Class 9 English – All About A Dog – About Author and Story

এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের দ্বিতীয় অধ্যায় “All About A Dog” নিয়ে আলোচনা করবো। এখানে লেখকের পরিচিতি, গল্পের সারসংক্ষেপ এবং এর প্রধান বিষয়বস্তু সম্পর্কে জানানো হবে। এই আর্টিকেলটি আপনাদের “All About A Dog” সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেবে এবং গল্পটি ভালোভাবে বোঝার ক্ষেত্রে সহায়ক হবে। এছাড়া, নবম শ্রেণীর পরীক্ষায় এই অধ্যায় থেকে লেখক ও গল্পের সারসংক্ষেপ সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, তাই এই তথ্যগুলো জানা গুরুত্বপূর্ণ।

এটি পড়ার মাধ্যমে আপনারা গল্পের মূল ভাবনা, চরিত্রগুলোর প্রকৃতি এবং লেখকের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। আশা করি, এই আলোচনাটি আপনাদের নবম শ্রেণীর ইংরেজি পাঠ্যবইয়ের “All About A Dog” অধ্যায়ে ভালো প্রস্তুতি নিতে সাহায্য করবে।

All About A Dog

All About A Dog – Introduction

The essay begins with the description of a bus journey in a chilly wintry night. The journey got into trouble. A lady carrying her pet dog boarded the bus with her companions. The bus conductor while taking their fares watched the dog. To carry a dog in a bus was against the accepted rule. So, he objected and ordered her to remove the dog from the bus. The lady requested him to consider her matter and exempt her. But the stubborn conductor stuck to his decision and ordered her to go to the top of the bus with the dog. At such inhuman behaviour and strange attitude of the conductor, the passengers became furious and burst into vehement protest. They demanded their fares back when the bus stopped as he announced the bus would not move until the dog was removed. But he turned down their demand instantly.

When the agitation against the conductor was going on some passengers were found to get down from the bus to walk on to reach their destinations. A policeman appeared there, but performed his duty casually and replied to the passenger’s inquiry or demands perfunctorily. With other constables he just watched the drama without paying any heed to the public demand. The lady had to go to the top of the bus with her dog. Ignoring the trenchant criticism of the passengers, the bus conductor remained obstinate, nonchalant and triumphant.

When the lady yielded, the bus started moving on. But it stopped again soon. This time for the trouble of its engine. So, the driver and the conductor rushed to attend it, and they were engaged in mending it.

In the meantime, taking the opportunity of this situation, the lady came down stealthily to enter the bus once again. When the problem of the engine was recovered after its repair work, the bus was about to start. But virtually the conductor’s gaze fell on the dog again and there and then he pulled the bell-rope to stop the bus. Strife and hot altercation started again. Finally, the lady decided to go to the top of the bus with her dog as the conductor remained firm to his decision.

By this time, as the bus began to move, it was getting almost empty. Only the author remained yet as the last passenger. When the conductor came to him to justify his – stance, the author told that all rules are not so important that they need to be followed rigidly. The rules should be protected, following its spirit, not its strict application only. The author’s parting words seemed to convince the conductor who wished him modestly a good night at the end.

All About A Dog – ভূমিকা

প্রবন্ধটির সূচনা হাড় কাঁপানো শীতের রাতে একটি বাসযাত্রার বর্ণনা দিয়ে। বাসযাত্রায় সমস্যা দেখা দিল। কুকুর হাতে এক মহিলা সঙ্গীদের নিয়ে বাসে চড়ল। বাস কন্ডাক্টর তাদের ভাড়া নেওয়ার সময় কুকুরটিকে লক্ষ করল। কুকুর নিয়ে বাসে ভ্রমণ আইনের পরিপন্থী। সে আপত্তি জানিয়ে বাস থেকে কুকুরটিকে সরিয়ে ফেলার নির্দেশ দিল। মহিলাটি তার অসুবিধের কথা বিবেচনা করার অনুরোধ জানিয়ে তাকে অব্যাহতি দিতে আবেদন করল। কিন্তু একগুঁয়ে বাস কন্ডাক্টর তার সিদ্ধান্তে অবিচল থেকে তাকে বাসের ছাদে যাওয়ার নির্দেশ দিল। বাস কন্ডাক্টরের এই অমানবিক ও অদ্ভুত আচরণে যাত্রীরা ক্ষিপ্ত হয়ে জোরালো প্রতিবাদে সোচ্চার হল। কন্ডাক্টর ঘোষণা করল যতক্ষণ না-কুকুরটিকে সরানো হচ্ছে ততক্ষণ বাস আর চলবে না। এতে যাত্রীরা তাদের ভাড়া ফেরত দেওয়ার দাবি জানাল। কিন্তু, সে তৎক্ষণাৎ তাদের দাবি প্রত্যাখ্যান করে দিল।

যখন কন্ডাক্টারের বিরুদ্ধে বিক্ষোভ চলছিল তখন কিছু যাত্রী বাস থেকে নেমে গন্তব্যে পৌঁছোতে পায়ে হেঁটে রওনা দিল। পুলিশ এল, কিন্তু দায়সারাভাবে তার কর্তব্য পালন করল। যাত্রীদের প্রশ্নের জবাব এড়িয়ে গেল। মানুষের দাবি, অসুবিধার প্রতি কর্ণপাত না-করে অন্য সব কনস্টেবলদের নিয়ে সে যেন নাটক দেখতে লাগল। বাধ্য হয়ে মহিলাটি কুকুর নিয়ে বাসের ছাদে চলে গেল। যাত্রীদের তীব্র সমালোচনাকে উপেক্ষা করে বাস কন্ডাক্টর জেদি, উদাসীন ও বিজয়ী-র মনোভাব দেখাল।

মহিলাটি মেনে নেওয়ায় বাসটি চলতে শুরু করল। কিন্তু খুব তাড়াতাড়ি তা আবার থেমে গেল। এবার বাসের ইঞ্জিন সমস্যার জন্যে। ড্রাইভার ও কন্ডাক্টর ছুটে গেল দেখতে এবং সারানোর কাজে ব্যস্ত হয়ে পড়ল।

এই সুযোগে মহিলাটি বাসের ছাদ থেকে চুপিসারে নেমে বাসের ভেতর প্রবেশ করল। সারানোর পর ইঞ্জিন সমস্যা কাটিয়ে যখন বাসটি চলতে শুরু করবে, ঘটনাচক্রে কন্ডাক্টরের নজর আবার গিয়ে পড়ল সেই কুকুরটির ওপর। সঙ্গে সঙ্গে ঘণ্টা-দড়ি টেনে বাসটিকে সে দাঁড় করিয়ে দিল। বাগবিতণ্ডা, বিবাদ শুরু হয়ে গেল। শেষপর্যন্ত মহিলাটি বাসের ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিল, কারণ কন্ডাক্টর তার সিদ্ধান্তে অটল।

এরমধ্যে বাস চলতে চলতে ধীরে ধীরে তা ফাঁকা হতে শুরু করে। শেষ যাত্রী হিসেবে লেখক তখনও থেকে গিয়েছিলেন। যখন কন্ডাক্টর লেখকের কাছে এসে তার সিদ্ধান্তের সাফাই দিতে গেল, লেখক তাকে বললেন, কোনো আইনই ততটা গুরুত্বপূর্ণ নয় যাতে সেগুলিকে খুব কঠোরভাবে অনুসরণ করতে হয়। আইনকে রক্ষা করা উচিত এর মূলভাবকে অনুসরণ করে, শুধুমাত্র এর কঠোর প্রয়োগের মাধ্যমে নয়। লেখকের বিদায় মুহূর্তের কথাগুলি কন্ডাক্টরের মনে গভীর রেখাপাত করেছিল বলে মনে হয়। সে লেখককে শেষে বিনীতভাবে শুভরাত্রি জানিয়েছিল।

All About A Dog – Life and Works of the Writer

Alfred George Gardiner was a British journalist and author. He was born in Chelmsford in 1865. As a boy he worked at the Chelmsford Chronicle and the Bournemouth Directory. He joined the Northern Daily Telegraph in 1887. In 1899 he was appointed the Editor of the Black burn Weekly Telegraph. From 1915 he contributed to The Star under the pen-name Alpha of the Plough. Gardiner’s essays are highly regarded for uniformly elegant, graceful and humorous style. His uniqueness lay in his ability to teach the basic truths of life in an easy and amusing manner. The Pillars of Society, Pebbles on the Shore, Many Furrows and Leaves in the Wind are some of his well-known writings. To the general people, Gardiner is known more as an author than a journalist. He excelled in pen-portraits of eminent personages, which he gathered together between the covers of several books like The War Lords, Prophets, Priests and Kings and Certain People of Importance. This versatile writer died at his home, ‘The Spinney White Leaf Princes Risborough’, Buckinghamshire on March 3, in 1946.

