আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে কিছু পার্থক্য ধর্মী উত্তর ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

তরল বর্জ্য ও কঠিন বর্জ্য – এর মধ্যে পার্থক্য গুলি আলোচনা কর।
তরল বর্জ্য ও কঠিন বর্জ্যের পার্থক্যগুলি হল —
বিষয় | তরল বর্জ্য | কঠিন বর্জ্য |
প্রকৃতি | এই ধরনের বর্জ্য তরল প্রকৃতির হয়। | এটি কঠিন প্রকৃতির বর্জ্য। |
বর্জ্যের উৎস | তাপবিদ্যুৎ কেন্দ্রের গরম জল, কলকারখানা, বাড়ির পয়ঃপ্রণালীর জল ইত্যাদি। | রান্নাঘরের আবর্জনা, কলকারখানার বাতিল আবর্জনা ইত্যাদি। |
বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্য এর মধ্যে পার্থক্য গুলি আলোচনা কর।
বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্যের পার্থক্যগুলি হল –
বিষয় | বিষাক্ত বর্জ্য | বিষহীন বর্জ্য |
ধারণা | যেসব বর্জ্য থেকে জীবের মৃত্যু ঘটে তাকে বিষাক্ত বর্জ্য বলে। | যেসব বর্জ্য মানুষের তেমন ক্ষতি করে না, বরং পরিবেশমিত্র বর্জ্য হিসেবে কাজ করে, তাদের বিষহীন বর্জ্য বলে। |
প্রকৃতি | এগুলি জীব দ্বারা বিশ্লেষিত হয় না বলে এগুলি জীব অবিশ্লেষ্য বর্জ্য। | এগুলি জীব দ্বারা বিশ্লেষিত হয় বলে এগুলি জীব বিশ্লেষ্য পদার্থ। |
উদাহরণ | কৃত্রিম পলিমার, পলিথিন প্রভৃতি। | তরকারি, সবজির খোসা, চামড়া, কাঠ ইত্যাদি। |
জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্য – এর মধ্যে পার্থক্য গুলি আলোচনা লিখ।
জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্যগুলি হল —
বিষয় | জৈব ভঙ্গুর বর্জ্য | জৈব অভঙ্গুর বর্জ্য |
ধারণা | বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস বর্জ্যকে সহজে বিয়োজন ঘটাতে পারে, এদের বলে জৈব ভঙ্গুর। | যে ধরনের বর্জ্য সহজে বিয়োজিত হয় না, তাদের বলে জৈব অভঙ্গুর বর্জ্য। |
স্থিতিশীল | জৈব ভঙ্গুর খুব সহজে প্রকৃতিতে মিশে যায়। | এই ধরনের বর্জ্য প্রকৃতিতে সহজে মিশতে পারে না। |
শ্রেণিবিভাগ | জৈব ভঙ্গুর বর্জ্য একপ্রকারই হয়। | এটি তিন ধরনের যথা— বিষাক্ত বর্জ্য, পুনচক্রী বর্জ্য এবং কঠিন বর্জ্য। |
উদাহরণ | শুকনো ফুল, বাড়ির বাগানের লতাপাতা, শাকসবজির খোসা প্রভৃতি। | স্প্রে ক্যান, পুরোনো ওষুধ, হাসপাতালের আবর্জনা এ ধরনের বর্জ্যের উদাহরণ। |
আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে কিছু পার্থক্য ধর্মী উত্তর ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।