নবম শ্রেণী – ইতিহাস – বিংশ শতকে ইউরোপ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

আজকের আর্টিকেলে আমরা নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, “বিংশ শতকে ইউরোপ,” এর উপর ভিত্তি করে অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারণ, এসব প্রশ্ন প্রায়ই স্কুল পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় উঠে আসে।

Table of Contents

নবম শ্রেণী – ইতিহাস- বিংশ শতকে ইউরোপ 1

রাশিয়ার সম্রাটদের কী বলা হত?

রাশিয়ার সম্রাটদের ‘জার’ বলা হত।

জারের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল?

জারের সাম্রাজ্য বাল্টিক থেকে প্রশান্ত মহাসাগর, কৃষ্ণসাগর থেকে কাস্পিয়ান সাগর হয়ে আরব সাগর পর্যন্ত বিস্তৃত ছিল।

রাশিয়ার কোন জার ভূমিদাসদের মুক্তির জন্য আইন প্রণয়ন করেন?

জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্তির জন্য আইন প্রণয়ন করেন।

রাশিয়ার একজন উদারপন্থী জারের নাম লেখো।

রাশিয়ার একজন উদারপন্থী জার হলেন দ্বিতীয় আলেকজান্ডার।

ভূমিদাসদের মুক্তিনামাকে অগ্রাহ্য করেন কোন জার?

ভূমিদাসদের মুক্তিনামাকে অগ্রাহ্য করেন জার তৃতীয় আলেকজান্ডার।

কোন জারের আমলে রাশিয়ায় সাহিত্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ করা যায়?

জার প্রথম নিকোলাসের আমলে রাশিয়ায় সাহিত্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ করা যায়।

রাশিয়ায় কোন রাজবংশ 300 বছর রাজত্ব করেছিল?

রাশিয়ায় রোমানভ রাজবংশ 300 বছর রাজত্ব করেছিল।

রুশ জার দ্বিতীয় নিকোলাস কোন বংশের শাসক ছিলেন?

রুশ জার দ্বিতীয় নিকোলাস রোমানভ বংশের শাসক ছিলেন।

বুলিঘিন শাসনতন্ত্র কে চালু করেন?

বুলিঘিন শাসনতন্ত্র চালু করেন জার দ্বিতীয় নিকোলাস।

জার দ্বিতীয় নিকোলাস কবে সিংহাসন ত্যাগ করেন?

জার দ্বিতীয় নিকোলাস 1917 খ্রিস্টাব্দের 14 মার্চ সিংহাসন ত্যাগ করেন।

কত খ্রিস্টাব্দে রাশিয়ায় রোমানভ বংশের শাসনের অবসান ঘটে?

1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় রোমানভ বংশের শাসনের অবসান ঘটে।

রাশিয়ায় জারতন্ত্রের পতন কবে হয়?

রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের ফলে জারতন্ত্রের পতন হয়।

রাশিয়ার শেষ জার কে ছিলেন?

রাশিয়ার শেষ জার ছিলেন দ্বিতীয় নিকোলাস।

1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার জার কে ছিলেন?

1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার জার ছিলেন দ্বিতীয় নিকোলাস।

রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় কোন বংশের শাসনের অবসান হয়?

রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় রোমানভ বংশের শাসনের অবসান হয়।

বলশেভিক বিপ্লবের পূর্বে মোট কতজন জার রাজত্ব করেছিলেন রাশিয়াতে?

বলশেভিক বিপ্লবের পূর্বে মোট 18 জন জার রাজত্ব করেছিলেন রাশিয়াতে।

রাশিয়াতে বলশেভিক আন্দোলন সংঘটিত হয় কোন জারের রাজত্বকালে?

রাশিয়াতে বলশেভিক আন্দোলন সংঘটিত হয় জার দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে।

ডুমা কী?

রাশিয়ার নির্বাচিত আইনসভা ডুমা নামে পরিচিত।

কত খ্রিস্টাব্দে ডুমা-র প্রথম অধিবেশন বসে?

1906 খ্রিস্টাব্দে ডুমা-র প্রথম অধিবেশন বসে।

1905 খ্রিস্টাব্দের পূর্বে রাশিয়ার সমাজ কত ভাগে বিভক্ত ছিল?