All About A Dog – লেখকের জীবন ও কর্ম

আলফ্রেড জর্জ গার্ডিনার ছিলেন একজন বৃটিশ সাংবাদিক ও লেখক। 1865 খ্রিস্টাব্দে চেমসফোর্ড-এ তাঁর জন্ম। নাবালক অবস্থায় তিনি চেমসফোর্ড ক্রনিকল এবং বোর্নমাউথ ডাইরেক্টরি – তে কাজ করেন। তারপর 1887 খ্রিস্টাব্দে নর্দার্ন ডেইলি টেলিগ্রাফ – এ যোগ দেন। 1899 খ্রিস্টাব্দে ব্ল্যাক বার্ন উইক্লি টেলিগ্রাফ পত্রিকার সম্পাদক হিসেবে নিযুক্ত হন। 1915 খ্রিস্টাব্দ থেকে আলফা অব দ্য প্লাউ ছদ্মনামে দ্য স্টার – এ লিখতে শুরু করেন। Gardiner – এর প্রবন্ধগুলি সম্যকভাবে পরিচ্ছন্ন, সুরুচিসম্পন্ন এবং হাস্যরসাত্মক। তাঁর বিশেষত্ব নিহিত রয়েছে সহজ ও সরসভাবে মাধ্যমে জীবনের গূঢ় সত্যকে প্রকাশ করার ক্ষমতার মধ্যে। দ্য পিলারস অব সোসাইটি, পেবলস অন দ্য শোর, মেনি ফারোজ এবং লিভস ইন দ্য উইন্ড – এগুলি হল তাঁর বিখ্যাত রচনার মধ্যে কয়েকটি। সাধারণ মানুষের কাছে গার্ডিনার একজন সংবাদিকের চেয়েও একজন লেখক হিসেবে বেশি পরিচিত। তিনি তাঁর উৎকর্ষের পরিচয় দিয়েছেন প্রখ্যাত ব্যক্তিবর্গের চরিত্র চিত্রায়নে যা তিনি সংগ্রহ করে রেখে গেছেন কিছু গ্রন্থের মধ্যে, যেমন – দ্য ওয়ার লর্ডস, প্রফেটস, প্রিস্টস অ্যান্ড কিংস এবং সারটেইন পিপল অব ইম্পরট্যান্স। এই বহুমুখী লেখনীর ধারক 1946 খ্রিস্টাব্দের 3 মার্চ বাকিংহ্যামশায়ারের ‘দ্য স্পিনি হোয়াইট লিফ প্রিন্সেস রিজবরো’ – র নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন।

All About A Dog – Summary

Rules are framed for comfort and convenience of the people. Every rule aims at increasing people’s convenience and removing their inconveniences. This is the spirit of a rule. While going to apply a rule, we must see to it that its application brings comfort and ease to people.

Sometimes it may so happen that a rule’s rigid application causes troubles to people. All rules are not so important that they need to be followed rigidly. The rule about carrying a dog inside a bus is such a rule. It is a discretion in the hands of the conductor to be exercised in emergency. If situation does not demand its application, it can be ignored. It was a cold wintry night. The passengers were all eager to reach home early.

The young lady carrying the little dog was suffering from cold and cough. The other passengers in the bus did not object to the lady’s carrying the dog in their midst. Rather they sympathised with the lady and her dog. Considering all these aspects of the situation, the bus conductor could have easily ignored the rule cunningly and allowed the lady with her dog to sit among the other passengers.

But he adamantly stuck to his rule and ordered the lady to go on top. When the lady refused to do so, the conductor stopped the bus. He threatened that the bus would not move until the lady took the dog out. The lady offered to give her name and address so that action might be taken against her. But the conductor would not be satisfied with that. The passengers savagely criticized his misconduct. But he remained indifferent. As a result of his attitude the passengers had to suffer a lot. Some of them even left the bus and started on foot. Thus, his rigid application of the rule caused immense trouble to all the passengers of the bus and violated the true spirit of the rule.

All About A Dog – সারসংক্ষেপ

আইন রচিত হয় সাধারণ মানুষের সুখস্বাচ্ছন্দ্যের জন্যে। প্রতিটি আইনের লক্ষ হল মানুষের অসুবিধাগুলিকে দূর করে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করা। এটিই হল আইনের মূলভাব। যখন আমরা আইনকে প্রয়োগ করতে যাব, তখন আমাদের দেখতে হবে যে, এর প্রয়োগ মানুষের আরাম ও স্বস্তিকে প্রতিষ্ঠা করে কি না।

কখনও কখনও এমনটি ঘটে যে, আইনের কঠোর প্রয়োগ মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। কঠোরভাবে অনুসরণ করার মতো সব আইনই অতটা গুরুত্বপূর্ণ নয়। বাসের মধ্যে কুকুর বহন করাটি হল এমনই একটি আইনের অনুশাসন। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে প্রয়োগ করার জন্যে এটি একটি বাস কন্ডাক্টরের সম্পূর্ণ স্বাধীন ক্ষমতা। যদি পরিস্থিতি না-চায় তাহলে আইনের প্রয়োগকে এড়ানো যায়। শীতের তীব্র ঠান্ডার রাতে সকল যাত্রীই তাড়াতাড়ি বাড়ি ফিরতে উন্মুখ।

কুকুর হাতে অল্পবয়সী মহিলা যাত্রীটির সর্দি-কাশির অসুখ। মহিলাটির কুকুর নিয়ে বাসে ওঠাতে অন্য কোনো যাত্রীরই আপত্তি ছিল না। বরং, মহিলাটি ও কুকুরটির প্রতি তাদের সমবেদনাই ছিল। পরিস্থিতির সমস্ত দিক বিবেচনা করে বাস কন্ডাক্টর সহজেই আইনটিকে সুকৌশলে এড়াতে পারত এবং কুকুর হাতে মহিলাটিকে অন্য সকলের সঙ্গে বসতে দিতে পারত।

কিন্তু সে গোঁয়ারতুমি বশত আইন রক্ষার প্রতি অবিচল রইল এবং মহিলাটিকে কুকুর নিয়ে বাসের মাথায় বা ছাদে যাওয়ার জন্যে আদেশ দিল। যখন মহিলাটি আদেশ পালন করতে নারাজ, বাস কন্ডাক্টর বাসটি থামিয়ে দিল। সে যাত্রীদের শাসালো এই বলে যে, যতক্ষণ না মহিলাটি কুকুরটিকে হটিয়ে দেবে ততক্ষণ বাস চলবে না। মহিলাটি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে তার নাম-ঠিকানা লিখে নিতে কন্ডাক্টরকে অনুরোধ করল। কিন্তু কন্ডাক্টর তাতেও সন্তুষ্ট নয়। যাত্রীসাধারণ তার এই রূঢ় ব্যবহারের তীব্র সমালোচনা করল। কিন্তু সে নির্বিকার। তার এই আচরণে যাত্রীগণের দুর্ভোগ বাড়ল। তাদের মধ্যে কিছু যাত্রী বাস থেকে নেমে হাঁটতে শুরু করল। সুতরাং, কন্ডাক্টরের আইনের কঠোর প্রয়োগ নীতি বাস যাত্রীদের চরম ভোগান্তির কারণ হয়ে ওঠে যা আইনের মূলভাব বা লক্ষ্যকে বিনষ্ট করে।

All About A Dog – Title

Every literary composition does have a plot. Plot is constructed through the conflict of characters and their actions. Actions are generally created from certain problem or problems out of which a story or a writing can be developed. A G Gardiner’s essay ‘All About a Dog’ is also composed on a problem. The essay is developed from the problem of carrying a dog in a bus. This problem creates conflict among the characters, their views and also in the construction of the plot.

These conflicts make the essay proceed. So, the dog or the problem of carrying the dog in a public vehicle remains the key factor behind the backdrop of the essay. The rule about carrying a dog inside a bus is such a rule that may not be followed and implemented rigidly. It is the discretion of the bus conductor to exercise such a rule in emergency. If situation does not demand it, it can be ignored. Throughout the essay the bus conductor remains strict and adamant to maintain that law.

But ultimately he is convinced by the author that rules should be protected for the people’s convenience, emphasizing on its spirit, not on its letters. The entire essay deals with a problem. The problem is about a dog and its right to be allowed to get into a bus with its owner.

The essay proceeds with this conflict whether it would be allowed or not. From the thematic point of view, the essence of the essay is all about a dog and the rule regarding dog. So, the title of the essay is quite appropriate and suggestive.

All About A Dog – শিরোনাম

প্রতিটি সাহিত্য সৃষ্টির একটি কাহিনিসূত্র থাকে। কাহিনিসূত্র তৈরি হয় রচনার চরিত্র ও তাদের কাজের সংঘাতের মধ্যে দিয়ে। সাধারণত এই কাজের সৃষ্টি হয় কোনো সমস্যা বা সমস্যা সমূহকে কেন্দ্র করে। যা থেকেই গড়ে উঠতে পারে কোনো রচনা সৃষ্টি। এজি গার্ডিনারের প্রবন্ধ ‘অল অ্যাবাউট আ ডগ’ ও একটি সমস্যাকে ভিত্তি করে রচিত। সমস্যাটি তৈরি হয় বাসে একটি কুকুরকে নিয়ে ভ্রমণ করাকে কেন্দ্র করে। এই সমস্যাটি প্রবন্ধের বিভিন্ন চরিত্র ও তাদের ভাবনায় সংঘাত সৃষ্টি করে।

রচনার মূল বিন্যাস তৈরিতেও সংঘাত তৈরি হয়। এই সংঘাত প্রবন্ধের কাহিনিকে ও মূলবস্তুকে এগিয়ে নিয়ে যায়। তাই, বাসে কুকুর নিয়ে ওঠা বিষয়টি বা কুকুরটিই হয়ে ওঠে এই প্রবন্ধটির মূল সমস্যা বা প্রতিপাদ্য বিষয়। বাসে কুকুর নিয়ে ওঠা আইনটি কঠোরভাবে অনুসরণ করা যায় না। এটি বিশেষ পরিস্থিতিতে বাস কন্ডাক্টরের নিজস্ব ইচ্ছা ও অনুভূতির ওপর নির্ভরশীল। পরিস্থিতি তেমন তৈরি নাহলে আইনটিকে উপেক্ষা করা যেতেই পারে। গোটা প্রবন্ধটি জুড়ে বাস কন্ডাক্টরটি আইনটিকে মানতে ও রক্ষা করতে দৃঢ় ও অবিচল মনোভাব দেখায়।

শেষ পর্যন্ত যদিও লেখকের কথায় সে বুঝতে সমর্থ হয় যে, আইনকে রক্ষা করতে হয় সাধারণ মানুষের স্বার্থে ও সুবিধায়। সেক্ষেত্রে, আইনের আক্ষরিক অর্থকে নয়, তার মূল ভাবকে গুরুত্ব দিতে হয় বেশি। সমগ্র প্রবন্ধটি একটি সমস্যা কেন্দ্রিক। সমস্যাটি হল কুকুর নিয়ে বাসে কোনো ব্যক্তিকে চড়তে অনুমতি দেওয়া উচিত, না উচিত নয়।

এভাবেই সংঘাতের মধ্যে দিয়ে ঘটনা গড়াতে থাকে। বিষয়বস্তুর দিক থেকে বিচার করলে প্রবন্ধটির মূল বা সার বিষয়বস্তু একটি কুকুরকে নিয়েই বা কুকুর সংক্রান্ত আইন নিয়ে। তাই, প্রবন্ধটির নামকরণ বা শিরোনাম এক্ষেত্রে যথার্থ ও অর্থবহ।

All About A Dog – Critical Analysis

All about a Dog is an edited version of A G Gardiner’s essay of the same name. In this essay the author observes how a bus conductor makes a lady with a dog go up to the uncovered top of a double-decker bus on a freezing evening just because she is carrying a dog. While watching the incident and its reaction among other co-passengers, the author wonders whether rules should be tempered with good wishes in order to make them more humane and meaningful.

The essay only concentrates on a particular theme. It does not try to comment only on an individual but on human behaviour as a whole. The description of nature in detail is not required to highlight the essence of the message which the author wants to preach. So, the tone of the entire essay is more subjective and contemplative than the objectivity of natural description.

The ultimate purpose of the text is didactic. Through the small pieces of sentences to present the real life situation, he basically preaches one of the truths of civic or social life on rules. The author’s parting words to the bus conductor have become a gospel to all the social beings. So, the essay appears to be more impersonal than personal, more universal than individual, more practical than imaginative.

All About A Dog – রসগ্রাহী আলোচনা

অল অ্যাবাউট আ ডগ হল এজি গার্ডিনারের একই নামের প্রবন্ধের সম্পাদিত সংস্করণ। এই প্রবন্ধে লেখক পর্যবেক্ষণ করেন কীভাবে একজন কুকুর হাতে মহিলাকে হাড় কাঁপানো শীতের সন্ধ্যায় বাসের খোলা ছাদে উঠতে হয়, কেননা তার সঙ্গে রয়েছে একটি কুকুর। যখন লেখক এই ঘটনাটি লক্ষ করেছিলেন এবং যাত্রী সাধারণের মধ্যে এর প্রতিক্রিয়া অনুধাবন করার চেষ্টা করছিলেন, তিনি এই ভেবে অবাক হয়ে যাচ্ছিলেন যে, আইনকে আরও মানবিক ও সার্থক করে তুলতে আইনকে সম্ভাবনার সঙ্গে প্রয়োগের মাধ্যমে তার কঠোরতা লাঘব করা যায় কিনা।

প্রবন্ধটি একটি বিশেষ বিষয়বস্তুকেন্দ্রিক। এটি কেবলমাত্র একটি ব্যক্তির বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমগ্র মানবজাতির আচরণ-বিষয়ভিত্তিক। যে – বিষয়টি লেখক সকলের কাছে বার্তাস্বরূপ তুলে ধরতে চাইছেন তার সারবত্তাকে বিশেষিত করতে প্রাকৃতিক বর্ণনার প্রয়োজন অনুভূত হয় না। তাই, সমগ্র প্রবন্ধটির মূলভাব প্রাকৃতিক বিষয় বর্ণনার তুলনায় অনেক বেশি বিষয়বস্তুভিত্তিক ও চিন্তাশীল।

প্রবন্ধের মূল উদ্দেশ্য শিক্ষাধর্মী। ছোটো ছোটো বাক্যের মধ্যে দিয়ে লেখক বাস্তব জীবনের পরিস্থিতির চিত্রাঙ্কন করেছেন এবং এর মধ্য দিয়ে মানুষের নাগরিক ও সামাজিক জীবনের আইনগত সত্যের স্বরূপ বা মাহাত্ম প্রচার করেছেন। বাস কন্ডাক্টরের প্রতি লেখকের বিদায় মুহূর্তের কথাগুলি যেন সকল সামাজিক জনগোষ্ঠীর কাছে অমৃতবাণীস্বরূপ প্রতীয়মান হয়েছে। তাই, প্রবন্ধটিকে মনে হয়েছে নৈর্ব্যক্তিক, সর্বজনীন ও বাস্তববোধসম্পন্ন।

এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের দ্বিতীয় অধ্যায় “All About A Dog” এর লেখক পরিচিতি এবং গল্পের সারসংক্ষেপ নিয়ে আলোচনা করেছি। আশা করি এই আর্টিকেলটি আপনাদের “All About A Dog” সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দিয়েছে। এর মাধ্যমে আপনারা গল্পটি আরও ভালোভাবে বুঝতে পারবেন। এছাড়া নবম শ্রেণীর পরীক্ষায় লেখকের নাম ও সারসংক্ষেপ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। আর্টিকেলটি কেমন লেগেছে তা নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারেন।


Share via:

মন্তব্য করুন