অষ্টম শ্রেণি – বাংলা – পাড়াগাঁর দু-পহর ভালোবাসি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Rahul

আজকের এই আর্টিকেলে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের বিংশ অধ্যায়পাড়াগাঁর দু-পহর ভালোবাসি’ নিয়ে আলোচনা করবো, যেখানে গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর তুলে ধরা হবে। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় আসে।

পাড়াগাঁর দু-পহর ভালোবাসি – অষ্টম শ্রেণি – বাংলা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।

জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতায় বইয়ের নাম হল – ‘বনলতা সেন’ ও ‘রূপসী বাংলা’।

তাঁর লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

তাঁর লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম হল – ‘ঝরা পালক’।

দু-পহর শব্দের অর্থ কী?

দু-পহর শব্দের অর্থ হল ‘দ্বিপ্রহর’।

কেবল প্রান্তর জানে তাহা – ‘প্রান্তর’ কী জানে?

কবির হৃদয়ে যে কোন্ গল্প-কাহিনি, স্বপ্ন ঘর বেঁধেছে তা প্রান্তর জানে।

তাহাদের কাছে/যেন এ-জনমে নয়-যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে/এ হৃদয় – কাদের কথা এখানে বলা হয়েছে?

কবির পাড়াগাঁর প্রান্তর আর প্রান্তরের শঙ্খচিলদের কথা এখানে বলা হয়েছে।

জলসিড়িটির পাশে ঘাসে – কী দেখা যায়?

জলসিড়িটির পাশে ঘাসে দেখা যায় বহুদিনের বুনো চালতার শাখা নুয়ে আছে ছন্দহীনভাবে।

জলে তার মুখখানা দেখা যায় – জলে কার মুখ দেখা যায়?

জলে বুনো চালতার মুখ দেখা যায়।

ডিঙিও ভাসিছে কার জলে – ডিঙিটি কেমন?

ডিঙিটি বহুদিনের জীর্ণ, কোথাও কোথাও ‘ঝাঁঝরা-ফোঁপরা’ হয়ে পড়েছে।

ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে?

ডিঙিটি জলসিড়ি নদীর ধারে হিজল গাছে বাঁধা রয়েছে।

পাড়াগাঁর দু-পহর ভালোবাসি কবিতাটির রচয়িতা হলেন (রবীন্দ্রনাথ/যতীন্দ্রনাথ/জীবনানন্দ)।

পাড়াগাঁর দু-পহর ভালোবাসি কবিতাটির রচয়িতা হলেন জীবনানন্দ

রৌদ্রে (পাতার/ফুলের/স্বপনের) গন্ধ লেগে আছে।

রৌদ্রে স্বপনের গন্ধ লেগে আছে।

আলোচ্য কবিতায় (জলসিড়ি/ধানসিড়ি/গঙ্গা) নদীর কথা আছে।

আলোচ্য কবিতায় জলসিড়ি নদীর কথা আছে।

কবি ভালোবাসেন (পাড়াগাঁর/শহরের/গঞ্জের) দু-পহর।

কবি ভালোবাসেন পাড়াগাঁর দু-পহর।

স্বপ্নে (আনন্দ/বেদনা/আহ্লাদ) আছে।

স্বপ্নে বেদনা আছে।

রৌদ্রে যেন ___ লেগে আছে/স্বপনের –

রৌদ্রে যেন গন্ধ লেগে আছে/স্বপনের –

কেবল প্রান্তর/জানে তাহা, আর ঐ প্রান্তরের ___।

কেবল প্রান্তর/জানে তাহা, আর ঐ প্রান্তরের শঙ্খচিল

নকশাপেড়ে শাড়িখানা মেয়েটির ___ ভিতর।

নকশাপেড়ে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর।

ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে ___।

ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে

কেঁদে-কেঁদে ভাসিতেছে ___ তলে।

কেঁদে-কেঁদে ভাসিতেছে আকাশের তলে।

জীবনানন্দের একটি কাব্যগ্রন্থের নাম লেখো।

জীবনানন্দের একটি কাব্যগ্রন্থের নাম ‘মহাপৃথিবী’।

কবি কী ভালোবাসেন?

