আজকের ব্লগ আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির ইংরেজি বইয়ের পঞ্চম অধ্যায় “Princess September” থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক হতে পারে, কারণ এগুলো পরীক্ষায় প্রায়ই এসে থাকে। তাই, যারা অষ্টম শ্রেণির ইংরেজি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী হবে। চলুন, আর দেরি না করে প্রশ্ন-উত্তরগুলো দেখে নিই।
Tick the correct alternative (সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও)
When the little bird hopped into Princess September’s room, she was
a. clapping her hands
b. crying alone
c. sleeping in her bed
Ans – crying alone
The little bird perched on the
a. finger of the Princess
b. branch of the willow tree
c. window
Ans – finger of the Princess
The sisters of Princess September
a. loved her
b. were envious of her
c. hated her
Ans – were envious of her
Princess September was advised to
a. let the bird go free
b. hand the bird over to her sisters
c. put the bird in a cage
Ans – put the bird in a cage
Complete the following sentences with information from the text (পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো)
The little bird was surprised when
Ans – The little bird was surprised when Princess September carried him to the cage, put him in, and shut the door on him.
At dawn, the little bird wished to be let out from the cage because
Ans – At dawn, the little bird wished to be let out from the cage because he wanted to have a good fly while the dew was still wet on the ground.
Princess September told the bird he was better off in the cage because
Ans – Princess September told the bird he was better off in the cage because he had a beautiful, golden cage.
The bird told the Princess that it could not sing as
Ans – The bird told the Princess that it could not sing as he wanted to see the trees, the lake, and the rice growing in the fields.
The bird finished
Ans – The bird finished singing.
The little bird hopped on to her bed
Ans – The little bird hopped on to her bed and sang her to sleep.
The next day the princess opened her eyes when the bird wished
Ans – The next day the princess opened her eyes when the bird wished good morning.
Write ‘T’ for true and ‘F’ for false statements in the given boxes. Give supporting statements for each of your answers (নিচের বাক্সে সঠিক বাক্যের ক্ষেত্রে ‘T’ ও ভুল বাক্যের ক্ষেত্রে ‘F’ লেখো। তোমার উত্তরের সপক্ষে বিবৃতি দাও)
The little bird was happy to see the rice fields and the lake from within the cage.
Ans – False
Supporting statement – The rice fields, the lake, and the willow trees looked quite different from within the cage.
When the bird did not eat a thing, Princess September grew anxious.
Ans – True
Supporting statement – The Princess was anxious when the bird did not eat.
The next morning Princess found the bird hopping around the cage.
Ans – False
Supporting statement – There the little bird lay with his eyes closed.
The bird was granted freedom.
Ans – True
Supporting statement – “Then take your freedom,” the Princess said.
The princess appreciated the bird’s song.
Ans – True
Supporting statement – Princess September said, “That was a very nice song.”
The princess stretched right hand acted as a perch.
Ans – False
Supporting statement – She stretched out the first finger of her right hand.
The little bird sang only for the princess.
Ans – False
Supporting statement – The little bird sang a different song for each of the princesses.
Answer the following questions
Who was very unhappy?
Princess September was very unhappy.
Why did the princess stop weeping?
The princess stopped weeping because a little bird hopped in and sang beautifully about the lake in the king’s garden and the willow trees reflected in the still water.
What did the little bird request her?
The little bird requested her to allow him to live with her.
Where did the little bird fly down?
The little bird flew down on the first finger of the princess’s right hand.
How do you think Princess September spent her days when the bird was away? [তোমার কী মনে হয়, পাখিটি যখন বাইরে চলে গিয়েছিল তখন রাজকুমারী সেপ্টেম্বর কীভাবে দিন কাটাত?]
When the bird was away, Princess September would spend her days anxiously. She would often think if the bird would come back or not. [যখন পাখিটি চলে গেল, রাজকুমারী সেপ্টেম্বরকে দুশ্চিন্তায় দিন কাটাতে হত। সে প্রায়ই ভাবত পাখিটি আর ফিরে আসবে কি না।]
So he suspected nothing. – Who is he? Why did he not suspect anything? [তাই সে কোনো সন্দেহ করেনি। – সে কে? সে সন্দেহ করেনি কেন?]
The word “he” refers to the little bird. He did not suspect anything because the bird was quite used to being taken hold of by September. [সে বলতে ছোট্ট পাখিটিকে বোঝানো হয়েছে। সে কোনো কিছুকে সন্দেহ করেনি কারণ পাখিটি এভাবেই সেপ্টেম্বরের হাতে ধরা পড়তে অভ্যস্ত ছিল।]
Why did the little bird stop in the middle of his song? [ছোট্ট পাখিটি গান গাইতে গাইতে মাঝপথে থেমে গেল কেন?]
