আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের “ব্যাকরণ ও নির্মিতি” থেকে “শব্দ ও পদ : বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, ক্রিয়া” -এর উপবিভাগ “সর্বনাম” নিয়ে আলোচনা করবো। এই অংশ নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

সর্বনাম
সর্বনাম পদ কাকে বলে?
নামপদ ব্যবহারের পুনরুক্তি দোষ বর্জন করার জন্য, নামপদ বা বিশেষ্য পদের পরিবর্তে বাক্যে যে পদ ব্যবহৃত হয়, তাকে বলে সর্বনাম পদ। যেমন – অনন্ত বাবু একজন উচ্চপদস্থ পুলিশকর্মী। তাঁর কাজের জন্য খুব নাম। তিনি পুলিশ পদক পেয়েছেন। তাঁকে সবাই খুব মান্য করে। উপরের উদাহরণে চিহ্নিত পদগুলো বিশেষ্যের পরিবর্তে বসে বিশেষ্যের অর্থকেই প্রকাশ করেছে এবং বাক্যকে শ্রুতিমধুর করেছে। তাই এরা সর্বনাম পদ।
প্রয়োগ অনুসারে সর্বনামের শ্রেণিবিভাগ সারণির সাহায্যে দেখাও।
ব্যক্তিবাচক সর্বনাম কাকে বলে? উদাহরণ দাও।
ব্যক্তিবাচক বিশেষ্যের পরিবর্তে যে সর্বনাম ব্যবহৃত হয়, তাকে বলে ব্যক্তিবাচক সর্বনাম।
যেমন –
- ‘আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে।’
- ‘বাংলার মুখ আমি দেখিয়াছি।’
ব্যক্তিবাচক সর্বনাম কত প্রকার এবং কী কী? আলোচনা করো।
ব্যক্তিবাচক সর্বনাম দুই প্রকার –
- প্রাণীবাচক – পুরুষ অনুযায়ী প্রাণীবাচক সর্বনাম তিন প্রকার।
- উত্তম পুরুষ – আমি-আমরা, আমাকে-আমাদের।
- মধ্যম পুরুষ – তুমি-তোমরা, আপনি-আপনারা, তুই-তোরা।
- প্রথম পুরুষ – সে-তারা, তাকে-তাদের।
- অপ্রাণীবাচক সর্বনাম – তাহা, তা, সেটি, সেগুলি, সেসব ইত্যাদি হল অপ্রাণীবাচক সর্বনাম।
নির্দেশক সর্বনাম কাকে বলে? এর ভাগগুলি আলোচনা করো।
দূরের বা কাছের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য যে সর্বনাম পদ ব্যবহার করা হয়, তাকে নির্দেশক সর্বনাম বলে। যেমন – এটা, ওটা, এ, এরা, ওই, ইনি, উনি, উহারা, ইহারা ইত্যাদি।
নির্দেশক সর্বনাম দুই প্রকার –
- নৈকট্যসূচক বা সামীপ্যবাচক – প্রাণীবাচক – এঁরা, ইনি। অপ্রাণীবাচক – ইহা, এ, এটা।
- দূরত্বজ্ঞাপক – প্রাণীবাচক – উনি। অপ্রাণীবাচক – ওই, উহা, ওটা।
অনির্দেশক সর্বনাম কাকে বলে? উদাহরণ দাও।
অনির্দিষ্ট ব্যক্তিকে বা বস্তুকে বা ভাবকে বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দেশক সর্বনাম বলে। যেমন – কেউ কেউ, যে-কেউ, আরও কিছু, কিছু কিছু, জনাকয়েক, জনাকয় ইত্যাদি।
প্রশ্নবাচক সর্বনাম কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর যে সর্বনাম পদ কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন বোঝাতে ব্যবহৃত হয়, তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে। যেমন – কে, কী, কোন্টা, কারা কী কী, কিসে, কোন্, কাকে, কখন, কোথায় ইত্যাদি।
আত্মবাচক সর্বনাম কাকে বলে? উদাহরণ দাও।
যে সর্বনাম পদ আত্মজ্ঞাপক বা নিজেকে বোঝাতে ব্যবহৃত হয়, তাকে আত্মবাচক সর্বনাম বলে। এর আর একটা নাম স্বকর্তৃত্বজ্ঞাপক সর্বনাম। যেমন – নিজ, নিজে, আপনি, আপনার, স্বয়ং ইত্যাদি।
সমষ্টিবাচক সর্বনাম কাকে বলে।
যে সর্বনাম ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক সর্বনাম বলে। এর অন্য নাম সাকল্যবাচক সর্বনাম। যেমন – সব, সর্ব, সবাই, সকল, সবার, উভয়, সব্বাই ইত্যাদি।
সাপেক্ষ সর্বনাম কাকে বলে?