কবি পাড়াগাঁর দ্বিপ্রহরকে ভালোবাসেন।

আলোচ্য কবিতায় বর্ণিত একটি পাখির নাম লেখো।

আলোচ্য কবিতায় বর্ণিত একটি পাখির নাম শালিক।

ডিঙিটি কীসের সঙ্গে বাঁধা আছে?

ডিঙিটি হিজল গাছের সঙ্গে বাঁধা আছে।

বেদনার গন্ধ কোথায় লেগে আছে?

রৌদ্রে ভিজে বেদনার গন্ধ লেগে আছে।

পাড়াগাঁর দু-পহর ভালোবাসি’ কবিতাটির উৎস কী? জীবনানন্দের একটি আখ্যানধর্মী রচনার নাম লেখো।

পাড়াগাঁর দু-পহর ভালোবাসি কবিতাটির উৎস হল ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ। জীবনানন্দের একটি আখ্যানধর্মী রচনার নাম হল ‘মাল্যবান’।

শাখাগুলো নুয়ে আছে – কীসের শাখা, কোথায় নুয়ে আছে?

প্রশ্নে প্রদত্ত অংশে চালতার শাখার কথা বলা হয়েছে।
চালতার শাখা জলসিড়ি নদীর পাশে ঘাসের উপরে নুয়ে আছে।

ঢের যুগ ধরে কথা শিখিয়াছে – কে, কোথা থেকে কথা শিখেছে?

প্রশ্নে প্রদত্ত অংশে বলা হয়েছে কবির হৃদয় কথা শিখেছে।
পাড়াগাঁর প্রান্তর, প্রান্তরের শঙ্খচিল প্রভৃতিদের কাছ থেকে কবির হৃদয় ঢের যুগ ধরে কথা শিখেছে।

কেউ তাহা জানেনাকো – উদ্ধৃতিটি কোথা থেকে নেওয়া হয়েছে? কী না জানার কথা কবি বলেছেন?

প্রশ্নে উদ্ধৃত অংশটি জীবনানন্দ দাশের ‘পাড়াগাঁর দু-পহর ভালোবাসি’ কবিতা থেকে নেওয়া হয়েছে।
কোনো গল্প, কী কাহিনি, কী স্বপ্ন কবির হৃদয়ে ঘর বেঁধেছে, তা কেউ জানে না বলে কবি মনে করেছেন।

কেঁদে-কেঁদে ভাসিতেছে – কে কাঁদছে? কোথায় ভাসিতেছে?

প্রশ্নে প্রদত্ত অংশে ভিজে বেদনার গন্ধ কাঁদছে।
তা আকাশের তলে ভাসছে।

আজকের এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের বিংশ অধ্যায়পাড়াগাঁর দু-পহর ভালোবাসি’ এর অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো পরীক্ষায় প্রায়ই আসে। আশা করি, এই নিবন্ধটি আপনার জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সহায়তার প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও, বন্ধুদের সাথে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

নবাব সিরাজউদ্দোলা কে ছিলেন? পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল লেখো।

পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল

Class 8 English – The Happy Prince – About Author and Story

Class 8 English – The Happy Prince – About Author and Story

Class 8 English – The Happy Prince – Question and Answer

Class 8 English – The Happy Prince – Question and Answer

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Geography Suggestion 2026 – বামদিক ডানদিক মেলাও

Madhyamik Geography Suggestion 2026 – একটি অথবা দুটি শব্দে উত্তর দাও [Marks – 1]

Madhyamik Geography Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Geography Suggestion 2026 Wbbse – শুদ্ধ ও অশুদ্ধ

Madhyamik Geography MCQ Suggestion 2026 Wbbse