এই আর্টিকলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গাণিতিক প্রশ্ন “4টি বাল্ব (100 ওয়াট, 200 ভোল্ট) প্রতিদিন 10 ঘণ্টা এবং 4টি পাখা (80 ওয়াট) প্রতিদিন 15 ঘণ্টা করে ব্যবহৃত হলে, প্রতি ইউনিট 7 টাকা হিসেবে 1 মাসের বিদ্যুৎ খরচ কত হবে?” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় প্রাই দেখা যাই।
4টি বাল্ব (100 ওয়াট, 200 ভোল্ট) প্রতিদিন 10 ঘণ্টা এবং 4টি পাখা (80 ওয়াট) প্রতিদিন 15 ঘণ্টা করে ব্যবহৃত হলে, প্রতি ইউনিট 7 টাকা হিসেবে 1 মাসের বিদ্যুৎ খরচ কত হবে?
বাল্বের ক্ষেত্রে –
মোট বাল্বের ওয়াট – 100 ওয়াট × 4 = 400 ওয়াট = 0.4 কিলোওয়াট (kW)
দৈনিক ব্যবহার – 10 ঘণ্টা
দৈনিক বিদ্যুৎ খরচ – 0.4 kW × 10 ঘণ্টা = 4 কিলোওয়াট-ঘণ্টা (kWh)
মাসিক বিদ্যুৎ খরচ (30 দিন) – 4 kWh × 30 = 120 kWh
পাখার ক্ষেত্রে –
মোট পাখার ওয়াট - 80 ওয়াট × 4 = 320 ওয়াট = 0.320 কিলোওয়াট (kW)
দৈনিক ব্যবহার - 15 ঘণ্টা
দৈনিক বিদ্যুৎ খরচ - 0.320 kW × 15 ঘণ্টা = 4.8 কিলোওয়াট-ঘণ্টা (kWh)
মাসিক বিদ্যুৎ খরচ (30দিন) - 4.8 kWh × 30 = 144 kWh
মোট বিদ্যুৎ খরচ –
মোট মাসিক বিদ্যুৎ খরচ - 120 kWh + 144 kWh = 264 kWh
টাকার হিসেবে খরচ –
প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য - 7 টাকা
মোট মাসিক খরচ - 264 kWh × 7 টাকা/kWh = 1848টাকা
এই আর্টিকলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গাণিতিক প্রশ্ন “4টি বাল্ব (100 ওয়াট, 200 ভোল্ট) প্রতিদিন 10 ঘণ্টা এবং 4টি পাখা (80 ওয়াট) প্রতিদিন 15 ঘণ্টা করে ব্যবহৃত হলে, প্রতি ইউনিট 7 টাকা হিসেবে 1 মাসের বিদ্যুৎ খরচ কত হবে?” নিয়ে আলোচনা করেছি। আশা করি, এই নিবন্ধটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত। ধন্যবাদ!