ঠিক সেই সময়ই কোনি ছুটে এসে ওকে চড় মারল। – কোনি কাকে চড় মেরেছিল? চড় মারার কারণ কী?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক বাংলা বইয়ের ‘কোনিসহায়ক পাঠ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব – “ঠিক সেই সময়ই কোনি ছুটে এসে ওকে চড় মারল।” – কোনি কাকে চড় মেরেছিল? চড় মারার কারণ কী? এই প্রশ্নটি মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এর বিস্তারিত ব্যাখ্যা এখানে তুলে ধরা হবে।

ঠিক সেই সময়ই কোনি ছুটে এসে ওকে চড় মারল। - কোনি কাকে চড় মেরেছিল? চড় মারার কারণ কী?

“ঠিক সেই সময়ই কোনি ছুটে এসে ওকে চড় মারল।” – কোনি কাকে চড় মেরেছিল? চড় মারার কারণ কী?

উদ্দিষ্ট জন – মতি নন্দী রচিত কোনি উপন্যাসের ত্রয়োদশ অধ্যায়ে আমরা দেখি, কোনি হিয়াকে চড় মেরেছিল।

কোনির চড় মারার কারণ –

  • চুরির অপবাদ – মাদ্রাজের হোটেলের ঘরে বেলার ক্রিমের কৌটো খালি দেখে সবাই কোনিকেই সন্দেহ করে। অমিয়া আঙুল দিয়ে কোনির গাল ঘষে ক্রিমের গন্ধ পায়। কোনিকেই চোর সাব্যস্ত করা হয়। কোনি আর থাকতে না পেরে বলে, হিয়া তার মুখে ক্রিম মাখিয়ে দিয়েছে। হিয়ার নাম বলাতে বেলা ঠাস করে কোনিকে চড় মারে সে বলে হিয়ার মতো বড়োলোক কোনির মতো দশটা মেয়েকে ঝি রাখতে পারে। কিন্তু কোনি চড় খেয়েও একই কথা বলে যায়। বেলা তখন তাকে ব্যঙ্গ করে।
  • অপমানের প্রতিশোধ – শেষ অবধি কোনি কান্নায় ভেঙে পড়ে। এইসময়েই হিয়া ঘরে প্রবেশ করে এবং কোনির সব কথাই যে সত্য তা মেনে নেয়। কিন্তু কোনি রাগ সামলাতে পারে না। হিয়াকে কাছে পেয়েই কোনি ছুটে এসে তার গালে একটা চড় বসিয়ে দেয়। সে বলে ওঠে – “এটা তোমার পাওনা ছিল।” কোনি তার এই অপমানের জন্য হিয়াকেই দায়ী করে। তাই হিয়াকে দেখে তার ক্রোধ তীব্র হয়ে ওঠে। তার প্রতি অপমানের উপযুক্ত প্রতিশোধ নিতে সে হিয়াকে চড় মেরে বসে।

আরও পড়ুন, হঠাৎ কোনির দুচোখ জলে ভরে এল। – কোনির দু-চোখ জলে ভরে এল কেন? এরপর কী হয়েছিল?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক বাংলা বইয়ের সহায়ক পাঠকোনি” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে আলোচনা করেছি—“ঠিক সেই সময়ই কোনি ছুটে এসে ওকে চড় মারল।” – কোনি কাকে চড় মেরেছিল? চড় মারার কারণ কী?, তা আমরা বিশ্লেষণ করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, এই নিবন্ধটি আপনার জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও তথ্যের প্রয়োজন হয়, নির্দ্বিধায় টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি, এই পোস্টটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এ থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

উদীয়মান এবং অস্তগামী সূর্যকে লাল দেখায় কেন?

উদীয়মান এবং অস্তগামী সূর্যকে লাল দেখায় কেন?

আলোর বিক্ষেপণ কাকে বলে? দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন?

আলোর বিক্ষেপণ কাকে বলে? দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন?

আলোর বিচ্ছুরণ ও আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের মধ্যে পার্থক্য লেখো।

আলোর বিচ্ছুরণ ও আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

উদীয়মান এবং অস্তগামী সূর্যকে লাল দেখায় কেন?

আলোর বিক্ষেপণ কাকে বলে? দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন?

আলোর বিচ্ছুরণ ও আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের মধ্যে পার্থক্য

আলোক কেন্দ্র কাকে বলে? আলোক কেন্দ্রের বৈশিষ্ট্য ও গুরুত্ব

উত্তল লেন্স ও অবতল লেন্স কাকে বলে? উত্তল লেন্স ও অবতল লেন্সের মধ্যে পার্থক্য