এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

4টি বাল্ব (100 ওয়াট, 200 ভোল্ট) প্রতিদিন 10 ঘণ্টা এবং 4টি পাখা (80 ওয়াট) প্রতিদিন 15 ঘণ্টা করে ব্যবহৃত হলে, প্রতি ইউনিট 7 টাকা হিসেবে 1 মাসের বিদ্যুৎ খরচ কত হবে?

এই আর্টিকলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গাণিতিক প্রশ্ন “4টি বাল্ব (100 ওয়াট, 200 ভোল্ট) প্রতিদিন 10 ঘণ্টা এবং 4টি পাখা (80 ওয়াট) প্রতিদিন 15 ঘণ্টা করে ব্যবহৃত হলে, প্রতি ইউনিট 7 টাকা হিসেবে 1 মাসের বিদ্যুৎ খরচ কত হবে?” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় প্রাই দেখা যাই।

4টি বাল্ব (100 ওয়াট, 200 ভোল্ট) প্রতিদিন 10 ঘণ্টা এবং 4টি পাখা (80 ওয়াট) প্রতিদিন 15 ঘণ্টা করে ব্যবহৃত হলে, প্রতি ইউনিট 7 টাকা হিসেবে 1 মাসের বিদ্যুৎ খরচ কত হবে?

4টি বাল্ব (100 ওয়াট, 200 ভোল্ট) প্রতিদিন 10 ঘণ্টা এবং 4টি পাখা (80 ওয়াট) প্রতিদিন 15 ঘণ্টা করে ব্যবহৃত হলে, প্রতি ইউনিট 7 টাকা হিসেবে 1 মাসের বিদ্যুৎ খরচ কত হবে?

বাল্বের ক্ষেত্রে

মোট বাল্বের ওয়াট – 100 ওয়াট × 4 = 400 ওয়াট = 0.4 কিলোওয়াট (kW)
দৈনিক ব্যবহার – 10 ঘণ্টা
দৈনিক বিদ্যুৎ খরচ – 0.4 kW × 10 ঘণ্টা = 4 কিলোওয়াট-ঘণ্টা (kWh)
মাসিক বিদ্যুৎ খরচ (30 দিন) – 4 kWh × 30 = 120 kWh

পাখার ক্ষেত্রে –

মোট পাখার ওয়াট - 80 ওয়াট × 4 = 320 ওয়াট = 0.320 কিলোওয়াট (kW)
দৈনিক ব্যবহার - 15 ঘণ্টা
দৈনিক বিদ্যুৎ খরচ - 0.320 kW × 15 ঘণ্টা = 4.8 কিলোওয়াট-ঘণ্টা (kWh)
মাসিক বিদ্যুৎ খরচ (30দিন) - 4.8 kWh × 30 = 144 kWh

মোট বিদ্যুৎ খরচ –

মোট মাসিক বিদ্যুৎ খরচ - 120 kWh + 144 kWh = 264  kWh

টাকার হিসেবে খরচ –

প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য - 7 টাকা
মোট মাসিক খরচ - 264 kWh × 7 টাকা/kWh = 1848টাকা

এই আর্টিকলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গাণিতিক প্রশ্ন “4টি বাল্ব (100 ওয়াট, 200 ভোল্ট) প্রতিদিন 10 ঘণ্টা এবং 4টি পাখা (80 ওয়াট) প্রতিদিন 15 ঘণ্টা করে ব্যবহৃত হলে, প্রতি ইউনিট 7 টাকা হিসেবে 1 মাসের বিদ্যুৎ খরচ কত হবে?” নিয়ে আলোচনা করেছি। আশা করি, এই নিবন্ধটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত। ধন্যবাদ!

Share via:

মন্তব্য করুন