ভারতের ভৌগলিক অবস্থানের গুরুত্ব – সমুদ্র থেকে দূরত্ব অনুসারে ভারতের অবস্থান

Rahul

আজকে আমরা আমাদের আর্টিকেলে দেখবো ভারতের ভৌগলিক অবস্থানের গুরুত্ব – সমুদ্র থেকে দূরত্ব অনুসারে ভারতের অবস্থান এই প্রশ্ন দশম শ্রেণীর পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশের ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগের প্রশ্ন। ভারতের প্রতিবেশী দেশগুলির নাম – অক্ষাংশ ও দ্রাঘিমা অনুসারে ভারতের অবস্থান। ভারতের ভৌগলিক অবস্থানের গুরুত্ব – সমুদ্র থেকে দূরত্ব অনুসারে ভারতের অবস্থান – আপনি পরীক্ষার জন্য তৈরী করে গেলে আপনি লিখে আস্তে পারবেন।

ভারতের ভৌগলিক অবস্থানের গুরুত্ব - সমুদ্র থেকে দূরত্ব অনুসারে ভারতের অবস্থান

ভারতের ভৌগলিক অবস্থানের গুরুত্ব

ভারত দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যবর্তী একটি দেশ। ভারতের ভৌগোলিক অবস্থান ভারতের অর্থনীতি, প্রতিরক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব বিস্তার করে, যেমন —

  • এই দেশের উপদ্বীপীয় অবস্থান যেমন ভারতকে জলপথে আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধে দেয়, তেমনি বহিঃশত্রুর আক্রমণ থেকেও রক্ষা করে।
  • অন্যদিকে উত্তরের হিমালয় ও পশ্চিমের মরু অঞ্চল বহিঃশত্রুর আক্রমণকে প্রতিহত করতে সাহায্য করার সঙ্গে সঙ্গে গিরিপথগুলির সাহায্যে আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগও বৃদ্ধি করে। এ ছাড়া,
  • তিনদিকে সমুদ্র থাকায় নৌবিদ্যা ও মৎস্যশিকারে ভারত একটি সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। অন্যদিকে,
  • হিমালয় পার্বত্য অঞ্চল পর্যটন শিল্পসহ বিভিন্ন ফলজাত শিল্প ও কাষ্ঠ শিল্পের বিকাশকে প্রভাবিত করেছে।

সমুদ্র থেকে দূরত্ব অনুসারে ভারতের অবস্থান নির্ণয় করো।

এশিয়ার দক্ষিণে এবং ভারত মহাসাগরের উত্তরে ভারত অবস্থিত। ভারতের পূর্বে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর এবং দক্ষিণে ভারত মহাসাগর থাকায় ভারতকে বলে উপদ্বীপ। ভারতের তিনদিকে সমুদ্র থাকায় দেশের কোনো অংশই সমুদ্র থেকে 1700 কিমি-র বেশি দূরে অবস্থিত নয়। ভারতের স্থলসীমার মোট দৈর্ঘ্য 15200 কিমি। আর উপকূলের দৈর্ঘ্য প্রায় 7517 কিমি।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর –

ভারতের সাথে কোন দেশের সীমান্ত দৈর্ঘ্য সবচেয়ে কম?

ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য সবচেয়ে কম আফগানিস্তান। ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত দৈর্ঘ্য মাত্র 106 কিলোমিটার

ভারতের আয়তন ও জনসংখ্যা কত?

ভারতের আয়তন 3,287,263 বর্গ কিলোমিটার।
ভারতের আয়তন 3,287,263 বর্গ কিলোমিটার। এটি বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ।

ভারতের সাথে কোন দেশের সীমান্ত দৈর্ঘ্য সবচেয়ে বেশি?

ভারতের সাথে বাংলাদেশ-এর সীমান্ত দৈর্ঘ্য সবচেয়ে বেশি। 4,096 কিলোমিটার দীর্ঘ এই সীমান্তটি ভারতের পূর্বে অবস্থিত।

এই আর্টিকেলে, আমরা ভারতের ভৌগলিক অবস্থানের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আমরা দেখেছি যে ভারতের অবস্থান এটিকে একটি অনন্য সুবিধা প্রদান করে, যা এর ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনীতিকে প্রভাবিত করেছে।

Please Share This Article

Related Posts

ওহমের সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো।

ওহমের সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো।

বৈদ্যুতিক তার হিসেবে ব্যবহারের ক্ষেত্রে তামা ও অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটি শ্রেষ্ঠতর ও কেন?

বৈদ্যুতিক তার হিসেবে ব্যবহারের ক্ষেত্রে তামা ও অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটি শ্রেষ্ঠতর ও কেন?

ওহমীয় পরিবাহী বলতে কী বোঝো? উদাহরণ দাও। অ-ওহমীয় পরিবাহী বলতে কী বোঝো?

ওহমীয় পরিবাহী ও অ-ওহমীয় পরিবাহী বলতে কী বোঝো? উদাহরণ দাও।

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ওহমের সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো।

বৈদ্যুতিক তার হিসেবে ব্যবহারের ক্ষেত্রে তামা ও অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটি শ্রেষ্ঠতর ও কেন?

ওহমীয় পরিবাহী ও অ-ওহমীয় পরিবাহী বলতে কী বোঝো? উদাহরণ দাও।

মাধ্যমিক ভৌতবিজ্ঞান – চলতড়িৎ – রোধ

শ্রেণি ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধের তুলনামূলক বিশ্লেষণ