The little bird didn’t like being confined in the cage. So in utter displeasure, he stopped in the middle of the song. [ছোট্ট পাখিটি খাঁচায় বন্দিদশা পছন্দ করেনি। তাই নিদারুণ অস্বস্তিতে সে মাঝপথে গান বন্ধ করল।]
How did he try to free himself from the cage? [খাঁচা থেকে মুক্ত হওয়ার জন্য সে কীভাবে চেষ্টা করল?]
The little bird tried to slip through the bars of the cage. Again, he beat against the door, but he failed in all his attempts. [ছোট্ট পাখিটি খাঁচার তারের মধ্যে মাথা গলিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করল। আবার, সে দরজায় আঘাত দিল, কিন্তু সে তার সকল প্রচেষ্টায় ব্যর্থ হল।]
How did Princess September try to make the little bird happy? [কীভাবে রাজকুমারী সেপ্টেম্বর ছোট্ট পাখিটিকে খুশি করার চেষ্টা করেছিল?]
Princess September tried to make the little bird happy by taking it out for a walk every day. [রাজকুমারী সেপ্টেম্বর ছোট্ট পাখিটিকে প্রতিদিন বাইরে বেড়াতে নিয়ে গিয়ে খুশি করতে চেষ্টা করেছিল।]
Why did the Princess give a sob of relief? [কেন রাজকুমারী স্বস্তির শ্বাস ফেলল?]
The Princess gave a sob of relief because she felt that his little heart was still beating. [রাজকুমারী স্বস্তির শ্বাস ফেলল কারণ তিনি অনুভব করলেন যে, তার ছোট্ট হৃদয় তখনও স্পন্দিত হচ্ছে।]
Why was the little bird granted freedom by the Princess? [রাজকুমারী কেন ছোট্ট পাখিটিকে মুক্তি দিয়েছিল?]
The little bird was granted freedom by the Princess because she understood that confinement would kill the creature. [রাজকুমারী ছোট্ট পাখিটিকে মুক্তি দিয়েছিল কারণ সে বুঝতে পেরেছিল যে, বন্দিত্ব প্রাণীটিকে মেরে ফেলবে।]
Then he opened his wings and flew right away into the blue. – Would the little bird return to the Princess again? Give reasons for your answer. [তারপর সে তার ডানা মেলল এবং তক্ষুনি নীল আকাশে উড়ে গেল। – ছোট্ট পাখিটি কি আবার রাজকুমারীর কাছে ফিরে আসত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।]
Yes, the little bird would return to the Princess again. The little bird loved the Princess very much and he promised her to come back. [হ্যাঁ, ছোট্ট পাখিটি রাজকুমারীর কাছে আবার ফিরে আসত। ছোট্ট পাখিটি রাজকুমারীকে খুব ভালোবাসত এবং তাকে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিল।]
Why did Princess September clap her hands? [রাজকন্যা সেপ্টেম্বর হাততালি দিয়েছিল কেন?]
Princess September clapped her hands in delight as the little bird asked her consent to stay with her. [ছোট্ট পাখিটি তার সঙ্গে থাকার সম্মতি চাইলে রাজকন্যা সেপ্টেম্বর আনন্দে হাততালি দিল।]
Why was Princess September uneasy? [রাজকন্যা সেপ্টেম্বর অস্বস্তিতে ছিল কেন?]
Princess September felt uneasy as other princesses warned her that the bird might fly away to somebody else, forgetting her. [রাজকন্যা সেপ্টেম্বর অস্বস্তিবোধ করল কারণ অন্য রাজকন্যারা তাকে সতর্ক করল যে, পাখিটি তাকে ভুলে অন্য কারও কাছে উড়ে যেতে পারে।]
Why did Princess September cry startlingly? [রাজকুমারী সেপ্টেম্বর আতঙ্কিত হয়ে কাঁদল কেন?]
Princess September cried startlingly when she found the bird lying with his eyes closed and thought him dead. [রাজকুমারী সেপ্টেম্বর আতঙ্কিত হয়ে কাঁদতে লাগল যখন সে পাখিটিকে চোখ বোজা থাকতে দেখে মৃত ভাবল।]
What did the bird say waking up? [পাখিটি জেগে উঠে কী বলল?]
When the bird woke up, he said that he could not sing being caged, and if he could not sing, he would die. [যখন পাখিটি জাগল, সে বলল যে, খাঁচায় বন্দি থেকে সে গান গাইতে পারছে না, আর গান গাইতে না-পারলে সে মারা যাবে।]
Class 8 English All Chapters Solutions
আজকের আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজির পঞ্চম অধ্যায় “Princess September” এর গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক, কারণ এগুলো প্রায়শই পরীক্ষায় আসে। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের কাজে লেগেছে। যদি কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন; আমি সাহায্য করার চেষ্টা করবো। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যারা এ থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!