এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উত্তল লেন্সকে কিছু প্রিজমের সমন্বয়রূপে কল্পনা করে অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। অথবা, প্রিজমের ধারণার পরিপ্রেক্ষিতে উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া এঁকে দেখাও।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “উত্তল লেন্সকে কিছু প্রিজমের সমন্বয়রূপে কল্পনা করে অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। অথবা, প্রিজমের ধারণার পরিপ্রেক্ষিতে উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া এঁকে দেখাও।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

উত্তল লেন্সকে কিছু প্রিজমের সমন্বয়রূপে কল্পনা করে অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো।
অথবা, প্রিজমের ধারণার পরিপ্রেক্ষিতে উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া এঁকে দেখাও।
উত্তল লেন্সকে একটির ওপর আর-একটি বসানো কতকগুলি কর্তিত (truncated) প্রিজম হিসেবে গণ্য করলে প্রিজমগুলির ভূমিসমূহ এর প্রধান অক্ষের দিকে বসানো থাকে।

আমরা জানি যে, প্রিজমে আপতিত হয়ে আলোকরশ্মি প্রতিসরণের পর এর ভূমির দিকে বেঁকে যায়-তাই উত্তল লেন্সের ওপর আপতিত রশ্মিগুলি লেন্সে প্রতিসরণের পর এর প্রধান অক্ষের দিকে বেঁকে যায় এবং এই চ্যুতি প্রধান অক্ষ থেকে আপতিত রশ্মির দূরত্ব বৃদ্ধিতে বৃদ্ধি পায়। তাই সমস্ত প্রতিসৃত রশ্মিগুচ্ছ কর্তিত প্রিজমে প্রতিসরণের পর লেন্সের প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে (মুখ্য ফোকাস) মিলিত হয়। যেহেতু আপতিত আলোকরশ্মিগুচ্ছকে উত্তল লেন্স তার প্রধান অক্ষের উপর এই নির্দিষ্ট বিন্দুতে অভিসৃত করে, তাই উত্তল লেন্সকে অভিসারী লেন্স (converging lens) বলে।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
উত্তল লেন্স আলোকরশ্মিকে অভিসারী করে কীভাবে?
প্রতিটি প্রিজম আলোকরশ্মিকে তার ভূমির দিকে বাঁকায়। উত্তল লেন্সে প্রিজমগুলো এমনভাবে সাজানো থাকে যে, প্রধান অক্ষ থেকে দূরের রশ্মিগুলো বেশি বেঁকে ফোকাস বিন্দুর দিকে যায়। এভাবে সব প্রতিসৃত রশ্মি একটি বিন্দুতে (ফোকাসে) মিলিত হয়।
উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন?
যেহেতু উত্তল লেন্স সমান্তরাল আলোকরশ্মিগুলোকে প্রধান অক্ষের একটি নির্দিষ্ট বিন্দুতে (ফোকাসে) মিলিত করে, তাই একে অভিসারী লেন্স (converging lens) বলা হয়।
প্রধান অক্ষ থেকে দূরের রশ্মিগুলো বেশি বেঁকে যায় কেন?
প্রধান অক্ষ থেকে দূরের রশ্মিগুলো লেন্সের প্রান্তের দিকে পড়ে, যেখানে প্রিজমের কোণ বেশি থাকে। ফলে সেগুলো বেশি বেঁকে ফোকাসের দিকে যায়।
উত্তল লেন্সের ফোকাসের অবস্থান কীভাবে নির্ধারিত হয়?
লেন্সের বক্রতার ব্যাসার্ধ (radius of curvature) এবং উপাদানের প্রতিসরাঙ্ক (refractive index) এর উপর ফোকাস দূরত্ব নির্ভর করে। লেন্সের পুরুত্ব ও বক্রতা যত বেশি হবে, ফোকাস দূরত্ব তত কম হবে।
প্রিজম ও উত্তল লেন্সের মধ্যে মূল পার্থক্য কী?
প্রিজম ও উত্তল লেন্সের মধ্যে মূল পার্থক্য হল –
1. প্রিজম – শুধুমাত্র আলোকরশ্মিকে বাঁকায়, কিন্তু এক বিন্দুতে কেন্দ্রীভূত করে না।
2. উত্তল লেন্স – অনেকগুলো প্রিজমের সমন্বয়ে গঠিত হয় এবং আলোকরশ্মিগুলোকে ফোকাস বিন্দুতে মিলিত করে।
উত্তল লেন্সের ব্যবহার কোথায় দেখা যায়?
উত্তল লেন্সের ব্যবহার দেখা যায় –
1. ক্যামেরার লেন্স,
2. চশমার লেন্স (দূরদৃষ্টি সংশোধনে),
3. টেলিস্কোপ ও মাইক্রোস্কোপে,
3. সোলার কনসেন্ট্রেটরে (সূর্যালোককে এক বিন্দুতে কেন্দ্রীভূত করতে)।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উত্তল লেন্সকে কিছু প্রিজমের সমন্বয়রূপে কল্পনা করে অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। অথবা, প্রিজমের ধারণার পরিপ্রেক্ষিতে উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া এঁকে দেখাও।” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “উত্তল লেন্সকে কিছু প্রিজমের সমন্বয়রূপে কল্পনা করে অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। অথবা, প্রিজমের ধারণার পরিপ্রেক্ষিতে উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া এঁকে দেখাও।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “আলো“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।
মন্তব্য করুন