1905 খ্রিস্টাব্দের পূর্বে রাশিয়ার সমাজ সুবিধাভোগী অভিজাত ও সুবিধাবঞ্চিত দরিদ্র কৃষক— এই দুটি শ্রেণিতে বিভক্ত ছিল।

নিহিলিস্ট কারা?

নিহিলিস্ট রাশিয়ার এক চরমপন্থী গোষ্ঠী ছিল যারা সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর বিরোধিতা করতো।

নিহিলিস্ট শব্দটি কে, কোথায় প্রথম ব্যবহার করেন?

নিহিলিস্ট শব্দটি ইভান তুর্গেনেভ তাঁর Fathers and Sons (রুশ: Отцы и дети) উপন্যাসে প্রথম ব্যবহার করেন।

নারোদনিক আন্দোলন রাশিয়ায় কবে শুরু হয়?

নারোদনিক আন্দোলন রাশিয়ায় 1874 খ্রিস্টাব্দে শুরু হয়।

নারোদ কথার অর্থ কী?

নারোদ কথার অর্থ হলো জনগণ।

নারোদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন?

নারোদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন আলেকজান্ডার হার্জেন।

পোর্টসমাউথের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?

পোর্টসমাউথের সন্ধি 1905 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।

পোর্টসমাউথের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

পোর্টসমাউথের সন্ধি রাশিয়া ও জাপানের মধ্যে স্বাক্ষরিত হয়।

রক্তাক্ত রবিবার-এর ঘটনাটি কোথায় ঘটেছিল?

রক্তাক্ত রবিবার-এর ঘটনাটি ঘটেছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে।

রক্তাক্ত রবিবার-এর ঘটনা কত খ্রিস্টাব্দে ঘটেছিল?

রক্তাক্ত রবিবার-এর ঘটনা 1905 খ্রিস্টাব্দে ঘটেছিল।

সোভিয়েত কী?

রাশিয়ার গ্রাম ও শহরের সাধারণ মানুষদের নিয়ে গঠিত পরিষদকে ‘সোভিয়েত’ বলা হতো।

সোভিয়েত কথার অর্থ কী ছিল?

সোভিয়েত কথার অর্থ ছিল পরিষদ।

1905 খ্রিস্টাব্দের বিপ্লব 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের ড্রেস রিহার্সাল – কার উক্তি?

1905 খ্রিস্টাব্দের বিপ্লব 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের ড্রেস রিহার্সাল—এটি লিও ট্রটস্কির উক্তি।

মির কাদের বলা হত?

রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে মির বলা হতো।

কুলাক কাদের বলা হয়?

রাশিয়ার ধনী কৃষক বা জমিদার শ্রেণিকে কুলাক বলা হতো।

কার সংস্কারের ফলে রাশিয়াতে জোতদার প্রথা ব্যাপকভাবে চালু হয়?

স্টোলিপিনের সংস্কারের ফলে রাশিয়াতে জোতদার প্রথা ব্যাপকভাবে চালু হয়।

স্টোলিপিন কত খ্রিস্টাব্দে নিহত হন?

স্টোলিপিন 1911 খ্রিস্টাব্দে নিহত হন।

কোন্ কুখ্যাত সন্ন্যাসী দ্বিতীয় নিকোলাসের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেছিল?

গ্রিগরি রাসপুটিন দ্বিতীয় নিকোলাসের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেছিল।

রুশদের কাছে স্বৈরাচারিতার চিত্র কারা তুলে ধরেন?

রুশদের কাছে স্বৈরাচারিতার চিত্র তুলে ধরেন রাশিয়ার সাহিত্যিক ও দার্শনিকরা।

বাকুনিন কে ছিলেন?

বাকুনিন ছিলেন রাশিয়ার নৈরাজ্যবাদী বিপ্লবী।

রাশিয়ায় কত খ্রিস্টাব্দে সোশ্যাল ডেমোক্র্যাটিক দল প্রতিষ্ঠিত হয়?

রাশিয়ায় 1898 খ্রিস্টাব্দে সোশ্যাল ডেমোক্র্যাটিক দল প্রতিষ্ঠিত হয়।

সোশ্যাল ডেমোক্র্যাটিক দল কে প্রতিষ্ঠা করেন?

সোশ্যাল ডেমোক্র্যাটিক দল প্রতিষ্ঠা করেন জর্জ প্লেখানভ।

বলশেভিক কথার অর্থ কী?

বলশেভিক কথার অর্থ হলো সংখ্যাগরিষ্ঠ।

রাশিয়ার বলশেভিক দলের প্রধান নেতা কে ছিলেন?

রাশিয়ার বলশেভিক দলের প্রধান নেতা ছিলেন ভ্লাদিমির ইলিচ লেনিন।

লেনিনের প্রকৃত নাম কী?

লেনিনের প্রকৃত নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ।

লেনিনের পূর্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক ভাবধারা কে প্রচার করেছিলেন?

লেনিনের পূর্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক ভাবধারা প্রচার করেছিলেন আলেকজান্ডার হার্জেন।

বলশেভিক দলের মুখপত্রের নাম কী?

বলশেভিক দলের মুখপত্রের নাম হলো প্রাভদা

প্রাভদা পত্রিকাটি কবে প্রকাশিত হয়?

প্রাভদা পত্রিকাটি 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

শ্রমিকশ্রেণির একনায়কতন্ত্র স্থাপনে কারা আগ্রহী ছিলেন?

শ্রমিকশ্রেণির একনায়কতন্ত্র স্থাপনে বলশেভিকরা আগ্রহী ছিলেন।

মেনশেভিক কথার অর্থ কী?

মেনশেভিক কথার অর্থ হলো সংখ্যালঘিষ্ঠ।

আলেকজান্ডার কেরেনস্কি কে ছিলেন?

আলেকজান্ডার কেরেনস্কি ছিলেন রাশিয়ার মেনশেভিক দলের প্রধান নেতা।

কেরেনস্কি সরকারের সামরিক প্রধান কে ছিলেন?

কেরেনস্কি সরকারের সামরিক প্রধান ছিলেন জেনারেল কর্নিলভ।

জুলিয়ান ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে কতদিন পিছিয়ে থাকে?

জুলিয়ান ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে 13 দিন পিছিয়ে থাকে।

1917 খ্রিস্টাব্দের দ্বিতীয় বিপ্লবটি কী ধরনের বিপ্লব ছিল?

1917 খ্রিস্টাব্দের দ্বিতীয় বিপ্লবটি সমাজতান্ত্রিক বিপ্লব ছিল।

বলশেভিক বিপ্লব কবে অনুষ্ঠিত হয়?

বলশেভিক বিপ্লব 1917 খ্রিস্টাব্দের 7 নভেম্বর (25 অক্টোবর পুরনো ক্যালেন্ডার অনুযায়ী) রাশিয়ায় অনুষ্ঠিত হয়।

বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ায় কোন্ ক্যালেন্ডার মেনে চলা হত?

বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ায় জুলিয়ান ক্যালেন্ডার মেনে চলা হত।

রাশিয়ার বলশেভিক বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন?

রাশিয়ার বলশেভিক বিপ্লবের প্রধান নেতা ছিলেন লেনিন।

রুশ বিপ্লবের জনক কাকে বলা হয়?

রুশ বিপ্লবের জনক বলা হয় লেনিনকে।

All power to the Soviets – কার উক্তি?

All power to the Soviets – লেনিনের উক্তি।

এপ্রিল থিসিস – এর প্রবক্তা কে ছিলেন?

এপ্রিল থিসিস-এর প্রবক্তা ছিলেন লেনিন।

লেনিন কখন এপ্রিল থিসিস ঘোষণা করেন?

লেনিন 1917 খ্রিস্টাব্দের 16 এপ্রিল ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন।

বলশেভিক বিপ্লবে লেনিনের প্রধান সহযোগী কে ছিলেন?

বলশেভিক বিপ্লবে লেনিনের প্রধান সহযোগী ছিলেন লিওন ট্রটস্কি।

কার নেতৃত্বে রাশিয়ায় রেড গার্ড বা লাল ফৌজ গঠিত হয়েছিল?

লিওন ট্রটস্কির নেতৃত্বে রাশিয়ায় রেড গার্ড বা লাল ফৌজ গঠিত হয়েছিল।

ইসক্রা পত্রিকা প্রথম কে প্রকাশ করেন?

ইসক্রা পত্রিকা প্রথম প্রকাশ করেন ভ্লাদিমির লেনিন।

ইসক্রা পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?

ইসক্রা পত্রিকা 1900 সালে প্রথম প্রকাশিত হয়।

ইসক্রা শব্দের অর্থ কী?

ইসক্রা শব্দের অর্থ হলো স্ফুলিঙ্গ।

রুশ বিপ্লব সফল হয় কবে?

রুশ বিপ্লব সফল হয় 1917 সালের 7 নভেম্বর (জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 25 অক্টোবর)।

রাশিয়ায় কার নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়?

রাশিয়ায় ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়।

1917 সালে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের প্রধান নেতা কে ছিলেন?

1917 সালে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের প্রধান নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন।

1917 সালে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের বিদেশমন্ত্রী কে ছিলেন?

1917 সালে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের বিদেশমন্ত্রী ছিলেন লেভ ট্রটস্কি।

1917 সালে রুশ বিপ্লবের পর রাশিয়ার নতুন নামকরণ কী হয়?

1917 সালে রুশ বিপ্লবের পর রাশিয়ার নতুন নাম হয় ‘ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস’ (USSR)।

বিশ্বে সর্বপ্রথম কোন দেশে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?

বিশ্বে সর্বপ্রথম রাশিয়ায় সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।

বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন ভ্লাদিমির লেনিন।

কবে রাশিয়ার রাজধানী পেট্রোগ্রাড থেকে মস্কোতে স্থানান্তরিত হয়?

1918 সালের 12 মার্চ রাশিয়ার রাজধানী পেট্রোগ্রাড থেকে মস্কোতে স্থানান্তরিত হয়।

চেকা কী?

চেকা হলো লেনিনের নির্দেশে ফেলিক্স জেরজিনস্কির নেতৃত্বে গঠিত একটি গুপ্ত পুলিশ বাহিনী, যা পরবর্তীতে এনকেভিডি এবং কেজিবি নামে পরিচিত হয়।

স্ট্যালিনের প্রকৃত নাম কী?

স্ট্যালিনের প্রকৃত নাম হলো জোসেফ ভিসারিওনোভিচ জুগাশভিলি।

নতুন অর্থনৈতিক নীতি বা NEP কে প্রবর্তন করেন?

নতুন অর্থনৈতিক নীতি বা NEP লেনিন প্রবর্তন করেন।

কত সালে লেনিন NEP বা নতুন অর্থনৈতিক নীতি চালু করেন?

1921 সালে লেনিন NEP বা নতুন অর্থনৈতিক নীতি চালু করেন।

লেনিনের নতুন অর্থনৈতিক নীতির মূল বৈশিষ্ট্য কী?

লেনিনের নতুন অর্থনৈতিক নীতির মূল বৈশিষ্ট্য ছিল ধনতন্ত্র ও সমাজতন্ত্রের কার্যকরী মিশ্রণ।

অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে কবে যুদ্ধ ঘোষণা করে?

অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে 1914 সালের 28 জুলাই যুদ্ধ ঘোষণা করে।

কত সালে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়?

1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়।

ইংল্যান্ড কবে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়?

ইংল্যান্ড 1914 সালের 4 আগস্ট প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়।

আমেরিকা কত সালে মিত্রপক্ষে যোগ দেয়?

আমেরিকা 1917 সালে মিত্রপক্ষে যোগ দেয়।

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে কে চোদ্দো দফা নীতি ঘোষণা করেন?

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে উড্রো উইলসন চোদ্দো দফা নীতি ঘোষণা করেন।

উড্রো উইলসন কে ছিলেন?

উড্রো উইলসন ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।

উড্রো উইলসন কবে তাঁর চোদ্দো দফা নীতি ঘোষণা করেন?

উড্রো উইলসন 1918 সালের 8 জানুয়ারি তাঁর চোদ্দো দফা নীতি ঘোষণা করেন।

ব্রেস্ট-লিটভস্কের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

ব্রেস্ট-লিটভস্কের সন্ধি রাশিয়া ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়।

ব্রেস্ট-লিটভস্কের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?

ব্রেস্ট-লিটভস্কের সন্ধি 1918 সালে স্বাক্ষরিত হয়।

জার্মানি কবে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে?

জার্মানি 1918 সালের 11 নভেম্বর মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।

কবে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে?

1918 সালের 11 নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে।

কত সালে প্যারিস শান্তি সম্মেলন আহুত হয়?

1919 সালে প্যারিস শান্তি সম্মেলন আহুত হয়।

প্যারিস শান্তি সম্মেলন কোথায় হয়েছিল?

প্যারিস শান্তি সম্মেলন হয়েছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে।

প্যারিস শান্তি সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি কে ছিলেন?

প্যারিস শান্তি সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি ছিলেন ডেভিড লয়েড জর্জ।

প্যারিস শান্তি সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন?

প্যারিস শান্তি সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন জর্জ ক্লেমেনশোঁ।

প্যারিস শান্তি সম্মেলনে ইটালির প্রতিনিধি কে ছিলেন?

প্যারিস শান্তি সম্মেলনে ইটালির প্রতিনিধি ছিলেন ভিট্টোরিও অর্ল্যান্ডো।

প্যারিস শান্তি সম্মেলনে আমেরিকার প্রতিনিধি কে ছিলেন?

প্যারিস শান্তি সম্মেলনে আমেরিকার প্রতিনিধি ছিলেন উড্রো উইলসন।

প্যারিস সম্মেলনে জার্মানির সঙ্গে মিত্রপক্ষের কোন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?

প্যারিস সম্মেলনে জার্মানির সঙ্গে মিত্রপক্ষের ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।

প্রথম বিশ্বযুদ্ধের পর কাদের মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়?

প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্রপক্ষ ও পরাজিত জার্মানির মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়।

প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়?

প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালের 28 জুন ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়।

ভার্সাই সন্ধির মাধ্যমে কোন দেশের উপনিবেশগুলি অছি রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়?

ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানির উপনিবেশগুলি অছি রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়।

কোন ঐতিহাসিক ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলেছেন?

লিপসন, রাইকার, সিডম্যান প্রমুখ ঐতিহাসিক ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলেছেন।

কোন সন্ধি অনুসারে যুগোশ্লাভিয়া দেশটি গঠিত হয়?

সেন্ট জার্মেইন-এর সন্ধি অনুসারে যুগোশ্লাভিয়া দেশটি গঠিত হয়।

কোন সন্ধি অনুসারে চেকোশ্লোভাকিয়া নামে নতুন রাষ্ট্র গঠিত হয়?

সেন্ট জার্মেইন-এর সন্ধি অনুসারে চেকোশ্লোভাকিয়া নামে নতুন রাষ্ট্র গঠিত হয়।

কোন সন্ধির দ্বারা বুলগেরিয়া বলকান অঞ্চলের উপর অধিকার হারায়?

নিউলির সন্ধির দ্বারা বুলগেরিয়া বলকান অঞ্চলের উপর অধিকার হারায়।

কোন সন্ধির দ্বারা ইসলাম জগতের ধর্মগুরুকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়?

সেভরের সন্ধির দ্বারা ইসলাম জগতের ধর্মগুরুকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

জার্মানির ক্ষতিপূরণ প্রদান এক বছর স্থগিত হয় কেন?

1929 সালে বিশ্বব্যাপী মহামন্দার ফলে জার্মানির ক্ষতিপূরণ প্রদান এক বছর স্থগিত হয়।

কোন প্রস্তাব অনুসারে জাতিসংঘ গড়ে ওঠে?

উড্রো উইলসনের চোদ্দো দফা নীতি অনুসারে জাতিসংঘ গড়ে ওঠে।

জাতিসংঘ বা লিগ অফ নেশনস-এর প্রথম অধিবেশন কখন বসে?

জাতিসংঘ বা লিগ অফ নেশনস-এর প্রথম অধিবেশন বসে 1920 সালের 10 জানুয়ারি।

জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?

জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রুমন্ড।

কত সালে আনুষ্ঠানিকভাবে লিগের মৃত্যু ঘোষণা করা হয়?

1946 সালে আনুষ্ঠানিকভাবে লিগের মৃত্যু ঘোষণা করা হয়।

প্রথম বিশ্বযুদ্ধের পর কত সালে আমেরিকায় মহামন্দা দেখা দেয়?

প্রথম বিশ্বযুদ্ধের পর 1929 সালে বিশ্ব অর্থনীতিতে মহামন্দা দেখা দেয়।

প্রথম বিশ্বযুদ্ধের পর কত খ্রিস্টাব্দে আমেরিকায় মহামন্দা দেখা দেয়?

প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২৯ খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনীতিতে মহামন্দা দেখা দেয় ।

মহামন্দার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কোন দেশটি?

মহামন্দার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।

1929 খ্রিস্টাব্দের মহামন্দা সূচিত হয় কোন শেয়ার বাজার ধ্বংসের ফলে?

1929 খ্রিস্টাব্দের মহামন্দা সূচিত হয়েছিল নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট শেয়ার বাজারের ধ্বংসের ফলে।

নিউ ডিল কথার অর্থ কী?

নিউ ডিল কথার অর্থ হল নতুন সমঝোতা বা পুনর্গঠন।

নিউ ডিল কে প্রবর্তন করেন?

নিউ ডিল প্রবর্তন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডেলানো রুজভেল্ট।

হুভার মোরাটোরিয়াম-এর উদ্‌গাতা কে?

হুভার মোরাটোরিয়াম-এর উদ্‌গাতা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হারবার্ট হুভার।

মোরাটোরিয়াম কথার অর্থ কী?

মোরাটোরিয়াম কথার অর্থ হল ঋণ প্রদান স্থগিতাদেশ।

প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালি কোন পক্ষে যোগ দিয়েছিল?

প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালি আঁতাত শক্তি পক্ষে যোগ দিয়েছিল।

কোন দেশে প্রথম ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল?

ইতালিতে প্রথম ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল।

মুসোলিনির নেতৃত্বে কোন দল ইতালিতে ক্ষমতায় আসে?

মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দল ইতালিতে ক্ষমতায় আসে।

ইটালিতে কে ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন?

ইতালিতে বেনিটো মুসোলিনি ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

ফ্যাসিস্ট দলের উৎপত্তি কোথায় হয়?

ফ্যাসিস্ট দলের উৎপত্তি হয়েছিল ইতালিতে।

ফ্যাসিস্ট দল কে প্রতিষ্ঠা করেছিলেন?

ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেছিলেন বেনিটো মুসোলিনি।

কত খ্রিস্টাব্দে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠিত হয়?

1919 খ্রিস্টাব্দে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠিত হয়।

ফ্যাসিবাদ কথাটির উদ্ভব কোন শব্দ থেকে হয়েছে?

ফ্যাসিবাদ কথাটির উদ্ভব ‘ফ্যাসেস’ শব্দ থেকে হয়েছে।

ফ্যাসেস কীসের প্রতীক?

ফ্যাসেস সর্বময় ক্ষমতার প্রতীক।

ফ্যাসিস্ট দলের সর্বাধিনায়ক কে ছিলেন?

ফ্যাসিস্ট দলের সর্বাধিনায়ক ছিলেন বেনিটো মুসোলিনি।

কোন দলের সদস্যরা কালো কোর্তা নামে পরিচিত ছিল?

ফ্যাসিস্ট দলের সদস্যরা ‘কালো কোর্তা’ নামে পরিচিত ছিল।

কালো কোর্তা কাদের বলা হত?

কালো পোশাক পরিহিত ফ্যাসিস্ট আধা-সামরিক বাহিনীকে ‘কালো কোর্তা’ বলা হত।

মুসোলিনি কত খ্রিস্টাব্দে ইতালির প্রধানমন্ত্রীর পদ লাভ করেছিলেন?

মুসোলিনি 1922 খ্রিস্টাব্দে ইতালির প্রধানমন্ত্রীর পদ লাভ করেছিলেন।

স্পেনের গৃহযুদ্ধের পূর্বে জেনারেল ফ্রাঙ্কোকে কোথায় নির্বাসিত করা হয়েছিল?

স্পেনের গৃহযুদ্ধের পূর্বে জেনারেল ফ্রাঙ্কোকে ক্যানারি দ্বীপপুঞ্জে নির্বাসিত করা হয়েছিল।

স্পেনের গৃহযুদ্ধের নায়ক কাকে বলা হয়?

স্পেনের গৃহযুদ্ধের নায়ক বলা হয় জেনারেল ফ্রাঙ্কোকে।

কডিলো কাকে বলা হয়?

কডিলো বলা হয় জেনারেল ফ্রাঙ্কোকে।

স্পেনের গৃহযুদ্ধকে কোন ঐতিহাসিক খুদে বিশ্বযুদ্ধ বলে অ্যাখ্যা দেন?

স্পেনের গৃহযুদ্ধকে ঐতিহাসিক হিউ টমাস ‘খুদে বিশ্বযুদ্ধ’ বলে অ্যাখ্যা দেন।

আজকের আর্টিকেলে আমরা নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, “বিংশ শতকে ইউরোপ,” এর অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় উঠে আসে। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে অসুবিধা হয়, তবে টেলিগ্রামের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করবো। ধন্যবাদ।


Share via:

মন্তব্য করুন