যে সর্বনাম পদ দুই বা তার বেশি ব্যক্তি, বস্তু বা ভাবের মধ্যে যোগাযোগ বোঝায় তাকে সাপেক্ষ বা নিত্যসম্বন্ধী সর্বনাম বা সংযোগ প্রাপনকারী সর্বনাম বলে। যেমন – যে-সে, যিনি-তিনি, যা-তা, যত-তত, যাকে-তাকে, যার-সেই, যে-সেই ইত্যাদি।
পারস্পরিক সর্বনাম কাকে বলে? উদাহরণ দাও।
যে সর্বনাম পদ দুপক্ষের পরস্পর নির্ভরতা বোঝায় তাকে পারস্পরিক সর্বনাম বলে। এর অপর নাম ব্যতিহার সর্বনাম। যেমন – পরস্পর, আপনা-আপনি, নিজে-নিজেই ইত্যাদি। অনেকে একে আত্মবাচক সর্বনামের প্রসারিতরূপ বলেন।
সর্বনামের দ্বিত্ব প্রয়োগের উদাহরণ দাও।
কেউ কেউ যাওয়ার কথা বলছিল।
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তর নির্বাচন করো
সংস্কৃত ভাষায় সর্বনামের শ্রেণিবিভাগ –
- দুটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
উত্তর – 4. পাঁচটি
পুরুষ অনুযায়ী ব্যক্তিবাচক সর্বনামের প্রকার –
- দুটি
- তিনটি
- পাঁচটি
- কোনোটিই নয়
উত্তর – 2. তিনটি
সামীপ্যবাচক নির্দেশক নির্দেশ করে –
- কাছের বস্তুকে
- দূরের বস্তুকে
- মাত্র
- কাউকেই না
উত্তর – 1. কাছের বস্তুকে
‘কোনো কিছু’ একটি –
- অনির্দেশক সর্বনাম
- নির্দেশক সর্বনাম
- যৌগিক সর্বনাম
- সমষ্টিবাচক সর্বনাম
উত্তর – 1. অনির্দেশক সর্বনাম
‘নিজে’ একটি –
- আত্মবাচক সর্বনাম
- নির্দেশক সর্বনাম
- যৌগিক সর্বনাম
- ব্যক্তিবাচক সর্বনাম
উত্তর – 1. আত্মবাচক সর্বনাম
সংযোগস্থাপনকারী সর্বনামের অন্য নাম –
- পারস্পরিক
- আত্মবাচক
- সাপেক্ষ
- যৌগিক
উত্তর – 3. সাপেক্ষ
“বাংলার মুখ আমি দেখিয়াছি।” – রেখাঙ্কিত পদটি কোন্ জাতীয় সর্বনাম? –
- ব্যক্তিবাচক সর্বনাম
- নির্দেশক সর্বনাম
- অনির্দেশক সর্বনাম
- প্রশ্নবাচক সর্বনাম
উত্তর – 1. ব্যক্তিবাচক সর্বনাম
“এই দেখো পেনসিল নোটবুক এ হাতে।” – রেখাঙ্কিত পদটি কোন্ জাতীয় সর্বনাম? –
- প্রশ্নবাচক সর্বনাম
- আত্মবাচক সর্বনাম
- নির্দেশক সর্বনাম
- অনির্দেশক সর্বনাম
উত্তর – 3. নির্দেশক সর্বনাম
“আপনি আচরি ধর্ম শিখাও পরেরে।” – রেখাঙ্কিত পদটি কোন্ জাতীয় সর্বনাম? –
- আত্মবাচক সর্বনাম
- অনির্দেশক সর্বনাম
- নির্দেশক সর্বনাম
- ব্যক্তিবাচক সর্বনাম
উত্তর – 1. আত্মবাচক সর্বনাম
“কে কে খেলতে যাবে?” – রেখাঙ্কিত পদটি কোন্ জাতীয় সর্বনাম? –
- নির্দেশক সর্বনাম
- অনির্দেশক সর্বনাম
- আত্মবাচক সর্বনাম
- প্রশ্নবাচক সর্বনাম
উত্তর – 4. প্রশ্নবাচক সর্বনাম
অতিরিক্ত প্রশ্নোত্তর
নীচের চিহ্নিত পদগুলির কোনটি কী ধরনের সর্বনাম, তা নির্ণয় করো –
1. ওটা রেখে দাও, কাজে লাগবে।
নির্দেশক সর্বনাম।
2. রুদ্ধ দুয়ারে করাঘাত করে কারা ডাকাডাকি করে?
প্রশ্নবাচক সর্বনাম।
3. এর বেশি কেউ একটা আধলা দেবে না।
অনির্দেশক সর্বনাম।
4. আপনারে বড়ো বলে বড়ো সেই নয়।
আত্মবাচক সর্বনাম।
5. সবাই যখন বুদ্ধি জোগায় আমরা করি ভুল।
সমষ্টিবাচক সর্বনাম।
6. যারে তুমি নীচে ফেল সে তোমারে বাঁধিবে যে নীচে।
সাপেক্ষ সর্বনাম।
7. অনুষ্ঠানে সবার নিমন্ত্রণ।
সমষ্টিবাচক সর্বনাম।
8. ইনি হচ্ছেন রাজবিদ্রোহী।
নির্দেশক সর্বনাম।
9. শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।
পারস্পরিক সর্বনাম।
10. যার যেমন ভাবনা, তার তেমন সিদ্ধি।
সাপেক্ষ সর্বনাম।
11. কেউ সাড়া দিল না।
অনির্দেশক সর্বনাম।
12. কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি?
প্রশ্নবাচক সর্বনাম।
13. যত মত তত পথ।
সাপেক্ষ সর্বনাম।
14. উভয়ে এ কথা বললেন।
সমষ্টিবাচক সর্বনাম
15. সে নিজে নিজেই পড়তে বসল।
পারস্পরিক সর্বনাম।
16. যেন তেন প্রকারেন কাজ চাই।
সাপেক্ষ সর্বনাম।
17. ও মূর্খ কী প্রকারে বলিবে।
নির্দেশক সর্বনাম।
18. ওটা রেখে দাও।
নির্দেশক সর্বনাম।
19. কিছু লোক এসেছিল।
অনির্দেশক সর্বনাম।
20. কখন তুমি বইমেলায় যাবে?
প্রশ্নবাচক সর্বনাম।
21. কাকে খুঁজছ?
প্রশ্নবাচক সর্বনাম।
22. সকলেই তার প্রশংসা করিল।
সমষ্টিবাচক সর্বনাম।
23. যার যেমন চিন্তা, তার তেমন সিদ্ধি।
সাপেক্ষ সর্বনাম।
24. পরস্পর মারামারি করো না।
পারস্পরিক সর্বনাম।
25. জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে।
সমষ্টিবাচক সর্বনাম।
26. কোন্ পণ্ডিতে এ কথা বলেন?
প্রশ্নসূচক সর্বনাম।
27. তারা নিজে-নিজে এ বিষয়ে উদ্যোগী হয়েছে।
পারস্পরিক সর্বনাম।
28. মোদের গরব মোদের আশা।
ব্যক্তিবাচক সর্বনাম।
29. ইনি আমাদের বাংলার শিক্ষক।
নির্দেশক সর্বনাম।
30. বল বল বল সবে।
সমষ্টিবাচক সর্বনাম।
31. যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ।
সাপেক্ষ সর্বনাম।
32. সবারে করি আহ্বান।
সমষ্টিবাচক সর্বনাম।
33. কোন্ বাড়িতে তিনি থাকেন?
