ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য কী ছিল?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য কী ছিল? নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য কী ছিল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য কী ছিল?

ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য কী ছিল?

ইসলামের পুনরুজ্জীবনের সাধারণ লক্ষ্যে ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের সূচনা হলেও ইতিহাসসূত্র পর্যালোচনায় বিদ্রোহদ্বয়ের মধ্যে কিছু মূলগত পার্থক্য পরিলক্ষিত হয়।

ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের পার্থক্য

ব্যুৎপত্তিগত –

ওয়াহাবি শব্দের অর্থ হল নবজাগরণ, আর ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম ‘তারিখ-ই-মহম্মদীয়া’ বা মহম্মদ প্রদর্শিত পথে ইসলাম ধর্মের সংস্কার।

অন্যদিকে ‘ফরাজি’ শব্দের অর্থ হল – ‘ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য’ বা ইসলাম ধর্মের আদর্শে বিশ্বাস।

উদ্ভবগত –

অষ্টাদশ শতকে আরব দেশে ইবন আব্দুল ওয়াহাব নামে জনৈক ধর্মপ্রান মুসলমান সর্বপ্রথম ইসলাম ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে এই আন্দোলন গড়ে তোলেন। ভারতভূমিতে এই আন্দোলনের সূচনা করেন দিল্লির বিখ্যাত মুসলিম সন্ত শাহ্ ওয়ালি উল্লাহ্ ও তাঁর পুত্র আজিজ। যদিও ভারতে এই আন্দোলনের প্রকৃত প্রবর্তনের কৃতিত্ব উত্তরপ্রদেশের রায়বেরিলির অধিবাসী সৈয়দ আহমেদের প্রাপ্য। পরবর্তীতে তিতুমীর বাংলায় ‘তারিখ-ই-মহম্মদীয়া’ আদর্শের প্রচার তথা প্রসার ঘটান।

ফরাজি আন্দোলনের সূচনা করেন হাজি শরিয়ৎ উল্লাহ্, অবিভক্ত বাংলার ফরিদপুর জেলার বাহাদুরপুরে। তিনি ‘ফরাজি’ নামে ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করে দরিদ্র মুসলমান কৃষক ও কারিগরদের ঐক্যবদ্ধ করেন।

আন্দোলনের চরিত্রগত পার্থক্য –

ইসলামের পুনরুজ্জীবনবাদী আন্দোলন রূপে শুরু হয়ে শেষপর্যন্ত আন্দোলন দুটি জমিদার ও ইংরেজ বিরোধী আন্দোলনের রূপ পরিগ্রহ করলেও ওয়াহাবিরা অনেক বেশি সশস্ত্র পথে আন্দোলনে শামিল হয়েছিলেন। বাংলায় ওয়াহাবি আদর্শের প্রচারক তিতুমির বারাসাত-বরিহাটের বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ শাসনের অবসান ঘোষণা করে নিজেকে ওই অঞ্চলের ‘বাদশাহ্’ বলে ঘোষণা করেন এবং নারকেলবেরিয়া গ্রামে বাঁশের কেল্লা স্থাপন করেন। শেষপর্যন্ত 1831 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিষ্কের প্রেরিত বাহিনী কামানের গোলার আঘাতে বাঁশের কেল্লা ধ্বংস করলে তিতুমির ও তার অনুগামীরা যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেন।

ফরাজি আন্দোলনে এইরূপ দৃষ্টান্ত অনুপস্থিত।

ব্যাপ্তিগত –

ব্যাপ্তির বিচারেও ওয়াহাবি আন্দোলন ফরাজি আন্দোলন অপেক্ষা অগ্রবর্তী ছিল। আরব দেশের পাশাপাশি ভারতের উত্তর ও পূর্ব অংশের বিস্তীর্ণ অঞ্চলে এই আন্দোলনের প্রসার ঘটেছিল।

অন্যদিকে ফরাজি আন্দোলন মূলত পূর্ববঙ্গের কিছু মুষ্টিমেয় অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। ফরিদপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহের কিছু অঞ্চলই ছিল বিদ্রোহের ভরকেন্দ্র।

স্থায়ীত্বগত –

স্থায়ীত্বের বিচারেও ওয়াহাবি আদর্শ ফরাজি অপেক্ষা দীর্ঘস্থায়ী ছিল।

মন্তব্য –

কিছু পার্থক্য সত্ত্বেও ওয়াহাবি ও ফরাজি আন্দোলনকে মূলত ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত কৃষক বিদ্রোহ রূপে গণ্য করাই অধিকতর যুক্তিসংগত।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল?

উভয় আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইসলামের পুনরুজ্জীবন ও কুসংস্কার দূর করা। তবে ওয়াহাবিরা আরবের সালাফি আদর্শ দ্বারা প্রভাবিত ছিল, অন্যদিকে ফরাজিরা বাংলার কৃষকদের ইসলামিক ফরজ (বাধ্যতামূলক কর্তব্য) পালনে উদ্বুদ্ধ করেছিল।

ওয়াহাবি ও ফরাজি আন্দোলন দুটির সূচনা কে করেছিলেন?

ওয়াহাবি আন্দোলন – আরবে মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব এবং ভারতে সৈয়দ আহমেদ বেরেলভি ও তিতুমীর।
ফরাজি আন্দোলন – হাজী শরিয়তউল্লাহ্ এবং তার পুত্র দুদু মিয়া বাংলায় এ আন্দোলন পরিচালনা করেন।

ওয়াহাবি ও ফরাজি আন্দোলন দুটির চরিত্রগত পার্থক্য কী?

ওয়াহাবি আন্দোলন – সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেয় (যেমন – তিতুমীরের বাঁশের কেল্লা ও ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ)।
ফরাজি আন্দোলন – ধর্মীয় সংস্কার ও কৃষকদের অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন করেছিল।

ব্রিটিশদের বিরুদ্ধে কে বেশি সক্রিয় ছিল?

ওয়াহাবি আন্দোলন সরাসরি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছিল (যেমন – তিতুমীরের বিদ্রোহ), অন্যদিকে ফরাজিরা জমিদার ও ব্রিটিশ শোষণের বিরুদ্ধে আইনি ও শান্তিপূর্ণ প্রতিবাদ করেছিল।

কোন আন্দোলন বেশি দিন স্থায়ী ছিল?

ওয়াহাবি আন্দোলন ফরাজি আন্দোলনের চেয়ে দীর্ঘস্থায়ী ছিল এবং এটি ভারত ও আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব বিস্তার করেছিল।

ওয়াহাবি ও ফরাজি আন্দোলন দুটি কি কৃষক বিদ্রোহ হিসেবে গণ্য হয়?

হ্যাঁ, উভয় আন্দোলনই ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত হলেও শেষ পর্যন্ত জমিদার ও ব্রিটিশ বিরোধী কৃষক বিদ্রোহের রূপ নেয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য কী ছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য কী ছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Life Science Suggestion 2026 – রচনাধর্মী প্রশ্ন

Madhyamik Life Science Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Life Science Suggestion 2026 – অতিসংক্ষিপ্ত প্রশ্ন

Madhyamik Bengali Suggestion 2026 – স্তম্ভ মেলাও

Madhyamik Bengali Suggestion 2026 – সত্য মিথ্যা