আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” অধ্যায়ের ‘সপুষ্পক উদ্ভিদের যৌন জনন‘ বিভাগের বিষয়সংক্ষেপ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

বিষয়সংক্ষেপ
- সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ হল ফুল। এর বৃতি ও দলমণ্ডল হল সাহায্যকারী স্তবক যারা সরাসরি জননে অংশ নেয় না। পুংকেশর হল পুং প্রজননিক অংশ, যা পরাগরেণু তৈরি করে। পরাগরেণুর মধ্যে পুংজননকোশ তৈরি হয়। পক্ষান্তরে গর্ভপত্র হল স্ত্রী প্রজননিক অংশ, যার ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু থাকে।
- পরাগধানী থেকে পরাগরেণুর সেই ফুল বা অন্য ফুলের গর্ভমুন্ডে (গর্ভপত্রের অংশ) স্থানান্তরকে বলে পরাগযোগ। কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের অথবা একই উদ্ভিদের অন্য একটি ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে সেই পরাগযোগকে বলে স্বপরাগযোগ। একই ফুলের মধ্যে ঘটা স্বপরাগযোগকে অটোগ্যামি বলে আর একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে ঘটা স্বপরাগযোগকে বলে গেইটোনোগ্যামি। একটি উদ্ভিদের ফুল থেকে অন্য উদ্ভিদের ফুলে পরাগরেণুর স্থানান্তরকে বলে ইতর পরাগযোগ। এর অপর নাম জেনোগ্যামি বা অ্যালোগ্যামি।
- স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ উভয়ক্ষেত্রেই নানা সুবিধা ও অসুবিধা লক্ষ করা যায়।
- ইতর পরাগযোগে নানারকম বাহকের প্রয়োজন হয়। যেমন – বায়ু (ধান), জল (পাতাঝাঁঝি), পতঙ্গ (আম) এবং পাখি (শিমুল) ইত্যাদি।
- ইতর পরাগযোগ অপত্য জীবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে সাহায্য করে।
- পরাগরেণুর পুংজননকোশ বা পুংগ্যামেট (n) এবং ডিম্বাশয়ের স্ত্রীজননকোশ বা স্ত্রীগ্যামেট (n) -এর মিলনকে নিষেক বলে। নিষেকের পর ডিপ্লয়েড (2n) ভ্রুণাণু বা জাইগোট গঠিত হয়। জাইগোটটি বারবার বিভাজিত হয়ে ভ্রুণ গঠিত হয়। ভ্রুণসহ ডিম্বকটি বীজে আর বীজসহ ডিম্বাশয়টি ফলে পরিণত হয়। অনুকূল পরিবেশে বীজের অঙ্কুরোদগম ঘটে ও নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করে।
আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” অধ্যায়ের ‘সপুষ্পক উদ্ভিদের যৌন জনন‘ বিভাগের বিষয়সংক্ষেপ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।
মন্তব্য করুন