প্রশ্নবাচক সর্বনাম।
34. মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে।
ব্যক্তিবাচক সর্বনাম।
35. সবে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ।
সমষ্টিবাচক সর্বনাম।
36. কেউ নাই যার তুমি আছ তার।
সাপেক্ষ সর্বনাম।
37. ছেলেরা অপরের প্ররোচনা ছাড়া আপনা-আপনি যুদ্ধ করছে।
পারস্পরিক সর্বনাম।
38. এ ছেলেটি আমার চেনা।
নির্দেশক সর্বনাম।
39. পৃথিবীতে কেউ হাসে, কেউ কাঁদে।
অনির্দেশক সর্বনাম।
40. কয়টি টাকা তোমার সম্বল?
প্রশ্নবাচক সর্বনাম।
41. আমাকে বইটা দাও।
ব্যক্তিবাচক সর্বনাম।
42. ও কথা বলতে নেই।
নির্দেশক সর্বনাম।
43. চল কোথাও বেড়িয়ে আসি।
অনির্দেশক সর্বনাম।
44. রাত্রে কখন ফিরবে?
প্রশ্নবাচক সর্বনাম।
45. মুখ্যমন্ত্রী স্বয়ং এই ব্যাপারটি দেখছেন।
আত্মবাচক সর্বনাম।
46. পাখি সব করে রব।
সমষ্টিবাচক সর্বনাম।
47. যে যায় লঙ্কায়, সে হয় রাবণ।
সাপেক্ষ সর্বনাম।
48. তারা পরস্পর আলোচনা করে মতবিরোধ মিটিয়ে নিল।
পারস্পরিক সর্বনাম।
49. ওঁকে আনতে গাড়ি পাঠানো হয়েছে।
নির্দেশক সর্বনাম।
50. সবাকার সাথে মিলতে হবে।
সমষ্টিবাচক সর্বনাম।
আলাদা আলাদা বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও –
| সর্বনাম | বাক্যগত প্রয়োগ |
| 1. ব্যক্তিবাচক সর্বনাম | আমাদের ছোটো নদী চলে আঁকেবাঁকে। |
| 2. নির্দেশক সর্বনাম | এই বইটা তুমি আমাকে কিছুদিনের জন্য দেওয়াতে আমার খুব উপকার হয়েছে। |
| 3. অনির্দেশক সর্বনাম | কেউ কেউ আজ চলে যাবে। |
| 4. প্রশ্নবাচক সর্বনাম | কে কে আজ মাঠে খেলতে যাবে? |
| 5. আত্মবাচক সর্বনাম | আপনি আচরি ধর্ম শিখাও পরেরে। |
| 6. সমষ্টিবাচক সর্বনাম | সবার আমি ছাত্র। |
| 7. সাপেক্ষ সর্বনাম | যিনি রাম তিনিই কৃষ্ণ। |
| 8. পারস্পরিক সর্বনাম | পরস্পরের সম্পর্কে কথা বলা বন্ধ করো। |
প্রয়োগ ও নির্ণয়মূলক প্রশ্নোত্তর
কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি
1. দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার।
কেহ – অনির্দেশক সর্বনাম।
আপনার – আত্মবাচক সর্বনাম।
2. কারো কথা শুনিতে না পায় কোন জন।
কারো – অনির্দেশক সর্বনাম।
3. না পায় দেখিতে কেহ রবির কিরণ।
কেহ – অনির্দেশক সর্বনাম।
নোঙর
1. এ-তরীতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে।
এ – সামীপ্যবাচক নির্দেশক সর্বনাম।
তারা – ব্যক্তিবাচক সর্বনাম।
2. আমার বাণিজ্য-তরী বাঁধা পড়ে আছে।
আমার – ব্যক্তিবাচক সর্বনাম।
3. যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা/ততই বিরামহীন এই দাঁড় টানা।
যতই, ততই – সাপেক্ষ সর্বনাম
এই – সামীপ্যবাচক নির্দেশক সর্বনাম।
খেয়া
1. কেহ যায় ঘরে।
কেহ – অনির্দেশক সর্বনাম।
2. শুধু হেথা দুই তীরে।
হেথা – সামীপ্যবাচক নির্দেশক সর্বনাম।
3. এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে।
এই – সামীপ্যবাচক নির্দেশক সর্বনাম।
আকাশে সাতটি তারা
1. আমার চোখের পরে।
আমার – ব্যক্তিবাচক সর্বনাম।
2. আমি এই ঘাসে বসে থাকি।
আমি – ব্যক্তিবাচক সর্বনাম।
3. এরই মাঝে বাংলার গ্রাম।
এরই – নির্দেশক সর্বনাম।
4. চুল তার ভাসে।
তার – ব্যক্তিবাচক সর্বনাম।
5. পৃথিবীর কোনো পথ।
কোনো – অনির্দেশক সর্বনাম।
আবহমান
1. কে এইখানে এসেছিল?
কে – প্রশ্নসূচক সর্বনাম।
2. এই মাটিকে আবার ভালোবেসে।
এই – সামীপ্যবাচক নির্দেশক সর্বনাম।
ভাঙার গান
1. বাজা তোর প্রলয় বিষাণ।
তোর – ব্যক্তিবাচক সর্বনাম।
2. গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা।
কে – অনির্দেশক সর্বনাম।
3. যত সব বন্দিশালায়।
সব – সমষ্টিবাচক সর্বনাম।
4. কাটাবি কাল বসে কি?
কি – প্রশ্নসূচক সর্বনাম।
আমরা
1. আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে।
সেই – নির্দেশক সর্বনাম।
2. আমরা হেলায় নাগেরে খেলাই নাগরি মাথায় নাচি।
আমরা – সমষ্টিবাচক সর্বনাম।
3. সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়।
নিজ – আত্মবাচক সর্বনাম।
4. এই বাঙ্গার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার।
এই – নির্দেশক সর্বনাম।
5. স্থপতি মোদের স্থাপনা করেছে বরভূধরের ভিত্তি।
মোদের – সমষ্টিবাচক সর্বনাম।
ইলিয়াস
1. তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগল।
কিছু কিছু – অনির্দেশক সর্বনাম।
2. সকলেরই বিয়ে হয়ে গেছে।
সকলেরই – সাকল্যবাচক সর্বনাম।
3. ছোটোটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করল যে তারা বাপের আদেশই অমান্য করতে শুরু করল।
তারা – ব্যক্তিবাচক সর্বনাম।
4. তাকে আপনারা লক্ষ করেছেন কি?
আপনারা – ব্যক্তিবাচক সর্বনাম।
5. আজ তার কিছু নেই।
কিছু – অনির্দেশক সর্বনাম।
6. সে উঠে দাঁড়াল।
সে – ব্যক্তিবাচক সর্বনাম।
7. এটা তামাশা নয়।
এটা – নৈকট্যবাচক নির্দেশক সর্বনাম।
8. কোনো কিছুরই অভাব নেই।
কোনো কিছুরই – অনির্দেশক সর্বনাম।
9. এই তার যা কিছু বিষয় সম্পত্তি।
তার – ব্যক্তিবাচক সর্বনাম।
যা কিছু – নির্দেশক সর্বনাম।
10. সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে।
সকলকেই – সাকল্যবাচক সর্বনাম।
সে – ব্যক্তিবাচক সর্বনাম।
11. যত তার অবস্থা পড়তে লাগল ততই তার শরীরের জোরও কমতে লাগল।
যত, ততই – সাপেক্ষ সর্বনাম।
12. আমি তোমাদের দুজনেরই খাওয়া-পরা দেব।
আমি – ব্যক্তিবাচক সর্বনাম।
13. যদি কখনও কিছু লাগে, বলবে তাও দেব।
কিছু – অনির্দেশক সর্বনাম।
14. বিশেষত্ব এই যে, একসময় সে এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল।
সে – ব্যক্তিবাচক সর্বনাম।
15. আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না।
আমরা – ব্যক্তিবাচক সর্বনাম।
আর কিছুই – অনির্দেশক সর্বনাম।
16. কাকে কী খেতে দিই, কী উপহার দিই যাতে লোকে নিন্দা না করে।
কী – অনির্দেশক সর্বনাম।
দাম
1. যে অঙ্ক জানে না-এখানে তার প্রবেশ নিষেধ।
যে, তার – সাপেক্ষ সর্বনাম।
2. যদি সেখানে যেতে চাস, তাহলে।
যদি, তা – সাপেক্ষ সর্বনাম।
3. এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হবে না।
আমাকে – ব্যক্তিবাচক সর্বনাম।
4. স্পর্ধার মতো মনে হবে না।
মতো – সাদৃশ্যবাচক সর্বনাম।
5. তা ছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সংবর্ধনা মেলে।
কেউ – অনির্দেশক সর্বনাম।
নিরুদ্দেশ
1. তিনি জেনে শুনে মিথ্যে আর বলতে পারেন না।
তিনি – ব্যক্তিবাচক সর্বনাম।
2. কী হয়েছে নায়েবমশাই?
কী – প্রশ্নবাচক সর্বনাম।
3. শোভনকে উদ্দেশ্য করে কিছু লেখা নেই।
কিছু – অনির্দেশক সর্বনাম।
4. জীবিত না মৃত এইটুকু যদি কেউ সন্ধান দিতে পারে।
কেউ – অনির্দেশক।
5. আর এতে কোনো ক্ষতি নেই।
এতে – ব্যক্তিবাচক সর্বনাম।
6. অনেকক্ষণ সে কিছু শুনতে পায়নি।
সে – ব্যক্তিবাচক সর্বনাম।
6. আপনি এখন চলে যেতে পারেন।
আপনি – ব্যক্তিবাচক সর্বনাম।
রাধারাণী
1. প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি; ডিক্রীদার সকলই লইল।
সকল – সমষ্টিবাচক সর্বনাম।
2. যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত, তাহা বন্ধ হইল।
যে, তাহা – সাপেক্ষ সর্বনাম।
3. আমার কেহ নাই, কেবল মা আছেন।
কেহ – অনির্দেশক সর্বনাম।
4. আমরাও ভিখারী হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি।
আমরা – ব্যক্তিবাচক সর্বনাম।
5. আমি চিনি না।
আমি – ব্যক্তিবাচক সর্বনাম।
চন্দ্রনাথ
1. যাহাকে কুক্ষিগত করিবার অভিপ্রায়ে তাহার এ উন্মত্ত যাত্রা তাহাকে আজও পাইল না, তবু সে চলিয়াছে।
সে – ব্যক্তিবাচক সর্বনাম।
2. বিচিত্র সমাবেশে যত কিছু প্রলয়ংকর দাহ্য বস্তু।
যত কিছু – অনির্দেশক সর্বনাম।
3. ঘরে কেহ নাই।
কেহ – অনির্দেশক সর্বনাম।
4. আমি নিজেই প্রশ্ন করিলাম।
আমি – ব্যক্তিবাচক সর্বনাম।
5. তিনি নিজে সেদিন বাগানটাকে সাজাইয়া ছিলেন।
তিনি – ব্যক্তিবাচক সর্বনাম।
নিজে – আত্মবাচক সর্বনাম।
6. কাউকেই সে কিছু জানিয়ে যায় নি।
সে – ব্যক্তিবাচক সর্বনাম।
কিছু – অনির্দেশক সর্বনাম।
7. কেমন করিয়া যে এই তিনজন একই সময়ে ক্ষুদ্র একটি গ্রামের মধ্যে আসিয়া পড়িয়াছিলাম বলিতে পারি না।
এই – সামীপ্যবাচক নির্দেশক সর্বনাম।
8. সে আমার এই স্মৃতি-স্মরণে বাধা দিয়া তাহারই দিকে আমাকে আকর্ষণ করিতেছে।
সে – ব্যক্তিবাচক সর্বনাম।
এই – সামীপ্যবাচক নির্দেশক সর্বনাম।
9. কী লিখছিস?
কী – প্রশ্নবাচক সর্বনাম।
10. কে কত নম্বর পাবে তাই দেখছি।
কে – অনির্দেশক সর্বনাম।
11. তা ছাড়া সব পাশ হবে।
সব – সাকল্যবাচক সর্বনাম।
12. এ কামনাও বোধ হয় করিয়াছিলাম।
এ – সামীপ্যবাচক নির্দেশক সর্বনাম।
13. আমি এইবার কথাটা পাড়িব ভাবিতেছিলাম, কিন্তু সে হইল না।
আমি – ব্যক্তিবাচক সর্বনাম।
14. একে তুমি ডিগনিটি বল?
একে – সামীপ্যবাচক নির্দেশক সর্বনাম।
তুমি – ব্যক্তিবাচক সর্বনাম।
15. তিনি আবার ডাকিলেন।
তিনি – ব্যক্তিবাচক সর্বনাম।
16. কেহ কোথাও নাই।
কেহ – অনির্দেশক সর্বনাম।
নব নব সৃষ্টি
1. সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই।
সে – নির্দেশক সর্বনাম।
2. যে-কোনো ভাষার চর্চা আমরা করি না কেন?
আমরা – ব্যক্তিবাচক সর্বনাম।
3. চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারব না।
আমি – ব্যক্তিবাচক সর্বনাম।
4. আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন।
আমার – ব্যক্তিবাচক সর্বনাম।
5. হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র।
স্বয়ং – আত্মবাচক সর্বনাম।
6. তারা এই শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে।
তারা – সমষ্টিবাচক সর্বনাম।
7. আমাদের আরও বহুকাল ধরে চালু থাকবে। র
আমাদের – সমষ্টিবাচক সর্বনাম।
8. তখন কেউ গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্যের দোহাই দেবে।
কেউ – অনির্দেশক সর্বনাম।
হিমালয় দর্শন
1. সকলই মনোহর।
সকলই – সমষ্টিবাচক সর্বনাম।
2. আমি কোনো কাজ করিতে পারি না।
আমি – ব্যক্তিবাচক সর্বনাম।
3. কোনো কোনো স্থানে খুব নিবিড় বন।
কোনো কোনো – অনির্দেশক সর্বনাম।
4. আমরা পানীয় জল ফিলটারে ছাঁকিয়া ব্যবহার করি।
আমরা – ব্যক্তিবাচক সর্বনাম।
5. জোঁকে কি ক্ষতি করে?
কি – প্রশ্নবাচক সর্বনাম।
6. যত দেখি, ততই দর্শন পিপাসা শতগুণ বাড়ে।
যত, ততই – সাপেক্ষ সর্বনাম।
7. নতুবা কে কাহাকে চেনে?
নতুবা – অনির্দেশক সর্বনাম।
8. তবে কি কৃতঘ্নতা হয় না?
কি – প্রশ্নবাচক সর্বনাম।
চিঠি
1. আমি কেউ নই।
কেউ – অনির্দেশক সর্বনাম।
2. তিনি আজন্ম নেত্রী।
তিনি – ব্যক্তিবাচক সর্বনাম।
3. উভয়েরই সুবিধা হবে।
উভয়েরই – সাকল্যবাচক সর্বনাম।
4. নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে।
নিজের – আত্মবাচক সর্বনাম।
5. তুমি লন্ডনেই দেখেছে।
তুমি – ব্যক্তিবাচক সর্বনাম।
6. তুমি ঠিক সেইরূপ নারী।
তুমি – ব্যক্তিবাচক সর্বনাম।
ধীবর বৃত্তান্ত
1. ঋষি অভিশাপ দিলেন, যাঁর চিন্তায় সে মগ্ন, সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন।
যাঁর, সেই – সাপেক্ষ সর্বনাম।
সে – ব্যক্তিবাচক সর্বনাম।
2. রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি?
এই – সামীপ্যবাচক নির্দেশক সর্বনাম।
তুই – ব্যক্তিবাচক সর্বনাম।
3. আপনারা শান্ত হন।
আপনারা – ব্যক্তিবাচক সর্বনাম।
4. আমি এরকম কাজ করিনি।
আমি – ব্যক্তিবাচক সর্বনাম।
6. তোকে সদ্ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন?
