ত হলে গলা ফুলে যায় এবং কথা বলতে ও খাদ্য গলাধঃকরণে যন্ত্রণা হয়। এই অবস্থাকে ল্যারিনজিয়াল ডিপথেরিয়া বা Bullneck বলে।

ভাইরাল ও ফাংগাল নিউমোনিয়া কী?

রাইনোভাইরাস, করোনাভাইরাস, অ্যাডিনোভাইরাসের সংক্রমণের ফলে ভাইরাল নিউমোনিয়া ঘটে। এ ছাড়া AIDS, কোনো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগের প্রভাবে অনাক্রম্যতাতন্ত্র দুর্বল থাকলে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম (Histoplasma capsulatum) নামক ছত্রাকের সংক্রমণে নিউমোনিয়ার উপসর্গ দেখা দেয়।

প্যানডেমিক রোগ কী?

যে রোগ বিস্তৃত অঞ্চল জুড়ে দ্রুত সংক্রামিত হওয়ার ফলে অসংখ্য মানুষ আক্রান্ত হয় এবং প্রচুর জীবনহানি ঘটে। যেমন – 1962 সালে কলেরা।

এক্সোটিক রোগ কী?

যে রোগ এক দেশ থেকে অন্য দেশে সংক্রামিত হয়। যেমন – UK থেকে ভারতে র‍্যাবিস বা জলাতঙ্কের সংক্রমণ ঘটে।

NACO-র সম্পূর্ণ নাম কী?

National AIDS Control Organisation (1992)।

ট্রিপল অ্যান্টিজেন কী?

ডিপথেরিয়া, পারটুসিস বা হুপিং কাশি এবং টিটেনাস রোগের টিকা একত্রে শিশুর 6 মাস বয়সে দেওয়া হয়। একে ট্রিপল অ্যান্টিজেন বলে।

বিভিন্ন T-কোশের উদাহরণ দাও।

কার্যগতভাবে T-কোশ বিভিন্ন ধরনের হয় –
1. TH বা হেল্পার T-কোশ → B-লিম্ফোসাইটের সঙ্গে বিক্রিয়া করে অ্যান্টিবডি তৈরি করে।
2. সাইটোটক্সিক T-কোশ → টার্গেট কোশকে ধ্বংস করে।
3. সাপ্রেসর T-কোশ → B কোশ ও অন্যান্য T-কোশের ক্রিয়াকে প্রভাবিত করে।
4. স্মৃতি T-কোশ → পরবর্তী সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিজেনকে নিষ্ক্রিয় করে।
5. Tc কোশ → T অ্যান্টিজেনকে উদ্দীপিত করে।
6. TNK কোশ → টিউমার কোশকে ধ্বংস করে।
7. TDTH কোশ → Delayed type hypersensitivity ঘটায় অর্থাৎ, অ্যান্টিজেনের নিষ্ক্রিয় ক্রিয়া ক্ষণস্থায়ী হয়।

ট্রিকলোসান -এর একটি ব্যবহার লেখো।

এটি সাবান, ডিটারজেন্ট, সার্জিক্যাল যন্ত্রপাতি পরিশোধনে অ্যান্টি মাইক্রোবিয়াল বা জীবাণুনাশক রূপে ব্যবহৃত হয়।

বামদিকের সঙ্গে ডানদিক মিল করো।

বামদিকডানদিকউত্তর
1. গামা গ্লোবিউলিন প্রোটিনi. DPT1. → iv.
2. বনজ উদ্ভিদের মূলে ছত্রাক অণুসূত্র গঠন করে।ii. OPV2. → vi.
3. পোলিয়ো রোগের প্রতিষেধকiii. TAB3. → ii.
4. ডেটল, স্যাভলন প্রভৃতি হলiv. অ্যান্টিবডি4. → vii.
5. টাইফয়েডের টিকাv. অ্যান্টিবায়োটিক5. → iii.
6. মিশ্র টিকাvi. মাইকোরাইজা6. → i.
vii. অ্যান্টিসেপটিক
বামদিকডানদিকউত্তর
1. জীবাণুনাশক ও ধৌতকরণের জন্য ব্যবহৃত হয়i. মাইকোরাইজা1. → iv.
2. ব্যাকটেরিয়ার জিন দ্বারা পেস্ট প্রতিহত হয়ii. MMR2. → v.
3. অণুজীব সারiii. OPV3. → i.
4. মিথোজীবী সায়ানোব্যাকটেরিয়াiv. লাইজল4. → vi.
5. হামv. BT তুলো5. → ii.
6. টিটেনাসvi. অ্যানাবিনা6. → vii.
vii. dpt

আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় ‘জীববিদ্যা ও মানবকল্যাণ’ -এর অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – টীকা

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – টীকা

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর