“চিৎকারটা হতাশায় ভেঙে পড়ল।” এই উক্তিটি দশম বাংলা সহায়ক পাঠ কোনি উপন্যাস থেকে নেওয়া হয়েছে। “চিৎকারটা হতাশায় ভেঙে পড়ল।” – কার চিৎকার? সেই চিৎকার হতাশায় ভেঙে পড়ার কারণ কী? এই প্রশ্নটি মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য অত্যান্ত গুরুত্তপূর্ণ। কোনি উপন্যাসের এই রচনাধর্মী প্রশ্নটি তৈরী করে গেলে মাধ্যমিক বাংলা পরীক্ষায় একটি ৫ নম্বরের পাওয়া যেতে পারে।
রবীন্দ্র সরোবরে এক মাইল সাঁতার প্রতিযোগিতায় কোনির অংশগ্রহণ ছিল এক আশাবাদী ও বেদনাদায়ক অভিজ্ঞতা। পঁচিশ জন প্রতিযোগীর মধ্যে তিনজন মেয়ে, যাদের একজন ছিল কোনি। তার দাদা কমল, অভাবের কারণে নিজের সাঁতারু হওয়ার স্বপ্ন পূরণ করতে না পারলেও, কোনির মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নের আশা পোষণ করতেন। প্রতিযোগিতায় কোনির সফলতার জন্য কমল জলের পাড় বরাবর দৌড়াচ্ছিলেন, কোনির নাম ধরে চিৎকার করছিলেন। কিন্তু প্রশিক্ষিত প্রতিযোগীদের ভিড়ে কোনি পিছিয়ে পড়তে থাকে। কমল বুঝতে পারেন, কোনির জেতা সম্ভব নয়। কোনির ব্যর্থতা কমলের স্বপ্ন ভেঙে দিলেও, প্রতিযোগিতায় অংশগ্রহণ কোনির সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে।
“চিৎকারটা হতাশায় ভেঙে পড়ল।” – কার চিৎকার? সেই চিৎকার হতাশায় ভেঙে পড়ার কারণ কী?
উদ্দিষ্ট ব্যক্তি – আলোচ্য অংশটি মতি নন্দীর কোনি উপন্যাস থেকে গৃহীত। এখানে কোনির দাদা কমলের চিৎকারের কথা বলা হয়েছে।
চিৎকার হতাশায় পরিণত হওয়ার কারণ –
- সাঁতার প্রতিযোগিতায় কোনির অংশগ্রহণ – রবীন্দ্র সরোবরে এক মাইল সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তাতে পঁচিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল-বাইশটি ছেলে ও তিনটি মেয়ে। এই প্রতিযোগিতায় কোনিও অংশগ্রহণ করেছিল।
- কোনির সফলতার স্বপ্ন – কোনির দাদা কমল কোনিকে নিয়ে অনেক স্বপ্ন দেখত। সংসারের নিদারুণ অভাবে কমলের নিজের সাঁতারু হওয়ার স্বপ্ন ভেঙ্গে গেছে। রাজাবাজারের মোটর গ্যারেজে কাজ করেও অভাবের সংসারে কমলের ইচ্ছা, কোনি যেভাবেই হোক নামকরা সাঁতারু হয়ে উঠুক। অথচ, সে সামর্থ্য তার নেই। রবীন্দ্র সরোবরে দর্শকের ভূমিকায় ছিল কমল। কোনির সাঁতারের সঙ্গে পাল্লা দিয়ে সে জলের পাড় বরাবর দৌড়াচ্ছিল, আর কোনির নাম ধরে চিৎকার করছিল। সে চাইছিল কোনি যেন প্রথম হয়। তাহলে তার ব্যর্থতার দুঃখ মুছে যাবে, আবার কোনির জন্য তার দেখা স্বপ্নও সফল হবে। তাই তার চিৎকারটা এত করুণ ছিল।
- কোনির ব্যর্থতা – কিন্তু কোনি পিছিয়ে পড়তেই কমলের চিৎকারটা যেন হতাশায় পালটে যায়। সম্ভবত সে বোঝে, প্রশিক্ষিত প্রতিযোগীদের ভিড়ে কোনির জেতা সম্ভব নয়।
রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত এক মাইল সাঁতার প্রতিযোগিতায় কোনির অংশগ্রহণ ছিল তার সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক। যদিও প্রতিযোগিতায় সে জিততে পারেনি, তবুও অভিজ্ঞতা তাকে সমৃদ্ধ করেছে। কোনির ব্যর্থতা কমলের স্বপ্ন ভেঙে দিলেও, কোনির দৃঢ়তা ও আন্তরিকতা তাকে অনুপ্রাণিত করে।
কোনির লড়াই শেষ হয়নি। এই প্রতিযোগিতা তার জীবনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভবিষ্যতে আরও প্রশিক্ষণ ও পরিশ্রমের মাধ্যমে সে অবশ্যই তার লক্ষ্য অর্জন করতে পারবে।
এই অধ্যায়ে আমরা কোনির সাহস, আত্মবিশ্বাস, লড়াকু মনোভাব এবং তার দাদার ভালোবাসা ও অনুপ্রেরণার পরিচয় পাই।