তোকে – ব্যক্তিবাচক সর্বনাম।
7. একে পূর্বাপর সব বলতে দাও।
একে – সামীপ্যবাচক নির্দেশক সর্বনাম।
সব – সাকল্যবাচক সর্বনাম।
8. আংটি কীভাবে পাওয়া গেল সে-সব বিষয় মহারাজকে নিবেদন করে তাঁর আদেশ নিয়ে ফিরছি।
সে-সব – সাকল্যবাচক সর্বনাম।
9. যে পরিমাণ পারিতোষিক দেখছি-তাতেই বোঝা যাচ্ছে সেই আংটি-টা রাজার খুব প্রিয় ছিল।
যে, তাতেই – সাপেক্ষ সর্বনাম।
ব্যোমযাত্রীর ডায়রি
1. ডায়রিটা আমি পাই তারক চাটুজ্জের কাছ থেকে।
আমি – ব্যক্তিবাচক সর্বনাম।
2. খুব যে ভাল তা নয়।
যে, তা – সাপেক্ষ সর্বনাম।
3. সে ডায়রি তারকবাবুর কাছে এল কী করে?
কী – প্রশ্নবাচক সর্বনাম।
4. কোন ব্যাপারটার কথা বলছেন?
কোন্ – প্রশ্নবাচক সর্বনাম।
5. ওকে নিয়ে আর পারা গেল না।
ওকে – নির্দেশক সর্বনাম।
6. ওর নিজস্ব বুদ্ধি বা চিন্তাশক্তি বলে কিছু থাকতেই পারে না।
ওর – নির্দেশক সর্বনাম।
কিছু – অনির্দেশক সর্বনাম।
7. ও রোখের মাথায় একাই ওই মঙ্গলীয় সৈন্যকে আক্রমণ করে।
ও – নির্দেশক সর্বনাম।
একাই – আত্মবাচক সর্বনাম।
8. চালাল কে?
কে – প্রশ্নবাচক সর্বনাম।
9. ছিল কিছু গোসাপের ছাল।
কিছু – অনির্দেশক সর্বনাম।
10. মনে হয় যেন পৃথিবীর প্রভাব ছাড়িয়ে যদি কিছু দূর উপরে উঠতে পারি, তাহলেই এই টানটা আপনা থেকেই আমাকে অন্য কোনও গ্রহ-টহে নিয়ে গিয়ে ফেলবে।
এই – সামীপ্যবাচক নির্দেশক সর্বনাম।
আপনা – আত্মবাচক সর্বনাম।
আমাকে – ব্যক্তিবাচক সর্বনাম।
কোনও – অনির্দেশক সর্বনাম।
কর্ভাস
1. এই ময়নাটাই এমন এক কাণ্ড করে বসল।
এই – সামীপ্যবাচক নির্দেশক সর্বনাম।
2. আমরা কোনও কম্পন টের পাইনি।
আমরা – ব্যক্তিবাচক সর্বনাম।
3. উপায় কী?
কী – প্রশ্নবাচক সর্বনাম।
স্বর্ণপর্ণী
1. এটাই যে স্বর্ণপর্ণী তাতে কোনও সন্দেহ নেই।
যে, তাতে – সাপেক্ষ সর্বনাম।
2. খুঁজলে আরও বেরোবে কি?
আরও – অনির্দেশক সর্বনাম।
3. ডাক্তারেরা সবাই জবাব দিয়ে গেছে।
সবাই – সাকল্যবাচক সর্বনাম।
4. কী ট্যাবলেট পাঠিয়েছিলে তুমি আমাকে?
কী – প্রশ্নবাচক সর্বনাম।
আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের “ব্যাকরণ ও নির্মিতি” থেকে “শব্দ ও পদ : বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, ক্রিয়া” -এর উপবিভাগ “সর্বনাম” নিয়ে আলোচনা করেছি। এই অংশটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।





মন্তব্য করুন