এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

মাধ্যমিক ভূগোল – ভারতের প্রাকৃতিক পরিবেশ – ভারতের ভূপ্রকৃতি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়, ভারতের প্রাকৃতিক পরিবেশের ‘ভারতের ভূপ্রকৃতি‘ এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই ধরনের প্রশ্নগুলি মাধ্যমিক এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

ভারতের ভূপ্রকৃতি
Contents Show

ভারতের ভূপ্রকৃতি সংক্রান্ত কিছু অতিসংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

শ্রীনগর এবং জম্মুর মধ্যে সংযোগকারী গিরিপথটির নাম কী?

বানিহাল গিরিপথ।

শিবালিকের দুটি পর্বতের মাঝের অংশকে কী বলে?

দুন।

হিমাচল হিমালয়ের দুটি পর্বতশ্রেণির নাম লেখো।

পির পাঞ্জাল, মুসৌরি।

হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ অংশ কোনটি?

মাউন্ট এভারেস্ট।

ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

কাঞ্চনজঙ্ঘা।

কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে যোগাযোগ রক্ষা করে কোন্ গিরিপথ?

জোজিলা গিরিপথ।

যমুনোত্রী হিমবাহটি কোন্ হিমালয়ের মধ্যে অবস্থিত?

কুমায়ুন হিমালয়।

ভারতের একটি শীতল মরুভূমির নাম করো।

লাদাখ।

ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি?

লাদাখ মালভূমি।

পৃথিবীর উচ্চতম সেতু কোথায় তৈরি হয়েছে?

খারদুংলা গিরিপথে।

পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

দাফাবুম।

মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

শিলং শৃঙ্গ (1961 মি)।

ভারতের প্রাচীনতম পর্বত কোনটি?

আরাবল্লি পর্বতমালা।

নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম করো।

দোদাবেতা।

এখন যেখানে হিমালয় সেখানে আগে কী ছিল?

টেথিস মহাসাগর।

মালাবার উপকূল কোন্ অংশ থেকে কোন্ অংশ পর্যন্ত বিস্তৃত?

গোয়া থেকে কন্যাকুমারী।

করমণ্ডল উপকূল কোন্ অংশ থেকে কোন্ অংশ পর্যন্ত বিস্তৃত? 

কৃষ্ণা নদীর মোহনা থেকে কন্যাকুমারী।

কন্নড় ভাষায় মালনাদ শব্দের অর্থ কী?

পাহাড়ি দেশ।

প্যাংগং হ্রদ কোন্ রাজ্যে অবস্থিত?

জম্মু ও কাশ্মীরে।

আন্দামানের দুটি আগ্নেয়দ্বীপের নাম করো।

ব্যারেন ও নারকোন্ডম।

নীলগিরি এবং পশ্চিমঘাট পর্বতের মধ্যে ফাঁকটির নাম কী?

পালঘাট।

মালাবার উপকূলের হ্রদগুলি কে কী বলে?

কয়াল।

ভারতের বিখ্যাত চারধাম (গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদরীনাথ) রয়েছে কোন্ রাজ্যে?

উত্তরাখণ্ডে।

কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে কী বলে?

তাল।

কারেওয়া মাটি কোথায় দেখা যায়?

কাশ্মীর উপত্যকায়।

রাজস্থানের শুষ্ক হ্রদগুলিকে কী নামে ডাকা হয়?

ধান্দ।

পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

অনাইমুদি।

থর মরুভূমির বৃহত্তম হ্রদ কোনটি?

সম্বর হ্রদ।

ভারতের উচ্চতম হ্রদের নাম করো।

লাদাখের প্যাংগং হ্রদ।

পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

জিন্দাগাভা।

‘লা’ শব্দের অর্থ কী?

গিরিপথ।

ভারতের মরুঅঞ্চলে কোন্ ধরনের খনিজ পদার্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে?

খনিজ তেল।

বিন্ধ্য পর্বতের পূর্ব দিকের মালভূমির নাম কী?

রেওয়া মালভূমি।

মালনাদের পূর্বদিকে নীচু অংশকে কী বলে?

ময়দান।

ছোটোনাগপুর মালভূমির সবচেয়ে উঁচু অংশ কোনটি?

পাট অম্বর।

খাঁড়িযুক্ত রিয়া উপকূল ভারতের কোন উপকূলে দেখা যায়?

কর্ণাটক উপকূলে।

আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায়ের ‘ভারতের প্রাকৃতিক পরিবেশ’ এর ভারতের ভূপ্রকৃতি বিভাগ নিয়ে আলোচনা করেছি। এই অংশের কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর মাধ্যমিক পরীক্ষার জন্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় প্রায়ই আসে। আশা করি, এই আর্টিকেলটি আপনার জন্য উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, তাহলে টেলিগ্রামের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের এটি কাজে লাগবে। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন