আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো উত্তর সরকার উপকূল এবং করমণ্ডল উপকূল সম্পর্কে। দশম শ্রেণীর পরীক্ষার জন্য এই প্রশ্ন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ”-এর “ভারতের ভূপ্রকৃতি বিভাগ”-এ এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসতে পারে। পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হলে এই দুটি উপকূল সম্পর্কে দরকার ।
উত্তর সরকার উপকূল কোনটি? করমণ্ডল উপকূল কোথায় অবস্থিত?
বঙ্গোপসাগর-সংলগ্ন ভারতের পূর্ব উপকূলের উত্তরাংশের নাম উত্তর সরকার উপকূল। উত্তরে সুবর্ণরেখা নদীর মোহানা থেকে দক্ষিণে কৃয়া নদীর বদ্বীপ পর্যন্ত উত্তর সরকার উপকূলের বিস্তৃতি। অর্থাৎ সমগ্র ওডিশা উপকূল এবং অন্ধ্র উপকূলের উত্তরাংশ নিয়ে উত্তর সরকার উপকূল গঠিত। এই উপকূলেই আছে বিখ্যাত চিলকা ও কোলের হ্রদ এবং মহানদী, গোদাবরী ও কৃয়া নদীর বদ্বীপ।
করমণ্ডল উপকূল কোথায় অবস্থিত?
ভারতের পূর্ব উপকূলের দক্ষিণাংশের নাম করমণ্ডল উপকূল। বঙ্গোপসাগর-সংলগ্ন অন্ধ্র উপকূলের দক্ষিণাংশ ও সমগ্র তামিলনাড়ুর উপকূল নিয়ে গঠিত এই করমণ্ডল উপকূলের প্রকৃত বিস্তৃতি উত্তরে কৃয়া নদীর বদ্বীপের দক্ষিণ সীমা থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত।
আজকের আলোচনায় আমরা উত্তর সরকার এবং করমণ্ডল উপকূল সম্পর্কে জানতে পেরেছি। দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি “ভারতের প্রাকৃতিক পরিবেশ” অধ্যায়ের “ভারতের ভূপ্রকৃতি” বিভাগের অন্তর্ভুক্ত।