নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জীবন সংগঠনের স্তর – জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

Rahul

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ‘জীবন সংগঠনের স্তর’ -এর অন্তর্গত ‘জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য’ অংশের গুরুত্বপূর্ণ পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

জীবন সংগঠনের স্তর-জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য-জীবন বিজ্ঞান-নবম শ্রেণী
Contents Show

ম্যাক্রোমলিকিউলস (Macromolecules) ও মাইক্রোমলিকিউলস (Micromolecules) -এর মধ্যে পার্থক্য লেখো।

ম্যাক্রোমলিকিউলস (Macromolecules) ও মাইক্রোমলিকিউলস (Micromolecules) -এর মধ্যে পার্থক্য –

বিষয়ম্যাক্রোমলিকিউলসমাইক্রোমলিকিউলস
আকারবৃহৎ আকারযুক্ত জৈব অণু।ক্ষুদ্র আকারযুক্ত অজৈব বা জৈব অণু।
আণবিক ভরউচ্চ আণবিক ভরযুক্ত হয়।কম আণবিক ভরযুক্ত হয়।
দ্রবণীয়তাঅন্তঃকোশীয় তরলে অদ্রবণীয়।অন্তঃকোশীয় তরলে উচ্চ দ্রাব্যতাযুক্ত হয়।
গঠনজটিল গঠনযুক্ত হয়।সরল গঠনযুক্ত হয়।
কাজজীবদেহ গঠনে সাহায্য করে।বৃহৎ অণুর সাংগঠনিক এককরূপে কাজ করে।
উদাহরণপলিস্যাকারাইড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড প্রভৃতি।জল, খনিজ মৌল, অ্যামিনো অ্যাসিড, শর্করা, লিপিড, নিউক্লিওটাইড প্রভৃতি।

সরল শর্করা (Simple sugar) ও যৌগিক শর্করা (Compound sugar) -এর মধ্যে পার্থক্য লেখো।

সরল শর্করা (Simple sugar) ও যৌগিক শর্করা (Compound sugar) -এর মধ্যে পার্থক্য –

বিষয়সরল শর্করাযৌগিক শর্করা
একক শর্করার সংখ্যাএকটিমাত্র একক শর্করা থাকে।দুই বা ততোধিক একক শর্করা থাকে।
কাজDNA, RNA গঠন করে, সালোকসংশ্লেষে খাদ্য তৈরি করে।কোশপ্রাচীর গঠন করে ও সঞ্চিত খাদ্যরূপে কাজ করে।
উদাহরণগ্লুকোজ, ফ্রুকটোজ ইত্যাদি।গ্লাইকোজেন, মলটেজ ইত্যাদি।

কার্বোহাইড্রেট (Carbohydrate), প্রোটিন (Protein) ও ফ্যাটের (Fat) মধ্যে পার্থক্য লেখো।

কার্বোহাইড্রেট (Carbohydrate), প্রোটিন (Protein) ও ফ্যাটের (Fat) মধ্যে পার্থক্য –

বিষয়কার্বোহাইড্রেটপ্রোটিনফ্যাট
উপাদানকার্বন (C), হাইড্রোজেন (H) ও অক্সিজেন (O)।কার্বন (C), হাইড্রোজেন (H), অক্সিজেন (O) ও নাইট্রোজেন (N)।কার্বন (C), হাইড্রোজেন (H) ও অক্সিজেন (O)।
হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাতহাইড্রোজেন ও অক্সিজেন 2 : 1 অনুপাতে থাকে।হাইড্রোজেন ও অক্সিজেন 2 : 1 অনুপাতে থাকে না।হাইড্রোজেনের সংখ্যা অক্সিজেনের তুলনায় অনেক বেশি।
প্রধান কাজতাপশক্তি উৎপাদন।দেহকোশ গঠন ও ক্ষয়পূরণ।তাপশক্তি উৎপাদন।
উৎপন্ন শক্তির পরিমাণএক গ্রাম শর্করা থেকে 4.0 kcal শক্তি উৎপন্ন হয়।এক গ্রাম প্রোটিন থেকে 4.1 kcal শক্তি উৎপন্ন হয়।এক গ্রাম ফ্যাট থেকে 9.3 kcal শক্তি উৎপন্ন হয়।

অলিগোস্যাকারাইড (Oligosaccharide) ও পলিস্যাকারাইড (Polysaccharide) -এর মধ্যে পার্থক্য লেখো।

অলিগোস্যাকারাইড (Oligosaccharide) ও পলিস্যাকারাইড (Polysaccharide) -এর মধ্যে পার্থক্য –

বিষয়অলিগোস্যাকারাইডপলিস্যাকারাইড
একক শর্করার সংখ্যাএতে 2-9টি একক শর্করা থাকে।এতে 10 বা তার অধিক একক শর্করা থাকে।
দ্রাব্যতাঅলিগোস্যাকারাইড জলে দ্রাব্য।পলিস্যাকারাইড জলে অদ্রাব্য।
স্বাদমিষ্টি স্বাদযুক্ত।মিষ্টি স্বাদযুক্ত নয়।
কাজইহা কোশপর্দার বহিরাবরণ তৈরি করে।কোশপ্রাচীর গঠন করে এবং সঞ্চিত বস্তু বা খাদ্যরূপে কাজ করে।

উদ্ভিজ্জ প্রোটিন (Plant Protein) ও প্রাণীজ প্রোটিনের (Animal Protein) মধ্যে পার্থক্য নির্দেশ করো।

উদ্ভিজ্জ প্রোটিন (Plant Protein) ও প্রাণীজ প্রোটিনের (Animal Protein) মধ্যে পার্থক্য নির্দেশ –

বিষয়উদ্ভিজ্জ প্রোটিনপ্রাণীজ প্রোটিন
অপরিহার্য অ্যামিনো অ্যাসিডপরিমাণে কম থাকে।পরিমাণে বেশি থাকে।
জৈবমূল্যপ্রাণীজ প্রোটিনের তুলনায় কম।উদ্ভিজ্জ প্রোটিনের তুলনায় বেশি।
শ্রেণিদ্বিতীয় শ্রেণির প্রোটিন।প্রথম শ্রেণির প্রোটিন।
অবস্থানডাল, সয়াবিন, বাদাম প্রভৃতি।মাছ, ডিম, মাংস প্রভৃতি।

উদ্ভিজ্জ ফ্যাট (Plant Lipid) ও প্রাণীজ ফ্যাট (Animal Lipid) -এর মধ্যে পার্থক্য লেখো।

উদ্ভিজ্জ ফ্যাট (Plant Lipid) ও প্রাণীজ ফ্যাট (Animal Lipid) -এর মধ্যে পার্থক্য –

বিষয়উদ্ভিজ্জ ফ্যাটপ্রাণীজ ফ্যাট
উৎসপ্রধানত সস্য ও বীজে সঞ্চিত থাকে। সাধারণ উষ্ণতায় তরল থাকে।প্রধানত ত্বকের নীচে সঞ্চিত থাকে। সাধারণ উষ্ণতায় কঠিন থাকে।
রাসায়নিক উপাদানের সর্বাধিক পরিমাণরাসায়নিক উপাদানগুলির মধ্যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মাত্রা বেশি থাকে।রাসায়নিক উপাদানগুলির মধ্যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মাত্রা অনেক বেশি থাকে।
উদাহরণসরষের তেল, বাদাম তেল ও নারকেল তেল।ঘি, মাখন ও চর্বি।

সম্পৃক্ত (Saturated) ও অসম্পৃক্ত (Unsaturated) ফ্যাটি অ্যাসিডের মধ্যে পার্থক্য লেখো।

সম্পৃক্ত (Saturated) ও অসম্পৃক্ত (Unsaturated) ফ্যাটি অ্যাসিডের মধ্যে পার্থক্য –

বিষয়সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডঅসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড
দ্বিবন্ধনীর অবস্থানশৃঙ্খলে কোনো দ্বিবন্ধনী থাকে না।শৃঙ্খলে এক বা একাধিক দ্বিবন্ধনী থাকে।
সম্পৃক্ততাসমস্ত কার্বন পরমাণুগুলি সম্পূর্ণরূপে সম্পৃক্ত থাকে।দ্বিবন্ধনী স্থানে আবদ্ধ কার্বন পরমাণু অসম্পৃক্ত অবস্থায় থাকে।
প্রকৃতিসাধারণ তাপমাত্রায় কঠিন থাকে।সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।
মানবদেহে প্রভাবরক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়।রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায়।
উদাহরণঅ্যাসিটিক অ্যাসিড।লিনোলেইক অ্যাসিড।

লিপিড (Lipid) ও ফ্যাট (Fat) -এর মধ্যে পার্থক্য লেখো।

লিপিড (Lipid) ও ফ্যাট (Fat) -এর মধ্যে পার্থক্য –

বিষয়লিপিডফ্যাট
গঠনগত উপাদানবিভিন্ন অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের এস্টার।কেবলমাত্র গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের এস্টার।
প্রকৃতিইহা সরল বা যৌগিক উভয় প্রকৃতির হয়।ফ্যাট কেবলমাত্র সরল প্রকৃতির হয়।
পারস্পরিক সম্পর্কসকল লিপিডই ফ্যাট নয়।সকল ফ্যাটই একপ্রকার লিপিড।

অ্যাসিড (Acid) ও ক্ষার (Base) -এর মধ্যে পার্থক্য লেখো।

অ্যাসিড (Acid) ও ক্ষার (Base) -এর মধ্যে পার্থক্য –

বিষয়অ্যাসিডক্ষার
স্বাদ (Taste)স্বাদে অম্ল হয়।স্বাদে কষা হয়।
লিটমাসের সঙ্গে বিক্রিয়াঅ্যাসিড নীল লিটমাসকে লাল করে।ক্ষার লাল লিটমাসকে নীল করে।
জলীয় দ্রবণে আয়ন উৎপাদনঅ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন দেয়।এটি জলীয় দ্রবণে OH আয়ন দেয়।

জলে দ্রবণীয় ভিটামিন ও স্নেহপদার্থে দ্রবণীয় ভিটামিনের মধ্যে পার্থক্য লেখো।

জলে দ্রবণীয় ভিটামিন ও স্নেহপদার্থে দ্রবণীয় ভিটামিনের মধ্যে পার্থক্য –

বিষয়জলে দ্রবণীয় ভিটামিনস্নেহপদার্থে দ্রবণীয় ভিটামিন
প্রকৃতিজলের মাধ্যমে রক্তের মধ্যে শোষিত হয়।স্নেহপদার্থের মাধ্যমে রক্তের মধ্যে শোষিত হয়।
সঞ্চয়কম সঞ্চিত হয়। অতিরিক্ত ভিটামিন মূত্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়।দেহে বেশি সঞ্চিত হয়।
প্রোভিটামিনঅনুপস্থিত।উপস্থিত।
দৈনিক গ্রহণযোগ্যতানিয়মিত দৈনন্দিন খাদ্যের মাধ্যমে গ্রহণ করা উচিত।নিয়মিত গ্রহণের প্রয়োজন পড়ে না।
উদাহরণভিটামিন C, B-কমপ্লেক্স, P প্রভৃতি।ভিটামিন A, D, E, K প্রভৃতি।

নিউক্লিওসাইড (Nucleoside) ও নিউক্লিওটাইডের (Nucleotide) মধ্যে পার্থক্য লেখো।

নিউক্লিওসাইড (Nucleoside) ও নিউক্লিওটাইডের (Nucleotide) মধ্যে পার্থক্য –

বিষয়নিউক্লিওসাইডনিউক্লিওটাইড
উপাদানএকটি পেন্টোজ শর্করা ও একটি নাইট্রোজেন বেস দ্বারা গঠিত।একটি পেন্টোজ শর্করা, একটি নাইট্রোজেন বেস ও একটি ফসফেট গ্রুপ দ্বারা গঠিত।
অবস্থানিউক্লিক অ্যাসিড গঠনের অসম্পূর্ণ একক।নিউক্লিক অ্যাসিড গঠনের সম্পূর্ণ একক।
প্রকৃতিঅল্প ক্ষারীয় প্রকৃতির হয়।আম্লিক প্রকৃতির হয়।
উদাহরণঅ্যাডিনোসিন (অ্যাডিনিন + রাইবোজ), ডিঅক্সিঅ্যাডিনোসিন (অ্যাডিনিন + ডিঅক্সিরাইবোজ)।অ্যাডিনাইলিক অ্যাসিড (অ্যাডিনিন + রাইবোজ শর্করা + ফসফেট গ্রুপ), ডিঅক্সিঅ্যাডিনাইলিক অ্যাসিড (অ্যাডিনিন + ডিঅক্সিরাইবোজ শর্করা + ফসফেট গ্রুপ)।

DNA ও RNA -এর মধ্যে পার্থক্য লেখো।

DNA ও RNA -এর মধ্যে পার্থক্য –

বিষয়DNA (ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড)RNA (রাইবোনিউক্লিক অ্যাসিড)
গঠনদ্বিতন্ত্রী (ব্যতিক্রম – ϕ × 174 ভাইরাস DNA)।একতন্ত্রী (ব্যতিক্রম – রিও ভাইরাস)।
নিউক্লিওটাইড সংখ্যাপ্রায় 4.3 মিলিয়ন।70-12000 মিলিয়ন।
শর্করাডিঅক্সিরাইবোজ।রাইবোজ।
পিরিমিডিন বেসসাইটোসিন ও থাইমিন।সাইটোসিন ও ইউরাসিল।
কাজবংশগত উপাদান, কোশের যাবতীয় জৈবিক কাজ নিয়ন্ত্রণ ও RNA উৎপাদন করে।কয়েকটি ভাইরাসে বংশগত উপাদান ও সমস্ত জীবের ক্ষেত্রে প্রোটিন সংশ্লেষক হিসেবে কাজ করে।

অ্যামিনো অ্যাসিড (Amino Acid) ও ফ্যাটি অ্যাসিডের (Fatty Acid) মধ্যে পার্থক্য লেখো।

অ্যামিনো অ্যাসিড (Amino Acid) ও ফ্যাটি অ্যাসিডের (Fatty Acid) মধ্যে পার্থক্য –

বিষয়অ্যামিনো অ্যাসিডফ্যাটি অ্যাসিড
জৈবিক স্থানপ্রোটিনের গঠনগত একক।ফ্যাটের গঠনগত একক।
রাসায়নিক গঠনএকটি অ্যামিনো গ্রুপ (-NH2) এবং একটি কার্বক্সিল গ্রুপ (-COOH) যুক্ত হয়ে তৈরি হয়।একটি মিথাইল গ্রুপ (-CH2), একটি কার্বক্সিল গ্রুপ (-COOH) এবং একটি ইথাইল গ্রুপ (-CH2) যুক্ত হয়ে তৈরি হয়।
কাজপ্রোটিনের একক হিসেবে উৎসেচক, হরমোন ও দেহগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ফ্যাটের একক হিসেবে কোশপর্দা গঠনে, দেহে তাপশক্তি উৎপাদনে ভূমিকা পালন করে।

আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ‘জীবন সংগঠনের স্তর’ -এর অন্তর্গত ‘জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য’ অংশের পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – খনিজ পুষ্টি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর