হিমসিঁড়ি কি? হিমসিঁড়ি কীভাবে গড়ে ওঠে?

আজকে আমরা আমাদের আর্টিকেলে দেখবো যে হিমসিঁড়ি কি? হিমসিঁড়ি কীভাবে গড়ে ওঠে? এই প্রশ্ন দশম শ্রেণীর পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, হিমসিঁড়ি কি? হিমসিঁড়ি কীভাবে গড়ে ওঠে? প্রশ্নটি আপনি পরীক্ষার জন্য তৈরী করে গেলে আপনি লিখে আস্তে পারবেন।

হিমসিঁড়ি হলো এক ধরনের ভূমিরূপ যা হিমবাহের ক্ষয়কার্যের ফলে তৈরি হয়। যখন হিমবাহ পর্বতমালার মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন বরফ গলে নীচে নেমে আসে। এই প্রক্রিয়ার ফলে পর্বতের গায়ে সিঁড়ির মতো ধাপ তৈরি হয়। এই ধাপগুলোকেই হিমসিঁড়ি বলা হয়। হিমসিঁড়ি বিভিন্ন আকারের হতে পারে। কিছু হিমসিঁড়ি খুবই ছোট, আবার কিছু হিমসিঁড়ি বেশ বড়।

হিমসিঁড়ি কীভাবে গড়ে ওঠে?

সুউচ্চ পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ যখন উপত্যকার মধ্য দিয়ে নীচের দিকে নেমে আসে তখন যদি উপত্যকার সমগ্র অংশে সমানভাবে হিমবাহ প্রবাহিত না হয় কিংবা যদি কঠিন ও কোমল শিলা পরপর অবস্থান করে, তাহলে উপত্যকার বিভিন্ন স্থানে ক্ষয়কার্যেরও অনেক পার্থক্য দেখা যায়। তার ফলে উপত্যকার গায়ে সিঁড়ির মতো বহু ধাপের সৃষ্টি হয়। হিমবাহের ক্ষয়কার্যের তারতম্যে গড়ে ওঠা এই সিঁড়ি বা ধাপগুলিকে বলা হয় হিমসিঁড়ি।

আরও পড়ুন – রসে মতানে ভূমিরূপের প্রতিবাত ঢাল মসৃণ এবং অনুবাত ঢাল অমসৃণ হয় কেন?

আজকের আর্টিকেলে আমরা হিমসিঁড়ি সম্পর্কে জানলাম। হিমবাহের ক্ষয়কার্যের ফলে পর্বতের গায়ে সিঁড়ির মতো ধাপের সৃষ্টি হয়ে থাকে যাকে হিমসিঁড়ি বলে। হিমসিঁড়ি বিভিন্ন আকারের হতে পারে। কিছু হিমসিঁড়ি খুবই ছোট, আবার কিছু হিমসিঁড়ি বেশ বড়। হিমসিঁড়ি গঠনের প্রক্রিয়াটি বেশ জটিল। হিমবাহ যখন পর্বতমালার মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন বরফ গলে নীচে নেমে আসে। এই প্রক্রিয়ার ফলে পর্বতের গায়ে সিঁড়ির মতো ধাপ তৈরি হয়।

হিমসিঁড়ি ভূগোলের একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ। হিমসিঁড়ি সম্পর্কে জ্ঞান আমাদের পৃথিবীর ভূ-প্রকৃতি সম্পর্কে ধারণা স্পষ্ট করতে সাহায্য করে। হিমসিঁড়ি কেবল ভৌগোলিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এটি একটি অসাধারণ প্রাকৃতিক দৃশ্যও। হিমসিঁড়ি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের হিমসিঁড়ি সম্পর্কে ধারণা স্পষ্ট করতে সাহায্য করেছে।

Share via:

মন্তব্য করুন