এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের চতুর্থ অধ্যায় “A Day in the Zoo” নিয়ে আলোচনা করবো। এখানে লেখকের পরিচিতি, গল্পের সারসংক্ষেপ এবং এর প্রধান বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হবে। এই আর্টিকেলটি আপনাদের “A Day in the Zoo” সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেবে এবং গল্পটি ভালোভাবে বোঝার ক্ষেত্রে সহায়ক হবে। এছাড়া, নবম শ্রেণীর পরীক্ষায় এই অধ্যায় থেকে লেখক ও গল্পের সারসংক্ষেপ সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, তাই এই তথ্যগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Introduction
Gerald Durrell was an entertaining writer. He was an English zookeeper. He had a unique knack for storytelling. He wrote a number of stories about the animals in the zoo. His book, Menagerie Manor, revealed his dream of setting up his own zoo. He founded his own private zoo on the English Channel island of Jersey. Durrell made many trips to all parts of the world. He wanted to collect a wide variety of animals for the zoo. He always found it difficult to part with the animals he loved. He proved to be a very good caretaker to all the animals.
Durrell spent his time studying wildlife. He narrated his experiences in My Family and Other Animals, Birds, Beasts and Relatives, and The Garden of the Gods. In his story, Beasts in My Belfry, he gave an account of his experiences at Whipsnade Park in England. Unlike most other stories, the present story, A Day in the Zoo, is an excerpt from Menagerie Manor. According to Durrell, the public always comes second to the animals. They are, according to Durrell, a necessary evil. He takes the reader through an average day at the zoo. He recounts how he got good support from the zoo staff. The present extract reveals the experiences of the zoo workers and the playful activities of birds and animals.
ভূমিকা
জেরাল্ড ডারেল একজন আনন্দদায়ক লেখক ছিলেন। তিনি ছিলেন চিড়িয়াখানার একজন ইংরেজ তত্ত্বাবধায়ক। গল্প বলার ক্ষেত্রে তার একটি অনবদ্য দক্ষতা ছিল। চিড়িয়াখানার জীবজন্তু নিয়ে তিনি বেশ কয়েকটি গল্প লিখেছিলেন। Menagerie Manor গ্রন্থে তার নিজস্ব চিড়িয়াখানা স্থাপনের স্বপ্ন ফুটে ওঠে। ইংলিশ চ্যানেলের জার্সি দ্বীপে তিনি তার নিজস্ব চিড়িয়াখানা স্থাপন করেন। বিশ্বের সব প্রান্তে ডারেল অনেক সফর করেছিলেন। চিড়িয়াখানায় বিভিন্ন প্রকার জীবজন্তু সংগ্রহ করার অভিপ্রায় তার ছিল। তার প্রিয় জীবজন্তুদের থেকে সরে আসা তার কাছে সবসময় দুরূহ ব্যাপার ছিল। সকল জীবজন্তুর তিনি যে একজন ভালো তত্ত্বাবধায়ক তা তিনি প্রমাণ করে দিয়েছিলেন।
বন্যপ্রাণী সংক্রান্ত পড়াশোনায় ডারেল তার সময় অতিবাহিত করেছিলেন। My Family and Other Animals, Birds, Beasts and Relatives এবং The Garden of the Gods -এ তিনি তার অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন। তার Beasts in My Belfry গল্পে তিনি ইংল্যান্ডের হুইপসনেড পার্কে তার অভিজ্ঞতা বর্ণনা করেন। অন্যান্য বেশিরভাগ গল্পের মতো না হলেও বর্তমান গল্প A Day in the Zoo হল Menagerie Manor থেকে নেওয়া একটি অংশ। ডারেলের মতে জীবজন্তুর চেয়ে জনগণ সবসময়ই দ্বিতীয় স্থানে। ডারেলের ধারণায় অপরিহার্য হয়েও তারা অশুভ। চিড়িয়াখানায় একটি সাধারণ দিনের সঙ্গে তিনি পাঠকের পরিচয় ঘটান। কিভাবে তিনি চিড়িয়াখানার কর্মচারীদের থেকে সমর্থন পেয়েছেন তা তিনি বর্ণনা করেন। বর্তমান উদ্ধৃত অংশটির মধ্যে ফুটে ওঠে চিড়িয়াখানার কর্মচারীদের অভিজ্ঞতা এবং পাখি ও জীবজন্তুদের ক্রীড়াসুলভ কর্মকাণ্ড।
Life and Works of the Writer
Gerald Durrell was born in Jamshedpur, India, on 7th January, 1925. He was the son of Lawrence Samuel and Louisa Florence Durrell. His father was an engineer. When his father died in 1928, his mother was left to raise four children on her own. Then they came to England in 1928. But they were not happy there. So they moved to Corfu in Greece in 1935. Then Gerald was 10 years old. They stayed there until the outbreak of World War II in 1939.
In 1939, his family returned to England. Then Gerald took a job in a local pet shop. After the Second World War, he got a job as a student keeper at the Whipsnade Zoological Society Park in Bedfordshire. In 1947, he began organizing his own animal-collecting expeditions. He made a trip to Cameroon in West Africa with the zoologist, John Yealland, and collected small to medium-sized animals. In 1951, Durrell married Jacquie Sonia Rasen. The very next year he made a trip to Paraguay and Argentina. In 1959, Durrell realized his lifelong dream when he set up the Jersey Zoological Park. A few years later, the Jersey Wildlife Preservation Trust was set up to run the zoo.
Gerald’s divorce from Jacquie Sonia Rasen came through in 1979. Only a year later, Durrell met a young American zoologist by the name of Lee McGeorge. Durrell and Lee got married soon afterward. Durrell remained with Lee until his death. Durrell and Lee starred in a number of television series, including Ark on the Move, The Amateur Naturalist, and Durrell in Russia. He was awarded the OBE (Order of the British Empire) in 1982. In his 60s his health started to fail. He died of cancer of the liver on 30th January, 1995. Over his lifetime, he wrote 37 books. Most of his books are almost autobiographical.
In those books, he describes his life and adventures in the remote places of the world. Of the books about animal collecting, one of the best is probably The Bafut Beagles. My Family and Other Animals; Birds, Beasts and Relatives, and The Garden of Gods record his upbringing in a highly talented family. His book, Beasts in My Belfry describes his experience at Whipsnade. Some of his well-known books are Look at Zoos, Island Zoo, Menagerie Manor, Two in the Bush, etc.
লেখকের জীবন ও কর্ম
জেরাল্ড ডারেল 1925 খ্রিস্টাব্দের 7 জানুয়ারি ভারতবর্ষের জামশেদপুরে জন্মগ্রহণ করেন। তিনি লরেন্স স্যামুয়েল এবং লুইসা ফ্লোরেন্স ডারেলের পুত্র। তাঁর পিতা ছিলেন ইঞ্জিনিয়ার। 1928 খ্রিস্টাব্দে তাঁর পিতা প্রয়াত হলে তাঁর মা একা চার শিশুসন্তানকে লালন করেন। তারপর 1928 খ্রিস্টাব্দে তাঁরা ইংল্যান্ডে চলে আসেন। কিন্তু তাঁরা সেখানে সুখী ছিলেন না। তাই তাঁরা 1935 খ্রিস্টাব্দে গ্রিসের কোরফুতে চলে যান। তখন জেরাল্ডের বয়স 10 বছর। 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া পর্যন্ত তাঁরা সেখানেই ছিলেন।
1939 খ্রিস্টাব্দে তাঁরা সপরিবারে ইংল্যান্ডে ফিরে আসেন। তখন জেরাল্ড একটি স্থানীয় পোষা প্রাণীর দোকানে কাজ নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বেডফোর্ডশায়ারের হুইপসনেড জুলজিক্যাল সোসাইটি পার্কে এক শিক্ষার্থী তত্ত্বাবধায়ক হিসেবে কার্যভার গ্রহণ করেন। 1947 খ্রিস্টাব্দে তিনি জীবজন্তু সংগ্রহের জন্য অভিযানের আয়োজন আরম্ভ করেন। তিনি বিশিষ্ট প্রাণীতত্ত্ববিদ জন ইয়েল্যান্ডের সঙ্গে পশ্চিম আফ্রিকার ক্যামেরুনে যাত্রা করেন এবং ছোট থেকে মাঝারি আকারের জীবজন্তু সংগ্রহ করেন। 1951 খ্রিস্টাব্দে ডারেল জ্যাকি সোনিয়া রাসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার পরের বছরই তিনি প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা সফর করেন। 1959 খ্রিস্টাব্দে ডারেলের দীর্ঘজীবনব্যাপী স্বপ্ন সার্থক হল যখন তিনি জার্সি জুলজিক্যাল পার্ক স্থাপন করলেন। কয়েক বছর পর চিড়িয়াখানা দেখভালের জন্য জার্সি ওয়াইল্ডলাইফ প্রিজারভেশন ট্রাস্ট তৈরি হয়।
1979 খ্রিস্টাব্দে জেরাল্ডের সঙ্গে জ্যাকি সোনিয়া রাসেনের বিবাহবিচ্ছেদ হয়। তার ঠিক এক বছর পর ডারেলের সঙ্গে লি ম্যাক জর্জ নামে এক তরুণী আমেরিকান প্রাণীতত্ত্ববিদের পরিচয় হয়। পরে খুব শীঘ্রই ডারেল এবং লি বিবাহবন্ধনে আবদ্ধ হন। মৃত্যুর আগে পর্যন্ত ডারেল লির সঙ্গেই ছিলেন। Ark on the Move, The Amateur Naturalist এবং Durrell in Russia সমেত অনেক টেলিভিশন ধারাবাহিকে ডারেল এবং লিকে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল। 1982 খ্রিস্টাব্দে তাঁকে ‘অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ দিয়ে পুরস্কৃত করা হয়। ষাটের কোঠায় যখন তাঁর বয়স, তখন তাঁর স্বাস্থ্যের অবনতি শুরু হয়। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে 1995 খ্রিস্টাব্দের 30 জানুয়ারি পরলোকগমন করেন। তাঁর জীবদ্দশায় তিনি 37টি গ্রন্থ রচনা করেছিলেন।
তাঁর বেশিরভাগ বইই প্রায় আত্মজীবনীমূলক। এ সকল গ্রন্থে তিনি তাঁর জীবন এবং পৃথিবীর প্রত্যন্ত স্থানে তাঁর দুঃসাহসিক অভিযানের বর্ণনা দিয়েছেন। জীবজন্তু সংগ্রহ করা নিয়ে লেখা বইগুলির মধ্যে অন্যতম সেরা গ্রন্থটি সম্ভবত The Bafut Beagles. My Family and Other Animals; Birds, Beasts and Relatives এবং The Garden of Gods -এ একটি অত্যন্ত মেধাবী পরিবারে তাঁর বড় হয়ে ওঠার কাহিনি লিপিবদ্ধ হয়েছে। তাঁর গ্রন্থ Beasts in My Belfry -তে হুইপসনেডে তাঁর অভিজ্ঞতার বর্ণনা রয়েছে। তাঁর অত্যন্ত পরিচিত বইগুলির মধ্যে রয়েছে Look at Zoos, Island Zoo, Menagerie Manor, Two in the Bush ইত্যাদি।
Summary
The owner of a zoo freely looks at the animals. But he differs from a visitor. He is always on duty inside the zoo. The zoo day begins with the notes of robin and thrush, followed by the cries of touracos, a blackbird, and the dance of a peacock. At 8 o’clock, the zoo staff arrives with brooms and buckets. The monkeys, mammals, gorillas, and the apes are excited at the start of a new day. Stephen, Mike, and Jeremy are all very active in cleaning the cages. The parrots and parakeets, mongooses, and the armadillo are seen in different postures inside the cages. One can hear the shrill cry of the touracos from the big cage. In the reptile house, the snakes are quiet. Frogs croak. Lizards lie still. At 10 o’clock, visitors pour into the zoo. They behave rudely with the animals. As the evening sets in, the robin stops singing. Shadows thicken over the zoo. The chimpanzees start falling out among themselves. The lions cough. The moon is seen in the sky. Soon the day will break in with the chorus of the birds.
সারসংক্ষেপ
চিড়িয়াখানার মালিক নিজের ইচ্ছেমতো জীবজন্তু দেখতে পারে। কিন্তু সে একজন দর্শকের চেয়ে আলাদা। চিড়িয়াখানার অভ্যন্তরে সে সবসময় কর্তব্যপরায়ণ থাকে। রবিন এবং থ্রাশের মিহি সুরের আওয়াজের পর টুরাকোস, কালো পাখির কণ্ঠস্বরের আওয়াজ এবং ময়ূরের নৃত্যের মধ্যে চিড়িয়াখানায় দিন শুরু হয়। সকাল ৮টা নাগাদ চিড়িয়াখানার কর্মচারীরা বুরুশ আর বালতি নিয়ে হাজির হয়। বানর, স্তন্যপায়ী, গরিলা এবং ল্যাজহীন বানররা নতুন দিনের শুরুতে চঞ্চল হয়ে পড়ে। স্টিফেন, মাইক এবং জেরেমি সবাই মিলে খাঁচা পরিষ্কার করতে ব্যস্ত হয়ে যায়। তোতাপাখি আর দীর্ঘপুচ্ছধারী ছোটো ছোটো টিয়া পাখিরা, নেউল বা বেজি এবং আর্মাডিলোদের খাঁচার মধ্যে বিভিন্ন ভঙ্গিতে দেখা যায়। বড় খাঁচার ভিতর থেকে টুরাকোসের তীক্ষ্ণ কণ্ঠস্বর কানে আসে। সরীসৃপকুলের খাঁচায় সাপরা শান্ত থাকে। ব্যাঙেরা ডাকে। গিরগিটিগুলো চুপ করে থাকে। সকাল ১০টা নাগাদ চিড়িয়াখানায় দর্শকদের ঢল নামে। তারা জীবজন্তুদের সঙ্গে অভব্য আচরণ করে। সন্ধ্যা নামলে রবিন গান গাওয়া থামে। চিড়িয়াখানায় ছায়া ঘনিয়ে আসে। শিম্পাঞ্জিরা নিজেদের মধ্যে খুনসুটি জুড়ে দেয়। সিংহরা কাশে। আকাশে চাঁদ দেখা দেয়। আবার একটি দিন শুরু হবে পাখিদের সমবেত সঙ্গীতের মধ্যে।
Title
A Day in the Zoo is an extract from Menagerie Manor. It deals with the activity of the animals in cages from dawn to dusk. The zoo day usually begins with the merry song of a robin and a thrush before dawn. The peacock dancing on the green lawn is a feast for the eyes. At 8 o’clock, the zoo is roused into a state of activity. The zoo staff starts cleaning the cages with buckets and brooms. Meanwhile, the monkeys and mammals, birds, armadillo and reptiles are seen with their quaint behavior. At 10 o’clock, the visitors pour into the zoo. They behave rudely with the animals. As the evening sets in, the robin takes rest. But the white-faced owls open their eyes. The chimpanzees begin their chorus. The lions cough. Gradually, the night descends in the zoo. Thus, the story shows how a day begins and ends in a zoo. So the title is appropriate.
শিরোনাম
A Day in the Zoo হল Menagerie Manor গ্রন্থ থেকে নেওয়া একটি অংশ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি খাঁচার মধ্যে জীবজন্তুদের কার্যকলাপ এখানে আলোচিত হয়। ভোর হওয়ার আগে চিড়িয়াখানায় দিনটি সাধারণত শুরু হয় একটি রবিন এবং একটি থ্রাশ পাখির আনন্দ সঙ্গীতের মধ্যে দিয়ে। সবুজ ঘাসে ঢাকা লনে ময়ূরের নৃত্য চোখকে পরমতৃপ্তি দেয়। সকাল ৮টায় চিড়িয়াখানা কর্মচাঞ্চল্যের মধ্যে জেগে ওঠে। চিড়িয়াখানার কর্মচারীরা ঝাঁটা এবং বালতি নিয়ে খাঁচা পরিষ্কার করা শুরু করে। ইতিমধ্যে বাঁদর এবং স্তন্যপায়ী, পাখি, আর্মাডিলো এবং সরীসৃপদের অদ্ভুত আচরণ দেখা যায়। ১০টায় দর্শনার্থীরা চিড়িয়াখানায় ঢুকে পড়ে। তারা জীবজন্তুদের সঙ্গে অশিষ্ট আচরণ করে। সন্ধ্যা নামলে রবিন বিশ্রাম নেয়। কিন্তু সাদা মুখের পেঁচাগুলো তাদের চোখ মেলে। শিম্পাঞ্জিরা তাদের কোরাস শুরু করে। সিংহরা কাশে। ক্রমশ চিড়িয়াখানায় রাত ঘনিয়ে আসে। এইভাবে গল্পটিতে দেখা যায় কিভাবে চিড়িয়াখানায় একটি দিনের শুরু এবং শেষ হয়। তাই শিরোনামটি যথার্থ।
Critical Analysis
A Day in the Zoo is an extract from the narrative, Menagerie Manor. The extract looks like a story, but it is almost an autobiographical narrative. It is about how a day begins and ends inside a zoo. Here the writer shows his love for the animals and regales himself in the beauty of the natural surroundings. The story is an eye-opener to those who do not feel for the animals.
The narrator has a keen power of observation. In simple and graceful language, he describes the quaint behavior of the animals, birds, snakes, and mammals. The way he describes the movement of the peahens is artistic. He gives a vivid description of the sky tinged with yellow at dawn. He sketches how the shadows come down after the evening.
The story opens with a chorus of robin and thrush and ends with a medley of noises of chimpanzees and lions in the stillness of the night. The animals do not speak among themselves. Yet they are livelier with their expressions than mere words. While describing the different activities of the animals, he never loses sight of the duty of the zoo staff. They begin their daily activity and take enough care to make the zoo clean. The story highlights the theme that animals are more interesting than human beings. They have a world of their own. The narrator gently criticizes the unsympathetic behavior of some visitors. Gerald Durrell has a unique insight into the animal kingdom and thinks that animals should not be hurt by any means.
Gerald Durrell writes with wry humor. He shows his mastery in the world of non-fiction. His prose is in no way stilted. It conveys what is important. His style is exuberant and passionate. He brings before our eyes the kingdom of animal personalities with minute details. And herein lies the excellence of Gerald Durrell.
রসগ্রাহী আলোচনা
A Day in the Zoo হল Menagerie Manor গ্রন্থের একটি অংশ। উদ্ধৃত অংশটি গল্পের মতো দেখায়। কিন্তু এটি একপ্রকার আত্মজীবনীমূলক আখ্যান। একটি চিড়িয়াখানার অভ্যন্তরে একটি দিন কিভাবে শুরু এবং শেষ হয় তাই নিয়েই এই গল্প। এখানে লেখক জীবজন্তুদের প্রতি তার ভালোবাসা দেখান এবং প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যে নিজে আপ্লুত হন। যে সকল ব্যক্তির জীবজন্তুদের প্রতি কোনো অনুভূতি নেই গল্পটি তাদের চোখ খুলে দেয়।
কাহিনিকারের এক তীব্র দর্শন ক্ষমতা রয়েছে। সহজ এবং পরিশীলিত ভাষায় জীবজন্তু, পাখি, সাপ এবং স্তন্যপায়ীদের অদ্ভুত আচরণধারা তিনি বর্ণনা করেন। যেভাবে তিনি ময়ূরীদের গতিপ্রকৃতি বর্ণনা করেন তা সত্যিই শিল্পীসুলভ। ভোরবেলায় আকাশের হলুদ আভার এক সুস্পষ্ট বর্ণনা তিনি দিয়েছেন। কিভাবে সন্ধ্যার পর ছায়া ঘনিয়ে আসে তা তিনি ভাষায় অঙ্কন করেন।
গল্পটি শুরু হয় রবিন এবং থ্রাশ পাখির সমবেত কূজনের মধ্যে এবং রাতের নৈঃশব্দ্যের মধ্যে শিম্পাঞ্জি আর সিংহের মিশ্র আওয়াজে তার পরিসমাপ্তি ঘটে। জীবজন্তুরা নিজেদের মধ্যে কথা বলে না। তবুও কেবল শব্দের চেয়ে তাদের অভিব্যক্তিতে তারা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। জীবজন্তুদের বিভিন্ন কার্যকলাপ ব্যক্ত করতে গিয়ে তিনি কখনও চিড়িয়াখানার কর্মচারীদের কর্তব্যের প্রতি নজর হারান না। তারা তাদের দৈনন্দিন কাজকর্ম শুরু করে এবং চিড়িয়াখানাকে পরিষ্কার রাখতে যথেষ্ট যত্ন নেয়।
গল্পটি যে মূল বিষয় তুলে ধরে তা হল জীবজন্তু মানুষদের চেয়ে অনেক আকর্ষণীয়। তাদের একটি নিজস্ব জগৎ আছে। কাহিনিকার কয়েকজন দর্শকের সমব্যথাহীন আচরণের মৃদু সমালোচনা করেন। জীবজন্তুর রাজ্যে জেরাল্ড ডারেলের এক অনবদ্য অন্তর্দৃষ্টি রয়েছে এবং তিনি মনে করেন যে জীবজন্তুদের কোনোভাবেই আঘাত করা উচিত নয়।
জেরাল্ড ডারেল তীর্যক কৌতুকরসবোধ নিয়ে লেখেন। তিনি বাস্তবভিত্তিক অকল্পিত কাহিনির জগতে তার দক্ষতা দেখিয়েছেন। তার গদ্য কোনোভাবেই কৃত্রিম নয়। যা কিছু গুরুত্বপূর্ণ তা তিনি তুলে ধরেন। তার লিখনশৈলী সমৃদ্ধ এবং আবেগপূর্ণ। সূক্ষ্ম ও বিশদ বিবরণে তিনি জীবজন্তুদের জগৎ এবং তাদের ব্যক্তিত্বগুলি আমাদের চোখের সামনে নিয়ে আসেন। এখানেই জেরাল্ড ডারেল অভিনবত্ব বজায় রেখেছেন।
এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের চতুর্থ অধ্যায় “A Day in the Zoo” এর লেখক পরিচিতি এবং গল্পের সারসংক্ষেপ নিয়ে আলোচনা করেছি। আশা করি এই আর্টিকেলটি আপনাদের “A Day in the Zoo” সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দিয়েছে এবং এর মাধ্যমে আপনারা গল্পটি আরও ভালোভাবে বুঝতে পারবেন। নবম শ্রেণীর পরীক্ষায় লেখকের নাম ও সারসংক্ষেপ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, তাই এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। আপনার মতামত এবং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারেন।