এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

অষ্টম শ্রেণি – বাংলা – চিঠি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

আজকের এই আর্টিকেলে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের অষ্টম অধ্যায়চিঠি’ সম্পর্কে অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রায়ই অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষায় দেখা যায়।

Table of Contents

চিঠি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
চিঠি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

মধুসূদন দত্ত কোন্ কলেজের ছাত্র ছিলেন?

মধুসূদন দত্ত হিন্দু কলেজের ছাত্র ছিলেন।

পদ্মাবতী নাটকে তিনি কোন্ ছন্দ ব্যবহার করেছেন?

মধুসূদন দত্ত তাঁর ‘পদ্মাবতী’ নাটকে অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেছেন।

চিঠি গল্পে প্রথম চিঠিটি লেখা হয়েছিল – (গৌরদাস বসাক/ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর/রাজনারায়ণ বসু) – কে।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।

চিঠি গল্পে দ্বিতীয় চিঠিটি লেখা হয়েছিল – (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর/হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়/গৌরদাস বসাক) – কে।

গৌরদাস বসাককে।

চিঠি গল্পে তৃতীয় চিঠিটি লেখা হয়েছিল – (রবীন্দ্রনাথ ঠাকুর/রাজনারায়ণ বসু/ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) – কে।

রাজনারায়ণ বসুকে।

চিঠি গল্পের তিনটি চিঠি তরজমা করেছেন – (সুশীল রায়/সুশীল বর্মন/সুশীল ঘোষ)।

সুশীল রায়।

_এল বলে, এবার_শীত পড়বে বলে মনে হচ্ছে।

শীতকাল, মারাত্মক।

বাঘের বিক্রম সম মাঘের_।

হিমানী।

এর বর্ণমালা_নয়।

রোমান।

আমি_নামক জাহাজে চলেছি।

সীলোন।

কিন্তু এই ভ্রমণের একটা_ব্যাপারও আছে।

বিষণ্ণ।

কিন্তু _ব্যাপার হচ্ছে কল্পিত কাহিনি থেকেও_।

বাস্তব, বিচিত্র।

ইতিমধ্যে তুমি তোমার পুরাতন_পৌঁছে গিয়ে থাকবে।

ডেরায়।

তবুও তাঁরা_পৃথিবীর কবি।

নশ্বর।

তোমার_অনেক নির্ভরযোগ্য।

অভিমত।

আমি অকপট ও আন্তরিকভাবে তোমার সর্বশ্রেষ্ঠ_।

অনুরাগী।

চিঠি গদ্যাংশটির লেখক কে?

চিঠি গদ্যাংশটির লেখক মাইকেল মধুসূদন দত্ত।

চিঠি গদ্যাংশে মোট ক-টি চিঠি রয়েছে?

চিঠি গদ্যাংশে মোট তিনটি চিঠি রয়েছে।

মাইকেল বিদেশে গিয়ে কোন্ কোন্‌ ভাষা রপ্ত করেছিলেন?

মাইকেল বিদেশে গিয়ে ফ্রেঞ্চ ও ইটালিয়ান ভাষা রপ্ত করেছিলেন।

দ্বিতীয় পত্রে মধুসূদন কোন্ জাহাজে চড়ে যাওয়ার কথা বলেছেন?

দ্বিতীয় পত্রে মধুসুদন ‘সীলোন’ নামক জাহাজে চড়ে যাওয়ার কথা বলেছেন।

দ্বিতীয় চিঠিটি লেখার পূর্বদিন মাইকেল কোথায় ছিলেন?

দ্বিতীয় চিঠিটি লেখার পূর্বদিন মাইকেল মলটায় ছিলেন।

দ্বিতীয় পত্রটি লেখার কতদিন আগে মাইকেল কলকাতায় ছিলেন?

দ্বিতীয় পত্রটি লেখার বাইশ দিন আগে মাইকেল কলকাতায় ছিলেন।

ঈশ্বরকে ধন্যবাদ, আমি জয়ী হয়েছি। – কোন্ বোঝাপড়ায় জয়ী হলে লেখক ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন?

মেঘনাদবধ কাব্য রচনাকালে কবি জ্বরে আক্রান্ত হন এবং শেষপর্যন্ত কে কাকে শেষ করবে এই বোঝাপড়ায় কবি কাব্যে মেঘনাদকে হত্যা করেছিলেন, তাই তিনি জয়ী হয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন।


আজকের এই আর্টিকেলে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের অষ্টম অধ্যায়চিঠি’ সম্পর্কে অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় আসে। আশা করি, এই নিবন্ধটি আপনার জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সহায়তার প্রয়োজন হয়, আপনি টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Share via:

মন্তব্য করুন