আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের “ব্যাকরণ ও নির্মিতি” থেকে “শব্দ ও পদ : বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, ক্রিয়া” -এর উপবিভাগ “শব্দ ও পদ” নিয়ে আলোচনা করবো। এই অংশ নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

শব্দ ও পদ
শব্দ কাকে বলে?
এক বা একাধিক ধ্বনি যুক্ত হয়ে সুস্পষ্ট অর্থপ্রকাশক শ্রুতিমধুর যে ভাষাখণ্ড তৈরি করে এবং যা বাক্যে স্বতন্ত্রভাবে ব্যবহৃত হতে পারে ও ভাষার নিজস্ব সংকলনে (অভিধানে, শব্দকোশে) স্থান পাওয়ার যোগ্য হয়, তাকে শব্দ বলে।
শব্দের অর্থবহ উপাদান কী কী?
শব্দের অর্থবহ উপাদানের মধ্যে আছে ধাতু, বিভক্তি, প্রকৃতি ও প্রত্যয়।
পদ কাকে বলে?
শব্দ বা ধাতু বিভক্তিযুক্ত হয়ে বাক্যে ব্যবহারের যোগ্য হয়ে উঠলে সেই বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুরূপটিকে বলে পদ।
পদ কত প্রকার ও কী কী?
পদ দুই প্রকার। যেমন –
- নামপদ,
- ক্রিয়াপদ।
নামপদ কাকে বলে?
শব্দের সঙ্গে শব্দবিভক্তি যুক্ত হয়ে গঠিত পদকে নামপদ বলে।
নামপদ কত প্রকার ও কী কী?
নামপদ চার প্রকার। যথা –
- বিশেষ্য,
- সর্বনাম,
- বিশেষণ,
- অব্যয়।
ক্রিয়াপদ বলতে কী বোঝো?
যেসব পদের সাহায্যে হওয়া, থাকা, দেখা, শোনা ইত্যাদি কোনো কাজ করা বোঝায়, তাদের ক্রিয়াপদ বলে।
ধাতু কাকে বলে?
ক্রিয়াপদের বিভক্তিহীন মূল অংশ হল ধাতু।
বিভক্তি কাকে বলে?
যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে পদ গঠন করে, তাকে বা তাদের বিভক্তি বলে।
বিভক্তি কত প্রকার ও কী কী?
বিভক্তি তিন প্রকার। যেমন –
- শব্দবিভক্তি,
- ধাতুবিভক্তি ও
- তির্যক বিভক্তি।
শব্দ বিভক্তি কাকে বলে?
যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে নামপদে পরিণত করে, তাকে শব্দ বিভক্তি বলে। যেমন – অ, এ, কে, রে, তে, এর ইত্যাদি। শব্দবিভক্তি নামপদের বচন, কারক, সম্বন্ধ নির্দেশ করে।
ধাতু বিভক্তি কাকে বলে?
যে বিভক্তি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে কার্যবাচক ক্রিয়াপদ তৈরি করে তাকে ধাতু বিভক্তি বলে। যেমন – অ, ও, এ, এন, ই, ইল ইত্যাদি।
তির্যক বিভক্তি কাকে বলে?
‘এ’ বিভক্তি এবং তার সমপর্যায় ও সমার্থক ‘তে’ (-এতে) সব কারকে ব্যবহৃত হয় বলে একে তির্যক বিভক্তি বলে।
কোন প্রকার বিভক্তি ক্রিয়াপদের কাল ও পুরুষ নির্দেশ করে।
ধাতুবিভক্তি ক্রিয়াপদের কাল ও পুরুষ নির্দেশ করে।
কর্তৃকারকে কোন্ কোন্ বিভক্তি যুক্ত হয়?
কর্তৃকারকে অ (শূন্য), এ (য়ে, য়), তে(-এতে) ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
কর্ম ও নিমিত্ত কারকে কোন্ কোন্ বিভক্তি যুক্ত হয়?
কর্ম ও নিমিত্ত কারকে এ (-য়ে, য়), কে, রে (এরে) ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
করণ ও অধিকরণ কারকে কোন্ কোন্ বিভক্তি যুক্ত হয়?
করণ ও অধিকরণ কারকে এ, (-য়ে,য়), তে (-এতে) ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
সম্বন্ধ পদের সঙ্গে কোন্ কোন্ বিভক্তি যুক্ত হয়?
সম্বন্ধ পদের সঙ্গে র, এর (-য়ের) ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের “ব্যাকরণ ও নির্মিতি” থেকে “শব্দ ও পদ : বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, ক্রিয়া” -এর উপবিভাগ “শব্দ ও পদ” নিয়ে আলোচনা করেছি। এই অংশটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।





মন্তব্য করুন