ভারতে শীতকাল শুষ্ক ও গ্রীষ্মকাল আর্দ্র হয় কেন?

Rohit

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে শীতকাল শুষ্ক ও গ্রীষ্মকাল আর্দ্র হয় কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলবায়ু” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতে শীতকাল শুষ্ক ও গ্রীষ্মকাল আর্দ্র হয় কেন-মাধ্যমিক ভূগোল
ভারতে শীতকাল শুষ্ক ও গ্রীষ্মকাল আর্দ্র হয় কেন-মাধ্যমিক ভূগোল
Contents Show

ভারতে শীতকাল শুষ্ক ও গ্রীষ্মকাল আর্দ্র হয় কেন?

ভারতে শীতকাল শুষ্ক কারণ –

সূর্যরশ্মির পতনকোণ –

শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে লম্বভাবে এবং উত্তর গোলার্ধে তির্যকভাবে কিরণ দেয়। ফলে উত্তর গোলার্ধে উষ্ণতা কম ও উচ্চচাপ বিরাজ করে এবং দক্ষিণ গোলার্ধে উষ্ণতা বেশি থাকে এবং নিম্নচাপ বিরাজ করে।

উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে বায়ুপ্রবাহ –

শীতকালে শীতল-শুষ্ক উত্তর-পূর্ব মৌসুমি বায়ু ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ফলে এই বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায় এবং জলীয়বাষ্পের পরিমাণ বাড়ে। এই বায়ুর প্রভাবে ভারতে করমণ্ডল উপকূল ছাড়া ভারতের অন্য স্থানেও বৃষ্টি হয়। তাই ভারতের শীতকাল শুষ্ক প্রকৃতির।

বায়ুপ্রবাহের দিক –

শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করে। তাই এই বায়ুতে যথেষ্ট পরিমাণ জলীয় বাষ্প থাকে না।

ভারতে গ্রীষ্মকাল আর্দ্র কারণ –

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব –

গ্রীষ্মকালে উত্তর-পশ্চিম ভারতের ওপর সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর ও আরবসাগরের ওপর সৃষ্ট উচ্চচাপ অঞ্চল থেকে আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে।

জলীয় বাষ্পের প্রাচুর্য –

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর ও আরবসাগরের ওপর দিয়ে আসে বলে প্রচুর জলীয়বাষ্প পূর্ণ থাকে এবং সারা ভারত জুড়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

শীতকালে ভারতের আবহাওয়া শুষ্ক হয় কেন?

শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়, ফলে উত্তর গোলার্ধে (ভারত সহ) তাপমাত্রা কমে যায় এবং উচ্চচাপ সৃষ্টি হয়। এই সময়ে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হয় বলে এটি শুষ্ক ও ঠাণ্ডা হয়।

শীতকালে ভারতে বৃষ্টিপাত কম হয় কেন?

শীতকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, কারণ বায়ুটি স্থলভাগ (মধ্য এশিয়া) থেকে আসে এবং সমুদ্রের আর্দ্রতা শোষণ করে না। তাই অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত হয় না (করমণ্ডল উপকূল বাদে)।

গ্রীষ্মকালে ভারতে আর্দ্রতা বেশি হয় কেন?

গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়, ফলে ভারতের ওপর নিম্নচাপ সৃষ্টি হয়। এই নিম্নচাপের টানে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে, ফলে বৃষ্টিপাত হয়।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কীভাবে বৃষ্টি আনে?

এই বায়ু উষ্ণ সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রচুর জলীয় বাষ্প শোষণ করে। যখন এটি স্থলভাগে প্রবেশ করে, তখন পর্বত বা উষ্ণ বায়ুর সংস্পর্শে এসে শীতল হয়ে বৃষ্টিপাত ঘটায়।

শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু শুষ্ক হয় কেন?

এই বায়ুটি মধ্য এশিয়ার শীতল ও শুষ্ক অঞ্চল থেকে আসে এবং সমুদ্রের সংস্পর্শে আসে না, তাই এটি আর্দ্রতা বহন করে না। ফলে শীতকালে ভারতে শুষ্ক আবহাওয়া বিরাজ করে।

করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টি হয় কেন?

উত্তর-পূর্ব মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় কিছু আর্দ্রতা শোষণ করে। এই আর্দ্র বায়ু পূর্বঘাট পর্বতের সংস্পর্শে এসে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়।

গ্রীষ্মকালে ভারতে তাপমাত্রা বেশি হয় কেন?

গ্রীষ্মকালে সূর্যরশ্মি সরাসরি উত্তর গোলার্ধে পড়ে, ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। এ সময় স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয় এবং নিম্নচাপের সৃষ্টি করে, যা মৌসুমি বায়ুকে আকর্ষণ করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে শীতকাল শুষ্ক ও গ্রীষ্মকাল আর্দ্র হয় কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলবায়ু” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

মৌসুমি বিস্ফোরণ কী

মৌসুমি বিস্ফোরণ কী? ভারতে মৌসুমি বায়ুর ওপর জেটবায়ু কীভাবে প্রভাব বিস্তার করে।

ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে এল-নিনো ও লা-নিনার প্রভাব লেখো।-মাধ্যমিক ভূগোল

ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে এল-নিনো ও লা-নিনার প্রভাব লেখো।

ভারতে খরা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়

ভারতে প্রায়ই খরা হয় কেন? ভারতে খরা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?

About The Author

Rohit

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণি – বাংলা – আকাশে সাতটি তারা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণি বাংলা – আকাশে সাতটি তারা – বিষয়সংক্ষেপ

নবম শ্রেণি বাংলা – খেয়া – রচনাধর্মী প্রশ্নোত্তর

নবম শ্রেণি বাংলা – খেয়া – সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

নবম শ্রেণি বাংলা – খেয়া – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর