এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

পদ্মশ্রী পুরস্কার ২০১৯ – পদ্মশ্রী পুরস্কার কে কে কিসের জন্য পেয়েছিলেন?

আজকে আমরা আজকের আর্টিকেলে পদ্মশ্রী পুরস্কার ২০১৯ – পদ্মশ্রী পুরস্কার কে কে কিসের জন্য পেয়েছিলেন?নিয়ে আলোচনা করবো। এই পদ্মশ্রী পুরস্কার ২০১৯ ট্রপিকটি ক্যাপিটিটিভ পরীক্ষা বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা এই পদ্মশ্রী পুরস্কার ২০১৯ ট্রপিকটি ভালো করে পড়লে চাকরি পরীক্ষায় উত্তর দিতে পারবেন। 

Padmashri Awards 2019

পদ্মশ্রী পুরস্কার ২০১৯

নাম কোন বিভাগে পেয়েছেন? কোন রাজ্যের হয়ে পেয়েছেন?
রাজেশ্বর আচার্য আর্টস উত্তরপ্রদেশ
বাঙ্গারু আদিগালার অন্যান্য তামিলনাড়ু
ইলিয়াস আলী মেডিসিন আসাম
মনোজ বাজপেয়ী আর্টস মহারাষ্ট্র
উদ্ধব ভরালি বিজ্ঞান ও প্রকৌশল আসাম
ওমেশ কুমার ভারতী মেডিসিন হিমাচল প্রদেশ
প্রীতম ভারতান আর্টস উত্তরাখণ্ড
জ্যোতি ভাট আর্টস গুজরাট
দিলীপ চক্রবর্তী অন্যান্য দিল্লি
মামেন চন্ডি মেডিসিন পশ্চিমবঙ্গ
স্বপন চৌধুরী আর্টস পশ্চিমবঙ্গ
কানওয়াল সিং চৌহান অন্যান্য হরিয়ানা
সুনীল ছেত্রী স্পোর্টস তেলেঙ্গানা
দিনিয়ার কন্ট্রাক্টর আর্টস মহারাষ্ট্র
মুক্তাবেন পঙ্কজকুমার দাগলি সোশ্যাল ওয়ার্ক গুজরাট
বাবুলাল দাহিয়া অন্যরা মধ্যপ্রদেশ
থাঙ্গা ডার্লং আর্টস ত্রিপুরা
প্রভু দেব আর্টস কর্ণাটক
রাজকুমারী দেবী অন্যান্য বিহার
ভাগীরথী দেবী পাবলিক অ্যাফেয়ার্স বিহার
বলদেব সিং ধিলন বিজ্ঞান ও প্রকৌশল পাঞ্জাব
হারিকা দ্রোণাভল্লি স্পোর্টস অন্ধ্রপ্রদেশ
গোদাবরী দত্ত আর্টস বিহার
গৌতম গম্ভীর স্পোর্টস দিল্লি
দ্রৌপদী ঘিমিরায় সামাজিক কাজ সিকিম
রোহিনী গডবোলে বিজ্ঞান ও প্রকৌশল কর্ণাটক
সন্দীপ গুলেরিয়া মেডিসিন দিল্লি
প্রতাপ সিং হারদিয়া মেডিসিন মধ্যপ্রদেশ
বুলু ইমাম সমাজকর্ম ঝাড়খণ্ড
ফ্রেডেরিক ইরিনা সামাজিক কাজ বার্লিন, জার্মানী
জোরাভারসিংহ যাদব আর্টস গুজরাট
এস. জয়শঙ্কর সিভিল সার্ভিস দিল্লি
নরসিংহ দেব জামওয়াল সাহিত্য ও শিক্ষা জম্মু ও কাশ্মীর
ফায়াজ আহমেদ জান আর্টস জম্মু ও কাশ্মীর
কে জি জয়ান আর্টস কেরালা
সুভাষ কাক বিজ্ঞান ও প্রকৌশল আমেরিকা
শরথ কমল স্পোর্টস তামিলনাড়ু
রজনী কান্ত সমাজকর্ম উত্তরপ্রদেশ
শিবমনি আর্টস তামিলনাড়ু
শারদা শ্রীনিবাসন অন্যান্য কর্ণাটক
দেবেন্দ্র স্বরূপ সাহিত্য ও শিক্ষা উত্তরপ্রদেশ
অজয় ঠাকুর স্পোর্টস হিমাচল প্রদেশ
রাজীব তারানাথ আর্টস কর্ণাটক
সালুমারাদা থিম্মাক্কা সামাজিক কাজ কর্ণাটক
যমুনা টুডু সামাজিক কাজ ঝাড়খণ্ড
ভারত ভূষণ ত্যাগী অন্যান্য উত্তর প্রদেশ
রামাস্বামী ভেঙ্কটস্বামী মেডিসিন তামিলনাড়ু
রাম শরণ ভার্মা অন্যান্য উত্তর প্রদেশ
স্বামী বিশুধানন্দ অন্যান্য কেরালা
হীরালাল যাদব আর্টস উত্তরপ্রদেশ
ভেঙ্কটেশ্বর রাও ইয়াদলাপল্লী অন্যান্য অন্ধ্রপ্রদেশ

আরও পড়ুন – আইন অমান্য আন্দোলন কি? আইন অমান্য আন্দোলনের কারণ

আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন বা অসুবিধা হয়, তাহলে আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন যাদের এর প্রয়োজন হবে।

Share via:

মন্তব্য করুন